এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুষ্কং কাষ্ঠং প্রেমের গল্প

    ব্যাং
    অন্যান্য | ১৫ এপ্রিল ২০১৩ | ১১৮৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 78.47.250.76 | ১৭ এপ্রিল ২০১৩ ২১:২৪602195
  • এই টইটা দারুণ হচ্ছে। তবে আমার কথা হলো এই শুচিস্মিতা মেয়েটা এত কম লেখে কেন? এমন হাত !
  • pi | 78.48.231.217 | ১৭ এপ্রিল ২০১৩ ২১:২৭602196
  • মামু , মোটেও না ! x-(

    হুচি, তারপর ?
    আর তার আগের দিনের ক্লান্তির গপ্পোটা হলনা ? ঃ)
  • hu | 188.89.13.252 | ১৭ এপ্রিল ২০১৩ ২১:৩২602197
  • তারপর আর কি! ঘর খালি করতে গিয়ে খুঁজে পাওয়া জং ধরা সেফটিপিন বিপদত্রাতা মধুসূদনের ভূমিকায় অবতীর্ণ হল। প্রধান অতিথি আর কিছু বন্ধু-বান্ধবের উপস্থিতিতে কত্তা-গিন্নী আই ডু বললেন। কেক কাটা হল। পোলাও-মাংস-ছানার ডালনার সদগতি হল।
    আর তারপর আবার ট্র্যাশ ফেলা শুরু হল। কত্তা গাড়ী ভর্তি করে ট্র্যাশ ভরেন। গিন্নী ঘর থেকে ডাম্পস্টার পর্যন্ত স্টিয়ারিংএ বসেন। ট্র্যাশ ফেলা হয়। আবার ফেরা হয়। আবার ভরা হয়। আবার ফেলা হয়। আবার ভরা হয়। আবার....
  • hu | 188.89.13.252 | ১৭ এপ্রিল ২০১৩ ২১:৩৫602198
  • পাই, আগের দিনের গল্পটা টিম লিখবে। ড্রাইভার হিসেবে পূর্ণতা প্রাপ্তির গল্পটা ওরই লেখা উচিত।
  • Bhagidaar | 216.208.223.1 | ১৮ এপ্রিল ২০১৩ ০৩:৫৫602199
  • ভাগিদার কারেকশন করবে।

    "আধ-ঘুমন্ত গলায় বলল -বড্ড আওয়াজ করিস। অতগুলো পাতা উল্টোনোর কি দরকার? একটা পাতা পড়তে পারিস না?" এত কিছু আমি বলিনি, আমি শুধু একটা পাতা পড়তে পারিস না? এই টুকুই বলেছিলাম, আর মোটেই আধ-ঘুমন্ত গলায়ে বলিনি, কারণ আবাজ-এর চোটে আমার ঘুম-ই আসেনি।

    তবে আমার ওই ঘরটা আমি মিস করি, কি সুন্দর দিনের বেলায় ও অন্ধকার করা যেত। এই নতুন বাড়িতে বড্ড আলো!

    4Z , মাল্টিপল ভাগিদার হলে আমার বিশেষ আপত্তি নেই, বরং আমার ই কাজ হালকা হবে। শি ইস quiet ই হ্যান্ডফুল!
  • nina | 79.141.168.137 | ১৮ এপ্রিল ২০১৩ ০৮:১৭602200
  • হুচি--তাপ্পর?? ঃ-)))
    কুমু --শুরু কর ফাঁকিবাজ
    পাই---আর একটু হোক
    সোসেন ঃ-)#৩ হোক---
    কিকিয়া--যা বলেছিস--এক্কেরে হক কতা---
  • sosen | 125.241.111.160 | ১৮ এপ্রিল ২০১৩ ০৮:৪৮602201
  • ফোজ্জির হাড় জুড়োলো?
  • maasimaa | 132.178.192.7 | ১৮ এপ্রিল ২০১৩ ০৯:১৮602202
  • ওমা কী মিত্তি ব্যাপারস্যাপার!
  • Tim | 188.89.101.154 | ১৮ এপ্রিল ২০১৩ ১২:১৩602203
  • ও হ্যাঁ ড্রাইভারিতে পূর্ণতা প্রাপ্তির গল্পটা হাঁসু চেয়েছে। লিখেই দি।
    সেইদিন শুক্রবার ছিলো। বেজায় খাটুনি চলছে তার কয়েকদিন আগে থেকেই। গ্র্যাজুয়েট স্কুলের সেশের সেদিন গেছে সবে, তখনও পেপারওয়ার্ক চলছে, বাড়ি খালি করা, ডাকে সমস্ত দরকারি ও অদরকারি জিনিস পাঠানো , ঘর পরিষ্কার এইসব নিয়ে যা তা অবস্থা। গিন্নি প্রাণে ধরে কিছুই ফেলে দিয়ে পারেন না, তাই চৌতিরিশ বাস্কো বই (পরে সেটা বেড়ে মনে হয় ছাপ্পান্ন হয়েছিলো) ও সাত বাস্কো কিছুমিছু পাঠানো হচ্ছে আস্তানায়। তারি মাঝে চাহি দেখ, ডিসি ভাট। ইপ্পি, হুতোদা-সুতোদি, অরণ্যদারা আসবে। হুচি উড়ে আসবে, তারে কুড়ায়ে নিয়ে আমি মেরিল্যান্ড যাব।
    প্রথমেই অরণ্যদার প্রগাঢ় পাংচুয়ালিটি নিয়ে দুকথা। আমি যখন ডিসি থেকে মাত্তর দু ঘন্টা দূরে, অরণ্যদার ফোন।
    -বেরোচ্ছি, বুঝলে?
    - বাহ! আম্মো পৌঁছে যাচ্ছি একটু পরেই।
    অতঃপর বইপত্তর নিয়ে কথা হলো, ড্রাইভ করতে করতেই।
    তো, সবাই সকাল সকাল এসে যাবে (মানে ঐ রাত এগারোটা আরকি) জেনে পুলকিত হলাম। হুচি আবদার করে রেখেছে কাবুলি যে দোকান থেকে আমরা প্রয়াশই কাবাব কিনি সেখান থেকে কেনাকাটি করে নিতে। তো, সেদিকেই গেলাম।
    নর্দার্থ ভার্জিনিয়ার ঐ অংশে একটা লম্বা স্ট্রেচ আছে, প্রতি দু মিনিট অন্তর একটা করে সিগনাল। সেরকমই একটা সিগনালের একটু আগে হঠাৎ হুচির ফোন। খারাপ আবহাওয়ার দরুণ ফ্লাইট ডিলে হয়ে কানেকশান মিস হয়েছে। আজ রাতটা আটলান্টায় থাকতে হবে। কাল ভোরে আসবে ডিসি।
    এইসবে কেমন করে জানি একটা লাল সিগনাল পেরিয়ে গেছি। মানে ঠিক লালে পেরৈনি, হলুদেই বেরিয়েছিলাম, পথে লাল হয়ে গেছে। ওমা, বজ্জাত পুলুসটা ফাঁদ পেতে পাশেই দাঁড়িয়েছিলো। এসে বিনা বাক্যব্যয়ে টিকিস দিলো। আমার প্রথম ও একমাত্র টিকিস, তাও ছবছর নিষ্কলঙ্ক ড্রাইভারির পর। মোজাটোজা জ্বলে একসা।
    ইপ্পিকে জানালুম। সে আরো ভালো খবর দিলো। অরণ্যদা নাকি সবে বেরোয়েছে (আমাকে "বেরোচ্ছি" বলার ৩ ঘন্টা পরে)। ওদের আসতে আড়াইটে হবে।
    মনের দুঃখে কাবাব কিনে হাঁচোড়পাঁচোড় করে যখন ইপ্পির বাড়ি পৌঁছলাম তখন এগারোটা মনে হয়। সব শুনে মশামেসো বললো ভালৈ হয়েছে, একটাও টিকিস না খেলে অভিজ্ঞতাটা ইনকম্প্লিট থেকে যেত।
    যাই হোক, অতঃপর গপ্পটপ্প করে আর ম্যাগির শরবত খেয়ে মনটা খানিক হালকা কত্তে পেরেছিলাম।
    ও আর রাতে ইপ্পির অ্যালার্ম নিয়ে একটা কেলো হয়েছিলো, তবে সে অন্য গল্প।
  • Tim | 188.89.101.154 | ১৮ এপ্রিল ২০১৩ ১২:১৪602205
  • নর্দার্ন*
  • san | 69.144.58.2 | ১৮ এপ্রিল ২০১৩ ১৪:০৩602206
  • য্যানো আমরা পেন্টুফুটুং ভুলে গেছি !
  • | 190.215.81.137 | ১৮ এপ্রিল ২০১৩ ১৪:১০602207
  • ঠিক ঠিক।ঃ)
  • san | 69.144.58.2 | ১৮ এপ্রিল ২০১৩ ১৪:১৪602208
  • এখানে টুকে রাখি? দ্রি এর সেই ছড়া?

    হলুদ বরণ পাথর বেয়ে গড়ায় গরম জল,
    টিমদা ভাবেন, 'ভগবানের এ কি আজব কল!'
    এমন সময় গ্রিজলি এসে যেই করেছে হাঁ,
    টিমদা বলেন, 'গ্রিজলি, তুমি দাঁতও মাজো না?
    আনটাইডি, তোমায় আমি করব না ফ্রেঞ্চ কিস।'
    ফিরে চলেন, মনে বলেন, 'ডিসগাস্টিং, দিস!'
    ফিরতে গিয়ে করেছিলেন একটু বেশী হারি,
    মে বি বিকজ, গাড়ীতে তাঁর মিষ্টিমতন নারী ---
    এনিওয়ে, এমন কপাল, পেন্টু গেল ফেঁসে।
    সেই কথাটি যখন তিনি বলেন ফিরে এসে।
    জিভ কেটে আর কোনমতে সামলে নিয়ে হাসি
    হুচি বলেন, 'পেন্টুফুটুং, তোমায় ভালোবাসি।'
  • sch | 132.160.114.140 | ১৮ এপ্রিল ২০১৩ ১৪:৩২602209
  • বড্ডো বড্ডো ভালো এই লেখাটা
  • 4z | 209.119.232.227 | ১৮ এপ্রিল ২০১৩ ১৭:৩৩602210
  • সোসেন, তোকে যে কাজটা করতে বলেছি সেটা করেছিস কী? নইলে তোর হাড় ভেঙ্গে তবে আমার হাড় জুড়োবে।
  • sosen | 24.139.199.11 | ১৮ এপ্রিল ২০১৩ ১৮:০২602211
  • হচ্ছে। হবে।
  • sosen | 24.139.199.11 | ১৮ এপ্রিল ২০১৩ ১৮:০৮602213
  • আমি এই মনোনয়ন সমর্থন করলাম।
  • নেতাই | 131.241.98.225 | ১৮ এপ্রিল ২০১৩ ১৮:০৮602212
  • দ্রি র কবিতাটাকে আমি শতাব্দীর সেরা কবিতা হিসেবে মনোনীত করলাম।
  • Reshmi | 129.226.173.2 | ১৮ এপ্রিল ২০১৩ ১৮:৩৭602214
  • গপ্পোগুলো সবকটা দারুন, এক্কেবারে রসে টইটুম্বুর, একটুও শুষ্কং কাষ্ঠং নয়।
    আর দ্রি-র ছড়াটা তো icing on the cake! ঃ)
  • Ekak | 69.99.230.125 | ১৮ এপ্রিল ২০১৩ ১৮:৪০602216
  • আহা দারুন পদ্য । খাসা লিকেচেন দ্রি !
  • Blank | 180.153.65.102 | ১৮ এপ্রিল ২০১৩ ২০:১২602217
  • দ্রি কে
  • a x | 138.249.1.198 | ১৮ এপ্রিল ২০১৩ ২০:৩৫602218
  • কুমোড়পাড়ার গরুর গাড়িটা হেব্বি দিয়েছে ঃ-))
  • sosen | 125.242.148.199 | ২০ এপ্রিল ২০১৩ ২১:১৭602219
  • শুষ্কং কাষ্ঠং না-৩

    উরুশ্চারণে ভারী ভুল হয় মেয়ের।
    একটিভিস্ট এর মাঝে কোত্থেকে "টি " ঢুকে পড়ে। কানেটিকাট এর মাঝখানে "ক " এসে তিড়িং বিড়িং করে। আর বিশুদ্ধবাদী তেনার নাক কুঁচকে যায়। পড়িয়ে পড়িয়ে থৈ পায় না আর। মাথার কোনো কোনায় ইস্ক্রুপ ঢিলে আছে বলেই প্রতীয়মান হয়।

    ওদিকে কাঠ বাঙাল। যেমন উরুশ্চারণ তেমনি খাওয়া । ডালের সুগন্ধ উঠলো কি না উঠলো, তাতে সবজি দাও, বিট , গাজর , বিন, সব দিয়ে চচ্চড়ি বানিয়ে ফেল। কচুশাক খাও, কচুর ডালনা খাও, লোটে মাছ খাও , শুধু খেয়েই ক্ষান্তি নাই, তার আবার ব্যাখ্যান।
    নাক সিঁটকে সিঁটকে ইদানিং তেনার নাক্খান একদিকে এট্টু বেঁকে থাকে। সেইটাতে হাত বোলাতে বোলাতে বাঙাল কন্যের সাথে দরাদরি করেন তিনি ।
    "ডাল তুমি খাও না সবজি দিয়ে। আমায় কালোজিরে ফোড়ন দিয়ে দিলেই তো চলে "
    " আমি বাটা মাছ খাব না। মোটেই না "
    "কচু -ও খেতে পারব না। সে যাই কর আর তাই কর"

    বাঙালকন্যা রেগে মেগে কয়- "ক্যানরে বাপু। নারকেল দিয়ে , সর্ষে দিয়ে কেমন সুন্দর কচুবাটা হয়। কি তার সোয়াদ। একবার খেয়েই দেখসে?"

    ভারী ঝগড়া বাধে। তারপর ওই ঘটি রান্নাই হবে বলে ঠিক হয়। মাছের কালিয়া, মুগডাল। ভিন্ডি ভাজা।
    খেয়ে দেয়ে ভুঁড়িতে হাত বুলিয়ে ভারী খুশি হয় পেটুক । ব্যাজার্মুখো বৌকে জড়িয়ে ধরে আদর করে ডাকে " ওরে আমার গোদা রে !"
    গোদা কি জানেন? গোদাবরী। ক্যানো এই নাম জানতে চাইলে শরদিন্দু পড়েন।
    মেয়ে হেসে ফেলে। সোহাগ বেশ ঘন হলে, রাগ টাগ ভুলে গেলে, রাত যখন গভীর, তখন পেটুকচরণ বলে" ওই যে সর্ষেবাটা দিয়ে কচু?"
    বেশ খুশি খুশি হয়ে মেয়ে ভাবে বশে এলো বুঝি ঘটি। আরো বিস্তার করে বলে " নারকেল দিয়ে। নার্কেল , সর্ষে বাটা , কচুবাটা। খাবা ?"
    "না , খাবো না। তবে বলছিলুম কি--"
    "কি?"
    "ইয়ে , কথাটা হলোগে নারকোল। নারকেল না। বলো-নারকোল!"
    ভয়ানক রেগে গিয়ে কন্যা হুর্মুরিয়ে উঠে পড়তে চায়।
    আর তাকে টেনে রেখে পেটুক হেসে লুটোপুটি হয়ে বলতে থাকে" ভুতো বলো , নারকোল। ও ভুতো ,বলো, নার্কোল......"

    (ডি:- এট্টু এট্টু কল্পনা )
  • siki | 132.177.165.152 | ২০ এপ্রিল ২০১৩ ২১:৩৬602220
  • খিখিখিখিখি।

    এই নারকোলকে নারকেল বলা নিয়ে সিকিও সিকিনীর গুচ্ছ পেচুনে লাগে।
  • aranya | 154.160.98.31 | ২০ এপ্রিল ২০১৩ ২১:৪৫602221
  • ভারি সুন্দর সব গল্প।
    তিমি পাংচুয়ালিটি নিয়ে আবাজ দেল, আমি সত্যিই আপিস থেকে বেরিয়েই ওকে ফোন করি, বেরিয়েচি বলে। তাপ্পর আপিস থেকে বাড়ী এক ঘন্টা, সেখানে ব্যাগ গোছানোয় পনের মিনিট, হুচির জন গোটা কয় বাংলা বই খুঁজে পেতে নিতে আরও মিনিট পনের (আহা, বেচারী প্রবাসে বাংলা বই পায় না, ভাটে লিখেচে কদিন আগে, টিম-কে ফোনটাও সেজন্যই করা, হুচি কাদের লেখা ভালবাসে জানার জন্য) নিজ বাড়ী হতে হুতো বাড়ী এক ঘন্টা, সেখানে তালে গোলে আরও আধ ঘন্টা, তাপ্পর পাই-বাড়ী আরও ঘন্টা তিনেক।
    লিখতে গিয়েই হাঁপিয়ে গেলাম।
    বইগুলো আর হুচে-কে দেওয়া হয় নাই, ভুলিয়া যাওন ও আবার বই-ভরা ব্যাগের নিউ জার্সী প্রত্যাবর্তন, সেটা আলাদা কথা।
  • a x | 118.193.101.189 | ২০ এপ্রিল ২০১৩ ২১:৪৯602222
  • সোসেনের এই গপ্পটা, গপ্প ও পরিবেশন দুইয়ে একেবারে টইটুম্বুর!
  • ন্যাড়া | 132.179.72.78 | ২০ এপ্রিল ২০১৩ ২১:৫২602223
  • সবই তো বুঝলাম, কিন্তু কথাটা নারকোল-ই বটে।
  • | 126.202.98.139 | ২০ এপ্রিল ২০১৩ ২১:৫৩602224
  • শরদিন্দুর গল্প টা মনে আছে। সোসেন দারুন ঃ)
  • a x | 118.193.101.189 | ২০ এপ্রিল ২০১৩ ২২:০৩602225
  • ইয়ে, নারকোলের কথা যখন এলই, তখন ঐ অ্যাকটিভিস্টের মাঝে ট ঢুকে পরে টা বুঝি নাই।
  • Bhagidaar | 218.107.178.181 | ২০ এপ্রিল ২০১৩ ২২:১৪602227
  • একটিভিস্ট কে "একটিভিতিস্ট" বলে মনে হয়। তাতে কি একটিভিস্ম আরো জোরদার হয়, সোসেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন