এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৩৭৫ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২১:১৬420777
  • অমা, এই যে এত এত স্প্যানিশ বন্ধু আমার, কই তারা কেউ তো ইংরেজি পড়েনি ইশকুলে, স্পেনে থাকতে! ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি বলে এখনও।
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২১:১৮420779
  • সবথেকে বড় কারণ কেউ বলেছে কি? সবথেকে বড় কারণ তো অর্থনৈতিক। এক জোড়া হাত ক্ষেতে কিম্বা চায়ের দোকানে কাজ করলে বেশি লাভ।
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২১:২৩420780
  • খুব কম সময়কালের স্যাম্পল, কিন্তু এই ডেটাটা বরঞ্চ চাওয়া উচিৎ, যে ইংরেজি তুলে দিয়ে ড্রপ আউট কমেছিল কিনা। এবং ফিরিয়ে আনাতে আবার বেড়েছে কিনা। এটাও প্রবলেম্যাটিক যদিও, কেননা, তার সাথে সাথে ঐ সময়কালে আরো অনেক জিনিস বদলেছে।
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২১:২৬420781
  • @ aga

    লক্ষ করেছেন বোধহয় আমেরিকাকে বাদ দিলে আর যে দেশগুলো প্রায় সবদিকথেকে-বিশেষত: tecnologically আমাদের থেকে এগিয়ে আছে তারা class one -থেকে ইংরিজি শেখে না। এটার লিচ্চয় কোনো কারণ আছে। একটু ভেবে দেখবেন।
  • Samik | 219.64.11.35 | ০২ নভেম্বর ২০০৯ ২১:২৭420783
  • @PT,

    ঝুড়ি কোদাল বাড়ন্ত আছে এখন। পরে বোঝাবো বিড়ালের ব্যাপারটা।
  • aga | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০০৯ ২১:২৭420782
  • এমনকি ভারতেও হিন্দি, বাংলা জেনে কিন্তু ইংরিজি না জেনে কোথাও চাকরি পাওয়া যায় না। যে কাজে নূন্যতম পেপার ওয়ার্ক করতে হয় সেখানে ইংরিজি লাগে। সেটা ক্লাস সিক্স থেকে পড়ে হয় না তার উদাহরণ একটা বা দুটো জেনারেশন। তার থেকে বেশি কিছু যে হয় না সে বলাই বাহুল্য।

    যদি সবথেকে বড় কারণ না হয় তাহলে ইংরিজি তোলা হল কেন। ঐযে ডিডিদা বললেন অংকও তো অনেকের ভীতির কারণ, সেটাও তোলা হোক।
  • h | 61.95.144.10 | ০২ নভেম্বর ২০০৯ ২১:২৯420785
  • আর্যো রেগে গেলে যাতা বলে :-) তো আমরা কী রোদে দাঁড়িয়ে মহান পোবোন্দো লিখি? এগুলো কোন কথা না :-)

    বললাম তো, মেন বক্তব্য ছিল বিকল্প গড়া। করা যায় নি। বহুভাষী দেশে, জাতীয়তাবাদ টাই যেখানে খানিকটা আমদানী, সেখানে নানা সমস্যাও আছে। তবু আর্টিফিসিয়াল সংস্কৃতায়ন করা মদনমোহন মালব্য আর বাজপেয়েজিদের হিন্দীটার বদলে পুরোনো হিন্দুস্থানী টা থাকলে তবু কিসুটা সিনক্রেটিজম থাকতো। প্রশাসনের ভাষায়। তবে ফিল্মের নতুন নুক্কড় হিন্দীটা একটা ওয়াইড অডিয়েন্স পেয়েছে, তার লিনিয়েজ গানে পার্সিয়ান ঘেঁষা উর্দু, কথায় আপাতত: পাঞ্জাবী আর বম্বের মাওয়ালি হিন্দী। তো ঠিক ই আছে দুয়ে মিলে। আর এখন মার্কেটে প্রতিটা ছবি তে এক পিস সুফী গান দিতে হচ্ছে অন্তত:, তাই সই। নুসরত ফতে আলি র গলার জোর থ্যাংকফুলি এখনো বাজপেয়ী-আদবানী দের জ্বালাময়ী বক্তৃতাগুলোর থেকে বেশি।

    বিকল্প ঠিক নয়, কারণ পরিভাষা কিসু হয় নি। তো এই গুলো বেশ বড় সমস্যা। এগুলো সমাধান করতে পারে না একটা রাজ্য সরকার। তবে বেশি অ্যাম্বিশাস ছিল, ভেবেছিল, কোন কোন ক্ষেত্রে বিকল্প হবে। যা ভেবেছিল তার চেয়ে অনেক কম হয়েছে।

    ইংরেজির দাপট টা ক্ষণস্থায়ী ও হতে পারে, আস্তে করে আমেরিকার বদলে চীন এলে। মানে বিপ্লবার্থে বা শাংহাই অর্থে;-) অপরের ভাষায় চিন্তা ভাবনা করা অভ্যেস আছে আমাদের অসুবিধে হবে না:-) মেনে নিয়ে একটা চাগরি জীবন চলে, নতুন মানতে হয় নতুন চাগরি জীবনে। অনেক ক্ষেত্রেই। কি আর করবো , আমরা, মেনলি, কেরানীর জাত ;-)

    বিকল্প প্রচেষ্টা টা ফেল করেছে। কোন বয়সে কী শেখা যায় টা ইস্যু না।
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২১:২৯420784
  • আরও স্যাম্পল করা যায়, যেটা শুনলেই PT এবং SD এবং আরো কেউ কেউ বেদম খচে যাবেন - যে মিডডে মিল ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এমন জায়গার ড্রপ আউট রেট, আর যেখানে মিড্ডে মিল গাপ করে একটা করে বিস্কুট দেয়, সেখানে ড্রপ আউট রেট কেমন। ইংরেজি ও নো-ইংরেজি রিমেনিং সেম।
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২১:৩৪420786
  • কি আশ্চর্য অগা, আমি তো এটাই বলছি, যে ভারত এমন একটি দেশ যেখানে ইংরেজি বলতেই হবে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এবং সেটাকেই আমি কলোনিয়াল হ্যাং ওভার বলছি। তুমিও তাই বলছ, কিন্তু কলোনিয়াল হ্যাং ওভার কিম্বা টোভারে আপত্তি। পৃথিবীর বহু দেশ সেটা না করেও দিব্যি কাটাচ্ছে। কাজেই ইংরেজি গ্লোবাল ল্যঙ্গুয়েজ, এর বিকল্প নাই, এমন তো না।
  • pi | 128.231.22.89 | ০২ নভেম্বর ২০০৯ ২১:৩৫420788
  • এই যে পরিভাষা কিসু হয়নি, এর কোনো সমাধান রাজ্য সরকার করতে পারতোনা?
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২১:৫৮420789
  • বাংলাদেশ নাকি এইব্যাপারে অনেক এগিয়ে। আমার শোনামতে রাজ্যসরকার বাংলাদেশের বানানো পরিভাষা ব্যবহার করে।

    (jurassic park= খাইসে ডাইনো আইসে। (jurassic park 2= খাইসে আবার ডাইনো আইসে)
  • pi | 128.231.22.89 | ০২ নভেম্বর ২০০৯ ২২:০৪420790
  • কিন্তু পরিভাষা ইত্যাদির পরিকাঠামো কিছু ঠিকঠাক তৈরি না করে, সঠিক কোনো ভবিষ্যত না করে ইংরাজী তুলে দেওয়া হঠকারিতা ই , ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়া।
  • aga | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০০৯ ২২:০৯420791
  • অক্ষ, এটা ভারতে শুধু না। সারা পৃথিবীতে কমিউনিকেশনের একমাত্র ল্যাঙ্গোয়েজ এখন ইংরিজি। কেউ কেউ নিজের ভাষা বলেন দোভাষীর সাহায্যে কিন্তু তারা সংখ্যালঘু।

    হানুদা, বিকল্প ব্যবস্থা গড়ার প্রথম স্টেপ কি হল? না যার বিকল্প একস্টিট করে না সেটার শিক্ষা তুলে দেওয়া!!!

    আগে বিকল্প তৈরি করে তারপর ইংরিজি তুললে ভালো হত না? এই দাবী যদি বাজে বকা হয় তাহলে বাজেই বকি। :))
  • pi | 128.231.22.89 | ০২ নভেম্বর ২০০৯ ২২:১৫420792
  • *ভবিষ্যত পরিকল্পনা
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২২:২১420793
  • ক্লাস সিক্স থেকে ইংরিজি শেখানোর মানে কি একদম ইংরিজি তুলে দেওয়া?
  • aga | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০০৯ ২২:২৪420794
  • প্রায়। পিটি কোন সময়ে পড়াশুনো করেছেন জানি না। কিন্তু আমি লার্নিং ইংলিশের প্রোডাক্ট। ওতে রাস্তার ডিরেকশন লেখা ছাড়া আর কিছু শিখি নি, আর ডিরেকশন দেওয়াটাও ঠিকমতন শিখি নি। যেকোন ভাষা যত দেরিতে শিখতে শুরু করা যায় তত কঠিন হয়ে যায়। তার ওপরে লার্নিং ইংলিশ। মানে ছাল ছাড়িয়ে তার ওপর নুনের ছিটে।
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২২:২৬420795
  • যাঁরা ইংরিজির পক্ষে সওয়াল করছেন তাঁদের জন্য:

    The truth is, only 2% Indians know a smattering of English. Of these an even smaller percent knows how to write English properly. But since India is a populous country even this fractional percentage adds up to lakhs of people, if not millions. But given the size of our population, even these millions are like drops in the ocean.
    http://jaihindimagazine.blogspot.com/2009/04/indians-cant-write-proper-english.html

  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২২:৩১420796
  • আহা, আসুন সবাই মিলে পড়ি:

    Learning English entails forcing our tiny tots from an early age to learn a foreign language from teachers who themselves have imperfect knowledge of English, with the result that the English that these children pick up is imperfect, too.

    More seriously, this forced education in English deprives children of a happy childhood and even a proper education.

    All education experts have said in one voice that early education should be in the mother-tongue, because it not only facilitates understanding of difficult subjects but also makes education a pleasurable and comfortable activity for children.

    When they find their teachers speaking the same language that their mothers speak at home, they feel at home in school.

  • aga | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০০৯ ২২:৩৫420797
  • পিটির লজিকটা এমন হল যে অপুষ্টি জনিত মৃত্যু বেশি হলে সেখানে পুষ্টি বাড়ানোর থেকে অপুষ্টি বাড়িয়ে দাও। মরতে হলে সবাই অপুষ্টিতে মরবে। :))

    যাক আর কিছু বলার নাই।
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২২:৩৭420799
  • aga ভাই-এই কথাগুলি আমি বলি নাই!!
  • sinfaut | 117.194.197.162 | ০২ নভেম্বর ২০০৯ ২৩:০০420800
  • এই যে পিটি না কে বললেন, গ্রামের বাচ্চাগুলোর কাছে পবিত্র কলকাতার ভাষাও বিদেশী ভাষার মত নতুন? তাইলে আর " teachers speaking the same language that their mothers speak at home, they feel at home in school." কী করে হইল?
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২৩:০৫420801
  • @ sinfaut

    আমি expert নই কিন্তু বোধহয় অলচিকি ভাষতেও basic science শেখানো সম্ভব।
  • PT | 203.110.243.21 | ০২ নভেম্বর ২০০৯ ২৩:০৯420802
  • ছোট্টো correction:

    বোধহয় অলচিকি ভাষাতেও five, six পর্যন্ত basic science শেখানো সম্ভব।
  • lcm | 128.48.7.120 | ০২ নভেম্বর ২০০৯ ২৩:২০420803
  • ইংরেজি ঠিক তুলে দেওয়া হল না, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইংরেজি আবশ্যিক বিষয় হয়ে রইল। কিন্তু, ক্লাস ওয়ান থেকে শেখা চলবে না, শিখবে ক্লাস সিক্স থেকে। যে সব দেশের কথা হচ্ছে এখানে সেখানে কিন্তু ইংরেজি অপ্‌শন্যাল।
    যদি ইংরেজি-কে আবশ্যিক বিষয় না রেখে, সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হত - তবু না হয় তার একটা উদ্দেশ্য বোঝা যেত।
    এই সব অ্যাড্‌ হক খিচুড়ি ডিশিসন...
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২৩:২৫420804
  • ফ্রান্সে পাব্লিক স্কুলে কি ইংরেজি অপশনাল? জানিনা। কেউ জানলে লিখুন। রোমানিয়া? ইসরায়েল? অপশনাল ইংরেজি? প্রাইভেট স্কুলের কথা বলছি না কিন্তু।
  • a x | 143.111.22.23 | ০২ নভেম্বর ২০০৯ ২৩:৪৯420805
  • উইকি -
    In France, legislation restricts languages other than French in state schools.

    অন্য দেশ গুলোও দেখুন -
    http://en.wikipedia.org/wiki/Medium_of_instruction

    এই দেশ গুলোও "পৃথিবীর" মধ্যেই পড়ে :-) ভারতবর্ষ নিজে অফিসিয়ালি ইংরেজি কাটাতে পারেনি, তার জন্য সারা পৃথিবীতেই ইংরেজি চালু এই কথাটা বলা ভুল।
  • lcm | 128.48.7.120 | ০৩ নভেম্বর ২০০৯ ০০:০২420806
  • ধুর! সে তো ইউরোপের প্রায় সব দেশেই এক গাদা ভাষার অপশন থাকে। সেখান থেকে একটি বা দুটি শেখে। এখন তো পৃথিবীর প্রায় সব দেশেই ইংরেজি শেখার সুযোগ দেয়। অনেক দেশেই বাধ্যতামূলক । প্রায় ৩০ বছর আগে যে সময় এই ডিশিসন নেওয়া হয়েছিল, তখন এরকম ছিল না।
    কিন্তু, কথাটা তা নয়। যে কারণ দেখানো হয়েছিল তখন, যে স্রেফ ইংরেজির ভয়ে গরীব মানুষ প্রাথমিক শিক্ষা পাচ্ছে না। প্রাইমারি লেভেলে ইংরেজি তুলে দিলে লিটারেসি রেট বাড়বে...ইত্যাদি । কিন্তু, মিডিল লেভেল বা হাই স্কুল লেভেলে যে আবার আটকে যাবে - সেটার কি হবে। সুতরাং, যারা এই সিদ্ধান্ত পছন্দ পরেন নি, তাদেরো যথেষ্ট যুক্তি ছিল।
  • a x | 143.111.22.23 | ০৩ নভেম্বর ২০০৯ ০০:০৬420807
  • এলসিএম কি বললেন কিছুই বুঝলাম না। এটা তো এখনের কথা বলছে। ফ্রান্সের পাব্লিক স্কুলে একমাত্র মাধ্যম হল ফ্রেঞ্চ।

    আর ওটা ঐ আর্যর কথার রেফারেন্সে দিলাম, যে পৃথিবী জুড়ে সবাই ইংরেজিকেই একমাত্র কমুনিকেশন মোড করে নিয়েছে এমন না।
  • a x | 143.111.22.23 | ০৩ নভেম্বর ২০০৯ ০০:০৮420808
  • ও আচ্ছা, বুঝেছি, আপনি অপশনাল বলতে বুঝিয়েছেন, যে ইংরেজি না হলেও চলে, আমি বুঝেছি অপশনাল মানে ইচ্ছে করলেই নিতে পারে। বাকিটা তো ঠিকই আছে, সে নিয়ে দ্বিমত নেই।
  • lcm | 128.48.7.120 | ০৩ নভেম্বর ২০০৯ ০০:১৫420810
  • ওহ, মাধ্যম, মানে, মিডিয়াম। টিচিং মিডিয়াম। আমি ভেবেছি, স্কুল এর সাবজেক্ট হিসেবে ইংরেজি থাকা না থাকা। আগের সব পোস্ট পড়া হয় নাই :-) সরি।

    মিডিয়াম তো ইংরেজি নয়। ভারতে কেন অনেক দেশেই নয়। কিন্তু ইদানীং অনেক দেশই ইংরেজিকে কম্পাল্‌সারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কারিকুলাম-এ ঢুকিয়েছে। তার মানে এই নয় সেখানে সবাই ইংরেজিতে ইতিহাস, বিজ্ঞান... শিখছে। একটা বাড়তি ভাষা শিখছে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন