এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২২২১২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 172.129.44.87 | ০১ আগস্ট ২০১৩ ০৪:২৬525820
  • T, চীন , বাংলাদেশের শিল্পের শ্রমনিবিড়তা কম ? এনিয়ে কিছু জানা থাকলে জানাবেন, আর মোটরগাড়ি শিল্পের চেয়ে বেশি না কম, সেটাও।

    There is a big market potential for West Bengal small-scale units in the supply of cheap toys, stereos, watches and household implements to the rest of India. This is what China supplies to the rest of the world, and has formed the basis of their phenomenal industrial success in the past two decades. One can add to the list of high potential consumer products the following as well: garments, leather, food processing, spare parts and metal-working, industries all of which have had a long tradition in West Bengal

    এ প্রস্তাবে অসুবিধেটা কী স্পষ্ট বুঝলাম না। চীনের মত শ্রমনিবিড়তাই হোক না।

    আর পেপারটার কনক্লুশন বা বাকি অংশের সাথে একমত হতে হবে, তার তো মানে নেই। তাই সে অংশটা আলোচনায় আনা হয়নি, স্মল স্কেল ইন্ডাস্ট্রির অংশ টা বিবেচনাযোগ্য মনে হয়েছে, তাই উল্লেখ করা হয়েছে।
  • maximin | 69.93.253.6 | ০১ আগস্ট ২০১৩ ০৪:৪৭525821
  • কেমন, বলেছিলাম না? ফিসিকাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলাদা সাবসেকশন নেই। ফিসিকাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে না ভাবাটা সিরিয়াস গ্যাপ ইন অ্যানালিসিস।
  • maximin | 69.93.253.6 | ০১ আগস্ট ২০১৩ ০৪:৫৩525822
  • কারখানা সিঙ্গুরে বানাতে চেয়েছিল, তার কারণই ছিল হাওড়া স্টেশনের কাছে ও হাইওয়ের পাশে।
  • pi | 172.129.44.87 | ০১ আগস্ট ২০১৩ ০৪:৫৪525823
  • PT দার ট্যানরি নিয়েও লিখবো। কিন্তু আগে বন্ধ কারখানার জমি নেওয়া সংক্রান্ত উত্তরটা চাই।

    আর হ্যাঁ, এটার উত্তরও।

    Name: Ishan

    IP Address : 60.82.180.165 (*) Date:31 Jul 2013 -- 08:48 AM

    এটাও পুরোনো কথা। এখানে বোধহয় পাইই লিখেছে, (খানিকটা ডিডিটিও)যে সব মিলিয়ে টাটাকে কারখানা গড়ার জন্য ৮৫০ কোটি টাকা ভরতুকি দেওয়া হছিল এই একটা কারখানার জন্য। সেটাও সেই অশোক মিত্তির সায়েবের হিসেব থেকে। সেও পড়া কথা। :)

    যে সরকার নাকি পয়সার অভাবে সাপোর্ট গ্রুপ তৈরি করতে পারেনা বলে প্রচার, টাটার জন্য সাড়ে আটশো কোটি টাকা সে কোন পকেট থেকে বার করে? জিডিপি টিডিপি এইচডিআই নিয়ে তো অনেক ঘাম ঝরালাম। কিন্তু এই সিম্পল হিসেবটা লোকে কষে না কেন কে জানে।
  • T | 24.139.128.15 | ০১ আগস্ট ২০১৩ ০৫:৩৭525824
  • না না, ঘেঁটে যাচ্ছি।
    এঃ এরা এমনভাবে লিখেছে! প্রথমে বলছে ইন্ডাস্ট্রির সাথে হায়ার এডুকেশনের যোগাযোগ বাড়াতে হবে। তারপর বলছে হাইটেক ইন্ডাস্ট্রী ফ্লারিশ করবে কি না সন্দেহ আছে। তারপরেই
    "even if hi-tech industry and Haldia were to take-off, how would that ensure that the resulting benefits spread widely, in terms of employment creation and wage growth for semi-skilled and unskilled workers throughout the state?" এবং এরপর ঐ স্মল স্কেল ইন্ডাস্ট্রীর উল্লেখ। পড়ে মনে হ'ল তাহলে নিদানটা হচ্ছে মেধাবীরা এমন সব রিসার্চ করবেন যাতে স্মল স্কেল ইন্ডাস্ট্রীতে শ্রম নিবিড়তা বাড়ে। মানে তাতে হায়ার এডুকেশনের শ্যাম ও শ্রমনিবিড়তার কূল দুইই বাঁচে।

    এখন মনে হচ্ছে, বোধহয় বলতে চেয়েছে যে আসলে হাইটেক ইন্ডাস্ট্রী টেক অফ নাও করতে পারে অতএব স্মল স্কেলে জোর দাও। তবে তাই যদি হয় তবে হায়ার এডুকেশন স্প্রেড করে আবার কি লাভ? আবার ইন্ডাস্ট্রীর সাথে হায়ার এডুকেশনের যোগাযোগ বাড়াতে যখন বলছে তখন নিশ্চয়ই হাইটেক ইন্ডাস্ট্রীর কথা বলছে? এরা তবে এগজ্যাক্টলি চাইছে টা কি? স্মল স্কেলও থাকবে, শ্রমনিবিড়তাও থাকবে, হাইটেক ইন্ডাস্ট্রীও থাকবে, এইটা বলতে চাইলে পেপারে এ প্রসঙ্গ উত্থাপনের কি দরকার ছিল কে জানে।

    আর চীন বাংলাদেশে শ্রমনিবিড়তা কম বলিনি তো। জানতে চাইছি, এইদেশগুলোর স্মল স্কেল ইন্ডাস্ট্রীতে অটোমেশনের ব্যবহারের সাথে শ্রমনিবিড়তা ব্যাস্তানুপাতিক নয়?

    কারেন্ট হিউম্যান রিসোর্স যা, ভবিষ্যতে যা হতে পারে সেই অনুযায়ী কর্মসংস্থানের প্রচেষ্টাই তো ভালো। আপনার কাছে উচ্চশিক্ষা সম্পন্ন লোক থাকলে তাদের দিয়ে নিশ্চয়ই বিড়ি বাঁধাবেন না। মানবসম্পদের অপচয়। ফলে বড় ভারী ইন্ডাস্ট্রী (সিঙ্গুর) র পাশাপাশি স্মল স্কেলকে তোল্লাই না দেওয়ার কি আছে? দুটোই তো পাশাপাশি চলতে পারে।
  • T | 24.139.128.15 | ০১ আগস্ট ২০১৩ ০৫:৪৭525825
  • আর ঐ সাপোর্ট গ্রুপ সংক্রান্ত প্রশ্নের উত্তর আমার মতন করে দিচ্ছি।

    সরকার ভেবেছিল সাড়ে আটশো কোটি টাকা সাপোর্ট গ্রুপকে দিলে পাঁচবছর পর যা বেনিফিট, টাটাকে দিলে তারচেয়ে বেশী বেনিফিট পাওয়া যাবে। সিঙ্গুর হয়তো নেক্সট জামশেদপুর হবে ইত্যাদি। এবার কি হিসেবে সেটা হতে পারত বা পারত না সে হিসেব কষা কারো পক্ষে সমস্ত রকম প্যারামিটার ধরে করা সম্ভব নয়। জাস্ট ইম্পসিবল। ঠিক যেমন যেমন অ্যাপ্রক্সিমেশন এবং অ্যাজাম্পশন করবেন ঠিক সেই সেই রকমের হিসেব বেরোবে। সরকার এক ভেবে করেছিল, শ্রমনিবিড় জনতা আরেক ভেবেছে।

    চলবে?
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ০৭:১৮525826
  • a x
    হিসেব দিই নি তো-আন্দাজে বলেছি। ২০১৩-র ঊষাতে কত লোক কাজ করত- ২০০-২৫০ নাকি আরও কম?** আবাসনে কাজের লোক, ড্রাইভার, সিকিউরিটি, মলের দোকানে কাজ করা ছেলে মেয়েরা আর মলের চারপাশের খাওয়ার দোকান কাজ করা লোকের সংখ্যা মোটেই তার থেকে কম হবেনা।

    এ কোন উষা?
    Usha Group Of Companies
    Kolkata, West Bengal
    Number of Employees 101 to 500 People (?)
    http://www.indiamart.com/usha-groupco/
  • aka | 76.168.177.5 | ০১ আগস্ট ২০১৩ ০৭:৫৩525827
  • শ্রমনিবিড়ই হোক বা অটোমেশনই হোক, কম্পিটিশনে টিঁকতে হলে সাপ্লাই চেন ঠিক করতে হবে। চিন কম দামে খেলনা দিতে পারে কারণ তৈরি হবার পরে কম সময়ে, কম দামে সেই খেলনা কাছের বন্দরে বা প্লেনে তুলে দিতে পারে। যেটা সম্ভব ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকলেই। মুর্শিদাবাদে খেলনা তৈরি হল কম দামে কিন্তু কলকাতা অবধি আসতে সেই খেলনা এত হাত ঘুরল, এত সময় লাগল যে কম্পিটিশনে দাঁড়াতে পারল না।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ০৮:০২525829
  • "এই তো বললেন, বন্ধ কারাখানার জমিতে কিছু করা যাবেনা"

    এ শুধু কথার খেলা! এই জাতীয় জামাই ঠকানো তথ্যবিকৃতি করে কোন লাভ নেই। একটা কারখানা ভেঙে আরেকটা নতুন কারখানা করতে যে খরচা আর আবাসন করতে যে খরচা তাতে কোনটায় লাভ বেশী সেটা ব্যবসায়ীর অবশ্য বিবেচ্য বিষয়। আর "প্রোমোটারি" ব্যবসা প্রসঙ্গে নাক কুঁচকে কোন লাভ নেই। এই প্রকল্প গুলো প্রচুর স্বল্প-শিক্ষিত মানুষের কর্ম-সংস্থান করে। আজকের পব-তে এতা একটা ভীষণ জরুরী বিষয়।
  • Ishan | 60.82.180.165 | ০১ আগস্ট ২০১৩ ০৮:০৩525830
  • আর মোটামুটি ভালো ইনফ্রাস্ট্রাকচার এই টাকাতেই সম্ভব যদি চুরিচামারি আর অদক্ষতা বন্ধ করা যায়। NREGEAর কত টাকা ফেরত যায় একটু খুঁজে দেখুন। এর সঙ্গে সড়ক যোজনার টাকার হিসেবটাও দেখবেন।
  • Ishan | 60.82.180.165 | ০১ আগস্ট ২০১৩ ০৮:০৭525831
  • পিটি নিজে কি লেখেন নিজেই ভুলে যান। কোট করে দিই।

    ---------
    ও পাই দিদি - এই সব "কাতারে কাতারে বন্ধ কারখানা নিয়ে বা কারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে" বিরোধী নেত্রী বিস্তর অশ্রু বিসর্জন করেছিলেন। গত দু বছরে একটিরও কোন গতি হয় নি। শুধু আবেগ দিয়ে এসব করা যায় না-দেশে অকর্মণ্য কোর্ট ইত্যাদি আছে -ঈR না কি একটা যেন আছে। সর্বোপরি আমার জমিতে আমি চাষ না করে ফেলে রাখলে কিংবা আমার কারখানায় আমি উৎপাদন না করে জমি আটকে রাখলে সরকারের বোধহয় বিশেষ কিছু করার নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাই না? তাই আমরা সব রকম "জোর" খাটানোর বিরুদ্ধে। সরকারের "আইন আইনের পথ নেবে" বলে হাত গুটিয়ে বসে থাকা ছড়া কিস্যু করার নেই।
    -----------------------

    পাই জিজ্ঞাসা করেছে " সরকারের "আইন আইনের পথ নেবে" বলে হাত গুটিয়ে বসে থাকা ছড়া কিস্যু করার নেই" -- এই অবস্থানটা আপনি প্রত্যাহার করলেন? সরকারে যদি কিছু করার নাই থাকে তো সাউথ সিটি হল কি করে?

    সোজা ভাষায় বললাম। এইটার উত্তর দেবেন। নইলে জামাই ঠকানো এইসব কথ্য বড্ডো অসুবিধে হয়।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ০৮:১৪525833
  • কথার খেলাই বটে। কথা ঘোরানোর খেলা।
    Name: PT

    IP Address : 213.110.243.23 (*) Date:31 Jul 2013 -- 09:09 PM

    ও পাই দিদি - এই সব "কাতারে কাতারে বন্ধ কারখানা নিয়ে বা কারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে" বিরোধী নেত্রী বিস্তর অশ্রু বিসর্জন করেছিলেন। গত দু বছরে একটিরও কোন গতি হয় নি। শুধু আবেগ দিয়ে এসব করা যায় না-দেশে অকর্মণ্য কোর্ট ইত্যাদি আছে -BIFR না কি একটা যেন আছে। সর্বোপরি আমার জমিতে আমি চাষ না করে ফেলে রাখলে কিংবা আমার কারখানায় আমি উৎপাদন না করে জমি আটকে রাখলে সরকারের বোধহয় বিশেষ কিছু করার নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাই না? তাই আমরা সব রকম "জোর" খাটানোর বিরুদ্ধে। সরকারের "আইন আইনের পথ নেবে" বলে হাত গুটিয়ে বসে থাকা ছড়া কিস্যু করার নেই।

    সরকারের কিছু করার নেই লাইনটা প্রত্যাহৃত কিনা জিগিয়েছিলাম। উত্তর পেলে পরের পয়েন্টে যাবো।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ০৮:১৯525834
  • ওঃ, মামুও পেস্ট কারে দিয়েছে। যাইহোক, উত্তরটা পাবো আশা করি।

    T, বাংলাদেশ আর চীনের শিল্প মোটামুটি শ্রমনিবিড় বলেই পড়েছি। সেই মডেলে করার কথা বলা হচ্ছে।

    আর ভারি শিল্পের জন্য প্রয়োজনীয় জমি ইত্যাদি আছে কিনা আগে দেখা হোক, সে জমি দিতে লোকজন ইচ্ছুক কিনা সেসব, তারপর তো পরের কথা। ল্যাণ্ড ইউজ ম্যাপ হয়েছে, ভালো কথা। এরপর এই সরকার কীভাবে এগোয় দেখতে চাই। আর বন্ধ কারখানার ব্যাপারেও কী পদক্ষেপ নেয়।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ০৮:২৪525835
  • “I cannot use bulldozers to remove people,” Ms. Banerjee said, adding that her government would only hold consultations with the people on acquiring land for such infrastructure projects.
    Ms. Banerjee reiterated her government’s stand that land would not be acquired forcibly for setting up industries. “We will not do anything that will hamper the interests of the people….We cannot resort to firing on people just to get something done.”
    Ms. Banerjee suggested that if people were not willing to part with their land, the alignment of the roads would be changed accordingly. “May be the cost will rise. So be it.”

    খারাপ তো কিছু বলেননি।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ০৮:২৮525836
  • না ভুলেও যাইনি-কথাও ঘোরাইনি-অবস্থানও বদলাচ্ছি না। কেননা সরকার যদি পারেও (BIFR-এ ব্যাপারটা ঢুকে গেলে সরকারের কিস্যু করার নেই) তাহলেও নিচের বিষয়টিকে বাদ দিয়ে সরকার কিস্যু করতে পারে না।

    "একটা কারখানা ভেঙে আরেকটা নতুন কারখানা করতে যে খরচা আর আবাসন করতে যে খরচা তাতে কোনটায় লাভ বেশী সেটা ব্যবসায়ীর অবশ্য বিবেচ্য বিষয়।"

    সরকার কোন ব্যবসায়ীর ঘারে ধরে ব্যবসায় নামাতে পারে না। সরকার বজ্জাত হোক বা না হোক ব্যবসায়ী তার হিসেবের অংক কষে সিদ্ধান্ত নেয় যে সে পরিত্যক্ত কারখানার জমিতে কোন কিছু করবে কিনা।

    সব সামাজিক-অর্থনৈতিক বিষয় সাদা-কালো কিংবা অঙ্কের সমীকরণের হিসেব মত দেখতে পারলে কত সুবিধেই না হত!!
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ০৯:১৯525837
  • 'West Bengal chief minister's advisory council for industry member Saugata Roy has suggested stopping real estate activity in closed industrial units in the state.

    Roy, who will submit his draft industrial policy report to Chief Minister Mamata Banerjee on Wednesday, wants to ban housing related real estate activity in the closed factories.

    "I have suggested stopping housing real estate in closed units and instead the land should be used for industry," Roy said in an interactive session with MCC Chamber of Commerce & Industry members....
  • এক বামপন্থী | 103.115.84.195 | ০১ আগস্ট ২০১৩ ০৯:৪১525838
  • দুঃখিত, পাইদেবীর অবস্থানটা আগে ধরতে পারিনি। আপনার কিছু কথা ভালোলেগেছিল আর কিছু প্রশ্নেরও জবাব দেব ভেবেছিলাম। তবে আজ সকালে দেখলাম মমতাদেবী আর সৌগতবাবুর ওপর আপনার যথেষ্ট আস্থা আছে। তবেতো ল্যাঠা চুকেই গেল, এই আলোচনা চালিয়ে যাবারও আর মানে হয়্না। এখন মমতাদেবী কী করেন সেটাই দেখার। সৌগতবাবুর ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ০৯:৪৬525840
  • আস্থা আছে বলিনি তো। কী করবেন সেটা দেখতে আমিও আগ্রহী।
    কিন্তু সরকার এই জমিতে কিছু করতে পারে না, এটা ঠিক নয়, সেটা বোঝাতে এটা দেওয়া । এবং চাইবো, এই ব্যাপারে সরকারের উপর চাপ থাকে। বিরোধীপক্ষের ঃ)
  • এক বামপন্থী | 103.115.84.195 | ০১ আগস্ট ২০১৩ ০৯:৫৮525841
  • বিরোধীপক্ষের কথা বলে আর লজ্জা দেবেননা, এখনো সব ছন্নছাড়া অবস্থা। ঘরেবাইরে আক্রমন সামলে উঠতে আরো কিছুদিন লাগবে। তবে ভয় পাইনা, এর চেয়ে ঢের বেশী আক্রমণ আমরা আগেও সামলেছি। বামপন্থার মৃত্যু নেই। আশীর্বাদ নেবেন।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ১০:০৫525842
  • "চাপ" সৃষ্টি করা বিরোধী পক্ষ সরকারে এসে নিজেদের কথা রাখতে কি রকম ল্যাজে-গোবরে হচ্ছে সে তো নিত্যদিনই দেখতে পাচ্ছি। আর বামেরা কি কি পারেনি বা করা যায় না সেটাও বোঝা গিয়েছে। কাজেই চাপাচাপির মধ্যে না গিয়ে বাস্তব-সম্মত এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিক সরকার-সেটা সকলের পক্ষেই মঙ্গল হবে।

    আর সৌগত রায়ের বক্তব্য ৮-ই জানুয়ারী, ২০১৩-র। গত ৬ মাসে তিনি অনেক পিছনের সারিতে চলে গিয়েছেন।

    এখনো "ল্যান্ড ইউজ ম্যাপ" কিভাবে ব্যবসায়ীদের সাহায্য করবে সেটা বুঝে উঠতে পারিনি কিন্তু!! বোঝার অপেক্ষায় আছি.......
  • ক্কঃ | 132.164.148.106 | ০১ আগস্ট ২০১৩ ১০:২৬525843
  • আরে ও বাম্পন্থীকাকু, দেকলেন তো এখানে সব্বাই আমার মমোদিদির কতা কেমন মানে? মানবেই বা না কেনো, আমার দিদি আজ ওবদি একটাও কতা এমন বলেচে, যেটা কাজে করে দেকায়নি? আর আপনি শুদুমুদু আমার ওপর রাগ কোর্লেন! আর আমার সৌগতদাকে নিয়ে কি একটা কোঠিন কতা বল্লেন, আবার বুজলামনা। আরে সৌগতদা দিদির পেয়ারের লোক আর নেইকো, তাতে কি? আমাদের দলে কিসকদরদী নেতা কম পরেচে নাকি? ঐত্তো আরাবুল আচে, একদিনে ওসব হাবিজাবি ম্যাপ্ফ্যাপ বানিএ এনে দেবে, তকোন একানে সব্বাই ওর জয়্জয়কার কর্বে, বুয়েচেনতো?
  • khilli | 131.241.218.132 | ০১ আগস্ট ২০১৩ ১০:৩৩525844
  • বাংলাদেশে রানা প্লাজা তে শ্রমনিবির শিল্প চলত বটে ।
    চিনে ফ্যাক্টরি তেও শ্রমনিবির শিল্প চলে বটে তাই না আপেল ওখানে manufacture করে ।
  • ক্কঃ | 132.164.148.106 | ০১ আগস্ট ২০১৩ ১০:৫১525845
  • এই হারামজাদা খিল্লী, এতো তক্কো করবি নাতো! চিনএ আপেলের লোকরা নিবিড় শ্রম করে সিল্প বানায়, জানিস না? আর ওকানে সব ভুষিজমি, চাষজমি কিচ্চু নেইকো, তাই চিনেরা সব হাসিমুখে কাজ করে আর গান গায়।
  • ddt | 135.20.82.164 | ০১ আগস্ট ২০১৩ ১০:৫২525846
  • '"হয় তারা ধান্দাবাজ নয় গাড়ল"ঃ এই দুটোর কোন শব্দই আমি ব্যবহার করিনি।

    তবে মমতার সব কিছু ভন্ডুল করার বা নেতির রাজনীতির একটা তালিকা বানালে দেখা যাবে যে গোটা রাজ্যের সব উন্নয়ন বন্ধ করে দেওয়াটাই তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল। তাতে চাষীদের (বা সাধারণ মানুষের) কি উপকার হয়েছে তার তথ্য পরিসংখ্যান বিশেষ উঠে আসেনি। হয়্ত ৫ বছর বাদে আসবে। তবে মমতা কৃষক নেত্রী আর কৃষকের জীবনের মানোন্নয়নের জন্য তিনি "আন্দোলন" করেছিলেন সেটা আমি কোনদিনই বিশ্বাস করিনি এখনও করিনা। তাঁর লক্ষ্য ছিল লালবাড়ি-এবং তিনি বামেদের নিঃসন্দেহে ধরাশায়ী করে সেখানে পৌঁছেছেন।

    বাকিরা মানে মাওবাদী, মাওব্যথী, পুততুন্ডু, সুসি, MKP, বুজি, মেধা, অনুরাধা ইত্যাদিরা মমতার সহযোদ্ধা হয়েছিলেন নানা কারণে। কেউ কেউ রাজনৈতিক আর প্রশাসনিক অপরিপক্কতা দেখানো বাম সরকারের অপসারণ চেয়েছিলেন আর অনেকের মনে অনেক দশকের জমে থাকা তাত্বিক সিপিএম-বিদ্বেষ চালিত করেছিল মমতার সহযোদ্ধা হতে। এদের অনেকের ব্যক্তিগত সততা প্রশ্নাতীত কিন্তু তারা যে মমতার লং-টার্ম প্ল্যানে দাবার বোড়েমাত্র হয়ে যাবে সেই অ্যাসেসমেন্ট করতে পারেনি। সেটা তাদের বর্তমানের কথাবার্তা শুনলেই বোঝা যায়।

    কাজেই মমতার রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা আমার মতে সম্পুর্ণ সময় নষ্ট। বাকিরা তো মমতার হাতেই গলাধাক্কা খেয়ে কোথায় উধাও হয়েছে কে জানে। তার জন্যে আর আমার ওপরে উষ্মা দেখানো কেন?

    এবার হারাধনের একটি ছেলে বিমল গুরুং-এর পালা।'

    সমস্যাটা তর্কের ধরন নিয়ে পিটিদা। সিঙ্গুরের প্রতিরোধের কারণ খুঁজছিলুম। কেননা স্রেফ মিথ্যা প্রচার, পুরনো রাগ আর অরাজকতা দিয়ে সিঙ্গুর আন্দোলন হয় নি মনে করি; জেনুইন অর্থনৈতিক, রাজনৈতিক কারণ ছিল। আশা করেছিলুম আর্গুমেন্টের মেরিট নিয়ে জবাব আসবে। এল বিরোধীপক্ষ কত তিনু আর কত নোকু সে নিয়ে (ধান্দাবাজ/গাড়ল)।
  • cm | 71.95.189.220 | ০১ আগস্ট ২০১৩ ১১:০৮525847
  • ddt Date:01 Aug 2013 -- 10:52 AM
    "কেননা স্রেফ মিথ্যা প্রচার, পুরনো রাগ আর অরাজকতা দিয়ে সিঙ্গুর আন্দোলন হয় নি মনে করি; জেনুইন অর্থনৈতিক, রাজনৈতিক কারণ ছিল। "

    লিস্টি করে ফেলুন। অর্থনৈতিক কারণ নিয়ে প্রচুর কথা ওপরেই দেখছি। আপনার কি মনে হয় প্রাধান্য ছিল কার অর্থনৈতিক না রাজনৈতিক কারণের? ফড়েদের বাদ দেবেন।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ১১:১০525848
  • মমতা গোলমাল না পাকালে এতদিনে কারখানা চালু হয়ে যেভাবে চলার সেইভাবেই চলত সিঙ্গুরে। আর আলোচনার ইচ্ছে থাকলে চাষীদের প্রাপ্য টাকার পরিমাণও অনেকাংশে বাড়ত। লোক ক্ষেপিয়ে কিছু বন্ধ করব বলেই বন্ধ করে দেওয়া আর জমির অন্দোলনের মধ্যে ফারাক আছে সেটা না বোঝার কি আছে?

    সত্যি বলতে কি মমতা সিঙ্গুরে না এলে বাকিরা নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণেই "আন্দোলন" করে বিশেষ কোন দাগ কাটতে পারত না। সত্যি ক্ষমতা (বা সদিচ্ছা?) থাকলে তারা সিঙ্গুরে গিয়ে এখনও চাষীদের অসহায়তার পেছনে দাঁড়াত। কিন্তু কাউকে দেখা যাচ্ছে কি? নাকি সিঙ্গুরের চাষীদের দুক্কু-টুক্কু ঘুচে গিয়ে তারা এখন নিত্য আনন্দে আছে? সিঙ্গুর একজনকেই লাভের মুখ দেখিয়েছে-তিনি এখন লালবাড়িতে।

    কে যেন দাবী করেছিল যে সেই অনুরাধা (যার নেতৃত্বে টাটার বিদেশী কর্মিদের হেনস্থা করা হয়) নাকি ঐ সব জায়গায় কর্ম-সংস্থানের কাজ করছে? তার পর সব ডিটেল চাওয়ার পরে আর কোন উত্তর পেলাম না।

    আমি দুঃখিত। এই ব্যাপারে আমার বক্তব্য পেশ করার অন্য কোন "ধরন" আমার জানা নেই।
  • khilli | 131.241.218.132 | ০১ আগস্ট ২০১৩ ১১:২৫525849
  • খুপচি খোপে তেড়ে শ্রম /জেনো তারে ডরে যম /চোদ্দ ঘন্টায় নাহি খেদ /ছুটি পেলে বাড়ে মেদ /সস্তা শ্রমে কমবে দাম / লেবার রাইট কিসের কাম
  • lcm | 118.91.116.131 | ০১ আগস্ট ২০১৩ ১২:২৬525851
  • শ্রমনিবিড় - শব্দটা এই প্রথম শুনলাম। মানে কী?
  • Marauder's Map | 11.186.200.62 | ০১ আগস্ট ২০১৩ ১২:২৮525852
  • বাংলায় লেবার-ইন্টেন্সিভ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন