এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ১৫৯২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৯621728
  • ' প্রচুর চিঠি ছাপা হয়েছে, মাস মেইল হয়েছে ছবি সহ। ' .. এর কিছু নমুনা পেতে পারি ? ছবি চাইছিনা, কী লেখা হয়েছে, সেটা। সেরকম কিছু চোখে পড়েনি, চোখ এড়িয়ে যেতে পারে।
  • s | 103.115.84.195 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৩621729
  • তবে একটা আইনি প্রক্রিয়া যে ধাপে ধাপে পরিনতির দিকে এগোচ্ছে, এটা একটা ভালো দিক। বিচারে যদি প্রমানিত হয় যে তেজপাল রেপ করেছেন তো ওনার শাস্তি হবে, যদি প্রমান হয় যে উনি রেপ করেননি তো ছাড়া পাবেন। অনেক সময় এই আইনি প্রক্রিয়া শুরুই করা যায়্না।
  • aka | 79.73.9.7 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৪621730
  • আমি আবার পড়লাম ২৩০০ পাতার চার্জশিট, জামিন না দেওয়া সবই নাকি চেনা ছক। সেটা বোধহয় হিরো হিরালাল মানে তেজপাল বলেই।
  • /\ | 69.160.210.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০০621731
  • CCTV ফুটেজ থেকে মেয়েটি ডিস্ট্রেসড ছিল কি ছিল নার থেকে বেশি করে প্রমাণ হবে ওরা লিফটের মধ্যে ঠিক কতক্ষণ ছিলেন। তেজপালের পক্ষ থেকে বলা হয়েছে একটা লিফ্ট ঐ ক'টা তলা উঠতে নামতে কতক্ষণ লাগতে পারে? ৪৫ সেকেন্ড? মেয়েটির পক্ষ থেকে বলা হয়েছে তেজপাল নানা কায়দায় লিফটকে আটকে বা দরজা বন্ধ রেখে ওঠা নামা করিয়ে অন্তত ১৩০ সেকেন্ড লিফটের ভেতরে ছিলেন। এইটে সিসিটিভি ফুটেজ প্রমাণ করবে।

    সবক'টা তলাতে সিসিটিভি ছিল কিনা জানিনা। থাকলে পুরো ঘটনটার সময়ক্রম বিভিন্ন তলার সিসিটিভির ফুটেজ থেকে ক্লিয়ার হওয়া উচিত। কোনো সময় দরজা খুলে গেলে, ক্যামেরাতে যদি সেই সময়টুকুর লিফটাভ্যন্তরীন ছবি থেকে থাকে সেটাও গুরুত্বপূর্ণ, মেয়েটির বাধাদানের কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে কিনা সেই নিরিখে। ।

    কিন্তু ব্যক্তিগত ধারণা, এ সব থেকেই বিশেষ কিছু প্রমাণ করা যাবে না কনসেন্সুয়ালের বিপক্ষে যদি না মেয়েটির ভায়োলেন্ট প্রতিরোধের কোনো প্রমাণ পাওয়া যায়। সেটা পাওয়া অসম্ভব বলেই মনে হচ্ছে। কারণ মেয়েটির প্রতিবাদের নেচার যা বুঝেছি খুবই ইউনিক। তার ব্যক্তিত্ব ও ডিগনিটিবোধ বা আউটলুক দিয়ে নির্ধারিত। একা ঘরে বস কোলে হাত তুলে দিয়ে আদর করার চেষ্টা করলে সে ছিটকে উঠে দাঁড়ায় না বা ছুটে ঘর থেকে বেরিয়ে যায় না। বরং শান্ত ভাবে বলে বসের মেয়ে তার বন্ধু, তার বাবা বসের ঘনিষ্ট, কাজটা উচিত হচ্ছে না, বস যেন এটা না করেন। এই অ্যাটিচুডের দুটো ইন্টারপ্রিটেশনই সম্ভব। মেয়েটির দিক থেকে দেখলে সে বুঝতে পারছে বস লোকটির স্খলন ও যৌনতার আকাঙ্ক্ষা, কিন্তু বসের মর্যাদা রেখে, সীন ক্রিয়েট না করে, ঘরের বাইরের এমপ্লয়িদের কাছে এই ব্যক্তিগত প্রোপোজালটিকে নগ্ন না করে দিয়ে সে প্রেফার করছে শান্ত ভাবে বুঝিয়ে প্রত্যাখ্যান করতে। হতেই পারে সে ৭০ দশকের ফিল্মি স্ট্যান্ডর্ডের শারীরি পবিত্রতা বা অবাঞ্ছিত পুরুষ স্পর্শ মাত্রই হৈচৈ সীন ক্রিয়েট করা তার বৈশিষ্ট্য নয়। ম্যাচিওরড যৌন সম্পর্কাদির মাধ্যমে সে জানে পুরুষের পতন বা যৌন আকাঙ্ক্ষা জাগার স্বাভাবিকতার কথা আর যেখানে সে ইচ্ছুক নয় সেখানে প্রত্যাখ্যানের জন্যে তার নিজস্ব সিভিলাইজড ওয়ে রয়েছে, যা তার নিজের ডিগনিটি বা নিজের বিহেভিয়ারাল স্ট্যান্ডার্ড ড্রিভেন। ঐ মুহূর্তে তেজপালের বাড়িয়ে দেওয়া হাত তার কাছে অ্যাকসেপ্টেবল ছিল না, কিন্তু হতেই পারে ভবিষ্যতে কোনো দিন একটা কনসেন্সুয়াল ও মধুর অভিজ্ঞতার যৌন এনকাউন্টার তাদের মধ্যে হল। সুতরাং প্রত্যাখ্যান মাত্রই রুড, হিস্টেরিক ও ভায়োলেন্ট হতে হবে - এই ৭০ দশকীয় ধারণা আজকের ওপেন রিলেশনে বিশ্বাসী মেয়েরা নাই মনে করতে পারে। এমনকি শ্রদ্ধেয় কারোর থেকে এইরকম অনুচ্চারিত প্রস্তাবে একটা কমপ্লিমেন্টের অংশ ও জড়িয়ে থাকার কথা, (অনুষ্কা শর্মার "দেখো মগর প্যার সে" ট্যাটুর যা বক্তব্য) যেখান থেকে ঘটনাটার অপমানজনক হয়ে ওঠার মধ্যে কিছু সময়ের ব্যবধান থাকার কথা, যা তেজপালের মিসজাজমেন্টের পক্ষে যথেষ্ট হতেও পারে।

    এই বিহেভিয়ার তেজপালের দিক থেকে দেখলে ভিন্ন সংকেত দিতেই পারে যে রুডলি বা ভায়োলেন্ট প্রত্যাখ্যান যখন করছে না, বাবা বা বন্ধুর ছেঁদো দোহাই যখন দিচ্ছে তখন আদতে হয়তো নিমরাজি। আরেকবার সাধিলেই, বা একটু জোর করিয়া সুখ প্রদাণ করিলেই বশে আসিবে, শ্রীকৃষ্ণ যেমতি শ্রীরাধিকাকে নদীবক্ষে নৌকায় ধর্ষণ করেন ও ভবিষ্যতে তার আনকন্ডিশনাল লভ অর্জন করেন, বা ভারতীয় সিনেমার ইতিহাসের সুদীর্ঘ ম্যাচিস্মোর ধারাবাহিকতা যেভাবে প্রাথমিক বেগড়বাই করা নায়িকাদের বশ করে এসেছে। ব্যক্তিগত লেভেলের আলাপচারিতায় সম্পর্কের ক্রিটিকালিটির উপর নির্ভর করে তেজপালের ভুল স্বীকার বা ক্ষমা চাওয়া সবই জাস্টিফায়েড। কিন্তু আদালতে গেলে মামলা নিজের পথে চলবে। তখন কেসটা যুদ্ধ। তখন সত্যের সাথে মিথ্যা, আইনের ফাঁক খোঁজা, ও প্রতিপক্ষকে অন্য যে যে উপায়ে ধরাশায়ী করে অ্যালিগেশন থেকে মুক্তি পাওয়া যায় সেসবই করতে হবে। তেজপাল ও করছেন। আইনের ভাষায় অকাট্য প্রমাণ যোগাড় করা বা না করার উপরে কেসটির ফয়সলা হবে।

    আমার নিজের ধারণা লিফটের মধ্যে তেজপাল যদি হাঁটু গেড়ে বসে অকুস্থলে আঙুল বা মুখ দেওয়ার চেষ্টাও করেন লাথি ঘুষি হাঁটুর গুঁতো, চড় থাপ্পর না চালিয়ে মেয়েটির প্রত্যাখ্যানও শুধু প্লীজ এরকম করবেন, প্লীজ আমাকে যেতে দিন গোছের মৌখিক বাক্যে ও শরীরের ঐ অংশটুকু সরিয়ে লেওয়ার সামান্য ফিজিকাল চেষ্টাতেই সীমাবদ্ধ থাকার কথা। সবার প্রতিবাদ বা প্রতিরোধ বা অস্বীকার প্রত্যাখ্যানের ভাষা এক রকমের হয় না। বিশেষতঃ একজন আদারওয়াইজ শ্রদ্ধার, আদর্শস্থানীয় ব্যক্তিত্বের সামনে। সেটা প্রচলিত প্রত্যাখ্যান পদ্ধতির স্ট্যান্ডার্ডে মাপতে গেলে অন্যপক্ষ বা আদালত, মিডিয়া বা জনমানস সকলেই ধাক্কা খেতে পারে।
  • ম্যামি | 69.93.254.119 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৩621732
  • পাই

    তেজপাল বলেছেন মেয়েটি গিল্টি? ওনার পক্ষ থেকে কি এটা মিন করা হয়েছে? প্র্যাক্টিকালি তাই। আপাতত নিজে বাঁচার জন্যে বলছেন। ছাড়া পেলে অন্যরকম দাঁড়াবে।
  • ম্যামি | 69.93.254.119 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২১621733
  • কেউ কেউ ফেসবুকের কথা তুলেছেন। ফেসবুকে উল্টোটাও দেখেছিলাম। একজন বলেছিলেন আউট অফ কোর্ট সেটলমেন্ট হয়ে যাবে। মেয়েটি টাকা পাবে।
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৫621734
  • কোন হিসেবে গিল্টি ? মিথ্যে অভিযোগ আনার জন্য তো ? সেটা তো লিখলামই । কিন্তু কবিতা অন্য গিল্টি মিন করেছেন।
  • ম্যামি | 69.93.254.119 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৫621735
  • কোন সিসিটিভি ফুটেজ তিনি চাইছেন?
  • m | 132.174.41.201 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪৪621736
  • "একা ঘরে বস কোলে হাত তুলে দিয়ে আদর করার চেষ্টা করলে সে ছিটকে উঠে দাঁড়ায় না বা ছুটে ঘর থেকে বেরিয়ে যায় না। বরং শান্ত ভাবে বলে বসের মেয়ে তার বন্ধু, তার বাবা বসের ঘনিষ্ট, কাজটা উচিত হচ্ছে না, বস যেন এটা না করেন। এই অ্যাটিচুডের দুটো ইন্টারপ্রিটেশনই সম্ভব।"

    এখানটা ঠিক না। মেয়েটির বয়ান অনুযায়ী যথেষ্ট প্রতিরোধ করা হয়েছিল, একেবারেই শান্তভাবে মেনে নেওয়া হয়নিঃ

    http://ibnlive.in.com/news/the-complete-email-trail-of-the-tarun-tejpal-sexual-assault-case/436601-3.html

    At this point, he began to kiss me - from the first moment of his doing so, I asked him to stop, citing several reasons, including my friendship to XXX, my closeness to his family, the fact that he had known me since I was a child, the fact that I worked for Tehelka and for Shoma Chaudhury - who is my managing editor and mentor. It was like talking to a deaf person. Mr Tejpal lifted my dress up, went down on his knees and pulled my underwear down. He attempted to perform oral sex on me as I continued to struggle and hysterically asked him to stop. At that moment he began to try and penetrate me with his fingers, I became scared and pushed him hard and asked him to stop the lift. He would not listen. The lift stopped on the ground floor as Mr Tejpal's hands were on me and could not press the button for yet another floor to keep it in circuit. As soon as the doors opened, I picked up my underwear and began walking out of the elevator rapidly - he was still following me, asking me what the matter was.

    এটা পড়লে বোঝা যায়, মেয়েটির অ্যাটিচুডে কোনরকম অ্যাম্বিগুইটি ছিলনা, কোন আলাদা ইন্টারপ্রেটেশনও সম্ভব ছিলনা।
  • /\ | 69.160.210.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৬621738
  • যেটা কোট করলে সেটা আগের দিন রাতে ঘরে লাইট নিভিয়ে আকাশের তারা দেখতে দেখতে যা করেছিল সেই প্রেক্ষিতে লেখা। লিফটের কেসটা লাস্ট প্যারাতে লিখেছি। অবশ্যই এই গ্রাফিক বর্ণনা না পড়েই লিখেছি, তবে কাছাকাছিই লিখেছি বলতে হবে।
  • m | 132.174.41.201 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:০০621739
  • আচ্ছা।
  • /\ | 69.160.210.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩৮621740
  • There was no "aftermath" of that evening with the "thunderclouds" - this is exactly what happened: I wanted to discuss the first story I had written about a rape survivor with you. xxxx called me to your office, I walked in and you were lying on the couch with the lights off. I asked you if you wanted me to turn the lights on, and you refused. You continued to lie on the couch. I sat on a chair across from you in the same room and told you the survivor's story. I wish again, that you remembered the professional reason I had met you that evening, instead of the storm and the thunderclouds.

    You never, even once uttered the following words: "I withdraw that straight away - no relationship of mine has anything at all, ever, to do with that'. If your attempt at sexual molestation were really as consensual as you seem to imply that it was Tarun, why would you have suddenly switched to speaking in legal terms in a "frivolous, laughing" moment?

    This is what non-consent constitutes: the moment you laid a hand on me, I started begging you to stop. I invoked every single person and principle that was important to us - (Tejpal's daughter, wife, Chaudhury) - the fact that you were my employer, to make you stop. You refused to listen. In fact, you went ahead and decided to molest me again on the following night.
    শুধু এইটুকু মনে ছিল, সেখান থেকেই লিখেছিলাম
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০৩621741
  • এই যে চার্জশিটের ছবি। আরো কিছু আছে কিনা অবশ্য জানিনা।



    প্রসঙ্গতঃ উল্লেখ্য, তেজপালের বিরুদ্ধে অজস্র চার্জের মধ্যে সর্বশেষটি হল, জেলে তেজপালের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে।
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১২621742
  • এটাও দিয়ে দিইঃ

    Lawyers of Tehelka co-founder Tarun Tejpal, accused in the journalist sexual assault case, moved an application before the Fast Track Court here on Tuesday complaining that the charge sheet filed against Tejpal by Crime Branch police had enough material to reveal the victim's identity.

    The application stated that the victim's name, phone no., etc., is all over the charge sheet, which is a public document, and as such that amounts to an offence under the Indian Penal Code.

    http://www.thehindu.com/news/national/tejpal-moves-court-against-charge-sheet/article5725817.ece

    কবিতা কৃষ্ণনদের বুঝতে হবে, গোরু রচনা সর্বত্র প্রযোজ্য নয়।
  • Sibu | 84.125.59.185 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৪621743
  • On Monday, adding to Tejpal's woes, Mormugao police filed a case against him and six other inmates of Sada sub-jail after mobile phones with sims were seized from them on Sunday by Superintendent of jail during a routine inspection.

    মোবাইল ফোনটা একা তেজপালের বিরুদ্ধে উইচ হান্টিং নয়। ওটা জেনারেল সার্চ অ্যান্ড সিজারের পার্ট। পুলিস তেজপালকে স্পেশাল ট্রিটমেন্ট দেয় নি, এটা অবিশ্যি খারাপ করেছে।
  • a x | 138.249.1.198 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৬621744
  • দুটো পোস্টের সাথেই কবিতার লেখার কী সম্পর্ক বুঝলাম না। তবে ভক্তদের অত সম্পর্ক বাছ বিচার করলে চলেনা ঠিকই।
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪২621745
  • চিমটি দিয়ে কী হবে? :-)

    প্রথমটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়টার সঙ্গে আছে। মেয়েটির আইডেন্টিটি প্রকাশ করে মিডিয়া ট্রায়াল চাওয়া হচ্ছে না তেজপালের পক্ষ থেকে। এইটা দেখানোর জন্যই কোট করলাম।
  • a x | 138.249.1.202 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৭621746
  • একেবারেই নেই। তেজপালের উকিল চার্জশীটের গলতা নিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছে। অন্যদিকে তেজপাল নিজে সিসিটিভি ফুটেজ পাব্লিক করা হোক, লোকে দেখুক মেয়েটি কেমন হেসে হেসে কথা কইছে এই চেয়েছে। মেয়েটির ব্যবহার দেখে লোকে বিচার করুক মেয়েটি সত্যি বলছে না মিথ্যে বলছে। মেয়েটিকে আইডেন্টিফাই করা হোক এটা তেজপাল চাইছে এমন কথা কোথায় বলা হয়েছে?
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১৩621747
  • সিসিটিভি ফুটেজ পাবলিক করা আর আইডেন্টিফাই করার মধ্যে সম্পর্ক নেই?

    তাছাড়া তেজপাল পাবলিক করা হোক আবার কোথায় চাইলেন?
  • pi | 127.194.9.109 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৫621749
  • পাবলিক করা হোক, কোথায় চাওয়া হয়েছে, সেটা আমিও দেখতে চাই।
    '' প্রচুর চিঠি ছাপা হয়েছে, মাস মেইল হয়েছে ছবি সহ। ' , এই চিঠিগুলোও পড়তে চাই।
  • a x | 86.31.217.192 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৯621750
  • চাইলেই তো আর দেওয়া যাবেনা। এখানে তো আদালত বসে নি।
  • a x | 86.31.217.192 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪০621751
  • তেজপালের বয়ান বহুবার কাগজে বেরিয়েছে ঈশান যেখানে উনি ইনসিস্ট করেছেন সিসিটিভি ফুটেজ দেখানো হোক।
  • pi | 127.194.9.109 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০০621752
  • ছাপা চিঠিও দেওয়া যাবে না ! :o
  • ঈশান | ০২ মার্চ ২০১৪ ০৯:২৬621753
  • http://www.hindustantimes.com/india-news/stripped-of-privileges-in-jail-tejpal-cries-foul/article1-1188655.aspx

    আর অক্ষদাকে আরেকবার লিখি। তেজপাল একশবার ওনাকে ফুটেজ দেখানো হোক বলে ইনসিস্ট করেছেন। কিন্তু "পাবলিক" করা হোক বলে দাবী করেননি। ফুটেজ পাওয়াটা ওনার রাইট। সে নিয়ে অসুবিধে আছে নাকি?
  • a x | 138.249.1.206 | ২৫ মার্চ ২০১৪ ০১:০৯621754
  • http://www.thehindu.com/news/national/other-states/victim-alleges-tejpals-family-leaked-cctv-footage/article5825054.ece

    The Crime Branch of Goa police has forwarded a recent complaint by the victim in the Tarun Tejpal case against the family members of the Tehelka co-founder to the State police’s Cyber Crime Cell for investigation.

    The victim has complained to Investigating Officer (IO) Sunita Sawant that certain contents of the CCTV grab taken from the crime scene in the north Goa five star hotel have been leaked through Twitter.

    Ms. Sawant confirmed she received a mail on March 19 in which the victim has named the family’s members and alleged that the leak had "hurt her privacy and dignity."

    Tejpal is presently lodged in Sada Sub-jail, Vasco (in south Goa), in Judicial Custody. His bail plea had been rejected earlier by the District and Sessions Court and recently by the Bombay High Court bench in Goa.

    His applications — including a complaint against the IO for giving details of victim's email ID, phone numbers, etc. in the charge sheet, and seeking all the documents made part of the charge sheet — are being heard in the Additional Sessions and Fast Track Court.

    On the other hand, the prosecution has moved an application seeking expedition of the trial as per the mandate of Section 309 of the CrPC.
  • a x | 86.31.217.192 | ০২ এপ্রিল ২০১৪ ০৯:৫৩621755
  • http://indianexpress.com/article/india/india-others/will-act-on-report-based-on-tejpal-cctv-tapes-goa-police/

    The Tarun Tejpal rape case, set to begin trial at the Panaji fast track court in April, is caught in controversy again, with details of the hotel’s CCTV feed being made public, violating conditions set by the court.

    The Goa Police investigating team says it has taken cognizance of a report in the latest issue of Outlook magazine (‘The Tarun Tejpal tapes’) which refers to portions of the CCTV feed outside the lift at the hotel in Bambolim, showing movements of Tejpal and the victim before and after the alleged incident.

    The report featured illustrations from purported scenes from the tapes and raised questions about the allegations. One of the illustrations, the magazine admitted on its website on Monday, “erroneously depicted” the victim holding Tejpal’s hand when the tapes showed “Tejpal is leading her by her hand”. The magazine said this was corrected online.

    Filmmaker Anurag Kashyap, on his Facebook page, claimed over the weekend that he had “seen the CCTV footage” and “none of what the girl says about Tarun Tejpal is true”.
  • a x | 86.31.217.192 | ০২ এপ্রিল ২০১৪ ০৯:৫৭621756
  • http://www.nwmindia.org/articles/nwmi-protests-against-unethical-and-illegal-media-coverage-of-tehelka-case

    There is a trial court order that clarifies that it is illegal to show, see and write about the footage, which is one of several items of evidence in an ongoing court case dealing with charges of rape. It must be emphasised that the CCTV grab is just one piece of evidence, among many others, in the case. By presenting poor quality visuals as clinching evidence of innocence or guilt, credibility or implausibility – of the accused or the accuser – the articles fall short of journalistic standards and ethics. Any pre-trial article that does not analyse all the evidence related to the case is clearly prejudicial and unfair.

    In addition, putting this footage – and detailed descriptions of it – into the public domain is a violation of the legal and ethical restrictions on reporting on cases of sexual violence, which aim to protect the privacy and dignity of victims and survivors by maintaining confidentiality and protecting their identities.
  • এমেম | 69.93.200.13 | ০২ এপ্রিল ২০১৪ ১১:১৫621757
  • 'হোয়াট দি এলিভেটর স' অনেকেই পড়ে নিয়েছেন। দি ড্যামেজ ইজ ডান। একটা কী যেন ভুল রিপোর্টিংও ছিল, যেটা অনলাইন এডিশনে কারেক্ট করা হয়। প্রিন্ট এডিশনে রয়ে গেছে।
  • এমেম | 69.93.200.13 | ০২ এপ্রিল ২০১৪ ১১:২১621758
  • Yes this. "One of the illustrations, the magazine admitted on its website on Monday, “erroneously depicted” .... and the magazine said this was corrected online".
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন