এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ১৭০১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 192.69.153.194 | ০৪ জুন ২০১৬ ০০:৫৪705572
  • পিটিঃ
    "কোন ঘটনার নিন্দে আপনি করবেন না সেটা অবশ্যই আপনার পছন্দের ব্যাপার কিন্তু সেই নৈঃশব্দ নিয়ে আমার কোন সিদ্ধান্তে পৌঁছনর অধিকারও আমার নিজস্ব।"

    --ওরে বাবা! শুধু আমার বক্তব্য নয় নৈশঃব্দেরও কাটাছেঁড়ার অধিকার ! নৈঃশব্দের সশব্দ সিদ্ধান্ত!!

    একটা শেষ অনুরোধ, দূরে যেতে হবে না। ত্রিপুরার ওই নিন্দ্স্নীয় কান্ডটিতে এই পাতায় কে কে "নিঃশব্দ" থেকে ওই নোংরা কান্ডের আপনার ভাষায় "সমর্থন" করেছেন সেই সিদ্ধান্তটিই শুনিয়ে দিন।

    তারপর আমি হীরকরাণীর মত এই পাতাতেও নিঃশ্চুপ হয়ে যাব। আমার প্রাইভেসি আমার কাছে মূল্যবান ।
  • PT | 213.110.242.7 | ০৪ জুন ২০১৬ ০৭:৩৭705573
  • RR
    চোখ খুলে তাকালে বুঝতে পারতেন যে অনুজ পান্ডের বাড়ি ভাঙ্গা, বাচ্চাকে "আমার বাবা আর কোনদিন সিপিএম করবে না" প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে গ্রামে ঘোরানো ইত্যাদি একসুতোয় বাঁধা ঘটনাবলী দিয়ে যে রাজনীতির শুরু (আপনার ভাষায় রুটি সেঁকা) সেটা এখন আশুতোষ কলেজের মেয়েটিকে সিপিএমে করার অপরাধে নির্যাতন হয়ে কামডহরির পার্টি অফিসকে লোকনাথ বাবার মন্দিরে রূপন্তরে এসে ঠেকেছে। পিক এন্ড চুস করে ঘটনা তুলে নিয়ে রাজনীতির আলোচনা হয়না। আর ত্রিপুরার কোন নোংরা ঘটনাকে বারংবার উল্লেখ করে পব-র এই রাজনৈতিক অবনমনের ধারাবাহিকতাকে আড়াল করাও যায়না। আপনি ঐ নোংরা ঘটনাটিতেই আলোচনাকে আবব্ধ করে রেখেছেন নিজেকে। সেটা থেকেই আপনার প্যাথোলোজিকাল বাম বিরোধীতা তথা ছ্দ্ম নিরপেক্ষতা অতি সুস্পষ্ট।

    পব-র রাজনীতির প্রেক্ষিতে তাত্বিকদের রাজনৈতিক বোধকে বালখিল্য শব্দটি দিয়ে আর বর্ণনা করা যাচ্ছেনা। অন্য কোন শব্দ খুঁজে বের করার সময় এসেছে।

    (ত্রিপুরার ঘটনাটির লিংটি আরেকবার যদি কেউ দেন তো বাধিত হই। বিশেষতঃ সর্বভারতীয় কোন দৈনিকের উল্লেখ করলে আরো ভাল হয়।)
  • biman | 132.177.190.149 | ০৪ জুন ২০১৬ ০৮:০৪705574
  • Fish fry khabooo
  • dc | 132.174.160.142 | ০৪ জুন ২০১৬ ০৮:২৩705575
  • হ্যাঁ হ্যাঁ নতুন নতুন শব্দ চাই। বালখিল্য, প্যাথলজিকাল, ছ্দ্ম নিরপেক্ষতা, এই শব্দগুলো নিয়ে অনেকদিন খেলা হলো। এবার নতুন শব্দ চাই।
  • এই নিন নতুন বাক্যাংশ | 11.39.56.123 | ০৪ জুন ২০১৬ ০৯:১৬705576
  • কাটাকুটি খেলা।

    ১০০ দিনের কাজে দুদিকেই লাভ।
  • aranya | 83.197.98.233 | ০৪ জুন ২০১৬ ০৯:২৪705577
  • প্যাথোলোজিকাল বাম বিরোধী রঞ্জন-দা কেন এবারের ভোটে বামেদের জয় চাইলেন, সেটা ঠিক ক্লিয়ার হচ্ছে না
  • PT | 213.110.242.7 | ০৪ জুন ২০১৬ ১০:০৭705578
  • ওটার ব্যাখ্যা গানে আছেঃ
    "তোমারে স্মরিয়া লাগে যে গো, লাগে যে গো মধুময়"
  • dc | 132.174.160.142 | ০৪ জুন ২০১৬ ১০:১৪705579
  • তাহলে যারা বিজেপিকে ভোট দেন তারা আসলে প্যাথলজিকাল হিন্দু বিরোধী?
  • ranjan roy | 192.69.153.194 | ০৪ জুন ২০১৬ ১০:১৭705580
  • পিটি,
    না , আপনি চক্ষুষ্মান ব্যক্তি-- আমি অন্ধ।
    তবে অন্ধদের অন্য ইন্দ্রিয়গুলি কিঞ্চিৎ তীক্ষ্ণ হয়। তা থেকে মনে হচ্ছে যে আপনার মত সিপিএম এর কজ অ্যান্ড এফেক্ট রিলেশন বিশ্লেষক পেলে মমতার আর কোন লক্ষ্মীপ্যাঁচার দরকার নেই।ঃ))
    বেশ, ভালো থাকুন। স্বপ্ন দেখুন। এই পাতায় অপছন্দের কথা শুনলে তাদের ব্র্যান্ডিং করে বাম সরকারকে গদিতে বসাচ্ছেন। আপাততঃ এই টই থেকে পলায়ন। ছাগলেরা যা করে।
  • PT | 213.110.242.5 | ০৪ জুন ২০১৬ ১১:৫৩705582
  • ত্রিপুরার ঘটনাটির লিংটি আরেকবার যদি কেউ দেন তো বাধিত হই। বিশেষতঃ সর্বভারতীয় কোন দৈনিকের উল্লেখ করলে আরো ভাল হয়।
  • dc | 132.174.160.142 | ০৪ জুন ২০১৬ ১২:৩২705583
  • সেকি গোল্ড স্ট্যান্ডার্ড আবাপ থাকতে অন্য কোন দৈনিকের কি দরকার?

    http://www.anandabazar.com/national/sfi-accused-of-forcing-a-student-to-drink-urine-1.384535#

    অবশ্য এটা আবাপর নিউজ না ভিউজ সেটা বোঝা যাচ্ছে না। আর মোটে অভিযোগ, কোর্টে প্রমান হয়নি, সুতরাং ...
  • dc | 132.174.160.142 | ০৪ জুন ২০১৬ ১২:৩৮705584
  • তাছাড়াও প্রশ্ন তোলা যায়, কমনরুমে প্রস্রাব খাওয়ানোর জন্যও (অভিযোগ, কোর্টে প্রমানিত হয়নি) এস এফ আই দায়ী?
  • চন্দ্রকোনা রোডের | 11.39.37.135 | ০৪ জুন ২০১৬ ১২:৫০705585
  • সাম্প্রতিক ঘটনাবলীর খবর ফেসবুকের বাইরে অন্য কোথাও দেখলেন?
  • PT | 213.110.242.5 | ০৪ জুন ২০১৬ ১৩:১২705586
  • dc-কে ধন্যবাদ।
    যারা গত কয়েক মাস ধরে আবাপর খবরের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন তাঁরা সকলেই আবাপ-র এই খবরের সত্যতা মেনে নিয়েছেন আশা করি। আর আমি কিছু বলার আগেই dc "অবশ্য এটা আবাপর নিউজ না ভিউজ সেটা বোঝা যাচ্ছে না। আর মোটে অভিযোগ, কোর্টে প্রমান হয়নি, সুতরাং ...." ইত্যাদি লিখেছেন।

    কিন্তু আমি সত্যি চিন্তিত অন্য কারণে। এইরকম একটি ন্যক্কারজনক ঘটনা কেন কোন সর্ব্ভারতীয় দৈনিকে স্থান পেলনা আর এটা নিয়ে এবিভিপি/বিজেপি কেন সর্বভারতীয় স্তরে নিন্দার ঝড় তুলল না।

    অবিশ্যি এরকম অনেক ন্যক্কারজনক ঘটনা নামি-দামী কাগছে ছাপা হলেও আমাদের দৃষ্টি এড়িয়ে যায়ঃ An SFI activist, Sajin Mohammed, who was injured in a petrol bomb attack during a clash with ABVP activists a month ago at Dhanuvachapuram here succumbed to burns on Tuesday.
    http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Student-injured-in-SFI-ABVP-clash-dies/articleshow/23384894.cms
    এই ঘটনার উল্লেখ করে কেউ নিন্দা করে থাকলে সেটা আমার চোখ এড়িয়ে কাছে। সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে আমি অগ্রিম মার্জনা চেয়ে রাখলাম।
  • PT | 213.110.242.5 | ০৪ জুন ২০১৬ ১৪:২৭705588
  • আবার dc-কে ধন্যবাদ।
    অপরাধী SFI কর্মিটির শাস্তি চাইছি।
  • Pinaki | 95.229.73.124 | ০৪ জুন ২০১৬ ১৪:৫৫705589
  • আমাদের সৌভাগ্য। ওরে কে আছিস, উলু দে, শাঁখ বাজা। ঃ-)
  • PT | 213.110.242.5 | ০৪ জুন ২০১৬ ১৫:০৭705590
  • আমাদের দুর্ভাগ্য যে কেউ নিহত SFI কর্মীর হত্যাকারীর শাস্তি দাবী করলনা এখনো পর্যন্ত।
    সিলেক্টিভ নীরবতা। বলেছি তো বহুবার!!
  • dc | 132.174.160.142 | ০৪ জুন ২০১৬ ১৫:২৫705591
  • আমি দাবী করছি। সব দলের সব কর্মীদেরই শাস্তি দাবী করছি যারা কোনরকম অন্যায়ের সাথে জড়িত।
  • Ela | 15.69.121.183 | ০৪ জুন ২০১৬ ১৯:০০705593
  • ডিসি ও পিটিদাকে এই নিয়ে ক দিলাম। কারণে অকারণে সারাদিন ক্লায়েন্টের কাছে সরি বলি। সব অত্যাচারিতের কাছে মাফ চাওয়া তার থেকে অনেক সহজ ব্যাপার যাতে মনেরও সায় পেলাম। অত্যাচারীর শাস্তিরও দাবী জানাই।
  • Du | 106.226.6.124 | ০৪ জুন ২০১৬ ২০:২৮705594
  • তখন তো এসব শুনিনি আর এখন এসব শুনতে চাইনা।
  • Ela | 15.69.121.183 | ০৪ জুন ২০১৬ ২০:৫১705595
  • বেশ তো।
  • Klm | 233.184.124.139 | ০৪ জুন ২০১৬ ২৩:২২705596
  • পিটি, কিছুদিন লেখা বন্ধ করুন না। এখানে বিজেপির সরকারের সমালোচনা কেউ সাহস করে করবেনা। টিএমসির নামে টই খুললেও তাতে চৌত্রিশ বছর নিয়েই কথা বলে যাবে, অনলস। আপনি না লিখলে মনে হয় কত টই বন্ধ হয়ে যাবে!
    কিছুদিন না এসে দেখবেন নাকি? এখানে আপনাকে না পেলে সিপিএমের সমালোচনা ঠিক কোন দিকে যায়!
  • PT | 213.110.242.23 | ০৫ জুন ২০১৬ ০০:৪৫705597
  • ধন্যবাদ!
    শুধু বিজেপি নয়, অনেকে তিনো সরকারের সমালোচনা করতেও খুব বেশী সাহস দেখাচ্ছে বলে মনে হয় না।
    আমি যখন এখানে লিখতাম না শুধু পড়তাম তখনও অনলস সরকারী বামেদেরই (কিছুটা কংগ্রেসকে) গাল দেওয়া হত। তার অনেক কিছুই অর্ধসত্য অথবা হাওয়ায় ভাসানো গপ্প। সেগুলোর প্রতিবাদ করতেই লিখতে শুরু করি।
  • পিটিদা | 11.39.36.172 | ০৫ জুন ২০১৬ ০৬:২৯705598
  • ঐসব অসত্য বা অর্ধসত্য সুস্পষ্টভাবে নির্দেশ করা একটা বড় কাজ। কিন্তু আপনার মনে হয়না যারা ওগুলো রটাচ্ছে তাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে। যা তাদের তৃণমূলী চুরির বিরুদ্ধে একলাইন ও বলার থেকে আটকাবে। সেক্ষেত্রে লিখে কোন লাভ হচ্ছে কি? আমার মনে হয়না।
  • ghenchu | 172.244.80.229 | ০৫ জুন ২০১৬ ০৮:৩৯705599
  • এই চামচে মুখুজ্জে আর অন্যসব পিটির ল্যাওড়াচোষা মালগুলো বিজেপীর বিরুদ্ধে ত্রীনমুলের বিরুদ্ধে কত কী লিখে লিখে একেবারে পোঁদ উল্টে দিয়েছে! আজ সিকিদার স্টাইল নকল করছে কাল দশটা পুটকির পিছে লুকোচ্ছে তাদের আবার বড় বড় কথা দেখলে হাগা পায়। কানাইয়াকে নিয়ে জখন গুরু উত্তাল তখন এদের একটা হারামী গুরুর সব ভন্ড এরকম বলছিল কিন্তু নিজে একলাইনও লেখে নি যাতে নিরাপদে থাকতে পারে। ফ্রিতে লিখতে পেলে কেমন মতলব হাসিল করার চেষ্টা করে সেটা এই হারামীর পোগুলোকে দেখলে বোঝা যায়। ল্যাঞ্চোদগুলো এই পোস্টগুলো দেখিয়ে দেখিয়ে ওদের পার্টির থেকে পয়সা খায় আর বিজ্পী ত্রীনোমুলকে কিছু বলে নি দেখিয়ে সুবিধে আদায় করে। হারামীর পোঁদ এক একটা
  • dc | 132.164.111.1 | ০৫ জুন ২০১৬ ০৮:৪৭705600
  • এখানে পোস্ট লিখে পয়সাও পাওয়া যায় নাকি? কার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে একটু বিস্তারিত লিখলে ভালো হয়। সব পার্টিকে গালাগাল দিয়ে বা সব পার্টিকে তোষামোদ করে লিখে দেব, ঠিক যার যেমনটি চাই। পয়সা খেতে আমার বড়ো ভাল্লাগে।
  • ghecfhu | 172.244.80.229 | ০৫ জুন ২০১৬ ০৮:৪৮705601
  • এই খানকির গুদগুলো কেউ ত্রীনোমুলের চুরির গল্পের লিঙ্ক দিলে তাকেই চোর ধরে ঠারেঠোরে বলতে থাকে, যাতে মমতা এদের পাওনাগন্ডা কাট না করে। তারপর পুরোনো আমলের কথা বললে তখন আবার হইহই করে আসে জাতে দুই পার্টি থেকেই খিঁচতে পারে।
  • ghenchu | 172.244.80.229 | ০৫ জুন ২০১৬ ০৮:৪৯705602
  • এই পিটি চামচে মুখুজ্জে এদের একটু তেল লাগাঅন পেয়ে যাবেন খবর।
  • dc | 132.164.111.1 | ০৫ জুন ২০১৬ ০৮:৫৩705604
  • নানা পিটিবাবু আর যাই করুন টাকা খাবার জন্য একটা শব্দও কখনো লেখেননা এটা আমি শিওর। আপনি আরেকটু খোঁজ লাগান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন