এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৮৭৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ananyo | 127.214.8.10 | ০২ আগস্ট ২০১৩ ২২:২৫525986
  • গণসংগঠন কর্মী ও সিঙ্গুর নন্দীগ্রাম নোনাডাঙ্গা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মাতঙ্গিনী মহিলা সংগঠনের সদস্যা জয়িতা দাসকে কোনো অভিযোগ ছাড়াই STF আজ বিকেলে চারু মার্কেট অঞ্চল থেকে গুম করেছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই; বিকেল থেকে ফোন বন্ধ থাকায় ওর পরিবারের মানুষেররা চিন্তিত হয়ে খোজ খবর শুরু করে কিন্তু রাত পর্যন্ত কিছুই জানা যায়নি- পরে ওর দমদমের বাড়িতে রেইড করার পরেই ব্যাপারটা জানাজানি হয়। এই মুহুর্তে রেইড চলছে বলে খবর ও গণআন্দোলন কর্মীরা ওর বাড়ি গেছেন।

    এই ঘটনা আবার প্রমান করে দিল রাষ্ট্রশক্তি যেকোনো রকমের গণতান্ত্রিক স্বরকে দমন করতে তত্পর এবং তার গণতন্ত্র-এ প্রতিবাদের কোনো জায়গা নেই। মুখোসের পরিবর্তন হলেও শাসকের রং একই থাকে।
  • PT | 213.110.246.230 | ০২ আগস্ট ২০১৩ ২২:৪৮525987
  • আরেকটু পরিষ্কার করে লিখলে এই দাঁড়ায় যে মমতা তাঁর সিঙ্গুরের সহযোগী যোদ্ধাদের সায়েস্তা করতে বদ্ধ পরিকর।

    অন্যদিকে আরেক সহযোগী যোদ্ধা দলের ২/১ জনকে গ্রেপ্তার করা হয়েছে দার্জিলিং-এ।

    জঙ্গলমহলকে শান্ত ও পাহাড়কে হাসন্ত রাখতে গেলে এইজাতীয় দুএকটা ছোটখাটো অপরেশন তো করতেই হবে।
  • bb | 127.195.160.138 | ০২ আগস্ট ২০১৩ ২৩:১৫525988
  • 10.25 শেষের দুই লাইন পড়লে মুজতবা আলীর সেই অমোঘ উক্তি মনে পড়ে "আস্তে কন কর্তা ঘুড়ায় হাসব"।
    মমতার কাছ থেকে যেন ওনারা অন্য কিছু আশা করেছিলেন এতটাই আমাদের নাইভ ভাবেন!!! গণতন্ত্রের উনি এতই পৃষ্ঠপোষক যে আজ পর্যন্ত তাঁর দলে কোন কোন নির্বাচন হয় নি, আর উনি অন্যদের বিরোধিতার জন্য জায়গা করে দেবেন?
  • ananyo | 127.214.8.10 | ০২ আগস্ট ২০১৩ ২৩:২২525989
  • জানা গেছে যে ওর বাড়িতে গ্রেপ্তারের কারণ জানানো হয়নি এমনকি বাড়িও সার্চ করা হয়েছে কোনো ওয়ারেন্ট ছাড়াই, কিন্তু ওর বাবা- মা ব্যাপারটা আটকাতে পারেন নি। সম্ভবত লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। লিগাল মুভ নেওয়া হয়েছে তবে কাল সকালের আগে কিছু হওয়ার সম্ভাবনা কম ...
    @পট- আর এই বিষয়টা নতুন নয়; একই ভাবে আগের সরকার গ্রেপ্তার চালিয়েছে গণআন্দোলনের কর্মীদের দেগে দিয়ে, সহযোগী তত্বটা তাই আগের একই ধরনের ঘটনাগুলোকে না জানার বা ইচ্ছেকৃত না জানার কারণে উঠেছে বলে মনে হয়।
  • PT | 213.110.246.230 | ০৩ আগস্ট ২০১৩ ০০:০৩525990
  • "পট" যদি আমি হই তাহলে জানাই যে বাম সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে পব-র মাটিতে পুনঃপ্রতিষ্ঠা করতে মমতাকে লালবাড়িতে পৌঁছে দেওয়ার কাজে মাতঙ্গিনীদেরও প্রচুর অবদান আছে। এখন সেই পুনঃপ্রতিষ্ঠিত গণতন্ত্রকে একটু চেখে দেখার সময়।
  • হতবাক | 69.93.244.84 | ০৩ আগস্ট ২০১৩ ০২:৩০525991
  • পারেও বটে। বামফ্রণ্ট তাহলে কতো পলকা জমিতে দাঁড়িয়ে ছিল যে এরকম অসংগঠিত হঠকারী কিছু ভুঁইফোঁড় সংগঠনের সহযোগিতার জন্যই পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত হল। পশ্চিমবঙ্গের মানুষ এই গণতন্ত্রের কিছুটাও কি এর আগের সরকারের সময় চেখে দেখে নি? সাতাত্তরে বামফ্রণ্ট কাদের কাদের হাত ধরে এসেছিলো? তাদের কি হল? কতগুলো দল ছিল প্রথম বাম সরকারে? সেই সহযোদ্ধা সহদলেদের কি হল?

    এ তো টাটকা হাঁস-মুর্গীর ডিম বা টাটকা পাঁউরুটিও নয়, একেবারে ছাতা পড়া মার্জারমুত্রদুর্গন্ধের পাঁউরুটি এবং পচা কাকের ডিমের যুগলবন্দী। অথবা তোষকের নীচে রেখে দেওয়া বাসি কাঠ হয়ে যাওয়া আমসত্ত্ব।
  • s | 182.0.249.87 | ০৩ আগস্ট ২০১৩ ০৪:২৭525992
  • পচা কাকের ডিম? ঃঃ
    বাকি বক্তব্যে কোনো মতামত নেই।
  • Sibu | 226.239.55.156 | ০৩ আগস্ট ২০১৩ ০৪:৪০525993
  • রাইট অ্যাসোসিয়েটিভ গ্রামার মনে হয়।
  • PT | 213.110.246.230 | ০৩ আগস্ট ২০১৩ ০৭:৪৭525995
  • ক্ষেতের শাকও সব শেষ আর শাকেও ভরসা নেই। তাই হাঁস, মুরগী, মার্জার, পচা কাক, তোষক, আমসত্ত্ব ইত্যাদি দিয়ে মাছটাকে ঢাকা দেওয়ার চেষ্টা চলছে। ঘুরে ঘুরে সেই বাম সরকারের আয়নায় মুখ দেখার প্রচেষ্টা কেন?
  • Ishan | 60.82.180.165 | ০৩ আগস্ট ২০১৩ ০৮:২০525997
  • কদিন ধরেই লিখব ভাবছি। লিখেই ফেলি। এই ক্কঃ, ডেডলক, হতবাক, এইসব বিচিত্র নাম নিয়ে লিখে লাভটা কি হচ্ছে? নিজের ইমেজটি প্রকাশ্যে ঠিক রাখব, আর পিছনে ঝাল ঝাড়ব? এ সব খেলা তো অনেক হল, গোপন গপ্পোও অজানা কিছু নয়। এবার বন্ধ করলে হয়না? মুখোশের আড়ালে কেন, মুখোমুখিই খেলুন্না।
  • bb | 127.195.177.222 | ০৩ আগস্ট ২০১৩ ০৮:৪৮525998
  • ঈশান কে ক। এই সব বিভিন্ন নাম নেওয়া লোকেদের অনুরোধ, নিজের নিকে নিজের অব্স্থান লিখুন না। নিজের অবস্থানে বিশ্বাস রাখুন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এই ইমেজ বজায় রাখার খেলা আমারও না পসন্দ।
  • b | 135.20.82.166 | ০৩ আগস্ট ২০১৩ ০৮:৪৯525999
  • একি? কল্লোলদা আর রঞ্জনদা বাদে সব্বাই তো অ্যানোনিমাসলি খেলে এখানে। সিকি, পাই, এইচ, কেডি, শিবু, পিটি, দে, ছোটো আই, বড় আই, ম, এ এক্স..

    এটা কোনো কথা হল?
  • bb | 127.195.177.222 | ০৩ আগস্ট ২০১৩ ০৮:৫০526000
  • তবে তার বাক্যব্ন্ধনী খেয়াল করুণ "অসংগঠিত", "ভুঁইফোড়" ইত্যাদি।
  • aka | 84.82.68.145 | ০৩ আগস্ট ২০১৩ ০৮:৫৫526001
  • একই নিক একটা ডিম্পাউরুটি অব্স্থান।
  • নাম তুমি কার? | 103.115.84.195 | ০৩ আগস্ট ২০১৩ ০৮:৫৯526002
  • কিছুদিন আগে বিপকে বলা হলো দেখ্লাম, গুরুতে লেখাটাই আসল, কে কী নামে লিখ্ল ম্যাটার করেনা।

    আর আসল নামে লিখলে হীরক রাণী কৃষকদরদী হয়ে উঠবে? নাকি হীরক রাণীর উপাখ্যান অন্যভাবে লেখা যাবে?
  • dd | 132.167.12.96 | ০৩ আগস্ট ২০১৩ ০৯:০৭526003
  • ডিডি, সিকি, পাই, এইচ, কেডি, শিবু, পিটি, দে, ছোটো আই, বড় আই, ম, এ এক্স এবং ঈশেন,,,,ইস্তক সর্বনামের লোকেরা একই নামে লিখে আসছেন।
    সেক্ষেত্রে কোন ছদ্মোনামে কে কি লিখলেন তা নিয়ে কারুর মাথাব্যাথা নেই।

    খারাপ লাগে যখোন পরিচিত নিকের কেউ খুব ঝাঁঝালো একটা পোস্ট করতে চান আরেক ভাটুরের উদ্দেশ্যে তখনই টুপ করে আরেকটি নিক নিয়ে সেটা করেন। তখোন মনে হয় সেটা যাকে বলে "উদ্দেশ্যাপ্রণদিত"।

    ভালো নয় ভালো নয় নকোল সে সৌখীন নিকদারী।
  • kc | 188.61.96.29 | ০৩ আগস্ট ২০১৩ ০৯:১০526004
  • বাহ্‌। কদিন আগে বিবিদাই তো আমাকে বকাবকি করে গেল। আইপি লুকিয়ে নিকটিক পাল্টে পকাবুদের এক্জনকে গালাগাল করার প্রতিবাদ করেছিলাম বলে। বিবিদার আজকের কথাগুলো ক্ষুব ভাল লাগল। বিবিদা কুডোস।
  • Sibu | 183.60.205.153 | ০৩ আগস্ট ২০১৩ ০৯:১৫526006
  • শিবুটা কিন্তু আমার নিজের নাম। আপিসেও লোকে ঐ নামেই ডাকে। নিক আমার একটা ছেল, কিন্তু সেটা এখন অলকানন্দা জলে।

    আমার মত হল যে জিনিষটা এনফোর্স করা যায় না সেটা নিয়ে কিছু বলার মানে হয় না। নিক বদলানো নিয়ে নিষেধ আনএনফোর্সেবল।
  • aka | 84.82.64.161 | ০৩ আগস্ট ২০১৩ ০৯:৩৬526007
  • কথা যখন উঠলই তখন নিজ নিকে কদর্য্য ব্যবহার আর অন্য নিকের আড়ালে খোচা দুয়ের মধ্যে বাছাতে বললে কাকে বাছবেন? দুইই হয়, চলে দ্বিতীয় নিয়ে আমরা যতটা সরব প্রথমটা নিয়ে নয়। কেন?
  • PM | 59.248.251.234 | ০৩ আগস্ট ২০১৩ ১০:১৮526008
  • এমন-ও হতে পারে হতবাক নিপা ছিলেন এতোদিন। PT বা bb বা আমার র পোস্ট দেখে রেগে গিয়ে সপা হয়েছেন?
  • kc | 188.61.96.29 | ০৩ আগস্ট ২০১৩ ১০:২০526009
  • নিজ নিকে কদর্য্য ব্যবহার আপত্তিজনক। কিন্তু অ্যাটলিস্ট নিকের মালিকের সেটি ঔন করার সাহস এবং সততা থাকে। দ্বিতীয় ক্ষেত্রে সেই সততাটাও থাকেনা। ফলে দ্বিতীয়টা নিয়ে বেশী সরব হওয়াটাই তো স্বাভাবিক।
  • cm | 127.216.44.92 | ০৩ আগস্ট ২০১৩ ১০:২২526010
  • আকাবাবুর 9:36 ক এর পর ক।
  • bb | 127.195.177.222 | ০৩ আগস্ট ২০১৩ ১০:৩০526011
  • আকা, নিজের নিকে ব্যবহার কদর্য কার মতে? যাদের সঙ্গে মতে মেলেনা, কিন্তু নিকের অধিকারী অন্ততঃ নিজের অবস্থানের দায় নিতে রাজী। কিন্তু পছন্দ না হলে অন্য নামে লিখলাম যাতে অন্যেরা বুঝতে না পারে, সেখানে সৎসাহসের অভাব দেখি।
    কেসি - আপনি ভদ্রলোককে বলেছিলেন আপনারাই ভিড়ে মহিলাদের কনুই মারেন এই ধরণের কিছু, আমি সেটার প্রতিবাদ করেছিলাম।
    আমি এটাও বলে যাই আমি আই পি ধরে লোক চেনায় বিশ্বাসী নই। এইজন্য প্রতি সোমবার নতুন নাম দেখলেই সন্দেহ হয় এটা কি অরিজিত নাকি? ওনার এই নিক পরিবর্তনটাও খুব কঠিন মনে হয় আমার কাছে।

    পিএম - নীপা থেকে সপা হওয়া ভাল , কিন্তু একটাই নিক কেন নয়? বিভিন্ন কেন সেটা প্রশ্ন। পর্দার আড়ালে কে সেই নিয়ে কৌতুহল নেই।
  • cm | 127.216.44.92 | ০৩ আগস্ট ২০১৩ ১০:৩১526012
  • না নিজ নিকে বা ছদ্মবেশে গাল দেওয়াটা কোন মতেই সমর্থনীয় নয়। সবকটাই নিন্দনীয়, কদিন সকলে তাদেরকেও নিন্দা করে দেখুন কি হয়। আমি একজনকেই এই টই এ ওরকম কিছু নিজ নামে লেখা পোস্ট সম্পর্কে অতি সূক্ষ্ম প্রতিবাদ করতে দেখেছি আর নিজেও তাকে সমর্থন করেছি। তবে বেশির ভাগই নীরব দর্শক।
  • ডাক হর্করা | 103.115.84.195 | ০৩ আগস্ট ২০১৩ ১০:৩৩526013
  • হে মোর গুরুবাসীগণ, মেসেজটাই আসল, মেসেন্জার কে তা জেনে কীলাভ? এ প্রসঙ্গে মার্শাল ম্যাকলুহান সায়েবের বক্তব্য স্মরণ করলে আরো ভালো হয়।
  • aka | 34.214.145.19 | ০৩ আগস্ট ২০১৩ ১০:৩৩526014
  • তাহলে প্রশ্ন এইসব খোঁচা, খারাপ ব্যবহার ইত্যাদি নিয়ে বলার কিই বা আছে? আমার তো মনে হয় যাকে বলা হল তার খারাপ লগতে পারে বলে। নিজ নিকেই খারাপ ব্যবহার করুন আর অন্য নিকে দিনশেষে রেসিপিয়েন্টের খারাপ লাগা একই রইল।
  • aka | 34.214.145.19 | ০৩ আগস্ট ২০১৩ ১০:৩৭526015
  • কার সৎ সাহস আছে কার নেই, কে খুচরো পয়্সা ফেরত নেয় না,কে মিলিয়ন ডলারের অধিকারি, কে পেপার লিখে ফাটিয়ে দেয় জেনে আমি কি চাট্টি ভাত বেশি খাব?
  • bb | 127.195.177.222 | ০৩ আগস্ট ২০১৩ ১০:৩৯526018
  • সে আপনি খান বা না খান, ভাল না লাগলে প্রতিবাদ করব।
  • cm | 127.216.44.92 | ০৩ আগস্ট ২০১৩ ১০:৪০526019
  • কেন নীতিশিক্ষকের রোল প্লে করে আত্মশ্লাঘা অনুভব করবেন, রাতে ভাল ঘুম হবে, কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন, প্রোমোশন হবে, আরো চাই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন