এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ১৫৯৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 79.73.9.7 | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৯622640
  • তেমনি এটাও হতাশার ব্যপার যে সেইসব খবর ছাপা হয় না বলে একটি ছাপার মতন খবরকে ট্রিভিয়ালাইজ করা হয়।

    সবেতেই সবাইকে নতুন কিছু বলতে হবে। অন্তরা দেবসেন হু?
  • ঈশান | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৪০622641
  • আকা হু?
  • aka | 79.73.9.7 | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৪২622642
  • যাক পড়া হয়েছে। কনসেন্টকে ভুল করে বলপূর্বক বলার থেকে একধাপ এগিয়েছে। ত্বরণের অংক মনে মনে কষুন, আপাতত দেখুন কোর্টে কনসেন্টের কি মানে হয়। যদিও তেজপালের মেল থেকে পরিষ্কার কনসেন্ট ছিল না।
  • aka | 79.73.9.7 | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৩622643
  • ইশান রেগে গেছে। ঃ)
  • ঈশান | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৫622644
  • আকা হুর উত্তর নেই তো? :)
  • aka | 79.73.9.7 | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৮622645
  • মাক্কালি হেব্বি হাসি পেল। ঃ)

    হোক হোক আরও এরকম কিছু হোক। নির্মল নির্মল।
  • ঈশান | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৫২622646
  • আরে মনে করে তিনবার হাসবেন। :)
    কিন্তু প্রশ্ন হল, অন্তরা দেবসেন হু হলে আকা কোন হু?
  • aka | 79.73.9.7 | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৮622647
  • উত্তর হল আকা নিজেকে হু বলে মনেও করে না কাগজে কাগজে বিশেষজ্ঞের মতামতও দিয়ে বেড়ায় না।

    কাগজের ক্রাউড সোর্সিং শুরু হওয়া ইস্তক এখন সবাই মাতব্বর।
  • aka | 79.73.9.7 | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৯622648
  • আর একটা হোক। অন্তত ত্বরণের অংকের থেকে বেটার।
  • ঈশান | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:০০622650
  • যাঃ হাসি শুকিয়ে গেল? ;)

    আর আকা শুধু টইতে নিজেকে হু বলে মনে করে মূল্যবান মতামত দেয়? :)
  • aka | 79.73.9.7 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:০৪622651
  • আরে হ্যাঁ গাঁয়ে মানে না আপনি মোড়ল। ;)

    নইলে তো আবাপর অপএড ছাপাতাম।
  • aka | 79.73.9.7 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:০৫622652
  • পরবর্তী প্রশ্ন পেশ কিয়া যায়ে। ভালো এক্সিট প্ল্যান হাতে ধরিয়ে দিচ্ছি, কাজে লাগান কমরেড। নিন নিন।
  • ঈশান | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:১১622654
  • ধুর, আকা আগেও একদিন, আজকেও আবাপ নিয়ে পার্সোনাল অ্যাটাক করছে। নতুন কিছু না অবশ্য। কিন্তু আমার বোর লাগছে। আর লিখবনা। রাগ করে।
  • aranya | 78.38.243.161 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:১১622653
  • কেউই কিসু মাতব্বর নয় - অর্ণব গোস্বামী, বরখা দত্ত , অন্তরা - কেউই নয়। পয়েন্টটা হচ্ছে যে মেন স্ট্রীম মিডিয়ায় কিছু একটা ছাপা হলে বা টিভি চ্যানেলে কাভার করলে সেটা অনেকের নজরে আসে।
    এখন মিডিয়া টিআরপি-র হিসেব কষে তারপর নিউজ করে, সব ঘটনাকে গুরুত্ব দেয় না, এটা তো একটা হতাশার কারণ বটেই
  • aka | 80.193.64.97 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:১৭622655
  • পার্সোনাল অ্যাটাক? ঃ)

    লেখার কিছু না থাকলে বোরই লাগে। অমন পার্সোনাল অ্যাটাকের দোহাই দিতে হয়। জেনেরিক কমেন্ট পার্সোনাল অ্যাটাক আর অকা হু? বা আকা(ট) ইম্পার্সোনাল। কমরেড চিঁহি চিঁহি শব্দ শুনতে পারছেন। জানি এখান থেকে এক্সিট দরাকার, তাবলে এই? ঃ)
  • π | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:১৯622656
  • অন্তরা দেবসেন যিনিই হোন, ভুলটা কী বলেছেন সেটাই বুঝ্লাম না।
  • siki | 132.177.185.210 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:২০622657
  • দিল্লি কমপ্লিট। হাং অ্যাসেমব্লি।
  • aka | 80.193.64.97 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:২১622659
  • অরণ্যদা এগুলো কি নতুন দেখচেন? বড় মিডিয়া থেকে লিটল ম্যাগাজিন থেকে লিটল ম্যাগাজিন সবাই এটা করে।

    কামদুনি নিয়ে পোস্টার, খবর, মিছিল, পিটিশন এসব কি চোখে পড়ে?

    অন্তরা দেবসেন নোজে সাংবাদিক হয়ে কি করেছে?
  • siki | 132.177.185.210 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:২১622658
  • ৩১ ১৩ ২৫ ১। বিজেপি কঙ্গু আপ অন্য।

    এইবার কী ইকিয়েশন হয় দেখি।

    ছত্তিশগড়ে বিজেপি মেজরিটি পেল।
  • ঈশান | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:২২622661
  • না রে বাবা। এই টইয়ে লিখব। এই চালাচালিটা আর করবনা বললাম।

    আর ওটা আগেও একদিন লিখেছ তো। সিরিয়াসলি বলছি। একটু আধটু রেগে যাওয়া ভালো। তা বলে এইসব নিয়ে লেখা মোটেও ভালো লাগেনা। আমি ব্যক্তি জীবনে কি করি না করি, এ নিয়ে বলে কী লাভ?

    (আকা হু লিখেছিলাম একটাই জায়গা থেকে। যে, "হু" জাতীয় কমেন্ট করে কি হবে? সবাইই তো নিজের মতো হরিদাস পাল। কনটেন্ট দেখলেই হয়। অন্য কোনো মানে বেরিয়ে থাকলে দুঃখিত)।

    এবার একটু মনোনিবেশ করে ইলেকশন দেখি, কেমন?
  • siki | 132.177.185.210 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:২৩622662
  • দিল্লি ৩০ ১৪ ২৫ ১।
  • aka | 80.193.64.97 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১০:২৫622663
  • ও হ্যাঁ আকা(ট) টাও যেন কি মনে করে? কনসিসটেন্ট বিহেভিয়ার প্যাটার্ণ দেখেই বলছি।

    নিশ্চয়ই নিশ্চয়ই ইলেকশন দেখুন অপ এড ছাপতে ছাপতে কাজে দেবে। এখান থেকে এক্সিট করতেও।

    এটা নিছকই পা টানলাম অন্য কোন মানে বেরিয়ে থাকলে দুঃখিত।
  • maximin | 69.93.195.74 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১২:২৯622664
  • ঈশান
    ঠিক। বাসের ব্যাপারটা তুলনীয় নয়।
  • | 127.194.87.145 | ০৮ ডিসেম্বর ২০১৩ ২২:৫৩622665
  • শেষ অবধি কি দাঁড়াল? নাকি এখন ও দাঁড়ায় নি? ঃ)
  • riddhi | 117.217.133.50 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৬:২৮622667
  • অন্তরার লেখাটা ইগনোর করতে পারছি না । চুড়ান্ত ইরিটেশন হচ্ছে। পুরো বক্তব্য প্পনদার ঐ একটা আর্গুমেন্টেই ট্র্যাশ করা যায় - তা আশারাম বাপুর ক্ষেত্রে স্লিজ হয়নি, ভয়েরিসম হয়নি? বা তখন গ্রামে গন্জে রেপ চলছিল না? তো তখন কলম ধরতে কে মানা করেছিল?
    কিন্তু তার থেকেও বেশী কিছু- পুরো লেখা জুড়ে একটা ক্রুড ডিফেন্স রয়েছেঃ পলিটিকাল ইন্সেন্সিটিভ, বুদ্ধিহীন নেতা কোন রাজনৈতিক খুন অক্লেশে ডিফেন্ড করে যায় যেরকম বুলি আউড়ে ঠিক সেই লেভেলের ক্রুড। দিনের আলোর মত পরিষ্কার্ল প্রশ্নগুলো বা অবভিয়াস প্রতিযুক্তি এড়িয়ে একটা অভ্যেসের মত ফালতু যুক্তি দেয়া হয়েছে

    একটা নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী(সৎ, অসৎ) করতে পারে। ফর ভেরিয়াস রিসন্স। একজন ইন্টেলেকচুয়াল সেটা কেন করবে?? তার তো অনেক ডিগ্রীস ওফ ফ্রিডম । আর এটা হিরো-ওয়ার্শিপ না। তার ফর্ম টা অন্য হত। this stinks of something more , লিতেরার্লি সার্কেলের আতাত, বা আরো ঘোরেল কিছু। একটা অংশ দিচ্ছি

    " So they launched curious crusades against Tejpal apparently to stand up for women’s rights. Some newspapers even had graphic details of the encounter highlighted on the front page. Some TV channels had dramatic reconstructions of the incident. Clearly they believed that voyeurism and sleaze led to women’s empowerment.
    **This is precisely why women do not report rape.**For the fear of being violated again, in public. For the fear of prying minds invading their personal space, the fear of becoming a mere sex object, the fear of figuring in lurid, lascivious thoughts of strangers and friends.... the media, self-proclaimed crusaders for women, insist on violating her over and over again."
    মিডিয়াকে সরাসরি মেয়েদের রেপের সাইলেন্সে একিউস করছে! যা ইচ্ছে মনে হয়েছে লিখে গেছে।
  • riddhi | 117.217.133.50 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৬:৪৪622668
  • একটা আইকনের ফল নানাভাবে লোকে নেয়। ইডেনে "আজহার হায় হায়" পেছনে ফেলে একটা অবধারিত হার আর বাওয়ালি এড়িয়ে আমরা বেরিয়ে আসচি, কিছু র‌্যান্ডম জন্তা দাদাকে বোঝানোর চেষ্টা করছে, টস জিতে আজহার ফিল্ডিং ই নিয়েছিল এই ঘুর্ণি পিচে, দাদা কিন্তু শিওর -- হতেই পারে না, আমরা টস জিতিনি। পরে বিজলানি আজহারের ওপর জুতোর মালা, একদম লাস্টে বেটিং, শেষ পর্যন্ত ডিফেন্স।
    এই তেজপাল কান্দে অনেকেই হার্ট। এখানেও অনেকে আছেন যারা স্বীকার করছেন উনি হিরো , খটকার কথা লিখেছেন , এই নিয়ে লেখার দ্বিধার কথাও জানিয়েছেন, অন্তত নিজের মধ্যে লড়াই টা স্বীকার করেছেন ,করে ফোরামে আলোচনা করছেন।
    অনেকে নিজের টিম বা হিরো হেরে গেলে, চুপচাপ একটা ছোট্ট পেগ বানিয়ে অন্ধকারে ঘরের মধ্যে বসে গুটিকয়েক বাল ছিড়ে শুয়ে পড়ে। নো কথা, নো বার্তা। এটাও অনেকের পছন্দের স্টাইল।

    আর এর থেকে সম্পূর্ণ চরিত্র হল এরকম একটা লেখা। হয়ত যাস্ট নভেল কম্টেন্ট দিতে। এক কথায় ইন্ডিসেন্ট।
  • sosen | 125.242.244.191 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৮:১৮622669
  • অন্তরার মেসেজটা গোলমেলে। রেপ/ সে: হ্যা: এর রিপোর্টিং বাড়াতে এই রকম এক একটা কেস-ই বরং সাহায্য করবে। যেখানে ব্যাপারটা ক্লিয়ার, যে ঠিক, আমি ধর্ষিতা বললেই কেউ মেনে নেবেনা, প্রত্যেকটা ডিটেইল খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে, খুব-ই ইনডিসেন্ট লোকজনের দ্বারা কৃত প্রসিডিঅরের মধ্য দিয়ে যেতে হবে, লোকজন রসালো আলোচনা করবে, স্টিল আমি এটা রিপোর্ট করব। মেয়েটির এই স্ট্যান্ডটাই এই কেস থেকে পাওনা। এটা বোধহয় একজন ঘোষিত মুক্তমনস্ক সাংবাদিকের কাছ থেকে প্রত্যাশিত না। গুরুপূজার জন্য হলে অন্য কথা।
    বাদবাকি আরো যেটা পাওনা হয়ত কর্মস্থানে বসেরা একটু কশন নেবে। তবে সেটা বেশ অনিশ্চিত।

    এরকম কেস না হলে তো কোনো আইনের ফাঁক ফোকর , বা ব্যবস্থার খামতি চোখে পড়ে না। ফিঙ্গার পেনিট্রেশন বা রাবিং এর ক্ষেত্রে , বা জোর করে চুমু খেলে অনায়াসে মেয়েটি একটি সোয়াব নেওয়াতে পারত সেদিন । কিন্তু রেপ কিট, বা ওই জাতীয় ট্রেনিং তো আমরা দেব না কোথাও। সে নিয়ে আলোচনাও তুলবনা। কি কি কন্ডিশনে মেয়েটি দু:খ পাবে, লজ্জা পাবে এই নিয়ে আলোচনা করব। আর্টিকেল লিখব। কেন কে জানে। আরো নানা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে আসতে পারে, সেসব নিয়ে তো এই টই তে আলোচনা হয়েছে, ইন ফ্যাক্ট অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। অন্তরার আর্টিকল-এ একটাই পয়েন্ট, যে অন্য অনেক রেপ কেসকে গুরুত্ব দেওয়া হয়না, কিন্তু সমস্ত কেস মিডিয়ার কাছে মুখরোচক হবে না, সে তো জানাই। এক একটা কেস নিয়ে নাড়াচাড়া হয়েই কিছু কিছু করে সংশোধন হয়। রেপ ভিকটিমের রিহ্যাবিলিটেশন ইসু তো বটেই, কিন্তু এই ক্ষেত্রে সেটা অপেক্ষাকৃত কম। এ নিয়ে হইচই হওয়াই তো ভালো।
  • ঈশান | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৭622670
  • এই আগে যেটা দিলাম, পড়েন না। কী মতামত?

    আর বিটিডাব্লু, আজহারের জন্য আমার বহুত দুঃখ হয়েছিল। মাক্কালি। কিন্তু তখন সোশাল মিডিয়া ছিলনা। :(

    আশারামের কেসটা, ফ্র্যাঙ্কলি মন দিয়ে অনুসরণ করিনি। যেমন আরুশি হত্যাকান্ড পড়েছি তেমনও না। কারণ আমার তথাকথিত প্রগতিশীলতা। ধর্মগুরুরা এমনিতেই নচ্ছার -- এরকম একটা ধারণা। উচিত হয়নি। এবার থেকে করব।
  • নী-পা | 37.125.200.127 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৭622672
  • @sosen

    আপনার পোস্ট-এ এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ :

    "... ফিঙ্গার পেনিট্রেশন বা রাবিং এর ক্ষেত্রে , বা জোর করে চুমু খেলে অনায়াসে মেয়েটি একটি সোয়াব নেওয়াতে পারত সেদিন । কিন্তু রেপ কিট, বা ওই জাতীয় ট্রেনিং তো আমরা দেব না কোথাও। সে নিয়ে আলোচনাও তুলবনা। ..."

    একটি অনুরোধ রইল আপনাকে।
    আপনার বিজ্ঞানভিত্তিক লেখা প্রায়ই প্রকাশিত হতে দেখি 'এইসময়' সংবাদপত্রে। যদি সম্ভব হয়,সেখানে -- অথবা 'গু-চ'-তে আলাদা টই খুলে , এই বিষয়টি নিয়ে, একটু বিশদে , লেখা সম্ভব হবে কি আপনার পক্ষে ? (অবশ্যই আপনি শারীরিক সুস্থ হয়ে ওঠার পরে)

    এ বিষয়ে কোন ধারনাই নেই আমার এবং আমার মতো আরও অনেকের..

    কৃতজ্ঞতা রইল। ভাল হয়ে উঠুন তাড়াতাড়ি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন