এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ১৭২৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ২২ মে ২০১৬ ১২:১৮706511
  • S-সাহেব কী দুগ্ধপোষ্য? সিপিয়েম আমলে দুর্নীতি ছিল? ছাগলে শুনলেও হাসবে। আজকেই এক সিপিয়েম সমর্থকের সঙ্গে কথা হচ্ছিল - স্রেফ সল্ট লেকে - সল্ট লেক স্টেডিয়াম তৈরির সময়ে হরির লুট হয়েছিল। সল্ট লেক অথরিটিতে প্ল্যান স্যাংশন করাতে চেয়ারম্যানকে ঘুষ দিতে হত। ব্যক্তিগত ও সমষ্টিগত অভিজ্ঞতা আছে। এর কিছু নাকি ওনারা "পার্টি ফান্ডের জন্যে" নিতেন। নিজের ফান্ড বা পার্টি ফান্ড আর ডি-কম্পানির ফান্ড - এক্সটর্শনে তফাত নেই। নেহাত স্টিং অপারেশনের সহজলভ্য টেকনলজি ছিল না বা ভিশুয়াল মিডিয়ার রমরমা ছিল না বলে দুর্নীতিও ছিল না?
  • এলেবেলে | 11.39.36.176 | ২২ মে ২০১৬ ১২:৩২706512
  • ‘আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অন্য রাজ্যের দুর্নীতির খুবেকটা খবর রাখেন না’।

    রাখি তো । লালু, মুলায়ম, মায়াবতী, জয়ললিতা এদের সাথে সিপিয়েমের প্রেমপিরিতির খবরও একটু আধটু রাখি । সবই ওই টক আর তেঁতুলতলা !

    ‘অন্য অনেক কিছু হয়েছে কিন্তু বিপুল দুর্নীতি হয়নি’।

    আব্দুল মান্নান উবাচ : সর ভর্তি দুধের গ্লাসে সিপিয়েম স্ট্র দিয়ে টানায় মুখে সর লাগেনি। তিনোরা ঢকঢক করে গেলায় মুখ ভর্তি সর ।
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৩:০৫706513
  • বুঝলাম দুর্নীতির ব্যাপারে এখানে অনেকেঈ দুগ্ধোপোষ্য। কর্ণাটকে কালো টাকা হিসাব করার আলাদা প্রফেশনাল লোক আছে। বিহারে এক আমলে বস্তা বস্তা কালো টাকা ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিলো। মহারাষ্ট্রের এক নেতার বেনামে মালিকানা আছে এমন কোম্পানির হিসাব করতে শুরু করলে সে লিস্ট শেষ হয়না।

    সারদা ছাড়া এখনো পবে কোনো দলের নেতারাই সে লেভেলে কিসু করে উঠতে পারেনি।

    সল্ট লেক স্টেডিয়াম নিয়ে আইসেন। অন্য সব রাজ্যে এটাই এক্সপেক্টেড যে তলা থেকে উপর অবধি সবাই খাবে। আর ঘুষ না দিয়ে মুম্বাইতে সরকারি আপিসে এক্টা কাগজও সড়েনা। সব্বাই জানে। ব্যক্তিগত এক্স্পি আছে। সেখানে পবে অনেক কাজই দেখেছি বিনি পয়সায় বা সামান্য বকশিস দিয়ে হয়ে যায়। একটু খবর না রেখে কথা বললে সত্যিঈ ছাগলের হাসির মতন শিনায়।
  • quark | 138.141.165.7 | ২২ মে ২০১৬ ১৩:০৭706514
  • অ! তাইলে শুধুই স্কেলের সমস্যা। এপাড়ার গুলো সবই "সামান্য বকশিস"। বেশ।
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৩:১১706515
  • ১০০ টাকা আর ৩০০০ টাকার মধ্যে জেটুকু পার্থক্য আছে আরকি।
  • Arpan | 24.195.231.204 | ২২ মে ২০১৬ ১৩:১৪706516
  • সেটা তো এমনো হতে পারে প্রোজেক্টের ভ্যালু কম, কাজেই পার্সেন্টের বিচারে এক হলেও অ্যাবসোলিউট স্কেলে কম।

    (এটা কোনভাবেই দুর্নীতিকে জাস্টিফিকেশন করা নয়)
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৩:২১706517
  • আমার তুলনাটা দেখুন। এক প্রজেক্ট। বাড়ি ভাড়া নিতে গেলে পর্যন্ত্য দিতে হয়। সেসব গল্প অন্য একদিন হবে। ইকনমির স্কেল একটা ব্যাপার ঠিক। কিন্তু পরে বুঝ্হেছিলাম যে ওখানে সবাই জানে যে প্রতি পদে দিতে হয়। কেউ চায় না। কিন্তু না দিলে কাজ এগোয়্না। এছাড়াও অন্য চ্যানেল আছে।
  • Arpan | 24.195.231.204 | ২২ মে ২০১৬ ১৩:২৩706518
  • ইকোনমির স্কেল এবং কস্ট অফ লিভিং। এনিওয়ে সবগুলো ফ্যাক্টরই কমবেশি মিলেমিশে আছে।
  • অমৃতম্‌ 'বাল'ভাষিতম্‌ | 69.92.147.141 | ২২ মে ২০১৬ ১৩:২৫706519
  • আহা রে, কি অবোধ শিশু
    ****************************************
    আর ৩৪বছরে ‘বিপুল চৌর্যবৃত্তি’ হয়নি বলছেন ? ঘুড়ায় হাসব কত্তা !

    --- না হয়নি। অন্য অনেক কিছু হয়েছে কিন্তু বিপুল দুর্নীতি হয়নি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অন্য রাজ্যের দুর্নীতির খুবেকটা খবর রাখেন না।
    ****************************************
    শেষ বাক্যটা - "..... অন্য রাজ্যের...... ইত্যাদি" পড়লেই বোঝা যায় যে ইনি আদি ও অকৃত্রিম সিপিআইএম'এর সেই 'বিহারে এখানকার থেকে বেশী লোডশেডিং হয়, ইত্যাদি ইত্যাদি" বলা লোকেদের দলে।

    ইচ্ছে না থাকলেও এ পাতায় এখন এর ফিরিস্তি দেওয়ার মুশকিল ভুলতেই হ'ল। মুশকিল কেন, আশা করি কারণটা বোঝাতে হবে না। তবে রেজ্জাকের মত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং উদয়নের মত চিরকালীন লোভী যখন তৃণমূলে যোগ দিয়েছেন, তখন ভেতরের লুকোনো আর ন্যাকা ন্যাকা সুরে আউড়ে যাওয়া মিথ্যের ঝুড়ি গুলোর বুনোট ওনারা চাইলেই ভেঙ্গেচুরে যাবে।

    অজস্র বার লিখেছি, আবারও লিখছি -পিছিয়ে যান ১৯৭৭-৭৮'এর ঠিক পরবর্তী পর্যায়ের বাটা ইণ্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্কের স্ট্রাইকের সময় দাদু, সিটু নেতা শ্রী মনোরঞ্জন রায়, শ্রমমন্ত্রী আরেক কেষ্টবাবু, শ্রী কৃষ্ণপদ ঘোষের ভূমিকা ও খেলাধুলা। আরেকজন পরিষ্কার চারিত্রিক প্রসিদ্ধ সেই বিখ্যাত 'শূর' বীরের তো নামই তো হয়ে গিয়েছিল মাটি মন্ত্রী। লাগামছাড়ার থেকেও বেশী না হলে বিনয় চৌধুরী ওই উক্তি করেছিলেন? আর তারপর খিদিরপুরে তাঁর বক্তৃতার সময় বাইরের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল? রাজারহাটের জমি হস্তান্তরে চক্কোত্তি মশায়ের কি ভূমিকা ছিল আর কে কখন লাভবান হয়েছিল। সুজিত বসু কি মাটি ফুঁড়ে জন্ম নিয়েছে নাকি?

    অনেক কথা আসতে থাকতে পারে। সিইএসসি আর ট্রাম কোম্পানীকে অসৎভাবে বাঁচালেন এক বৃটিশ প্রেমী রজনী পাম দত্তর বিলিতি ছাত্র, যে কারণে শঙ্কর সেন সরে গেলেন, পরে বোধহয় মারাও যান। একইভাবে রেমিংটনের তদানীন্তন মালিক পাসারির সাথে তেনার কি মিটিং হয়েছিল গ্রেট ইস্টার্ণে যে তার ঠিক পরের দিন কোম্পানীতে তালা লাগলো হাজার লোককে পথে বসিয়ে?.... তাদের কেউই পিএফ-এর টাকাও পান নি। হিন্দমোটোর তো সম্প্রতি নয় অনেক আগে থেকেই, সেই কেষ্টবাবু আর মনোরঞ্জনবাবুদের দৌলতে গণ্ডগোলে, বিএম বিড়লা, জি পি বিড়লা বা এখনকার সি কে বিড়লারা কাদের হাত ধরে কাদের ছুরি মারতেন ও মারছেন, জানেন না? প্রয়োজন হলে বলবেন, অনেকজনের নাম ঠিকানা দিয়ে দেবো।

    আপনাদের আবার 'ডেমো' দিলেও তাকে নস্যাৎ করার গোঁয়ার্তুমি জগৎবিখ্যাত।

    শিক্ষা, স্বাস্থ্য কোন ক্ষেত্রটা এগারো'র আগে ভালো ছিল? এ আমলে আরো খারাপ হয়েছে?

    ওই যাঁর উদাহরণ কথায় কথায় দিয়ে থাকে লোকে সেই প্রয়াত বিশ্বাস মশাইয়ের মেয়ের ইশকুল কলেজে পাশফেল নিয়ে একবার জিগান না। মনীষা তো কলকাতা বিশ্ববিধ্যালয় থেকে হাওয়াই হয়ে গেল। আর সুবোধ সরকারকে খিস্তি মারি আমরা, আর সেই যে মহিলা দাদুর ....লেহনকারী লেখা লিখে পুরস্কৃত হয়েছিলেন...?

    আরও বলতে হবে? বেশীদিন আগের কথা নয়, এই সূর্যকান্ত মিশ্র স্বাস্থ্য দপ্তরের প্রধান থাকা কালীন Expire হয়ে যাওয়া ওষুধ ইত্যাদি শিশু হাসপাতালে সরবরাহ হওয়া নিয়ে প্রচুর হৈ চৈ হয় নি?

    বেঁচে গেছেন এত মিডিয়া, এত ক্যামেরা এত মোবাইল ক্যামেরা ছিল না বলে। তবুও জন্ম যদি পঞ্চাশের দশক বা নিদেন্পক্ষে ষাটের শুরুতেও হয়ে থাকে আর 'মগজে কারফিউ' যদি তখন থেকেই না বলবৎ থেকে থাকে, তাহলে মনে থাকার কথা।

    ব্রাহ্মী শাক অনেক আগে সরবরাহ করতাম এ পাতায়, বলেন তো আবার চালু করতে পারি। এত বেলায় বাজারে পাওয়া যায় কিনা দেখি গিয়ে.....

    ততক্ষণ ১০৮ বার 'অমৃতম্‌ 'বাল'ভাষিতম্‌ বলতে থাকুন সেই মহাপুরুষের বলা 'ধুর্জ্জটি, ধুর্জ্জটি' বলার মত করে।
  • PT | 213.110.242.23 | ২২ মে ২০১৬ ১৩:২৯706521
  • "PT দা জাস্টিফাই করার করুণ চেষ্টা করছেন আপনি ।"
    কোনটা জাস্টিফাই করছি?

    "এই টইতে আপনি যতগুলো পোস্ট করেছেন সম্ভবত বামেরা এবার ততগুলো আসন পায়নি !"
    সেতো জানি, নতুন কি বললেন? তত সিট তিনোরাও পায়নি। তাতে কি হল?

    "আর ৩৪বছরে ‘বিপুল চৌর্যবৃত্তি’ হয়নি বলছেন ? ঘুড়ায় হাসব কত্তা !"
    আর কতদিন চোরেদের সামাল দেওয়ার জন্য ৩৪ দেখাবেন? এখন অন্ততঃ যোগের ঘরে চুরি না করে ওটাকে ৩৯ বলুন। না মহায়, এর আগে কখনো মন্ত্রী কোটি কোটি টাকা লুঠের দায়ে জেলে থাকেনি। কোন সাংসদও জেলে থাকেনি। আর একটু খোঁজ নিলে দেখবেন যে যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল তারা সকলেই প্রায় তিনোতে গিয়ে হাজির হয়েছে।

    "শুরুটা করেছিলেন ভিক্ষে ( চাল, সাইকেল, কন্যাশ্রী ), নোটা, চুরি আর ছাগল তত্ব নিয়ে । ভিক্ষের গল্পটার পাল্টা অনেক কিছুই হওয়ার পর চাল, সাইকেল এখন আপনার ঠিক লাগছে।"
    না লাগছে না। এক্চুয়ালি চাল, সাইকেলের ব্যাপারটা তার চাইতেও নিম্নস্তরের। কেননা ভিখীরিকে ভিক্ষা দিয়ে তার বদলে কেউ কিছু চায় না। কিন্তু চাল দিয়েছি অতএব "আমাদের" ভোট দাও কিংবা ক্লাবের মদ-মাংসের টাকা দিয়েছি বলে "আমাদের" হয়ে ভোটে পেশী দেখানোর আহ্বান প্রকাশ্যে উচ্চারিত হয়েছে। ভোটে জিতে গেলেও এই মলিনতা মুছে যায়না।

    "নোটা নিয়ে আমার পোস্টের পর আর উচ্চবাচ্য করছেন না ।"
    কোন পোস্ট মনে নেই। কিন্তু আগের চোর আর এখনকার ডাকাত কোনোটাকেই আমার পছন্দ নয় বলে নোটায় ভোট দিলাম। তাতে জিতে এল এখনকার ডাকাত যে কিনা সরকারের আশীর্বাদে তার ডাকাতি চালিয়ে যেতে সক্ষম। এতে নোটার তত্বিক অবস্থানটাই প্রশ্নের মুখে পড়ে। এক্ষেত্রে সংখ্যাটা বিচার্য নয়।

    "চুরির ছবিটাও ধোপে টিকছেনা ।"
    সে আপনার কষ্টকল্পনা। ভাবতে বিস্ময় লাগে যে মাত্র কয়েক বছর আগে বাঙালী একট বাড়ী ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে সততার পক্ষে বিপ্লব করেছে ভেবে উল্লাস করেছিল!!

    "ডালমিয়া জেতার পর বুদ্ধবাবুর দাম্ভিক প্রতিক্রিয়া ছিল ‘The evil has won’। আপনে মহায় তাঁর সার্থক উত্তরসূরী !!!"
    আপনি কি ব্ভ্হাবলেন তাতে আমার কিস্যু আসে যায় না। আমি কারো ল্যাজে ঝুলে নেই। কিন্তু আমি অবশ্যই মনে করি যে এই ভোটে "‘The evil has won’।

    তবে শুধু চুরি নয়। যে যে ইস্যুর বিরুদ্ধে লড়াই করে ২০১১-তে তিনোরা ক্ষমতায় এসেছিল সেই ইস্যুর সঙ্গে সরাসরি জড়িত লোকেদের তিনোরা ঘর-জমিন দিয়ে আশ্রয় দিয়েছে। মণীশ গুপ্ত, আর নন্দীগ্রাম-কান্ডে জড়িত পুলিশেরা তাদের মধ্যে আছে। আর সাম্প্রতিক খবর পেলাম (সত্যতা জানিনা) বিজন সেতু কান্ডে জড়িত যে স্থানীয় নেতাকে (স্বপন?) সিপিএম বহিষ্কার করে সে এখন তিনোদের হয়ে কসবা অঞ্চলটার দেখভাল করে। ওখানে নাকি ৩৪-এর সব কিছু নিয়ে দেওয়াল লিখন হয়-শুধু "আনন্দমার্গী হত্যা" বাদ!!
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৩:৩৩706522
  • অমৃতম বেশি উত্তেজিত না হয়ে একটু ভেবেচিন্তে লিখুন। লেখার পরে কয়েক বার এডিট করুন, তাহলে আর অতো বড় লিখতে হয়না। আর বত্তমান পড়া বন্ধ করুন।
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৩:৩৫706523
  • অন্য রাজ্যের এক নেতার নাকি বেনামে প্রায় ১০০০০ কোটি টাকার সম্পত্তি। প্লিজ লিন্ক চাইবেন না।
  • মুচকি হাসি | 69.92.147.141 | ২২ মে ২০১৬ ১৩:৪৭706524
  • সেই বিখ্যাত এঁড়ে বত্তোমান যুক্তি।

    মহায় কথাগুলো মিথ্যে প্রমান করুন। ওপেন পাতায় লিখেছি তো।

    আরেকটা কথা, অমৃতম অনেক ভগবানকে খুব ভালোবাসে, তাই ভগবানকে ভয় পাওয়া পত্রিকা পড়তে ভয় পায়। তাদের বাড়িতে বিপ্লবী এই সময়, প্রগতিশীল আনন্দবাজার আর দেয়ালে সাঁটানো এক নির্ভীক পত্রিকা (এই রে, ইনি ভেবে বসবেন 'জাগো বাংলা') আসে। আর নিজেদের শিক্ষিত প্রমাণ করার জন্য টাইম্‌স্‌ অফ ইণ্ডিয়া।

    আরও কটি পত্রিকা আসে, সেগুলোর গ্রাহক কিনা। ওগুলোর নাম হয়ত শোনেনই নি, পড়েন তো নিই, হলফ করে বলতে পারি। তাই আর লিখলাম না।
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৩:৫৩706525
  • ঃ)
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৩:৫৭706526
  • ভগবানকে ভালোবাসেন। তাই ভগবস্নকে ভয় পাওয়া পত্রিকা পড়তে ভয় পায়। এই কথাটার মানে কি? যদি আদৌ থাকে।

    আর টিওআই শিক্ষিতদের পত্রিকা? জানলাম।
  • পুনশ্চ | 69.92.147.141 | ২২ মে ২০১৬ ১৪:০১706527
  • পুনশ্চ-
    ওই পত্রিকাগুলিতে পূর্ব্বের মহাকরণের কিছু মানুষ, ব্যাঙ্ক ইউনিয়নের কিছু সিপিআইএম'এর না-চোর নেতা ও আরো অনেকে লেখেন। বই মেলায় লিট্‌ল্‌ ম্যাগের ছাউনিতে খুঁজলে পাবেন। এ বছর তো যাই নি, গত বছর না তার আগের বছরে গুরুচণ্ডালীর স্টলের সামনের প্রবেশ পথের বাঁ দিকে ওনাদের ছোট্ট স্টল ছিল।

    এবার বাজারে যাই। আপনাকে ব্রাহ্মী শাক আর নিজের জন্য ঘৃতকুমারী আনি গিয়ে। আপনাদের অনুজ্ঞা বা আদেশ হ'ল গিয়ে জনগণেশাদেশ, ছাগলাদেশ তো নয়।

    কি দাপট!
  • }8>)) | 69.92.147.141 | ২২ মে ২০১৬ ১৪:১০706528
  • আপনি ছাগলদলভুক্ত না হলেও নিশ্চয় মার্জার শ্রেণিভুক্ত সুগত মারজিতের মত মার্জিত নন। তা, আমাকে কানাই মাস্টার ভাবলেন নাকি? বাড়িতে ইংরিজি পত্রিকা, টাটকা খবর পড়তে গেলে ওটা ছাড়া উপায় কি। আর ক্রোড়পত্রটা কি মজার বলুন তো???!!! টেলিগ্রাফ তো রবিবার আসে, শুধু সুহেল শেঠের সারভাইভাল স্ট্র্যাটেজি পড়ে সারভাইভ করা শেখার জন্য।

    }8>))
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৪:২১706529
  • সিরিয়াসলি তাই বলে টিওআই? আর সুহেল শেঠ একটা মানুষ হলো? লেখার কথা তো।বাদই দিলাম। পেডিগ্রীও ছেড়ে দিলাম। ও তো নিজের ক্ষুদ্র স্বার্থ ছাড়া জীবনে একটা কাজও করেছে বা কোনো অপিনিয়ন দিয়েছে বলে মনে হয়না। সিরিয়াসলি বলছি অন্তত টিওআই পড়া বাদ দিন। যদি একান্তই পড়তে হয় তাহলে হিন্দু পড়ুন, বা ডেকান হেরাল্ড, বা হিন্দুস্তান টাইম্স। অন্তত ইঙ্গরাজিটা বেটার আর বেটার এডিটিঙ্গ।
  • Rejjak | 12.223.114.149 | ২২ মে ২০১৬ ১৪:৩০706530
  • হ্যা ঠিক ই তো

    গণশক্তি পড়ুন

    ইংরিজি টা বেটার আর এডিটিং ও ভালো
  • S | 108.127.180.11 | ২২ মে ২০১৬ ১৪:৩৭706532
  • সেকি রেজ্জাক বামেদের ইঙ্গরাজি কাগজের নামটাও জানেনা? অনুব্রতর মাচায় পড়াশুনা নাকি?
  • কেষ্টা | 69.92.147.141 | ২২ মে ২০১৬ ১৪:৪৭706533
  • আপনি আর আটকাবেন না দাদা, রবিবার এমনিতেই সকাল থেকে 'সেই 'কেষ্টা ব্যাটা'র কাজ করতে হয়। তার উপর বার বার আদেশ, উপদেশ ভুলে গিয়ে বার বার বাজার যাওয়া। বহুৎ হ্যাপা।

    দ্বিতীয়তঃ অত শিক্ষিত নই দাদা, অত ইংরিজি কাগজ পড়তে গেলে থিসেরাস কিনতে হবে। অত পয়সাও নেই। ছোট ছেলে টাইম্‌স্‌ই পড়ে। আপনার বলা 'হিন্দু' অনেক আগে রাজভবনের উল্টো দিকে রেলের অফিসের সামনে থেকে কিনে আনতাম, বিশেষ করে মঙ্গলবার, খেলার কভারেজের জন্য। আর কখনও চো রামস্বামীর ক্যাওড়ামির জন্য। এখন ওতে, ইণ্ডিয়ান এক্স্‌প্রেস আর বিভিন্ন কগজে আমার ভাগ্নী লেখালেখি করে, তাই ওগুলো দিদি'র বাড়িতে এমনি এমনি আসে। আর আমরা তিন ভাই ভাগ করে নানা কাগজ কিনি, বাড়ির ছোটরা পড়ে আর শোনায়, তাই ইংরিজি শিখতে পারি।

    আরেকটা ছোট্ট জিজ্ঞাসা- এই পেডিগ্রি বস্তুটি কি যদি একটু বুঝিয়ে দ্যান - পাতি বাংলায়। পরে কোন দিন এসে পড়ে শিখে নেব খ'ন।

    কেষ্টা চললো।
  • Rejjak | 12.223.114.149 | ২২ মে ২০১৬ ১৪:৪৮706534
  • একদম ঠিক অনুমান
    কি করে জানলেন?
    চাষার ব্যাটা বলে কথা ওই আলিমুদ্দিনের আর নন্দন এর এলিট লোকেদের moto অত জ্ঞান কি আর আছে ?

    কাল দেখলাম আবার বেটে মত একটা ধুতিপরা বুড়ো আর চশমা পরা একটা ডাক্তার মাচা র admission ফর্ম তুলে নিয়ে গেল
  • kc | 204.126.37.130 | ২২ মে ২০১৬ ১৫:৩৭706535
  • "
    নীলকমলঃ তবে একটি মজার গল্প বলিতে পারি। এক মার্কসবাদী ভদ্রলোক একদিন বেশ উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন সারা বিশ্ব হইতে মার্কসবাদ মুছিয়া যাইতেছে। বঙ্গদেশ যদি মার্কসবাদ বর্জন করে তাহা হইলে তিনি তাহার লাল রং কীরূপে মুছিয়া ফেলিবেন?

    লালকমলঃ আমাদের কাহারও লাল রং বড় পাকা নহে। সামান্য জলেই উঠিয়া যাইবে।

    নীলকমলঃ কিন্তু আমি সে কথা বলি নাই। আমি নীরব ছিলাম। স্থানীয় স্কুলের সংস্কৃতর শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলিয়া উঠিলেন - শিবোহম্‌। ভদ্রলোক এই কথার অর্থ বুঝিলেন না। আমিও বুঝিলামনা। পণ্ডিত মহাশয় বলিলেন - শিব হইয়া যান। শিব কন্ঠে নীল, কেশে লোহিত। তিনি নীললোহিত। এখন আপনি রাজনীতিতে উভচর হইতে পারেন। মার্কসবাদীদের কেশ দেখাইবেন, বিরুদ্ধপক্ষকে কন্ঠ দেখাইবেন।

    লালকমলঃ এই দেশের রাজনীতিতে নীললোহিতের অভাব নাই। এই দিক দিয়া আমরা অনেকেই শৈব। আমাদের অসাধ্য কর্ম নাই।

    নীলকমলঃ আমি ভাবিতেছি নীল এবং লালের মধ্যে ভেদ অস্মদেশেও দূর হইতেছে। এককালে কিছু নীল রক্ত লাল হইয়া গিয়াছিল। এখন কত লাল রক্ত নীল হইয়া যাইতেছে।

    লালকমলঃ কিন্তু আমরা বর্ণকৌলীন্য ছাড়িবনা। আমাদের অন্য কৌলীন্য দেখিনা। ।।।।। "

    রবীন্দ্র কুমার দাশগুপ্ত
  • Keshto | 92.132.230.209 | ২২ মে ২০১৬ ১৬:১০706536
  • অতঃপর চড়াম চড়াম শুরু হইল
  • sm | 53.251.91.144 | ২২ মে ২০১৬ ১৭:২০706537
  • বুঝলাম দুর্নীতির ব্যাপারে এখানে অনেকেঈ দুগ্ধোপোষ্য। কর্ণাটকে কালো টাকা হিসাব করার আলাদা প্রফেশনাল লোক আছে। বিহারে এক আমলে বস্তা বস্তা কালো টাকা ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিলো। মহারাষ্ট্রের এক নেতার বেনামে মালিকানা আছে এমন কোম্পানির হিসাব করতে শুরু করলে সে লিস্ট শেষ হয়না।

    সারদা ছাড়া এখনো পবে কোনো দলের নেতারাই সে লেভেলে কিসু করে উঠতে পারেনি।
    ---
    S , আপনাকে কোনো রকম বিশেষণ দিলাম না। কিন্তু বলুন তো বালি পুরসভা যা কিনা গত দু দশক ধরে বামেদের দ্বারা পরিচালিত;সেখানকার ইঞ্জিনিয়ার এর বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয়। এসব জেনেও বলছেন বড়সড় দুর্নীতি হয়নি?
    সারদা,সিন্ডিকেট, প্রমোটারী, দালালি সব কিছুর শুরুওয়াত তো আগের সরকারের আমলেই। চুরি হয়নি বলছেন?
    রাজার হাতে ও নিউ টাউনে এত বড় বড় হাউসিং কমপ্লেক্স করার বরাত পাচ্ছে বড় বড় কোম্পানি ও প্রমোটার রা। কিছু দুর্নীতি হয়নি বলছেন?
    সল্টলেকে কতজন বামেদের মন্ত্রীরা জায়গা পেয়েছে জানেন ?
    যতো অস্বীকার করার চেষ্টা করবেন, ততো লোকজন এর মধ্যে বিশ্বাস দৃঢ় হবে।
  • PT | 213.110.242.8 | ২২ মে ২০১৬ ১৭:৪৬706538
  • ৫ বছর সময় পেয়েছিলেন মহায়। কটা অপরাধী খুঁজে বার করতে পেরেছেন আর কজনকে শাস্তি দিয়েছেন ঐ সব অপরাধে?
  • Keshto | 12.223.114.149 | ২২ মে ২০১৬ ১৭:৪৬706539
  • এত কথার Ki আছে ?
    ওই gumbaat গুলো মহান Marx এর কিছু গাম্বাট যুক্তি দেখিয়ে দেবে. মার্কস বা Stalin হয়ত বলেছিলেন Bali পুরসভার টাকা পুজিবাদী soktir বিরুদ্ধে সর্বহারা জনগণ জড়ো করছিলেন রক্তখ্য়য়ী বিপ্লবের আশায়

    হে হে হা হা খ্যাক খ্যাক

    এদের দেখে অন্তত ইয়ে মারা যাবার বেদনার বহিপ্রকাশ কাকে বলে সেটা স্পষ্ট

    আসুন ঢাক বাজাই

    আহা চড়াম চড়াম
  • sm | 53.251.91.144 | ২২ মে ২০১৬ ১৮:০১706540
  • এই যে এত বড় লক্ষ কোটি টাকার টেলিকম, টু জি, কয়লা কেলেঙ্কারী হলো- কজন শাস্তি পেয়েছে? রাজা, কানিমঝি তো সব জামিনে বেরিয়ে গেল।চুরি হয়নি বলছেন?
    যদি হয় কটা প্রমান করতে পেরেছে, থুড়ি প্রমানিত হয়েছে?
    এদের সঙ্গে জোট বাঁধতে লজ্জা করেনি বুঝি? কংগ্রেস কে লুম্পেন, লুঠেরা, চোর- ডাকাতের সরকার বলতে বাধো বাধো ঠেকছিল তখন?
    বুকে জড়িয়ে ধরে মালা পরে ছবি তুলতে ভালো লেগেছিল?
    এনি ওয়ে, তিনোদের মন্ত্রীরা জেলে গেছে- আপনি যে অহরহ বলে থাকেন; একটাও এখনো অবধি প্রমানিত হয়েছে?
  • Kashto | 12.223.114.149 | ২২ মে ২০১৬ ১৮:০৬706541
  • Sm দা
    আমার বিশাল বুকে অক্সিজেন হয়ে আসুন

    লাখ কথার এক কথা

    আহা চড়াম চড়াম
  • PT | 213.110.242.8 | ২২ মে ২০১৬ ১৮:০৯706543
  • কোন প্রমাণই নেই তবু শাসক দলের দুটো ধুমসো লোক জেলে বসে আছে। বছর খানেক ধরে বেড়াতে যাওয়ার আর জায়গা পেলে না গো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন