এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৮১৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 68.68.85.34 | ০৭ আগস্ট ২০১৩ ১৫:২৫526119
  • সামনা-সামনি দেখা হলে ঢপগুলো ক্রোনোলজিকাল অর্ডারে দেখিয়ে দেব, এখানে এর বেশী কিছু লিখবনা কারন কোনো লাভ নেই; আপ্নারা সোমকের স্পিরিটের প্রশংসা করুন তদ্দিন!
  • aranya | 154.160.226.53 | ০৭ আগস্ট ২০১৩ ২০:৩৮526120
  • পিটি-র লিঙ্কে-র রিপোর্টে দেখলাম এটাও আছে -'মহাকরণে পাঠানো নন্দীগ্রাম-চার্জশিটে সিবিআই লিখেছে, ২০০৭-এর ১৪ মার্চ ভাঙাবেড়ার দিক থেকে সশস্ত্র পুলিশের সঙ্গে ‘চটি পরা পুলিশ’ ছিল। তারাও উর্দিধারী পুলিশের পিছু পিছু ঢুকে তাণ্ডব চালায়'

    - কিছুদিন আগে নন্দীগ্রাম প্রসঙ্গে এই পুলিশের বেশধারী গুন্ডারা আদৌ গ্রাম আক্রমণ করেছিল কিনা, তার কি প্রমাণ - ইঃ কথা উঠেছিল।
  • pi | 118.22.232.92 | ০৭ আগস্ট ২০১৩ ২১:২৫526121
  • লসাগুদাও এনিয়ে কিছু লিখেছিলেন। যাইহোক, ন্যানোপ্রেমী বা ন্যানো এলে যাঁরা মনে করেন ন্যানো এলে পঃবঙ্গ স্বর্গরাজ্য হয়ে যেত , তাঁদের জন্য সেই পোটেনশিয়াল মুশকিল আসান ন্যানোর গুজরাতে হাল ঃ
    Tata Motors’ Nano plant at Sanand in Gujarat is lying idle. Tata Motors has utilised just a fraction of the Rs 2000 crore facility and in whole of the last year, there have only been two months when Tata Motors utilised more than 25 percent of its installed capacity at Sanand. In fact for the first time this April, the company’s total production of the Nano fell below 1,000 units utilising just 4.5 percent of the installed capacity of 20,833 units per month or 2.5 lakh units per annum (CNBC-TV18 report). This is the state of the much touted Nano, despite months of advertising, heavy discounting and offering a first of its kind Credit Card facility to boost Nano sales....
  • pi | 118.22.232.92 | ০৭ আগস্ট ২০১৩ ২১:২৬526122
  • এবং ঝুলি থেকে বেরোলো, টাটার সাথে চুক্তি।

    ...The incentive was Rs 9,570 crore soft loan over 20 years — close to 25 per cent of Gujarat’s annual budget. Tata Motors will repay the loan in 20 years, at 0.1 per cent interest rate and will repay the land price in eight equal annual installments. That’s not all. The state government also provided four-lane road connectivity and exempted Tatas from electricity duty, registration and transfer charges of land. The state also put up a waste disposal plant, supplied natural gas through a pipeline and provided 100 acres of land near Ahmedabad for a township. As if so much was not enough, Modi used some more public money to give Mr Tata free publicity for his Nano car when Modi put up hoardings with his and Mr Tata’s picture with Nano all over Gujarat.

    Narendra Modi Embracing Ratan Tata
    Narendra Modi Embracing Ratan Tata
    This is the deal that the Gujarat government did not want to make public. Despite several RTI applications, the Government refused to divulge information on the pretext that it was classified information as it contained ‘trade secrets’ of Tata Motors. Unfortunately for them, details of this deal got leaked out in the form of a Cabinet note by Industries Department Deputy Secretary Shobhna Desai and now an embarrassed CMO of the Industries Department has initiated an internal inquiry to find out how the details of the deal went public. They also don’t want to tell the public that all the promises of employment to locals might as well be forgotten now that Nano is in a free fall...

    http://www.truthofgujarat.com/big-scam-with-small-car/#.UgJngJJvOLE
  • PT | 213.110.246.230 | ০৭ আগস্ট ২০১৩ ২১:৪৩526123
  • "চটি পরা পুলিশ"-বহুশ্রুত এবং বহু আলোচিত। তবে তারা "পুলিশের বেশধারী গুন্ডা" সেটা বোধহয় সিবিআই এখনও বলেনি।

    কিন্তু যেটা কখনই শোনা যায়নি-গুরু, সংহতি, আবাপ, বর্তমান-কোথাও-ই যে "১৩০ জন ....... অবৈধ জমায়েত করে ....পুলিশকে আক্রমণ করেছিল।" যেটা বহুশ্রুত এবং বহু আলোচিত ছিল তা হচ্ছে যে একদল নিরস্ত্র, নিরীহ গ্রামবাসী হরি-সংকির্তনের জন্য জমায়েত হয়েছিল। তাদের ওপরে পুলিশ বিনা প্ররোচনাতে গুলি চালায়-ইত্যাদি। আমরা কেউ কেউ এই হরি-সংকির্তন তত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করায় অনেক কটাক্ষ শুনেছি। আমরা যে ভুল ছিলাম না সেটাও খানিকটা প্রমাণিত হল।

    স্মৃতি নির্ভর একটা কথা বলিঃ নন্দীগ্রামের গুলি চালানোর কয়েকদিনের মধ্যে আকাশ বাংলা দুটি মানুষের মোবাইলের কথা কোথা থেকে জোগাড় করে সম্প্রচার করে। তাতে "মেয়েদের সামনে রেখে সত্যনারায়ণ পুজোর ছলে" ইত্যাদি ইত্যাদি কথাবার্তা ছিল।

    আমি কিন্তু মনেপ্রাণে চাই যে চটি কিংবা সত্যনারায়্ণ যাই ঘটে থাকুক না কেন সত্য উদ্ঘাটিত হোক। তবে সিবিআই-কে এই তদন্ত করার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে কারও কারও জন্য নন্দীগ্রাম ও তাপসী মালিক হত্যার পিছনের সত্য ঘটনা বিপদ ডেকে আনতে পারে।
  • ন্যানো | 103.115.84.195 | ০৭ আগস্ট ২০১৩ ২২:১২526124
  • ন্যানোর দুরবস্থার রেকর্ড গত একমাস ধরে দেখছি বেজেই চলেছে!

    ২০০৮ সালে টাটাকে গায়ের জোরে তাড়ানো হয়। সেটা কেন ঠিক ছিল? না দাদা, আমরা তো ২০০৮ সালেই বুঝে গেছিলাম ন্যানোর সেল ২০১২ তে এসে ঝাড় খাবে, তাই আমরা ওদের তাড়িয়ে দিয়েছিলাম। আরো কিজানেন তো দাদা, টাটা কিন্তু ওখানে ন্যানো ছাড়া আর কিচ্ছু বানাতে পারবেনা! ওদের শুধুই ন্যানো বানাতে হবে, অন্য কোন মডেলএর গাড়ি ওরা ওখানে বানাবেনা, এ একেবারে ওদের ধনুর্ভাঙ্গা পন!
  • pinaki | 227.211.165.118 | ০৭ আগস্ট ২০১৩ ২২:৩৩526125
  • দুরবস্থার কথাটা বলা এইজন্যেই যে শিল্পে এই অনিশ্চয়তাগুলো থাকে। কাজেই একটা শিল্প হল মানেই সব সমস্যা সমাধান হয়ে গেল - এমন ভাবার কারণ নেই। কাজেই একটা মোটামুটি চলনশীল ব্যাবস্থা থেকে বহু মানুষকে উচ্ছেদ করার আগে এই ব্যাপারগুলো মাথায় রাখা দরকার। ন্যানো হয়ে গেলেই চারদিকে কর্মসংস্থানের জোয়ার আসবে - এমন যে সবসময় সত্যি হয় না - সেটা দেখানোর জন্যেই বলা।
  • PT | 213.110.246.230 | ০৭ আগস্ট ২০১৩ ২২:৫৭526126
  • সত্যি, চাষীর জীবনে খরা, অতিবৃষ্টি, মহাজনের সুদ, চাষের খরচ, ফসলের দাম, লেবার কস্ট, আত্মহত্যা ইত্যাদি কিছুই ঘটে না। আজীবন চাষীরা নিরাপদে চাষ করে সুখে জীবন যাপন করে।

    সানন্দে ন্যানো কারখানার অবস্থা কখনো ভাল হলে অথবা অন্য কোন লাভজনক কারখানায় রূপান্তরিত হলে আশা করি একটা পোস্টিং আসবে যে সিঙ্গুরে ন্যানো চালু করার সিদ্ধান্ত সঠিক ছিল!!!!
  • pinaki | 227.211.165.118 | ০৭ আগস্ট ২০১৩ ২৩:০৮526129
  • না, তা কেন? প্রাকৃতিক বিপর্যয়ে যা হবার তা তো হবেই। তাতে কি দুরবস্থা হয় না? কিন্তু এই যে ১০-১২০০০ লোককে তাদের জীবিকা থেকে মন চাইল উচ্ছেদ করে দিলাম, সেটা তো এমন ঘটনা নয় যা অনিয়ন্ত্রণযোগ্য। এটা তো কিছু মানুষ যাদের হাতে পুলিশ আছে, রাষ্ট্র আছে, গায়ের জোর ফলানোর জায়্গা আছে - তাদের সচেতন সিদ্ধান্ত। দুটো কিকরে এক হয়? ধরুন আপনার হিসেব মত দারুণ উন্নতি হল। প্রচুর অনুসারী শিল্প এল। যখন উচ্ছেদ করা হচ্ছে, তার থেকে ২ বছর বাদে গিয়ে ধরুন যে জমি হারিয়েছে সে একটা অনুসারীতে ঠিকা শ্রমিকের কাজ পেল। তাহলে এই যে মাঝের দুবছর সে রুটি রুজি থেকে বিচ্ছিন্ন রইল, তার দায়িত্ব কে নেবে? প্লাস, সে যে দুবছর বাদে একটা কিছু পাবেই তার নিশ্চয়তার দায়িত্বই বা কে নেবে? আর এটা একটা দুটো লোকের ব্যাপার নয়। এতগুলো লোকের ব্যাপার।
  • pinaki | 227.211.165.118 | ০৭ আগস্ট ২০১৩ ২৩:১১526130
  • আর মহাজনের ঋণের ফাঁদে সিঙ্গুরের চাষীদের আত্মহত্যা করতে হচ্ছিল, তাই তাদের কাছে ক্ষতিপূরণ নিয়ে উচ্ছেদ হওয়াটা লাভজনক চয়েস ছিল - ঘটনা কিএইটা? যে ব্যবস্থায় মহাজনের ঋণের ফাঁসে আত্মহত্যা করতে হয়, সেই ব্যাবস্থাটা যেমন ঠিক নয়, যে ব্যাবস্থায় নিজের রুটি রুজির সংস্থান ছাড়াই উচ্ছেদ হয়ে যেতে হয় - সেটাও ইকুয়ালি খারাপ।
  • bb | 127.216.213.41 | ০৭ আগস্ট ২০১৩ ২৩:৩৭526131
  • যারা এই শিল্পের দুর্দশা নিয়ে বুকুনি দিচ্ছেন তারা নিশ্চয় বিদেশে অর্থনৈতিক মন্দার জন্য দেশে ফিরে আসেন না?
    বিরোধিতার জন্য আমি অনিশ্চয়তার দোহাই দেব, কিন্তু নিজের জীবনে অনিশ্চয়তার মুখোমুখি হলে আমি সেটা বেছে নিতে পিছপা হবনা, কারণ সেখানে আমার উন্নতির চান্স আছে।
    অথচ রাজ্যের উন্নতির ক্ষেত্রে অন্য স্ট্যান্ড, এরচেয়ে বেশী দ্বিচারিতা দেখা যায় না।
  • কৃশানু | 213.147.88.10 | ০৭ আগস্ট ২০১৩ ২৩:৫৭526132
  • বিবিদা, রাজ্যের রিস্ক টেকিং এবিলিটি আর যারা বাইরে সেটল্ড, তাদের রিস্ক টেকিং এবিলিটি কিন্তু সমান নয়।
  • pi | 172.129.44.87 | ০৮ আগস্ট ২০১৩ ০০:৩০526133
  • 'সানন্দে ন্যানো কারখানার অবস্থা কখনো ভাল হলে অথবা অন্য কোন লাভজনক কারখানায় রূপান্তরিত হলে আশা করি একটা পোস্টিং আসবে যে সিঙ্গুরে ন্যানো চালু করার সিদ্ধান্ত সঠিক ছিল!!'

    এরকম ডিডাকশন নিয়ে আর কী বা বলি, এটুকুই বলার, একটা বহুফসলী জমি , যার উপর ১৫-২০০০০ মানুষ নির্ভরশীল ছিলেন, তাঁদের অবস্থা রাতারাতি প্রচুর 'উন্নত' করে দেবার কথা বলা হচ্ছিল যে কনফিডেন্স নিয়ে, যে বিশাল কর্মসংস্থানের গাজর দেখিয়ে ১৫-২০০০০ মানুষের জমি জীবিকা হারানোকেও কোন পাত্তা দেওয়া হচ্ছিল না, সানন্দে মা যা হইলেন, তার ছবি সেই কনফিডেন্সকে প্রশ্ন তো করবেই। এরকম একটা প্রোজেক্ট হাতে নেবার আগে, যেখানে বিশেষ করে প্রচুর মানুষের জমি, জীবিকা হারানোর গল্প রয়েছে, সেখানে শিল্পের ধুয়ো তুলে উদ্বাহু হয়ে নৃত্য করার আগে একটা ঠিকঠাক কস্ট বেনিফিট অ্যানালিসিস হবেনা ? টাটাদের দান খয়রাতের প্রসঙ্গ তো ছেড়েই দিলাম।
  • Sibu | 84.125.59.177 | ০৮ আগস্ট ২০১৩ ০৬:৩৩526134
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5592&boxid=3234478

    জমি মাফিয়ারা সিঙ্গুরে নামমাত্র দামে জমি হাতিয়ে নিচ্ছে।

    মমতার সাথে যাঁরা সিঙ্গুরে আন্দোলন করেছিলেন, এখন তাঁরা নীরব। আমরা সবাই জানি একটা মিছিলে হাঁটলেই অন্যটায় হাঁটতে হবে এমন কোন কথা নেই।
  • সিঙ্গুর | 103.115.84.195 | ০৮ আগস্ট ২০১৩ ০৭:১১526136
  • এটা অবশ্য ভালো যুক্তি, কারন এই যুক্তি দিয়ে যেকোন শিল্পের সুন্দর বিরোধিতা করা যায়। দেশের সমস্ত শিল্পে, সমস্ত কারখানায়, সমস্ত ব্যাবসায়ে ওঠানামা, লাভ-ক্ষতি ইত্যাদি তো আছেই, আর এইসব ব্যাব্সা যারা চালায় তারা তো কস্ট বেনিফিট অ্যানালিসিস করেই না, তাহলে দাও সব বন্ধ করে। শুধু ন্যানো কারখানা কেন,সব কোম্পানীর সব গাড়ীর মাডেলেরি সেল ওঠানামা করে, দাও সব গাড়িকোম্পানি উঠিয়ে! আর ইস্পাত শিল্প? আইটি? কেমিক্যালস? টেক্সটাইল? সবেতেই তো বিজনেস সাইকেল! সবাই তো কখনো লাভ দেখে, কখনো ক্ষতি, ওসব শিল্প বানিয়ে কিহবে? এমনি এমনি আমরা শিল্পের বিরোধিতা করেছি দাদা?

    আর সিঙ্গুরে ঠিক কতোজন ১০০০ একরের ওপর নির্ভরশীল ছিলেন? কেউ বলছেন ১০-১২০০০, কেউ বলছেন ১৫-২০০০০। এটা হীরক রানীর ৪০০ একরের গল্প হয়ে যাচ্ছেনাতো? মানে প্রথমে ছিল একশো একর, সেটা রবারের মতো টেনে করা হলো ২০০, তারপরেই একটানে ৪০০, ইত্যাদি? যাইহোক, ২০০০০ ধরে নিলাম। এনারা সব্বাই যে ঐ কারখানায় বা ঐ অনুসারী শিল্পয় কাজ পেতেন, একথা তো কেউ বলেনি! ওখানে কারখানা হলে অনেক লোক এসে থাকতো, তাদের পরিষেবা দেবার জন্য আরো লোক দরকার হতো - ওনেক জায়্গাতেই এইভাবে একটা গোটা টাউনশিপ গড়ে ওঠে, অনেকে কাজ পায়। আর পশ্চিমবঙ্গে আরো লগ্নি আসতে পারত, সেকথা তো ছেড়েই দিলাম। মোট কথা, ঐ ২০০০০ জন সিঙ্গুরবাসী ঠিক ঐ কারখানাতেই কাজ পাবে, একথা বলা বোধহয় ঠিক না।
  • PT | 213.110.246.230 | ০৮ আগস্ট ২০১৩ ০৭:২৮526137
  • A total of 150 cotton and man-made fibre textile mills in the organised sector employing over 50,000 workers are estimated to have closed down in the last four years. If the mills in the SSI sector were included, the number would be higher. Tamil Nadu and Maharashtra top the list of states where most organised-sector mills have closed down.

    http://www.indianexpress.com/news/textile-job-losses-mount-as-150-mills-down-shutters/1031654/

    এটা ২০১২-র নভেম্বরের খবর।

    কেন যে এই সব গাধারা টেক্সটাইল মিল চালু করেছিল তারপরে বন্ধ করে দিল কে জানে!!

    আর এই মিলগুলো সেই শ্রমনিবিড় কর্মসংস্থানের ব্যাপার।
  • dd | 132.167.7.67 | ০৮ আগস্ট ২০১৩ ০৮:৩৫526138
  • তিরপুর। পুরো লালবাতি জ্বলে গ্যাছে। এককালের শো পীস এখন প্রায় শ্মশাণ।

    একেবারে এক্ষপোর্ট মুখী ছিলো এই সব গারমেন্ট কারখানা গুলান। ইদিকে ক্রেতারা কেনাকাটা কমিয়ে দিলো আর উদিকে বাংলাদেশ,সিংহল ইঃ আরো কম দামে বিককিরি শুরু কল্লে।ফলতঃ পুরোটা উঠে গ্যালো। ছেন্নাইতে এটা খুব আলোচোনার বিষয়।
  • ক্যাডবেরী | 103.115.84.195 | ০৮ আগস্ট ২০১৩ ০৮:৪৬526140
  • কাগজে লিখেছে দেখছি ক্যাডবেরী ১০০০ কোটি টাকা ব্যয়ে অন্ধ্রপ্রদেশে প্ল্যান্ট বানানোর কথা ভাবছে। আচ্ছা, ২০১৬ তে ওদের কতো সেল হবে সেই কস্ট বেনিফিট অ্যানালিসিস করে লগ্নি করছে তো? আর ২০১৭ সালে? আমার মনে হয় ২০১৭ সালে চকোলেটের বাজার খুব খারাপ যাবে, তখ্ন ঐ কারখানাটার মাত্র ২৫% ওরা ইউটিলাইজ করতে পারবে। কাজেই কারখানাটা এখনি ব্ন্ধ করা উচিত। অনুরাধা, তুমি কোথায়?
  • j | 230.227.106.153 | ০৮ আগস্ট ২০১৩ ০৯:০৯526141
  • আপনারা ভুল করছেন ... সিঙ্গুরে জীবিকামুখী অথ্চ বহুফসলী চাষও করা যাবে এমন উদ্যোগ নিয়েছে মাম্মা সরকার

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5592&boxid=3234478
  • Ishan | 60.82.180.165 | ০৮ আগস্ট ২০১৩ ০৯:১১526142
  • কিসব নাম, ক্যাডবেরি, সিঙ্গুর। :)

    মশাইরা, এত খাটাখাটনি কচ্ছেন কেন। টাটা, বোয়িং, ঊষা, মোহিনী মিল সবাই করে-কম্মে খাক না। শ্রমনিবিড় হোক বা পুঁজিনিবিড়। নিজের পয়সায় রিস্ক নিচ্ছে, খুবই ভালো করছে, কেনইবা বন্ধ করা হবে।

    কোচ্চেনটা হল, টাটার রিস্ক, আমি, একজন ট্যাক্সপেয়ার কেন নেব? মানে ইচ্ছে হলে নিতেই পারি, নাহলে নেবনা। সেটা আমার চয়েস। তা, এত কথা হচ্ছে চয়েসের পক্ষে বিপক্ষে।

    আর হ্যাঁ, শ্রমনিবিড়তার কথাটাও আসছে সরকারের প্রায়োরিটির প্রশ্নে। টাটা বিড়লা মাইক্রোসফট যে যা খুশি করুক না, আটকাচ্ছে কে। কিন্তু সরকার কাকে কতটা জামাই আদর করবে সেটাই হল কোশ্নো।

    ন্যান এবার পয়েন্টে লিখুন। একটু ধরিয়ে দিলাম।
  • Ishan | 60.82.180.165 | ০৮ আগস্ট ২০১৩ ০৯:১৩526143
  • ওঃ। আর সিঙ্গুরে জমি কেনাবেচা। ও আজকের নাকি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তৈরি হবার পর থেকে হচ্ছে। হোক না। প্রশ্ন তো চয়েসের। জোরাজুরি না করলেই হল।
  • Sibu | 183.60.205.153 | ০৮ আগস্ট ২০১৩ ০৯:২৪526144
  • "কয়েকটি সংস্থা স্থানীয় কৃষকদের কাছ থেকে চমকে ধমকে জমি নিচ্ছে।"

    চয়েস।
  • Ishan | 60.82.180.165 | ০৮ আগস্ট ২০১৩ ০৯:২৯526145
  • খবরটা এইমাত্র পড়লাম। জোরাজুরি হচ্ছে। জমি নিয়ে দাদাগিরি, প্রোমোটারি। শিল্পায়ন। সিঙ্গুর না, গোটা রাজ্যেই। এইটা কিকরে আটকানো যাবে জানিনা।
  • Sibu | 183.60.205.153 | ০৮ আগস্ট ২০১৩ ০৯:৩৯526146
  • Name: Sibu

    IP Address : 218.54.39.208 (*) Date:23 Mar 2013 -- 09:02 PM

    মমতার মডেলে শিল্প হবে না সেটা ঠিক নয়। যেটা হবে সেটা হল জমি মাফিয়া তৈরী হবে। তারা মেরে-ধরে জমি যোগাড় করবে। আবাপ ইত্যাদির সাথে ক্ষীরের ভাগ নিয়ে একটা বোঝাপড়া হয়ে গেলে সে সব আর লোকেও জানবে না।

    তবে এই কায়দায় কি ধরনের শিল্প হয় সেটা দেখার। বড় শিল্পপতিরা, যাদের জন্য অনেক রাজ্যই সুযোগ দিতে রাজী, তারা পোটেনশিয়াল ব্যাড পাবলিসিটির রিস্ক নিয়ে এই মাফিয়া মডেলে ঢোকে কিনা সেটা দেখার।

    http://www.guruchandali.com/amaderkatha/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1363769213879&contentPageNum=4#.UgMZWdWnapg
  • Ishan | 60.82.180.165 | ০৮ আগস্ট ২০১৩ ০৯:৪৯526147
  • জমি মাফিয়া মমতার আমলের প্রোডাক্ট নয়। এই সরকার ঠিকাদার আর প্রোমোটারের সরকার -- বলেছিলেন বিনয় চৌধুরি। তিনি তখন মন্ত্রীসভার দুনম্বর। গায়ের জোর, জমিদখল, প্রোমোটারি আর নির্মানশিল্পের রমরমা, আজ আকাশ থেকে পড়েনি। তবে হ্যাঁ, ওই আমলে ব্যাপারটা স্ট্রিমলাইনড ছিল বলে শোনা যায়, এখন বারো ভূতের রাজত্ব। তবে শোনা কথা, জমানা বদলের সঙ্গে কতটা কি বদলেছে প্রত্যক্ষ করি নাই।
  • PT | 213.110.243.23 | ০৮ আগস্ট ২০১৩ ০৯:৫৩526148
  • আসলে যারা মমতার চারপাশে জমা হয়েছিল তারা সকলেই নিজেদের ভবিষ্যত ছকেই জড় হয়েছিল। সবাই জানত যে মমতাকে লালবড়িতে তুলে দিতে পারলে আর প্রয়োজন মত ভোটের ভেট দিতে পারলে নিশ্চিন্তে কাজকারবার চালিয়ে যাওয়া জাবে। বেশীর ভাগই এপর্যন্ত ঠিক ঠিক লসাগু-গসাগু কষে লাভের মুখ দেখেছে-যেমন অধিকারি পরিবার।

    কেউ কেউ অবিশ্যি ভুল অঙ্ক কষে খেসারৎ দিয়েছে-যেমন বেচারা কিষেণজি।
  • khilli | 131.241.218.132 | ০৮ আগস্ট ২০১৩ ১০:২২526149
  • "বিরোধিতার জন্য আমি অনিশ্চয়তার দোহাই দেব, কিন্তু নিজের জীবনে অনিশ্চয়তার মুখোমুখি হলে আমি সেটা বেছে নিতে পিছপা হবনা, কারণ সেখানে আমার উন্নতির চান্স আছে।" - শুধু তাই নয় আমি বিদেশে থেকেও যাব আমার ভবিষ্যত প্রজন্মর উন্নতির স্বার্থে, মাঝে মধ্যে দেশে বেড়াতে যাব । আমার বিরোধিতা তো আমার উত্তরাধিকারীর উন্নতির পথে বাধা হয়ে দাড়াবে না ।
    ডি - আমি কিন্তু সব উত্তম পুরুষে বলেছি , অন্য কাউকে ব্যক্তিগত আক্রমন করিনি ।
  • Norwegian Ridgeback | 131.241.218.132 | ০৮ আগস্ট ২০১৩ ১০:২৯526152
  • ডিঃ আইপি দেখে প্লিজ গুলিয়ে ফেলবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন