এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৪০০১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 202.142.6.253 | ১২ মার্চ ২০০৭ ১৫:৫৯602925
  • দরকারীগুলোতে আছে তো ক্যপশান। সবকটায় নাই দারকার নাই বলে। সেই জার্মান ভদ্দরলোক কি অজ্জিতের চম্মাটাও ভেঙ্গে দিয়ে গ্যাছে নাকি?

    বে থে, আমি সব্বদা শ্যফার ড্রিভ্‌ন্‌ গাড়ীতে চড়ি কিনা। তাই .... :)
  • Arjit | 128.240.233.197, 128.240.229.3 | ১২ মার্চ ২০০৭ ১৬:০৯602927
  • আমি কালকের কমেন্ট আজকে পোস্ট করেছিলুম - কাল কোন ক্যাপশন দেখতে পাই নাই। তবে কল্লোলদাকে চিনেছি (মানে ছবিটা), আগে দেখিনি তাও - ইনট্রো লাগে না, দেখলেই বোঝা যায়:-))

    বে-থে এট্টু বড় হয়েছে, তাই না?
  • appan | 193.134.170.35 | ১২ মার্চ ২০০৭ ১৬:১৫602928
  • ইসে ছবিগুলো কোথায় আছে? ওগুলো কি আমার মতো আনপ্রিভিলেজ্‌ড জনগণ একবার দেখতে পাবে?
  • S | 122.162.85.44 | ১২ মার্চ ২০০৭ ১৭:০৩602929
  • ভাটের / কল্লোলদার গানের ভিডিও তুলছি একে একে। চোখ রাখো। দুয়েকটা দিয়ে দিয়েছি অলরেডি।

    http://www.esnips.com/web/gaaner-asor

    কেবলমাত্র একটা টিউবলাইটের আলোতে তোলা, ছবির বেশিরভাগটাই অন্ধকার, মিডিয়া প্লেয়ারের ব্রাইটনেস বাড়িয়ে দেখতে হবে।
  • B | 59.93.211.139 | ০২ এপ্রিল ২০০৭ ১০:৫৯602930
  • এরকম সময়ে এ ছবিগুলো দেবার একদম ইচ্ছে ছিলো না, তবে যেহেতু এই সেদিন ২৬শে মার্চ পুরো রীলটা ছবি উঠে প্রিণ্ট হোলো, তাই এখন দিতে বাধ্য হলাম।

    http://www.msnusers.com/Sahajatri/shoebox.msnw

    ছবির নামকরণ একেবারেই খাম/বেখেয়ালে করা। অপছন্দ হলে মাফ করবেন।

    গ্রুপ ছবির লোকজনের বর্ণনা এরকম :

    বাঁদিক থেকে দাঁড়ানো :

    ১। শ্রী সুব্রত মুখোপাধ্যায় - kd/কাবলিদা
    ২। দময়ন্তী তালুকদার - d
    ৩। ইন্দ্রনীল ঘোষ দস্তিদার - I
    ৪। সঙ্গীতা ঘোষ দস্তিদার - raatri(যতদূর জানি)
    ৫। মিঠু বন্দোপাধ্যায় - m
    ৬। (কোলে / মাটির অনেক উপরে) উজান বন্দোপাধ্যায় - ঘেঞ্চু
    ৭। সামরান হুদা - anaamikaa/ বর্তমান সংক্ষিপ্তাকার জানি না।
    ৮। বোধিসঙ্কÄ দাশগুপ্ত - b(লণ্ডনের বাপ্পা)
    ৯। সোমনাথ দাশগুপ্ত - omnaath/বর্তমান সংক্ষিপ্তাকার জানা নেই
    ১০। সোমনাথের বান্ধবী - নামটি ভুলে গেছি(সোমনাথ! মাফ!)
    ১১। (পিছনে শুধু মুখ দেখা যাচ্ছে) - ঋজু চট্টোপাধ্যায় - - গোল্লার মধ্যে R
    ১২। রুদ্রনাথ ঘোষ দস্তিদার - B(কোরিয়ার বাপ্পা)(আগের B বা বাবাজি ইনি নন)
    ১৩। বৈজয়ন্ত চক্রবর্তী - r
    এবং
    ১৪। পথে বসা সৈকত বন্দোপাধ্যায় - Ishaan

    ছবি টি তুলেছেন বিক্রম পাকড়াশী - V বা Vikram, যাঁকে অন্য দুটি ছবিতে দেখতে পাবেন।

    ১। মেজাই(Magi) ছবিতে উপবিষ্ট বৈজয়ন্ত চক্রবর্তীর ডানদিকে বোধিসঙ্কÄ দাশগুপ্ত আর বাঁদিকে বিক্রম পাকড়াশী।

    ২। "কাবুলে..." নামের ছোটো গ্রুপ ছবিতে কাবলিদার এক কৌটো জর্দা খেয়ে মুখালু করে, যে ছবিতে ডাক্তারবাবু ব্যোমকেশ স্টাইলে রোদ-চশমা পরে মোবাইলে কোন বার্তা পাঠাচ্ছেন, সঙ্গে তাঁর সত্যবতী স্ত্রী আর এদিকে সোমনাথের সাথে তার সুরসিকা বান্ধবী।

    জয় গুরু (পুং) এবং Increased Face Value/বর্দ্ধিত মুখ মূল্যতে বা অনামি মামী-তে কারা কারা আছেন জানেন আশা করি।
  • kd | 72.229.130.144 | ০২ এপ্রিল ২০০৭ ১২:০২602931
  • Thank you, thank you, বাপ্পা। এই ছবিগুলি অমুল্য। হাজার হাজার মাইলের দূরত্ব কী সুন্দর ভাবে হারিয়ে গ্যালো এই ছবিগুলোর মধ্যে - সবচেয়ে বেশী আনন্দ পেয়েছি এই কয়েক ঘন্টা বয়েসটাকে আদ্দেক করে তোমাদের সকলের সঙ্গে মিশতে, including ভিকি, যে কিনা singlehandedly আমার বয়স তিরিশ বয়স কমিয়ে দিয়েছিলো - এই feelingটা আসতে তোমাদের আরও বেশ কিছু বছর wait করতে হবে। তবে সত্যি বলতে কি, দুটি উজানই, শান্ত ও দুরন্ত দুজনেই, বয়সটাকে যেন আরও চল্লিশ বছর কমিয়ে দিলো - আমার কাছে এইটাই সবচেয়ে বড় পাওয়া। এবার আমার স্বপ্ন, কলকাতার ঊজানের সঙ্গে কুস্তি করা আর শিকাগোর উজানের আসল মুর্তি দেখা (আর তার সঙ্গেও কুস্তি করা) - নিশ্চয়ই হবে কোন না কোন দিন।
  • d | 122.162.105.106 | ২৭ জুন ২০০৭ ১৮:১৭602932
  • দিল্লীভাটের বিরিয়ানি চ্যাপ্টার
    -------------------------

    এইটার প্ল্যান চলছিল সেই ২০০৫ থেকে। বিরিয়ানি হবেই হবে। গুরগাঁওতে হবে -- তাও ঠিক। কিন্তু "কবে'টাই হয়ে দাঁড়িয়েছিল বিরাট প্রশ্ন। তো, দেখা গেল এবারে না করলে আর হয়ত হবেই না। অতএব ঠিক হল ২৩শে জুন দুপুরবেলা। ২১ তারিখে সুমন বলে শনিবারে নাকি তার ভীষণ ইম্পর্টেন্ট একটা ট্রেনিং আছে। প্রথমে ঠিক হল রবিবার। সুলগ্নাকে ফোনালাম। সে বলল রবিবারে তার অসুবিধে, শনিবার রাতে হলে কেমন হয়? কেমন আবার ভালই হয়। অতএব আবার দ্রুত কয়েকটা ফোন এবং অল সেট। সুমন অবশ্য তার হাইকম্যান্ডের সাথে কথা না বলে কিছুই বলতে পারে না, তাই ওর একটু দেরী হল জানাতে। ;-) শমীক একবারেই "হ্যাঁ'।

    শনিবারে সারাদিন ধরে টুকটাক রান্না করা গেল, আর নেট ঘেঁটে করিম্‌স্‌ এর ফোন নাম্বার যোগাড় করে রাখা হল। প্রথমে এল শমীক। ঠিক আগের বাড়ীটার সামনে এসে আর এগোবে কিনা বুঝতে পারছিল না (টিপিক্যাল বে থে সুলভ) তাই ফোনে ফোনে তাকে টেনে আনলাম। ওম্মা সাঁঝ দেখি নেড়ুমুন্ডি হয়ে গেছে! হাতে প্রায় তার নিজের সাইজের কাছাকাছি একটা পুতুল। আমাকে দেখেই কলকলিয়ে অনেক কিছু বলে দিল, রাস্তায় আসতে আসতে যা যা দেখেছে স-অ-ব। নেড়ু হয়ে সাঁঝকে এক্কেবালে আলেকতা পুতুল মনে হচ্ছে। স্বর্নালী একইরকম হাসিখুশী, মিষ্টি।

    এরপরই সুমনের ফোন "তোমার বাড়ীটা যেন ঠিক কোথায়?" ছাদ থেকেই দেখতে পেলাম আস্তে আস্তে এগিয়ে আসছে। জানালাম সেটা। তো ঠিকঠাকই এসে গেল। রেশমী দেখা গেল, কিছুতেই নিজের ওজন বাড়াতে না পেরে চশমার ওজন বাড়িয়েছে। বেশ মোটা কালো ফ্রেমের চশমা। সাম্পান প্রথম দিকটায় একটু যেন অখুশী। আরো কিছুক্ষণ গেল। সুলগ্নাকে ফোন করতে যাচ্ছি, সুমন বলে "ফোন করে দেখো, ঠিক তোমার বাড়ীর নীচেই দাঁড়িয়ে আছে'। ওম্মা সত্যি দেখি তাই।

    এরপরে তো পুরো চাঁদের হাট। সুমেধা আর সাম্পানে দারুণ জমে গেছে। সাঁঝ মাঝেমধ্যে, ওকে ঠিক পাত্তা না দেবার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ৩ টে বাচ্চাই অনবরত দৌড়াচ্ছে। সুমন্ত, শমীক, সুমন, স্বর্নালী, সুলগ্না, আমি রেশমী কে যে কার সাথে কথা বলছে আর কে কার কথার উত্তর দিচ্ছে, তার কোনই ঠিক ঠিকানা নেই। উত্তাল ভাট যারে কয় আর কি। এর মধ্যেই সুমন শমীকের ঐ অন্ধকারমার্কা ডার্ক অ্যাশ কালারের তসরের শার্ট, এই গরমে গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে বলে প্রবল আপত্তি জানাল।

    এবারে বিরিয়ানির অর্ডার দিতে হয়। এখন অর্ডার দিয়ে আধ ঘন্টা পরে আমি আর শমীক গিয়ে তুলে আনবো -- এমনই প্ল্যান। করিমসে ফোন করে দেখা গেল সেই নাম্বার নাকি এগসিস্ট করে না। কি কেলো!!!
  • Blank | 65.82.130.9 | ২৭ জুন ২০০৭ ২০:২৭602933
  • হবেই, হবেই। করিমস এর সাথে আমার একটা ইসে আছে যে। আমি না খেলে এমন হবেই :)
  • d | 122.162.105.106 | ২৭ জুন ২০০৭ ২০:৪১602934
  • এইবারে সুমনের ক্ষমতা দেখা গেল। ও নেটে প্রাপ্ত নাম্বারটা দেখল, তারপর কিসব বিড়বিড় করতে লাগল আর কর গুনতে লাগল। তারপর ডেখি ফোন করে বলছে "হ্যালো করিমস? আপলোঁগ বিরিয়ানি বানাতা হ্যায়?' তারপর তাড়াতাড়ি ছাদে, থুড়ি টেরাসে (শমীক শিখিয়েছে ছাদ বলতে নেই) চলে গেল। কেউ ৪-৫ বছর দিল্লীতে থেকেও যে এমন জিন্দী বলতে পারে সেটা ফরিদাকে না দেখলে বুঝবেন না পাঠক। যাই হোক, জানা গেল তাহারা হোম ডেলিভারী করিয়া থাকে। অত:পর অর্ডার ও ঠিকানা প্রদান। সুমন মোটামুটি টেরাসেই থেকে গেল বিরিয়ানি না আসা পর্যন্ত। ওর একটা আশঙ্কা ছিল যে নীচের দুটো তলার থেকে কেউ করিমসের নাম শুনে জিনিষগুলো নিয়ে ফেলতে পারে। তাই একা আমার ওপরে ভরসা না করে ও-ও সঙ্গে সঙ্গে নীচে এলো।

    কি এক অদ্ভুত কারণে আমার বাড়ীতে যারাই আসে, তারা কেউ ৩ তলার বেলটা বাজায় না। সব্বাই ১তলার বেলটা বাজায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নি। আর তাই শুনে বাড়ীওয়ালার গ্রেট ডেন টাইসন বেরিয়ে এসেছিল, যে সুমনকে দেখে প্রচন্ড রেগে যায়। যাহোক সেসব সামলেসুমলে ৪ প্যাকেট বিরিয়ানি নিরাপদেই ওপরে পৌঁছায়।

    বলেছি কি, সুমনের সেদিনের "ভীষণ ইম্পর্টেন্ট' ট্রেনিংটা ছিল পাওয়ারপয়েন্টের ট্রেনিং!!
  • d | 122.162.104.228 | ২৮ জুন ২০০৭ ১১:৩৬602936
  • আচ্ছা এইটা পড়ে রেশমী একটা সংশোধনী পাঠিয়েছে। সুমন-ফরিদার দিল্লী বাসের মেয়াদ নাকি প্রায় ৯ বছর হতে চলেছে। পাঠক আপনি সুযোগ পেলেই অতি অবশ্যই ওকে ফোনে হিন্দী বলতে শুনে নেবেন।

    (বাকীটা আজ কালের মধ্যে শেষ করে দেবো)
  • S | 61.95.167.91 | ২৮ জুন ২০০৭ ১১:৪৪602938
  • সুমন জাস্ট কাক্কেশ্বর কুচকুচের ভঙ্গিতে ত্রৈরাশিক আর ভগ্নাংশের মধ্যে একটা জটিল ব্যাস্তানুপাতিক হিসেব করে ফোন্নংটা বের করল। আমরা টোটাল হুব্বা।

    তবে সুমনের ঐ 'আপলোগ বিরিয়ানি বানাতা হ্যায়'টা আল্টি ছিল।
  • Blank | 74.130.201.170 | ২৮ জুন ২০০৭ ১১:৪৪602937
  • করিম্‌স থেকে কি শুধু বিরিয়ানি এলো? এই ব্যপার টা বিস্তারিত জানতে চাই।
  • d | 122.162.105.91 | ০৩ জুলাই ২০০৭ ০৮:১৪602939
  • হ্যাঁ যা বলছিলাম। দুটো মাটন আর দুটো চিকেন বিরিয়ানি এসেছে। এবারে আমার কাছে ৪ খানা আলাদা করে ঢালার মত পাত্র নেই, দুইখান আছে। তো, বে থে আর স্বর্নালী গেল কোনটা কি দেখতে। দুইজনে ৩ খান প্যাকেট খুলেটুলে প্রচুর শুঁকেটুকে দুটো প্যাকেটকে চিকেন বিরিয়ানির বলে আইডেন্টিফাই করে দিল। অমি হড়াস করে তাদের ঢেলে দিলাম। প্রথম রেশমী চিকেনের পীস সহ বিরিয়ানি নিয়ে গেল সাম্পানের জন্য। পেছনেই সুলগ্না, সে দেখে তার জন্য অপেক্ষায় রয়েছে মাটনের পীস।
    অর্থাৎ বে থের বিশেষজ্ঞের মতামতের ফলে চিকেনে মাটনে এক বাটিতে হল লীন। তা ---- সবই তো বিরিয়ানি --- ঐ একই হল আর কি।

    দেখলাম সাঁঝ কক্ষণো "বে থে' হবে না। দিব্বি গলার জোরে মনোযোগ আকর্ষণ করে নেয়। সাঁঝকে গান গাইতে বলা হল। সে হাতে একটা খালি জলের বোতল মাইকের মত করে ধরে যখন প্রস্তুত, সুমেধা কি ভেবে "প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই ...' গেয়ে আপনমনে নাচতে শুরু করল। সাঁঝ কিছুক্ষণ মন দিয়ে দেখল। তারপর যেই দেখল ওকে গান গাইতে বলে গাইতে দেওয়া হচ্ছে না ---- সজোরে প্রতিবাদ জানাল। সে প্রতিবাদের এমনই জোর, যে সুমেধা চুপচাপ গিয়ে বসে পড়ল দর্শকের আসনে। ইতিমধ্যে সাম্পান আমাদের বিস্তারিত জানিয়েছে কার্টুন চ্যানেলে ক'টার সময় কোন অনুষ্ঠান হয়।

    তো, এইসব করে বড্ড তাড়াতাড়ি সময় ফুরিয়ে গেল।

    কল্লোলদাগো-ও-ও, আপনাকে আমরা খুব মিস করেছি। আরো কত গান হতে পারত।

    আগ্রহীদের জন্য মেনু দেওয়া হল:
    ১। ভাত
    ২। আমডাল
    ৩। ছানার ডালনা (কেউ খায় নি)
    ৪। মাটন/চিকেন বিরিয়ানি
    ৫। মাখন, গোলমরিচ, ধনেপাতা দিয়ে চিকেন
    ৬। আমএর চাটনি
    ৭। ভাপা দই
  • Blank | 74.130.207.245 | ০৩ জুলাই ২০০৭ ০৮:১৫602940
  • :( :(
  • Tim | 71.67.115.14 | ০৩ জুলাই ২০০৭ ০৯:২৯602941
  • দ্রাক্ষাফল অতিশয় খাট্টা। :(
  • I | 172.216.0.185 | ০৪ জুলাই ২০০৭ ০০:১১602943
  • আমি তাইলে একটু ফুট কাটি। নতুনদের সুবিধার্থে(হাওড়া মজলিশের কেউ আশা করি রাগ করবেন না):
    ১। প্রথম ছবি(বাঁ থেকে ডানে-এই অর্ডারই ফলোড হবে, বারবার রিপিট করতে পারব না)-
    প্রগতিদি(নীল সালোয়ার)
    ওমনাথ(সাদা জামা)
    আগুন(চেক শার্ট)
    ইন্দো(ক্রিম টি-শার্ট)
    সুমেরু(হাফ প্যান্ট)
    সামরানদি(সাদা সালোয়ার)
    ২। ছবি দুই-
    রাত্রি(একেবারে বাঁদিকে, নীল ওড়না)
    সামরানদির কন্যা (ডাকনামটা, এ:, এক্কেবারে মনে পড়ছে না, ওর ভালো নাম ফতেমা)-নীল টপ, নীল টি শার্ট।
    মিতাদি(সাদা শাড়ি, মুখে মাতৃভাব)
    ঋজুলা(মিতাদির গায়ে হেলান দিয়ে, হেসে গড়িয়ে পড়ছে)।
  • I | 172.216.0.185 | ০৪ জুলাই ২০০৭ ০০:১৮602944
  • তিন নং ছবিতে চোখে চশমা-প্রগতিদির "উনি'।
    ব্যাস! সব্বার পরিচয় দেওয়া হয়ে গেল।
    শুধু বাপ্পাদার(রুদ্রনাথ ঘোষ দস্তিদার) ছবি নেই; বাপ্পাদা আসার আগেই বোধ হয় প্রগতিদিরা চলে গেছিল।

    এটা আমাদের হাওড়া মজলিশের ছবি। সামরানদির বাড়িতে সেই যে নেমন্ত খেলাম না, হাঁসফাঁস কত্তে কত্তে, কব্জি ডুবিয়ে?
  • Paramita | 143.127.3.10 | ০৪ জুলাই ২০০৭ ০০:১৯602945
  • এ হে হে ডাক্তার নীল আর সবুজের তফাত জানে না - তাও আবার বৌ-এর ওড়নার রঙে। এ অপরাধ অমার্জনীয়।
  • I | 172.216.0.185 | ০৪ জুলাই ২০০৭ ০০:২৮602947
  • নীলচে সবুজ হলে চলবে? মাঝামাঝি রফা ?
  • Paramita | 143.127.3.10 | ০৪ জুলাই ২০০৭ ০০:৩৫602948
  • বর্ণপরীক্ষায় সাপ্লি খেলে অতো সহজে পাশ করা যায় না। এই পাতায় যাও :

    http://www.webmonkey.com/reference/color_codes/

    তারপর ম্যাচ করে বলো দিকি বৌ-এর ওড়নার রঙ কোনটে ছিলো। আমি এট্টু শাকপাতা লাঞ্চ করে আসি।
  • tan | 131.95.121.132 | ০৪ জুলাই ২০০৭ ০০:৫৩602949
  • বড়াই,
    সেই আগুন আর ঋজুলা আর আসে না? এসব ছবি কতদিন আগের?
  • . | 59.93.246.206 | ০৪ জুলাই ২০০৭ ০১:১২602950
  • স্থূল বা সূক্ষ্ম, রঙের তারতম্য বোঝা আজকাল খুব কঠিন। :-))

    কিন্তু কামিজকে সালোয়ার বলে জানাটা নতুন। :-((

    নাকি এযাবৎ উল্টো জানতুম?? :-I

    ইন্দ্র বলতে পারবে।
  • dri | 129.46.154.111 | ০৪ জুলাই ২০০৭ ০১:২৯602951
  • সব ছেলেরাই নাকি কালার ব্লাইন্ড। এ'কথাটা আমি প্রায়ই শুনি।
  • i | 202.128.112.253 | ০৪ জুলাই ২০০৭ ০৩:৪৩602952
  • বড়াই,
    সামরানের মেয়ে মিষ্টি। মিষ্টি।
  • I | 172.188.106.221 | ০৪ জুলাই ২০০৭ ০৩:৫২602953
  • হ্যা হ্যা , মিষ্টি। মিষ্টি মেয়ে মিষ্টি। কি করে ভুলে গেলাম?

    বেশী তেতো কফি খেলে এই হয়। আর তেতো বই পড়লে।
  • A | 76.213.173.98 | ০৪ জুলাই ২০০৭ ১১:২১602954
  • ওমনাথের এক খান goatee ছিল না?... সেই যে খুড়ো'র দেওয়া লিংকে দেখেছিনু?
  • Arpan | 193.134.170.35 | ০৪ জুলাই ২০০৭ ১৪:৩৬602955
  • কি আশ্চর্য! ছেলেরা কালার ব্লাইন্ড একথা আমিও প্রায়ই শুনে থাকি!!

    বা: আগুনকে বেশ আগরকর আগরকর দেখতে। পুরো কার্বন কপি।

    আর ইন্দো সালওয়ার আর কামিজের তফাৎ জানে না। :-))
  • Abhyu | 97.81.75.25 | ০৪ জুলাই ২০০৭ ২২:০৭602958
  • কোনটা কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন