এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধোনীর পরে কে ক্যাপ্টেন?


    অন্যান্য | ০৪ জানুয়ারি ২০১৩ | ৭৭৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.4.162.218 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৩:২৬579144
  • ক্যাপ্টেন হঠানো তো রোগের অসুখ নয়। বড়জোর হাতুড়ে ট্রিটমেন্ট।
    এই পোনেরো জনকে বসিয়ে দাও, নেক্স্ট পোনেরো কি আছে তৈরী। দেখবে র‌্যান্ডমলি খাবলে-খুবলে বানাবে। বি-টিম মানে কিন্তু কয়েকটা বাচ্চা ছেলে নয়, বি টিমে ইরফান আসতে পারে, এরকম বি-টিম।
  • | 214.130.244.200 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৩:২৬579143
  • কোহলি?
  • | 214.130.244.200 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৩:২৯579146
  • সাউথ আফ্রিকার গ্রেম স্মিথ র মতো করলে হয় না? প্রথম টেস্ট থেকে ই ক্যাপ্টেন। কিন্তু এখন ওরা বেনেফিট পাচ্ছে।
  • lcm | 34.4.162.218 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৩:২৯579145
  • সিবি, হ্যাঁ যৌবনে গৌতম ভট্টাচার্য-র লেখা ভালো লাগত, এখন বড় নাটুকে মনে হয়।

    বোতিন, মিটিং করে উদাহারণ নিয়ে এসো ঃ)
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৩:৩৫579147
  • হ্যা হ্যা, আমি আমার ডেব্যু টেস্ট থেকেই ক্যাপ্টেন হতে রাজি।
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৩:৫১579148
  • বোতিন্দা যে উদাহরণ গুলো দিল, পুরোপুরি ঢপের। এরকম কোনো উদাহরণ হয় না।

    দেদি, কিছু কিছু শারীরিক খেলায় যেমন ফুটবল বা ক্রিকেট, ছেলেরা কিছু ফিসিক্যাল আদভান্তেজ পায়, শারীরিক শক্তি নির্ভর খেলা বলে। মেয়েরা কিন্তু বলে দিব্বি স্যুইং বা স্পিন করাতে পারে, কিন্তু ১৪০ কিমি পার ঘন্টা স্পিডে বল করতে পারে না।
    কিন্তু ভারতীয় মেয়ে ক্রিকেট খেলুড়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি সিরিয়াস এবং ফোকাস্ড। সেটা মিথালি রাজ বা ঝুলন গোস্বামী-র যেকোনো ইন্টারভিউ শুনলেই বোঝা যায়। কিন্তু তাই বলে ছেলেদের ক্রিকেট টিম কে হারানো তাদের পক্ষে মুশকিল। আর তাদের সেটা করতেই বা হবে কেন? তাঁরা নিজেদেরকে প্রমান করেছেন এবং প্রতিনিয়ত করে চলেছেন।

    তেমনি জিমনাস্টিক্সে মেয়েরা বোধ হয় একটু আদভান্তেজ পেয়ে থাকেন। নাদিয়া কোমনিচি-র মতন তো কোনো ছেলেকে দেখিনি।

    এবার সমস্যা তা হচ্ছে, আদ্যিকাল থেকে চলে আসা পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা-র কারণে প্রায় সমস্ত আউটডোর গেমসই ইভল্ভ্ড হয়েছে ছেলেদের কথা ভেবে। পরে মেয়েরা যখন এসে তাতে অংশ গ্রহণ করেছেন, তখন স্বাভাবিক ভাবে ছেলেরা বেশি আদভান্তেজ পেয়ে গ্যাছেন।

    দাবা, ক্যারম এই জাতীয় খেলায় মেয়েরা এবং ছেলেরা একই জায়গায়। ধৈর্য, বুদ্ধি অধ্যাবসায় সবারই সমান।

    দয়া করে কেউ ব্যাটল অফ সেক্সেস এর উদা: দেবেন না। ও গুলো ফার্স ব্যতিত আর কিছুই ছিল না।

    আশা করি কি বলছি বোঝাতে পারলাম। যদি কোনো অস্পষ্টতা থাকে আমি আবারও বোঝাতে চেষ্টা করব।
  • Blank | 69.93.242.79 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৩:৫৯579149
  • কিন্তু মেয়েদের টেনিস দেখলে তো কখনো মনে হয় না যে পাওয়ার জাতিয় সমস্যা হতে পারে
  • নেতাই | 131.241.98.225 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:০৫579151
  • *পোলগার
  • নেতাই | 131.241.98.225 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:০৫579150
  • দাবাতে ছেলেরা মেয়েরা এক জায়গায় কোথায়?
    দাবায় একজন মেয়েরই নাম জানি যে ছেলেদের সাথে কমপিট করতো। জুডিথ পোলগাল। তেমনি গল্ফে অ্যানিকা সোরেনস্ট্যাম। এমনিতে কোন খেলাতেই ছেলে এবং মেয়েদের সম্মুখ সমর হয়্না।
  • de | 190.149.51.68 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:০৯579153
  • কৃশানু, আর লিখবো না ভেবেছিলাম, তাও একটা ব্যাপার বলে যাই আরেকটু ক্ল্যারিফিকেশনের জন্য -- কারণটা তোমার এই দুটো লাইন--

    "কিন্তু তাই বলে ছেলেদের ক্রিকেট টিম কে হারানো তাদের পক্ষে মুশকিল। আর তাদের সেটা করতেই বা হবে কেন? তাঁরা নিজেদেরকে প্রমান করেছেন এবং প্রতিনিয়ত করে চলেছেন।"

    তুমি যদি আমার প্রথম পোস্টটা দেখো, আমি শুধুই এই হেরো টিম নিয়ে মিডিয়া বা স্পনসরের মাতামাতির এগেইন্স্টে বলেছি। কোথাও কি একথা বলেছি যে ধোনির সাথে মিতালী রাজের টীমের খেলা হলে মেয়েরা জিতবে? তাহলে হারানোর প্রশ্ন উঠছে কোথা থেকে? একই ভাবে সিবি পাওয়ারের কথা লিখছে -- ডিফারেন্ট বলগেম বলছে -- আমি কখন ছেলে আর মেয়েদের পাওয়ারের তুলনা করলাম, সেটাইতো বুঝিনি।

    ধোনীর টিম হেরেও যে ফোকাস পায়, মিতালী রাজ শত জিতলেও তার 0.1 % ও পায় না -- এই আমার লেখার প্রতিপাদ্য।
  • de | 190.149.51.68 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:১১579154
  • টেনিসে মিকস্ড ডাবলস বলে একটা "কিছু" আছে -- এটা নেতাইকে লিখলাম!
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:১৭579157
  • মেয়েদের টেনিসে পাওয়ার অনেক কম। ব্ল্যান্কি দা, তুমি সিরিয়াসলি ফলো করলেই বুঝতে পারবে। সার্ভ এর কম্পারেটিভ স্পিড দেখো। জাস্ট একটা উদা:
    In 1998, 203rd ranked male player Karsten Braasch took on Venus Williams and beat her 6–2. He also played Serena Williams and won 6–1 after the Williams sisters, who were 17 and 16 at the time, said they could beat any man ranked 200 or worse. Braasch was 15 years older than Serena and Venus, and had drunk 2 beers and played one round of golf that morning.Braasch said afterwards, "500 and above, no chance" as he claimed he had played like someone ranked 600 in order to keep the game "fun."
    নেতাই, দাবা বা অন্যান্য খেলায় জুনিয়র লেভেলে মেয়েরা একই জায়গায় থাকে। বিভিন্ন সামাজিক সমস্যার কারণে তৃতীয় বিশ্ব ছেড়েও এমন কি প্রথম বিশ্বেও মেয়েরা অনেক কম্প্রমাইজ করে থাকেন। যার ফলে পাঁচ জন প্রতিভাবান মেয়ে দাবারু-র থেকে হয়ত একজন শেষ অবধি চালিয়ে যান, যেটা ছেলেদের ক্ষেত্রে করে থাকেন পাঁচ জনের মধ্যে চার জন। তাই সিনিয়র গেমে ইক্যুয়াল ফুটিং এ আসার প্রবাবিলিটি টাও মেয়েদের ক্ষেত্রে অনেকটা কমে যায়।
  • নেতাই | 131.241.98.225 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:১৭579156
  • ছেলেদের ক্রিকেট মেয়েদের ক্রিকেটের থেকে অনেক বেশী প্রচার পায়। স্পন্সর পায়। অনেক বেশী টাকা ওড়ে। কারন অনেক বেশী দৃষ্টিনন্দন, অনেক বেশী পপুলার। অনেক বেশী লোকে দেখে। কেন? ।

    মেয়েদের ক্রিকেট প্রচার প্রায় পায় না। অনেক বেশী দায়বদ্ধতা দেখানোর পরেও। কারন পপুলারিটি কম। আর কর্তাব্যাক্তিদের অবহেলা তো আছেই। মেয়েদের ক্রিকেট আরো বেশী প্রচারের আলোয় আসা উচিৎ। এটা ওদের প্রাপ্য।
  • নেতাই | 131.241.98.225 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:১৮579158
  • দেদি, মিক্স্ড ডাবলস ছেলে বনাম মেয়ে খেলা তো নয়। মিলেমিশে খেলা। ঃ))
  • de | 190.149.51.68 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:২২579159
  • নেতাই -- তোমার 2.17 নর্ম্যাল রিয়াকশান -- আমি যখন প্রথম পোস্টটা করেছিলাম, এই নর্ম্যাল রিয়াকশনটাই এক্সপেক্ট করেছিলাম সবাই বলবে, যদিও অন্যরকম কিছু কথার জালে জড়ালাম!
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:২৩579160
  • দে দি, 02:09 পি এম - আমারও এক্স্যাক্টলি সেটাই বক্তব্য।
    আমার যে লাইনটা তুমি কোট করেছ, সেগুলো কে আমি দিয়েছি তর্কের পয়েন্ট হিসেবে, নিজেই পরবর্তী কালে সেউলো কাটবার জন্য। বলতে চাইনি যে তুমি ওগুলো বলেছ। সম্বোধনটা করা হয়ত ভুল হয়েছে :-)
  • শ্রী সদা | 132.176.98.243 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:২৫579161
  • বোতিন্দার কমেন্টটা ভালো লাগলো না। লেখার সময় একটু ভেবেচিন্তে লিখলে বোধ হয় ভালো, IMVHO।
    ব্যক্তিগত অভিজ্ঞতায় অ্যাকাডেমিক্স বা ইন্ডাস্ট্রি কোথাও ই দেখিনি যে মেয়েরা পারফর্মেন্সের দিক দিয়ে ছেলেদের থেকে পিছিয়ে। বরং সবসময়েই দেখেছি যে সব কাজ খুব রিপিটেটিভ এবং মাথা ঠান্ডা রেখে করতে হয় সেসব কাজে মেয়েরা অনেক অনেক বেটার পারফর্ম করে। ইলেকট্রনিক্স বা অন্য যে কোনো ডেলিকেট যন্ত্রপাতি অ্যাসেম্বল করার কাজে মেয়েদের সবসময় প্রেফার করা হয় ইন্ডাস্ট্রিতে।
    বেসিক মানসিক গঠনের দিক দিয়ে কিছু পার্থক্য থাকতে পারে, ফর এক্সাম্পল,আমার চেনা ৯৯% মেয়ে হেভী মেটাল শোনে না, বা কম্পুটারে অ্যাকশন গেম খেলতে ভালোবাসে না, টেক-হবিইস্ট ফোরাম গুলোর ৯০% সদস্য পুরুষ, কিন্তু সেটা দিয়ে ভালো-খারাপ বা আরশোলা-পাখি ইত্যাদি তুলনা আনা যায় না।
  • নেতাই | 131.241.98.225 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:২৮579162
  • কৃশানু, ঠিক।
    এই যেমন ছেলেদের ক্রিকেট খেলার জন্য এখন কমকরে ১ লাখ ছেলে বিভিন্ন ক্যাম্পে কোচিং নিচ্ছে। কয়জন মেয়ে কোচিং নিচ্ছে? কুড়িয়ে বাড়িয়ে ৫০০ জন হবে?
    ফিগার গুলো আন্দাজে দিলাম। আসল রেশিও এর চেয়ে খারাপ হতে পারে।

    কিন্তু মেয়েদের মধ্যে যারা খুব ভালো করে উঠে আসে আদের কয়জন কম্প্রোমাইজ করে বসে যায়? মেয়েদের টেনিস ই ধর। একটা নাম মনে পড়ছে কিম ক্লিসটার্স। আরো হয়তো বসে। কিন্তু খুব সিগনিফিক্যান্ট পারসেন্টেজ নয়। তাই দাবার মত খেলায় যেখানে শারিরীক শক্তির ভূমিকা আপাতদৃষ্টিতে গৌন সেখানে বছরের পর বছর মেয়েদের টপ টেনে ঢুকতে না পারার আসল কারন কি?
    আমি সত্যি জানিনা।
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৩৩579165
  • না নেতাই, আমি বলছি প্রবাবিলিটিটা এই কারণে হয়ত কমে যায়।
    এমন হতেই পারে যে জুডিথ পোল্গার এর চেয়ে আরো বেশি প্রতিভাবান কেউ অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেলেন, শেষ অবধি গেলেন না। তাই না?
  • | 214.130.244.200 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৩৩579164
  • দে সিরিয়াসলি খচে গেছে।

    ১। দে র সাথে একমত ছেলে রা ভুলভাল খেলে গেলেও আর মেয়ে রা খুব ভালো খেললেও মেয়ে রা একেবারেই স্পনসর শিপ পায় না। ক্রিকেট ছাড়া অন্য খেলা ও প্রায় এক অবস্থা।

    ২। কৃশানু আমার বক্তব্য টা গুছিয়ে বলে দিয়েছে। আমি বই টা অনেক দিন আগে পড়েছি ঠিক মানে নেই। আবার পড়ে দেখতে হবে।

    ৩। রুমানিয়া র নাদিয়া কোমানিচি র উদাহরন আমি দেব ভাবছিলাম।প্রথম পারফেক্ট টেন। ( কিন্তু "ক্যামনে পেরেছে ব্যাটা জানতে")

    ৪। পোলগার র নিজের ক্লাবে আমি টুর্নামেন্ট খ্লেছি। ওনার সম্পর্কে জানি ও । খেলা খেলে দেখেছি। টানা বেশ কয়েক বার বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের ও সহেলি ধর আছে। আরো মহিলা দাবাড়ু আছে।

    ৫। ব্যাডমিন্টন জাতীয় খেলাতে ও মেয়ে রা মনে হয় খানিক টা সুবিধা পায় বডির ফেল্ক্সিবিলিটির জন্যে। অবশ্য কিছু কিছু এশিয়ান দেশে র ছেলে মেয়ে নির্বিশেষে এই খেলা টে প্রাধান্য লাভ করে থাকে।
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৩৮579166
  • বোতিন্দা, বই পড় আর না পড়, যেগুলো ভাবতে হবে সেগুলো হলো - আমরা মেয়দের খেলার বিচারটা করছি একটা ছেলদের তৈরী করা খোপের মধ্যে। ছেলেদের জন্য তৈরী হওয়া খেলা, ছেলদের জন্য ইভল্ভ্ড হওয়া খেলা, আর সেখানে আমরা বিচার করছি - মেয়েরা কি পারল আমাদের মত? মাপকাঠিটাই এখানে ভুল।
  • | 214.130.244.200 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৩৯579167
  • তাছাড়া মেয়ে রা ক্লাস ও বেশী অ্যাটেন্ড করে । আমি চির কাল ওদের থেকে ক্লাস নোট নিয়েছি
  • নেতাই | 131.241.98.225 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৪৩579168
  • কৃশানু, ঠিক।
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৪৭579169
  • ধুর, বোতিন্দা গোটাতে গিয়ে আরো বেশি ছড়াচ্ছে!
    মেয়েরা ক্লাস বেশি অ্যাটেন্ড করে সেই পুরুষতান্ত্রিক চাপে। একটা মেয়েকে পাড়ার লোক স্কুল ড্রেসে সিনেমা হলে দেখলে কি প্রতিক্রিয়া হবে আর একটা ছেলেকে দেখলে কি হবে এইটা ভাব। মেয়েটার স্কুল যাওয়া সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে।
  • de | 190.149.51.67 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৫০579170
  • কৃশানুর এই কথাটা খুব ভাবালো -- মেয়েদের জন্য তৈরী আর মেয়েদের জন্যই ইভল্ভড হওয়া খেলা কি একদমই নেই? তক্কো নেই -- জাস্ট ভাবছি!

    বোতীনের সাথে সামনাসামনি দেখা হোক একবার -- পাওয়ার কারে কয় দেখাচ্ছি!!
  • | 214.130.244.200 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৫৩579171
  • আরে না রে বাবা । সায়েন্স কলেজে আমরা ১০-১ অবধি ক্লাস করে । তারপরে টিফিন খেতে ক্যান্টিনে যেতাম। আর বেশীর ভাগ দিন ফিরতে পারতাম না। মেয়ে গুলো আর কিছু গাম্বাট টাইপের ছেলে( যারা তাস খেলে না তারা ক্লাস করতো)।

    (আর আশুতোষ কলেজের কথা কিছু না বলাই ভালো!!)

    মেয়ে রা ছেলে দের থেকে ইন জেনের‌্যাল অনেক সিরিয়াস। এক দম সত্যি কথা।
  • harmad | 132.248.183.1 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৫৪579172
  • এই টই টা "ধোনির পর কে ক্যাপ্টেন" থেকে "ছেলে বনাম মেয়েদের ক্রিকেট" এ চলে এল দেখছি।
    অ বোতিন্দা - কিছু বল।
  • | 214.130.244.200 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৫৬579173
  • এই রে!! ঃ((

    "বাঁচাও কে আছো মোরে!!"..
  • j | 230.227.106.153 | ০৪ জানুয়ারি ২০১৩ ১৪:৫৬579175
  • ও ধোনি.... তুই কোথায় গেলি রে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন