এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশে news paper এর ভুমিকা কি হওয়া উচিত?

    Mmu
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০০৯ | ১৭২১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 204.138.240.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৯427198
  • পিটি, অন্য কাগজেও ছাপিয়েছে তো!

    http://www.anandabazar.com/2desh10a.htm
  • PT | 203.110.243.21 | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৩427199
  • আবাপ-কে সবুজ সেলাম। নিজের পিঠ বাঁচাই তবু। আমি কিন্তু asses আর assist বিতর্কের খবরটা প্রসঙ্গে বলেছিলাম যেটা সরাসরি মমতাকে জড়িয়ে। আবাপ খবরটা ছাপিয়েছে। http://www.anandabazar.com/2raj2.htm কিন্তু মজাটা দেখুন-issue-টাকে বিমান-ইয়েচুরির ""বক্তব্য"" বলে ছাপান হয়েছে!! অথচ আমি TV-তে দেখেছি বলে জানি যে চিদাম্বরম assist বলেছেন এবং মমতা asses বলেছেন। এই ক্লিপিংসের ধারে কাছেও বিমান বা ইয়েচুরি ছিলেন না। পরে তাঁরা কিছু বলে থাকতেও পারেন।অর্থাৎ ইহা মিথ্যা নহে-অপসত্য বা অর্ধসত্য।
  • PT | 203.110.243.21 | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৭427200
  • দু:খিত, দু:খিত। এমপি প্রসঙ্গে বলেছি। আবাপকে হাজার হাজার সেলাম।
  • Mmu | 78.236.153.102 | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৮427201
  • PT আপ্নার সাথে একদিন জমিএ আড্ডা হোবে।
  • pinaki | 131.151.102.250 | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৫:৫১427202
  • কি আশ্চর্য! আমরা বাদ??!!
  • PT | 203.110.243.21 | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৮:২৩427203
  • ম্মু-কোথায় পাব আপনাকে?
  • Samik | 122.162.75.204 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১০:১৯427204
  • দ্যাখলাম। শুধু দ্যাখলাম।

    ম্মু আমারে ডাইক দিলো না। মঅন ত'রে কেবাআ পার করে ...
  • Arijit | 61.95.144.122 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১০:২৬427205
  • একটা ব্যাপার দেখলুম - প্রো-সিপিএম কাগজ ছাড়া আর কোনো বাংলা কাগজ সুলতান আহমেদের ব্যাপারটা নিয়ে খুব হইচই করেনি - মানে দিতে হয় দিয়েছে, না দিলে লোকে চোখের চামড়া নিয়ে কোশ্চেন করবে, তাই আর কি।

    মাইরি উনি (সুলতান আহমেদ) কি সরল। আমার সেই এক সরল ভদ্রলোকের প্রথমবার হোটেলে থাকার গপ্প মনে পড়ে গেলো;-) মুকুল রায়ও খুব সরল - তিনদিন হলদিয়া যেতে গাড়ি ভাড়া তিন লাখ অষ্টাশি হাজার টাকা।
  • Samik | 122.162.75.204 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১০:২৯427206
  • সুমং প্রথম এসে ব্যাপারগুলো দেখে একেবারে ঘেবড়ে গিয়ে চিক্কুর ছেড়ে দিয়েছিল বোধ হয়। এখন কন্ডিশনিং হয়ে গ্যাসে। :-)
  • Arijit | 61.95.144.122 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১০:৩৩427208
  • কে জানে। তবে এরা এক্কেরে "খাবো খাবো খাবো বলে মাআআআআআআআ (নাকি দিদি হবে) হাড় মাংস চিবিয়ে খাবো' বলে নেমে পড়েছে - এগুলো এদ্দিন অন্য রাজ্যগুলোর স্পেশ্যালিটি ছিলো। এতদিনেও বাসুদেব আচারিয়া, সোমনাথ চাটুজ্জেদের দিকে এরকম আঙুল কেউ তুলতে পারেনি।
  • Samik | 122.162.75.204 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:১২427209
  • ইয়ে, ওঁয়ারা না চাইতেই অনেক কিছু পেয়েছেন কিনা অনেকদিন ধরে, তাই ওঁয়াদের তেমং লুটেপুটে খাবার দরকার পড়ে নি। এঁয়ারা কোনোদিং খেতে পান্না, এখন মওকা এসেচে, একটু তো খাবেনই। সেটা আমাদের মত অনভ্যস্ত লোকেদের চোখে "অনেকটা' মনে হতে পারে, তো কী আর করা!

    বাসুদেব সোমনাথের দলের নিচের তলার ন্যাতানেতিরা, যাঁরা ইন্ডিয়া গেটের কাছে কোনোদিন ল্যুটিয়েনের বাংলো পান নি, লালবাতি হুটার পান নি, তাঁরা কি আর মুকুল রায়ের মতো খান নি? সুলতান আহমেদের মত লোটেন নি? দিব্যি লুটেছেন। ওঁয়াদের থেকে অনেক অনেক বেশি লুটেছেন। বত্রিশ বছরের কিউমিউলেটিভ হিসেবটা যোগ কল্লে পরিমাণটা নেহাৎ কম তো দাঁড়ায় না!

    বীরভোগ্যা বসুন্ধরা, যে যেমন মওকা পায় ভোগ করে নেয়।
  • Arijit | 61.95.144.122 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:১৭427210
  • উত্তরটা আমার জানা ছিলো। তবে কিনা সেই হিসেবটাও কেউ দিতে পারেনি। পাড়ার নেতার চারতলা বাড়ি বা প্রোমোটারি ধরছি না - সেখানে হয়তো হরেদরে এক। যারা মুখ, তাদের কথা ধরছি শুধু।
  • Samik | 122.162.75.204 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:২৪427211
  • মুখ-রা যখন মুখ ছিল না, তখন আমার জন্ম হয় নি, বা খুব ছোটো ছিলাম।

    বয়োজ্যেষ্ঠরা বলতে পারবেন।
  • Sibu | 71.106.234.63 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৩৪427212
  • তিনোমূলেরা খুব খাচ্ছে? আহা, খাক। গায়ে একটু জোর করুক। নইলে এর পরে প্যাঁদাপেদি করবে কি করে?
  • lcm | 69.236.185.61 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৩৯427213
  • দ্যাখো কান্ড। অরিজিৎ জানতে চাইছে, এক রেস্টোরেন্টের ফেভারিট আইটেম অন্য রেঁস্তোরা বিক্রি করে কি না।
    পোতিদিন বা বত্তোমানের খাবার যদি আজকাল বিক্রি করে, তাইলে আজকালের বাঁধা খদ্দেররা চটে যাবে। বা, আজকাল-এর মুচমুচে খাবার পোতিদিন বিক্রি করলে, পাঠকরা ক্ষেপে আগুন হয়ে যাবে। ও রকম হয় নাকি। সব কোম্পানীর নিজেদের বাঁধাধরা খরিদ্দার বেস আছে। এর মধ্যে, গাছ-তলা-ধর্ম-জিরাফ-রণ-বন-জঙ্গল সর্বত্র অবাধ গতি যার - তিনি হলেন সেই বাজার - আনন্দবাজার। যখন যে মূর্তি ধরা দরকার তখনই অনায়াসে সেই অবতারে অবতীর্ন হন ওনারা।
  • Sibu | 71.106.234.63 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৪২427214
  • ছোট থাকা খুব ভাল। খুব সহজে জানি না বলা যায়।
  • Rajdeep | 125.22.62.70 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৪৪427216
  • .... তাহলে সোমনাথ বা আচারিয়া কবে কোথায় কি খেয়েছেন প্রমাণ না থাকলেও বাই ডিফল্ট ধরে নিতে হবে সিপিএম বলে বা ৩২ বছর বলে বা এমনি এমনি খেয়েছেন হয় তো

    http://ibnlive.in.com/news/austerity-sham-mp-stays-in-5star-for-6-months/106277-37.html
    আর একটা ব্যাপার নজরে এল এই দুষ্টুমিষ্টি সুলতান বলেছেন নেত্রীর নির্দেশমত টাকাটা নিজের পকেট থেকে এবার দেবেন - মানে ৩৭ লাখ টাকা তুরন্ত দেওয়ার মত রেস্ত আছে , তাতে অবশ্য আজকাল কিছু এসে যায় না .. যাষ্ট ফর ইনফো
  • Sibu | 71.106.234.63 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৪৪427215
  • ল্যাদোষ রণ-বন-জল-জঙ্গল থেকে জল বাদ দিল কেন? জলে নিউজপ্রিন্ট গলে যায় বলে?
  • lcm | 69.236.185.61 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৪৭427217
  • কিন্তু, ব্ল্যাংক-এর পয়েন্টটা সিরিয়াস। নিউজপেপার-এর ভূমিকার লিস্টে হাগজ হিসেবে ব্যবহারটা মিস করে গেছি। কিন্তু, পোতিদিন হাগজ হিসেবে ব্যবহার করা যাবে না। মুশকিল তো! সত্যি, আজকালকার কাগজগুলোর গুণমান-এর এই অবস্থা।
  • lcm | 69.236.185.61 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৪৯427219
  • ওহো! জল আছে বুঝি। তবে মিস করে ভালই করেছি। জল থাকলে আর হাগজ-এর দরকার কি
  • Sibu | 71.106.234.63 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৫০427220
  • পোতিদিন হাগজ হিসেবে ব্যবহার করা যাবে না কেন? পাছুতে খবর ছাপা হয়ে যাবে?
  • Rajdeep | 125.22.62.70 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৫৭427221
  • "আমরা ২৩৫ , ওরা ৩৫ " এর ঔদ্ধত্য নিয়ে অনেক ঘাটের জল গড়াল

    কিন্তু বাংলা কাগজে মতান্তরে হাগজে এমনকি আজকালেও (প্রনবপন্থী কিনা !!) "২৭২ নিয়ে আয় তারপরে কথা বলবি" নিয়ে কোন মৃদু সমালোচনাও নেই

    http://www.indianexpress.com/news/Brinda-Karat-makes-Pranab-see-red/548798
  • Sibu | 71.106.234.63 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১২:০৬427222
  • অ্যাঁ, হ্যাঁ। ২৭২ তো প্রভু বলেছেন। প্রভুর আবার ঔদ্ধত্য কি?
  • Blank | 170.153.65.102 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১২:০৭427223
  • সিপিয়েম বল্লে ঔদ্ধত্য। বাকিরা বল্লে স্ট্যাটিসটিকস
  • lcm | 69.236.185.61 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১২:২২427224
  • কিন্তু লিটল ম্যাগাজিন হলে রিভার্স-ঔদ্ধত্য। লিটলপনা-য় ভরপুর। "আমরা ২৫ তোরা ৫০০' - বলে কলার তুলে....
  • PT | 203.110.243.21 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১২:৫৪427225
  • @ Samik
    আপনি যদি কিছু প্রমাণপত্র পেশ করেন তাহলে যথাযত হয়। টার সঙ্গে এটারও একটু ব্যাখ্যা দেবেন যে ক্ষমতায় না আসতেই সুলতান সাহেব কি করে ৩৭ লাখ টাকা পকেট থেকে বার করে দিছেন। আদৌ দিছেন নাকি দিনকতক বাদে সবাই ভুলে যাবে সেই ভরসায় আছেন?
  • Samik | 219.64.11.35 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৪:২৪427226
  • পিটিদাদা, আমি ইংরেজিতে কাঁচা, তাই ইংরেজি কোনো সাইটই ঘাঁটাঘাঁটি করি না। প্রমাণ টমাণ আমি দিতে পারব না। আমি গবেষক নই। তেনাদের সময়কালে মিডিয়া কতটা জাগ্রত ছিল, কতটা নিদ্রিত ছিল, আর্কাইভিংয়ের কোনও নিরপেক্ষ সোর্স ছিল কিনা, কিসুই জানা নেই। তাও যদি খোঁজ করে পাঁচশো টাকার ঘাপলাবাজি খুঁজে বের করি তো আপনে মুখে কাপড় চাপা দিয়ে হাসবেন। কিন্তু সেই সত্তর সালে পাঁচশো টাকার কী দর ছিল, সেটা আজকের সাঁইত্রিশ লাখের থেকে কত কম সেটা বিচার হয় তো করবেন না। ওভাবে বিচার হয় না।

    সেরং কথা যদি বলেন তো সীতারাম ইয়েচুরির কথা বলি। কেতার মধ্যে আছে দিল্লির পশ এলাকা বসন্ত কুঞ্জে একখানি ফ্ল্যাট। নামে বেনামে আর কী কী আছে আমি জানি না। কেউ কোনোদিন ওঁর নামে ঘুষ নেবার কথা শোনে নি। তো তাতে করে কি সীতারামবাবু খুব ভদ্রলোক হয়ে গেলেন? কেবল টাকাপয়সা তছরূপ যাঁরা করেন তাঁদের জন্য ঘুষখোর, চোর ইত্যাদি বিশেষণ প্রয়োগ করা যায়। কিন্তু এই এনারা, এই বামপন্থী বাবু-বিবিরা, এঁয়ারা টাকাপয়সা ঘুষঘাষ নেন না (যদিও বিজনেস ক্লাসে লংডং যাবার পয়সার অভাব কখনো এঁদের হয় না), তাই এঁদের খিস্তি মারার জন্য কোনও বিশেষণই সহজে মেলে না।

    সোমনাথ চট্টোপাধ্যায়কে এসবের থেকে বাইরে রাখতে চাইছি কারণ আমি ওঁকে সেই ধরণের বামপন্থী মনে করি না।

    ফুটনোট : আমি বোধ হয় একটু ঘেঁটে লিখলাম। আমি নিজেও বামপন্থী মতবাদে বিশ্বাসী। কিন্তু আমি সিপিয়েমের ওপর হাড়চটা। সিপিয়েম বামপন্থার রাস্তা থেকে বিচ্যুত হয়েছে বহুদিন আগে।
  • Blank | 170.153.65.102 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৪:২৬427227
  • ফুটনোট টা দেওয়ার কি দর্কার ছিলো !!
  • Arijit | 61.95.144.122 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৪:৪২427228
  • ফিক;-)
  • Samik | 219.64.11.35 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৮427230
  • খ্যা খ্যা :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন