এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ১৭০০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 116.78.61.221 | ০২ জুন ২০১৬ ১১:৩৩705473
  • বেশীরভাগ বাঙালী যদি আত্মহত্যা করতে চান তাহলে তাদের সেই অধীকারকে সকলের সন্মান জানানো উচিত। মানুষের সামনে সুযোগ এসেছিলো, তারা সেটা ব্যবহার করে নি। এখন জনগন ৫ বছর ( ১৫ বছর ও হতে পারে) ধরে মধুর গান শুনুন। ঘ্যান ঘ্যান করবেন না প্লিজ।

    তবে হ্যাঁ ডুবন্ত জাহাজ থেকে লাইফ বোটে করে কেটে পরার অধীকারও আত্মহত্যায় অনিচ্ছুক জনগনের আছে--- সুযোগ থাকলে সেটাও ব্যবহার করে এখানে এসে সুন্দর সুন্দর পলিটিকাল ইডিওলজি নিয়ে ডিসকাস করা যেতেই পরে--কে আটকাচ্ছে ঃ) এপাতায় এটাই নর্ম
  • dc | 132.164.102.154 | ০২ জুন ২০১৬ ১১:৩৩705472
  • জাতির বিপ্লবী সত্বা ? সেটা আবার কিরকম কাঁঠালের আমসত্ত্ব?
  • dc | 132.164.102.154 | ০২ জুন ২০১৬ ১১:৩৫705474
  • আত্মহত্যা তো আগের বারই করেছিল, সিঙ্গুরে কারখানা না হতে দিয়ে আর তার পর বুদ্ধবাবুর সরকারকে হটিয়ে দিয়ে। আরও আগেও আত্মহত্যা করেছিল, বাম সরকারকে দুই বা তিনটে টার্মের পরেই সরিয়ে না দিয়ে।
  • Arpan | 233.227.4.190 | ০২ জুন ২০১৬ ১১:৪৪705475
  • গান শুনুন।

  • শ্রেণীবর্জ্য | 87.247.181.165 | ০২ জুন ২০১৬ ১২:১১705476
  • সিপিয়েম শ্রেণীবর্জ্যের দল।
  • PM | 116.78.61.221 | ০২ জুন ২০১৬ ১২:২৯705477
  • সিঙ্গুর আন্দোলনের সময়-ও আমার বক্তব্য ছিলো বুদ্ধ শিল্প করার জন্য ম্যান্ডেট নিয়ে এসেছে-- ওকে কাজ করতে দেওয়া উচিত ।

    এবারও আমার একই মত। মমতা ক্লিয়ার কাট ম্যানডেট নিয়ে এসেছেন শিল্প ভিত্তিক কর্মসংস্থান না করার জন্য। ম্যান্ডেট এটাও যে "সন্ত্রাস "বলে কিছু হচ্ছে না বা যেটুকু হচ্ছে তা জনগনের কাছে অ্যাকসেপ্টেবল। এই ম্যন্ডেটকে এক্সিকিউট করার অধীকার ওনার থাকা উচিত। অযথা ঘ্যান ঘ্যান করে ওনাকে ব্যতিব্যস্ত করা উচিত নয় ।

    পঃ বঃ এর বেশীরভাগ মানুষের কাছে কর্মসংস্থান/সিকিউরিটি যদি প্রায়োরিটি ইস্যু না হয় তো নয়। আমার মতো অনেকে যদি একমত না হয় তাতে কিছু যায় আসে না। মেজরিটির মত মেনেই থাকতে হবে অথবা মানে মানে কেটে পড়তে হবে ঃ) সিম্পল
  • PT | 213.110.242.23 | ০২ জুন ২০১৬ ১২:৪৬705478
  • বাঙালী জাতির এই অবস্থানটা তাত্বিকেরা মেনে নিলে আর এত টাইপাতে হয় না।
  • sm | 53.251.91.253 | ০২ জুন ২০১৬ ১২:৪৯705479
  • আমরা মেনে নিয়েছি; আপনি একটু কম টাইপ করবেন, প্লিজ।
  • dc | 132.164.102.154 | ০২ জুন ২০১৬ ১২:৫৪705480
  • PM এর পোস্টে অনেকটা একমত। গতকাল দুয়েকজনের সাথে কথা হলো, তাঁরাও মোটামুটি দেখলাম ধরেই নিয়েছেন যে আগামী পাঁচ বছর পবতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি খুব বেশী আর বাড়বে না। ইন্ডাস্ট্রি ইজ bearish অন পব ঃ) কিন্তু এতে আমাদের বাইরের রাজ্যের লোকেদের লাভ, দুয়েকজনকে তো পার্সোনালি ইনভাইট করলাম টিএন এ চলে আসুন, সরকার আপনাদের সবরকম সহযোগিতা করবে।
  • S | 60.78.41.38 | ০২ জুন ২০১৬ ১৩:০৯705482
  • কিন্তু দিদি কি সেরকম কিছু বলেছেন যে শিল্প করবেন না? আমার তো মনে হয় আগামী ৫ বছরে ভালৈ শিল্প হবে। এমনকি পরের বার ভোটে জেতার পরে (এইবারে হবেনা কারণ এখনো লোকেদের মনে আছে) সিঙ্গুরেই যদি টাটাদের গাড়ির কারখানা হয় তাহলেও অবাক হবোনা। আর তার বিনিময়ে যদি টাটারা তিনোদের পকেট ফুলায় সেটাও লোকে মেনে নেবে।
  • dc | 132.164.102.154 | ০২ জুন ২০১৬ ১৩:১৬705483
  • গ্রাউন্ড রিয়েলিটি যা তাতে বড়ো ইন্ডাস্ট্রি হওয়া মুশকিল আছে। ম্যাসিভ ট্রাস্ট ডেফিসিট। অবশ্য তিন-চার বছর পর পাল্টাতেও পারে, কিন্তু এখন তো সেই চান্স কম মনে হচ্ছে।
  • Ekak | 53.224.129.49 | ০২ জুন ২০১৬ ১৩:২২705484
  • চাষী পরিবার দের টানা ওয়েলফেয়ার দিয়ে যেতে পারলে (জমি বেচার টাকা নয় ) বৃহত শিল্পের জমি পেতে অসুবিধে হবেনা ।
  • sm | 53.251.91.253 | ০২ জুন ২০১৬ ১৩:৪৬705485
  • টাটা দের যা অবস্থা বড় শিল্প করার তহবিলে ভালোরকম টান আছে।এমনিতেই গাড়ির বাজারে ভালই মন্দা।ইউরোপ, আমেরিকা থেকে পুরনো গাড়ির বাজার খুলে দিলে, যেগুলো চলছে, সেগুলো ও বসে যাবে।
    আর শিল্পের জন্য উত্তর বঙ্গ আর পশ্চিমের জেলা গুলো তো রয়েইছে।না হলেও, বিশেষ কোনো ক্ষতি নেই।
  • B | 127.223.217.52 | ০২ জুন ২০১৬ ১৩:৫২705486
  • অন্য কথা, অন্য গান-
    পাগলা জগাই চরিত্রের উপর সুকুমার রায়ের কবিতাটার মঞ্চ রূপান্তর খুব ছোটবেলায়, ন-দশ বছর বয়সে, ১৯৬৫-৬৬ সালে, চেতলা সব পেয়েছির আসর'এর বার্ষিক অনুষ্ঠানে দেখেছিলাম, দেড়শো বছরের কাছাকাছি বয়সের এক ইশকুল, চেতলার কৈলাস বিদ্যামন্দির অডিটোরিয়ামে। তাতে ওই চরিত্রে যে অভিনয় করেছিল, সেই ললিত পাণ্ডের সাথে এই জগাইয়ের বাস্তব চেহারারও বেশ মিল আছে। তবে জানি না, ও'র মত দড়াম দড়াম করে এ'ও সোজাসুজি আছাড় খেতে পারে কিনা।

    কিন্তু এই নামটা আজ দেখে আর ওই 'পাজ' চিনতে না পারা এক 'পাজি'র পেজো মন্তব্যে অনেক কিছু মনে এলো, মনে আসছে সেই 'হাত পেতে নিয়ে চেটেপুটে খাই, বিস্‌মিল্লার পাগলা সানাই'-এর কটা লাইনের মত করে......

    'অচেনা কষ্ট কি যাচ্ছেতাই,
    পড়তে বসলে পাগলা জগাই....
    ....
    যৌবনে প্রেম যেই না এলো
    জানি না কেন যে কান্না পেলো..
    সেই প্রেম আজ তোমায় জানাই
    নাছোড়বান্দা পাগলা জগাই।

    গেল যৌবন মাঝবয়সে
    কান্না ঢাকতে শিখেছি হেসে,
    হাসি কান্নার এই দোটানাই
    শেখালো আমাকে রসিক জগাই
    ....
    বিস্ময় আজও গেল না আমার
    স্বপ্নে এখনও যৌথ খামার
    তোমার জন্য এ গান শোনাই
    তোমার জন্য 'পাগলা জগাই'..

    হাত পেতে নিয়ে চেটেপুটে খাই,
    স্মৃতিবিজড়িত 'পাগলা জগাই'।

    গানটা -
    http://www.saavn.com/s/song/bengali/Bis-Sathaker-Shyeshe/Pagla-Sanai/MgxTcAJ3UFc

    কল্লোলও একটু সবুর করে শুনুন। আচ্ছা বলুন তো, সেই খালিদ, অনির্ব্বাণ, কানহাইয়ার জন্য যদি যাদবপুর নামে, তাহলে এই মেয়েটার জন্য নয় কেন? কেন শুধু এসএফ`আই? কেন নয় ডিএসও, ডিএসএফ, আইসি? বা এরকম অজস্র বাম ইউনিয়নের অজস্র ছাত্র-ছাত্রীরা? নাকি সেই 'বর্জ্য'-'গ্রাহ্য' দ্বন্দ্বমূলক বস্তুবাদ?

    "আসব' আরেক দিন, আজ নয়"
    **এত টাইপ দেখে আবার ..." }8>))
  • PT | 213.110.242.23 | ০২ জুন ২০১৬ ১৩:৫৩705487
  • "আমরা মেনে নিয়েছি; আপনি একটু কম টাইপ করবেন, প্লিজ।"
    আপনি আমার তাত্বিকদের তালিকায়? নাঃ এমন ভুল আমি ভুল করেও করব না।
  • sm | 53.251.91.253 | ০২ জুন ২০১৬ ১৪:০৪705489
  • এইরে, পিটি ও দেখি তালিকা বানায়! এই কঠিন ব্যামো আবার কবে থেকে হলো? এটা তো অন্য একজনের পেটেন্ট নেওয়া ছিল।
  • শুভ শীতঘুম | 119.163.234.8 | ০২ জুন ২০১৬ ১৪:০৯705490
  • আশা করি আগামী পাঁচ বছর সিপুএম সাপুটাররা (পিএম, পিটি এটআল)সেলোটেপ আটকে রাখবেন। কারণ "মমতা ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে এসেছে" দল তো কোমায় গেছে।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০২ জুন ২০১৬ ১৪:১৪705491
  • খুড়ো - ভার্চুয়াল দুনিয়ায় নৈর্ব্যক্তিক হতে শেখো না একটু।
  • dc | 132.164.102.154 | ০২ জুন ২০১৬ ১৪:১৭705493
  • একক, জমি পেলেও মুশকিল আছে কারন ট্রাস্ট ডেফিসিটটা শিল্পপতিদের দিক থেকে। পবর ইনভেস্টমেন্ট ক্লাইমেট বুজি স্পেসের মতো একেবারে সেম লেভেলে ঘেঁটে গেছে :d কেউ জানেনা নেক্সট ডিসিশান কি হবে। এই লেভেলে আনসার্টেনটিতে কোন বড়ো ইনভেস্টার এগোবে না, মাঝারিদের তো বাদই দিলাম।
  • PM | 59.14.104.100 | ০২ জুন ২০১৬ ১৫:২৫705494
  • শীত ঘুমকে----, "people deserve the govt they elect" ঃ)
  • PT | 213.110.242.21 | ০২ জুন ২০১৬ ১৬:২০705495
  • কিন্তু এই ২০০+ ধুলোর ঝড়ের পরে কিছু লোককে লিখতে বারণ করার প্রবণতা কেন? কেউ কাউকে লিখতে বারণ করছে এমন আগে দেখেছি বলে তো মনে পড়েনা।
  • কল্লোল | 125.242.172.40 | ০২ জুন ২০১৬ ১৬:২৪705496
  • যাদবপুর/প্রেসিডেন্সির নামা তো উচিৎ। ঠিকই তো, কানহাইয়া, রোহিত ইস্যু হতে পারে, কিন্তু পবর ছাত্রদের উপর সন্ত্রাস ইস্যু হবে না কেন? হবে না। কারন সাধ করে সন্ত্রাসের মুখে পড়তে ওরা রাজি নয়। দায়িত্ব নিয়েই বললাম। রোহিত বা কানহাইয়াতে বিজেপির হাঙ্গামা হবে। সেটা পবতে প্রতিরোধ করা খুব বেশী ব্যাপার নয়।
    তবে হোক কলরব হলো কোংকোয়ে?
    যারা হোক কলরবে উদ্যোগ নিয়েছিলেন তার একটা বড় অংশ আর ছাত্র নন। তারা আর যাদবপুরেই নেই। শেষের দিকে হোক কলরবের ভূমিকাও খুব স্বচ্ছ ছিলো না। সে নিয়ে আগেও লিখেছি - ক্ষমতার ক্ষমতা।

    people deserve the govt they elect এটাই যদি অন্তিম সত্য তবে তো একবার একটা সরকার নির্বাচিত হয়ে গেলে আর কখনো পাল্টাবে না, যতদিন না ভোটারদের গোটা প্রজন্ম পাল্টে যায়।

    তার মানে যেখানে যতো অন্যায় অবিচার হবে, সব মেনে নিতে হবে - এ তো হবেই - বলে। শীতঘুমের চ্মৎকার যুক্তি।
  • Ela | 15.69.121.183 | ০২ জুন ২০১৬ ১৬:৫২705497
  • কল্লোলদা, একদমই ঠিক। লেয়ারহীন মানে প্রভাবহীন নয়, যত কম লেয়ারহীন প্রভাব তত বেশি। বডি ল্যাঙ্গুয়েজ একটা খনি বলতে পারেন, আমরা যারা এই নিয়ে কাজ করি তাদের কাছে। লেখায় বডি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে গেলে চিহ্ন ব্যবহার করি যেমন প্রশ্নচিহ্ন বা বিস্ময়চিহ্ন, শুধু অর্থবোধক শব্দ দিয়ে হচ্ছে না। আবার শুধু চিহ্ন কি ভাবপ্রকাশ করতে পারে? কন্টিনিউয়িটি থাকলে পারবে-- ধরুন আপনি একটা স্টেটমেন্ট দিলেন এই পাতায় আমি সঙ্গে সঙ্গে লিখলাম -- ?
    আপনি বুঝতে পারলেন আমার একটা প্রশ্ন আছে আপনি যা বললেন তার উপর। কিন্তু মাঝে আরো পোস্ট ঢুকে গেলে বোঝা মুস্কিল। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এরকম কন্টিনিউয়িটি ছাড়াও বোঝা যায়। খুব পাওয়ারফুল টুল।
  • Ela | 15.69.121.183 | ০২ জুন ২০১৬ ১৭:০৩705498
  • কালকের লেখা কারো কারও ভাল লেগেছে শুনে ভাল লাগল, ধন্যবাদ। বোঝাতে পারলাম জেনে আরো ভাল লাগল। সুযোগ হলে নিশ্চয় লিখব এ নিয়ে আপাতত আপনাদের আলোচনা শুনি, কেমন? বড় বি-এর পোস্ট আর পাগলা সানাইয়ের রূপভেদ খুব ভাল লাগলো। সত্যি যেকোন অত্যাচারের প্রতিবাদ খুব জরুরি তা যে দলই করুক। আমরা কি দল ছাড়া আর কিচু নই?
  • Ela | 15.69.121.183 | ০২ জুন ২০১৬ ১৭:১৩705499
  • @ডি -- ইনক্লুসিভ লীডারশীপ, ওঃ দারুণ জিনিস ওটা। এখন বাজারে নতুন হল ইনক্লুসিভ মার্কেটিঙ্গ স্ট্র্যাটেজি। সেও এক খনি যাকে বলে। সময় ও ইচ্ছে থাকলে পড়ে নিন, চিন্তার খোরাক পাবেন, গ্যারান্টি দিলাম।

    (বানানভুলের দায় তথাকথিত স্মার্ট আসলে বোকা ফোনের, মাফ কইরেন সকলে)
  • হাবু | 113.215.55.113 | ০২ জুন ২০১৬ ১৮:৪৫705500
  • যাদবপুর/প্রেসি নামলে খুশি হব। তবে এ ঠিক খেলাখেলা আন্দোলন নয়।

    আর ভোটারের প্রজন্ম পাল্টাবার দরকার নেই, ছাগদশা থেকে মুক্তি পেলেই হয়।

    ১০০দিনের কাজে স্বয়ংক্রিয় যন্ত্রের প্রয়োগে পকেটও ভারি হয়েছ আবার খাতায় কলমে পারফরম্যান্সেও উন্নতি, আহা।
  • অত্যাচারের প্রতিবাদ | 190.179.40.19 | ০২ জুন ২০১৬ ১৮:৫৪705501
  • "যাদবপুর/প্রেসিডেন্সির নামা তো উচিৎ। ঠিকই তো, কানহাইয়া, রোহিত ইস্যু হতে পারে, কিন্তু পবর ছাত্রদের উপর সন্ত্রাস ইস্যু হবে না কেন? হবে না। কারন সাধ করে সন্ত্রাসের মুখে পড়তে ওরা রাজি নয়। দায়িত্ব নিয়েই বললাম। রোহিত বা কানহাইয়াতে বিজেপির হাঙ্গামা হবে। সেটা পবতে প্রতিরোধ করা খুব বেশী ব্যাপার নয়। " - গুরু তে যে যাদবকুল হম্বিতম্বি করেন শুনতে চাই তারা এব্যাপারে হিরন্ময় নীরবতা অবলম্বন করে কিনা । এই কথার করোলারি এরাই আর রাজস্থানে বা গুজরাতে পথে নামতে যাবে না ।তাই যদি হয় বোঝা গেল বিপ্লবী বীরপুঙ্গবদের দৌড় , কথায় আছে "আপনে গলিমে কুত্তা ভি শের হ্যায় "।
    এলা , "সত্যি যেকোন অত্যাচারের প্রতিবাদ খুব জরুরি তা যে দলই করুক" - তবু রং দেখে স্থান দেখে ভেদাভেদ হয় এটাই আমাদের দুর্ভাগ্য ।
  • Arpan | 233.227.4.190 | ০২ জুন ২০১৬ ১৯:০২705502
  • "এটাই যদি অন্তিম সত্য তবে তো একবার একটা সরকার নির্বাচিত হয়ে গেলে আর কখনো পাল্টাবে না, যতদিন না ভোটারদের গোটা প্রজন্ম পাল্টে যায়। "

    পঃবঙ্গের ক্ষেত্রে তো সত্যি বটেই। বছর পনেরো পরে হয়ত এমন দিন আসবে যে সিংহভাগ ভোটার বাম জমানা দেখেনি।
  • sm | 53.251.91.253 | ০২ জুন ২০১৬ ২০:৩০705505
  • অত্যাচারের প্রতিবাদ , কি একটা লিখলো।লিখলো, কিছু একটা; কিন্তু ঠিক বুইতে পারা গেল না। এও হয় ওটা ও হয়। ভালো করে বুঝিয়ে ল্যাখেন দিকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন