এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ২১৬৪৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 122.79.37.152 | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৭526286
  • @ PT , যদি এতই প্রভাব থাকে তাহলে ৩৪ বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকলো কীকরে? এটা কি সিআইএ র সাফল্য না ব্যর্থতা । যেভাবে ই ভাবুন হজম করতে চাপ হবে। আর বিমান বাবু , কারাট বাবু যদি এতই জানেন নেক্সাস সম্মন্ধে , তাহলে এত বছর কংগ্রেস এর সঙ্গে যত বাধলেন কেন ?
  • ranjan roy | 132.168.65.169 | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৪526287
  • বামেরা কখনই কোন ভুল করেনি, ওরা একটি বৈজ্ঞানিক দর্শন মেনে চলে।
    যেগুলো ভুল মনে হয় তা আসলে সিয়া-টিয়া-সুজি-বুজির চক্রান্ত।
    এই থিওরেম ধরে এগোন, সব অংক মিলে যাবে। কোথাও হাতে কিছু থাকবে না।
  • sm | 122.79.36.93 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৫526288
  • দম দম এর বেদনাদায়ক ঘটনার পরে শাসক দলের দু এক জন মন্ত্রী দের দেখা গেলেও, cpm এর তরফ থেকে কাও কে দেখা গেলনা। অথচ এক কালের বাম দুর্গ বলে পরিচিত এলাকায় নেতা র অভাব তো ছিল না !
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৩526289
  • এত ঘ্যান ঘ্যান করেন কেন? গেলেই তো বলতেন রাজনৈতিক ফায়দা তুলতে গ্যাছে। “মুরশিদাবাদে হয় না বৃষ্টি? মূলে কেটা? গিন্নি বলেন, কম্যুনিস্টি!"
  • sm | 122.79.36.179 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৯526290
  • আমার মনে হয় cpm এর এখন গরু হারালে যেমন হয় সেই অবস্থা । যে কোনো সমালোচনাই চরম বিরক্তিকর লাগছে। রাজনৈতিক দল তো রাজনীতি ই করবে। গণতান্ত্রিক আন্দোলন, প্রসাশন কে চাপ দেওয়া , সহমর্মিতা দেখানো তার ই অংশ ।
    এগুলো ভুলে যাওয়া ঠিক কাজের কথা নয় । একটা cadre বেসড পার্টি র এই অবস্থা কেন, নিজেদের প্রতি বিশ্বাস হারিয়েছেন।
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৩526291
  • একদম বিশ্বাস হারিয়ে ফেলেছি, আসলে মানুষ আমাদের পাশ থেকে সরে গিয়ে একটা খামখেয়ালী পাগল আর সুবিধেবাদীতে ভর্তি দলে গিয়ে ভিড়েছে তো, তাই।
  • Felix Felicis | 131.241.218.132 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৭526292
  • কে জানে!

    পরিবর্তনের পর জনৈক তৃণমূল সমর্থক বড় দুঃখের সাথে একটা ঘটনার কথা বল্লেন - একজন ডাক্তারের নির্মীয়মান হাসপাতালের কাছ থেকে এলাকার তৃণমূল প্রচুর টাকা চাইছে, এবং এর সাথে জনৈক বড় মাপের নেতাও জড়িত। তাঁর দুঃখ সিপিএম কেন প্রতিবাদ করছে না।
  • sm | 122.79.36.165 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪১526293
  • @FF , cpm যত ইচ্ছা প্রতিবাদ ও আন্দোলন করুক, সেটাই কাম্য। আমার কোনো আপত্তি নাই।
    আরেকজন বললেন, জনগণ সরে গিয়ে সুবিধাবাদী দলে ভিরছে। অর্থাত জনগনের উপর থেকেও বিশ্বাস হারিয়েছেন। ভালো ,খুউব ভালো !
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৫526295
  • জনগণের ওপর তো অনেকদিন আগেই বিশ্বাস হারিয়েছি। সেই ১৯৮৪ সালেই। যেদিন একজন ডক্টরেট প্রথম এমপি হলেন।
  • Felix Felicis | 131.241.218.132 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৮526296
  • খি খি
  • cm | 127.202.89.66 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫২526297
  • এদিকে সিঙ্গুরে চন্ডীপুর ব্লকে ৩৫০ বিঘে বেআইনি দখলের জন্য যে রাজ্য সরকার আবার চড় খাচ্ছে। চলুক চলুক।
  • siki | 131.243.33.212 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৩526298
  • সার্কাস্টিক মন্তব্যের নিচে আসল বক্তব্য চাপা পড়ে যাচ্ছে। এই যদি রিয়্যাকশন হয়, তা হলে সিপিএমের কপালে দীর্ঘমেয়াদী দুঃখ তো আছেই, পশ্চিমবঙ্গের কপালেও যে আরও কত কী লেখা আছে, ভাবতেও ভয় হয়।

    জনগণ সুবিধেবাদীই, চিরদিনই। সুবিধেয় থাকার জন্যই জনগণ পছন্দের দলকে ভোট দেয়। এতে অন্যায়ের কিছু নেই। সীমিত ক্ষমতার মধ্যে থেকে এই ছোট ছোট মুখ-দেখানোর মত কাজের মাধ্যমে যদি সিপিএম মূলস্রোতে ফিরতে পারত, রাজ্যটার খুব উপকার হত। সুবিধেবাদী জনগণের মনে বিশ্বাস ফিরিয়ে আনাটা এখন খুব বেশি দরকার, মান-অভিমানের থেকে।
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৮526299
  • কেন? চলুক না, ভালই তো চলছে। আমি তো খারাপ কিছু দেখছি না। ট্রাফিক এর উন্নতি হয়েছে। রাস্তায় রাস্তায় আলো। ট্যাক্সিতে পাঁচজন বসে না। এসি বাস চলছে।
  • cm | 127.202.89.66 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০০526300
  • আবার আবার চড়, দিনে কটা করে পড়বে? রাজ্য সমবায় আইন খারিজ, আইন অসাংবিধানিক ও অবৈধ। চলুক চলুক।
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৭526301
  • আর সিকি, আসল বক্তব্য, যদি বলতেই হয়, বহু আগেই চাপা পড়ে গ্যাছে। অনেক অনেক দিন আগে।
    এখন লোকাল ইস্যু ছাড়া আর কেউ মুখ খুলতেই চায় না। তার চেয়ে চলুক না যেরকম চলছে। অরাজনৈতিক মিছিল।
  • j | 230.227.106.153 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১১526302
  • সার্কাষ্টিক ওয়ানলাইনার তো আগেও পড়তো , এখনো পড়ুক না ক্ষতি কি .....
  • Tim | 188.91.253.11 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২০526303
  • এইতো সবাই কেমন অধৈর্য্য হয়ে উঠেছে। এভাবেই আরো কয়েক বছর বর্তমান শাসকদল (পান খুঁইজেন না) থাকলেই লোকে ডেকে ডেকে সিপিএমকে ভোট দেবে। এভাবেও ফিরে আসা যায়।
  • sm | 122.79.36.173 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৯526304
  • যা বুঝছি বিশ্বাস, অবিশ্বাস এর স্টেজ এখন কমরেড রা পেরিয়ে এসছেন। আত্মসমলচনার পথ ও বন্ধ। যদিও নেতারা মাঝে মাঝেই আত্মসুদ্ধি ও আত্মসমলচনার মার্গ দেখা। cpm এর তো এখন তুররয স্টেজ মহায় ! এক চরম প্রাপ্তির অনভূতি লাভ করেছে। একেই বলে বিজ্ঞান (মাক্স্বাদ ) সম্মত ভাবে দর্শন লাভ।
  • j | 230.227.106.153 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩০526306
  • টিম ;-)

    কেউ কেউ অধৈর্য হলেও বঙ্গের ট্র্যডিশনাল বামবিরোধী ভোটের পার্মানেন্ট ৪৫ % ভোটব্যাংক চিরকাল অক্ষত ছিল এবং থাকবে আর গ্রামাঞ্চলে সিপিএম যেভাবে আপরুটেড হয়েছে তাতে বুথস্লিপ দেওয়ার লোক জোগাড় করতেও পনের-বিশ বছর লেগে যাবে
  • মা মাটি মানুষ | 56.23.68.178 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৩526307
  • আচ্ছা সেই যে সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটি নামে একটা হাঁসজারু তৈরী হয়েছিল, ওটার কি হল? ওটা আর প্যাঁকপ্যাঁক করেনা কেন? নাকি মা-মাটি-মানুষের সরকার ওটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছে?
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৩526308
  • না, আলোচনা এই লাইনে আনতাম-ই না, যদি কামদুনি-র ঘটনায় সিপিয়েম এর এবসেন্স নিয়ে কথা হত।
    দমদম এর ঘটনায় সিপিয়েম কে, শুধু তাই নয়, সিপিয়েম এর নেতাদেরকে দেখা যাবে, তাও কী কারণে, না শাসক দলের মন্ত্রীদের দেখা গ্যাছে বলে আর এককালে বাম দুর্গ ছিল বলে, এরকম হাস্যকর কথার সারকাজম ছাড়া উত্তর দিতে জানিনা। কান্ট হেল্প।
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৫526309
  • যা সমালোচনা চারদিকে চলে, আত্মসমালোচনা করবটা কি?
  • siki | 131.243.33.212 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৭526310
  • বেশ, চলুক তা হলে। :) ট্রাফিক লাইট, এসি বাস আর ওয়ান লাইনার, চলুক।
  • Felix Felicis | 131.241.218.132 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৯526311
  • সেইটেই তো যুগের চাহিদা।
  • sm | 122.79.36.173 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৩526312
  • @ কৃশানু, আচ্ছা আপনার কি সত্যি মনে হয়না, cpm নেতারা সহানুভূতি জানালে, পরিবারটির পাশে দাড়ালে, কিংবা গণতান্ত্রিক পথে প্রশাসন তথা শাসক দল কে চাপ দিয়ে, বেসরকারী school এর জন্যে কোনো guideline করা যেত? atleast জনগনের চোখে ভাবমূর্তি উজ্জল হত। মমতা তো এভাবেই জনসংযোগ বাড়িয়েছিলেন। বুদ্ধবাবু ও তো ভ্যান এ চেপে বারাসাত গেছিলেন, বলতে পারেন কেন?
  • CPI(M) | 230.227.106.153 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৭526313
  • কি দরকার !

    জনোগনই যখন আমাদের প্রত্যাখান করছে , মুখ দেখিয়ে কি আমড়াগাছি করতে যাব মশায় ?

    দমদমের এমেলে তো সিক্শামন্ত্রী তিনি আছেন , মান্যবর সুজিত বসু আছেন , যুগের পথিক দেশনায়ক সব্যসাচী আছেন .... চলুক না
  • sm | 122.79.37.235 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৯526314
  • তাহলে কি ঠিক করলেন মহায়, নির্বিকল্প ভাব রাখবেন না আমরা চললাম বৃন্দাবন করবেন।
  • Felix Felicis | 131.241.218.132 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৫526315
  • পাঁচিলে বসে বাদামভাজা খাবো;-)
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৪526317
  • সিরিয়াস প্রশ্ন যখন করলেন সিরিয়াস উত্তর দিই। তবে আমার মতামত জানতে চেয়েছেন, তাই ইহা একান্তই আমার মতামত।
    সহানুভুতি আর পরিবারের পাশে দাঁড়ানো-র কোনো প্রয়োজন নেই। পরিবারের পাশে দাঁড়ানোর এবং কু/সুবুদ্ধি দেবার এখন হাজার হাজার লোক।
    গণতান্ত্রিক উপায়ে চাপ দিয়ে সমস্ত রকম স্কুলের জন্যই গাইডলাইন বানানো উচিত। ইনফ্যাক্ট বেসরকারী স্কুল তো থাকাই উচিত না। তা কে আর আমার কথা শুনছে।
    আর বেসরকারী স্কুল যদি থাকেও, আমি তো চাইব বাধ্যতামূলক ভাবে তাতে ২৫% আসন সংরক্ষণ করা হোক, আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়া পরিবার দের জন্য। আর হ্যা, কোনো এডমিশন টেস্ট নয়। সবাই রাজি তো?
    এই এডমিশন টেস্টই কিন্তু আসতে আসতে এগিয়ে এসে প্যারেন্ট দের ইন্টারভিউতে পরিনত হয়। আজই কলকাতার একটি স্কুলের কথা শুনলাম যেখানে বাবা-মা দের একসাথে বসিয়ে জিডি হয়েছে।
  • sm | 122.79.37.235 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৪526318
  • @ কৃশানু, খুব ভালো লাগলো সিরিয়াসলি নিজের মত জানালেন বলে। ধন্যবাদ। কিন্তু আজকের আর্থসামাজিক পরিস্থিতি তে বোধহয় বেসরকারী স্কুল, কলেজ মায় মেডিকেল ও engineering কলেজ বন্ধ করা সম্ভব নয়। admission টেস্ট, পাস ফেল প্রথা তুলে দেওয়া , এগুলো বিতর্কের বিষয় । তবে বেসরকারী স্কুল এর এক্ষ্পেন্সেস নিয়ে ভালো রকম অডিট একান্ত প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন