এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২২৩৯৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.12.172.75 | ৩১ জুলাই ২০১৩ ০৯:০০525719
  • এতদ্ব্যতীত কি শিল্পরোগে মারা যাওয়ার কথা হচ্ছিল ? ঃ)
  • এক বামপন্থী | 103.115.84.195 | ৩১ জুলাই ২০১৩ ০৯:০০525720
  • ক্কঃ -হ্যাঁ আমি সিপিএম সমর্থক। অবিভক্ত কম্যুনিষ্ট পার্টির সময় থেকেই আমি বামপন্থার সমর্থক। বহু ভুলত্রুটি, বহু আশাভঙ্গ সত্ত্বেও আজও আমি সিপিএম সমর্থক। আর আপনি?

    ঈশাণবাবু, আপনার সবকটি পোষ্টই মন দিয়ে পড়লাম। প্রায় সবকটির সাথেই একমত, কিন্তু কী জানেন, সবকটিই কেমন মায়ের কাছে মাসির গল্পের মতো শোনাল। যেকোন বামপন্থী সরকারই চাইবে স্বাস্থ্যখাতে উন্নতি, গ্রামীণ পরিকাঠামোর উন্নতি, বস্তিএলাকার গরীব লোকগুলোর ন্যূনতম উন্নয়ন। আর শিল্পায়ন ও জীবনের মানোন্নয়ন সমার্থক, একথা আমি একবারও বলিনি। আমি বারবার বলতে চেয়েছি এগুলো একে অপরের পরিপূরক, প্রতিদ্বন্দী নয়। আপনি বলতেই পারেন স্বাস্থ্যখাতে বামফ্রন্টের কাজ আশানুরূপ হয়নি, জরুরি ইনফ্রাস্ট্রাকচার বানানোতে খামতি ছিল ইত্যাদি। একশোবার মানবো সেকথা। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, এগুলো করার সাথে ভারী শিল্প গড়ার উদ্যোগ নেওয়ার কী সম্পর্ক। একটা করলে কি আরেকটা করা যায় না?

    আরেকটা কথা বলি, ওয়েবসাইটে সমাধান বের করা ভীষণ সহজ। একটা সরকার কিন্তু চলে বাস্তবের জমির ওপর দাড়িয়ে। লক্ষ লক্ষ বেকার যুবকযুবতী য্খন চাকরি চাইতে থাকে, তাদের কিন্তু সরকার বলতে পারেনা, ভাই তোমরা সব সেল্ফ-হেল্প আর সেল্ফ-সাপোর্ট গ্রুপ খোল, সরকার তোমাদের পেছনে আছে। তখন কিন্তু তাদের জন্য ভারী শিল্পই লাগে, নাহলে লার্জস্কেলে চাকরী দেওয়া যায় না।

    আপনি দেখলাম দক্ষিণের স্বাস্থ্যব্যবস্থার উদাহরণ দিয়েছ্ন। সেখানে ওরা জোর দিয়েছে, একথাও বলেছেন। আমার প্রশ্ন হলো, এই জোর দিতে গিয়ে কি ওরা শিল্পস্থাপনা এড়িয়ে গেছে? দক্ষিণে স্বাস্থ্যব্যব্স্থা যেমন ভালো, ওখানে কারখানাও তো তেমনি প্রচুর! এমনটিও হয়নি, যে আগে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হয়েছে, তারপর শিল্প গড়া হয়েছে! যতদূর জানি, এই দুটি তো সমান্তরালেই এগিয়েছে! আসলে শিল্প আর অন্যান্য সামাজিক উন্নয়নের এইযে আপাতঃ বিরোধ, এটা কি সিঙ্গুর প্রকল্প গায়ের জোরে আট্কানো সমর্থন করতে গিয়েই বানাতে হচ্ছে?
  • Ishan | 60.82.180.165 | ৩১ জুলাই ২০১৩ ০৯:০২525722
  • বামপন্থী, কালকে উত্তর দেব। আজকে আর পারছিনা। কিছু মনে করবেন না।
  • dd | 132.167.3.31 | ৩১ জুলাই ২০১৩ ০৯:০৪525723
  • সত্য যুগে ইন্ডাস্ট্রী ছিলো না। লোকে দশটা পাঁচটা বে' করতো। অ্যাট লিস্ট নশো বছোর বাঁচতো। সেসটায় শাপে বা পরিতাপে মরে যেতো। অসুখ বিসুখ হোতো না।

    তবে হরিণ আর মোষেরা বেশীদিন টিঁকতো না। তাদেরকে খে' ফেলা হতো।

    এদানী ইন্ডাস্ট্রী হওয়ায় সবাই খুব বিশ্রী আছে আর হরিন,মোষ এবং এমুদের কোনো উন্নতি ঘটে নি।

    এই তো ইন্ডাস্ট্রী ও মানব সভ্যতার সম্পর্কের একটি ছোট্টো মিষ্টি সারসংক্ষেপ। পড়ে নিন।
  • এক বামপন্থী | 103.115.84.195 | ৩১ জুলাই ২০১৩ ০৯:০৫525724
  • ঈশাণবাবু, নিশ্চয়ই। তাড়াহুড়োর তো কিছু নেই।
  • PT | 213.110.243.23 | ৩১ জুলাই ২০১৩ ০৯:০৬525725
  • এবারে ডিম্পাউরুটির বদলে রুটিআলুচচ্চড়ি তক্ক হচ্ছে।

    "নিয়তি"-র একটা আধুনিক প্রতিশব্দ আছে-জেনেটিক। বেশীর ভাগ ভারতীয়রা ডায়াবেটিসের পাল্লায় পড়বেই। যেমন কিনা গুজরাট বোধহয় এখন ডায়াবেটিসের রাজধানী। এর জন্য মোদীর শিল্পায়নকে দায়ী করলে সেটা তাত্বিকের পুর্বনির্ধারিত শিল্পবিরোধী অবস্থানকেই প্রকটিত করবে।
  • চান্দু মিঁঞা | 71.95.189.220 | ৩১ জুলাই ২০১৩ ০৯:০৮525726
  • ঈশানবাবু আলোচনাটি অন্য একটি টই-এ করলে ভাল হত ।
    যাকগে কিন্তু যখন আমরা অর্থনীতির মানোন্নয়ন আর জীবনযাত্রার মানোন্নয়নের তুলনা করি তখন মনে হয় দুটোকে কিভাবে মাপছি সেটা নিয়েও ভাবা দরকার। তাহলেই দুই এর মাঝে যে সমগতির (correlation) অভাব নজরে আসছে সেটা বোঝা যাবে। গোটা দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক অবস্থা আর জীবনযাত্রার মান যদি (X,Y) হয় তাহলে অর্থনৈতিক অবস্থা মাপা হয় X এর কেন্দ্রিকতা (central tendency) মেপে আর এর সব থেকে জনপ্রিয় পরিমাপ হল গড়। কিন্তু Y এর ক্ষেত্রে মাপা হয় ব্যাপ্তি দিয়ে। গোদা বাংলায় বললে দু চার জন বা অপেক্ষাকৃত স্বল্প সংখ্যক লোকের হাতে প্রচুর পয়সা চলে গেলে ঐ সব জি ডি পি ইত্যাদি মাপে অর্থনৈতিক উন্নয়ন দেখাবে। কিন্তু মুষ্টিমেয় শহুরে জনতার বাড়ি RO filter থাকলে বা গুটিকতক ভাল nursing home থাকলে বা তারা ভাল রাস্তা গড়ে হাইহাই করে গাড়ি চালালে এই জীবনযাত্রার মানোন্নয়নের স্কোরে কোন তারতম্য ঘটবেনা। এই স্কোর বাড়াতে হলে কতখানি জায়গায় নলবাহিত পানীয় জল পাওয়া যায়, ভদ্রস্থ রাস্তা আছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে সেগুলি বাড়াতে হবে । লক্ষ্য করুন অর্থনৈতিক মানোন্নয়নের হিসেবে নিতান্তই দরিদ্র সংখ্যাগুরু জনতাকে বাদ দিয়ে দিলেও কোন তারতম্য হবেনা। কিন্তু জীবনযাত্রার মানোন্নয়নের প্রশ্নে কিন্তু তা নয়। তখন যদি সংখ্যাগুরু লোক খারাপ অবস্থায় থাকে তাহলে সেটি ধরা পড়বে। তাই অর্থনৈতিক উন্নয়ন হয়েছে কিন্তু জীবনযাত্রার মান বাড়েনি দেখলে অবাক হবার কিছু নেই। স্পষ্টতই এই আপাত অসামঞ্জস্য অর্থের অসমবন্টনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।

    তাই দুটৈ রাস্তা,
    ১) গায়ের জোরে অসাম্য দূর করা। ( আমি এর পক্ষপাতি)
    ২) অসাম্য এবং তার ফলস্বরূপ দূর্নীতি থাকবে ধরে নিলে জীবনযাত্রার মান বাড়াতে হলে চাই ব্যাপক অর্থ্যনৈতিক উন্নয়ন, যা প্রায় অসম্ভব।
  • pi | 118.12.172.75 | ৩১ জুলাই ২০১৩ ০৯:০৯525727
  • মোটরগাড়ি শিল্প শ্রমনিবিড় শিল্প ছিল ?

    হাজার হাজার বেকার যুবক যুবতীর জন্য ঠিকঠাক ভাবে শিল্প করতে তো কেউ মানা করেনি। আগের কয়েকটা পোস্টেও জিগিয়েছিলাম, উত্তর পাইনি। আবার করি।
    শিল্প করতে হলে ল্যাণ্ড ইউজ ম্যাপ তৈরি করে তারপর এগোনো নয় কেন ?
    বন্ধ কারখানার জমি, পড়ে থাকা জমিতে ( যেমন হিন্দ মোটর) শিল্প নয় কেন ? ( এই সব জমি ব্যবহারের আইনি জটিলতা থাকলেও সরকার তা আইন করে অ্যামেন্ড করতে পারে, উদাঃ হিন্দ মোটর)
    শ্রমনিবিড় শিল্প নয় কেন ?
    কৃষিভিত্তিক শিল্প নয় কেন ?
    যে সাড়ে আটশো কোটি টাকা টাটাকে দান করা হচ্ছিল, সেই টাকা দিয়ে সরকারি কোন শিল্পোদ্যোগ নয় কেন ?
  • pi | 118.12.172.75 | ৩১ জুলাই ২০১৩ ০৯:১৩525729
  • পিটিদা, একটু খোঁজখবর নিলে দেখবেন, আফ্রিকান আমেরিকানদের অসুখের পিছনে জেনেটিক ফ্যাক্টর নিয়ে বিস্তর কাজ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটিকে নস্যাৎ করে দিয়ে social determinants of health এর উপর জোর দেওয়া হয়েছে। একই জেনেটিক ব্যাকগ্রাউণ্ডের আফ্রিকান আমেরিকান যাঁরা আমেরিকায় এসেছেন এবং আসেননি, তাঁদের মধ্যে তুলনামূলক স্টাডি করা হয়েছে। খুব ইন্টারেস্টিং স্টাডি। দেখা গেছে, যাঁরা আমেরিকায় এসে নানা বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদের মধ্যে নানাবিধ অসুখের প্রবণতা অনেক বেশি, গড় সম্ভাব্য আয়ু কম।
  • PT | 213.110.243.23 | ৩১ জুলাই ২০১৩ ০৯:১৫525730
  • "ল্যাণ্ড ইউজ ম্যাপ" কারে কয়? সরকারের হাতে ল্যান্ড নেই-সরকার ল্যান্ড নেওয়ার ব্যাপারে নাক গলাবে না কিংবা অন্য সরকার নাক গলাতে চাইতে বিরোধী দল রাস্তায় নেমে বাধা দেবে? যা আমার হাতেই নেই তাই দিয়ে ম্যাপ বানাই কি করে? একটু বুঝিয়ে বলুন। জমির ব্যাপারটা সারি আগে-পরে বাকি সব আলোচনা।
  • pi | 118.12.172.75 | ৩১ জুলাই ২০১৩ ০৯:১৭525731
  • "ল্যাণ্ড ইউজ ম্যাপ" কারে কয় আপনি জানেন না !
  • pi | 118.12.172.75 | ৩১ জুলাই ২০১৩ ০৯:২০525732
  • এনিওয়ে, আপনার কৈশোরকালে পড়া পেপারে হেল্থ ডিস্প্যারিটির জন্য জেনেটিক ফ্যাক্টর ছাড়িয়ে সোসাল ডিটারমিনেন্টসের কথা পড়েননি দেখেও একটু অবাক হলাম কিন্তু।
  • ক্কঃ | 132.164.200.49 | ৩১ জুলাই ২০১৩ ০৯:২০525733
  • এই হারামজাদা ভন্ড বামপন্থীটা শিল্প শিল্প করে হেদিয়ে মল্ল। শোন ব্যাটা সিপিএম, ওসব পুঁজিবাদী শিল্প দক্ষিণ ভারতের জন্য, মহারাষ্ট্রের জন্য। আমাদের রাজ্যের জন্য না। জানিস না, ওসব রাজ্যে পুঁজিবাদী সরকার চালায়? তাদের আবার স্বাস্থ্যব্যবস্থা কি? তোর শিল্প তোর পকেটে পুরে রাখ, আমি যাই এট্টু দিদির ভাষন শুনে আসি।
  • PT | 213.110.243.23 | ৩১ জুলাই ২০১৩ ০৯:২১525734
  • social determinants of health-কে অস্বীকার করার কোন কারণ দেখিনা। কিন্তু সেটার সঙ্গে "শিল্পের স্বর্গরাজ্য" হওয়ার কোন বিরোধ নেই। কালোদের সামাজিক সমস্যা তো আরও বহুগুণ বেশী ছিল ১৯০০-র আগেও। তখন কি আমেরিকা "শিল্পের স্বর্গরাজ্য" ছিল? আর আমেরিকা যে মোট্টেই ইগালেটারিয়ান সমাজ নয় সেটা তো সকলেই জানে। তার কোপটা যে কালোদের ওপরে বেশী পড়বে তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে?
  • pi | 118.12.172.75 | ৩১ জুলাই ২০১৩ ০৯:২৩525735
  • http://www.thehindu.com/todays-paper/tp-national/west-bengal-govt-releases-landuse-map/article4704706.ece

    Reaffirming its stand that “agricultural land will not be taken forcibly for setting up industry,” the West Bengal government released here on Friday block wise land-use map with digitised zoning for six districts in the State.

    “The initiative will put an end to all the games that were played relating to the land,” State’s Finance Minister Amit Mitra told journalists at the State Secretariat after a Cabinet meeting. “The initiative will also provide security to those involved in agricultural activities,” he said.

    দেখা যাক, এবার এই অনুযায়ী কদ্দুর কী হয়। এটা অ্যাকসেস করা গেলে ভাল হত।
  • এক বামপন্থী | 103.115.84.195 | ৩১ জুলাই ২০১৩ ০৯:৩১525736
  • মাফ করবেন, এরকম ব্যক্তিগত কটুক্তি বরদাস্ত করে আমি আলোচনা চালিয়ে যেতে পারবো না। এই ভাষা ও এই মনোভাব আমি ঘৃণা করি।
  • PT | 213.110.243.23 | ৩১ জুলাই ২০১৩ ০৯:৫২525738
  • আমার যতদূর মনে পড়ছে এই তথাকথিত "ল্যাণ্ড ইউজ ম্যাপ"-কে একটা নিছক সরকারী ধোঁকাবাজী বলে বাতিল করে দিয়েছে অনেকেই। কেননা কোন জমির মালিকই সরকারকে লিখিত ভাবে জানায়নি যে তারা তাদের জমিকে এই ম্যাপের অন্তর্ভুক্ত করতে চায়।
  • PT | 213.110.243.23 | ৩১ জুলাই ২০১৩ ১০:১৩525740
  • ........ বিরোধী নেত্রী কিন্তু "ল্যান্ডব্যাঙ্ক"-এর কথা বলেছিলেন সেটা সরকারে এসে "ল্যাণ্ড ইউজ ম্যাপ"-এ পরিণত হয়েছে। বুঝ লোক যে জান সন্ধান!!
  • capitalist | 131.241.218.132 | ৩১ জুলাই ২০১৩ ১০:১৫525741
  • আজকের যুগে দাড়িয়ে সরকারি শ্রমনিবিড় শিল্প কি কি - চটকল জাতীয় ? সেই শিল্প কি ভাবে survive করবে যুগের পরিবর্তিত ডিমান্ড এর সামনে দাড়িয়ে ? কিভাবে লাভ করবে অন্য প্রতিযোগী দের তুলনায় যারা অত্যাধুনিক অটোমেশন ইউজ করবে ? আর ম্যানেজমেন্ট কে করবে?বাজার কিভাবে ধরবে? সেখানে recruitement কিভাবে হবে - যোগ্যতার ওপর নাকি অন্য কিছু প্রায়োরিটি পাবে ? competent talent ধরে রাখতে কিভাবে compensation ঠিক করা হবে?
  • কল্লোল | 125.242.241.163 | ৩১ জুলাই ২০১৩ ১০:২০525742
  • এক বামপন্থী। আমার মনে হলো ব্যাপারটা সেমসাইড হয়ে গেছে। ক্ক আপনাকে কিছু বলে নি। সেটা ওনার পোস্ট মন দিয়ে পড়লে ধরতে পারবেন। এডারে কয় ব্যাজ্যনিন্দা।
    কি ক্ক, ঠিক বলিনি ;-)
  • PT | 213.110.243.23 | ৩১ জুলাই ২০১৩ ১০:৩১525743
  • জমির সমস্যা বোধহয় মিটল। এবারে দ্বিতীয় প্রশ্ন। সেটা যদিও capitalist করে দিয়েছেন, তবু জিগাইঃ ২০১৩-তে শ্রমনিবিড় শিল্প কারে কয়?
  • Sibu | 183.60.205.153 | ৩১ জুলাই ২০১৩ ১০:৩৭525744
  • নাঃ, চটকল মনে হয় না, মডার্ণ টেকনোলজি ব্যবহার করলে চটকলও তত লেবার ইনটেনসিভ না। Agriculture, mining, apparels, hospitality, handicrafts এই সব বোধ হয়। তার মধ্যে মাইনিং নাও চলতে পারে, জমির ইস্যু আছে। Apparels-এ বাংলাদেশের এক্সপার্টাইস আছে, সেটা কপি করা যেতে পারে। Hospitality-ও বড় রিসর্ট বানানো যাবে না বোধ হয়। গঙ্গায় হাউসবোট, ইকোট্যুর, মেদিনীপুরে মাওবাদী অ্যাডভেঞ্চার এইসব হতে পারে। Handicrafts-এ গুজরাটে আর বম্বেতে গয়না, হীরে কাটা এইসব হয়। তাদের কিছু পঃবঙ্গে আনা যেতে পারে। বাকী হ্যান্ডিক্র্যাফট ডেফিসিট ফাইনান্সিং করে সরকার কিনে নিয়ে ফেস্টিভ্যাল সাইটস সাজাতে পারে। দুগ্গোমন্ডপ সাজাতেও হ্যান্ডিক্রাফট কাজে দেয়।
  • s | 182.0.249.87 | ৩১ জুলাই ২০১৩ ১১:০৩525745
  • শিবুদা ঃ-)
    মাইরি একটা স্মাইলি না দিলে লোকে ভাববে তুমি সিরিয়াস আলোচনা করছ।
  • Sibu | 183.60.205.153 | ৩১ জুলাই ২০১৩ ১১:১০525746
  • আমি কিন্তু ডেড সিরিয়াস। পিসিবি ম্যানুফ্যাকচারিং বলি নি, পলিউশন হয়।
  • ক্কঃ | 132.164.200.49 | ৩১ জুলাই ২০১৩ ১১:২৩525747
  • হিহি এইত্তো পাইদিদিও আমার মমোদিদির কতাবাত্তা কোট কত্তে লেগেছে। ভাসাটা এট্টু খটোমটো, ল্যান্ডইয়ুজম্যাপ না কিম্যাপ, তা আমার মমোদিদি ঠিক কিলিয়ার করে দেবে। আর পাইদিদি যখন মমোদিদির ওপর ভরসা করেচে, তখন তো ম্যাপ না হয়েই যায় না। মমোদিদি আজ ওবদি কোন কাজ ফেলে রেকেচে নাকি?
  • Marauder's Map | 212.62.79.191 | ৩১ জুলাই ২০১৩ ১১:২৯525748
  • বলিউড/টলিউড ইঃ সবই লেবার ইন্টেন্সিভ। অ্যাক্টো করতে বা গান গাইতে পরিশ্রম নাই, নাকি? সেই জন্যেই তো শিল্প বৈঠকে ওখেন থেকে শিল্পপতিরা আসছেন;-)

    বাই দ্য ওয়ে - কন্নড় ফিলিম ইন্ডাস্ট্রিকে বলে "স্যান্ডাল উড" - এইটা গত দুদিন লোকাল ইঞ্জিরি কাগজ পড়ার ফলঃ-)
  • b | 135.20.82.164 | ৩১ জুলাই ২০১৩ ১১:৪২525749
  • এই প্রশ্নটার উত্তর কেউ দিলেন কি? এখন ঐ ৬০০ (নাকি ৪০০?) একর জমির কি হবে?

    ১। কারখানা ভেঙে ওটাকে আবার ফলনশীল জমিতে রূপান্তরিত করা।
    ২। ওখানে আরেকটা কারখানা গড়া।
    ৩। ফেলে রাখা।

    কেউ আগে লিখে থাকলে দুঃখিত, পাতার নম্বরটা জানিয়ে দেবেন।
  • ক্কঃ | 132.164.200.49 | ৩১ জুলাই ২০১৩ ১১:৫২525751
  • ওসব আমার মমোদিদি দেখে নেবেন, আপনাকে ফালতু মাথা ঘামাতে হবেনা, বুয়েচেন? ৬০০ একরে আমরা শ্রমনিবিড় শিল্প বানাবো, আর ৪০০ একরে হবে শ্রমনিবিড় পাট্টি আপিস। এতো পোশ্ন কীসের?
  • PT | 213.110.243.23 | ৩১ জুলাই ২০১৩ ১২:০০525752
  • ক্কঃ-এর লেখার শ্লেষ পড়তে মজাই লাগছে তবে "হারামজাদা ভন্ড " একটু বেশী হয়ে গিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন