এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২২২১৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২০:৪৭525886
  • খালের জলও তো কোথাও গিয়ে মেশে। আর খালের জল ঘনবসতি সম্পন্ন জায়গার মানুষেরাও ব্যবহার করে। আর জলের বিষ পাড়ের জমিতেও মেশে।

    একটু কেমিস্ট্রি দেখি। কানপুরের কি অবস্থা এই সাম্প্রতিক সময়েঃ

    In Kanpur, the self-proclaimed "Leather City of World" and a city of 3 million people on the banks of the river Ganges, pollution levels were so high that, despite an industry crisis, the pollution control board has decided to seal 49 high-polluting tanneries out of 404 in July 2009. In 2003 for instance, the main tannery's effluent disposal unit was dumping 22 tonnes of chromium-laden solid waste per day in the open.

    এদের সঙ্গে প্রতিযোগীতায় নামব -রপ্তানীর বাজারে-"হাইটেক ব্যবস্থা" দিয়ে? আর সেই সব সবুজ-সন্ধানী বুজিরা যারা মমতার সঙ্গে রাস্তায় নেমে তাথৈ নৃত্যে মেতেছিল - যদি সৎ হয়-কোর্টে না গিয়ে বাড়ি বসে "কেয়া পাতার নৌকো" দেখবে?

    ধুলো ওড়ে বলে বইমেলা সরিয়ে দিয়েছে এরা ময়দান থেকে -ভুলে মেরেছি আমরা মনে হচ্ছে। আর আমরা Cr(IV)-এর মত অতি বিষাক্ত পদার্থের প্রতি যেন বেশী স্নেহ দেখাচ্ছি তক্কে জেতার জন্য!!
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২০:৪৯525887
  • *Cr(VI)
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২০:৫২525888
  • Cr(VI) নিয়েই কাজ করে, এমন কারুর সাথেই কথা বলেছিলাম ঃ)
    আশা করি সেও লিখবে।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২০:৫২525889
  • আর খালের জলে মেশার কথা কে বললো ? তার আগে ট্রিটমেন্ট করার কথাই তো বলা হল !
  • ক্কঃ | 132.164.148.106 | ০১ আগস্ট ২০১৩ ২০:৫৭525890
  • যতো পোরচি ততো বেবাক মানচি। এরোম ভালোভালো কতা আগে কেউ কয়নাই কেন? সত্যিতো, রাজ্যের যতো ছেলেপুলে ইন্জিনিআরি, বিগ্যান টিগ্যান হরেক কিসিমের পাশ দিয়ে ট্যানারিতে হাইটেক টিরিটমেন্টোর চাকরি করেনা ক্যানো? কেন সব ইশ্পাতের কার্খানা, যন্তোর তৈরীর কার্খানা, গাড়ীর কার্খানায় কাজ চায়?

    মমো দিদিকে এক্টা খসড়া লিকবো, দিদি এনাউস কোরে দেবে - পাস দিলেই হাইটেক টিরিট্মেন্ট। পুরো রাজ্যের ব্যব্স্থা পাকা, যে পাস দেবে সেই ট্যানারীতে কাজ পাবে। আর কিসকের জমি নিয়ে যেসব কার্খানা হয়েচিল সব বন্দো। একেক্টার আবার ভারী ভারী নাম দিএচে দেকোনা, চিত্তোরন্জোন লোকোমোটিভ, দুর্গাপুর ইস্টিল, নাম শুনলেই গাপিত্তি জ্যোলে জায়। য়্যাদ্দিন এগুলো চোলেচে তো কি, ভুল হোয়েচে বলে সেগুলো ঠিক করাযাবেনা নাকি? সব কার্খানা বন্দো, মামাটিমানুসের ট্যানারি চালু।
  • ন্যাড়া | 34.130.58.4 | ০১ আগস্ট ২০১৩ ২০:৫৮525891
  • লসাগু-র 01:51 PM কবে থেকে বলে আসছি। বললেই পিটিবাবু বক দেখান আর পোঁ-রা কার্নিশে ক্কঃ দেখেন।

    সিঙ্গুরে কারখানা না হয়ে কত এমপ্লয়েমেন্ট হল না সে হিসেবটা হয়ে গেলে পিটিবাবু ও দলবল যদি যত চালু কারখানা বন্ধ হয়েছে বাম জমানায় - তাতে কত এমপ্লয়মেন্ট লস ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে হিসেবেটা করে দেন তাহলে আমরাও কিঞ্চিৎ রসিকতায় অংশগ্রহণ করতে পারি।
  • Ishan | 214.54.36.245 | ০১ আগস্ট ২০১৩ ২১:০৪525892
  • ক্কঃ বাবুর অবাক হওয়া বাকি আছে। এরকম ভালো ভালো কথা সিপিএম বিস্তর কয়েছে। একদিকে বুদ্ধবাবু সিল্পো কচ্ছেন অন্যদিকে সিটু শ্রমনিবিড় শ্রমনিবিড় করে চিল্লাচ্ছে, এ, যারে কয় একেবারে ডকুমেন্টেড। সারাদিন ক্কঃ ক্কঃ না করে একটু সিটুর খসড়া পড়লেও তো পারেন। :)
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২১:০৬525895
  • আগে তো কানপুরের সঙ্গে প্রতিযোগীতায় জিততে হবে। Cr(VI)-এর ট্রিটমেন্টের কথা পাঠ্য বইতে লেখা থাকে। সেটা বাস্তবে কেউ ব্যবহার করবে কিনা সেটাই আসল প্রশ্ন।

    পশ্চিমের দেশ থেকে কেমিকাল ইন্ডাস্ট্রি প্রাচ্যে চলে আসছে কারণ আমাদের দেশে দূষণ সংক্রান্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাসায়নিক ব্যবহার করা যায়।

    "তবে দূষণ হয়, তাই চর্মজাত শিল্প করা যাবেনা, এসব দাবি দাওয়া শুনে একতু হাসি পেল।"

    হাসি পাওয়ার কিছু নেই-আমি "পরিবেশ ধ্বংসকারী" পারমাণবিক বিদ্যুত নয়াচরে এবং চর্মশিল্প বাণতলায় দুটোরই পক্ষে।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২১:০৬525893
  • পরিসংখ্যান
    নৈহাটি, কল্যাণী, হিন্ডওয়ার, এতো কারখানা বন্ধের কিছু নমুনামাত্র। এরকম আরো অনেকের খতিয়ান পাওয়া যাবে, লিপিবদ্ধ নাগরিক মঞ্চের পূর্বোল্লিখিত দলিলটিতে।
    http://www.guruchandali.com/?portletId=3&pid=jcr://content/kutkachali/1237764483633

    একচক্ষু হরিণ হয়ে লাভ নেই। এই কয় বছরে রাজ্যে নতুন কারখানা ও হয়েছে। সেখানে কর্মসংস্থান ও হয়েছে বটে। বন্ধ কারখানার সাথে সাথে নতুন সেসব কারখানার হিসেবও দেখানো আছে নাগরিক মঞ্চের এই 'শিল্পায়ন, এই পথে লাভ কার ' নামক পুস্তিকাতে।
    নিচে দেওয়া হল, পঃবঃ সরকারের বিভিন্ন বছরের 'লেবার ইন ওয়েস্ট বেঙ্গল' থেকে আহরিত নতুন ও বন্ধ কারখানার এই পরিসংখ্যান, পাশাপাশি ।
    বছর

    টেবিল

    একটু সহজ যোগ বিয়োগ কষলেই দেখা যাচ্ছে, '৮৫ থেকে '০৩ এ নেট কর্মসংস্থান ১ লক্ষ পঁচাত্তরহাজার তিনশো চব্বিশ। সংখ্যাটি ঋণাত্মক।

    এছাড়াও, আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে বইটিতে।
    ১। নথি-অনথিভুক্ত মিলিয়ে রাজ্যে রুগ্ন শিল্পের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৮৪৬ , যেটা সারা দেশের মোট রুগ্ন শিল্পের ৪৬% ।
    ২। নথিভুক্ত সংস্থগুলির মধ্যে ৪২% বন্ধ।
    ৩। কর্মহীন প্রায় তিনলাখ মানুষ।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২১:০৮525897
  • তাহলে মানছেন, ট্রিটমেন্ট করা যায় ঃ)
    Prodded by the West Bengal Pollution Control Board (WBPCB), the Calcutta Leather Complex Tanneries' Association (CLCTA) has finally started cleaning up the stormwater canals that is polluting the area around Bantala leather complex.

    This apart, an expert committee is chalking out measures on how the area can be kept pollution free.

    এটা যদি করা যায়, তাহলে নতুন প্ল্যাণ্ট করার সময় আগে থেকেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাবে না কেন বা সে নিয়ে চাপ তৈরি করা যাবেনা কেন ?
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২১:০৯525898
  • যাক শেষ পর্যন্ত "৩৪ বছরের অপশাসন"-ই যে শেষ আশ্রয় তা বোঝা গেল।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২১:১০525899
  • কে কাকে চাপ দেবে?

    "পশ্চিমের দেশ থেকে কেমিকাল ইন্ডাস্ট্রি প্রাচ্যে চলে আসছে কারণ আমাদের দেশে দূষণ সংক্রান্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাসায়নিক ব্যবহার করা যায়।"
  • ক্কঃ | 132.164.148.106 | ০১ আগস্ট ২০১৩ ২১:১২525900
  • হেঃহেঃ সেআর বোলতে! এদিকে সিটু ওদিকে মমোদিদি, মাজখানে বোকাবুদ্ধু। লেঃ এবার কি কোরবি কর।
  • Ishan | 214.54.36.245 | ০১ আগস্ট ২০১৩ ২১:১৬525901
  • কি আর করবেন, সিটুর খসড়া পরুনঃ

    http://pd.cpim.org/2007/0506/05062007_tapan%20sen.htm

    On Measures to increase Employability of Youth, the CITU memorandum said: Government policies will have to be directed towards promoting labour intensive and capital saving technology. But this task can obviously not be achieved by depending entirely on the market forces. This requires a change and reversal of the policies of liberalisation and imperialist-globalisation. But even within the present framework, the policy regime needs to focus in skill development of the existing workers whenever any new machinery or technology is introduced. CITU also suggested concrete measures to increase the number of ITI and allied agencies and proper selection of number and varieties of skills to be imparted through these institutions, introduction of short-term training course, review of the minimum qualification for entry in the training institutes including provisions of training for the school drop-outs on selected skills, increase in budgetary allocation on skill development both at centre and state levels etc.

    সিটুকে ঘুড়িসিল্পে ইউনিয়ন তৈরি করতে একটু সাহায্যও করতে পারেন। কিংবা ডিম্পাউরুটি সিল্পে। ওইটা পারবেন মনে হচ্ছে।
  • Ishan | 214.54.36.245 | ০১ আগস্ট ২০১৩ ২১:১৯525902
  • আর খ্যাল করে দেখবেন, সালটা ২০০৭। বুদ্ধবাবু সিঙ্গুর নিয়ে লড়ছেন, কমরেড টাটার নামে পোস্টার পড়ছে, ওদিকে সিটু ঘুড়িসিল্পে পায়রা ওড়াচ্ছে। মুখ ও পশ্চাদ্দেশ দুই দিকের দুইরকম পোঁ নিয়ে একটা রম্যরচনাও লিখতে পারেন। জমবে ভালো।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২১:৩১525903
  • অথবা রুটিআলুচ্চড়ি শিল্পে-সারা কলকাতা জুড়ে এই সান্ধ্যকালীন শ্রমনিবিড় শিল্পে ব্যাপক কর্ম-সংস্থান হয়েছে।
  • | 60.82.180.165 | ০১ আগস্ট ২০১৩ ২১:৫০525904
  • নিউটাউনের প্রমোটারি শিল্পও খুব শ্রমনিবিড়। ভুলে গেলে চলবে না,তিনফসলি জমিকে এক ফসলি দেখানোর জন্য পরিদর্শক দ্লকে শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিলো।
    আর কাঠা প্রতি ছহাজার টাকা যে অনেক তা কে না জানে- তাছাড়া জমি 'কেনার'সময় দোর্দন্ডপ্রতাপ সরকার বাহাদুরের কোনো প্রতিপক্ষ ছিলো বলেও তেমন জানা যায় না।
    আর স্বীকার করতেই হয় রিক্সা চালিয়ে, লোকের বাড়ি কাজ করে কৃষিজীবীদের আর্থিক উন্নতিই হয়েছে।
    সেই নিয়ে এত গোল কিসের?
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২২:১০525907
  • দুর্জনে আবার কত কী বলে !
    Farmers unwilling to accept the notice was subjected to tremendous intimidation and brutality. CPI(M) goons were going around Rajarhaat forcing people to accept the notice at gunpoint
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২২:১২525908
  • বিরোধীপক্ষও কিছু বলেনি, স্বাভাবিক।

    Many in the TMC leadership went on to be involved in the landgrab exercise and became complicit in the whole process.
  • a x | 138.249.1.194 | ০১ আগস্ট ২০১৩ ২২:১৭525909
  • পিটির জন্য - হিন্দমোটোর্সে ২২,০০০ লোক কাজ করতেন। এমনকি উঠে যাবার সময়ও ৩৫০০ হাজার লোক ছিল।

    কিন্তু এসব দিয়ে লাভ নেই। হয় অ্যাভয়েড করে অন্য কিছু একটা, নইলে কিছুদিন চুপচাপ থেকে আবার মাস দুই বাদে সেই একই কথার পুনরাবৃত্তি। আর মাঝে মাঝে দুএকজন নাম ভাঁড়ানো কিম্বা বিবেকরূপী লোকেদের তাল ঠুকে যাওয়া।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২২:১৮525910
  • "Many in the TMC leadership went on to be involved in the landgrab exercise and became complicit in the whole process."

    এতদ্বারা তিনোদের সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি "অন্দোলন"-এর আসল উদ্দেশ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত হইল।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২২:২০525911
  • আর তার আগের লাইনটা দিয়ে সিপিএম এর সম্বন্ধে সন্দেহাতীত ভাবে কী প্রমাণিত হইল ? :P
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২২:২২525912
  • ৩৫০০ আবার একটা সংখ্যা হল নাকি? এই সংখ্যার বিচারেই তো সিঙ্গুরের ন্যানো কারখানা অর্থহীন সেটাই তো শুনে এলাম এতদিন ধরে!!

    আর আমি তো হিন্দ মোটোরস নিয়ে কিছু বলিনি-উষার প্রসঙ্গে বলেছিলাম।
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২২:২৩525913
  • হিন্দমোটর এখনো পুরো ওঠেনি বলেই জানি।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১৩ ২২:২৪525914
  • আরে সিপিএম বজ্জাত বলেই তো তাদের তাড়িয়ে তিনোদের আনা হল আর তাদের সমর্থনে পাতার পর পাতা লেখা চলল। আবার সিপিএমের আয়নায় তিনোদের দেখানোর প্রচেষ্টা কেন? নাকি "৩৪ বছরের অপশাসন"-ই সব তক্কের শেষ আশ্রয়?
  • pi | 118.12.168.34 | ০১ আগস্ট ২০১৩ ২২:২৭525915
  • না না, সব তক্কের শেষ আশ্রয় তো বুজী। মতান্তরে ডিঃ পাঁঃ।
  • a x | 138.249.1.198 | ০১ আগস্ট ২০১৩ ২২:৩১525916
  • পুরো জমিটা বিড়লাদের ১৯৪৮'এ ট্যাক্স ফ্রি এবং জলের দামে দেওয়া হয়। ৭৪৪ একর জমির ২৫০ একর পুরো বিনামূল্যে, এবং বাকিটা থ্রো-অ্যাওয়ে দামে। বেশিভাগ ছিল চাষের জমি (rings a bell?)২০০৮ অবধি এই জমির দুই তৃতীয়াংশ অব্যবহৃত ছিল। জমি দেওয়া হয় ঐ যে এই টইতে বারবার যেসব অনুসারী শিল্প ইত্যাদির কথা বলা হচ্ছে সেই জন্য - এই লেবেলের আন্ডারে বুঝতেই পারছেন বহু ছাড় পাওয়া যায়। কিন্তু জমি সেই মর্মে নিয়ে ৩১৪ একর জমি - যার দাম দিতে হয় মাত্র সাড়ে ১০ কোটি টাকা, সেই জমি হিন্দমোটোর্স শ্রীরাম প্রপার্টিকে বেচে। বেচার সময় কত পায়? ৩০০ কোটি টাকা। পয়সা গুলো কাদের পকেট থেকে কাদের পকেটে গেল?
  • a x | 138.249.1.202 | ০১ আগস্ট ২০১৩ ২২:৩৪525918
  • এবং এই পুরো সময়টা অজস্র শ্রমিক ছাঁটাই এবং বকেয়া টাকা না দেওয়া চলতেই থাকে।
  • a x | 138.249.1.198 | ০১ আগস্ট ২০১৩ ২২:৪১525919
  • পিটি আপনি ২৫০ না কত একটা হিসেব আগে লিখলেন তো আমার কথা উত্তরে। ঊষাও যখন ঐ রেসিডেন্শিয়াল ব্যবসার পার্মিশন চায় সরকারের কাছে তখন সেখানে প্রায় ৪০০০এর মত লোক কাজ করতেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন