এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২২২৪৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 182.0.249.87 | ০২ আগস্ট ২০১৩ ০৪:৪২525953
  • ইয়ে মানে, এই এতো বৃহৎ মিডিয়া, বুজী, সুজী, নুজী, গুজী সব লাগাতার বিরোধীতা করা সত্বেও, এবং একা লড়েও, পঞ্চায়েতে তিনোমূলের এই বিশাল জয়, এর ব্যখ্যা পিটিদাদা কিভাবে দেবেন।
    এই যে সুমন যে প্রতিপক্ষের মঞ্চে আগে রাজ্যসরকার তথা মমদির তুলোধনা করত, তাকেও সেদিন হাসি হাসি মুখে বলতে হল, পরিবত্তনের বৃত্ত সম্পন্ন হল।
    জনগন এবার কার দ্বারা ইনফ্লুয়েন্স্ড?
  • s | 182.0.249.87 | ০২ আগস্ট ২০১৩ ০৬:২৮525954
  • PT | 213.110.243.23 | ০২ আগস্ট ২০১৩ ০৮:০৯525955
  • s
    আপনার প্রশ্নের উত্তর dd-স্যারের একটা প্রশ্নের উত্তরে আগেই দিয়ে দিয়েছি। একটু খুঁজে পড়ে নেবেন।

    ddt
    "কী জানি, লোক খেপানো আর জমির আন্দোলনের ফারাক কী ভাবে করে। কারখানা না হয়ে এমন কিছু খারাপ হয় নি।"

    ফারাক করা যায়-খেপানোর শেষ উদ্দেশ্য দেখলে। আর কারখানা না হয়ে ভাল না খারাপ হয়েছে সেটা ইতিহাস আর সিঙ্গুরের মানুষ বলবে।

    "শিল্প টানার জন্য আর সব বিসর্জন দেওয়ার যে অন্ধ পাগলামি সিঙ্গুর আন্দোলন তাতে খানিকটা রাশ টেনেছে। ১৮৯৪-এর আইন বদলে ফেলা হচ্ছে। নতুন আইনে সিঙ্গুরের থেকে অনেক বেশি ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে। জমি নেওয়ার প্রক্রিয়াও অন্য। গোটা দেশের জল জমি জঙ্গল রক্ষার আন্দোলন ধারায় সিঙ্গুরের অবদান কম নয়। (সিপিএমের পন্ডিতরা অবশ্য কোনো শিক্ষা নেয় নি মনে হচ্ছে)"

    সিঙ্গুরের পরে সানন্দ হয়েছে। কেউ কেউ অতি উৎসাহে লিং দিয়ে দেখিয়েছিলেন য সানন্দের চাষীরা নাকি পথে নামছে। সেখানে শেষ-মেষ কিস্যু হয়নি। আর সিঙ্গুরের পরে সারা ভারতে বড় বড় কারখানা হওয়া আটকে গিয়েছে এমন খবর নেই। পস্কো ইত্যাদি আগে থেকেই সমস্যা ছিল। ক্ষতিপুরণ সিঙ্গুরেও বাড়ানোর কথা হয়েছিল-কংগ্রেসের একটা প্র্স্তাব ছিল তাতে চাষীরা একই পরিমাণ জমির জন্য ১৩-র বদলে ২০ লাখ পেত। কিন্তু চাষীর ক্ষতিপুরণ নিয়ে মমতার মাথাব্যথা ছিলনা-উদ্দেশ্য ছিল সেরেফ লোক ক্ষেপিয়ে সিঙ্গুর ভন্ডুল করা। আর সিপিএম কি শিক্ষা নিয়েছে জানিনা তবে মমতা শিখেছেন-তাই টাটাকে হাটিয়ে এখন আম্বানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন।

    "সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা কীভাবে পাবলিকের আকাঙ্খার মোরব্বা বানায় সিঙ্গুর তার উদাহরণ।"

    মোরব্বার জন্য "সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা"-র দোষ দেখে লাভ নেই। তার জন্য মমতা তো অবশ্যি-পাবলিকও দায়ী। শেষ বিচারে-you get the government you deserve!!
  • dd | 132.167.8.107 | ০২ আগস্ট ২০১৩ ০৮:৪৪525956
  • "আপনার প্রশ্নের উত্তর dd-স্যারের একটা প্রশ্নের উত্তরে আগেই দিয়ে দিয়েছি।"PT উবাচো।

    আরে আমি আবার কবে প্রশ্নো করলাম ? আমি কাকেই বা প্রশ্নো করবো? কোরবই বা কেনো? আমি তো সব জানি।

    প্লাস আমি এই টইতে ঠিক পোস্ট ও করি না। অ্যাকচুয়ালি বাণী দি'। ভক্তি ভরে পড়লে দেশের দশের উন্নতি হবেন, আপনেরা সবাই লম্বা হবেন,ফর্সা হবেন, চুল পাকবেও না পরবেও না।
  • bb | 127.195.160.138 | ০২ আগস্ট ২০১৩ ০৮:৫৮525957
  • @dd শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তব 'মণিমুক্ত' দিও ঃ)
  • ক্কঃ | 132.164.149.16 | ০২ আগস্ট ২০১৩ ০৯:৪২525958
  • ডিম্পাউরুটি খেতে তো আমারো ভাল্লাগে! ডিমের মামলেট বানিয়ে দুপিস পাউরুটির মধ্যে এট্টু সস দিয়ে, নাতো একটা পোচ বানিয়ে একপিস টোষ্টের ওপর ফেলে এক কামড় - উফফ!

    যাগ্গে, কদিন বাজে তক্কো করে বেজায় সময় নষ্ট হলো। ওদিকে কাবিবোর্ড২ তে হাডুপ ইম্প্লিমেন্ট করেছে, সেটার ন্যান্ড ইমেজও পাওয়া যাচ্ছে। একোন কদিন পোচ্চুর কাজ, সিংহাসনের ডানদিকের থামের ওপর বসে থাকলে আর চোলবেনিকো।

    যাওয়ার আগে ইপ্সি আর ইশাণ কে একটা করে ক্কঃ! হিহি।

    হলদে-সবুজ ওরাং ওটাং।
  • Marauder's Map | 131.241.218.132 | ০২ আগস্ট ২০১৩ ০৯:৪৮525959
  • আপনরা বড় কিচিরমিচির করেন। এখন একটু মন দিয়ে খেলা দেখার সময়।

    মুকেশ আম্বানী মমোদিকে বলেছে - ইউ মীন বিজনেস। কাগজে তো প্রশংসায় পঞ্চমুখ। এবার দেখার কী হয়।

    পসিবিলিটি ১ - পঞ্চায়েত ভোটের পর এখন একচ্ছত্র ক্ষমতা। ভারী শিল্প দরকার - এটা ফ্যাক্ট। তার জন্যে জমি দরকার - সেও ফ্যাক্ট। এখন একচ্ছত্র ক্ষমতার পর মা-মাটি-মানুষ ক্রমশঃ তামাদি হতেই পারে। সিঙ্গুরের গাজর ঝুলবে, কিন্তু অন্যান্য জায়গায় উচ্ছেদ কাকে বলে দেখবেন।

    পসিবিলিটি ২ - জমিনীতি একই রইলো, এবং বাদবাকি সবই। শিল্পের গাজর ঝুলেই রইলো।

    দুটো মিলিয়ে প্রোব্যাবিলিটি ১। অঙ্ক শেষ।
  • bb | 127.195.160.138 | ০২ আগস্ট ২০১৩ ১০:১৪525960
  • শুধু দেকুন - পঞ্চায়েতের পর আবাপ আর এইসময় ঢোঁক গিলে কি করে আস্তে আস্তে দিদির দিকে ঢলছে - আর এখন কোন উপায় নাই ঃ)
  • Marauder's Map | 131.241.218.132 | ০২ আগস্ট ২০১৩ ১০:৩১525962
  • সে মিডিয়া যা খুশী বলুগ্গে, কাজের কাজ যদি কিছু হয় তাহলে ভালো বলতে তো অসুবিধা নেই। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে জমিসংক্রান্ত কিছু গোলমাল আবার হতে চলেছে।
  • siki | 132.177.191.15 | ০২ আগস্ট ২০১৩ ১০:৫০525963
  • ঢোঁক গেলার কী আছে? আমি পজ্জন্ত আগে থেকে জানতাম রেজাল্ট কী হবে, আর আবাপ জানত না? বললে হবে?
  • PT | 213.110.243.23 | ০২ আগস্ট ২০১৩ ১১:১৩525964
  • আমি এখনও land use map-দিয়ে ব্যবসায়ীদের কি উপকার হবে সেটা জানার অপেক্ষাতে আছি।

    তবে গতকাল সন্ধ্যেবেলায় দিদি কিন্তু land-bank-এর কথা বলেছেন। সেটায় কি করে আমার একটুকরো জমি জমা রাখতে পারি সেটা জানার জন্য আগ্রহী।

    অবিশ্যি তিনি বিদ্যুত-ব্যাঙ্কের কথাও বললেন। কিসে করে বিদ্যুত বয়ে নিয়ে যাব ব্যাংকে গচ্ছিত রাখার জন্য সেটা অবিশ্যি এখনও বুঝে উঠতে পারিনি।
  • dd | 69.92.203.14 | ০২ আগস্ট ২০১৩ ১২:৫০525965
  • বিদ্যুত যদি টাটকা হয় তাহোলে কৌটয় ভরে বাইরে রাখা যাবে তিন চার দিন। তার পরে ফ্রীজে রাখাই বিধেয়।
  • Marauder's Map | 131.241.218.132 | ০২ আগস্ট ২০১৩ ১৩:২৬525967
  • বোতলে বিদ্যুত রাখার কথা সুকুমার রায়ের গপ্পেই আছে। সেই যে ছেলেটা যে সব কিছুই জানতো, একবার লুকিয়ে কলেজবাড়িতে ঢুকে পড়েছিলো...
  • Marauder's Map | 131.241.218.132 | ০২ আগস্ট ২০১৩ ১৩:৩২525968
  • "Fee for converting land from agricultural use to industrial use, including for development of industrial areas by private investors, will be waived"

    ইন্টারেস্টিং!
  • PT | 213.110.243.23 | ০২ আগস্ট ২০১৩ ১৩:৩৫525970
  • "Fee for converting land from agricultural use to industrial use..........will be waived,"

    মানে চাষের জমিতে শিল্প হবে?
  • pinaki | 227.211.165.113 | ০২ আগস্ট ২০১৩ ১৩:৩৫525969
  • না না, বিদ্যুৎ ব্যাঙ্ক বলতে এনার্জি ট্রেডিং এর কথা বোঝাতে চেয়েছে। মানে বেশি উৎপাদন হলে সেটাকে অন্যদের (খুব সম্ভবতঃ শস্তায়) বেচে দাও, সেক্ষেত্রে ঘাটতির সময় তোমার কিছু পাওনা হল।

    এই ব্যাখ্যাটা আবাপতেই পড়েছি।
  • dd | 69.92.203.14 | ০২ আগস্ট ২০১৩ ১৩:৪২525971
  • হুররে।
    মমোতা তাইলে সিপেমের মতোম দক্ষিনপন্থী হয়েই গ্যালো। ব্যাস। আর ঝগড়া ঝাটি কিসুনেই, কংরেস,তিনো মাকু সব জোট বাঁধো, তৈরী হও। সংগে আছে টাটা আর আম্বানী। দেশে শান্তি ফিরিলো।

    আমরা চলি সুমুখপানে কে আমাদের রুখবে?

    যাই, এক্ষুনি লোকনাথ বাবাকে থ্যাংস দিয়ে আসি গে'।
  • PT | 213.110.243.21 | ০২ আগস্ট ২০১৩ ১৪:০২525973
  • এত তত্ব, এত তক্ক, এত শ্লেষ, এত আত্মশ্লাঘা, এত ছাপ্পা মারামারি, এত কামড়াকামড়ি সবই বৃথা গেল গো-ও-ও-ও-ও- (করতালি, যবনিকা পতন ও অ-ন্ধ-কা-র)।
  • PM | 131.242.10.37 | ০২ আগস্ট ২০১৩ ১৪:২১525974
  • এত উৎসাহিত হবার কিছু নেই। তিনি যাহা বলেন তাহা করেন না। যাহা বলেন না তাহা করেন।
  • PT | 213.110.243.21 | ০২ আগস্ট ২০১৩ ১৪:২৬525975
  • চাষের জমির ব্যাপারটা তিনি বলেননি-বলেছেন একজন অনামী আধিকারিক-সেইজন্যে খানিকটা বিশ্বাস করা যায়। তদুপরি zone C আর D অন্য নামে SEZ কিনা সেটাও ক্রমশঃ প্রকাশ্য।
  • pinaki | 148.227.189.9 | ০২ আগস্ট ২০১৩ ১৫:১৮525976
  • এইত্তো, এইবার মমতা পোকিতো সিপিএম হয়ে উঠবে। মুখে এক, পশ্চাতে আর এক। আর চিন্তা নাই।

    দুচাট্টে জমি অধিগ্রহণ হয়ে গেলেই পিটিদা পরের ভোটে মমতাকে ভোট দিতে যাচ্ছে। ব্যাপারটা কল্পনা করেই রোমাঞ্চ হচ্ছে। ;-)
  • khilli | 131.241.218.132 | ০২ আগস্ট ২০১৩ ১৫:২৮525977
  • জমি অধিগ্রহণ করে বড় শিল্প গড়তে পারলে আমিও দিদি কে ভোট দেব ।
  • PT | 213.110.246.230 | ০২ আগস্ট ২০১৩ ১৫:৫৮525978
  • এইত কৃষক-দরদী নেত্রী স্বমহিমায় আত্মপ্রকাশ করছেন-স্বচক্ষে অবলোকন করুন!! আর পিটির টিকি টেনে কি হবে?
  • siki | 132.177.93.203 | ০২ আগস্ট ২০১৩ ১৭:১৬525979
  • আবার একটা রাউন্ড বোধ হয় আজ কমপ্লিট হল। আবার দুদিনের মধ্যেই শুরু হবে একই গোল গোল বৃত্ত।
  • pinaki | 227.211.165.113 | ০২ আগস্ট ২০১৩ ১৭:৪৩525980
  • কিন্তু পিটিদা সরাসরি অস্বীকার করলেন না কিন্তু যে ভোট দেবেন না। পয়েন টু বি নোটেড। ;-)
  • deadlock | 132.176.31.119 | ০২ আগস্ট ২০১৩ ১৮:০৩525981
  • "পেপারটার কনক্লুশন বা বাকি অংশের সাথে একমত হতে হবে, তার তো মানে নেই। তাই সে অংশটা আলোচনায় আনা হয়নি, স্মল স্কেল ইন্ডাস্ট্রির অংশ টা বিবেচনাযোগ্য মনে হয়েছে, তাই উল্লেখ করা হয়েছে।" - যাদের অন্য অংশ তাকে পছন্দ হয়েছে তারা সেটা কে উল্লেখ করেছে। তাদের পয়েন্ট যখন আলোচনা করা হয় নি তারাই বা অন্য দের পয়েন্ট কেন আলোচনা করবে ? :-)
  • cm | 127.208.214.161 | ০২ আগস্ট ২০১৩ ১৮:১৯525982
  • তব্বে অমন বুল থাকতে চিন্তা নাই। ভাঙ্গড় কলেজের অধ্যক্ষ সরিয়ে বুল ই নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করেছেন। সোনার টুকরো ছেলে। (তথ্য সূত্র ২৪ ঘন্টা)

    তা এই গোত্রের নিবেদন ঠিক কি ভাবে ক্লাসিফায়েড ডিম না পাঁউরুটি না পোঁ?
  • cb | 202.193.116.137 | ০২ আগস্ট ২০১৩ ১৮:২৭525984
  • ডিম পাঁউরুটির পোঁ যা দিয়ে রুটি আলুচচ্চড়ি খেতে হয়!!!!!
  • pi | 172.129.44.87 | ০২ আগস্ট ২০১৩ ২২:০১525985
  • STF মাতঙ্গিনী মহিলা সমিতির একজনকে আজ তুলে নিয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন