এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৮১৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 71.95.189.220 | ০৬ আগস্ট ২০১৩ ০৯:৩১526086
  • কদিন আগে অন্য টই-এ জনৈক ddt বাবু সিঙ্গুরের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গে বোধ হয় বলছিলেন মমতাময়ী নয় নির্মম আন্দোলনই নাকি ভারী ছিল, তা এখন সেটা প্রমাণের সুযোগ এয়েচে। এমন সুযোগ হেলায় হারাবেন না।
  • s | 182.0.249.87 | ০৬ আগস্ট ২০১৩ ১০:২২526087
  • এসব আবার কি ফালতু কথা। ব্যাটা নির্ঘাত বুজি।
    http://www.anandabazar.com/6edit3.html
  • Sibu | 183.60.205.153 | ০৬ আগস্ট ২০১৩ ১০:২৫526088
  • সোমক ইজ সাউন্ডিং ডেসপারেট।
  • potke | 68.68.85.34 | ০৬ আগস্ট ২০১৩ ১১:৪৬526090
  • রাইটো, বাট হোয়াই ইস হি সো ডেসপারেট? আর প্রেসির ইন্টার্ভিউ নিয়ে মিথ্যা কথাগুলো না লিখলেই চলছিলনা ?

    অবাক হওয়া বন্ধ করে দিতে এবার!
  • Avada Kedavra | 131.241.218.132 | ০৬ আগস্ট ২০১৩ ১১:৫১526091
  • প্রেসির ইন্টারভিউ কেমং?
  • lcm | 118.91.116.131 | ০৬ আগস্ট ২০১৩ ১১:৫৭526092
  • স্কাইপ-এ
  • cm | 71.95.189.220 | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৪526093
  • আর মঙ্গলগ্রহ থেকে এলেই কেউ বড় শিক্ষাবিদ বা গবেষক হয়ে যায়না।
  • PT | 213.110.243.23 | ০৬ আগস্ট ২০১৩ ১৮:১২526095
  • সোমকবাবু অনেক গপ্প-গাছা লিখেছেন। হয় ভারতের বিভিন্ন institute সম্পর্কে তাঁর কোন ধারণাই নেই নাহলে বর্তমান সরকারের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এইসব লিখছেন।

    "এ দিকে ভারতের ইনস্টিটিউটগুলোতে যাঁরা গবেষক, তাঁরা ডক্টরেটের কাজ করাবার মতো ছাত্র পান না।"-এর চাইতে নির্জলা মিথ্যে কথা আগে কখনো শুনেছি বলে মনে করতে পারছি না।
  • potke | 233.239.151.53 | ০৬ আগস্ট ২০১৩ ১৮:১৪526096
  • Thething to wonder is Somak is a brilliant guy কি দায় পড়ছে ওর এই কথাগুলো বলার?
  • potke | 233.239.151.53 | ০৬ আগস্ট ২০১৩ ১৮:১৭526097
  • সেই পিটিদা, বছর কুড়ি আগে হলে সোমকের কথাগুলো মানা যেত,এখন এত ছাত্র যে হ্যান্ডল্করা যায় না!
  • maximin | 69.93.203.158 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:০৬526098
  • PT কে কোট করে বলি amazing আমাদের পান্ডিত্য ও দুঃসাহস।
  • aka | 209.106.164.51 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:০৮526099
  • কোত্থেকে কি পান্তাভাতে ঘি। এই টইয়ের গতিপ্রকৃতি বোঝা অসম্ভব।
  • lcm | 118.91.116.131 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:৪৭526100
  • না, কেনো, এই যে লিখছেন, ভালোই চলছে তো! প্রেসিডেন্সি কলেজ থেকে ইউনিভার্সিটি হবার পরে, ভালোই হচ্ছে তো। ১২০ জন নতুন অধ্যাপক, আরো ২২ জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮ জন জয়েন করে কিছুদিন পরে ছেড়ে দিয়েছেন। এমন কিছু বড় সংখ্যা নয় - হতেই পারে।
    মাস্টার্সে ভর্তিতে উৎসাহী ছাত্রছাত্রীদেরও অভাব নেই।

    মাঝে একবার ল্যাব ভাঙচুর - এসব হয়ে ....। স্ট্রং সিকিওরিটি লাগানো উচিত - উইনির নিজস্ব ক্যাম্পাস পুলিশ... এসেট্রা।
  • maximin | 69.93.203.158 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:৪৯526101
  • সোমক লিখেছেন আমরা চোর-ডাকাত নই, ব্যবসা-বাণিজ্য বা রাজনীতি করতে আসিনি, তবে পড়াশোনা আর গবেষণায় আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে।' নাকি বর্তমান সরকারের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এইসব লিখছেন !!!!
  • maximin | 69.93.203.158 | ০৬ আগস্ট ২০১৩ ২০:১৫526102
  • 'শিক্ষকদের গবেষণার অভিজ্ঞতা না থাকলে ছাত্রদের পূর্ণ শিক্ষা ও গবেষণার স্বাদ দেওয়া অসম্ভব। পাঠ্যক্রম স্থিতিশীল অচল হয়ে গেলে ছাত্রদের আগ্রহ চলে যায়। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষত এ রাজ্যে, পাঠ্যসূচি পিছিয়ে পড়েছে ক্রমাগত। তার ফলে ভাল ছাত্ররা পড়াশোনা করতে আগ্রহ পাচ্ছে না। যারা পড়ছে, সেই ছাত্রদের এই রাজ্যের কলেজগুলো থেকে দেশের অন্যত্র ও বিদেশে গিয়ে তাল মিলিয়ে পড়াশোনা করতে অসুবিধে হচ্ছে।'

    এটা নিয়েও কি কারও কোনও সন্দেহ আছে?
  • lcm | 118.91.116.131 | ০৬ আগস্ট ২০১৩ ২০:১৭526103
  • না, ধুস। ঠিকই তো লিখেছেন। আর সরকারের কাছে গ্রহণযোগ্যতার কি আছে, এ তো সরকারি আপিস নয়। কোনোদিন ছিল ও না। বাম-ডান কোনো আমলেই নয়।

    আর, কলেজ থেকে ইউনিভার্সিটিতে ট্রান্সফরমেশনের একটু সময় তো দিতে হবে। স্নাতোকোত্তর পড়াশোনা, গবেষণা - এসবের পরিকাঠামো বানানোর সময় তো চাই।

    হবে, হবে। লোকজন বড় অধৈর্য আর পেসিমিস্টিক হয়ে যাচ্ছে।
  • maximin | 69.93.203.158 | ০৬ আগস্ট ২০১৩ ২০:৩০526104
  • গবেষণার পূর্ব অভিজ্ঞতাই যথেষ্ট নয়, গবেষণা চালিয়ে যাওয়াটা জরুরি। কারণ বিষয় নিজেই চলমান। শিক্ষক পিছিয়ে পড়লে ছাত্ররা অনুভব করে যে তারাও পিছিয়ে পড়ছে। পুরোনো ইউনিভেরর সঙ্গে তুলনা করে প্রেসিকে গালি দেওয়া সফট অপশন। যারা চেষ্টা করছেন তাঁদের সম্মান করা বোধ-হয় অতটা সহজ হচ্ছে না।
  • pinaki | 148.227.189.9 | ০৬ আগস্ট ২০১৩ ২২:০৩526106
  • সোমকবাবুর 'ধান্দা' ইত্যাদি নিয়ে কোনো ধারণা নেই। কিন্তু লেখাটা তো ব্যালান্সড লাগল। একমাত্র প্রেসির উন্নতি দিয়েই সমস্যার সমাধান হবে কিনা সে অন্য প্রশ্ন।

    আর এটা তো কিছুটা ঠিকই যে সবচেয়ে উপরের দিকের (রেজাল্টের দিক থেকে) ছেলেমেয়েরা পিএইচডি করতে বাইরে চলে যায়। সাধারণ ট্রেন্ড হিসেবে কথাটায় ভুল কোথায়? ইঞ্জিনিয়ারিং এ তো মাস্টার্সটাও অধিকাংশ ছেলেমেয়ে বাইরে করা প্রেফার করে।
  • Ishan | 202.43.65.245 | ০৬ আগস্ট ২০১৩ ২২:২৫526107
  • আমার স্পিরিটেড লাগল লেখাটা। খুব চিন্তাভাবনা আছে বলে মনে হলনা। অবশ্য সবকিছু প্রকাশ্যে লেখার মতো নাও হতে পারে। তবে স্পিরিট তো ভালো জিনিস। লোকে বার্মিংহামের বাড়িঘর বেচে যখন আসে কিছু একটা করবে বলেই আসে।
  • PT | 213.110.246.230 | ০৬ আগস্ট ২০১৩ ২২:৪৫526108
  • সবাই জানে যে প্রেসিডেন্সি আগে কলেজ ছিল-সেখানে গবেষণাটা হবে কি করে? সবাই জানে যে এইসব ব্যাপারে সময় লাগে। সমস্যা হচ্ছে যে প্রেসি নিয়ে বর্তমান সরকারই হাইপ তৈরি করেছে।

    সারা ভারতে প্রচুর- শুধু বাঙালীই আছে যারা বিভিন্ন দেশে তাদের সংসার তুলে নিয়ে ভারতে ফিরে এসছে পড়ানো বা গবেষনার কাজে। সোমক এমন কিছু বিরাট কাজ করেননি।
  • T | 24.139.128.15 | ০৬ আগস্ট ২০১৩ ২২:৫৪526109
  • প্রেসি থেকে অধ্যাপক চলে যাওয়া নিয়ে আনন্দবাজার ছাড়া অন্য কোন কাগজ ধারাবাহিক কাঁদুনি গেয়েছে বলে দেখিনি। তো, ভদ্রলোক যা লিখেছেন, তাতে আবাপ যে প্যানিক ভালোই ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। অন্য কোন উপর মহল থেকে চাপ ইত্যাদিও থাকতে পারে।

    বাইরের নামজাদা ইউনি থেকে তুলে আনা রিক্রুট প্রেসির আবহাওয়া বদলে দেবে নিশ্চয়ই। ভাল ছাড়া খারাপের কোনো কারণ দেখি না। এটা যাদবপুরেও অবশ্যই দরকার।
  • PT | 213.110.246.230 | ০৭ আগস্ট ২০১৩ ০৮:৩৩526111
  • নন্দীগ্রামের নিরাপরাধ বিপ্লবীদের সঙ্গে সিবিআইএর একিরম ব্যাভার?

    "নন্দীগ্রামের ১৩০ জন আন্দোলনকারীর বিরুদ্ধেও একই সঙ্গে চার্জশিট দিয়েছে সিবিআই। তাদের যুক্তিঃ, ঘটনার দিন পুলিশের নিষেধ সত্ত্বেও অবৈধ জমায়েত করে তারা পুলিশকে আক্রমণ করেছিল। ঘটনাচক্রে, ওই আন্দোলনকারীদের সকলেই যে শুধু তৃণমূল সমর্থক তা-ই নয়, বর্তমানে ওঁদের অনেকে তৃণমূলের টিকিটে জিতে আসা পঞ্চায়েতের প্রতিনিধিও।"
    http://www.anandabazar.com/archive/1130806/6med1.html

    অবিশ্যি এটা বিশ্বাসযোগ্য কিনা কে জানে-সংহতি ছাপেনি বোধহয়।
  • ল্যান্ডইয়ুসম্যাপ | 103.115.84.195 | ০৭ আগস্ট ২০১৩ ০৯:৩৮526113
  • ওমা দেখেছো ওরা কি পাজি? দিদিকে কিছুই না জানিয়ে চাষজমিতে শিল্পপার্ক বানিয়ে দিল?

    এদিকে যে গুরুদাদা আর গুরুদিদিমনিরা দিদির ল্যান্ডইয়ুসম্যাপের লিন্কটিন্ক দিয়ে ফেল্ল তার কি হবেগো? এখন কি ল্যান্ডইয়ুসম্যাপে সিঙ্গুরের জমিকে তেফসলি জমির বদলে শিল্পজমি হিসেবে দেখানো হবে? আর সেখানে কি শ্রমনিবিড় শিল্প হবে? গুরুজনরা মিলে দিদির জন্য আরেকটা খসড়া বানিয়ে ফেল্লে হয়না? মানে গুরুজনরা দিদির কথা এতো মান্যি করেতো, তাই বলছিলাম।
  • pinaki | 227.211.165.118 | ০৭ আগস্ট ২০১৩ ১১:৫৭526114
  • ও মা, কি বুদ্ধি দেকেচো মেঘনাদবাবুর!
  • Avada Kedavra | 24.99.244.160 | ০৭ আগস্ট ২০১৩ ১২:০০526115
  • এম্মা, আম্মো তো কত বছরের সবকিছু গুটিয়ে পাটিয়ে চলে এলুম। কিন্তু দ্যাখো, কেউ এখনো স্পিরিটেড বল্ল নাঃ-(
  • quark | 24.139.199.12 | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৭526117
  • কিন্তু প্রেসি কলেজকেই কেন ইউনিভার্সিটি কত্তে হ'ল, ইউনিভার্সিটি (যদুপুর কিংবা কলকাতা) কেই কেন আরো উন্নত করা গেল না, এ বিষয়ে জ্যানাগ্যানের কী মত?
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৯526118
  • ও অনেক ঝামেলা, অনেক কাজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন