এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ১৬১৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৪622503
  • আইনি মারপ্যাঁচে তেজপাল যদি বেরিয়েও যায়, মেয়েটির তাতে কিছু হবে না। সত্যভাষণের কিছু সুবিধা থাকেই। তাছাড়া সে অনেক কিছুই লক্ষ্য করেছে। অ্যাসল্ট কে liaison বলা তো লক্ষ্য সে করেইছে, এটাও খেয়াল করেছে যে লেখা পড়ে শোনাতে গেলে তেজপাল লেখায় মনোযোগ দেন না। মনেও রাখেন না সেদিন মেয়েটি এসেছিল তার লেখা পড়ে শোনাতে। মনে রাখেন স্টর্ম অ্যান্ড 'থান্ডারক্লাউড' এর কথা। এগুলো খেয়াল করা যে কোনও মেয়ের পক্ষে জরুরি। তাছাড়া ব্যাপারকে রাজনৈতিক করে না তুলতেও বলেছে, স্টেটমেন্ট দিয়েই বলেছে। এই বার্তা দক্ষিণপন্থী দলের জন্যেও ছিল।
  • cm | 233.235.16.62 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৬622507
  • ও বিষয়ে আজকের আবাপয় ভগবতীবাবুর উক্তি এবং মানবাধিকার কমিশন প্রসঙ্গে পবর আইনমন্ত্রীর উক্তিটিও লক্ষ্যণীয়।
  • ম্যামি | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৭622509
  • হ্যাঁ রেশমী; শংকরের উপন্যাস 'মান সম্মান'।
  • Reshmi | 129.226.173.2 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৭622508
  • ঝিকি, থ্যান্কু ঃ)

    হ্যাঁ, মান-সম্মান। কোন এক পূজাবার্ষিকী দেশ বা আনন্দবাজারে বেরিয়েছিল।তেজপালের ঘটনাটা শোনার পর থেকে এই উপন্যাসটার কথাই বারবার মনে হচ্ছে।
  • Reshmi | 129.226.173.2 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৭:০০622510
  • ম্যামিকেও থ্যান্কু ঃ)
  • ম্যামি | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৭:০১622511
  • সিনেমা হয়েছে জানতাম না।
  • aka | 79.73.9.7 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৭:২৩622512
  • ঃ)

    বোঝো!!! আবার সেই ত্বরণের অংক।

    অঙ্গুলি পেনিট্রেট করলে নতুন আইন অনুযায়ী সেটা রেপ। এটা দিল্লির কেসের পর অ্যামেন্ডমেন্ট হয়েছে।

    আর এই রেপ লিফটের ১ মিনিটের মধ্যে সম্ভব। এখন এখানে এসব হয়েছে কিনা ইনভেস্টিগেশন টিম কোর্টে প্রমাণ বা অপ্রমাণ করবে কিন্তু ঘটনা ঘটা অসম্ভব এই জাতীয় কথা বলে গুলিয়ে গিয়ে বা গুলিয়ে দিয়ে লাভ কি? সে ভগাই জানে, আমিও জানি কিন্তু বলব না। ঃ)
  • সাড়ে চুয়াত্তর | 125.112.74.130 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৭:২৬622513
  • ঃ-)

    আ ছি ছি ছি ছি, স্মাইলি দেওয়া বারণ তো।

    ফিক্‌
  • cm | 127.247.113.62 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৭:২৮622514
  • আপনারা কী আলোচনা করছেন? ইচ্ছের বিরুদ্ধে পিঠে হাতবোলালেও তা অন্যায়। আর যদি এ রোগের চিকিচ্ছে চান, এ মানতে হবে, নইলে সারবেনা।
  • Reshmi | 129.226.173.2 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৫২622516
  • Name: ঈশান

    IP Address : 60.82.180.165 (*) Date:06 Dec 2013 -- 11:25 AM

    "এক হাতে ক্লোজ বাটন ধরে অন্য হাতে একটি মেয়েকে ধরে, তারপর এমনকি ডিজিটাল রেপ করতে হলেও একটা তিন নং হাত লাগে। সেইজন্যই সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছি।"

    লজিকালি ঠিক। কিন্তু একটা হাত সারাক্ষণ ক্লোজ বাটন ধরে ছিল না বোধহয়, এইটা পড়ে তাই মনে হলঃ
    The lift stopped on the ground floor as Mr Tejpal’s hands were on me and could not press the button for yet another floor to keep it in circuit.

    কিন্তু লোকটা কি সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছিল? লিফটের দরজা খুলে গেছিল, যদি সামনে কেউ দাঁড়িয়ে থাকত? এতটা ঝুঁকি কি ভেবে নিল?
  • সে | 203.108.233.65 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৮:২৮622517
  • কামার্ত ব্যক্তির চেন অচেতন জ্ঞান থাকে না (কামার্ত হি প্রকৃতকৃপনা চেতনা চেতনেষু.....ইঃ)
  • aka | 79.73.9.7 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৮:৪০622518
  • দুটো কথা বলার আছে।

    ১) সিএমকে, পিঠে হাত রাখা খারাপ তো কিন্তু আইনের ভাষায় তা রেপ নয়। আইনি ডেফিনিশনে অনুযায়ী তাই দুয়ের শাস্তি আলাদা। তেজপালের শাস্তি হলে কি পৃথিবী কাল থেকে অন্যরকম হবে? না, কিন্তু দোষীকে তার শাস্তি পেতে হবে।

    ২) এবারে যদি কন্সেন্সুয়াল প্রমাণিত হয় তাহলে মেয়েটি তেজপালের মেয়ের বয়সী না নাতনির বয়সী সেই আলোচনা বেকার। দুজন প্রাপ্তবয়স্ক সেক্স করেছে দ্যাটস ইট। আর যদি রেপ হয় তাহলে মেয়ের বয়সী ও বউয়্র বয়সী দুজনকে রেপই সমান।
  • maximin | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:০৩622519
  • এই মামলায় কন্সেন্সুয়াল প্রমাণ হবার রাস্তা নেই। এক তো, কন্সেসুয়াল হলে লিফটে হত না। দুই, কন্সেন্সুয়াল হলে সে সোমা চৌধুরিকে লিখিতভাবে বলত না -- 'I truly hope that the idea of Tehelka is still intact - and that you will conduct an inquiry into this matter at the earliest.'। ইমেইলের রেকর্ড পুলিশ নিজের হেফাজতে নিয়েছে।
  • cm | 127.247.113.225 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:০৮622520
  • রেপ না করে ঠিক কদ্দুর যাওয়া যায়, একটা অফিসিয়াল অবস্থান দেবেন? কামার্ত পুরুষকূলের সুবিধে হত।

    (আমি এখন তার্কিক প্লেসহোল্ডারের জুতো গলিয়েছি।)
  • Reshmi | 192.68.14.33 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:১০622521
  • ওপরের পোস্টটা যদি আমার লেখার পরিপ্রেক্ষিতে হয় তো ক্ল্যারিফাই করিঃ

    যে নিজের মেয়ের ভালো লাগা খারাপ লাগা নিয়ে এত কনসার্ন্ড, সে মেয়ের বয়সী (এবং মেয়ের ঘনিষ্ঠ বন্ধুও)একজনের সঙ্গে (তার ইচ্ছার বিরুদ্ধে, এটা ধরে নিচ্ছি) এটা কি করে করতে পারল, সেই ভাবনা থেকেই "মেয়ের বয়সী" প্রসঙ্গ এসেছিল, অপরাধের সিভিয়ারিটির বিচার করতে নয়।
    আর কন্সেন্সুয়াল প্রমাণিত হলেও আকাশ থেকে পড়ার কিছু নেই, মেয়ের বন্ধুর সঙ্গে প্রেম বা বিয়ে কি কিছু নতুন ব্যাপার?
  • maximin | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:১১622522
  • সে সার, ওটা হবে কামার্তা হি প্রকৃতিকৃপণাশ্চেতনাচেতনেষু।
  • Reshmi | 192.68.14.33 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:১২622523
  • Name: aka

    IP Address : 79.73.9.7 (*) Date:06 Dec 2013 -- 06:40 PM
    এইটার কথা বললাম।
  • Arpan | 190.215.101.114 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:১৩622524
  • কন্সেন্সুয়াল কেন লিফটে হত পারে না?!

    (আবার কেউ ভেবে না বসে আমি ঘটনাটা কন্সেন্সুয়াল তাই প্রমাণ করার চেষ্টায় আছি। গুরুতে আজকাল নানারমকের ডিঃ দিতে হয়।)
  • সে | 203.108.233.65 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৫622525
  • আবার অ্যানেকডোট হয়ে যাবে তারপরে বকুনি খাবো তাই ভয় পাচ্ছি। কিন্তু বেশ কিছু সেঃ হ্যাঃ এর লোককে ব্যক্তিগতভাবে চিনি যারা ফ্যামিলির মধ্যে অন্য চরিত্র, খুব কেয়ারিং, মেয়েকে খুব স্নেহ করে ভালোবাসে। সেই লোকই আবার অফিস প্লেসে কোনো একটি মেয়ের ওপরে সেঃ হ্যাঃ করে। পরিবারএর সকলের প্রতি অসম্ভব ভালোবাসা নিজের মেয়ের প্রতিটি আবদার রক্ষা করে। অথচ অনাত্মীয় মেয়েটিকে সম্মন করে না, সেঃ হ্যাঃ করে। এরকম অন্ততঃ তিনজন লোককে ব্যক্তিগতভাবে চিনি হাতে গরম উদা সহ।

    উদাঃ১ - এরকম একজনকে ফাঁদ পেতে হাতেনাতে ধরা হয়েছিলো। তারপরে বলা হয়েছিলো যে বউ কে বলে দেওয়া হবে তার কীর্তি। (প্রেম করে বিয়ে করা বউ) নয়ত পুলিশে দেওয়া হবে। তখন লোকটা অনেক ক্ষমা টমা চায় (রেপ করে নি, অফিসের একটি সেক্রেটারিকে বেনামী ইমেলে কুপ্রস্তাব দিতো ইঃ) হাতে পায়ে ধরে। তখন অফিস কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়। বউ কিভাবে যেন জেনে গেছল। খুব দুঃখ পেয়েছিলো কিন্তু ডিভোর্স চায় নি। লোকটা সর্বসমক্ষে "মেয়েদের সম্মান" করা নিয়ে খুব বড়োবড়ো বাতেলা দিত। নিজের মেয়েকে প্রচন্ড স্নেহ করত। অন্যদিকে ঐরকম স্বভাব।

    উদাঃ২ - এই লোকটাও অফিসে খুব কড়া মেজাজের লোক। "কাজ" ছাড়া কিছু বোঝে না। বড়োসায়েবের প্রিয়পাত্র। ম্যারেড। বউ প্রেগনেন্ট - বাচ্চা হবে। তখন লিফটে একটি মেয়েকে (এক লেভেল নীচের র‌্যাঙ্ক) কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব না মানায় মেয়েটিকে উত্যক্ত করে, গায়ে হাত ফাত ও দেবার ব্যাপার থাকতে পারে। জিনিসটা জানিয়ে দিয়েছিলো মেয়েটাই। এই লোকটাকে দেখে কিছু বুঝবার উপায় নেই। সিনিয়র ময়েদের দিদি দিদি করে ডাকে। জুনিয়রদের তুই তোকারি করে, শাড়ীপরা মেয়েদের খুব সম্মান করে, খুব ভদ্র টাইপের লোক।

    উদাঃ৩ - ম্যারেড লোক রিটায়ারমেন্টের অল্প বাকি। ছেলেদের বিয়ের বয়েস হয়ে গেছে। লোকটা অফিসের কাজে আউট অফ স্টেশন গেলেই ১৪-১৫-১৬ বছরের "মেয়ে" খুঁজত (পয়সা খরচ করে)। এদিকে পাড়ায় কেউ বিশ্বাস করবে না এইরকম চরিত্রবান ইমেজ। নিজের ছেলেরা প্রেম করে বাড়িতে গার্লফ্রেন্ড আনতে পারে পারে না বাপ এমন কড়া।
  • maximin | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৬622528
  • কী জানি, আমার তাই মনে হয়েছে।
  • সে | 203.108.233.65 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৮622529
  • ম্যামি
    একদম!
    কোনকালে পড়েছি তায় আমি বরাবরের ফেল করা স্টুডেন্ট।
    আপনি মার্কেটে আছেন তাই এটা লিখে ফেললাম - জানতাম আপনিই কারেক্ট করে দেবেন। থ্যাঙ্কু! ঃ-)
  • maximin | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৯622530
  • আমার তাই মনে হয়েছে -- অর্পণকে বল্লাম।
  • ম্যামি | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৪১622531
  • সে, আমিও থ্যাঙ্কিউ বললাম।
  • a x | 86.31.217.192 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৪২622532
  • আরে পরিবারের মধ্যে মেসো কাকা জ্যাঠা যারা এমনিতে কতই স্নেহশীল, সন্তানের প্রতি দায়িত্ববান ইত্যাদি তারাই আবার রেপ করে সন্তানের বয়সীই তার কোনো কাজিনকে। হামেশা।
  • a x | 86.31.217.192 | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৬622533
  • আকা, টেকনিকালি এই ক্ষেত্রে কনসেন্সুয়াল হলেও অ্যাপারেন্টলি রেপের চার্জ আনতে পারে মেয়েটি। কনসেন্সুয়াল সেক্সুয়াল রিলেশনশিপে যদি একজন হায়ার পাওয়ার প্লেনে হয়, ধর প্রফ বা বস, তাহলে টেকনিকালি এই অ্যামেন্ডমেন্টের পরে সেটাকে রেপ বলে অভিযোগ করা যায়।

    সো, ইন আ ওয়ে তেজপালের খুব বেশি অপশন নেই, কিন্তু মেয়েটি বা তার লয়ার এটা ব্যবহার করবে বলে মনে হয়না। স্রেফ মনে হওয়া এই এতদিন ধরে মেয়েটির স্টেটমেন্ট পড়ে যা ধারণা হয়েছে তার বেসিসে।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৬622534
  • হয়ে থাকলে এটা তো বিপজ্জনক অ্যামেন্ডমেন্ট। দুজনের সম্মতিক্রমে হলে একজন হায়ার পাওয়ার প্লেনে থাকলেই ধর্ষণের অভিযোগ আনা যাবে !
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:০২622535
  • সে র ১ নং কেসটা পড়ে মনে হল, ঐ 'কুপ্রস্তাব' দেওয়া মেইল নিয়ে। কেউ কারুর প্রেমে পড়ে প্রেমপত্র পাঠালে , অন্যপক্ষের যদি সম্মতি না থাকে, তাহলে সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা যাবে ?
    একতরফা প্রেম আর সেটাকে কোনোভাবে অপরপক্ষকে কমিউনিকেট করাই সেঃ হ্যাঃ হতে পারে ?
  • maximin | 69.93.203.47 | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:০৪622537
  • ক্ষমতাবান লোক অসম্মতি টের পায় না। সকলকেই ফ্যান ভাবে।
  • Arpan | 190.215.101.114 | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:০৪622536
  • এই জন্য একই অফিস বা ইন্স্টিটিউটের মধ্যে রিলেশনে না জড়ানোই ভালো।
  • সে | 203.108.233.65 | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:১২622539
  • আরেবাবা প্রেমপত্র নয়। অশ্লীল ছবি পাঠাতো। লিখতো তোমাকে ঐভাবে দেখতে চাই তোমার সঙ্গে এইরকম করতে চাই। "তোমাকে ভালোবাসি" একবারও লেখে নি। মেয়েটাও চেপে যেত কারণ সে সেন্ডারকে চিনতনা। একদিন লোকটা নিজের ইমেল থেকে ফরওয়ার্ড করে ঐ ইমেলে পাঠিয়ে সেখান থেকে মেয়েটাকে পাঠায়। প্রথম ইমেলটা থেকে গিয়েছিলো মেলের মধ্যে।
    মেয়েটা এটা তার হাজবেন্ডকে দেখায়। হাজবেন্ড মেয়েটাকে প্রচন্ড ধমকায় মারধোরও করেছিলো সম্ভবতঃ। তারপরে টোপ ফেলা হয়। লোকটা তখন অন্য জায়গায়/কোম্পানিতে চাকরি করছে। তাকে টোপ ফেলে পুরোনো অফিসে নিয়ে এসে জেরা করলে সে তখন সব স্বীকার করে। পুলিশের ভয় ও দেখানো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন