এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৪৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 203.197.42.100 | ০৬ জুলাই ২০১১ ১৪:১৯479604
  • বাব্বা, হুটের ওপর গুরুর প্যাঁচা!
  • Bratin | 122.248.183.1 | ০৬ জুলাই ২০১১ ১৫:২২479605
  • ও হো ব্যস্ত আছেন তবে থাক। হঠাৎ করে পুরসভার ব্যাপারে কথা বলছিলেন দেখে ভাবলাম আপনি এসেছেন।
  • Ishan | 122.248.183.1 | ০৬ জুলাই ২০১১ ১৬:৪২479606
  • এইটা সৌমিত্র বল্লে লিচ্চয়ই বিশ্বাস করতাম। :)
  • x | 193.200.150.137 | ০৬ জুলাই ২০১১ ১৭:৪৩479607
  • আরে আপনি তো ডহরবাবু নিয়েও সন্দেহ করলেন। এত সন্দেহ করলে দাঁতে পোকা হবে।
  • aka | 168.26.215.13 | ০৬ জুলাই ২০১১ ১৮:১৯479608
  • হার্ভাড বা এমআইটি একটা লক্ষ্য। যেমন কলকতা লংডং হবে। কথাটির অনেকরকম মানে হয় যেমন কলকাতা লংডংয়ের মতন সুন্দর হবে। কি করে? না সিগনালে সিগনালে রবীন্দ্র সংগীত বাজিয়ে। সেটাকে কাউন্টার করতেই বোস্টনের উদাহরণ। আসলে বক্তব্য ছিল সুন্দর শহর চাই না। আমি লংডং দেখি নি, কিন্তু বোস্টন ঠিক ঝাঁ চকচকে আধুনিক, সুন্দর শহর বলতে যা বোঝায় তাই না। বোস্টনের সৌন্দর্য তার অন্যান্য অ্যাচিভমেন্টে যেমন হার্ভাড, এমআইটি, ডানা ফার্বার ইত্যাদি ইত্যাদি। এই পুরনো শহরেও থাকা সম্ভব যদি ঠিকঠাক শিক্ষা প্রতিষ্ঠান থাকে, চিকিৎসার জায়গা থাকে। তা সেটা শুধু গান শুনিয়ে হয় না। ব্যপারটা বলাই বাহুল্য অনেক জটিল। জটিল যে সেটা বোঝাতেই হার্ভাড, এমআইটি ইত্যাদির কথা।

    (কেউ জিগ্যেস করে নি কিন্তু তাও বললাম, একে বলে ডি:)

    আর এই কলকাতা সর্বস্বতা একটু কমলে হয় না। ঐটুকু শহর আর কত চাপ সইবে। প:ব:য়ের উন্নয়নের অন্যতম প্রধান সমস্যা এই কলকাতা নিয়ে বেশি মাতামাতি। কলকাতার সৌন্দর্য বাড়াতে, ট্রাফিক ঠিক করতে কলকাতার ওপর চাপ কমান। চাপ কমাতে এক্সপ্যান্ড করুন, এক্সপ্যাণ্ড করতে আবার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হয়, কিন্তু ওদিকে আবার বাজেটের অবস্থা খারাপ। তাইলে আর কি ঘামতে ঘামতে রবীন্দ্র সংগীত শুনুন।
  • dukhe | 122.160.114.85 | ০৬ জুলাই ২০১১ ১৮:২৮479609
  • মাক্কালী আমি সরলমতি ছিলাম । বিমান বোস, দেবেশ রায়, জয়দেব আর ২৪ ঘণ্টাকে বিশ্বাস করে ভেবেছিলাম সিপিয়েম ২০০+ আসন পাবে । কিন্তু হায় । সব ব্যাটা আমাকে বিভ্রান্ত করলে গা । মাঝখান থেকে হতচ্ছাড়া তারানন্দ সব ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিল ।
    সেই থেকে মনে সন্দেহ ঢুকেছে । জানি অনুচিত, তবু প্রশ্ন পায় ।

  • x | 193.200.150.125 | ০৬ জুলাই ২০১১ ১৮:৩২479610
  • ডহরবাবু নিয়ে প্রশ্ন থাকলে ইউটিউব উত্তর দেবে।
  • dukhe | 122.160.114.85 | ০৬ জুলাই ২০১১ ১৮:৩৮479612
  • বালাই ষাট ! গণশক্তি থাকতে যারা ইউটিউব খোঁজে, সেইসব অবিশ্বাসীর মুখে পোকা পড়ুক ।
  • x | 193.200.150.152 | ০৬ জুলাই ২০১১ ১৮:৫২479613
  • পর পর দুটো পোস্ট দেখলে মনে হয় dentist-এর ইনকাম কেউ ঠেকাতে পারবে না। তায় dentist-রা বড় ভয়ানক প্রাণী।
  • aka | 168.26.215.13 | ০৬ জুলাই ২০১১ ১৮:৫৫479614
  • একটা কথা বলি, মানে স্বীকার করি, ডহর মানে রাস্তা মাইরি এটা জানতাম না। জানার চেষ্টাও কোনদিন করি নি। মমতার বিরুদ্ধে অভিযোগটা কি? উনি জানতেন না বলে?
  • umesh | 80.254.147.148 | ০৬ জুলাই ২০১১ ১৮:৫৯479615
  • x, ইউটিউব link টা দেবে।
  • x | 193.200.150.152 | ০৬ জুলাই ২০১১ ১৯:০০479616
  • না না অভিযোগ কিসের?

    তবে ডহর কোনো ব্যক্তি নন এটা সম্ভবত: জানার কথা - বিশেষ করে ওরকম অনুষ্ঠানে গেলে। কেন জানি না, আমরা জানতাম। ওর মানে যে রাস্তা সেটাও, তবে সেটা বাদ দিলাম, অনেকেই নাকি জানতেন না।

    খিল্লিকে স্পোর্টিংলি নিন না। আর নয়তো স্ক্রোল করে যান।
  • Bratin | 122.248.183.1 | ০৬ জুলাই ২০১১ ১৯:০১479617
  • হ্যাঁ। অভিযোগ হল কেন জানতেন না? আসলে এই সব বাম সমর্থক রা মমতা কে সমালোচনার করার মতোন কিছু পাচ্ছেন না তো। মমতা বেশীর ভাগ বল ব্যাটের মাঝ খান দিয়ে খেলে দিচ্ছেন। চার/ছয় ও হাঁকাচ্ছেন। সহ্য করা যায় বলুন??
  • aka | 168.26.215.13 | ০৬ জুলাই ২০১১ ১৯:০৯479618
  • ও শুধু ডহর বলার জন্য খিল্লি করছেন। তা ভালো, খিল্লি ছাড়া ফেসবুক বিপ্লবীদের আর কিই বা দেওয়ার আছে। স্পোর্টিংলি নেবেন কিন্তু।
  • Suvajit | 168.244.164.244 | ০৬ জুলাই ২০১১ ১৯:১০479619
  • মমতা সৌমিত্রকে তিনোমূলে যোগ দিতে বলেছিলেন, এটা আপাতত: কবির কল্পনা ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না।
    আর সুমন মুখো: এই গত সপ্তাহেই তারানন্দে এসেছিলো দলতন্ত্র না কি নিয়ে আলোচনায় অংশ নিতে। সেখানে শাঁওলিও ছিলেন। দুজনের কেউই এই ঘটনার কথা উল্লেখ করেননি। যদি রাজনৈতিক কারনে সুমন নিজের নাটকের জন্য হল না পান, তাহলে তিনি সেটা বলবেন না কেন?
    তবে খবরটা ঠিক হলে বলব মমতা পাতি গাধামো করছেন। এক তো নৈতিক দিক থেকে, তাছাড়া সৌমিত্রের মত অভিনেতাকে একটা নাটক স্টেজ না করতে দিয়ে মমতা কি ক্ষতিবৃদ্ধি করবেন?

    তবে সিপিয়েম সমর্থকেরা এই ঘটনাটা ইস্যু করছেন দেখে ভারি আমোদ পেলুম।
    চালুনি বলে সুঁচ .....

  • Suvajit | 168.244.164.244 | ০৬ জুলাই ২০১১ ১৯:১৩479620
  • শুধু ডহর বলেননি তো, 'ডহরবাবু' বলেছেন। তার পরিবারের লোকজনের খোঁজ নিয়েছেন :-)
    ডি: একথা আমি বলছি না, গনশক্তি বলাচ্ছে।
  • kc | 89.203.49.18 | ০৬ জুলাই ২০১১ ১৯:৫২479621
  • উমেশের জন্যি,

  • Sibu | 184.214.16.141 | ০৬ জুলাই ২০১১ ২০:১২479623
  • আরে ন্না:, ন্না:, সমালোচনা/অভিযোগ আবার কিসের? যাস্ট জইল সিরিজের মত মমতা সিরিজের শুরু। নির্মল আনন্দ।

    ভাবছি সামনের বার মমতাকেই ভোটটা দেব। দিদি না থকলে খিল্লির চন্স কমে যাবে। :))
  • x | 193.200.150.125 | ০৬ জুলাই ২০১১ ২১:৪৫479624
  • দাদা খেতে তো যেতে দ্যান - নইলে আদ্ধেক হয়ে যাবো যে! এম্নিতেই দুপুরে ভুলে গেছি:-(

    আকা স্যার - উপাধিটা বেশ দিলেন, কিন্তু এর কোনো necessary condition নেই তো? মানে ফেসবুকে থাকতে হবে না তো? তাহলে এই জন্মে আর বোধায়...অন্তত এই inst-তে থাকাকালীন আর...অনেক কষ্টে anonymouse দিয়ে এদিক ওদিক যাই।

    তবে আমি খুব স্পোর্টিং, weekend-এ পিছনের yard-এ বল পেটাই;-)

    উমেশ স্যার - গুগুলে Hool Dibash বলে খুঁজুন, দিদির ছেলেদের ভিডিও পাবেন।

    আর পু:সি: স্যার - বাম সমর্থক হবার criteria কি? মানে দিদির কথাবার্তা নিয়ে খিল্লি করলেই বাম হয় কি?
  • x | 193.200.150.125 | ০৬ জুলাই ২০১১ ২১:৪৭479625
  • আরে বা: ভিডিওটা কপি হয়েছে দেখছি!
  • kc | 89.203.49.18 | ০৬ জুলাই ২০১১ ২১:৫১479626
  • :)। হ্যাঁ। দিদির ভাইয়েরা যদি ডিলিয়ে দ্যায়, সেই আশঙ্কায়।
  • Ishan | 117.194.40.28 | ০৬ জুলাই ২০১১ ২১:৫৫479627
  • ধুর এটা ভালো ভিডিও না। অনেক কষ্ট করে শুনতে হল।

    "সিধু কানু ডহর'এর আন্দোলন নিয়ে কিছু বাণী শুনলাম। "ডহরবাবু' এবং তার পরিবার বিষয়ে কিছু শুনলাম না তো।
  • x | 193.200.150.125 | ০৬ জুলাই ২০১১ ২১:৫৮479628
  • না এতে ডহরবাবুর খোঁজ নেই, তবে বার তিন চার সিধু কানু এবং ডহরের লড়াই, স্মৃতি, পরিবার - এই কথাগুলো আছে। বাড়ি যাবো নয়তো সময়টা লিখে দিতাম।
  • Ishan | 117.194.40.28 | ০৬ জুলাই ২০১১ ২২:০১479629
  • আকার Date:06 Jul 2011 -- 06:19 PM পোস্টে এক্কেবারে ক্ক।

    কলকেতা শহরের এই অবস্থায় ট্রাফিক সিগনালে গান বাজলে আমার প্রচন্ড সমস্যা আছে। এমনিতেই হর্নের প্যাঁ, গাড়ির গোঁ-গোঁ, অটোর গান, ধুলো-ধোঁয়ায় ট্রাফিক সিগনালে দাঁড়ালে পাগল-পাগল লাগে। তার উপর আবার মাইক বাজিয়ে গান? জাস্ট নেওয়া যাবেনা।

    তবে বাকিগুলো কমলে তার পরে মিহি সুরে গান বাজলে ভালই হবে। কিন্তু "বাকি' গুলো কমানো হল মাস্ট। আর তারপরের গান টা নেহাৎই গুড টু হ্যাভ।
  • Ishan | 117.194.40.28 | ০৬ জুলাই ২০১১ ২২:০৩479630
  • ক্ষ বাবু কি দাঁত নিয়ে গবেষণা করেন? :)
  • x | 193.200.150.125 | ০৬ জুলাই ২০১১ ২২:০৬479631
  • ও, যাবার আগে আকাস্যার আর পু:সি: স্যারের জন্যে - আমার স্যার কোনো সিরিয়াসনেস নেই। এই শিক্ষা, স্বাস্থ, অস্ত্র - কিছুতেই না। আমি খিল্লি পার্টি, অ্যাস্ট্রোনমি/অ্যাস্ট্রোলজি নিয়েও করি, ডহরবাবু নিয়েও করি। জীবনে ভোটই দিলাম না, তো সমর্থক, ধুউউউর।

    ঈশান স্যার - করি না, তবে dentist-দের হাড়ে হাড়ে চিনি, অনেকটা কুট্টিমামার দাদুর মত:-)
  • I | 14.99.73.63 | ০৬ জুলাই ২০১১ ২২:৪৭479632
  • এই পুসি স্যারটা কে? কেমন একটা শোনাচ্ছে!
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুলাই ২০১১ ২৩:১৪479635
  • আরে পুসি বুঝলা না? সে এক ভয়ানক ব্যপার। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন