এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ১৫৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ml | 132.164.216.180 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১০:০৮622673
  • কয়েকদিন এই টইটা ফলো করতে পারছিনা। কিন্তু নী-পা যেটা কোট করেছেন সেটা নিয়ে আমারো পরিষ্কার কোন ধারনা নেই, একবার বোধায় অফিসে কোন আলোচনায় এটা শুনেছিলাম। এই নিয়ে আরো লিখতে আমিও sosen কে অনুরোধ করলাম।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১১:২৬622674
  • অন্তরার এই অনুযোগগুলোতে আমি তো কিছু ভুল দেখি না। ভুলগুলো কোথায় উদাঃ সহ দেখতে পারলে ভাল লাগবে।
    Not surprisingly, while overdosing on the Tejpal sex case, our media never talks of pervasive gender discrimination and deep-set violence against women. It does not link to other sexual offences across the country by men against disempowered women and girls. It does not talk of building a consensus against endemic gender violence.
    করে কি ?

    If at all it moves beyond Tejpal in and after lift, it remains trapped in the area of sexual harassment in the workplace and Vishakha guidelines. There are hundreds of rapes, far more horrific and violent than this, taking place around the country. Cases the media confines to three inches in the inside pages if at all, and would never do a follow up on.

    করেনা কি ?

    Like a dalit teenager being raped and killed in some village in Uttar Pradesh, or Bihar. Or a 12-year-old being burnt alive for resisting rape in Uttar Pradesh. Or a 19-year-old being raped and killed in Mumbai by her father and his friend for marrying against his will.
    The day Tejpal’s scandal broke in Delhi, there was another case of sexual assault by a trusted, older man on someone who could be his daughter. Also in Delhi. A little girl of eight was raped by a neighbour.
    The media has barely mentioned this dreadful crime, and has not even named the accused. There are many such horrifying crimes against children and women that happen every day. The media hardly notices.

    'মুখরোচক' না হলে মিডিয়া পরিবেশন করবেনা, সেটা তো সমালোচনাযোগ্যই , তো সেই সমালোচনাটা করা হলে আপত্তি কীসের ?

    Yet it falls upon Tejpal like a lynch mob. Seeking vengeance more than justice. But vengeance neither protects nor empowers women. For that you must address the need for far-reaching, systemic and attitudinal changes.

    এ নিয়ে এই টইতে বহুবার লেখা হয়ে গেছে।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১১:৪২622675
  • যাই হোক, এটা এখানেও রইলো।
  • maximin | 69.93.205.222 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১২:২২622676
  • লেখাটা ভালো হয় নি (অন্তরার)। Like a dalit teenager being raped and killed in some village in Uttar Pradesh, or Bihar. Or a 12-year-old being burnt alive for resisting rape in Uttar Pradesh. Or a 19-year-old being raped and killed in Mumbai by her father and his friend for marrying against his will।। 'সাম' ভিলেজ ইন উত্তর প্রদেশ অর বিহার। কারসরি গ্লান্স।
  • sosen | 24.139.199.11 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১২:২৬622677
  • না, সেই সমালোচনাটাই লেখাটার একমাত্র ভালো পয়েন্ট। সেটা তো লিখেছিই। তবে সব কেস নিয়ে মিডিয়া এক-ই রকম সোচ্চার হয়ে উঠুক, এই মূল দাবি ছাপিয়ে সুরটা এরকম না হয়, যে মিডিয়ার এত নাড়াচাড়ার কারণেই রেপ রিপোর্টেড হয়না, কিংবা এত ঘাঁটলে মেয়েরা তো কথাই বলতে পারবে না। লেখাটার সুর আমার কানে এইরকম শোনালো। এই কেস নিয়ে নাড়াচাড়ার কারণে কিছু কিছু পয়েন্ট উঠে আসবে, বা আসছে, অভিযোগকারিণী ও অভিযুক্ত এক-ই রকম ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেদের স্ট্যান্ডপয়েন্টকে ডিফেন্ড করার ক্ষমতা রাখে, পরবর্তীকালে পুনর্বাসন নিয়ে মাথা-ঘামানোর দায়িত্ব কারো নয়, এই অবস্থায় এটা নিয়ে নাড়াচাড়া খুব-ই জরুরি। একে মিডিয়ার voyeurism বলতে আমি নারাজ।
    এ ছাড়া যে কোনো পাবলিক ফিগারের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ এলে মিডিয়া লিঞ্চিং হয়েই থাকে। মিডিয়া ফুটেজ খেয়ে ও ব্যবহার করেই তাঁরা বিখ্যাত হয়েছেন। তেজপাল নিজেকে নির্দোষ ও মেয়েটিকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারলে নিশ্চয় মিডিয়া ফিরে আবার পুজো করবে। সেটা নিতে চাইলে লিঞ্চিং ও নেওয়া যাবে। এই আর কি।
  • ম্যামি | 69.93.205.222 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১২:২৯622678
  • 'রিপোর্টিং বাড়াতে এই রকম এক একটা কেস-ই বরং সাহায্য করবে। যেখানে ব্যাপারটা ক্লিয়ার, যে ঠিক, আমি ধর্ষিতা বললেই কেউ মেনে নেবেনা, প্রত্যেকটা ডিটেইল খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে, খুব-ই ইনডিসেন্ট লোকজনের দ্বারা কৃত প্রসিডিঅরের মধ্য দিয়ে যেতে হবে, লোকজন রসালো আলোচনা করবে, স্টিল আমি এটা রিপোর্ট করব।'

    সোসেনকে ক।
  • sosen | 24.139.199.11 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১২:৩০622679
  • নী-পা , ml , চেষ্টা করব এ নিয়ে কিছু লিখতে।
  • ম্যামি | 69.93.205.222 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১২:৩৬622680
  • ভালো পয়েন্টে তাড়াহুড়ো কেন?
  • ম্যামি | 69.93.205.222 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১২:৪১622681
  • একটু সূত্র দেওয়া উচিত ছিল, যাতে করে এই লেখা পড়ার পর পাঠিকা কেসগুলোতে ফিরে গিয়ে খোঁজ করতে পারে ফলো আপ কদ্দুর কী হল।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১২:৪২622683
  • 'এই মূল দাবি ছাপিয়ে সুরটা এরকম না হয়, যে মিডিয়ার এত নাড়াচাড়ার কারণেই রেপ রিপোর্টেড হয়না ... '

    ঐ লেখায় এই সুরটা আমি একেবারেই শুনতে পাই নি।
  • sosen | 24.139.199.11 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:০৩622685
  • দেখো। রিদ্ধি ৬: ২৮ এ কোট করে লিখেছে ওই সুরের ব্যাপার। আমার-ও ঐরকম-ই লেগেছে। * This is precisely why women do not report rape * এন্ড সো অন।

    আর অন্তরার বিগত কিছুদিনের লেখায় রেপ ভিকটিমের রিহ্যাবিলিটেশন নিয়ে অনেক উল্লেখ আছে। যাঁরা এ নিয়ে কাজ করেন তাঁদের এই ফ্রাস্ট্রেশন আসতে পারে যে মিডিয়া অন্য কেস ফলো আপ করছেনা। সেটা ন্যায্য। মিডিয়ার মধ্যে থেকেই তার প্রতিবাদ হওয়া-ও ভালো কথা। কিন্তু তার জন্য এই কেসের ডিটেইলিং মিডিয়ায় আসবেনা, তার যৌক্তিকতা পাচ্ছিনা। এটা বলপ্রয়োগ নয়, একটু গ্রে কেস, আইন রিডিফাইন হওয়ার জন্য, লোকে সচেতন হওয়ার জন্য এর চেয়ে ভালো স্কোপ কোথায়? বরং এই সূত্রে ওই দলিত মহিলা বা শিশুদের ক্ষেত্রে কি ভাবে মিডিয়া ফলো আপ করছেনা, তার ইনভেস্টিগেশন এই তেজপাল কেসের পাশে ফেললে ভালো লাগত। নাম করে, উইথ অল ডিটেইল, যে *চেষ্টা করা হয়, কিন্তু মিডিয়া নিজের কাজ করে না। দেখো। * তার পরিবর্তে , as Mami said, cursory glance। এর উপযোগিতা থাকবে, যখন মিডিয়াকে ফলো আপ করতে বাধ্য করা হবে। না হলে, ওপিনিয়ন হয়েই থেকে যাবে।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:০৬622686
  • 'এটা গ্রে কেস', একমত। কিন্তু গ্রে জোনটাই তো মিডিয়া উবিয়ে দিয়েছে !
  • sosen | 24.139.199.11 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১০622687
  • গ্রে জোন উবিয়ে দিয়েছে মানে? বুঝলাম না।
  • ম্যামি | 69.93.205.222 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১১622688
  • Bhiwani, April 7 2013
    A Dalit minor girl (15) was raped by a man at Badrai village in Bhiwani. The girl had gone out of her house to answer the call of nature on the April 3 night, when Zile Singh (31) allegedly gagged her and took her away to some secluded place in his car. The accused raped the girl there and then left the victim in the village next morning. The hapless girl narrated the incident to her family, who decided to approach the police.

    However, the village panchayat intervened and pressurised the family to settle the matter. A panchayat of elders was called where the accused was made to apologise for his act and the victim’s father was told to forgive the accused and forget the episode.

    However, the persecution of the family continued and finally, they approached the police with a complaint today. Ramesh Kumar Alawadhi, SHO of the Badhra police station in Bhiwani, said the accused had been booked and arrested. He said the police acted swiftly after getting the complaint and recorded the girl’s statement in the presence of a woman advocate. The girl’s medical examination had confirmed rape.
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩622689
  • এই কেসটা নিয়ে যে আদৌ কোন ডাউটের জায়গা আছে, তাকে কোথায় স্পেস দেওয়া হচ্ছে ! ভার্ডিক্ট তো বেরিয়েই গেছে, এটা রেপ ! বাকি আলোচনা তার বেসিসেই হচ্ছে।
  • sosen | 24.139.199.11 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৫622694
  • প্রথমত , রেপ না হয়ে সে: হ্যা: হলে কি ডিফারেন্স হত এই ক্ষেত্রে? শাস্তির ডিফারেন্স। সে তো এখনো হয়নি। হলে দেখা যাবে। রেপ না করে প্রাইভেট পার্ট -এ আঙ্গুল ঘষলে how it is different from aggravated assault ? বস-এর পজিশন থেকে?

    দ্বিতীয়ত, ধরা যাক কিছুই হয়নি, মেয়েটা ফাঁসাচ্ছে । তো ইনভেস্টিগেশন করে যদি বেরোয় না কিছুই করা হয়নি, তা হলে মেয়েটার শাস্তি হবে। আই ওপেনার। যত নাচানাচি হবে, তেজপাল unscathed বেরিয়ে এলে তার উল্টোটাও হবে। মিডিয়া দুটোই রিপোর্ট করতে বাধ্য। এখানে কোনো একজনের সাথে সিমপ্যাথাইজ করার কি-ই বা মানে। যত ঘাঁটা পড়বে, তত ব্যাপারটা ক্লিয়ার হবে।

    তৃতীয়ত, ধরা যাক তখন মেয়েটা বাধা দেয়নি , লিফট থেকে বেরিয়ে এসে মনে হয়েছে সম্মতি নেই। ক্লাসিকাল কেস অফ presumption of consent । যেখানে পার্টনারস রাইট ফর রেড লাইট কখন, কিভাবে implement হচ্ছে এইটা গ্রে এরিয়া। সেই অর্থে এই কেসটাকে গ্রে বলেছিলাম। এবার আলোচনা হবে, কোর্টে লড়াই হবে কখন, ঠিক কখন ইউ সে *নো* এন্ড ইটস নো মোর আ কনসেন্ট। সেসব নিয়ে ব্যাখ্যার অবকাশ আছে। ammendment আসতে পারে। এসব ওয়েলকাম হওয়া উচিত। সেক্ষেত্রে আইন পরিষ্কার করার সুযোগ আসে।

    চতুর্থত, অভিযোগ করলে সেটা ঘটেছে ধরে নিয়েই তো এগোনো হবে। সেটা তো ভার্ডিক্ট নয়। তেজ্পালের চিঠিপত্তর পড়লে তো মনে হচ্ছে কিছু একটা করেছে, অস্বীকার করেনি। মেয়েটা বলছে ওর সম্মতি ছিলনা, ও বলছে ছিল। এবার ফুটেজ না থাকলে সার্কামস্টানশিয়াল এভিডেন্স লাগবে। আগেও করেছে কিনা? অন্য মেয়েদের-ও করেছে , না একেই? প্রেমে পড়ে, না এইরকম-ই করে থাকে? না মেয়েটা প্রলুব্ধ করে করিয়েছে। করিয়ে থাকলে তার মোটিভ কি? অন্য কোনো সংস্থা টাকা খাইয়ে করায়নি তো? ইত্যাদি।

    কলস ফর ডিটেইল প্রবিং। সেখানে অন্য কেসও ডিটেইল হোক এই দাবিটুকু ন্যায্য। বাকিটা নয়।
  • ম্যামি | 69.93.205.222 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৫১622695
  • কন্সেন্ট বলতে বোঝায় unambiguous agreement. ডাউটের জায়গা তো কিছুই নেই।

    ১) ডেস্পাইট ইয়োর ক্লিয়ার রিলাকটেন্স
    ২) দ্যাট মেকস ইট সিমপলার -- ধরলাম পারসুয়েড করার চেষ্টা, কিন্তু এগ্রিমেন্ট আসল কখন? তরুনবাবুও (এত কথার মধ্যেও) ক্লেইম করেন নি যে এর উত্তরে সে এমন কিছু 'বলেছিল' যাকে তিনি সম্মতি ভাবতে পারেন। 'দ্যাট মেকস ইট সিমপলার' যেহেতু মুখে বলা হয়েছে, কথাটা মানল কিনা সেটা মুখের কথাতেই শুনে নিতে হত।
  • ম্যাক্সিমিন | 69.93.205.222 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৫২622696
  • পাইকে বললাম।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৮:২৫622697
  • ' এখানে কোনো একজনের সাথে সিমপ্যাথাইজ করার কি-ই বা মানে। '

    সেটাই তো প্রশ্ন। কিন্তু এখানে অতি ক্লিয়ারলি এক পক্ষের সাথে সিম্প্যাথাইজ করা হচ্ছে। অ্যাম্বিগুয়িটির কোন স্থান রাখা হয়নি। রেপিস্ট ধরে নিয়েই তারপর সব কথা বলা হচ্ছে। সেই জন্যেই ঐ কথাটা বললাম। আর অন্য সম্ভাবনাগুলোর কথা তুললেই বলা হচ্ছে, মেয়েটির চরিত্রহনন করা হচ্ছে। এটা গ্রে জোনটাকে উবিয়ে দেওয়াই। কিন্তু তুমি উবিয়ে দিয়েছ বলিনি।
  • maximin | 69.93.205.222 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৫622698
  • জানিয়ে রাখি, আমি অন্তত সিম্প্যাথাইজ করছি না। মেয়েটিকে প্রশংসা করছি।
  • Bhagidaar | 218.107.71.70 | ১০ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৫622699
  • রেপিস্ট ধরে নেওয়া হয়েছে এ কথা কি সত্যি? বেশি কভারেজ মানেই কি দোষী ধরে নিয়েছে সবাই?
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ০৮:৫১622700
  • 'রেপিস্ট' বলে এখানেই তো কত পোস্ট আছে, অন্য জায়গা ছেড়েই দিলাম। ঃ)
  • Bhagidaar | 218.107.71.70 | ১০ ডিসেম্বর ২০১৩ ০৯:১০622701
  • গুরু তে আলোচনা কি মিডিয়া লিন্চিং? বেশিরভাগ রিপোর্টেই তো Alleged rape, accused of, if charges are proven true লেখা দেকচি।
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৪622703
  • ভাগীদার টিভির টক শো গুলো শুনতে পারে।
  • শর্ত | 18.37.228.75 | ১০ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৬622705
  • বিয়ের শর্তে কনসেন্ট (কিংবা চকলেটের শর্তে!!), শর্ত না মানলে কনসেন্ট আর কনসেন্ট থাকবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন