এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২২২১৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 69.92.158.56 | ০১ আগস্ট ২০১৩ ১২:২৯525853
  • মমোতা চমোৎকার সরকার চালাচ্ছেন। আবার ভোট হোলে আবার জিতবে। আমিও হুলিয়ে ভোট দিয়ে আসবো।(আর ফেরার পথে রয়েলের চিকেন চাঁপ আর মটন বিরিয়ানি খে' আসবো।)

    মমোতা নিছক পাগোল। জেনুইন। আর ১০০% খাঁটী।তাজ্জন্নেই লোকে শিউড়ে থাকে। সরকারি কর্মোচারিরাও ঢিট। মুখে জগত মেরে শহোর অচল করে কথায় কথায় সাম্রজ্যবাদকে ঘুঁষি দেখানোর দিন সেষ। খুব ভালো হয়েছে।

    মান্দ্রাজে জয়ললিতাও। এম্নি। পাজী ও পাগোল। ও নিয়ে কোনো ডিবেট নেই। ইনি দিদি তো উনি আম্মা। আজকে এক কথা বলে তো পরে দিনই হুবহু পাল্টি খায়। যা ইচ্ছে তাই করে। লোকে কিন্তু ভোট দ্যায়। কেনো না চোখের সামনে উন্নতি দ্যাখে।

    আর এই মাথা খারাপ শুদুমাত্রো মমতারি আছে। পারলে কিছু একটা করতে - ও ই পারবে। দার্জিলিং ঠান্ডা করতে,জংগল মহোল ঢিট করতে - সব পারবে।

    হায়। যোদি একটু দক্ষিনপন্থী বিচ্যুতি দ্যাখাতো, তাইলে আর কথা ছিল না। কিন্তু বড্ডো অবসেসিভ বামপন্থী। দেখি কি হয়।
  • lcm | 118.91.116.131 | ০১ আগস্ট ২০১৩ ১২:৩৮525854
  • শ্রমনিবিড়=labor intensive ।
    বেশ। তা ভালো।
  • dd | 69.92.158.56 | ০১ আগস্ট ২০১৩ ১২:৪০525855
  • আজকের শিল্পোপতিদের সাথে মহা মিটিনে শারুখ খান এসছেন। গুজব অমিতাভো বচ্চন ও আসবেন। তবে ক্যাটরিনা কাইফের আসার খবোরটা সত্তি নাও ও হোতে পারে।

    ভাবুন, মোদীর মুখ থেকে ছিনিয়ে এনে অমিতাভকে ওয়েস্ট বেংগলের মঞ্চে তুলবেন। উফ। যাস্ট আইডিয়া করুন।
  • maximiin | 69.93.211.114 | ০১ আগস্ট ২০১৩ ১২:৪৩525856
  • labour intensive এর বাংলা এলসিএম।
  • lcm | 118.91.116.131 | ০১ আগস্ট ২০১৩ ১২:৪৬525857
  • হ্যাঁ, মমতা তো ভোটে জিতে গেল। কারখানাটানা ছাড়াই।

    কে যেন জিগ্গেস করল, পশ্চিমবঙ্গের কী হবে, এত ঘন জনবসতি, লক্ষ লক্ষ চাকুরিপ্রার্থী - কী হবে। আজ থেকে ৫০ বছর বাদে - আগস্ট ১, ২০৬৩ । বলুন তো কী হবে?
    আমি গুনেটুনে দেখলাম - আরো অনেকে চলে যাবে, ব্যাঙ্গালোর, চেন্নাই, আমেদাবাদ, দিল্লীতে। পাঞ্জাব, রাজস্থান, কেরালা-র লোকজন বহুদিন হল চলে যাচ্ছে রাজ্য ছেড়ে। বাঙালী মোটে কোথাও যেতে চাইত না। এবার যাচ্ছে, আরো যাবে। একটু লেট লতিফ, স্লো - তবে যাবে। নড়াচড়া ভালো। নইলে মরচে পরে যায়।
  • lcm | 118.91.116.131 | ০১ আগস্ট ২০১৩ ১২:৪৮525858
  • ম্যাপ, ম্যাক্সি,
    থ্যাংকু। শ্রমনিবিড় বাংলা শব্দটি বেশ ইয়ে...
  • b | 135.20.82.164 | ০১ আগস্ট ২০১৩ ১২:৫৫525859
  • লেবার ইনটেনসিভ। মানে যেসব উৎপাদনে শ্রমিকের অবদান বেশি, যন্ত্রের চেয়ে। য্যামন ধরেন ইটালিয়ান এক্সক্লুসিভ হ্যান্ডমেড জুতো।
  • ক্কঃ | 132.164.148.106 | ০১ আগস্ট ২০১৩ ১২:৫৮525862
  • ইকিরেবাবা, একটা কতা বুজতে এতো সময় লাগে কেনো? শ্রমনিবিড় মানে হলোগে খেলনা, সাইকেল, চামড়া আর ঘড়ির দোকান। আম্রা ঘরে ঘরে ঘড়ি বানাবো, পাড়ায় পাড়ায় সাইকেলের দোকান দেবো আর খুবসে খেলনা বানাবো। সোব্বাই কাজ পাবে, সোব্বাই খুশ। আর সাপ্লাইচেন নাকি ঘড়িরচেন, ওসব নিয়ে ভাবতে হবে না, আমরা নিজেদের আচার নিজেরাই খাবো, নিজেদের সাইকেল নিজেরাই চড়বো। ঘড়িতে টাটাব্যাটাদের ব্যব্সা আচে বটে, সেনিয়ে ভাবতে হবেনাকো। দুটো টাইটানের শোরুমে পেটো ঝেড়ে দেবো, ব্যাটারা বাপবাপ বলে পালাবে।

    আর চামড়া? হেহে হার্মাদ্গুলো আচে কিকর্তে? একেকটার চামড়া ছাড়াবো আর ব্যাগ বানাবো। নো দুষণ, নো বান্তলা, নো বাতেলা। ঠিক বোলচি কিনা?
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ১২:৫৮525860
  • মুম্বাইতে নাকি পব-র শিল্পী সম্মেলন দুর্দান্ত হচ্ছে!!
  • PM | 131.242.10.37 | ০১ আগস্ট ২০১৩ ১৩:০৪525863
  • ঘুড়ি - লাটাই শিল্প পরে এর মধ্যে। সাম্রাজ্যবাদী চক্রান্তে ১৫-ই অগাস্ট/বিশ্ব কর্মা পুজোয় ঘুR্হি ওড়ানো প্রায় উঠেই গেছে। আমাদের সময় এটা খুব-ই শ্রম নিবিড় শিল্প ছিলো।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ১৩:০৮525864
  • "মমোতা নিছক পাগোল। জেনুইন। আর ১০০% খাঁটী"

    "খাঁটী"- কি সেই ডক্টরেটটা ধরে না বাদ দিয়ে?
  • ক্কঃ | 132.164.148.106 | ০১ আগস্ট ২০১৩ ১৩:০৯525865
  • ঠিকাচে ঠিকাচে ঘড়ির দোকান আর ঘুড়ির দোকান পাশাপাশি ঘরে হবে। যে ঘড়ি বানায় সে কি ঘুড়ি বানায় না?
  • maximin | 69.93.211.114 | ০১ আগস্ট ২০১৩ ১৩:১৪525868
  • উফফ ক্ক :) :)
  • Marauder's Map | 11.186.200.62 | ০১ আগস্ট ২০১৩ ১৩:১৪525867
  • ১০০% খাঁটি পাগল, বা ১০০% পাগল এবং খাঁটি? কোনোটাই নয়। পুরোটাই ক্যালকুলেটেড। বরং বলুন ১০০% ম্যানিপুলেটিভ।
  • PM | 131.242.10.37 | ০১ আগস্ট ২০১৩ ১৩:১৪525866
  • থাইল্যান্ডে GDP বেড়েছে ১৯৬০ থেকে ২২ গুন, যেখানে ভারতের ১০ গুন। থাইল্যন্ড এখন মোটামুটি শিল্প উন্নত রাজ্য। HDI, পারক্যপিটা ইন্কাম-ও যথেষ্ট বেশী। ওখানে শিল্পায়ন শুরু হয়েছিলো টোয়োটা ইত্যাদি গাড়ী শিল্পের মাধ্যমে। তাইল্যন্ড এখন গাড়ী শিল্পে গ্লোবাল এক্ষ্পোর্ট হাব। আদিত্যা বিড়লা গ্রুপ ওখানে ৭০ এর দশক থেকে ম্যনুফ্যকারিঙ্গ শিল্পে ইন্ভেস্ট করছে।

    ভাড়ী শিল্পের হাত ধরে প্রচুর ছোটো ও মাঝারী শিল্প-ও গড়ে উঠেছে।

    বাংলা দেশ কে মডেল করতে বলছে। ওদেশের HDI কেমোন?

    বাংলাদেশে মুলতঃ অসংগঠিত গার্মেন্ট শিল্প আছে। ঐ সব অসংগঠিত শিল্পে শ্রমিক্দের অবস্থা একটু নেট ঘাটলেই জানতে পারবেন।
  • dd | 69.92.158.56 | ০১ আগস্ট ২০১৩ ১৩:২৫525869
  • কি মুষ্কিল। অংকো না কষে দিলে এনারা বোঝেন না।

    পাগোল - ১০০%
    পাগোল = খাঁটি ও জেনুইন। এক্ষেত্রে "খাঁটি ও জেনুইন" পাগোলের বিশেষণ।

    মিছে কথা তো হদ্দম কয়। উঠতে বসতে বলে। কিন্তু কি জোষ। কি গর্বের সাথে বলে। এরকম দুকানকাটা খুব জননেতাই আছেন। আর এমতি নিল্লজ্জ শুধু পাগোলেই হতে পারে। কিউ এ ডি। বুঝলেন? অংকো মাথায় ঢুকলো?

    আর এটাই উনার ইউ এস পি। হেলায় বংগ করিলো জয়।
  • de | 190.149.51.68 | ০১ আগস্ট ২০১৩ ১৩:৩৫525870
  • এতো করে শেষে বাংলাদেশ মডেল! লংডন, সুইৎজারল্যান্ড সব বাদ হয়ে গেলো?

    পঞ্চায়েতের এতো যুদ্ধের পরে কেমন মনে হয় পঃবঃ তে রাজনীতি ছাড়া (সো কলড রাজনীতি, আসলে ঝগড়া আর চাপান-উতোরের কল) যেন মানুষ আর কিছু বোঝেই না। গ্রামে গঞ্জে মফস্বলে সেই একই জিনিস নিয়ে দিনের পর তিন ত্যানা প্যাঁচানো -- টু মাচ রাজনীতি! লোকের সময়ও প্রচুর। কারণ কাজকম্মো কম। গত প্রায় দুই দশক ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে সিরিয়াসলি ভাবা হয়নি, যার ফলে সুশিক্ষিত লোকের সংখ্যা (শহর কলকাতা বা মফস্বলের বা জেলা স্কুলের মতো কয়েকটা দ্বীপের কথা বলছি না, সামগ্রিক ভাবে) কম। গ্রামেগঞ্জে মানুষ রাজনীতি নিয়ে মাথা ঘামাবে না, এটা বলছি না, কিন্তু ক্রমাগত এই একই জিনিস নিয়ে দিনের পর দিন লড়াই চালিয়ে যাওয়াটাও অস্বাভাবিক। ভারতবর্ষের আর কোন প্রান্তের মানুষ এমন করে কিনা সন্দেহ আছে। এতো বেশী নিষ্কর্মা রাজনীতিকারী লোক নিয়ে রাজ্যটা শেষে কোথায় গিয়ে পৌঁছবে তা কে জানে! বাংলা চ্যানেলের খবর/আলোচনা শুনলেও আমার আজকাল এরকমই লাগে -- ন্যাশন্যাল বা ইন্টারন্যাশন্যাল ইস্যুকে প্রায় অ্যাড্রেসই করা হয় না। সারাক্ষণ সেই এক ঘ্যানঘ্যান!

    পশ্চিমবঙ্গে সিরিয়াসলি গ্রামেগঞ্জে শিক্ষার বিস্তার চাই -- আর বাকী সব কিছু পরে এলেও চলবে। এইটা যদি কোন সরকার ঠিকভাবে ভাবতো -- এতো গন্ডগোল আপনি মিটে যেতো। পঞ্চায়েত নির্বাচনকে দল/ঝান্ডাহীন করা গেলে সবচে' ভালো হোতো!
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ১৩:৫০525871
  • ঘুড়ি আর ঘড়ি দুটো-ই যখন হল তখন ঘোড়াই বা বাকি থাকে কেন। অটো, রিক্সা, ট্যাক্সি ইত্যাদি তুলে দিয়ে ঘোড়ার গাড়ী চালু করা হোক। তাতে শ্রমনিবিড়তাও বাড়বে আর মানুষে-পশুতে নিবিড় সম্পর্কও পুনঃপ্রতিষ্ঠিত হবে। বাড়তি পাওনা CO2-মুক্ত বাতাস আর স্যামকাকু এবং আরবচাচুদের ভাসন্ত পেট্রোডলারের নাগপাশ থেকে মুক্তি!!
  • lcm | 118.91.116.131 | ০১ আগস্ট ২০১৩ ১৩:৫১525873
  • ৩০-৩৫ বছরের রাজত্বে একখান ম্যানুফ্যাকচারিং প্লান্ট বানাইতে গিয়া অপোনেন্টের বাগড়ায় ভন্ডুল, তার শোকে এক্কেবারে...। দেখো রাজ্যাবাসী আমরা মানুষের ভালো চাই, কিন্তু এই যে ব্যাটা তিনোমুল ওরা করতে দিলো না - এই গুপিটা মেজরিটি খায় নাই।
    ওরে আমার ভালো রে, এদ্দিন কোথায় ছিলা বাবা, তিন যুগ ধইরা কিস্যু করো নাই, ভবিষ্যতের কথা কিস্যু ভাবো নাই, খালি কেন্দ্র-রাজ্য কুচালি পারসো, সত্তরের সিদ্ধার্থ জুজু দেখাইসো, আর এখন আইছো একখান কারখানা নিয়া আশার বাতি দেখাইতে, ওসবে ভবি ভোলে না। আরো একখান ভোট হইয়া গেল ভবি ভুলল না।
  • rivu | 184.242.240.122 | ০১ আগস্ট ২০১৩ ১৫:২২525874
  • আচ্ছা একটা বেসিক প্রশ্ন রইলো। ধরেন অধিগ্রহণ আইন তাইন সব হলো। মানে খুব ওয়েল defined আইন (সরকার, জমি মালিক, শিল্পপতি কারোরই আর নেগোশিয়েশন এর জায়গা নেই)। এর পরে যদি দেখা যায় সরকার সেই আইন মেনে অধিগ্রহণ করছে, কিন্তু কেউ জমি দিতে চাচ্ছেনা, তাহলে কি করা হবে? বুলডোজার চালানো সমর্থন করবেন কি না? আমি কিন্তু করব।
  • maximin | 69.93.211.114 | ০১ আগস্ট ২০১৩ ১৬:০০525875
  • একটা সলিউশন হল ট্যাক্স অন রিয়াল এস্টেট। জমির দাম বাড়লে সেইমত কর দিতে হবে। এটা সোশালি জাস্টিফায়েড এবং জমি নিতে চাইলে কম্পেন্সেশনও কম দিতে হবে।
  • de | 190.149.51.66 | ০১ আগস্ট ২০১৩ ১৬:০৩525876
  • ম্যাক্সিদির সল্যুশনটা ভালো!
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ১৬:১৬525877
  • লোকে বোধহয় অত অবুঝ নয়। রেল, কারখানা ইত্যাদির জন্য প্রচুর জমি মানুষ দিয়েছে নাহলে এত কারখানা (বন্ধগুলো সহ) হল কি করে, রেলালাইনই বা পাতল কি করে? সল্টলেকও হয়েছে - সেই সময়ের বিরোধী বামেরাও কোন বাগড়া দেয়নি। এমনকি নিউটাউনেও বিশেষ কিছু হয়েছিল বলে জানা নেই কেননা প্রায় সব কমিটিতেই তিনোদের প্রতিনিধি ছিল।

    মমতাকে কেউ নিশ্চয় বুঝিয়েছিল (বা নিজেই ভেবেছিল) যে তার পক্ষে ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় তার নিজের ও দলের "ন্যুইসেন্স ভ্যালু" বাড়ানো। সেটা মমতার গত ৪-৬ বছরের street politics-এর তালিকা বানালেই বোঝা যাবে। এই সময়ে নন্দীগ্রামটি পাকা ফলের মত মমতার হাতে খসে পড়ে। নন্দীগ্রাম না হলে সিঙ্গুরে আদৌ মমতা সুবিধে করতে পারত কিনা সন্দেহ আছে।
  • abhi | 30.139.67.50 | ০১ আগস্ট ২০১৩ ১৬:২৫525878
  • আ হা রে - মমতা আম খেলো- বুদ্দু আন্টি পেলো। কি বাজে বাপার।
  • ক্কঃ | 132.164.148.106 | ০১ আগস্ট ২০১৩ ১৮:০৩525879
  • এই তোমরা কিন্তু ট্যাক্সো ফ্যাক্সো বাড়াবেনা বলে দিচ্চি! কিসকের জমির ওপর তোমাদের এতো নোলা কিসের শুনি? এইকানে গুরুর দিদি আর আমার মমোদিদি তো পষ্টো বলেই দিয়েচে, কিসকের জমি নেওয়া চলবে না! একটা কিসকও যোদি আপত্তি করেতো ব্যাস, পোকোল্পো বাতিল! যাও ঘরে গিয়ে আচার বানাও গে।

    তবে ঐ হাড়হারামজাদা মাকুগুলো যদি কোন কিসককে ভড়কায় তো আলাদা কতা। তকোন ব্যাটা কিসককে এমন বাটাম দেবোনা! যাগ্গে বাজে কতায় সময় নষ্টো হোলো, দোকান বন্দো করে দিদির ভাষন শুনিগে।
  • Sibu | 183.60.205.153 | ০১ আগস্ট ২০১৩ ১৯:০৭525880
  • ম্যাক্সির ট্যাক্সটাকে এদেশে উইন্ডফল ট্যাক্স বলে। অতিরিক্ত লাভের ওপর বসায়। ভাল আইডিয়া।
  • siki | 132.177.27.229 | ০১ আগস্ট ২০১৩ ১৯:১৬525881
  • এ দেশে জমির পরিবর্তিত দামের ওপর পরিবর্তিত হারে ট্যাক্সো বসালে জমির দামের অ্যাপ্রিশিয়েশনের আর কোনও ভ্যালু থাকবে না। আমি তখন কী নিয়ে বাঁচবো?
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২০:১৯525882
  • লসাগুদা, 1:51, সেটাই ঃ))

    আর চর্মজাত শিল্প নিয়ে পিটিদা কী বলছিলেন ? নদীর ধারে না হলে হবেনা ? তো, বানতলা কীকরে হল ? খাল থাকলেও তো হয় !

    আর , দূষণ তো একটা সমস্যা বটেই। এক্ষেত্রে তার সমাধানও আছে। ট্রিটমেন্টের ব্যবস্থা করা। প্রথম হেকেই উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা রাখতে হবে ( তার জন্য হাইটেক ব্যবস্থা, লোকজন লাগবে, ঐ যাঁরা অ্যাবসর্ব হচ্ছেন না বলে T বলছিলেন)। বানতলায় তো এখন সেই ব্যবস্থা করা হচ্ছে, এটা আগে থেকেই করতে হবে। বানতলায় আগে এসব কিছু করা হয়নি কেন, সেটা নিয়ে অবশ্য কেউ প্রশ্ন তুলবেন না ঃ)
    http://articles.timesofindia.indiatimes.com/2013-04-16/kolkata/38585144_1_bengal-pollution-control-board-wbpcb-ramsar-site
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২০:৪২525884
  • তবে দূষণ হয়, তাই চর্মজাত শিল্প করা যাবেনা, এসব দাবি দাওয়া শুনে একতু হাসি পেল। মনে পড়ে গেল, আপনারাই আবার অন্য টইতে নিউক্লিয়ার এনার্জীর সপক্ষে লিখেছিলেন, ওটার ওয়েস্ট ট্রিটমেন্ট কোন ব্যাপার না ( যেটা কিনা সত্যি একটি চিন্তার বিষয়, কারণ প্রপার নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট এখনো করা যায়নি)।
  • Ishan | 214.54.36.245 | ০১ আগস্ট ২০১৩ ২০:৪৫525885
  • এই তো পিটি একটা টুদিপয়েন উত্তর দিয়েছেন। এখন কোচ্চেন হল সাউথ সিটির জমি কি উষার মালিকানা, না শর্তসাপেক্ষে লিজে দেওয়া। আমর ধারণা লিজে দেওয়া। এট্টু খপর নিয়ে দেখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন