এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৩৭১ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.213.179 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:১৭420844
  • এইটি সৈকতদা কি কইলো ?
    পড়াশুনো কি খালি জীবিকার্জনের জন্য শিখতে হয় ? আর যে ঐ কাঠের কাজ করবে, তার শুধু ইংলিশ কেন, কর্ণকুন্তী সংবাদ কাব্যনাট্য কি নাট্যকাব্য সেটা পড়ার ও তো কোনো 'দরকার' নেই। ইন ফ্যাক্ট, কর্ণকুন্তী সংবাদ পড়ার ই তো কোন 'দরকার' নেই। বা to begin with, বাংলা সাহিত্য পড়ার ই তো কোনো 'দরকার' নেই। আর শুধু কাঠের কাজ যে করবে সে ক্যানো, এই যে আমি, বড় হয়ে বসে বসে মশা মারি, আমার ই বা ওসবে কি 'দরকার' ছিল ? সেই সময়টা বসে বসে মশা মারার বিবিধ পদ্ধতি সংক্রান্ত কোনো কোর্স করা উচিত ছিল, বা বাঁশবাগানে ঘুরে ঘুরে কিছু মশা মারলে 'কাজে দিত'।

    তবে, একটা বেসিক লেভেলের ইংলিশ শেখানোর পর, মানে মোটামুটি ঠিকঠাক লিখতে পড়তে শেখার পর ওটা ঐচ্ছিক বিষয় করে দিলেই তো হয়। কাঠের কাজ শেখার অপশন ও থাকা উচিত। মানে ভোকেশনাল সাবজেক্ট আরো বেশি বেশি করে রাখা উচিত। যার যা শিখতে ইচ্ছা/দরকার/দরকারের জন্য ইচ্ছা, তাই নেবে। সব কটা বিষয় ই তাই করে দেওয়া উচিত, একটা ক্লাসের পর। ক্লাসটা ডিপেন্ড করবে বিষয়ের উপর।
    যার ইচ্ছে হবে শেক্সপীয়র পড়বে, যার দরকার মনে হবে কাঠের কাজ শিখবে, এইরকম।
    যাইহোক আলোচনার বিষয় অন্যদিকে ঘুরিএ ফেলছি আবার। এবং দু:খের বিষয় , সেটা ফুটবল কিম্বা রসমালাই কোনোটার দিকেই না। তাই ইতি টানাই ভালো।

    রিমিদি, এখন কিন্তু পেপার ইংরাজীতে লিখে দেবার জন্য অনেক প্রফেশনাল সংস্থা রয়েছে। সায়েন্সে মাস্টার্স করা রিসার্চ অভিজ্ঞতা সম্পন্ন ছেলেপুলেরা সেখানে এই যে ল্যাবে এত্ত চীনা, জাপানী বা ইউরোপীয়ান। কাজ করতে তো তাদের কোন অসুবিধে হয় না। এখন পেপার টেপার লেখার সময় সাহয্য ন্যায় ল্যাবমেটদের। কিন্তু সে এমন কিছুনা। বেশিরভাগ বই ওদের ভাষায় অনূদিত। ইন্টারনেটেও সব কাজকম্মো করে নিজের ভাষায়। সেমিনার দেওয়ার সময় হয়তো একটা দুটো ভুলভাল ইংরাজী বলে, তাতে খুব কিছু আসে যায় না। কোনো সায়েন্টিস্ট ই দেখেছি মাথা ঘামান না ওসব নিয়ে।
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:২১420845
  • হুঁ - রিভিউ করতে গিয়ে অনেক এরকম ইংলিশ দেখেছি, কিন্তু তার জন্যে পেপার রিজেক্ট হত না - কনটেন্ট ভালো হলে। বড়জোর একটা কমেন্ট দেওয়া হত যে "লেঁখাটা নাঁ এঁট্টু ঠিঁক কঁরে দিঁলে নাঁ খুঁব ভাঁলো হঁয়' ;-)
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:২১420846
  • যা: আমি যে ঘুমবো ভাবলুম!!! না: ইংলিশ নিয়ে আর একটা কথাও নয় নয় নয়। পুরো কুম্ভকর্ণ।
  • Arpan | 216.52.215.232 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:২৭420847
  • আবার গবেষণার গোল গোল অলিন্দে আলোচনা ঘুরিতেছে। উচ্চশিক্ষা ব্যতিরেকে কোথাও ইংরেজি লাগে না? পেপার হয়ত রিজেক্ট হয় না। কিন্তু "I have send the mail" টাইপের ইংলিশ লিখলে ক্লায়েন্ট কম্যুনিকেশনের ব্যপারটা ঝুলে যায় আর কী! তবে সবই তো সাম্রাজ্যবাদের অশ্রুত পদধ্বনি।
  • PT | 203.110.243.21 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৩০420848
  • @ rimi

    আপনাকে বিরক্ত করার জন্যে মাপ চাইছি। জানতে চাইলেন বলে জানাই। জার্মানী থেকে একটি অত্যন্ত উচ্চমানের science journal প্রকাশিত হয় যেটাতে নিজেদের গবেষণার result ছাপানোর জন্য সারা পৃথিবীর scientist-রা সচেষ্ট থাকেন । সেই journal টি ইংরিজিতে লেখা প্রবন্ধও জার্মান ভাষাতে অনুবাদ করে ছাপায়। সাথে সাথে তার একটা international edition-ও বেরোয়। যতদুর মনে পড়ছে আমি কোনদিন আমার দেখা german university-র লাইব্রেরীতে english version-টা দেখতে পাইনি।

    এই প্রসঙ্গে সত্যেন বোস এবং আইন্সটাইনের যৌথ গবেষণার বিষয়টি web-site থেকে পড়ে নেবেন। ইংরিজি জানা থাকলেই জগৎসভায় আসন পাওয়া যায়না।
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৩১420849
  • ফের ঘুম ভাঙালো। শালা। চীনে বা পোর্তুগীজ ক্লায়েন্ট হলে কম্যুনিকেশনের ব্যাপারটা ঝুলতো কি? সবই হ্যাংওভারের পারসেপশন মিঞা;-)

    আর ঘুম ভাঙাবা না কইয়া দিতাসি।
  • Arpan | 216.52.215.232 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৩৫420850
  • সেইখানে ইন্টারপ্রিটার থাকে। পয়সা দিয়ে তাদের পোষা হয়। ইংলিশে কমুনিকেশন হয় না।

    তাছাড়া চীনে বা পর্তুগিজ ক্লায়েন্ট আর ক' পাসসেন্ট?
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৪২420851
  • আমি গুচ্ছগাদা লোক দেখেছি (এখনও দেখি) যাঁরা ইংলিশ তুলে দেওয়ার আগের যুগের অথচ যা ইংলিশ বলেন সেটা... (মানে পুরো ডট ডট ডট আর কি);-)

    কেন বলেন?

    আগের পোস্টে যেটা বলছিলুম সেটা হল চীনে বা পোর্তুগীজ ক্লায়েন্ট ওইরম ইংলিশ লিখলে কেউ মাথা ঘামাতো কি? নাকি এই নজ্জায় মাথা কাটা শুধু আমাদের যায়?
  • Bratin | 122.248.161.91 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৪৫420852
  • প্রাথমিক স্তর থেকে ইংরেজী তুলে দেবার বিপক্ষে আমি। আমরাই সেই 'যুগান্তকারী' learning english র প্রথম ব্যাচ।

    এই ভাষা দেশে/বিদেশে communication অন্যতম মাধ্যাম। আর আমাদের যাদের s/w এ কাজ করি, তাদের আজ জাপানী client , কালকে ফরাসী client।এক গুলো ভাষা শেখা সম্ভব নয়। তার থেকে ও বড় দরকার ই নেই। ইংরেজী দিয়েই দিব্যি কাজ চালানো যায়
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৪৮420855
  • জাপানী বা ফরাসী ক্লায়েন্টরা কি করে? একদম ঝক্কাস ইংলিশ লেখা না একটু ভুলও লেখে? ঝক্কাস লিখলে কি করে লেখে (কারণ যদ্দুর জানি ওদের প্রাইমারিতে পড়ানো হয় না)? আর ভুল লিখলে কি ওদের মাথা কাটা যায় আমাদের মত, নাকি ওদের মাথাই নাই? এই উত্তরটা পেয়ে গেলেই আমি ফের ঘুমোতে চলে যাবো।
  • rimi | 24.42.203.194 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৪৯420856
  • হুমম, এই সব গুরুগম্ভীর ব্যপারে আমার সবই পরের মুখে ঝাল খাওয়া, তাই এই নিয়ে অনধিকারচর্চা করব না। সত্যেন বোস আর আইনস্টাইনের গবেষণাপত্রটির বিষয়ে কি বাংলায় লেখা আছে? তাহলে না হয় চেষ্টা করতাম পড়ার। ইংরিজিতে তো কিছুই বুঝব না, জার্মান হলে আরই চাপ।

    তবে টোয়েফেল গ্রে জাতীয় বিকট পরীক্ষাগুলো উঠে গেলে বাঁচা যায়! এমন পৃথিবী কবে হবে যেখানে অন্য ভাষা শেখার চাপ নিতে হবে না? আমি একজনকেই চিনি, যিনি কম্পু সায়েন্সে বিলেত, মানে আম্রিগা থেকে পি এইচ ডি করে দেশে ফিরে বাংলা কি বোর্ড বানানো নিয়ে গবেষণা শুরু করেছিলেন নিরেনব্বুই সাল নাগাদ! হায় বাংলা কি বোর্ড এখনও দেখা গেল না! পেলে আমার দিদিমার কত সুবিধা হত, দিব্বি মেল টেল করতে পারত!
  • rimi | 24.42.203.194 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫১420857
  • আরে অরিজিত সহজ উত্তর - ওদের কোনো কলোনিয়াল হ্যাংওভার নাই। এবার ঘুমোতে যাও :-))
  • dipu | 207.179.11.216 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫৩420858
  • জাপানীরা কুলকাল ভুলভাল লেখে। আমার নাম লিখেছিল ডায়াপার।
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫৬420859
  • :-)

    রিমির কোশ্চেনটা latin/non-latin স্ক্রিপ্ট রিলেটেড। নন-ল্যাটিন ইউআরএল চালু হতে চল্ল বলে। চীনে/কোরিয়ানরা অলরেডি করে ফেলেছে - কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হয় নাই। ওদের ভাষায় কীবোর্ডও আছে। বাংলাতেও হবে হয়তো। কিন্তু কী-বোর্ডের স্ট্রাকচারটাই তো কলোনিয়াল হ্যাংওভার। ল্যাটিন স্ক্রিপ্ট ছাড়া অন্য স্ক্রিপ্টের কীবোর্ড (কম্পু কি টাইপরাইটার) কখনো দেখিনি।
  • dukhe | 122.160.114.84 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫৭420860
  • জাপানী ইংরেজি ব্যাপারটা পোচুর চাপের । বুঝতে ঘোল খেয়ে যাবেন । ওদের সঙ্গে বাংলা বলাই ভালো ।
  • r | 125.18.104.1 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫৮420862
  • ভাষার সাথে ক্ষমতার একটা সরাসরি যোগসূত্র আছে। ক্ষমতা, অর্থাৎ ভয়েস। যাহাদের ভাষা নেই তাহাদেপনার সত্যি সত্যি ভাষা নেই। অন্য ভাষার দাপটের সামনে মুখ থুবড়ে পড়েছে। আপাতত: ক্ষমতার ভাষা ইংরিজি। আমাদের দেশে তো বটেই। অতএব গরীব, আদিবাসী ও দলিতদের ক্লাস ওয়ান কেন, আরও আগে থেকে বিশেষভাবে ইংরিজি শেখানো উচিত। প্রত্যন্ত গ্রামে, শহরের বস্তিতে, যেখানেই দারিদ্র্য আর অশিক্ষা, সেখানে সরকারী খরচে শুধু ইংরিজি শেখার স্পেশাল স্কুল খোলা উচিত। অসাম্যের সমাধান দু রকম- এক, সবাইকে ছেঁটে ছোটো করে দাও এবং দুই, সবাইকে সমানভাবে বাড়তে দাও। এক নম্বরের অর্থ যেহেতু সবাই ইংরিজি শেখার সুযোগ নেই, অতএব কাউকেই ইংরিজি শিখিও না। সর্বজনীন অশিক্ষা দিয়ে শিক্ষার অসাম্য দূর করা একটা মজাদার ব্যাপার হবে। দুই নম্বর মানে, যারা বিভিন্ন কারণে ক্ষমতার স্বাদ আস্বাদনে বঞ্চিত, যারা ক্ষমতার ভাষা আয়ত্ত করতে পারছে না, তাদের দিকে তাকাও, তাদের শেখাও। যাতে তারাও একদিন ল্যাঙ্গোয়েজ পলিসি নিয়ে নেট ঘেঁটে গম্ভীর পেপারের রেফারেন্স দিয়ে টইতে তক্কো করতে পারে।
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫৮420861
  • মানে ব্যাপার হল ইন্টারন্যাশনাল সংস্থা অবধি একশো ষাট কোটি নন-ল্যাটিন স্ক্রিপ্ট ইউজারদের কথাটা অ্যাকনলেজ করে এগোচ্ছে, আমরাই শালা যত নজ্জা পেয়ে জিভ কাটি।
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫৯420863
  • জাপানী ইংরিজী জানি নে,তবে জার্মান ইংরিজী জানি - সিমেনসের বেস স্টেশনের ম্যানুয়াল পড়তে হয়েছিলো - বাবা গো, মাঝে মাঝেই মেল করে জিগ্গেস করতে হত যে যাহা লিখিয়াছ উহার মানে বুঝাইবা...
  • r | 125.18.104.1 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:০০420864
  • *তাহাদের
  • Arijit | 61.95.144.122 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:০১420866
  • স্পেশ্যাল কেয়ার নিয়ে শেখালে তো ভালোই। কিন্তু আমার ওই বেশি বেশি জিভ কাটলে রাগ হয়। যত্ত হ্যাংওভার;-)
  • rimi | 24.42.203.194 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:০২420867
  • প্রবল প্রতিবাদ। আমার কোশেচেনের সঙ্গে ইউআর এলের কোনো যোগ নেই, ইউ আর এল কারে কয় আমি জানি না। বাংলায় কি বোর্ড কবে হবে? আমার দিদিমা বেঁচে থাকতে কি হবে? টোয়েফেল গ্রে কবে উঠবে? ২০২৫এর মধ্যে উঠে গেলে ভাল হয়, তাহলে ছেলেকে ইংরিজি শেখানোর চাপ নিতে হয় না।
  • Arpan | 216.52.215.232 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:১১420868
  • রঙ্গনের পোস্টের লাস্ট লাইনটা পড়ে ভাবছি পুরো পোস্টটাই খিল্লিমূলক কি না! বোধহয় না। কী জানি। : P
  • Arpan | 216.52.215.232 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:১৫420869
  • ভারি মজার কথা! বিলেত-আম্রিকার লোকেদের কাজ কেড়ে নেবো। অথচ তাদের ভাষা ঠিকঠাক বলতে পারব না। ইল্লি আর কী! এত নজ্জা-টজ্জার কী আছে। পুরোটাই ইনএফিশিয়েন্সি।

    জাপানি-জার্মান বা ফরাসী ক্লায়েন্ট হলে ঐ ভাষায় যাঁরা দড় (এবং ইংরেজিতেও) এমন লোক প্রোজেক্টে ভেন্ডার সাইড থেকে রাখতে হয় বৈকি। যাতে তাঁদের সাথে তাঁদের ভাষাতেই ঠিকঠাক কথা বলা যায়।
  • Arpan | 216.52.215.232 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:১৯420870
  • তবে বিলেত বা আম্রিকার ব্যাকঅফিসের কাজ যত আউটসোর্স হয়ে আসে, তত আর অন্য ভাষাভাষী দেশের আসে না। বিপিও আর সফটওয়্যার প্রোজেক্ট এক জিনিস হল নাকি? আমি এখনো শুনিনি জার্মানির কাস্টমারদের সার্ভিস দেবার জন্য বিপিও অফিস ইন্ডিয়াতে খুলেছে।
  • r | 125.18.104.1 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:১৯420871
  • প্রসঙ্গত:, সরকারী স্কুলে ক্লাস ওয়ান থেকে ইংরিজি তুলে দেওয়ার পলিসি আদৌ পশ্চিমবঙ্গ-স্পেসিফিক নয়। যতদূর জানি, ভারতের বেশির ভাগ রাজ্যেই সরকারী স্কুল ও সরকারী অনুদানপ্রাপ্ত স্কুলে ক্লাস ওয়ান থেকে ইংরিজি শেখানো হয় না। কোথাও ক্লাস থ্রি থেকে, কোথাও ক্লাস ফাইভ থেকে। ভুল, কিন্তু ভুলটা পশ্চিমবঙ্গ-স্পেসিফিক নয়।
  • rimi | 24.42.203.194 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:২১420872
  • আচ্ছা, ক্লাস ওয়ান থেকে ইংরিজি না শিখে ক্লাস সিক্স থেকে ইংরিজি শিখলে নোবেল পাবার সম্ভাবনা x% বেড়ে যায় - এই ধরণের কোনো স্টাডি কি আছে? না থাকলে এরকম স্টাডি কি করা যায়? নোবেল পাবার এত সহজ উপায় যদি থেকে থাকে তাহলে সেটা হাতছাড়া করাটা ঠিক না।
  • lcm | 69.236.169.24 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:২৯420873
  • r এর পোস্টে দলিত নেতা চন্দ্রভান প্রসাদ-এর বক্তব্যের প্রতিধ্বনি। চন্দ্রভান-এর মতে দলিতদের উঠে আসার একটাই রাস্তা ইংরেজি শেখা। English - the Dalit Goddess । এনাকে নিয়ে একটা থ্রেড গুচ-তেই কেউ খুলেছিল, সেখানেই প্রথম চন্দ্রভান-এর কথা শুনি।
  • r | 125.18.104.1 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:৩৫420874
  • আমিই খুলেছিলাম মনে হয়। ;-)
  • lcm | 69.236.169.24 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:৪০420875
  • বোঝো :)
  • saikat | 202.54.74.119 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:৫২420877
  • ইংরেজী বস্তুত 'কাজের' ভাষা। আজ বলে নয় সেই কলোনির সময় থেকে। শেক্ষপীয়ার পড়ার জন্য কোনকালেই কেউ ইংরেজী শেখেনি, চাকরি পাওয়ার জন্যই শিখেছে। কোথাও পড়েছিলাম, কোলকতায় প্রথম ইংরেজী শেখানোর স্কুলে কিছু শব্দই শেখানো হোত যা সাহেবদের সাথে কাজ করতে দরকার ছিল।

    তা সেই ব্যাপারটা এখনো চলছে। এক সময়ে ভাবা হয়েছিল যে বদলানো সম্ভব কিন্তু তা আর হয়ে ওঠেনি, হবে বলে মনেও হয় না। বাংলা ভাষা সরকারি কাজকর্মেও কতখানি ব্যবহৃত? চিঠিপত্র কি বাংলায় লেখা হয়? দেখিনি তো।

    ফরাসী, জার্মানির সাথে কি বাংলাকে তুলনা করা যাবে? ঐগুলো তো নিজের দেশেই কাজের ভাষা, বাংলা তো তা নয়।

    তা এই অবস্থায় ইংরেজী ফিরিয়ে এনে ঠিকই হয়েছে। ড্রপ আউট কমানোর জন্য optional করে দিলেই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন