এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৩৭২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SD | 117.200.81.177 | ০২ নভেম্বর ২০০৯ ১১:৪৬420745
  • আসল বুঁদির গড় তো আপানারা গড়ে তুলছেনই দাদা। শক্ত দেয়াল। মানুষের রক্তে লাল দেয়াল। লালের বিরুদ্ধে লড়তে গিয়ে লাল রক্ত। ধমনীতে নীল রক্ত বইবে সেই আশা। আপনাদের সেই শক্ত আসল বুঁদির গড় বোঁদের গড় হয়ে দুবেলা মন্ডা মিঠাই সাপ্লাই দিয়ে মমতাদেবীকে আরো সুস্বাস্থ্য দান করবে যাতে তিনি রক্ত খেয়ে হজম করতে পারেন। আসুন দাদা, মমতার স্বাস্থ্য কামনায় এক পেয়ালা হয়ে যাক।
  • SD | 117.200.81.177 | ০২ নভেম্বর ২০০৯ ১১:৪৯420746
  • **সিপিএমের রক্তের লাল দেয়াল। ধরে ধরে সিপিএমগুলোকে মেরে ফেলুন তো দাদারা। বাঁচা যায়।

  • pi | 72.83.213.179 | ০২ নভেম্বর ২০০৯ ১১:৫০420747
  • বারে, এই তো বল্লে, অন্যান্য রাজ্যগুলো তো পরিকাঠামো বানিয়ে রেখেইছে। তাহলে তাদেরো বম্বে, ব্যাঙ্গালোর, আমেদাবাদ ছাড়াও অন্য কিছু অফার করার থাকতো।
    মানে বারাসত/মধ্যমগ্রাম/ডানকুনির সাথে কমপিট করার জন্য।

    আরো একটা কথা। পরিকাঠামো আগে থেকেই ভালো হয়ে থাকলে সেই জায়গাগুলোর দাম ও এরকম কম থাকতো না, to begin with

    ব্যাপারটাতো সেই ঘুরে ফিরে এক ই দাঁড়াচ্ছে সেই।

    তাছাড়াও, পরিকাঠামো যখন আগে হয় ই নি, তখন সরকার যুক্তি দিয়েছে, শিল্পপতিরা এলে তাঁরা নিজেদের উদ্যোগে পরিকাঠামো বানাবেন। সেই বানানোর সূত্র ধরে আরো শিল্প আসবে। প্ল্যান বা , সরকারের বক্তব্য অনেকটা এরকম ই কিছু ছিল।

    আর, ইমেজের জন্য শিল্প হচ্ছেনা , এটাকে কাউন্টার করলে এই বলে যে, শিল্প হলেই ইমেজ ঠিক হবে। এটাও একটু ঘুরপাক খাওয়া সব যুক্তি হয়ে যাচ্চে না ?
    আবার, সব দোষ যদি পরিকাঠামোহীনতার দাও তো এও বলা যায়, একদম ই পরিকাঠামো নেই/ছিল না তাও তো না। বরং পরিকাঠামো কিছুটা ছিল বলে ই সিঙ্গুর চেয়েছে টাটারা, নৈলে হয়তো

    প:ব: সরকারের কাজকম্ম সমর্থন করিনা, কিন্তু ডেভিল'স অ্যাডভোকেটগিরি কিছুটা করছি বটে এখন। কারণ তোমার এই গুড গভর্নেন্সের জাদুকাঠি বুলালেই সব অসুখ হাওয়া হবে, বৃহৎ পুঁজির সাথে একটা সম্মানজনক বোঝাপড়া হলে এ কূল ও কূল বজায় থাকবে, প:ব: নামক অঙ্গরাজ্যটির জন্য তোমার দেওয়া এই মডেলেও কেমন একটা ফাঁক আছে মনে হচ্ছে।
  • SD | 117.200.81.177 | ০২ নভেম্বর ২০০৯ ১১:৫১420748
  • ভয় নেই। সিপিএমগুলোতে তো মানুষ নয়। ওগুলোকে মারলে কোনো বুদ্ধীজীবী রাস্তায় মিছিল করবে না।ছত্রধরও বারন করবে না। কিষেনজিও না। শক্ত বুঁদির গড়ে বসে মমতা দেবী এবং তাঁর দলবল সুখে শান্তিতে রাজত্ব করুন!
  • SD | 117.200.81.177 | ০২ নভেম্বর ২০০৯ ১২:০১420749
  • 'বুদ্ধি' না দাদা, 'বুদ্ধী' খেয়াল করবেন।এত বুদ্ধি সবার যে আর ই-কারে চলছে না।ঈ-কার না দিলে মানহানি হচ্ছে।
    বুদ্ধীমান বুদ্ধীজীবী সিপিএম-রক্তপিয়াসী মমতাদেবীর জয় হউক।
  • dukhe | 122.160.114.84 | ০২ নভেম্বর ২০০৯ ১২:৩৭420750
  • পুণে, গুরগাঁও - এরা কি বারাসত বা ডানকুনির সঙ্গে কমপিট করতে পারছে?
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ১২:৩৮420752
  • এই খবরটি দেখুন:
    India saw one of the worst terrorist attacks in November last year, when Mumbai [ Images ] was under siege for four days. Little under a year later, Indians perceive rising food prices as a bigger threat than terrorism. http://business.rediff.com/report/2009/nov/02/bcrisis-price-rise-bigger-threat-than-terrorism.htm

    যে দিদি থালা বাজিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কলকাতার রাস্তাতে মিছিল করেছেন তাঁকে এইনিয়ে কিছু বলতে শুনছেন? আর সেইসব পকাবু, মাওব্যথী, SUCI যাঁরা সিঙ্গুরে দিদির ""গাড়ী নয় খাবার চাই"" জাতীয় স্লোগানের সমর্থনে ধর্ণায় বসেছিলেন তাঁরা চুপ কেন? মেধা পাটেকর কোথায়? দ্বিচারিতার height দেখুন: বিজেপি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ভারত নয়-বাংলা বন্ধ ডেকেছে ৩০শে নভেম্বর!!

    যাঁরা নিজেদের বামপন্থী বলে দাবি করেন তাঁরা যদি এই ঘটনাগুলোর মধ্যে কোনো ইঙ্গিত না পান, তাহলে বুঝতে হবে যে তাঁরা হয় naive নয় indonesia-র ইতিহাস ভুলে গিয়েছেন মনে হচ্ছে।
    The West remained silent as Indonesia's army and its civilian militia went from town to town, rounding up suspected communists and ordering them to dig their own graves before killing them; http://www.time.com/time/daily/special/look/indonesia/2.html ভুলে যাবেন না যে এদেশে হাজার খানেক মুসলমান বা শিখ কে নিধন করার পরেও জনগণের ভোটে দিব্যি ক্ষমতাতে টিকে থাকা যায়। দু-এক হাজার communist তো নস্যি সেখানে।

  • pinaki | 131.151.102.250 | ০২ নভেম্বর ২০০৯ ১২:৩৮420751
  • উফ্‌ফ্‌ফ! চোখে জল এসে গেল পুরো। :-(
    আচ্ছা, এগুলো একটু কষ্ট করে শণিবার দেখে লেখা যায় না? মানে উইকডেজের শুরুতেই এতটা ইমোসানাল চাপ নিয়ে কাজে নামা। :-(
  • pinaki | 131.151.102.250 | ০২ নভেম্বর ২০০৯ ১২:৩৯420753
  • মানে SD বাবুর কথাগুলো। বড়ই মর্মস্পর্শী। আর হৃদয়বিদারক।
  • Gopinath | 117.200.82.72 | ০২ নভেম্বর ২০০৯ ১৪:৫১420755
  • SD বাবুর কথার সঙ্গে সহমত। গু চ পাতার বুদ্ধিবাবুরাও কম যান না। সব জায়্‌গাতেই এক।
    আমার একখান কোচ্ছেন ছিল।
    এই যে পকাবুরা লালগড় লালগড় আদিবাসি আদিবাসি দুর্দশা শোষণ করে হেদিয়ে মরছেন, মাওবাদীরা নাকি আদিবাসীদের এত দুরবস্থা দেখেই চোখের জল ফেলতে ফেলতে বন্দুক হাতে তুলে নিয়েছে, আর মমতাদেবী সিংহাসনের জন্যে হেদিয়ে হেদিয়ে মাওবাদীদের হাত ধরে এগোচ্ছেন, ক'বছর আগেই তো আমলাশোল হয়েছিল । আমলাশোল আমলাশোল রব তুলে বেশ ক'মাস চলেওছিল। মমতাদেবী আমলাশোল ঘুঁটিটা সময় সময় বার করে বেশ ভালো ভালো চাল দিচ্ছিলেন। তা পকাবুরা সেদিন আমলাশোল মিছিলে হাঁটেন নি। সে যাই হোক, একবার চালে ভুল হলেই বা কি। নন্দীগ্রামের পর আর ভুল হয় নি। লালগড়ের আদিবাসিদের কপাল ভালো। শুধু ঘুঁটি না, শুধু মিছিল না, বন্দুকও বেরিয়ে পড়েছে। আজ তো দেখি গু চ বুধি্‌ধজীবীদের চোখের জলও বেরিয়েছে। বাহবা। সাধু সাধু।
  • Gopinath Murmu | 117.200.82.72 | ০২ নভেম্বর ২০০৯ ১৪:৫৫420756
  • পিটিবাবু, আমিও SD বাবুর কথাগুলো বলি আপনাকে। বামপন্থী বলে কাকে ডাকছেন? এখেনে কোনো বামপন্থী নাই। আপনার ব্রিহন্নলা কথাটাই ঠিক । এখন সব থার্ড জেন্ডার। সুযোগ বুঝে একটা জেন্ডারের দলে ঢুকে পড়া লোকজন।
    আপনাকেই না এবার সিপিএম গাল দিয়ে সাবাড় করে দেয়।
  • dd | 122.167.26.202 | ০২ নভেম্বর ২০০৯ ১৫:০৪420757
  • সত্তি কথা বলতে কি SD'র ল্যাখা পড়ে আমি ও উত্তাল শোকসাগরে ভেসে যাচ্ছি। কি অভিমান! ও: কি ঠোঁট ফোলানো !

    সেই কবেকার কুয়াসা ভেজা শৈশবের কীত্তনের পুরাতনী কথাগুলি মনে এসলো "শুয়ারের বাচ্চা জনগন, রইলো তোদের নির্বাচন, চল্লেম আমরা বিন্দাবন"

    হা টেম্পোরা, হা মোরেস।
  • Gopinath | 117.200.82.72 | ০২ নভেম্বর ২০০৯ ১৫:১৬420758
  • আর কেউ শোকসাগরে ভাসবেন না? সে কি !!!!!!!!!! আজকের মিছিলে মাত্তর দুই জন !!!!! ম্মুদিদি কি এট্টু রাতের দিকে আসবেন? বাকিরা বুঝি মোমবাতি জ্বলাতে ব্যস্ত !!!???
    হা মমতাদিদি। তোমার কি বুধি্‌ধজীবী কম পড়িয়াছে?
  • kallol | 220.226.209.2 | ০২ নভেম্বর ২০০৯ ১৭:২৩420759
  • আমার আসল বুঁদির গড়টা পাস কাটিয়ে গেলেন - পোচ্চুর সেন্টু দিয়ে। তাতে আমার কথার জবাব হলো না।
    ধক আছে, এই সব ভোটের সরকারের কথা ঝেড়ে ফেলে, অন্য সমাজ গড়ার লড়াই শুরু করার? সিপিএমএর তো নাকি লক্ষ লক্ষ পার্টি মেম্বার, তার উপর ডিওয়াইএফ, এসএফ আই, কিসান সভা সিটু......... ৩২ বছর ধরে নানান ধানাই পানাই তো শুনলাম - জনসমর্থন, জনভিত্তি, কতো কি। তা, বিপ্লব হবে ? মার্কসবাদী বিপ্লব? প্রোলেতারিয়া রেভলুশন? তাতে নাহয় আমাদের মত কয়েকটা ""প্রতিক্রিয়াশীল"" ভোগেই যাবে।
  • dukhe | 122.160.114.84 | ০২ নভেম্বর ২০০৯ ১৮:০৬420760
  • কমরেড কল্লোল, পথভ্রান্ত হবেন না । সমাজ বদলাবো - দাঁড়ান, এই তো সবে গদিতে বসলাম । এখুনি যদি গদি ধরে টানাটানি শুরু করেন, তাহলেই কি নতুন সমাজ আকাশ থেকে খসে পড়বে ? আমাদের কর্মসূচীটা ফলো করুন । কী বলছেন ? সেটা কী ? দেখতেই পাবেন, লেখা হলেই ছাপতে দেব । বেশ বড়সড় কিনা, তাই একটু সময় লাগছে । উতলা হবেন না । ৩২ বছরে না হলে, আরো ৩২, আরো ৬৪, আরো ১২৮ । এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ।
  • aga | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০০৯ ১৯:৩৪420761
  • পিটি প্রাথমিক থেকে ইংরিজি তুলে দেবার র‌্যাশনালটা কি ছিল? প্রাথমিকে ইংরিজি থাকলে কোন কোন পরিবার থেকে শুধু ইংরিজি শেখার ভয়ে ছেলেমেয়েরা স্কুলে যাচ্চে না? এটা কি লোকজন মনে করেছে মানে শুধুই ইনটিউশন? না এর পেছনে কোন ডেটা আছে? থাকলে দেখতে চাই বা রেফারেন্স চাই।
  • pi | 72.83.213.179 | ০২ নভেম্বর ২০০৯ ১৯:৩৯420762
  • ইংরাজী ভীতি, ইংরাজীর জন্য ড্রপ-আউট গ্রামের দিকে কিন্তু ছিল। বেশ ভালোভাবেই।
  • aga | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০০৯ ১৯:৪৬420763
  • মেনে নিতে আপত্তি নেই। ডেটা চাই। অ্যানালিসিস চাই। কি করে এই সিদ্ধান্তে পৌঁছন হল যে ইংরিজি তুলে দিলেই হবে? আমি তো এমন বেশ কিছু কেস জানি যে তারা স্কুলে যায় নি কারণ স্কুলের গেলে ক্ষেতে কাজ করার সময় কমে যাবে। বেশি দুরে যেতে হবে না, তাদের বেশ কয়েকজন ক্লাস টু অবধি আমার ক্লাসমেট ছিল। তারপর ড্রপ করে। সরকার যখন সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তের সুদূরপ্রসারী ফল তখন এইটুকু ডিউ ডিলিজেন্স, প্ল্যানিং এক্সপেক্টেড।

  • dd | 122.166.82.182 | ০২ নভেম্বর ২০০৯ ২০:১২420764
  • আজ্জোদা সবেতেই ডেটা চাই। পাবে কোথথেকে?

    আর আমি তো সারা জীবন গাঁয়ের ইশকুলে পড়ে এলাম। দেখতাম ইংরাজীতের ব্যাপক আতংক। মাস্টারমশাইদেরো অনেকে তেমন ভাবে ইংরাজী লিখতে পারতেন না। আমরা সবাই ইংরাজী (এসে,প্রেসি,লেটার রাইটং শুদ্ধু) মুখস্ত করতাম। ট্রানস্লেশন ও।

    তবে এই "ভীতি"কে যুক্তি ধরলে তো পচ্চিম বংগ সরকারের প্রথমেই সব ইশকুল থেকে অংক তুলে দেওয়া উচিৎ ছিলো। বিশ্বের একনম্বর ও জেনুইন জুজু। মনুর আমল থেকেই সবাই ভয় পায়।

    (আজ্জোদা,শিবু সাহেব,অমন দু তিনজন ছাড়া)।
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২০:২৮420766
  • @ aga

    ১। যে বাচ্চা তার মা-বাবা-কাকা-দাদুর কোলে বসে C-A-T, B-A-T শেখেনি তার কাছে স্কুলে ইংরিজি প্রায় সন্ত্রাস সৃষ্টি করে।

    ২। প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে-আদিবাসীদের অবস্থা আরো খারাপ-শুদ্ধ বাংলাই একটা নতুন ভাষা। এই পরিবারের বাচ্চাদের তার মানে প্রথম স্কুলে গিয়ে দুটি ভাষা শিখতে হয়-ইংরিজি এবং শুদ্ধ বাংলা।

    ৩। এই ব্যাপারে যিনি আপনাকে প্রভূত তথ্য দিতে পারবেন তিনি গুচ-তে বহু সমালোচিত-পবিত্র সরকার মশাই। যদিও আমি তাঁর কোনো লেখা থেকে টুকছি না।

    ৪। যে শিশু মাছের ঝোল ভাত খেয়ে বড় হয় এবং হাগু করার পরে জলশৌচ করে সে স্বাভাবিক কারণেই hibiscus এর থেকে জবাফুলের সঙ্গে বেশী আত্মীয়তা বোধ করে। ভাষার মাধ্যমে এই আত্মীয়তা তার knowledge base গঠনে প্রচুর সাহায্য করে।

    ৫। বার বছর ধরে একটা ভাষা শিখলেই সেই ভাষাটা বেশী রপ্ত করা যায় এমন ভাবার কোন কারণ নেই। আমরা যারা প্রথম শ্রেণী থেকে ইংরিজি ভাষা শিখেছি তারা লম্বা সময় ধরে ভাষা শেখার জন্য করে খাচ্ছি এমন ভাবার কোন কারণ নেই।

    ৬। আমাদের সময়ে six বা seven থেকে সংস্কৃত শেখান হত। এই বিষয়টি অনকেই রেখে দিত ভাল নম্বর তোলার জন্য। এই ভাষাতে PhD করেছেন এমন দু-এক জনে্‌ক জানি-কেউই one থেকে সংস্কৃত শেখেননি।

    ব্যক্তিগত ঘটনা:
    এক বন্ধু জানাল তার গ্রামের শিশু ইংরিজি শিখছে: c-a-t = ক্যাট-ক্যাট মানে মে--কু--র। ইংরিজি শেখান শুরু হয়ে গিয়েছে কিন্তু বেচারা শিশু তখনও শিখে ওঠেনি যে মেকুরের ভাল বাংলা বেড়াল!

    বাড়ির কাজের তামিল মেয়েটি তার three-তে পড়া ছেলেটিকে নিয়ে এল আমার গিন্নীর কাছে-""ভাবি ছেলেকে ইংরিজি শেখাও""। class three-র ছাত্র জানেনা যে বাঘের ইংরিজি টাইগার। ছেলেটি প্রথম generation স্কুলে যাচ্ছে এবং ঘটনাস্থল পশ্চিম ভারতের একটি A1 শ্রেণীর শহর।
  • aga | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০০৯ ২০:৪১420767
  • বার বছর ধরে শিখলে হয় না। কিন্তু যত ছোট থেকে নতুন ল্যাঙ্গোয়েজ শেখানো যায় ছোটরা তত তাড়াতাড়ি সেই ভাষা শেখে। এই নিয়ে স্টাডি আছে। একটু খুঁজে পেতে দিতে পারি। আপনি যা বললেন আবার ইনটিউশন, কোন ডেটা নয়। সরকারী কোন ডেটা থাকলে বা রেফারেন্স থাকলে দিন। নইলে সব গুলিয়ে যাবে।

    আমার বন্ধু যারা ক্লাস টুতে ড্রপ আউট করেছিল তার অংকেও ভয় ছিল, ভূগোলেও ভয় ছিল, ইংরিজিতেও ভয় ছিল, ক্ষেতে যাবার সময়েরও অভাব ছিল। কি করে জানা গেল যে সে ইংরিজির ভয়ের জন্য স্কুল ছেড়েছে? এই নিয়ে কি কোন ডেটা আছে? নইলে এই দাবীর কোনই সারবত্তা দেখি না।
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২০:৪৮420768
  • এটা ঠিক যে আমাদের ভাবনা চিন্তা গুলো বড্ড নগরকেন্দ্রিক আর এই উচ্চ-মধ্যবিত্তর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমরা যে একেবারে নিতান্ত মাইনরিটি, সংখ্যার দিক থেকে, তা আমরা ভুলে যাই। সত্যিই তো যার ভাষা ওলচিকি, তাকে সেটাও ভুলতে বলা হচ্ছে। শুদ্ধ কলকাতার বাংলা শিখতে হচ্ছে, আবার তাতেও হবেনা, ইংরেজি শিখতে হবে। NYTimes'এ কিছুদিন আগে পড়েছিলাম, পৃথিবীতে প্রায় ৭,০০০ ভাষা ব্যবহার হয়। তার আদ্ধেক লুপ্ত হতে বসেছে - প্রতি দুই সপ্তাহে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে।

    আমরা কি ঠিক স্কুলে গিয়ে ভাষা শিখেছি? নিউজ শুনে, বই পড়ে, কথা বলে বেশি শিখিনি কি? একটা প্রত্যন্ত গ্রামের ছেলে বা মেয়ের সেই সুযোগ কোথায়? মুশকিলটা কি ইংরেজি তুলে দেওয়া নিয়ে নাকি আমাদের দেশটাই এমনভাবে কলোনিয়াল হ্যাংওভার বয়ে চলেছে যে ইংরেজি না শিখলে, শিক্ষিত হলনা এরকম ভাবি আমরা? কাজেই এই চিন্তা এবং তার জন্য যে সিস্টেম তৈরি হয়েছে, কেটারিং টু ইংরেজি বলিয়ে কইয়ে ওনলি, সেটা না বদলালে শুধু ইংরেজি তুলে দিয়ে লাভ হবেনা।

    আচ্ছা সমস্ত ইউরোপিয়ান দেশগুলো কি করে ইংরেজি না জেনে চালায়? বা আমেরিকাতে এসেও কি ভাবে চালায়? রুট ল্যাঙ্গুয়েজ এক বলে পিক আপ করে তাড়াতাড়ি?
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২০:৫৬420770
  • ভাষা লুপ্ত হওয়া নিয়ে ন্যাট জিও'র হটস্পট ম্যাপ
    -
    http://www.nationalgeographic.com/mission/enduringvoices/

    এই প:ব: সরকার, প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া ইত্যাদি নিয়ে হয়ত ডিরেক্ট কোনো সম্পর্ক নেই।
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২০:৫৬420769
  • ইংরিজি বিতর্কে অন্য subject জড়ালে চলবে না। বাংলাটাই বা কতজন বাঙালী ঠিকঠাক বলে বা লেখে।

    ছোটবেলা থেকে শেখালে বাচ্চারা তাড়াতাড়ি শিখতে পারে। কিন্তু শেখাবে কে?

    Humboldt Fellowship নিয়ে জার্মানী গিয়েছে এমন কাউকে চিনলে তার কাছ থেকে জেনে নিন। দামড়া বুড়োদের দুমাসে কাজ চালানোর মত, চার মাসে মোটামুটি ভাল এবং ছমাসে প্রায় ভাল জার্মান ভাষা শিখিয়ে দেয় ওরা।

  • Samik | 219.64.11.35 | ০২ নভেম্বর ২০০৯ ২০:৫৮420771
  • গল্পটা একটু অন্যরকম শুনেছিলাম বলে নাক গলালাম। মেকুর কথাটাও বাংলাতে ইউজ হয়, সেই অর্থে বাংলাটা বিড়াল, মেকুর নয়, এমন বলাটা ঠিক নয়।

    আমি গল্পটা শুনেছিলাম এই রকম :

    শিক্ষক পড়াচ্ছেন, বয়ে হস্‌সই ডয়ে শূন্য ড়য়ে আকার ল, মেকুর, বয়ে হস্‌সই ডয়ে শূন্য ড়য়ে আকার ল, মেকুর। তিনি কিছুতেই বিড়াল বলছেন না, কারণ ছবি আছে একটা বিড়ালের, আর সেটা দেখেই তিনি মেকুর বলছেন।

    খানিক পরে ছাত্রের বাবা এসে বললেন, এ কী পড়াচ্ছেন মাস্টারমশাই? ছোটো বাচ্চাটকে ভুল শেখাচ্ছেন? অ্যাই তুই পড় তো, বয়ে হস্‌সই ডয়ে শূন্য ড়য়ে আকার ল, বিলাই, বয়ে হস্‌সই ডয়ে শূন্য ড়য়ে আকার ল, বিলাই।
  • dukhe | 117.194.228.197 | ০২ নভেম্বর ২০০৯ ২১:০০420772
  • ইংরেজি তুলে দিয়ে ইংরেজির ভয়টা মনে হয় কাটানো গেছে - নইলে আবার ফেরত আনা হবে কেন?
    সব সাবজেক্টে এই ছকটা লাগানো গেলে কালে আমরা একটা নির্ভয় প্রজন্ম পাব ।
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২১:০৩420773
  • :-))
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২১:০৪420774
  • @ Samik

    বর্ণপরিচয় থেকে এপর্যন্ত যত বাংলা বই পড়েছি তাতে বেড়াল-ই পড়েছি সবসময়। কোন গ্রামীণ চরিত্রের মুখে মেকুর থাকলে সেটা আলাদা কথা।
  • aga | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০০৯ ২১:১৪420775
  • এই নিয়ে বহুবার কচলানো হয়েছে। এই গুচর পাতাতেই। যাই হোক ইংরিজি আজ গ্লোবাল ল্যাঙ্গোয়েজ কোন অলটারনেটিভ নেই। কোনো কলোনিয়াল হ্যাংওভার টোভার নয়। এটা একটা ফ্যাক্ট। সেটা স্বীকার করে নিয়ে এগোনই ভালো।

    সমস্যা একটাই শহরের ঠাণ্ডা ঘরে বসে কতকগুলো ব্যক্তিগত অভিজ্ঞতার বেসিসে একটা এতবড় সিদ্ধান্ত হয়ে গেল যে প:ব:য়ে স্কুল ড্রপ আউটের সবথেকে বড় কারণ ইংরিজি এটা মেনে নিতে পারছি না।
  • h | 61.95.144.10 | ০২ নভেম্বর ২০০৯ ২১:১৬420778
  • ভাষা ছোটবেলা থেকে শিখলে বেশি সহজে শিখবে এটা ঠিক। বেশি শিখবে কিনা বলা মুশকিল। বাংলা বা ইংরেজি আমরা যারা ছোটো থেকে শিখছি কতটুকু জানি? আর চর্চার অভাবে হিন্দী সংস্কৃত ভুলেই গেছি।

    কিন্তু এগুলো ইস্যু নয়। নিজের ভাষাটা জানলে , বা আর দু চারটে ভারতীয় ভাষা জানলে মোটামুটি করে কম্মে খাওয়া যাবে, প্রশাসনে, ব্যবসায় ভারতীয় ভাষা ব্যবহার হবে, এইটা মূল বক্তব্য ছিল। সে সব পাট অনেক দিন আগেই চুকে গেছে। বিকল্প গড়া কোন ভাবেই বিশেষ যায় নি। সম্ভবত: যথেষ্ট খুন, বা উন্নতমানের বিপ্লবী খুন না হলে বিকল্প হয় না :-) তো সেটা যখন হয় নি, আর বাজে ঝগড়া করে লাভ নাই।

    বাই দ্য ওয়ে, এস ইউ সি আই এর বক্তব্য হল, ছোটো থেকে ইংরেজি শেখাতে হবে,হেবি লিবেরাল ব্যাপার, আর সেক্স এডুকেশন হল অপসংস্কৃতি। ইত্যাদি :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন