এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২২২৪৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২২:৫৮525920
  • খুবই খারাপ হয়েছে।

    কিন্তু ১৯৪৮-এ বামেরা ক্ষমতায় না থাকায় এ প্রসঙ্গে আমার কিছু বলার নেই। এই কাজটি পব-র রূপকারের আমলে হয়ে থাকলে তার বিরুদ্ধে কিছু বলা উচিৎ নয় বোধহয়। এমনকি সিঙ্গুরের কৃষক আন্দোলনের নেত্রীকেও এই প্রসঙ্গে কিছু জিগালে তিনিও বিধান রায়ের পক্ষেই সায় দেবেন। তবে জেনে আনন্দ পেলাম যে বামেরাই প্রথম চাষের জমি ব্যবসার জন্য অধিগ্রহণ করার চেষ্টা করেনি।

    তার পরে "সেই জমি হিন্দমোটোর্স শ্রীরাম প্রপার্টিকে বেচে" দিল কি দেশের আইন-কানুনের বাইরে গিয়ে? সত্যি বলছি এই প্রসঙ্গে আমি কিছুই জানি না। আর "পয়সা গুলো কাদের পকেট থেকে কাদের পকেটে গেল?" সে প্রশ্নেরও উত্তর নেই আমার কাছে। তবে এই বেচাবেচির ফলে বুদ্ধ-বিমান-নিরূপমের অনততঃ তিন তলা বাড়ি হওয়া উচিৎ ছিল। কিন্তু তাদের তেমন কোন বাড়িঘর আছে বলে কেউ বলেনি। তাহলে টাকাগুলো খেল কে?

    তবে আমি যে ২৫০ সংখ্যাটা খুবই ভুল দেখিয়েছিলাম সে ব্যাপারে এখন আর আমার কোনই সন্দেহ নেই। কিন্তু ঊষা ৪০০০ কর্মীসহ বিশাল লাভজনক ব্যবসা বন্ধই বা করে দেওয়ার চেষ্টা করল কেন সেটার উত্তরের খোঁজে থাকলাম।
  • a x | 138.249.1.202 | ০১ আগস্ট ২০১৩ ২৩:০৭525921
  • কেউ এখানে লেখেনি লেফট ফ্রন্টই প্রথম চাষের জমি অধিগ্রহণ করেছে। কেউ লেখেনি বুদ্ধ বিমানের নিজের পকেট ভরেছে। এগুলো বলে কি স্কোর করতে চান?

    হ্যাঁ ১৯৪৮-এ বামেরা ক্ষমতায় ছিলনা।

    এবং, নিউজফ্ল্যাশ - এই সময় ঐ জমি অধিগ্রহণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সিপিএমের লোকেরাই। মনোরঞ্জন হাজরা এবং আরো অনেকে।
  • কল্লোল | 125.242.217.254 | ০১ আগস্ট ২০১৩ ২৩:১৮525922
  • পব'র রূপকারটা আবার কে?
    ঐ যে লোকটা মাসুল সমীকরণ মেনে নিয়ে পবয়ের পশ্চাতে আর সল্লেক করে কলকাতার নিকাশী ব্যবস্থার পশ্চাতে বাঁশ দিয়েছিলো? যে লোকটা ভোট গোনার সময় লাইটের কানেকশন কেটে দিয়ে ভোটে জিতেছিলো?
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২৩:২৩525923
  • স্কোর করার কোন ইচ্ছা নাই। কিন্তু যেসব প্রশ্ন ইত্যাদি তোলা হচ্ছে তার কতগুলো প্রশ্নকর্তা বা উত্তরদাতার সিলেবাসের মধ্যে পড়ে সেটাই আমার এখন প্রধানতম চিন্তা।

    প্রথমতঃ সুলেখা বা উষা কেন তাদের কারখানাগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল এর উত্তর খুঁজতেই তো গোটাকতক থিসিস নেমে যাওয়ার কথা। সেখানে আমরা ২-৪ লাইন লিখে বা দু-একটা লিং দিয়ে উত্তর দিয়ে ফেলছি। এমনকি অমর্ত্য সেন বা প্রনব বর্ধন যারা সারা জীবন কাগজ-কালি খড়চা করে শক্ত শক্ত তত্বের সঙ্গে লড়ে চুল পাকিয়ে ফেললেন তারাও রেহাই পাচ্ছেন না। amazing -আমাদের পাণ্ডিত্য এবং দুঃসাহস!!
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২৩:২৫525924
  • কল্লোলদার কপাল ভাল যে স্বাধীনতার পরে পরেই পব-মুখ্যমন্ত্রী হতে হয়নি!!
  • a x | 138.249.1.202 | ০১ আগস্ট ২০১৩ ২৩:২৬525925
  • তালে শুধু শুধু আর তক্ক করছেন কেন? এরকম রিয়ালাইজেশন নিয়ে?
  • Ishan | 214.54.36.245 | ০১ আগস্ট ২০১৩ ২৩:২৮525927
  • পিটির সিলেবাস টা কি?

    আর আপনি দুটি ২-৪ লাইন লিখেই উত্তর দিয়ে ফেলেন বলে, বাকিরা কেউ ২-৪ লাইনের বেশি খোঁজ রাখেন না একথা বলার দুঃসাহস আপনাকে কে দিল?
  • a x | 138.249.1.206 | ০১ আগস্ট ২০১৩ ২৩:২৮525926
  • আর আরো একটা নিউজফ্ল্যাশ আপনার জন্য - এই মনোরঞ্জন হাজরার নাম লিখলাম, একেই পার্টি সাসপেন্ড করে, যখন ওপেনলি বেনোজল ঢোকানোর বিরুদ্ধে প্রতিবাদ করেন, লেখালেখি করেন। ৮০'র মাঝামাঝি সময়।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২৩:২৮525929
  • অন্যদের পাণ্ডিত্য যখন সহ্যের বাইরে চলে যায় তখন একটা আধটু লিখি আরকি!! after all মানুষ তো!!
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৩০525930
  • এও তো সকলেরই জানা যে যাদের যাদের পার্টি বহিষ্কার করেছে তারা সকলেই আরও better কম্যুনিস্ট ছিল।
  • PM | 59.248.251.234 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৩১525931
  • আরেকটা খবর জানিয়ে রাখি খইতানের কোলকাতা ফ্যক্টারী-ও শিগ্গির বন্ধ হবে। উৎপাদন গুরগাঁও এর কারখানায় সরে যেতে শুরু করেছে।

    কলকাতায় কারখানাটি বাই-পাসের ধারে। যেখানে এখন জমির সোনার দাম। কারখানা বন্ধ হবার পরে ঐ জমিতে কি হবে তা বলার জন্য কোনো প্রাইজ নেই ।

    বিঃ দ্র ঃ এই পরিবর্তনে দিদির সত্যি-ই কোনো ভুমিকা নেই
  • T | 24.139.128.15 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৩৩525932
  • সিঙ্গুরের সপক্ষে বা হীরক রাণীর বিপক্ষে যারা বলছে তাদেরকে মাঝে মাঝে বেলতলা থেকে চেঁচিয়ে পিটির পোঁ ধরা পাবলিক বলে যে নিদান হাঁকা হচ্ছে সেই সাহস বা দুঃসাহসকেও আশা করি ঈশানবাবু প্রশ্ন করবেন।
  • a x | 138.249.1.198 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৩৫525933
  • আপনার সহ্যসীমা এবং সম্পূর্ণ ইনকোহেরেন্ট তর্কের ধারা কোনটাতে বেশি মুগ্ধ হব বুঝতে পারছিনা।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৩৯525934
  • মতে না মিললেই এনারা অন্যদের-"ইনকোহেরেন্ট" বলে গাল দেন আবার একই সঙ্গে সিপিএম কাউকে বহিষ্কার করলে লিখিত ভাবে সেই সিদ্ধান্তকে কটাক্ষ করেন।
  • T | 24.139.128.15 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৪১525935
  • এবং, কল্লোল বা রঞ্জনদা (ঠিক কে বলেছিলেন মনে পড়ছে না) ইত্যাদিদের বিখ্যাত 'কুত্তা লগ্নে জন্ম, ফলে চেঁচিয়েই যাব...' জাতীয় মতামতও বোধহয় ডিম ও পাঁউরুটি তত্ত্বের সমান মর্যাদা পাবে। আশা করি।
  • a x | 138.249.1.198 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৪৩525936
  • আইস্সাটা পাণ্ডিত্য নিয়ে পোস্টটা কি আপনার পোল্টার্গাইস্ট করল নাকি?

    এই যে কোহেরেন্সের নম্নুনা -

    "কেউ এখানে লেখেনি লেফট ফ্রন্টই প্রথম চাষের জমি অধিগ্রহণ করেছে। কেউ লেখেনি বুদ্ধ বিমানের নিজের পকেট ভরেছে। এগুলো বলে কি স্কোর করতে চান?"

    - "স্কোর করার কোন ইচ্ছা নাই। কিন্তু যেসব প্রশ্ন ইত্যাদি তোলা হচ্ছে তার কতগুলো প্রশ্নকর্তা বা উত্তরদাতার সিলেবাসের মধ্যে পড়ে সেটাই আমার এখন প্রধানতম চিন্তা।"
  • ddt | 135.20.82.166 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৪৭525937
  • বামপন্থীর পোস্টের জবাব,

    'ভুল বুঝেছেন, হয়্ত আমারি লেখার ভুলে। খেয়াল করে দেখুন, আমি লিখেছি "জমির দলিল না থাকা, সরকারী ক্ষতিপূরণ না পাওয়ার সম্ভাবনা ইত্যাদি"। ভাগচাষী, ভূমিহীন চাষী, মুটে, এদের সবাইকে ধরে নিয়েই আমি এই দুটো সম্ভাবনার কথা লিখেছিলাম। সরকারের উচিত ছিল এদের সবাকার কথা মাথায় রেখে প্যাকেজ বানানো, পার্টির উচিত ছিল এদের কথা সরকারের কানে পৌছনো, বিরোধীদের উচিত ছিল এদের দাবিদাওয়া নিয়ে সরকারকে চাপে রাখা। নিজনিজ দায়িত্ব কেউই পালন করেনি।'

    ধরে নিলুম আপনি বাকিদের কথাও ভেবেছিলেন। তা, বিরোধীদের পক্ষে সরকারকে চাপে রাখা সম্ভব ছিল আপনি সত্যি সত্যি মনে করেন? ২৩৫-৩৫-এর হুঙ্কারের কথা আরেকবার মনে করে দি।

    'একমত। নানাধরণের পরামর্শদাতার দরকার ছিল। কিন্তু এটাও ঘটনা, বুদ্ধবাবুর সরকারকে সেই যায়্গায় যাবার সুযোগ দেওয়া হয়নি, তার আগেই সব ভন্ডুল করে দেবার খেলা শুরু হয়ে গেছিল।'

    তথাকথিত শিল্পায়ন শুরু করেছিলেন বুদ্ধবাবু, অন্য কেউ না। ডু ইট নাও, ভোটের পর রতনের সাথে ঝটপট বৈঠক, পুলিশ পিটুনি, মেকি জন শুনানি, 'কারখানা ওখানে হবেই'... প্রতি পদক্ষেপে অবিমৃষ্যকারিতার পরিচয় দিয়েছিল সরকার। বিরোধীপক্ষ দূরের কথা, বুদ্ধ নিজের পার্টির ভিন্নমতকে পাত্তা দেন নি (প্রভাত পট্টনায়েক, উৎসা পট্টনায়েক, অশোক মিত্র... তালিকাটা দীর্ঘ)। আসলে শোনার মত মানসিকতাই ছিল না।
    ভন্ডুল বলতে কী বোঝালেন জানি না। সিঙ্গুর আন্দোলন সফল। অন্যায় পদ্ধতিতে জমি নিতে গেছিল, তার উচিত জবাব পেয়েছে। রতনের কারখানা খুলল না তাতে বিন্দুমাত্র কষ্ট পাচ্ছি না। জনগণের অনেক টাকা বেঁচে গেছে।

    'নিশ্চয়ই, এটা গণতন্ত্রের প্রশ্ন। তবে কিনা একটা রাজ্যের জন্য কারখানার দরকার আছে কিনা, এই ডিবেটে বারবার ঢুকতে হলে তো কিছুটা চাকা আবিষ্কারের থেকে সব্কিছু শুরু করার ব্যাপার হয়ে যায়, তাইনা? ঠিক ঐখানেই কারখানা বানানো কেন হলো সেই প্রশ্ন যদি তোলেন তো উত্তর হলো, ওখানটাই টাটাদের পছন্দ হয়েছিল। রাজ্য সরকার যদি আপত্তি জানাতো তাহলে হয়তো প্রকল্পটিই বাতিল হয়ে যেত। তার চাইতেও প্রাসঙ্গিক, কলকাতার আশেপাশে যেখানেই জমি নেওয়া হতো, সেখানেই মমতাদেবী অন্দোলন শুরু করতেন। ওনার আন্দোলনের লক্ষ ছিল ক্ষমতা দখল, অন্য কিছু নয়।'

    শিল্প দরকার দ্বিমত নেই। প্রশ্ন হল যেনতেন প্রকারেন দরকার? পুঁজিপতিরা যা চাইবে মুক্তকচ্ছ হয়ে দান করতে ছুটতে হবে? কারখানা যে চাই তার তো একটা কারণ আছে। যাতে লোকের কর্মসংস্থান জোটে, আয় বাড়ে। প্রথম প্রায়োরিটি যদি রতনের কী চায় তাই হয়ে দাঁড়ায়, তাহলে আসল উদ্দেশ্য গৌণ হয়ে যায়। সিঙ্গুরের ক্ষেত্রে তাই হয়েছিল। প্রজেক্টের থেকে কী পাওয়া যাবে কী দিতে হবে, তার সম্যক হিসেব না কষে শিল্প, ফর দা সেক অফ ইট ঝাঁপিয়ে পড়া হয়েছিল।

    মমতার লক্ষ্য কী ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ না। প্রশ্ন ঔচিত্যবোধের। কাল যদি মমতা সিঙ্গুর করেন আর সিপিএম বিরোধে থাকে ঠিক একই ভাবে গলা ফাটাব। :-)
  • Ishan | 202.43.65.245 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৪৮525938
  • ইনকোহেরেন্ট আবার কবে থেকে গালাগালি হল? :)
  • ranjan roy | 24.99.66.235 | ০১ আগস্ট ২০১৩ ২৩:৫৫525940
  • হ্যাঁ,, হ্যাঁ, T,
    \আমি এবং কল্লোল দুজনেই নিজেদের কুত্তারাশিতে জন্ম বলেছিলাম। এখনো বলি।
    তাই দিদির জমানাতেও কল্লোল লুরুতে এস এফ আই য়ের সঙ্গে প্রতিবাদ সংগঠিত করে।
    আমার অত ধক নেই। তাই সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে সূর্য্যবাবুর গড়িয়া থেকে নেতাজীনগর মিছিলে পা মেলাই; বিষ্টিতে অ্যাকাডেমি- নন্দন চত্বরে কামদুনি-কান্ডে হস্তাক্ষর সংগ্রহে ভিড়ে যাই বা জদুপুরের রিসার্চ স্টুডেন্টদের আয়োজিত মিছিলে মুখে কালো ফেট্টি বেঁধে গোলপার্ক অব্দি গিয়ে মানব-শৃংখলায় সামিল হই। তাকে আপনি যা-খুশি নাম দিন,--ডাল-ভাত, ডিম-পাঁউরুটি যা খুশি, কুনো বক্তব্য নাই।
    কিন্তু খ্যাল করুন,-- আমরা দুজন শুধু নিজেদের কুত্তারাশি বলছি, অন্য কাউকে না।
  • T | 24.139.128.15 | ০২ আগস্ট ২০১৩ ০০:০৮525941
  • না না, ডিম পাঁউরুটি তত্ত্ব আমার নয়, এটির স্রষ্টা ঈশানবাবু। আপনাদের প্রতিবাদ নিয়ে আমার কোনো সন্দেহ নাই।
    আপনারা আপনাদের মতামত সর্বদাই ব্যক্ত করেন। এবার সেটি, রিপিটেটিভ হওয়া সত্ত্বেও, কিন্তু সেটি ডিম পাঁউরুটি জাতীয় ক্লাসের মধ্যে ইনক্লুড নয় কেন জানতে চাই। অন্য কিছু নয়।
    'মিনিময়' 'কাঁবা' 'সানি' ইত্যাদি অসামান্য শব্দরাজির সাথে যখন ডিঃপাঃ ও ইনক্লুড হতে চলেছে তখন এর জন্ম ও বিবর্তনের ডিটেইল ইতিহাস ও বিভিন্ন প্রেক্ষিত জেনে রাখা ভাল বৈকী।
  • Rivu | 184.242.240.122 | ০২ আগস্ট ২০১৩ ০০:১৬525943
  • এঃ T খেয়াল করেননি। দিম্পাউরুতি তত্ত্বের বিপ্রতীপে আসছে রুটি আলুচচ্চরি তত্ত্ব। আমার দুটোই ভালো লাগে।
  • T | 24.139.128.15 | ০২ আগস্ট ২০১৩ ০০:২৫525944
  • @rivu, ওঃ তাহলে তো আরো একটা ক্লাস বাড়ল। দেখেছেন, কি ভীষণ জটিল ব্যাপার!
  • Ishan | 214.54.36.245 | ০২ আগস্ট ২০১৩ ০০:৩৭525945
  • কেন ডিম্পাউরুটি খারাপ কি? অলুচচ্চড়ি টা কিন্তু মোটেও ভালো লাগেনি। ওটা একই জিনিসের রিপিটেশন। অর্থাৎ ডিম্পাউরুটি। :)
  • ddt | 135.20.82.166 | ০২ আগস্ট ২০১৩ ০০:৪০525946
  • 'লিস্টি করে ফেলুন। অর্থনৈতিক কারণ নিয়ে প্রচুর কথা ওপরেই দেখছি। আপনার কি মনে হয় প্রাধান্য ছিল কার অর্থনৈতিক না রাজনৈতিক কারণের? ফড়েদের বাদ দেবেন।'

    cm, এতো লেখা পড়তে সোমোয় লাগবে, এখানে খুব আসি না কিনা। অর্থনৈতিক কারণের সামান্য কিছু আগের পোস্টে দিয়েছিলুম (বর্গাদার, ভূমিহীন মজুর, প্রান্তিক চাষি...)।

    রাজনৈতিক কারণ বলতে ঠিক মমতা মাসির রাজনীতি মীন করি নি। বৃহদার্থে ধরেছিলুম। ধরেন, আপনার বাড়ি সরকার নিয়ে নিল এমিনেন্ট ডোমেইন ১৮৯৪ লাগিয়ে। ওখান দিয়ে সড়ক বানাবে। এখানে আপনের রাজনৈতিক মতামতকে গুরুত্ব দেওয়া হল না। সড়ক বানাতে হবে, ওখান দিয়েই সেটা যাবে, এতে আপনার একটা রায় থাকতে পারত, বা আপনার পাড়ার লোকেদের। সেটা নেওয়া হচ্ছে না। এটা সরকার যারা চালাচ্ছে তাদের রাজনৈতিক বিফলতা।

    এবার পিটিদা,

    'মমতা গোলমাল না পাকালে এতদিনে কারখানা চালু হয়ে যেভাবে চলার সেইভাবেই চলত সিঙ্গুরে। আর আলোচনার ইচ্ছে থাকলে চাষীদের প্রাপ্য টাকার পরিমাণও অনেকাংশে বাড়ত। লোক ক্ষেপিয়ে কিছু বন্ধ করব বলেই বন্ধ করে দেওয়া আর জমির অন্দোলনের মধ্যে ফারাক আছে সেটা না বোঝার কি আছে?'

    কী জানি, লোক খেপানো আর জমির আন্দোলনের ফারাক কী ভাবে করে। কারখানা না হয়ে এমন কিছু খারাপ হয় নি। হ্যাঁ, আরো ভাল হত যদি কারখানা তৈরির আগেই জমি ফেরত নিয়ে নেওয়া যেত। :)

    'সত্যি বলতে কি মমতা সিঙ্গুরে না এলে বাকিরা নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণেই "আন্দোলন" করে বিশেষ কোন দাগ কাটতে পারত না।'

    এটা বোধহয় সম্পূর্ণ সত্যি নয়। যদ্দুর মনে পড়ে প্রথম দিকে এস ইউ সি আই, এম কে পি, অনুরাধা তলওয়ারদের ভালই দেখা যাচ্ছিল। তিনোদের সাংগঠণিক ক্ষমতা কাজে এসেছিল অস্বীকার করছি না।

    'সত্যি ক্ষমতা (বা সদিচ্ছা?) থাকলে তারা সিঙ্গুরে গিয়ে এখনও চাষীদের অসহায়তার পেছনে দাঁড়াত। কিন্তু কাউকে দেখা যাচ্ছে কি? নাকি সিঙ্গুরের চাষীদের দুক্কু-টুক্কু ঘুচে গিয়ে তারা এখন নিত্য আনন্দে আছে? সিঙ্গুর একজনকেই লাভের মুখ দেখিয়েছে-তিনি এখন লালবাড়িতে।'

    শিল্প টানার জন্য আর সব বিসর্জন দেওয়ার যে অন্ধ পাগলামি সিঙ্গুর আন্দোলন তাতে খানিকটা রাশ টেনেছে। ১৮৯৪-এর আইন বদলে ফেলা হচ্ছে। নতুন আইনে সিঙ্গুরের থেকে অনেক বেশি ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে। জমি নেওয়ার প্রক্রিয়াও অন্য। গোটা দেশের জল জমি জঙ্গল রক্ষার আন্দোলন ধারায় সিঙ্গুরের অবদান কম নয়। (সিপিএমের পন্ডিতরা অবশ্য কোনো শিক্ষা নেয় নি মনে হচ্ছে)

    আবার, অস্বীকার করা যায় না মমতা সরকারের মত অখাদ্য বস্তু সিঙ্গুরের আন্দোলনের সাহায্যে এসেছে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা কীভাবে পাবলিকের আকাঙ্খার মোরব্বা বানায় সিঙ্গুর তার উদাহরণ।
  • Ishan | 214.54.36.245 | ০২ আগস্ট ২০১৩ ০০:৪১525947
  • তবে টি র লেখার হাতটি খাসা। পোবোন্ধো লেখেনা কেন?

    এটা ইয়ার্কি না। সিরিয়াসলিই বললাম।
  • T | 24.139.128.15 | ০২ আগস্ট ২০১৩ ০০:৪৮525948
  • ফাইন, রঞ্জনদাদের গুলোও ডি পা নিশ্চয়ই।
  • Ishan | 202.43.65.245 | ০২ আগস্ট ২০১৩ ০১:০০525949
  • তাহলে বুঝিয়েই বলি।

    ডিম্পাউরুটি হল গিয়ে চোখ কান বন্ধ করে অধ্যবসায় সহকারে কনটেক্সট বিহীন রিপিটেশন। সকাল যেভাবে শুরু হয়। বা ক্রিকেটাররা যেমন বলে প্রতিটা ম্যাচই নতুন ম্যাচ।

    ধরুন সকালে উঠে আপনি বললেন -- উফ আজ রাস্তায় কতো গাড়ি, নিশ্চয়ই আজ বিষ্টি হবে।

    আমি বললাম, তা কেন? বিষ্টির সঙ্গে গাড়ির কি সম্পর্ক।

    আপনি বল্লেন, বিষ্টি হবে বলেই তো গাড়িগুলো আগে বেরিয়ে পড়েছে।

    আমি বললাম, কিন্তু ওরা বিষ্টি হবে খবর পেল কিকরে?

    আপনি আর কিছু বললেন না। দু ঘন্টা পরে আবার দেখা। দেখা হতেই আপনি বললেন, ওরে ঈশেন, আজ নিশ্চয়ই বিষ্টি হবে, দেখ রাস্তায় কতো গাড়ি।

    এই হল ক্লাসিক ডিম্পাউরুটি। এবার এর নানারকম ভ্যারিয়েশন থাকতে পারে। সে আপনারা আবিষ্কার করুন।
  • Ishan | 202.43.65.245 | ০২ আগস্ট ২০১৩ ০১:০৫525951
  • ওহো কোচ্চেনটারই উত্তর দিইনি।

    ডায়ালগের কনটেন্টগুলো সব সময়েই এরকম অর্থহীন হতে হবে তা নয়। মোট কথা হল ওই চোখ-কান-বোজা রিপিটেশন। যদি অ্যাকদম অন্তরের অন্তঃস্থল থেকে বলতে বলেন, তো বলি, পিটি ছাড়া এই টইয়ে আর কাউকে এরকম করতে দেখিনি। সিপিএম, বিজেপি, নকশাল, ফ্রি থিঙ্কার, কাউক্কে না। অনেক কথাই উনি বেশ যুক্তিযুক্তও বলেন। কিন্তু তারপরেই সেই ...

    তবে সবই ব্যক্তিগত অবজার্ভেশন। অয়দের অন্যরকমও লাগতে পারে।
  • ন্যাড়া | 76.228.162.32 | ০২ আগস্ট ২০১৩ ০১:৩১525952
  • গুড় গুড় গুড় গুড়িয়ে হামা
    খাপ পেতেছে ঈশানমামা ।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন