এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৮৭২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 188.61.96.29 | ০৪ আগস্ট ২০১৩ ২০:২৬526054
  • সেতো নরেন মোদীর ক্ষেত্রেওতো শুনেছি একটাও চার্জ আনা গেলনা, সব অভিযোগই ক্লিন চীট পেয়ে গেল, কিন্তু তার আগে জনমত তো তৈরি হয়ে গেল লোক খুন করিয়েছে বলে। এহেন পরিপক্ক রাজনৈতিক প্রজ্ঞা দেখে হাসি পাবারই কথা, কিন্তু পায়না। খিদে পেয়ে যায়,

  • PM | 233.223.152.110 | ০৪ আগস্ট ২০১৩ ২০:২৬526053
  • প্রাইমা ফেসি না থাকলে কোর্ট রিম্যান্ড দেয় না। কিন্তু প্রাইমা ফেসি থাকলেও তা দোষী প্রমান করার জন্য যথেষ্ঠ নাও হতে পারে। সেক্ষেত্রে কোর্ট বেল/মুক্তি দেবে।

    দেবলিনাকে যদি প্রাইমাফেসি ছাড়া আটক করা হয়ে থাকে তাহলে উনি দুটো কাজ অবশ্যই করতে পারেন-
    ১। মানবাধিকার কমিশনে যেতে পারেন ( অম্বিকেশ বাবুর ক্ষেত্রে যা হয়েছিলো)
    ২। ক্ষতিপুরন চেয়ে মামলা করতে পারেন।

    দুটোর একটাও কি তিনি বা তাঁর সমব্যথী নকসালধীকার কর্মীরা করেছেন? করে থাকলে তার ফল কি হয়েছে?

    সেক্ষেত্রে আপনি-ই বা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে প্র্রাইমা ফেসি ছিলো না?
  • a x | 86.31.217.192 | ০৪ আগস্ট ২০১৩ ২০:২৮526055
  • নরেন মোদী জেলে বসে আছেন উইদাউট চার্জ?
  • kc | 188.61.96.29 | ০৪ আগস্ট ২০১৩ ২০:৪০526056
  • তক্কোটা কি নিয়ে ? উইদাউট চার্জ জেলে যাওয়া নিয়ে? নাকি উইদাউট চার্জে জেলে পুরে দিয়ে জনমত গঠন করা নিয়ে? নাকি জেলে না ঢুকিয়েই জনমত গঠন করা নিয়ে? নাকি সিলেক্টেড ইস্যুতে হাসি পাওয়া নিয়ে?
  • PT | 213.110.243.23 | ০৪ আগস্ট ২০১৩ ২০:৫৭526057
  • নন্দীগ্রামের পুলিশের গাড়ি পোড়ান ক্ষমাযোগ্য কিন্তু দার্জিলিঙে পুলিশের গাড়ী আটকানো নয়ঃ

    Six members of Gorkha Janmukti Morch (GJM) were on Sunday arrested for stopping the vehicle of Superintendent of Police during the bandh in Darjeeling hills. http://www.thehindu.com/news/national/other-states/gjm-supporters-arrested-normal-life-hit-in-darjeeling/article4988508.ece

    সেই সব বুজিরা, মানবাধীকার কর্মীরা এখন কোথায়? কিংবা তাদের কাছে একজন সম্ভাব্য মাওবাদীর গ্রেপ্তার বেশী গুরুত্ব পায় কেন?
  • a x | 86.31.217.192 | ০৪ আগস্ট ২০১৩ ২১:১৫526058
  • একদিকে কোটি কোটি টাকা খরচ করে বিদেশী PR ফার্ম নিয়োগ করা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটের বিরুদ্ধে অতি ক্ষুদ্র জনমতের সাথে অন্য দিকে নাম না জানা অতীব ক্ষুদ্র রাজনৈতিক কর্মীর কিডন্যাপ, বিনা ওয়ারেন্টে সার্চ ও জেলে পোরা - এই দুইএর তুলনাতে হাসি পাওয়া। রাজনৈতিক পরিপক্কতার এই স্কেলে গড় করি।
  • Sibu | 183.60.205.153 | ০৪ আগস্ট ২০১৩ ২১:২৩526059
  • সবাই মিলে অক্ষদাকে এরকম ক্ষ্যাপাচ্ছে কেন?

    কেসি কি ভাল একটা ডিম্পাউরুটির ফোটো লাগিয়েছে। দেখেই দাদুর দোকানে যেতে ইচ্ছে করছে।
  • a x | 86.31.217.192 | ০৪ আগস্ট ২০১৩ ২১:২৪526060
  • খেপছিনা দেখে শিবু কি দলবাজিতে নাম লেখাল শেষে? ঃ-)
  • a x | 86.31.217.192 | ০৪ আগস্ট ২০১৩ ২১:২৮526062
  • মাওবাদী -

    http://www.tehelka.com/soni-soris-husband-anil-futane-passes-away/

    While in jail he was beaten so severely he became paralyzed. Soni, Anil’s wife, is still lodged in Jagdalpur central jail and his last rites were performed in her absence.

    মাওবাদী সিপিআই ঃ-)

    NRK Pillai, a CPI leader and a senior journalist from Dantewada, says that the police left Anil at his house in the Geedum tehsil of Dantewada.

    এফেক্ট অফ জনমতঃ

    Although he had been acquitted in all the cases, no one came forward for his treatment. Pillai says he had gone to Anil’s house to meet him and saw that he was in serious need of medical attention. He talked to his associates in Delhi regarding Anil’s health and was advised to send him to Delhi for proper treatment. According to Pillai no one came forward to take Anil to Delhi because of police fear.

    হাসিটা বোধহয় চেশায়ার ক্যাটের।
  • T | 24.139.128.15 | ০৪ আগস্ট ২০১৩ ২১:৪৬526063
  • "তদন্তকারীদের দাবি, চণ্ডী সরকার যে-কাজ রাজ্য স্তরে করছেন, সেই কাজই কলকাতা শহর ও আশপাশে করছিলেন জয়িতা। বিভিন্ন গণ সংগঠনের মধ্যে সমন্বয় সাধন, তাদের আড়ালে পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বিভিন্ন কলকারখানা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সংগঠন তৈরি এবং শহর ও শহরাঞ্চলের সঙ্গে জঙ্গলমহলের যোগসূত্র স্থাপন করা এ সব কাজই করছিলেন জয়িতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তন ছাত্রী, ৩০ বছরের তরুণী অবশ্য মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী বলেই পরিচিত।...মাওবাদী কার্যকলাপে জয়িতার জড়িত থাকার অভিযোগ পুলিশ বহু দিন ধরেই করে আসছে। কিষেণজির দেহ আনতেও দু’জনে এক সঙ্গে মেদিনীপুরে গিয়েছিলেন। " ---আবাপ

    এবং আবাপ এও বলছে যে, "এক তদন্তকারী অফিসারের কথায়, “জয়িতা দাস যে মাওবাদীদের কলকাতা সিটি কমিটির সদস্য, তার প্রমাণ এত দিন আমাদের হাতে ছিল না। কিন্তু অন্য দুই মাওবাদী নেতার চিঠি চালাচালি থেকে আমরা বিষয়টি জানতে পারি। সেই চিঠি আমাদের হাতে আসার পর জয়িতাকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও বাধা থাকেনি।"

    এখবর যদি সত্যি হয়, তবে দুটো সন্দেহ। এক, মাওবাদী নেতাদের চিঠি চালাচালি পুলিশের হাতে পৌঁছে যাচ্ছে মানে সিক্রেসির মা বাপ। আর দুই,
    এমন একটি গণসংগঠনের নেত্রী, যাঁর উপর সংগঠন বাড়ানোর দায়িত্ব রয়েছে, তিনি যে একটু আন্ডারকভার থাকবেন, সেটাই তো প্রত্যাশিত। কিষেনজীর মৃতদেহ ইত্যাদি আনতে গিয়ে পুলিশের নজরবন্দী হয়ে পড়ার চান্স আছে জেনেও এই ঝুঁকি কেউ নেয়?

    শুধু সেশায়ার ক্যাট কেন সমস্ত বেড়ালরাই হেসে ফেলবে এর পর।

    খবর মিথ্যে হলে অবশ্য কিছু বলার নেই।
  • kc | 188.61.96.29 | ০৪ আগস্ট ২০১৩ ২১:৪৮526064
  • অক্ষদাও কিন্তু দক্ষ হাতে সুক্ষ্ম করে গোলপোস্ট সরায়। সোনি সোরিকে নিয়ে কথা হচ্ছিল না। কথা উঠেছিল দুতিন বছর আগে রোজ দুতিনটে করে খুন হওয়া নিয়ে নৈশব্দ ও আজকের মাওবাদী সন্দেহে গ্রেফতার নিয়ে উচ্চকিত প্রতিবাদ বিষয়ে।

    'হাসি' কে কাট-পেস্ট করে অন্য জায়গায় চালিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে।
  • Sibu | 183.60.205.153 | ০৪ আগস্ট ২০১৩ ২১:৫৩526065
  • T-কে। সংগঠন ছোট হলেই যে তাদের অপদার্থতাতেও ছোট হতে হবে এমন কোন কথা নেই।

    অবশ্য মিডিয়া মিথ্যে কথা বললে ইঃ।
  • kc | 188.61.96.29 | ০৪ আগস্ট ২০১৩ ২১:৫৯526066
  • শিবুদা, ওই বইটা পড়া হল? ;-)
  • Sibu | 183.60.205.153 | ০৪ আগস্ট ২০১৩ ২২:০৩526067
  • পড়ছি। মেয়ের ভয়ে রাত্তিরে নুকিয়ে নুকিয়ে পড়ছি। ফার্স্ট ভল্যুমটা তেমন কিছু জ্যুসি বলে মনে হচ্ছে না এখনো। তবে এক কলীগ ভরসা দিয়েছে গভীরে গেলে ...
  • kc | 188.61.96.29 | ০৪ আগস্ট ২০১৩ ২২:০৮526068
  • আরে শিবুদা, ওই বইটা না। আমি বলছি সেই একটা বইএর কথা যেটা রিসেন্টলি পাঠালাম। অ্যারন জেমসের।
  • Sibu | 183.60.205.153 | ০৪ আগস্ট ২০১৩ ২২:১৪526069
  • অ্যা%&^&^* এ থিওরী-টা তো? না ওটা এখনো ধরিনি। ওটা প্রায়োরিটাইজ করব বলছ?
  • Sibu | 183.60.205.153 | ০৪ আগস্ট ২০১৩ ২২:১৮526070
  • ও হ্যাঁ, কেসি ঐ বইটা পড়তে বলায় আমি এট্টুও অফেন্স নেই নাই। ;-)
  • kc | 56.186.191.45 | ০৪ আগস্ট ২০১৩ ২২:১৯526071
  • অফ কোর্স ঃ-))
  • Rivu | 209.234.155.34 | ০৪ আগস্ট ২০১৩ ২২:২০526073
  • একটা কথা বুঝিনা। জয়িতার গ্রেপ্তারে যে প্রতিবাদ করছে, তাকে কেনই বা সর্বদা আগে মুচলেকা দিয়ে রাখতে হবে যে জ্ঞানেশ্বরী কান্ডে প্রতিবাদ করেছিলুম বাপু। সোনি সরির জন্যে গলা না ফাটালে কেনই বা জ্ঞানেশ্বরী কান্ডের জন্যে নিন্দা করা যাবেনা।

    কামদুনির মেয়েটির দুর্ভাগ্যে যাঁরা এক হয়েছিলেন, তাঁদের কি প্রশ্ন করা হয়েছিল যে আপনি দিল্লির মেয়েটির জন্যে চোখের জল ফেলেছিলেন কিনা?

    দিম্পাউরুতি তো বটেই, গোল গোল দিম্পাউরুতি। মিষ্টি মিষ্টি বানরুটির দিম্পাউরুতি।
  • a x | 138.249.1.198 | ০৪ আগস্ট ২০১৩ ২৩:৫৪526074
  • আজ্ঞে না কেসি, আপনি বললেন, আরে তুই ব্যাটা ডাক্তার আমায় জ্বরের ওষুধ দিলি না কেন? আমি বললাম কী মুশকিল আমি ডাক্তার কেন হব, আপনি বললেন, ফের গোলপোস্ট সরানো, আগে বল ওষুধ দিলি না কেন! ব্যপারটা এইরকম। বুঝলেন তো?
  • kc | 188.61.96.29 | ০৫ আগস্ট ২০১৩ ০০:০২526075
  • বিশ্বাস করুন, সত্যি বলছি, এক্কেরে তিন সত্যি, কিছুই বুঝলাম না।
  • a x | 138.249.1.202 | ০৫ আগস্ট ২০১৩ ০০:০৮526076
  • কাল বোঝাব। আজ ছুটি।
  • কল্লোল | 111.63.130.72 | ০৫ আগস্ট ২০১৩ ২১:০৬526077
  • বেশ লিখেছে। ইমানুলের সাথে অনেক ব্যাপারে মতে মিলতো না। ভাষা চেতনা সমিতিতে তাই নিয়ে প্রচুর বিতর্কও হয়েছে। কিন্তু এই লেখাটা বেশ লিখেছে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5542&boxid=33943109
    এটাও বেশ।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5542&boxid=3400843
    এটার সাথে সব জায়গায় একমত নই। কিন্তু এটাও তো একটা দেখা/বোঝা।
  • PT | 213.110.246.230 | ০৫ আগস্ট ২০১৩ ২২:৫০526078
  • "ক্ষমতায় আনা বা ফেলা কি সংস্কৃতি কর্মীদের কাজ?"-বাঃ, এতদিন লাগল বুঝতে আর তাই নিয়ে নিবন্ধ লিখতে?
  • maximin | 69.93.202.71 | ০৬ আগস্ট ২০১৩ ০২:২৫526079
  • সবই তো হল, প্রতিবাদ করতে 'ভালো লাগল', কিন্তু এটা যে খুনের মামলা তা কি আমরা ভুলে গেলাম? এখানে আর কোনও পোস্ট দেখলাম না।

    The family has been running from the pillar to post for justice. The ailing mother has not taken a square meal since that day. (Jyotipriya Mullick said, "The family has lost confidence on some villagers who are playing political game with them.")
  • Sibu | 84.125.59.177 | ০৬ আগস্ট ২০১৩ ০৬:১৯526080
  • খুনের মামলা? ও হ্যাঁ।

    তা দিদির ভায়েরা এত কষ্ট করে সিপিএম তাড়িয়ে গনতন্ত্র কায়েম করল, দু-চারটে এরকম বলি তো নেবেই।
  • s | 182.0.249.87 | ০৬ আগস্ট ২০১৩ ০৮:৪১526082
  • আবার শুদ্ধিকরণ। ঃ)
    http://www.anandabazar.com/6raj1.html
    সার্ফ পাউডারের সাপ্লাই এবার ফেল মেরে যাবে।
  • PT | 213.110.246.230 | ০৬ আগস্ট ২০১৩ ০৯:২৪526085
  • এটা কি অপ্রত্যাশিত ? বেচার মত সৈনিক নিয়ে "আন্দোলন" (?!) করলে তো এটাই হওয়ার কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন