এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৯৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.2 | ২০ জুন ২০১১ ১৩:১০479637
  • আমিও তাই বোঝাতে চাইছিলাম। কারোর কাজ আমার ভালো নাই লাগতে পারে। যেমন আমার গৌতম হালদারের অভিনয় ভালো লাগে না। তেমনই অর্পিতার কাজ করোর ভালো নাই লাগতে পারে। যেহেতু অর্পিতা ঘোষিত পরিবর্তনপন্থী এবং ততো নামী নন, তাই তার কাজ ""বকলমে"" এটাতেই প্রতিবাদ।
  • dukhe | 122.160.114.85 | ২০ জুন ২০১১ ১৩:১৫479638
  • কিন্তু অন্য থিয়েটারের ফুটবলারদের দলবদল নিয়ে নাটকটার নাম কী ছিল ? কারো মনে পড়ছে ?
  • kallol | 220.226.209.2 | ২০ জুন ২০১১ ১৩:২০479639
  • সম্প্রতি হাওড়া স্টেশনে দারুণ অভিজ্ঞতা হলো।
    আমার এক অসুস্থ আত্মীয়কে নিয়ে কলকাতা এসেছিলাম। আমি চিন্তায় ছিলাম কি করে ওনাকে নিয়ে গোটা প্ল্যাটর্ফম হেঁটে ট্যাক্সি ধরবো। খুব ভালো লাগলো যখন দেখলাম ব্যাঙ্গালুরুর মতো হাওড়াতেও বয়স্ক ও অসুস্থদের জন্য গাড়ি চালু হয়েছে। কিন্তু কিছুতেই ওনার একটা হাতে ধরা ব্যাগও গাড়িতে তুললো না, যতে ওনার ওষুধ ছিলো। বলা হলো মাল নিলে কুলিরা আপত্তি করবে (পড়ুন ঝামেলা করবে)।

  • PT | 203.110.246.230 | ২০ জুন ২০১১ ১৩:৪৭479640
  • অর্পিতাকে আমি রাজনীতি নিয়ে যত কথা বলতে শুনেছি তার এক দশমাংশও নাটক নিয়ে বলতে শুনিনি। আর তাঁর ""অবিস্মরণীয়"" কোন অভিনয়ও আমার চোখ এড়িয়ে গিয়েছে। সেটা হয়ত আমারই দুর্ভাগ্য।

    "অজ্ঞাতবাস"" কারো খাজা লাগতেই পারে। আমি ঐ নাটকটি মধুসূদন মঞ্চে ৭৯৯ জন লোকের সঙ্গে বসে দেখেছি। আর যখন টেলিফোনে বুক করা টিকিট সংগ্রহ করতে গিয়েছিলাম তখনো টিকিটের প্রত্যাশায় লাইনের শেষের মানুষটি গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এই নাটকটি যখনই হয় তখনই নাকি হাউস ফুল থাকে যা কিনা অনেক নাট্যদলেরই ঈর্ষার কারণ হতে পারে। এবং ঐ নাটকটি সম্ভবত: সুমন্ত্রর প্রথম পরিচালনা - তাঁকেও তারানন্দের সাহায্য নিতে হয়নি নাটকটিকে বিখ্যাত করানোর জন্য।

    সুমন্ত্র ভুবন কাঁপানো অভিনেতা নন কিন্তু অজ্ঞাতবাস বা মাধবী নাটকে তিনি মনে রাখার মত অভিনয় করেছেন। তবে তাঁর কপাল ভাল যে মমতার ছায়াসঙ্গী হয়ে অ-নাটকীয় কারণে তাঁকে বিখ্যাত হতে হয়নি।

    RR
    কলকাতায় এলে খবর দেবেন। সানন্দে আপনার সঙ্গে নাটক দেখব।
  • dukhe | 122.160.114.85 | ২০ জুন ২০১১ ১৩:৫৯479641
  • মাধবী দেখে প্রভূত হতাশ হয়েছি । বিশেষ খারাপ লেগেছে দেবশংকরের অভিনয় ।
    সুমন্ত্র কোনজন ছিলেন ?
  • PT | 203.110.246.230 | ২০ জুন ২০১১ ১৪:০১479642
  • বিশ্বামিত্র
  • PT | 203.110.246.230 | ২০ জুন ২০১১ ১৪:১১479643
  • RR
    ""রতন থৈয়াম হু"" আপনি যেভাবে বললেন ব্যাপারটা বোধহয় ঠিক সেরকম ছিলনা। কেউ একজন ঐ নামটি ব্যবহার করে মমতার রেল কমিটির ""নিরপেক্ষতা"" প্রমাণের চেষ্টা করেছিলেন। বাংলায় আর কাউকে মমতা খুঁজে পাননি বলে ""হু""-র (যদিও এই শব্দটি বোধহয় ব্যবহার করিনি) প্রয়োগটি এসেছিল।
  • kallol | 220.226.209.2 | ২০ জুন ২০১১ ১৪:৪১479644
  • তাতে কি প্রমাণ হলো, যে রুদ্রবাবু অজ্ঞাতবাসের ""আসল"" পরিচালক নন। আমি কিন্তু মনে করি ওটা সুমন্ত্ররই পরিচালনা। তার কারন এটা নয় যে সুমন্ত্র পরিবর্তনপন্থী বা পরিবর্তনপন্থী নন।
    অর্পিতার পরিচালনা/অভিনয় কারোর খাজা লাগতেই পারে তা বলে ""বকলমে"" কেন হবে?
  • Mir | 59.90.135.107 | ২০ জুন ২০১১ ১৫:২৩479645
  • দুখে,

    'ফুটবল'
  • PT | 203.110.246.230 | ২০ জুন ২০১১ ১৬:৩৪479647
  • Kallol
    না হল না। কিন্তু আপনি যদি লেখেনও যে সুমন্ত্র নন রুদ্রই আসল পরিচালক তা নিয়ে আমি আপনার সঙ্গে তক্কও করব না। সেটা আপনার মনে হতে পারে/ শোনা কথা হতে পারে অথবা কিছু ঘটনা একসঙ্গে করে আপনার নিজস্ব interpretation হতে পারে।

    কিন্তু সুমন্ত্র যদি ক্রমাগত নাটক নিয়ে কম কথা বলেন আর নর্দমা পরিষ্কার বিষয়ে বেশী কথা বলতে থাকেন এবং এবং ঐ দ্বিতীয় বিষয়ে টিভি চ্যানেলের প্রিয় expert হয়ে ওঠেন তাহলে একদিন মেনে নেব যে আপনার সন্দেহটাই ঠিক ছিল।
  • dukhe | 122.160.114.85 | ২০ জুন ২০১১ ১৬:৪৫479648
  • উঁহু, ফুটবল তো অন্য নাটক । নান্দীকারের ।
    এটা বোধহয় আত্মগোপন । এখন মনে হচ্ছে ।
    আর PT কে - থ্যাঙ্কু ।
  • PT | 203.110.246.230 | ২০ জুন ২০১১ ১৬:৫৪479649
  • পশুখামার যে অর্পিতার সম্পুর্ণ মস্তিষ্ক-প্রসূত নয় তার আংশিক প্রমাণ:
    “I thought I would look after the music and lighting arrangements this time… It’s time my juniors learnt to do it themselves,” smiles Saoli.
    http://www.telegraphindia.com/1060819/asp/calcutta/story_6629441.asp

  • kallol | 220.226.209.2 | ২০ জুন ২০১১ ১৬:৫৫479650
  • আপনার যুক্তিতে আমি একমত নই। এটুকুই বলতে পারি।
  • PT | 203.110.246.230 | ২০ জুন ২০১১ ১৯:০৮479651
  • এই খবরটি দেখুন ভাই এবং দাদারা। কি জানি কি সব ভুলভাল লিখছে। দিদি প:বঙ্গকে কি এইরকম তামিলনাড়ু বানাতে চাইছে? এই লিস্টিতে দেখছি আবার মহারাষ্ট্রকেও ঢুকিয়েছে।

    The percentage (of poor) in Bihar, Madhya Pradesh, Maharashtra, Odisha, Tamil Nadu and Uttar Pradesh is higher than the all- India figure.

    The share of Bihar, Madhya Pradesh, Maharashtra, Odisha and Uttar Pradesh in the total of very poor people rose from 57.5 per cent in 1983 to 66.8 per cent in 1993-94 and to 70.6 per cent in 2004-05.
    http://www.rediff.com/business/slide-show/slide-show-1-why-people-remain-poor-in-india/20110620.htm
  • nyara | 203.83.248.37 | ২০ জুন ২০১১ ২০:২৯479652
  • অ। তো ধরুন কেউ ফিজিক্সের অধ্যাপনার সঙ্গে যুক্ত। কিন্তু গুরুতে এসে খালি ফিজিক্স ছেড়ে রাজনীতির প্যাচাল পাড়েন। তাহলে তাঁর লেখা অ্যাকাডেমিক পেপারগুলো 'বকলমে' লেখা বলা যে পারে। পিটিবাবু?
  • nyara | 203.83.248.37 | ২০ জুন ২০১১ ২২:০৬479653
  • নাটকের পরিচালকের ভূমিকা সম্পর্কেও পিটিবাবুর কাছে থেকে কিছু insight পেলে সমৃদ্ধ হওয়া যেত মনে হচ্ছে। নইলে টেলিগ্রাফের ঐ রিপোর্ট ও 'অর্পিতার মস্তিষ্ক-প্রসূত নয়' এগুলোর অর্থ, এই কনটেক্সটে, বোঝা যাচ্ছে না।
  • nyara | 203.83.248.37 | ২০ জুন ২০১১ ২২:১৮479654
  • বেসিকালি বাংলা নাটকের হাল খুব খারাপ। ৭৯৯ লোকের সঙ্গে দেখলেও অজ্ঞাতবাস খাজা নাটক, না দেখলেও। লক্ষ লোকের লাইন হলেও নান্দিকারের নাটক খাজা। সুমন মুখোপাধ্যায় ছাড়া আর কেউ কুয়োর বাইরে থেকে বেরোতে চাইছেন বলেই মনে হয় না। শুধু বিশ্ব নাটকের নিরিখেই নয়, ভারতের ভাল কাজের স্কেলেও। ২০০৬-০৭ নাগাদ রতন থিয়ামের কাজ দেখেছিলাম - সেই মাপের ও ফর্মের কাজ বাংলায় কোথায়? তিস্তাপার - যা আমার দেখ গেল কুড়ি বছরের সেরা কাজ - সেখানেও পারফরমেন্স নিয়ে সেরকম কাজ হয়নি। যদিও সামগ্রিকভাবে, মূলত: স্ক্রিপ্টের জন্যে, তিস্তাপার রতন থিয়ামের নাটকের থেকে বেটার নাটক। যদিও রতন থিয়ামের কাজটা নটক বলব না পারফরমেন্স (as in Performance Studies) বলব, তা নিয়ে ধন্দ আছে।
  • Du | 117.194.192.200 | ২০ জুন ২০১১ ২২:৩৩479655
  • সল্টলেকে আমার মামাস্বশুরের বাড়ি। পাশেই থাকে এক গোয়েংকা ফ্যামিলি এরা রঙ করা হোক, কিংবা কোন নির্মাণ কোন কিছুতেই কোন সাবধানতা নেয় না । ফলে মামীদের বাড়িতেই সমস্ত নোংরা পড়ে, এই নিয়ে অশান্তি, এসির জল তো সারা বছরই পড়ছে। তো এই সেদিন মাইমা গজগজ করছিলেন তাতে সে বাড়ির মহিলা এবং তার ছেলে মেয়ে সব ওদের বাড়ি চড়াও হয়। মেয়েটি মামীমাকে মারে এবং ছেলেটি কুকুর বাঁধার শেকল দিয়ে মারতে যায়, মামা তাড়াতাড়ি এসে ওকে না আটকালে কি হত ভাবতে পারছি না। তারপর মামারা পুলিশে খবর দেন। পুলিশ আসে এবং আসে পাশের লোকেদের সাক্ষী নেয়। কিন্তু গোয়েংকাদের গিয়ে পুলিশ যখন তাদের কিছু বলতে যায় তখন তারা সোমেন ব্যানার্জীর ফোন পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং পুলিশ চলে যায়। এর পর রাত দশটার পরে সেখানে হাজির হয় তৃণমূল কাউন্সিলর স্বাতী ব্যানার্জী এবং ওনার স্বামী সোমেন ব্যানার্জী(ব্লক কমিটির লোক) উইথ একদল অন্য লোক (অনেকেই মাল খেয়ে)। এরা এসে প্রথমে ঐ বাড়িটিতে গিয়ে কিছু কথাবার্তা বলে তারপর মামাদের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে - বাইরে আসুন কথা আছে। মামী পাড়ায় আগেও ভাবার এক সায়েন্টিস্টের সঙ্গে এদের ব্যবহারের কথা জানতেন তাই উনি ওদের সাথে কথা বলতে চাননি। কিন্তু কাউন্সিলরের স্বামী বলতে থাকেন - আপনারা পুলিশের কাছে গেলেন কেন? আমাদের কাছে এলেন না কেন? পুলিশ কি করবে? ওরা এলেও আমাদের কথায় আসবে আমাদের কথায় যাবে। যা করার আমরাই করবো। আপনারা গোয়েংকাদের ওখানে চলুন মিটমাট করে নিন। আর স্বাতীদেবীর বক্তব্য আমিও মহিলা আপনিও মহিলা , আমাকেই তো বলতে পারেন।
    এইসব 'পরামর্শ' দিয়ে তারপর তারা চলে যান।
  • Arpan | 122.252.231.10 | ২০ জুন ২০১১ ২২:৪৮479656
  • কোন ব্লক এটা?
  • PT | 203.110.246.230 | ২১ জুন ২০১১ ১১:৩১479658
  • nyara
    টেলিগ্রাফের ঐ খবরটি পুরোটা পড়ে দেখুন। যিনি পশুখামারের পরিচালক নন তিনিই নাটক সম্পর্কে যা বলার বলছেন। যেন আসল ""পরিচালক""এর বলার কিছুই নেই - অন্য কেউ পরিচালককের হয়ে সব কিছু বলছেন! কি জানি এখনও আমার আশ্চর্য হওয়ার বয়স গেলনা।

    ফিসিক্সের প্রফেসর লিচ্চয় রাজনীতি নিয়ে বলতে পারেন। কিন্তু টিভি চ্যানেল যদি তাঁকে কখনই ফিসিক্সের আলোচনাতে না ডাকে তখন - সেই আবার আশ্চর্য হতেই হয়!!
  • kallol | 220.226.209.2 | ২১ জুন ২০১১ ১২:০৮479659
  • তথাগত রায়। বিজেপির প:ব: কেউকেটা বলেই পরিচিত। টিভিতেও ঐ কারনেই ডাকে। ভদ্রলোকের বই নাকি সিভিল ইঞ্জিতে পড়ানো হয়। কে যে ওনার বইটা লিখে দিয়েছিলো কে জানে।
    সৌগত রায়। ফিজিক্সের অধ্যাপক ছিলেন, আশুতোষ কলেজে। আমার বন্ধুরা পড়েছে। তখনই যুব কং নেতা, একটু পরে কং নেতা। কে যে ওনার হয়ে ক্লাশ নিতো কে জানে।
    সুজাত ভদ্র। ইতিহাসের অধ্যাপক। লোকে চেনে এপিডিআর বলে। টিভিতে খালি মানবাধিকার/পরিবর্তন নিয়ে বলে। জেনইউএর পিএইচডি যে ওর হয়ে কে করে দিয়েছে, কে জানে।
    অপরাজিতা গোপ্পী। ফ:ব: নেতা। কবিতা লেখেন। হয়তো জীবনানন্দ বা সুভাষ মুখোপধ্যায়ের মত লেখেন না, কিন্তু লেখেন, ভালোই লেখেন। অথচ খালি রাজনীতি করার জন্যই লোকে চেনে। কে যে লিখে দ্যায়, কে জানে।
    সোমনাথ লাহিড়ী। সিপিআইয়ের নেতা ছিলেন। দারুন গল্প লিখতেন। কেউ ওনাকে বাংলা গল্প নিয়ে রেডিয়ো তে ডাকে নি (তখন টিভি ছিলো না)। কে যে গল্পগুলো লিখে দিতো।
  • nyara | 203.110.238.17 | ২১ জুন ২০১১ ১২:৪০479660
  • আর যে কত আইনজীবী টিভিতে এলেন আইনের আলোচনা না করে রাজনীতির আলোচনা করতে - সব বকলেম।

    সোমনাথবাবু বকলমে উকিল; বিকাশ ভট্টাচার্য বকলমে উকিল ...

    পিটিবাবুর কেস - হাকিম নড়ে তো হুকুম নড়ে না।
  • nyara | 203.110.238.17 | ২১ জুন ২০১১ ১২:৪৪479661
  • পিটিবাবুর কাছে খুব আশ্চর্যের ব্যাপার যে পশুখামারের পরিচালক না বলে দলের কর্ণধার এ নিয়ে কথা বলছেন।

    বিমান বসু যখন দলের কর্মসূচীর ব্যাপারে কথা বলতেন আপনি কি আশ্চর্য হতেন? নাকি বেছাটোফাইটিস আশ্চর্যোফিয়া (বেছে বেছে আশ্চর্য হওয়ার রোগ) আছে?
  • PT | 203.110.246.230 | ২১ জুন ২০১১ ১৩:০২479662
  • মনে পড়ছে ""সোজোন বাদিয়ার ঘাট"" নাটকটির শুরুর আগের কথা। কোন চ্যানেল মনে নেই - গোটা নাটকটির পরিচালনা, প্রয়োগ, সঙ্গীত সব কিছু নিয়ে নব্য পরিচালক গৌতম হালদারের লম্বা ইন্টারভিউ-এর কথা। রুদ্রর টিকিটিও দেখেছিলাম বলে মনে করতে পারছি না।
  • PT | 203.110.246.230 | ২১ জুন ২০১১ ১৩:২৯479663
  • তথাগত রায়ের লেখা সিভিলের বইটির নাম কেউ জানাবেন (সিরিয়াস)? অনেক সময় নষ্ট করে শেষে amazon-ও যে বইটি দেখাল তার নাম: A Suppressed Chapter in History: The Exodus of Hindus from East Pakistan and Bangladesh 1947-2006 - Hardcover (Dec. 30, 2007) by Tathagat Roy - এটি বোধহয় সিভিলে পড়ায় না।
  • til | 165.12.252.211 | ২১ জুন ২০১১ ১৩:৩৩479664
  • তথাগত রায়ের নাম শুনেছি, সম্ভবত: ব ই কলেজ।
  • til | 165.12.252.211 | ২১ জুন ২০১১ ১৩:৩৫479665
  • আইনস্টাইনের হয়ে কে বেহালা বাজিয়ে দিত? কে জানে পেছনে টেপ চলতো কিনা!
  • siki | 123.242.248.130 | ২১ জুন ২০১১ ১৩:৩৮479666
  • কল্লোলদার লিস্টে বিনায়ক সেনই বাদ পড়ে গেছেন।
  • siki | 123.242.248.130 | ২১ জুন ২০১১ ১৩:৪১479669
  • উইকি বলছে তথাগত রায়ের লেখা একমাত্র বই: My People, Uprooted: A Saga of the Hindus of Eastern Bengal
  • PT | 203.110.246.230 | ২১ জুন ২০১১ ১৩:৪১479667
  • এইবারে আইনস্টাইনের বিজ্ঞান নিয়ে ইন্টারভিউ আর বেহালা নিয়ে ইন্টারভিউ-এর সংখ্যা তুলনা করে দেখুন। আর নিজেই সিদ্ধান্ত নিন যে সারা পৃথিবীর মানুষ আইনস্টাইনকে কিসের জন্য চেনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন