এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ১৭০০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ২৮ মে ২০১৬ ১০:৫৮705339
  • ছাগলের মেরুদন্ড ফ্ল্যাট, হরাইজন্টাল। সোজা হবার কোনো চান্সই নাই।
  • dc | 120.227.240.249 | ২৮ মে ২০১৬ ১১:১২705341
  • লালু আগে বামেদের সাথে ছিল, এখন সেও গেছে দিদির সাথে। বামেদের নতুন সঙ্গী টুজি আর কোল খ্যাত কং। মানুষের জোট! :d
  • Arpan | 233.227.234.218 | ২৮ মে ২০১৬ ১১:১৩705342
  • এদের সঙ্গে তো কং জোট করেছে, আবার কং এর সাথে সিপিয়েম। কালীদা অবশ্য বলছেন তাতে অবশ্য মেরুদণ্ডে খিঁচ ধরে না।
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১২:২৩705343
  • ছাগলের মেরুদন্ড ফ্ল্যাট হতে পারে কিন্তু ছাগল দাঁড়ায় না কে বলল?
  • কল্লোল | 125.242.177.249 | ২৮ মে ২০১৬ ১২:২৬705344
  • পিটি। "তবে আমার তো মনে হয় মন্ত্রী হওয়ার পরে অভিযোগটা পুরোপুরি প্রমাণিত হলে বেইজ্জতিটা আরো বেশী হয়।"
    নিশ্চই বেশী হয়। তাবলে অভিযুক্ত মন্ত্রী দূর হঠো বলে রাস্তায় নামতে কিসে আটকাচ্ছে? পায়ে ব্যথা??
    সিভিক পুলিশের দুর্নীতিবাজদের মুখোশ খুলে দাও বলে রাস্তায় নামতে কি নজ্জা করছে?
    আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয়রে!!!

    অপ্পন/ডিসি, ক্ষমতার রাজনীতিতে এথিক্স বলে কিছু হয় না। দরকার হলে হিটলারের সাথে অনাক্রমণ চুক্তি করা যায়। দরকার পাল্টালে আমেরিকা-ব্রিটিশের হাত ধরে হিটলারকে আক্রমণ করা যায়। দরকারে চিয়াং-কাই-শেকের সাথে হাত মেলানো যায়। দরকারে ব্রিটিশদের বিরুদ্ধে জাপানীদের সাহায্য নেওয়া যায়। সব জায়েজ। খালি, জো জিতা য়োহি সিকন্দর। যো হারা য়োহি ছাগোল।
  • dc | 120.227.240.249 | ২৮ মে ২০১৬ ১২:৩৬705345
  • "যো হারা য়োহি ছাগোল।"
    :d
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১২:৩৯705346
  • ১) পিটিঃ "RR কি এই কানিমোঝি আর লালুর সঙ্গে তিনোর "তৃতীয় ফ্রন্টের স্বপ্ন" দেখছেন?

    --সেকি! আমি দেখবো কেন? এই লালুর দলের লোকের বিরুদ্ধে কোলকাতায় আপনারা এবার লোক সরিয়ে সমর্থন দেন নি?
    আর ডিএমকের সঙ্গে তামিলনাডু তে জোট কে করেছে?
    এর আগে আপনারা জয়ললিতা/মায়াবতীকে মুখ করে তৃতীয় ফ্রন্টের জন্যে ক্যাম্পেন করেন নি? সব গুড়গোবর হয়ে গেছে তো এখন---!

    ২)পিটিঃ আর এই ছবিটি দেখুন তো চিনতে পারেন কিনা? কোনদিন বামেরা এর সঙ্গে গেলে রে রে করে উঠবেন না তো এর পরে?

    -- আমরা রে রে করবো কেন? আমরা মুচকি হাসবো আর দুঃখ দুঃখ ইমোটিকন দেব এই পাতায়।
    রে রে করবে ছাগল জনগণ!
    রামছাগলের ঢুঁসো ! বাপরে বাপ!
  • | ২৮ মে ২০১৬ ১২:৪০705347
  • যো জিতা য়োহি সিকন্দর
    অউর যো হারা .... হাঁ হাঁ যো হারা
    উয়োহ বকর**
    :-D

    সেই ফেবুতে একটা মিম ঘুরছিল না যে বাঘেরা যদি ইতিহাস লিখতে পারত তাহলে জিম করবেটের খবরই ছিল।
    :-D
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১২:৪৯705349
  • লাইনের বাইরে বসে "চোখে আঙুল দাদা" হওয়া যে খুবই সহজ সেটা সিঙ্গুরের চাষী, কীষেনজী থেকে পব পরিত্যাগ করতে থাকা অল্পবয়সীরা বেশ ঠেকে বুঝছে। সমস্যা হচ্ছে যে ভদ্রতা দেখিয়ে আলোচনা করতে গেলে "ফিসফ্রাই", বিরোধীতা দেখিয়ে শপথ গ্রহণ বয়কট করলে "সৌজন্যতার অভাব" আর রাস্তা অবরোধ করলে কটা এম্বুলেন্স আটকে গিয়েছিল তাই নিয়ে তরজা শুরু হয়।

    পদ্ধতি একটা আছেঃ সেটা হচ্ছে ক্যামেরার সামনেই বিধানসভা লন্ডভন্ড করা থেকে শুরু করে এদানিং-এর ইন্চিতে ইন্চিতে বুঝে নেওয়ার ধমক-অর্থাৎ কিনা আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো। তখনি অবিশ্যি পব-র বাইরের নিরাপদ দূরত্ব থেকে আকাশবাণী হবেঃ "জো জিতা য়োহি সিকন্দর। যো হারা য়োহি ছাগোল।"
    আর অবস্থান বদলে "অরাজকাতা" নিয়ে তাত্বিক আলোচনা শুরু হবে।
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১২:৫২705350
  • যো জিতা ওহি সিকন্দর,
    বাকি সবকো জেল কে অন্দর।

    যো হার গয়া ও খায়ে চুকন্দর,
    পর কৌন হারোয়ায়া--বকরি ইয়া বন্দর?

    হম তো নিকলে গান্ধী কে বন্দর,
    দিল দরিয়া, গাঁড় সমন্দর।।

    নোটঃ চুকন্দর= রাঙা বা মিষ্টি আলু;
    "দিল দরিয়া, গাঁড় সমন্দর"= একটি লোকোক্তি; যার মানে একেবারে পেছন খোলা, উদার কিন্তু আতাক্যালানে পাবলিক।
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১২:৫৯705351
  • তা সিঙ্গুরের চাষী ও নন্দীগ্রামের জনতা কার চোখে আঙুল দেখালো সে্টা একনও টের পাননি?
    এই পাতায় কথায় কথায় --তোমরা তো ইমার্জেন্সি দেখনিই, বলে সেই ইমার্জেন্সির প্রণেতা কং এর হাত ধরা?
    নাঃ, জনগণ ছাগলই বটে।
    আর এই সুতোয় কেউ শপথগ্রহণ নিয়ে কিছু বলেছে কী?
    তা আরজেডির প্রার্থীকে এবার জোড়াসাঁকো নাকি হাওড়ায় সিট ছেড়েছিল কি ছাড়েনি? সেটা বলে তারপর না হয় মোদিকে ঠেকাতে লালুর সঙ্গে জোট করা নিয়ে মন্তব্য করবেন।

    আর এইসব মন্তব্যগুলো কেরালার কমরেডদের গিয়ে বোঝালে হয় না/ অথবা কমঃ মানিক সরকারকে? যিনি আপনাদের ভোটের আগেই ছাগলের তৃতীয় সন্তান আখ্যা দিয়েছেন?
  • dc | 120.227.240.249 | ২৮ মে ২০১৬ ১৩:০০705353
  • সত্যি, জনগনকে ছাগোল বলা ছাড়া বামেদের এখন আর কিছুই করার নেই।
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১৩:০০705352
  • বিজেপির বিরুদ্ধে লড়াই করার ইচ্ছে ও রাস্তা দুটো-ই হারিয়ে ফেললে সেই ব্যাপারটাকে ঢাকা-চাপা দেওয়ার জন্যে এত বাক্যবাগীশপনার আশ্রয় নিতে হয়?
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১৩:০৬705355
  • বিজেপির বিরিদ্ধে জোট চান না চান না? কাল প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব দিলে মমতা/ লালু/নীতিশ/আম্মা যে কেউ বিজেপির সঙ্গে যাবে।
    কয়েক মিনিটের জন্যে প্যাথোলজিকাল বাম বিরোধীতা থেকে সরে এসে আপনার অব্স্থান কিলিয়ার করুন তো দেখি এই ব্যাপার!!
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১৩:০৬705354
  • প্লীজ এই কথাগুলো গিয়ে কমরেড মানিক সরকারকে বোঝান।
    বলুন-- আপনি হলেন আগমার্কা অথবা আইএসও ছাপ ছাগল বিশেষজ্ঞ; ম্যাক্রো লেভেলে ছাগল চিনতে পারেন।
    মানিক সরকারের কোন ক্রেডেনশিয়াল আছে যে উনি ফল বেরোবার আগেই ভবিষ্যতবাণী করেন যে সিপিএম এর বঙ্গ ইউনিট 'ছাগলের তৃতীয় সন্তান'? এ তো বাপ-মা তুলে গাল দেওয়া!!
    হতেই পারে মানিকবাবুর মোদিকে সরানোর বা তাঁর বিরুদ্ধে সংগ্রামের কোন ইচ্ছে নেই! দিল্লি গিয়ে মোদির সঙ্গে দরকারমত বৈঠক করেন নাকি?
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১৩:১০705356
  • জোট নিয়ে প্রায়োরিটি আপনিই আগে ঠিক করুন। কারণ আপনারা রেজিস্টার্ড জোট স্পেশালিস্ট, গড়তে বা ভাঙতে--ইতিহাস সাক্ষী।
    এবার আপনি বলুন-- বিজেপির বিরুদ্ধে জোটে নীতিশ/অখিলেশ/লালু/ডিএমকে/ আবদুল্লা সবার চোখে মমতা গ্রহণযোগ্য শুধু নয়, ইম্পর্ট্যান্ট। সিপিএম এর থেকে লোকসভা ও রাজ্যসভায় অনেক বেশি সিট!
    তো বিজেপির বিরুদ্ধে ফ্রন্ট করলে এবং সেই ফ্রন্টে মমতা থাকলে আপনি যোগ দিতে চান কি চান না? কে আপনার প্রধান দুশমন?
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১৩:১৪705357
  • যে ডাক দিলেই বিজেপির কোলে চড়বে সে আমার প্রধান দুষমন।
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১৩:১৬705358
  • আরো স্পষ্ট করছি।
    আমি চাই বিজেপির বিরুদ্ধে ব্যাপক ফ্রন্ট হোক। বিরোধী ভোট ভাগ না হোক। তাই অ-বিজেপি সমস্ত শক্তি যদি এক হয়-- কং-ফং-সুসি-কিসি-মিসি- তিনো-বাম-হম খুব ভালো।
    এবার আপনি বলুন। আর বিজেপির কোন দায় নেই অন্য কাউকে পিএম এর টোপ দেওয়ার। বরং আপনাদের আছে। এর আগে কারাত জমানাতে দরকার পড়লে মায়া-ললিতা-লালু সবাইকে নিয়ে কথা হয়েছিল। এবার আপনি বলুন--বিজেপি বিরোধী ফ্রন্টে তিনো থাকলে আপনি যোগ দেওয়ার পক্ষে কি না?
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১৩:১৮705360
  • 'বিজেপি বিরোধী ফ্রন্টে তিনো থাকলে আপনি যোগ দেওয়ার পক্ষে কি না?"
    এটা আপনার সম্প্রতিক খোয়াব। নাগপুরের স্বপ্ন ফুল হয়ে ফুটেছে কলকাতায়। এই রাজনৈতিক বন্ধন মোট্টে ভাঙ্গার নয়।
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১৩:২০705361
  • কী করে জানলেন? মায়াবতী/নীতিশ/চন্দ্রবাবু/জয়ললিতা/আবদুল্লা সবাই একসময় বিজেপির সঙ্গে ফ্রন্ট করেছে।
    এদের সবাইকে বাদ দিয়ে বিজেপি বিরোধী ফ্রন্ট?
    সবই তো হাইপোথেটিক্যাল। তাই বলুন যদি মমতা ফ্রন্টে থাকে তো আপনি সেই ফ্রন্টে যোগ দেওয়ার পক্ষে কি না? হ্যাঁ অথবা না? অন্যদের প্রশ্ন করার আগে প্যাথোলজিক্যাল অমুক বিরোধী বলে দেগে দেওয়ার আগে একটু নিজের দিকে আঙুল তুলুন।
  • dc | 120.227.240.249 | ২৮ মে ২০১৬ ১৩:২৩705362
  • কিন্তু মানিক সরকারেরও বিজেপির বিরুদ্ধে আন্দোলনে যাবার ইচ্ছে নেই? এহেহে।
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১৩:২৫705364
  • পিটি,
    আপনার কং/বাম ফ্রন্টের খোয়াব তো টালির নালায় ধুয়ে গেছে।
    তাই না হয় আমার খোয়াব নিয়ে কথা বলুন। গোলপোস্ট সরাবেন না।
    বিজেপি বিরোধী ব্যাপক ফ্রন্টে মমতা থাকলে বামেদের যোগ দেওয়ার আপনি পক্ষে কি না? হ্যাঁ অথবা না?
    যদি না হয় অথবা কথা ঘোরান, তাহলে বুঝতে হবে আপনার এই তথাকথিত বিজেপি বিরোধী ফ্রণ্টের ব্যাপারে আপনি অদৌ সিরিয়াস না, শুধু টাইম পাস করছেন।
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১৩:২৫705363
  • মমতা ফ্রন্টে থাকার রাজনীতি করেনা। ২৭-টা দলের ফ্রন্ট ছিল ২০১১-তে। তাদের কতজন সঙ্গে আছে? ফ্রন্টের রাজনীতি একমাত্র বামেরা বোঝে আর এখন কংগ্রেস বিপদে পড়ে শিখছে।
    কিষেণজীর মত ভুলভাল রাজনৈতিক এনালিসিস কইরেন না।
  • Ranjan Roy | ২৮ মে ২০১৬ ১৩:৩২705365
  • না না। সুর্যকান্তের মতই করব। তাই বলছি সোজা কথা সোজা ভাবে বলুন। আপনার অ্যানালিসিসের গর্ব তো এখন --!
    দল ভাঙছ ইত্যাদি?
    ১)ওসব ছেড়ে সোজা কথায় আসুন। বামেরা জোট বোঝে সে তো দেখা যাচ্ছে। তাই বিহারে বিজেপিকে ঠেল্কাতে নীতিশের জোটে যোগ দেয় নি। দুবার তৃতীয় ফ্রন্ট করে লাফালেও সেসব ভোগে গেছে।
    বিজেপি জোট করেই এতদিন চালাচ্ছে, ২৭ হোক কি ৭ টা!
    জোটের বেসিক হচ্ছে ক্ষমতার বিরুদ্ধে ভোট ভাগ হতে না দেওয়া।

    ২) এটা খেয়াল করুন। বিজেপির বিরুদ্ধে বাম ও কং যথেষ্ট নয়। মমতার সীট দুটো সদনেই বামেদের থেকে বেশি। কাজেই তৃতীয় ফ্রন্টের সম্ভাব্য শরিকেরা বামেদের পাত্তা না দিয়ে তিনোকেই পাত্তা দেবে। লক্ষণ স্পষ্ট।
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১৩:৩৬705366
  • "আপনার কং/বাম ফ্রন্টের খোয়াব তো টালির নালায় ধুয়ে গেছে।"
    কিচ্ছু ধোয় নি। ফ্রন্ট না করলে ঐ ৭৭ টা সিটও মিলত না। আর আপনার মত একজন রাজনীতি বোঝা মানুষ জদি রাজনীতির আলোচনায় যখন এজাতীয় অতিসরলীকৃত বাক্য ব্যবহার করেন তাহলে মনে হয় পব-র আর সতিই কোন আশা নেই।

    "বিজেপি বিরোধী ব্যাপক ফ্রন্টে মমতা থাকলে বামেদের যোগ দেওয়ার আপনি পক্ষে কি না? হ্যাঁ অথবা না?"
    এই প্রশ্নটাই ওঠে না কেননা মমতা ফ্রন্টে থাকার রাজনীতি করেনা। ২৭-টা দলের ফ্রন্ট ছিল ২০১১-তে। তাদের কতজন সঙ্গে আছে আর না থাকলে কেন নেই? এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আপনার। উত্তর না দিয়ে আর একই প্রশ্ন রিপিট করবেন না দয়া করে।

    তবে আবার বলি কিষেণজীর মত ভুলভাল রাজনৈতিক এনালিসিস কইরেন না।
  • dc | 120.227.240.249 | ২৮ মে ২০১৬ ১৩:৪২705367
  • জনগনকে ছাগল দেগে দেওয়া কিন্তু এক্কেবারে অতিসরলীকরন না, খুবই প্রাগ্য বাক্য ব্যাবহারের লক্ষণ।
  • lcm | 83.162.22.190 | ২৮ মে ২০১৬ ১৩:৪৩705368
  • বামেদের বুদ্ধি বেশি, বিজেপি আটকানোর সূক্ষ্ম কৌশল বামেরা জানে। যারা বামেদের ভোট দেয় নি, তারা হয় মাথামোটা, নয় ছাগল, বা দুটোই।

    আর, যারা এই জিনিসটা বুঝে হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তাদের সাংঘাতিক বুদ্ধি, ভেরি শার্প, হাই আইকিউ।
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৬ ১৩:৫৪705369
  • এ হে হে গাল দিতে গিয়ে সাম্প্রতিক ইতিহাসকেই অস্বীকার করছেন যে। বামেরা তো কং -এর সঙ্গে থেকে বিজেপিকে আটকে রেখেছিল দিল্লীতে। সেজন্যেই তো পব-তে সেই কং-এর হাত ধরার বিরুদ্ধে রাজনৈতিক ন্যাকাপনা বুঝতে আমার মোটা বুদ্ধিতে বেজায় অসুবিধে হচ্ছে!!
    আর ন্যাকাপনা যারা করছে তারা ঐ দিল্লীর UPA-র বিরুদ্ধে কিছু লিখেছিল কি? সেতো একই কংগ্রেস যারা জরুরী অবস্থার জন্য এক সময়ে দায়ী ছিল!!!!!
    সেটা গ্রহণযোগ্য হলে হালের এই ফ্রন্ট গঠনে বাঙালীর শুচিবায়ু চাগাড় দিয়ে উঠল কেন?
  • Arpan | 24.195.239.107 | ২৮ মে ২০১৬ ১৪:১৬705371
  • রঞ্জনদা কিচ্ছুটি বোঝেন না।

    এনডিএ = ফার্স্ট ফ্রন্ট

    কং + বাম + ডিএমকে = দ্বিতীয় ফ্রন্ট

    নীতিশ + লালু + টিএমসি + আম্মা + নবীন = তিতিয়ো ফ্রন্ট (ছাগোলদের ফ্রন্টও বলা যায়)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন