এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ১৭০১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 192.69.76.251 | ০৩ জুন ২০১৬ ১১:১৪705539
  • পিটি,
    এবার নোংরামি করছেন। মুখে কথা বসাচ্ছেন?
    আমি আদৌ বলিনি যে ঐ ঘটনাকে কেউ সমর্থন করছে! আমি বলার চেষ্টা করছিলাম যে শাসক দলের প্রশ্রয়ে ওদের দলীয় ইউনিয়ন সব সময়েই অবিবেকপূর্ণ কাজ করে। আর সেগুলো দলমত নির্বিশিষে সমসময়ই নিন্দনীয়।
    উদাহরণটা ভুল হয়েছিল, তাই সরি বলেছি।
    ( অবশ্য আপনি কখনও ভুল করেন না তাই আপনাকে কখনও সরি বলতে হয়্না!)
    সেটাকে আপনারা কয়েকজন ইচ্ছাকৃত দেখাবার চেষ্টা করলেন বা অভিযোগ আনলেন। ভাবখানা এসব তো এস এস আই করতেই পারেন না। তাই একটা জেনে শুনে 'সঠিক' উদাহরণ দিয়ে বললাম--চলবে? অর্থাৎ, উদাহরণটা ভুল কি ঠিক?
  • PT | 213.110.242.20 | ০৩ জুন ২০১৬ ১১:২৮705540
  • RR
    "যে শাসক দলের প্রশ্রয়ে ওদের দলীয় ইউনিয়ন সব সময়েই অবিবেকপূর্ণ কাজ করে। আর সেগুলো দলমত নির্বিশিষে সমসময়ই নিন্দনীয়।"
    অনুজ পান্ডের বাড়ি ভাঙ্গার কিংবা নন্দীগ্রামে শিশুহত্যার মিথ্যা প্রচারের নিন্দা করেছেন তো? সেই নিন্দাপ্রস্তাব আমার চোখ এড়িয়ে যাওয়ার জন্য আগেই "সরি" বলে রাখলাম।
  • dc | 15.2.64.123 | ০৩ জুন ২০১৬ ১১:৩০705541
  • "আর সেই অফিসের ঠিক উল্টোদিকের ফুটপাথে একটা কাটাতেলের গুমটি ছিল। বেআইনি। "
    উল্টোদিকের ফুটপাথের গুমটির জন্যেও সিপিএম দায়ী?

    নানা সত্যি তো সিপিএম কেন পার্টি অফিসের ঠিক উল্টোদিকের ফুটপাথের বেআইনি গুমটির জন্য দায়ী হবে :d :d :d

    বিশেষ করে খোদ যে অফিসে বসে ২০১১র আগে অবধি পাড়ার দোকানগুলোর তোলার ভাগাভাগি হতো, যে অফিসে ডাকলে যাদবপুর থানার কর্তারা এসে এলসির সাথে মিটিংএ বসতেন আর অফিসের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতো, যে অফিসে পাড়ার সব প্রোমোটারদের সাথে হিসেবনিকেশ চলতো, সেই অফিস কেন তার ঠিক উল্টোদিকের এক সামান্য বেআইনি গুমটির জন্য দায়ী হবে? :d :d :d দুর্ধর্ষ! :d :d :d
  • A | 30.139.67.50 | ০৩ জুন ২০১৬ ১১:৩১705542
  • বিমান কাকু এবার ফিস ফ্রাই খাবে না?
  • PT | 213.110.242.20 | ০৩ জুন ২০১৬ ১১:৩৬705543
  • dc
    তারপরে ২০১১ তে কি সব পরিবর্তন হল, আরো ৫ বছর কেটে গেল না? এখনো কি ৩৪ দেখিয়ে এখনকার লুম্পেনিকরণকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাবেন?
  • আপনি | 11.39.38.151 | ০৩ জুন ২০১৬ ১১:৪৩705544
  • ব্যাট করতে ভালবাসেন দেখে উনি বল দিয়ে যাচ্ছেন। দুচারটে বল ছেড়ে দিন।
  • dc | 15.2.64.123 | ০৩ জুন ২০১৬ ১১:৫৮705545
  • নানা আমি ২০১১র আগের কথাই বলছি। এখনকার লুম্পেনিকরন টুম্পেনিকরন এসব নিয়ে আমার মাথাব্যথা নেই। লুম্পেনিকরন ২০১১র বহু বহু আগে থেকেই শুরু হয়েছিল, ২০১১ র পরেও সেই ট্র্যাডিশান সমানে চলছে।
  • dc | 15.2.64.123 | ০৩ জুন ২০১৬ ১২:০১705546
  • কথ এটুকুই যে এখন যেমন একদল ইলেকশানে হেরে অন্য দলের হাতে মার খাচ্ছে আর গোলগাল মুখে বলছে দেকেচো আমাকে মাল্লো, এই দলই যদি ইলেকশানে জিততো তো এই দলই অন্য দলকে মারতো আর ওই দল তখন গোলগাল মুখ করে বলতো দেকেচো আমাকে মাল্লো। লুম্পেনরাজ্যে সবাই লুম্পেনময় :d
  • dc | 15.2.64.123 | ০৩ জুন ২০১৬ ১২:০২705547
  • আপনি :p নানা খেলা বন্ধ হয়ে গেলে ভারি মুশকিল :d
  • sm | 53.251.91.253 | ০৩ জুন ২০১৬ ১২:৩৭705549
  • এই রকম চলতে থাকলে আরো পাঁচ বছরের জন্য নিশ্চিত।যতো ফালতু বকবে, ততো জনতা ৩৪ বছরের উদাহরণ খুঁড়ে বার করবে।আগের দিন লিখেছিলাম, কেউ যদি মেহের আলীর ভুমিকা নিয়ে সমানে বলতে থাকে নন্দী গ্রামে কিছু হয়নি, সিঙ্গুরে, কেশপুর, নানুরে কিছু হয়নি, কঙ্কাল কান্ড মিথ্যা,ওরা লুম্পেন আর আমরা বিদ্বান; তাহলে ছাগল জনতার আর কি ই বা করার আছে?
    মানুষের বলা মুখ আর চলা পথ তো বন্ধ হয়না।কি আর করা--
  • PT | 213.110.242.8 | ০৩ জুন ২০১৬ ১৩:৩৭705550
  • RR আপনার উত্তরের অপেক্ষায় আছি।
  • ranjan roy | 192.69.76.251 | ০৩ জুন ২০১৬ ১৪:৪৩705552
  • পিটি,
    ছেলেমানুষী আর স্বনিয়োজিত গুরুঠাকুর বা আদালত হবেন? না, সিরিয়াস আলোচনা করবেন?
    কোনকালেই কারও বাড়ি ভাঙাকে কেন সমর্থন করতে যাবো? এইটুকু মনে আছে যে এই পাতায় লালগড় আন্দোলনে একটি বাচ্চার বুকে স্লেট বেঁধে--যাতে লেখা 'আমার বাবা আর কোনওদিন সিপিএম করবে না'-- ছবি দেখে তিক্ত সমালোচনা ও নিন্দা করেছিলাম।

    ২) এবার আপনাকে প্রশ্নঃ
    এই পাতায় কাউকে তিনোদের কলেজে কলেজে মারধর অধ্যাপক/অধ্যাপিকার গায়ে হাত তোলা, ভর্তি করাতে টাকা নেওয়া বিরোধী দলের বা পার্টি অফিসে হামলা ভাঙচুর এসব সমর্থন করতে দেখেছেন?
    আমার বিশ্বাস গুরুর পাতায় যাঁরা সিপিএম এর সমালোচক তাঁরা কেউই ভ্যান্ডালিজমের সমর্থক নন-- সে যে দলই করুক।
    আপনার কাউকে জানা থাকলে বলুন।
    আর এইধরণের প্রশ্নই অপ্রাসংগিক এবং মাতব্বরিসুলভ।
  • B | 69.97.220.132 | ০৩ জুন ২০১৬ ১৫:১৩705553
  • উফ্‌।! মাথা বন্‌বন্‌, দাঁত কন্‌কন্‌ কচ্চে। একটু অন্য কথা বলতে পারি?
    জগাই, উপদেশ অনুযায়ী শিখতে চেষ্টা করব। তবে আমারও দুটি কথা ছিল। ওই 'ভার্চুয়াল' নমেন্‌ক্লেচারটি নিয়ে। ওটা আমার ব্যাকরণে 'হাফ্‌-ভার্চুয়াল/হাফ্‌-রিয়াল', 'হাফ্‌-বৈঠকখানা/হাফ অন্দরমহল', 'হাফ্‌ সিংহদুয়ার-হাফ্‌ খিড়কি', কিংবা 'হাফ্‌ শ্রীপতি চক্কোত্তির বৈঠকখানার মজলিশ (ঋণস্বীকার-বঙ্কুবাবুর বন্ধু) / হাফ্‌ পুকুরপাড়ে ললিত-ললিতাদের ফিসফিস' বললে লাগসই, জুৎসই এবং মানানসই হ'ত।
  • সমর্থন | 11.39.39.23 | ০৩ জুন ২০১৬ ১৭:৪২705554
  • সরাসরি না করে কাটাকুটি খেলায় রঞ্জনদা বিশারদ।
  • PT | 213.110.242.8 | ০৩ জুন ২০১৬ ১৮:৪৯705555
  • "ছেলেমানুষী আর স্বনিয়োজিত গুরুঠাকুর বা আদালত হবেন? "
    এখানে রাজনৈতিক কারণে কারো মুখে পেচ্ছাপ করে দেওয়াকে সমর্থন করতে দেখেছেন? কাজেই আপনার এই ঘটনার উল্লেখটাই "অপ্রাসংগিক এবং মাতব্বরিসুলভ।"
  • dc | 15.2.64.123 | ০৩ জুন ২০১৬ ১৯:০৪705556
  • যাক তাহলে পরিষ্কার হয়ে গেল যে কেউ কোন দলের ভায়োলেন্স সমর্থন করেনা। সব শোধবোধ।
  • PT | 213.110.242.8 | ০৩ জুন ২০১৬ ১৯:১৯705557
  • কিন্তু সময় বিশেষে বিপ্লবের ঋতুতে মৌন থাকা যায়.....
  • dc | 132.174.176.237 | ০৩ জুন ২০১৬ ১৯:৫৬705558
  • কিন্তু বিপ্লব আসবো আসবো করেও আসে আর না।
  • sm | 53.251.91.253 | ০৩ জুন ২০১৬ ২০:১৫705560
  • কত জন তো মৌন থাকা দুরের কথা; কিছুই হয়নি, সব ঝুট হ্যায় বলে বারংবার বলতেই থাকে।
  • ঈশান | ০৩ জুন ২০১৬ ২১:৩২705561
  • একটা সিটু আপিস নিয়ে এত কিছু? রিক্সা ইউনিয়নের আপিসগুলো সাধারণভাবে বেআইনীই হয়, কেসি ঠিকই কয়েছেন। তারপর যখন জনতা দল বদলায় তখন আপিসও রঙ বদলে ফেলে। এ কতই দেখলাম। এই হাবিজাবি জিনিসগুলো ইস্যু না করলেই না?
  • PT | 213.110.242.20 | ০৩ জুন ২০১৬ ২২:০৯705562
  • তো কি কি ইস্যু হওয়া উচিৎ সেটা কে ঠিক করবে?
  • 100 | 11.39.36.44 | ০৩ জুন ২০১৬ ২২:১২705563
  • দিনের কাজের পেমেন্ট কি নেসেসারিলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়?
  • ঈশান | ০৩ জুন ২০১৬ ২২:১৪705564
  • কে আবার ঠিক করবে। আপনিই করুন। তবে ছাগলরা এসব শুনলে 'হাবিজাবি বকছে' বলে অন্য কথায়ও কান দেবেনা। ছাগলদের ওরকমই স্বভাব।
  • dc | 116.200.147.146 | ০৩ জুন ২০১৬ ২২:২৯705565
  • বোলারের কোন অভাব নেই। এসে একটু হাত ঘুরিয়ে গেলেই হলো, ব্যাটসম্যান ইজ অলোয়েজ রেডি :p
  • aranya | 154.160.226.91 | ০৩ জুন ২০১৬ ২২:৩৯705566
  • সেশে রঞ্জন-দাও কিনা প্যাথোলজিকাল বাম-বিদ্বেষী :-))
  • aranya | 154.160.226.91 | ০৩ জুন ২০১৬ ২২:৪০705567
  • যদ্দুর মনে পড়ে, রঞ্জন-দা এবারের ভোটে বাম-কং জোটের জয়ই চেয়েছিলেন
  • ranjan roy | 192.69.153.194 | ০৩ জুন ২০১৬ ২৩:৩৩705568
  • পিটি,

    "এখানে রাজনৈতিক কারণে কারো মুখে পেচ্ছাপ করে দেওয়াকে সমর্থন করতে দেখেছেন?"
    ----ফের ফালতু কথা বলছেন? মুখে কথা বসাচ্ছেন? কেউ চুপ করে থাকলেই সমর্থন করছে ধরে নিয়ে তাকে গালমন্দ করা আপনিই এই পাতায় গত পাঁচবছর ধরে করে আসছেন।
    হাতে গরম উদাহরণঃ
    অমুকটার নিন্দে করেছিলেন?
    তমুক সালে তমুকটার?

    আমি আদৌ মনে করি না যে এই পাতায় যারা আসেন তাঁরা কেউই ক্ষমতার দম্ভের প্রকাশের হিংসাকে সমর্থন করেন। কাজেই আমি বিজেপির প্রত্যেক ঘটনায় মুসলমানেরা কেন নিন্দে করেনি (মানেই সমর্থন করছে) গোছের কাটা কুটি খেলি না।
    আমি ভুল করে ভেবেছিলাম sm আশুতোষ কলেজের এস এফ আই ছাত্রীটির মার খাওয়ার ঘটনা নিয়ে ব্যঙ্গ করছেন। ভুল করে! তাই রেগে গিয়ে বললাম এমন সব ঘটনাই তো নিন্দনীয় । আপনি ব্যঙ্গ করছেন কেন? শাসকের দম্ভের উদাহরণ দিতে গিয়ে একটা ভুল উদাহরণ দিলাম। সরি বললাম। কিন্তু আপনি বা আপনার গ্রুপ থামবেন না। এর মধ্যে আপনারা প্যাথলজিক্যাল বাম -বিদ্বেষ খুঁজে পেলেন! বলিহারি যাই!
    তাই ত্রিপুরার এর চেয়ে নিন্দনীয় ঘটনাটির উল্লেখ করলাম। এর কজন এ পাতায় নিন্দে করছেন? বিশেষ করে যারা নিকের আড়ালে আক্রমণ করেন!
    তবু আমি মনে করি না যে তাঁরা এসব কাজকে সমর্থন করছেন।
    সমর্থন করা একটা ,assertive action,
    আপনিই কথায় কথায় (যেমন অনুজ পান্ডের বাড়ি ভাঙার ঘটনা) নিন্দে করার সার্টিফিকেট চান!
    কোন ঘটনায় কেউ মুখ খুলে নিন্দে করেনি মানেই এটা নয় যে সমর্থন করছে। সে ব্যক্তির রাজনৈতিক পছন্দ সিপিএম /কং/বিজেপি /তিনো যাই হোক। অন্ততঃ এ পাতায় নয়।

    আর যদি কেউ মনে করেন যে এড়িয়ে যাচ্ছি তো বলিঃ
    ১) না, এ পাতায় অনুজ পান্ডের বাড়ি ভাঙার নিন্দে করি নি । আমি ছোট বাচ্চার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে " আমার বাবা আর কোনদিন সিপিএম করবে না" গ্রামে ঘোরানোর নিন্দে করেছি। খোলাখুলি। কারণ ওই সময় অনুজ পান্ডের বাড়ি ভাঙার চেয়ে ওই বাচ্চার ঘটনাটি আমাকে বেশি প্রভাবিত করেছিল।
    ২) তার মানে এই নয় যে বাড়ি ভাঙা সমর্থন করেছিলাম।
    ৩) আমি আদৌ মনে করি না যে ত্রিপুরায় বিরোধী ছাত্রকে পেচ্ছাপ খাওয়ানোর ঘটনায় যারা এই পাতায় কিছু বলেন নি তাঁরা আদৌ সেটাকে সমর্থন করেছেন।
    অন্ততঃ আমার মাপদন্ডে।
    কিন্তু যদি পিটির মাপদন্ডে চুপ করে থাকা মানে সমর্থন করা হয় তাহলে উনিই গুণে দিন যে কতজন গুরুর পাঠক ওটাকে সমর্থন করছেন!!
  • ranjan roy | 192.69.153.194 | ০৩ জুন ২০১৬ ২৩:৪০705569
  • অরণ্য,
    হ্যাঁ, এবার আমি এই পাতায়, ঘরে বাইরে, বলেছি --রুটি পাল্টাতে।জোটকে ভোট দিতে। আমার বন্ধুবান্ধবরা দিয়েছেন। আত্মীয়রা বয়স্করাও দিয়েছেন।
    ফোরকাস্ট নিয়ে ১৯ তারিখ অবধি সময়কাটাতে ইয়ার্কি করেছিলাম। আমার কাছে কোন গোপন খবর ছিল না। আমার তেমন কোন সার্কেলই নেই।
    কিন্তু খুব আশা করেছিলাম যে জোট জিতবে। জিতলে খুশি হতাম, অন্ততঃ টক্কর নেবার মত বিরোধী সিট পেলেও খুশি হতাম। কিন্তু কং প্রধান বিরোধী দল হল--ঠিক হজম হচ্ছে না।
    এই বিপর্যয়ের কারণ বোঝার চেষ্টা করছি, এইটুকুই।
  • PT | 213.110.242.20 | ০৩ জুন ২০১৬ ২৩:৪০705571
  • এত লম্বা মহাভারত লেখার প্রয়োজন নেই। সাঁইবাড়ি হত্যা থেকে বিভিন্ন ঘটনা নিয়ে হাওয়ায় ভাসানো অনেক গপ্পই আপনি লিখেছেন। সাধ্যমত সেগুলোর প্রতিবাদ জানিয়েছি তথ্য দিয়ে।
    অনেক বছর হল আপনার (আপনাদের) সঙ্গে তক্ক করছি, কে কখন কোথায় মৌন থেকেছেন সেসব খুঁড়্লেই পাওয়া যাবে। কোন ঘটনার নিন্দে আপনি করবেন না সেটা অবশ্যই আপনার পছন্দের ব্যাপার কিন্তু সেই নৈঃশব্দ নিয়ে আমার কোন সিদ্ধান্তে পৌঁছনর অধিকারও আমার নিজস্ব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন