এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ১৫৯২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sexual intercourse | 18.37.228.87 | ১৩ ডিসেম্বর ২০১৩ ১৩:০৩621597
  • Sec. 114A of the Indian Evidence Act, 1872 substituted by the Criminal Law (Amendment) Act, 2013 (Act 13 of 2013) w.e.f. 3.2.2013.

    Explanation.- In this section "sexual intercourse" shall mean any of the acts mentioned in clauses (a) to (d) of section 375 of the Indian Penal Code (45 of 1860)
    ক্লজ গুলো আগে লিখেছি,
    যার মধ্যে ফিঙ্গারও আছে।
  • s | 182.0.249.87 | ১৭ ডিসেম্বর ২০১৩ ০৮:১৪621598
  • অবশেষে গাঙ্গুলি রহস্য প্রকাশিত হল।
    http://www.indianexpress.com/news/when-i-tried-to-move-away-he-kissed-my-arm-repeated-he-loved-me-law-interns-charge-against-ganguly/1208135/1

    সবচেয়ে বড় অপরাধ যা উনি করেছেন তা হল মেয়েটির হাতে একটি চুমু খেয়েছেন!!!!! তার থেকে যৌননিগ্রহ, মানবধিকার থেকে অপসারণের দাবী, পার্লামেন্টে ভাষণ কত কিছু হয়ে গেল।
  • π | ১৭ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৮621599
  • এবং এটা চিঠিটা প্রকাশ করা নিয়ে ঃ
    http://anandabazar.com/17raj1.html
  • π | ১৭ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৯621600
  • *এই
  • π | ১৭ ডিসেম্বর ২০১৩ ০৯:০৩621601
  • ওখানে তো sms এর কথা লেখা আছে, সেগুলোর কথা এতদিন শুনিনি তো। প্রমাণ হতে পারতো।

    যাই হোক, এটা সত্যি করে থাকলে সেটাও আপত্তিকর।
  • Bhagidaar | 218.107.71.70 | ১৭ ডিসেম্বর ২০১৩ ০৯:১৯621602
  • ওদিকে তেহেলকার কি খবর?
  • a x | 86.31.217.192 | ১৭ ডিসেম্বর ২০১৩ ১০:২৭621603
  • sএর আকাশ থেকে পড়া দেখে বুঝতে পারছি কোথায় আছি আমরা। গাঙ্গুলীর বিরুদ্ধে তো রেপের চার্জ আনা হয়নি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন নিগ্রহের চার্জ আনা হয়েছে। হাতে চুমু না খেয়ে মেয়েটির বয়ানের বাকি কাজ গুলো করলেও যৌন নিগ্রহ হত। এবং তার থেকে চাকরি যাওয়া, গাঙ্গুলীর পদাধিকারের জেরে পার্লামেন্টে ভাষণ এসবও।
  • a x | 86.31.217.192 | ১৭ ডিসেম্বর ২০১৩ ১০:২৮621605
  • ভাগী, তেজপালের কাস্টডি আরো ১২ দিন এক্সটেন্ড করেছিল।
  • a x | 86.31.217.192 | ১৭ ডিসেম্বর ২০১৩ ১১:১৮621606
  • শ্রাবণী | 233.30.109.200 | ১৭ ডিসেম্বর ২০১৩ ১১:৪৮621607
  • মেয়েটির ঠিক কী করা উচিত ছিল, মানে এরকম ব্যবহার কাজের সময় একজন সিনিয়র করলে!
    আমার মনে হয় এরপরে কথা উঠবে মেয়েটি হোটেলে আদৌ গিয়েছিল কেন!
  • ম্যামি | 69.93.198.148 | ১৭ ডিসেম্বর ২০১৩ ১২:৩২621608
  • শ্রাবণী সে কথা অলরেডি উঠেছে। পাবলিক ফোরামেই।
  • s | 182.0.249.87 | ১৮ ডিসেম্বর ২০১৩ ০৩:১০621609
  • একটু বেশীরকম নারীবাদী স্টান্স নিয়ে নেওয়া হচ্ছে না কি?
    দেখা যাক কি হয়েছিল, মেয়েটির বয়ান অনুসারে।
    ১। "When I reached the suite, there were two other persons apart from the judge present there. I was told by the judge that the man was associated with the AIFF (All India Football Federation). The woman was a stenographer. The judge then informed me that the AIFF report had to be submitted the next morning, and asked me to stay at the hotel and work all night. I declined and told him that I had to finish the work quickly, and return to the PG accommodation.
    "However, he ignored my repeated protests and asked the AIFF man to enquire whether a room could be booked for me at the same hotel. The AIFF man said that this may not be possible, but upon the insistence of the judge, agreed to consult his superior on the matter. Thereafter, the AIFF man and the woman stenographer left the suite.
    "I told the judge that the internet was not working. I asked the judge whether I was at all needed as there was no internet connection, and hence I could not do any web-based research.
    "At this point, the judge apologised for spoiling my Christmas Eve, and asked me if it was customary in Christian families to drink wine during Christmas. I mumbled yes. He then took out a bottle of red wine, which he said was compliments of the hotel. He also said that since I had had a long day, I should go into his bedroom and relax while drinking some wine."
    এখানে খুব বেশী হলে বলা যায় যে মেয়েটির আপত্তিকে পাত্তা না দিয়ে জাজ অভদ্রতা করেছেন। মেয়েটি স্বাভাবিকভাবে ভয়ে ছিলেন। সেক্ষেত্রে অনেকই বাড়ীতে ক্রিসমাসের প্রোগ্রম আছে বলে কাটিয়ে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু একজন সিনিয়র একজন জুনিয়রকে ক্রিসমাস ইভে ওয়াইন ওফার করতে কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায় নি।
    ২। "I felt uneasy, unsettled and disturbed by this suggestion of the judge, and told him that all I wanted to do was to complete the work as soon as possible and return to my PG at the earliest. He, however, brought out a bottle of red wine and handed me a glass. Feeling awkward and unsure, I accepted. This kind of interaction with the judge had never taken place in Kolkata during the period that we worked as RAs (research assistants) with the judge for six months. By now, I was beginning to feel extremely uncomfortable and wanted to leave the place as soon as possible. The judge persisted in making small talk, but I concentrated on completing the typing. I also asked him to arrange transport for me to return to my PG as I wanted to leave at the earliest.
    During this time, the judge was making some calls, asking for a room to be booked in the same hotel for me. Even as he was making these calls, I categorically refused to stay in a room in the hotel, and insisted that I needed to return to my PG accommodation.
    I was startled by the arrangements the judge was seeking to make for me, although he had not mentioned any of this to me when he had called me up. I began to feel more and more tense. The judge kept ignoring my protests and then informed me that it may not be possible to have a separate room arranged for me, and asked me if I would stay in the same room with him to help him finish the report." আবারও জাজের অভদ্রতা ছাড়া এক্ষেত্রে অন্য কিছু দেখতে পারছি না। ওনার যদি অন্য ইচ্ছা থেকেও থাকে এখনও কোন ঘটনা ঘটেনি যে উনি অন্য কোন ইচ্ছা প্রকাশ করেছেন।
    ৩। "I was shocked and taken aback by this suggestion, and I categorically informed him that it was highly inappropriate for him to make such a request. Sensing my agitation, he then said that he would make arrangements for transport to take me back. During this period, the judge had not only quickly consumed few glasses of wine, but had also taken out a bottle of Bacardi white rum and taken a few drinks of rum as well. I had, however, taken barely a few sips of the wine, although the judge was repeatedly asking me to finish my glass so that he could refill it. At this time, the judge again tried to persuade me to stay in his room, stating that he would not be able to finish compiling the report on his own, and he would guide me how to compile the same. Again, I declined. মেয়েটি না করেছেন জাজ তাকে কথা দিয়েছেন তার ফেরার ব্যবস্থা করবেন। জাজ কতটা মদ খাচ্ছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যপার। এখনও খুব অস্বাভাবিক কোন ট্রানশাকশন দেখতে পারছি না।
    ৪। "At approximately 10 pm, dinner, which had been ordered in the meanwhile by the judge, was served in the room... I moved from the round table where I was working, and seated myself on the long sofa... After I had sat down, the judge came and sat next to me on the same sofa. Both the judge and I started eating. During the dinner, the judge put his hand on my back and thanked me for agreeing to help him. I moved away, clearly indicating to the judge that this physical contact was unwelcome and not proper behaviour on his part.
    However, the judge did not remove his hand from my back, and then moved forward to embrace me. I no longer felt safe and was extremely suspicious of his intentions.
    I therefore immediately moved to the single sofa on my left to be out of his physical reach." - এখানে ফিসিকাল কন্টাক্ট আসছে। জাজ মেয়েটার পিঠে হাত দিয়েছেন, মেয়েটাকে হাগ করার চেষ্টা করছেন। মেয়েটা সরে গেছেন। এখন আমার অভিজ্ঞতায় প্রচুর প্রচুর ছেলে মেয়েদের এবং মেয়েরা ছেলেদের পিঠে হাত দিয়ে থাকে, হাগ করে থাকে। সেকশন ৩৫৪ এক্ষেত্রে আনলে জেলে আর জায়গা হবে না। খেয়াল রাখবেন জড়িয়ে করার চেষ্টা করেছেন মাত্র, করেন নি।
    ৫। "Soon afterwards, I left my meal, returned to the round table and pretended to continue the work, while I anxiously waited for the car. By now I was feeling threatened. At this point, the judge approached me and, standing next to me, he put his hand on my head, and said, 'You are very beautiful'. I immediately rose from my seat, but before I had a chance to respond to the statement, he caught hold of my arm, saying, 'You know that I'm attracted to you, don't you? You must be thinking, what, this old man is getting drunk and saying such things. But I really like you, I love you'. When I tried to move away, he kissed my arm and repeated that he loved me." - এখানে দ্বিতীয় ফিসিকাল কন্টাক্ট আসছে। মাথায় হাত রাখা আর বাহুতে চুমু খাওয়া। আর আই লাভ ইউ বলা। একজন বয়স্ক মানুষের একটি কমবয়সী মেয়ের প্রতি প্রেমনিবেদনের স্বাভাবিক প্রকৃয়া। একটি পুরুষ ও নারীর মধ্যের ট্রান্সাকশন। এতে সেকশন ৩৫৪ লাগু হলে প্রতিদিন যে অসংখ্য ছেলে মেয়ে একে অন্যকে প্রপোস করছে, এবং তার মধ্যে অনেকগুলো ঈ রং নাম্বারে, সে সব সেকশন ৩৫৪ এর আওতায় আনতে হয়। আর যদি প্রশ্ন ওঠে জাজ বাপের বয়সী হয়ে কি করে কচি মেয়েকে প্রোপোস করেন, তাহলে বলতে হয় যে সেইভাবে যেভাবে প্রচুর ছাত্রী বয়স্ক প্রফেসরের প্রেমে পড়ে রাতদিন ঘ্যানর ঘ্যানর করে।
    ৬। "I pushed him away stating that I had to leave immediately. By now it was crystal clear to me that the preceding events were not innocuous in nature, and that he was making unwelcome sexual advances. I quickly picked up my computer and bag, and left the room to take the elevator down. The judge followed me into the elevator, repeatedly saying, 'Please don't go', 'Did I make you uncomfortable?', 'Please don't leave me, I need your help right now', and said that the AIFF report needed to be finished. I did not answer the judge anymore. The judge had followed me to the reception. As no car was available, the judge called someone from his cellphone. Soon another man joined us, and I was informed that he was a senior member of the AIFF. The judge informed him that no transport seemed to have been arranged for me, and asked him to handle the matter. When the judge was standing alone with me in the reception, he again repeated his previous words, asking me not to leave and to help him finish the work. I did not respond to him.
    I left the hotel at around 10.30 pm. After the car arrived, I returned in it to the PG where I was staying. After reaching the PG, I received a call from the judge asking if I had reached. I curtly said yes and disconnected the call immediately."
    জাজ মেয়েটির ফেরার ব্যবস্থা করে দিয়েছেন। অনেক অনুনয় বিনয় করেছেন যা মাতাল প্রেমিকদের পক্ষে স্বাভাবিক। কিন্তু একবারও জোর করেন নি। কোন মর্যাদা উলঙ্ঘন করেন নি। আর পরদিন ক্ষমা চেয়ে নিয়েছেন।
    ৭। সেকশন ৩৫৪ বলছেঃ
    354. Assault or criminal force to woman with intent to outrage her modesty.-- Whoever assaults or uses criminal force to any woman, intending to outrage or knowing it to be likely that he will there by outrage her modesty, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
    এখানে না হয়েছে অ্যাসল্ট, না হয়েছে ক্রিমিনাল ফোর্স প্রয়োগ। সুতরাং কি হিসাবে এই ধারা প্রয়োগ হবে আমার কাছে পরিষ্কার নয়।
    ৮। তেমনি পরিষ্কার নয়, এই ঘটনা ঘটেছে, ২৪ ডিসেন্বর ২০১২। মেয়েটি কেন প্রয় একবছর বাদে অভিযোগ জানাল। এমন তো নয় জাজের মেয়াদ শেষ হওয়া অবধি অপেক্ষা করছিল, তদ্দিনে ওর ইন্টার্ণশিপও শেষ হয়ে যাবে।
    ৯। পরিশেষে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে হ্যাঁ যা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে, পার্লামেন্টে ভাষণ, মানবাধিকার কমিশন থেকে পদত্যাগের দাবী এবং বিস্তৃত চর্চা, অল্প নয় খুব বাড়াবাড়ি রকম বিসদৃশ্য লাগছে।
  • ঈশান | ১৮ ডিসেম্বর ২০১৩ ০৩:১৮621610
  • নানা, এটাই "ঘটেছে" নয়। এটা মেয়েটির বয়ান।
    অভিযোগটি বিচারপতি অস্বীকার করেছেন। তিনি কি বলেছেন, সেটা অবশ্য কেউই বড়ো করে লেখেনি।
  • ঈশান | ১৮ ডিসেম্বর ২০১৩ ০৪:১৩621612
  • শুধু বয়ান না, "গোপন" বয়ান। ভারতের অতিরিক্ত (নাকি সহকারী) সলিসিটর জেনারেল সেই গোপন বয়ান ফাঁস করে তাতে আরও সেন্টিমেন্ট জুড়ে লিখেছেন (প্যারাফ্রেজিত), "কোনো বাবার বয়সী লোক, মেয়ের বয়সী মেয়ের সঙ্গে এরকম করতে পারেন, ধর্মাবতার?"

    সেন্টিমেন্টের ওভারডোজ পড়ে গা পিত্তি জ্বলে গেল। অপরাধ হলে হয়েছে, নইলে নয়। বাবার বয়সী লোক হলে কী অপরাধের গুরুত্ব বাড়ে? নাকি বুড়ো হলে প্রেমে পড়া অপরাধ?
  • a x | 138.249.1.202 | ১৮ ডিসেম্বর ২০১৩ ০৬:৫৬621613
  • ঐ কথাটা বলা হয়েছে কেননা ভদ্রলোক বলেছেন আমার মেয়ের মত, আমি কি এমন করতে পারি। আর ইন্দিরা জয়সিংএর বক্তব্য অনুযায়ী মেয়েটি দিয়েছে স্টেটমেন্ট ওনাকে পাব্লিক করার জন্য।

    আইন অনুসারে মেয়েটি দিলেও করা যায় কিনা জানিনা। না করা গেলে ইন্দিরাকে কোর্ট জানাবে আশা করি।
  • a x | 138.249.1.198 | ১৮ ডিসেম্বর ২০১৩ ০৭:০০621614
  • sকে পরে উত্তর দেব। আমি পুরো হাঁ হয়ে যাচ্ছি।
  • aka | 76.168.176.47 | ১৮ ডিসেম্বর ২০১৩ ০৭:৫২621616
  • সত্যি বুঝলাম না s এর বক্তব্য কি?
  • ঈশান | ১৮ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৮621617
  • কোর্ট? কোন কোর্টে কে জানাবেন? এই নিয়ে কোর্টে কোনো মামলা তো চলছেনা। যে যা পারছেন বলে যাচ্ছেন তো। কোনো দায়দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটির বালাই নেই।
  • b | 135.20.82.164 | ১৮ ডিসেম্বর ২০১৩ ০৯:১২621618
  • ঈশানকে একটা কথা বলার আছে। চট করে খবরের কাগজ দেখে কোনো সিদ্ধান্তে আসতে চাই না।কারণ খবরের কাগজে, খেয়াল রাখবেন, বেশির ভাগ সময়েই শুধু প্রসিকিউশন সাইডের, অর্থাৎ পুলিশের তথ্য ও যুক্তি প্রকাশ পায়।

    [একটি তিক্ত ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেটা উহ্য থাক]
  • aranya | 78.38.243.161 | ১৮ ডিসেম্বর ২০১৩ ১১:৩১621619
  • এটা তো পরিস্কার সেক্সুয়াল হ্যারাসমেন্ট - প্রথমবার পিঠে হাত রাখার পর মেয়েটি যদি সরে গিয়ে থাকে, বুঝিয়ে থাকে সে কোন ফিসিকাল কনটাক্ট চাইছে না তাহলে আবার হাগ, হাতে চুমু এসব আসে কি করে?
  • aranya | 78.38.243.161 | ১৮ ডিসেম্বর ২০১৩ ১১:৩৪621620
  • অফ কোর্স, মেয়েটির বয়ান যদি সত্যি হয়। এসব কিছুই যদি না ঘটে থাকে, তাইলে আলাদা কথা।
  • ম্যামি | 69.93.194.134 | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৩:৫০621621
  • প্যানেল প্রাইমাফেসি এভিডেন্স পেয়েছে এবং সেটা অফিশিয়ালি জানিয়েছে (আনওয়েলকাম ভার্বাল / নন ভার্বাল) কিন্তু সুপ্রীম কোর্টের আর কিছু করার নেই কারণ তিনি রিটায়ার্ড। ইন্টার্নের কাজের প্রকৃতি -- Ganguly had hired her as an intern 'for some private legal work.'

    তথ্য প্রকাশ করতে অসুবিধেটা ঠিক কোথায়?
  • ম্যামি | 69.93.194.134 | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৩621622
  • মেয়েটি হলফনামা দিয়ে যেকথা বলেছে সেটা সে এখন জনসমক্ষে প্রকাশ করতে চায়। এটা বে-আইনি?
  • ম্যামি | 69.93.194.134 | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৮621623
  • সুপ্রিম কোর্টের একটি কমিটির নিকট অভিযোগকারিণী যে হলফনামা দিয়াছিলেন, তাহা তদন্ত প্রক্রিয়ার অঙ্গ। সেই প্রক্রিয়া সমস্ত নিয়ম ও রীতি মানিয়া সম্পন্ন হইবে, ইহাই বিধেয়। যতক্ষণ তদন্ত এবং বিচারের পর্ব সম্পন্ন না হয়, ততক্ষণ আইনের চোখে অভিযোগকারিণী এবং অভিযুক্ত ব্যক্তি, উভয়েই সমান, সুতরাং এক জনের ‘সম্মতি’ কোনও ভাবেই যথেষ্ট নয়।

    এই ক্লজ (যুক্তি) প্রযোজ্য নয়। কারণ তদন্ত ও বিচারের পদ্ধতি সম্পন্ন হয়ে গেছে।
  • Reshmi | 129.226.173.2 | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৪:১৬621624
  • এই তেজপাল বা গাঙ্গুলী এরা তো স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বিচারবুদ্ধি-বিবেচনা বোধ আম জনতার থেকে বেশিই আছে আশা করা যায়। তা সত্ত্বেও, এরা অন্য পক্ষের স্পষ্ট আপত্তি (তাদের বয়ান অনুযায়ী) দেখেও এইরকম ডেসপারেট অ্যাটেম্প্ট নেয় কি করে এটা কিছুতেই আমার মাথায় ঢোকেনা। নিজেদের ক্ষমতার দম্ভ নাকি সত্যিই কিছু বোঝার ভুল?
  • শ্রাবণী | 127.239.15.117 | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৩621625
  • রেশমী,
    বিচারবুদ্ধি বিবেচনা কাজ করেনা সবসময় হয়ত। আমাদের একটি অফিসে এরকম ব্যাপার আগে জানাজানি হয়নি প্রায় কয়েক মাস বাদে যখন মেয়েটি রিজাইন করে, যাবার আগে এগজিট ইন্টারভিউয়ে বলে যায়।
    মেয়েটি এইচ আরের, লোকটি এইচ আর হেড। মেয়েটিকে অ্যাপ্রেজালে ওর বস খুব কম নম্বর দিয়েছিল, খুব ডিস্টার্বড, শেষমেশ গিয়ে ওপরওয়ালার কাছে জানতে চায়, কেন ঠিকঠাক ভালো কাজ করার পরেও তাকে এত নীচে রাখা হয়েছে। লোকটি দরজা বন্ধ করে ও মেয়েটিকে জড়িয়ে ধরতে যায়, তখন মেয়েটি বাধা দিলে বলে, নম্বর শুধু কাজ করলে পাওয়া যায়না, আমি খুশী হলে পাওয়া যায় (ঠিক এই কথা না হলেও এরকম টাইপের)। মেয়েটি কোনরকমে হাত ছাড়িয়ে বেরিয়ে গিয়ে বন্ধুদের বলে। তারপর ওরা এইচ আরে যায়, লিখিত কমপ্লেন, আমাদের এখানে এইচ আরের ওপরের দিকের লোকেরা খুব পাওয়ারফুল হয়, এই লোকটি এইচ আর হেড, এইচ আরের কেউ কমপ্লেন নেয়না উল্টে ভয় দেখিয়ে ধমকিয়ে, বেশী কথা বললে দুরে ট্রান্সফার করে দেবে এসব বলে ভাগিয়ে দেয়, দলের সবাই বেশ নতুন, ভয় পেয়ে চুপ করে যায় ।
    মেয়েটি তারপর ডি ইউ তে পি এইচ ডির জন্যে অ্যাপ্লাই করে ছিল, এরপর বেশীদিন ছুটিতেই থাকত, শেষে রিজাইন করল। কী ভেবে এগজিট ইন্টারভিউয়ে কেঁদে পুরো ব্যাপারটা বলে ফেলে, সেখানে এইচ আর ছাড়াও অন্য লোক ছিল, জানাজানি হয়ে বড় কর্তাদের কাছে পৌঁছয়। তখন প্রচুর ব্যবস্থা শুরু হয়, উইমেন সেল ইত্যাদি।
    কিন্তু দেখতে গেলে মেয়েটিকে তো একটা ভালো চাকরি ছাড়তে হল আর লোকটিকে শুধু অন্য একটা দুর জায়গায় বদলি করে হয়েছে, এই শাস্তি!

    আমার মনে হয় এখন রিপোর্টিং হচ্ছে বা লোকে মাথা ঘামাচ্ছে তাই, নাহলে এ জিনিসের চলন বহুদিন থেকে। এই ব্যাপারগুলোতে বোধবুদ্ধি কিছু কাজ করে না কারণ এ জিনিস এখন সামনে এলেও পাওয়ার পজিশনে অনেকের কাছেই এটা খুব সিধাসাদা সমীকরণ, যে চাইলে এটা করতে পারো।
    আমি যেমন অনেকদিন অনেক সিনিয়র মহিলা সম্বন্ধে খুব আজেবাজে কথা শুনে আসছি, একে ধরে উঠেছে, ওই জন্যে প্রোমোশন পেয়েছে অথচ কোনো পুরুষ সম্বন্ধে এ শুনিনি। খুব বিরক্তও হতাম এই মহিলাদের ওপর, মেয়েদের সম্মান নিয়ে কাজ করার পথে এদের উদাহরণ বাধা সৃষ্টি করে, এরকম দু একজন থাকলেও লোকে বাকী মেয়েদেরও হয় ওদের মত মনে করে নয় আশা করে তারা ওদের মত হবে।
    কিন্তু এখন সত্যি ভাবি, এইসব সিনিয়রেরা যখন চাকরি করতে এসেছে তখন তো আরোই তৈরী নয় কাজের জায়গা মেয়েদের জন্যে, হয়ত ওরা লড়তে পারেনি, ছেড়ে যাওয়ারও বাধা ছিল, হয়ত বাধ্য হয়ে শেষে হার মেনেছে!
  • ~ | ~ | 69.160.210.2 | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৯621627
  • ""এরকম দু একজন থাকলেও লোকে বাকী মেয়েদেরও হয় ওদের মত মনে করে নয় আশা করে তারা ওদের মত হবে।""

    - এই জায়গাটায় ঐকমত্যে আসা যাবে কী? এলে অনেক পেন্ডিং তক্কো শেষ করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন