এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ১৭০১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 116.78.81.140 | ০১ জুন ২০১৬ ১৫:৫৯705439
  • ক্ষি কান্ড ---ভাবলাম বেড়িয়ে এসে দেখবো ১৬ র নির্বচনের টই তলিয়ে গেছে। ওম্মা কোথায় কি ঃ)
  • ranjan roy | 192.69.76.251 | ০২ জুন ২০১৬ ০০:০৬705440
  • অজ্জিত,
    ঠিক কথা। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? কোলকাতায় ফিরলে কথা বলার ইচ্ছে রইল।
  • Ela | 15.69.121.183 | ০২ জুন ২০১৬ ০১:২০705441
  • @পাই, দেখেছি, ইয়েস। কিন্তু ঐ বৈদ্যুতিন মিডিয়ার পয়েন্টটা আমার না, কল্লোলদার। উনি 'মিডিয়ায় প্রচার' লিখলেন, আমি 'মিডিয়ার প্রচার' পড়লাম, সেই নিয়ে খানিক কথা চালাচালি। মিডিয়ার এক অংশের অ্যান্টি তৃণ প্রচার বা সোশ্যাল মিডিয়ায় মতামত দেখেছি। কিন্তু 'মিডিয়ায়' কে বেশি কে কম প্রচার করেছে সেটা আমার সে রকম জানা নেই। পার্সেপশন আছে, কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ পার্সেপশন জিনিসটা অবজেক্টিভ নয়। তার উপর ভিত্তি করে কিছু লেখা উচিত হবে না। যাঁরা জানেন তাঁরা লিখলে খুশি হব। আপনি কিছু জানলে বলুন না। আমি শুনতে আগ্রহী।

    @জগাই, বোঝাতে ভুল করেছি। পার্সন টু পার্সন কমিউনিকেশন অ্যাজ আ স্ট্র্যাটেজি বলতে চেয়েছি, নট অ্যাজ আ টুল। যেকোন ধরনের মিডিয়াই একটা টুল, কিন্তু ব্যাপক অর্থে স্ট্র্যাটেজি নয়। একটু বিশদে বলি। দিনের শেষে সেই মিডিয়াই সব থেকে বেশি ইমপ্যাক্ট তৈরি করে যেখানে যে শোনাচ্ছে এবং যে শুনছে, তাদের দুজনের মধ্যে দুরত্ব সব থেকে কম থাকে বা লেয়ার সব থেকে কম থাকে। ধরুন প্রিন্ট মিডিয়া। সাংবাদিক দেখল, লিখল, এডিটর সেটা এডিট করল, ছাপা হয়ে বেরোল, তারপরে আপনি পড়লেন। মানে যুক্তি-বুদ্ধি আছে এমন অন্তত তিনটি প্রাণী মিলে পুরো সার্কল কমপ্লিট হল। মিনিমাম তিনটে লেয়ার। এবার ধরুন সাংবাদিক একটা ছবি দিল, লেখার সাথে। এডিটর ছবির টেকনিক্যাল এডিট করতে পারে, কিন্তু ইন্টারপ্রিটেশন করছে না। একটা লেয়ার কম হল ছবিটার জন্য (লেখাটার জন্য একই থাকছে)। এরপর বৈদ্যুতিন মিডিয়া। সাংবাদিক দেখছে, আপনিও দেখছেন। ও যা যা দেখল সেটা পুরোটা আপনাকে দেখাবে না, কিন্তু যেটা দেখাবে সেখানে ওর ইন্টারপ্রিটেশন চলবে না (ফেক বা ডক্টরড নিউজ বাদ দিচ্ছি আলোচনার সুবিধার্থে)। আপনি ডাইরেক্ট দেখলেন। লেয়ার আরো কমছে। শেষ পরিস্থিতি, আপনি নিজে দেখলেন কোনও ঘটনা। একটাই ইন্টারপ্রিটেশন, আপনার নিজের। সব থেকে বেশি ইমপ্যাক্ট। আমরা সবাই বলে থাকি, আমি/আমরা নিজের চোখে দেখেছি। এটা বলার সময় গলায় যে বাড়তি জোর থাকে, সেটা শুধু 'আমি' সংক্রান্ত অহমিকা নয়। ঐ দেখাতে লেয়ার বা ঘটনার সঙ্গে আমার দূরত্ব সব থেকে কম, তাই সব থেকে বেশি ছাপ ফেলেছে আমার চিন্তাপদ্ধতিতে। জোরটা আসছে সেইখান থেকে।

    আবার দেখুন, আজকাল লোকের অ্যাটেনশন স্প্যান দিন দিন কমছে। কমিউনিকেশন চ্যানেল বাড়ার সাথে সাথে পালা দিয়ে কমছে প্রায়। কী করবেন? মেইল করলেন, পড়ল না, পিং করলেন, উত্তর দিল না। সামনে গিয়ে দাঁড়ালেন, মুখোমুখি কথা হল -- কাজ হয়তো তাতেও হবে না, বাট অ্যাট লিস্ট ইওর মেসেজ গেটস অ্যাক্রস। পার্সন টু পার্সন কমিউনিকেশন স্ট্র্যাটেজি। এইবার সেটা সব সময় সম্ভব না। সময় নেই কিংবা ভৌগোলিক দূরত্ব। এবার অন্ধের যষ্ঠি ভিস্যুয়াল এলিমেন্টস। চিন্তা করে দেখুন ভিস্যুয়াল এলিমেন্টের প্রভাব সব ধরনের কমিউনিকেশনে কত বাড়ছে। আগে একটা করে লিফলেট ধরিয়ে দেওয়া হত। এখন পোস্টার, কাট-আউট, এটসেট্রা। অফিসে আগে বড়জোর মেইল আসতো, এখন স্লাইডস, ভিডিও, ইনফোগ্রাফিকস। টুল অনেক, স্ট্র্যাটেজি এক। সেখানে আপনাকে আপনার টুল ফিট করাতে হবে।

    @ডিসি, বেশি লেখার মত পড়াশুনো নাই। উপরে যা লিখ্লাম তা হাতে-কলমে কাজ করে জেনেছি। লিং নাই। তবে বিভিন্ন মিডিয়া চ্যানেল থাকায় (টিভি চ্যানেল বলছি না কিন্তু), ঐ কমতে থাকা অ্যাটেনশন স্প্যানের উপর আরো চাপ পড়ছে। এখন তাই আসছে মিডিয়া এগ্রিগ্রেটর অ্যাপস। বিভিন্ন কমিউনিকেশন চ্যানেল থেকে ফিড নিয়ে আপনাকে এক জায়গায় সাজিয়ে দেবে। প্রিজম দিয়ে আলোকে আগে ভাঙলেন, আবার তাকে জুড়ে দিলেন। লেয়ার বাড়ল? না কিন্তু। লেয়ার তখনি বাড়বে যখন ইন্টারপ্রিটেশন অ্যাড হবে। আবার মজা দেখুন, ইন্টারপ্রিটেশন না থাকলে নলেজ তৈরি হবে না, আবার সাইলো ছাড়া নলেজের ঔত্কর্ষ হবে না। তা হলে নলেজ শেয়ারিং-এর কী হবে? সাইলো থেকে নলেজ বার করবেন কী করে?

    গোল গোল ঘুরুন।

    @পিএমঃ এতদ্বারা নির্বাচনের টই ভোগে গেল ঃ)
  • ranjan roy | 192.69.76.251 | ০২ জুন ২০১৬ ০৬:০৬705442
  • এলা,
    বাঃ! এত সংক্ষেপে এত বড় জগৎটাকে দেখালেন।
  • dc | 132.164.102.154 | ০২ জুন ২০১৬ ০৮:০২705443
  • এলার পোস্টগুলো পড়তে বেশ ভাল্লাগছে। লাস্ট পোস্টটা আরো রিলেট করতে পারলাম কারন গতকাল কলকাতা গেছিলাম একটা কাজে, সেখানেও এই কমিউনিকেশন মেথড ইত্যাদি নিয়ে শুনতে হল, প্রায় এরকমই কথাবার্তা হচ্ছিল। সেটা অবশ্য স্লাইড সহ প্রেজেন্টেশান, বেশীরভাগটাই ঘুমিয়েছি, কিন্তু আপনার পোস্টটা পড়ে সহজে বুঝতে পারলাম ঃ)
  • PT | 213.110.242.20 | ০২ জুন ২০১৬ ০৮:০৫705444
  • নির্বাচনের টই কি অত সহজে ভোগে যাওয়ার!! এই ঘটনাসমূহও তো নির্বাচনের ফলাফলইঃ

    " ভোট পরবর্তী সন্ত্রাসে অগ্নিগর্ভ বসিরহাটের পানিগোবড়া গ্রাম ৷ বুধবার সিপিএম -তৃণমূল সংঘর্ষের সময় আগুন ধরিয়ে দেওয়া হয় গ্রামের তিরিশটি বাড়িতে৷ আগুন নেভাতে দমকল এসেছিল ৷ কিন্ত্ত ফিরে যায় শাসকদলের চোখরাঙানিতে ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23545&boxid=14244881

    "চুলের মুঠি ধরে টানতে টানতে তাঁকে নিয়ে যাওয়া হল ইউনিয়ন রুমে ৷ টেবিলের উপর কাগজ -কলম৷ বলা হল , ‘লেখো , আমি আর এসএফআই করব না৷ ’ ছাত্রী বললেন , ‘না , লিখব না৷ ’ সঙ্গে সঙ্গে পিঠে লাঠির বাড়ি ৷ তার পর যতবার ‘না ’ বলছেন , ততবার পিঠে লাঠি৷ সঙ্গে কিল -চড় -ঘুসি ও অশ্রাব্য গালিগালাজ৷ তাতেও যখন কাজ হল না , তখন এল খুনের হুমকি ৷ খাস কলকাতায় এই অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23545&boxid=142437396
  • কল্লোল | 125.242.160.193 | ০২ জুন ২০১৬ ০৮:৩৫705445
  • এল একটা দারুন বিষয় তুলেছে। কম্যুইনিকেশন। যোগাযোগের মাধ্যমে বার্তা দেওয়া। সেই অর্থে কোন কম্যুইনিকেশনই প্রভাবহীন নয়। বক্তার মনে যে বিষয় কম্যুইনিকেট করা হচ্ছে তাই নিয়ে একটা ধারনা থাকে, তার প্রভাব বলার ভঙীতে, শব্দচয়নে, কন্ঠস্বরের ওঠানামায় থাকেই। আবার যে শুনছে তারও বিষয়টা নিয়ে তারও একটা ধারনা থাকে। কি শুনছের সাথে কি শুনতে চাইছে তার দ্বন্দ্বও থাকে।
    কাজেই কম্যুইনিকেশন যতো লেয়ারহীনই হোক তা প্রভাবহীন নয়।
  • কল্লোল | 125.242.160.193 | ০২ জুন ২০১৬ ০৮:৪৪705446
  • এইসময়ের খবর।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23545&boxid=142437396

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23553&boxid=143835149

    এসএফাই করার জন্য একজন ছাত্রীকে নৃশংসভাবে মারা হয়েছে।
    অথচ পুলিশে অভিযোগ দায়ের হলো ৫দিন পরে, খবরের কাগজ জানলো ৫দিন পরে। কেন? ঐ কলেজে আর কেউ এসএফাই করে না? এসএফাই নেতৃত্বকে জানানো হয় নি? তারা কেন সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে কলেজে ও পুলিশে অভিযোগ জানালেন না? কেন ঘটনাটি নিয়ে মিডিয়ায় সরব হলেন না? সুজনবাউ মমতার সাথে সৌজন্য সাক্ষাতকারে বললেন অত্যাচার বন্ধ করুন। ব্যস। মমতাও বলেছেন পার্থকে জানাতে। সে তো বলবেই কিছুই হয়নি। ব্যস। হয়ে গেলো সব কিছু সাল্টে গেলো।
    এই সুযোগটা বিজেপি নেবে, নিতে দেওয়া হবে। তারপর তিনো-বিজেপি আঁতাত নিয়ে স্বপ্ন দেখে কি আর হবে?
  • PT | 213.110.242.20 | ০২ জুন ২০১৬ ০৯:০৫705447
  • ব্যাস এইতো সব খোঁজ খবর নিয়ে আশুতোষ কলেজ সম্পর্কে শেষ কথাটা লিখে দিলে কল্লোলদা। দমকলকে বসিরহাটে কেন আগুন নেভাতে দেওয়া হল না সে ব্যাপারে কোন ফাইনাল স্টেটমেন্ট?

    তোমার দেখা ১৯৬৬ বা ১৯৭৬-এর টেররের চরিত্র ২০১৬-তে বদলে গিয়েছে কল্লোলদা। আমার রাঁধুনী দিদির বাড়ির সামনে রাতে মদের বোতল ফেলে দিয়ে চলে যাচ্ছে মদ্যপেরা। তার মাসে ৪০০০ টাকা রোজগার করা ছেলেকে ৩০০০ টাকা চাঁদা দিতে হয়েছে জিৎ গাঙ্গুলীর গানের আসর বসানোর জন্য। পাড়ার কারো টুঁ শব্দটি করার উপায় নেই।

    গড়িয়া দীনবন্ধু কলেজের এক অধ্যাপিকার সঙ্গে দীর্ঘ আলোচনা হল গত সপ্তাহে। ছাত্র ভর্তির ব্যাপারটা মাস্টারমশাইদের হাতের বাইরে। তাঁর কথায় অনার্সে ভর্তি হওয়া বিপুল সংখ্যক ছাত্র ফ্যালফ্যাল করে বোর্ডের দিকে তাকিয়ে থাকে আর একবছর বাদে আপনা থেকেই ঝড়ে যায়। তিনো ছাত্র পরিষদের নোংরামির কাছে মাথা নুইয়ে কোন রকমে পড়ানোর কাজটি চলছে।

    দুরে বসে শুধু খবরের কাগজ পড়ে এসবের দিশা করতে পারবে না।
  • aranya | 83.197.98.233 | ০২ জুন ২০১৬ ০৯:১২705449
  • সন্ত্রাস-কে বেশির ভাগ মানুষ পাত্তা দেয় না মনে লয়
  • :O | 165.136.80.173 | ০২ জুন ২০১৬ ০৯:২৩705450
  • ""চুলের মুঠি ধরে টানতে টানতে তাঁকে নিয়ে যাওয়া হল ইউনিয়ন রুমে ৷ টেবিলের উপর কাগজ -কলম৷ বলা হল , ‘লেখো , আমি আর এসএফআই করব না৷ ’ ছাত্রী বললেন , ‘না , লিখব না৷ ’ সঙ্গে সঙ্গে পিঠে লাঠির বাড়ি ৷ তার পর যতবার ‘না ’ বলছেন , ততবার পিঠে লাঠি৷ সঙ্গে কিল -চড় -ঘুসি ও অশ্রাব্য গালিগালাজ৷ তাতেও যখন কাজ হল না , তখন এল খুনের হুমকি ৷"

    এখনও এত ভয়? মানুষ চায় নি, তার পরেও এতটা জোরজবরদস্তি?

    নাঃ, আশা আছে।
  • কল্লোল | 125.242.134.202 | ০২ জুন ২০১৬ ০৯:৪১705451
  • পিটি। সে সব তো বুঝলাম। এর প্রতিবাদ কই?
    কেন ৫ দিন পর ঘটনাটি নিয়ে হৈচৈ? এর আগে এসএফাই কি করছিলো? এই ঘটনা ঘটার পরদিনই কেন মিডিয়াতে এলো না? আগুন নেভাতে দেওয়া হলো না। ব্যস, কন্নাকাটি করে দায় শেষ!!
    শান্তশিষ্ট ন্যাজবিশিষ্ট হয়ে বসে থেকে, বিজেপিকে দই খাওয়ার সুযোগ করে দেওয়াই এল্জন বামেদের লাইন নাকি?

    এখনি আবার কারা যেন পোস্ট করবে - সিপিএম কি করবে তাদের ভাবতে দিন, আপনি নিজের চরকায় তেল দিন।

    ৫ বছর বাদে যখন বলা হবে বামেরা রাস্তায় নামে নি। তখন আবার বলা হবে এসব মিথ্যে কথা।


    গান শুনুন।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০২ জুন ২০১৬ ০৯:৪৫705452
  • আশুতোষ কলেজের ইউনিটটা এরকম নিশ্চুপ হয়ে যাওয়ার দায় একজনেরই।

    @রঞ্জনদা - ঘন্টা বাঁধার লোক আছে, কিন্তু বেড়াল ঘন্টা পরতে রাজী কিনা, বা বেড়ালটা আদৌ এখনো বেড়াল কিনা - সেই নিয়ে প্রশ্ন আছে।

    @এলা - খুব কমপ্লিকেটেড, কিন্তু ভালো লাগলো। ধন্যযোগ। এই নিয়ে বিস্তারিত লিখলে আরো ভালো লাগবে।
  • PT | 213.110.242.20 | ০২ জুন ২০১৬ ০৯:৫০705453
  • তোমার এদানিনের প্রিয় কাগজ "এই সময়"-এর এই খবরটা কি ইচ্ছে করে এড়িয়ে গেলে নাকি কল্লোলদা? মানুষ চাইছে প্রতিবাদ করতে এ ব্যাপারে তুমি নিশ্চিত?

    "সন্ত্রাস প্রতিরোধে ডাক দিতে এ দিনই কোচবিহার ২ নম্বর ব্লকে গিয়েছিলেন বামফ্রন্টের জেলা নেতারা ৷ তাঁদের সামনেই পাতলাখাওয়া গ্রামের কর্মী জলধর রায় বলেন , ‘জরিমানার পরিমাণ কারও ক্ষেত্রে ৫ , কারও ক্ষেত্রে ২৫ হাজার টাকা ৷ আমরা সবাই ৫০০ , ১০০০ টাকা দিয়ে তৃণমূল নেতাদের অনুরোধ -উপরোধ করে মানিয়ে নিচ্ছি ৷ গ্রামে তো থাকতে হবে ৷ ’ ফরওয়ার্ড ব্লক কর্মী এক্রামূল হক শাহ বলেন , ‘আমরাও আলোচনা করে চাঁদা দিয়ে ঝামেলা মিটিয়েছি৷ জরিমানা না দিলে যে রেহাই নেই ৷ ’ নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস কর্মী বলেন , ‘নেতারা তো আশ্বাস দিয়ে চলে যাবেন৷ কিন্ত্ত আমাদের তো গ্রামে পরিবার নিয়ে কাজ করে খেয়ে -পরে বাঁচতে হবে৷ তাই আপস করাই ভালো ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23547&boxid=145839262

    তুমি বরং এই গানটা শোন আর ভাবঃ
  • d | 144.159.168.72 | ০২ জুন ২০১৬ ০৯:৫৫705454
  • আশুতোষের ঐ ছাত্রীর হাতে পায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে, দগদগে ছবি দেখলাম ফেবুতে।
    আর অজ্জিত মনে হয় কাল বা পরশু এই টইতেই লিখেছিল যে ঋতুপর্ণার এফ আই আর পুলিশ নিচ্ছে না।
  • d | 144.159.168.72 | ০২ জুন ২০১৬ ০৯:৫৬705455
  • এলার পোস্ট পড়ে আমার একটাই কথা মনে হল 'ইনক্লুসিভ লীডারশিপ'।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০২ জুন ২০১৬ ০৯:৫৬705456
  • বাংলা কাগজে আজ বেরিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া তে গতকাল। খবরটা জেনেছি পরশুর আগের দিন। পরশু থেকে একটা পিটিশন বাজারে ঘুরছে।
  • কল্লোল | 125.242.134.202 | ০২ জুন ২০১৬ ০৯:৫৮705457
  • পাজ।
    কার দোষে কি হয়েছে, সেসব বলে কি লাভ। মানা গেলো ওখানে এসএফাই বলে কিছু নেই। আর মেয়েটির পক্ষে তখন তখনই কিছু করা সম্ভব হয় নি। কিন্তু এখন? এসএফাই কিকরছে? বামেরা এই সব ধারাবাহিক অত্যাচারের প্রতিবাদে কি করছে? শুধু কাগজে বিবৃতি আর মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করলেই হবে? রাস্তায় নেমে আন্দোলন মানে ঐ খেলা খেলা আইন অমান্য? জঙ্গী আন্দোলন মানেই র‌্যাবেল রাউজার? এতে কি বিরোধী হিসাবে বিজেইর সুবিধা হচ্ছে না?

    অন্য প্রসঙ্গে - বেড়াল আবার কবে ঘন্টা পরতে রাজি হয়? বেড়াল রাজি হবে তবে ঘন্টা পরানো হবে? বেড়ালটা আদৌ বেড়াল আছে কিনা - কৌতুহলোদ্দীপক।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০২ জুন ২০১৬ ১০:০২705458
  • "কী করছে" সেই নিয়ে যোগাযোগ করা হয়েছিলো। মধুজা জানিয়েছে মেয়েটার আজ থেকে পরীক্ষা, সেই জন্যে কোনোরকম distraction যাতে না হয় সেইটা মাথায় রেখে এই মুহুর্তে রাস্তায় নেমে কিছু করা হচ্ছে না। এই মর্মে এসএফআই পরশু স্টেটমেন্টও দিয়েছে।
  • PT | 213.110.242.20 | ০২ জুন ২০১৬ ১০:০৫705460
  • মানুষের কি তবে ছাগল থেকে বেড়ালে রূপান্তর হল?
  • কল্লোল | 125.242.134.202 | ০২ জুন ২০১৬ ১০:০৬705461
  • পিটি। খুব ব্যতিক্রম ছাড়া মানুষ স্বতস্ফুর্তভাবে প্রতিরোধে যায় না। মানিয়ে গুনিয়ে থাকতে চায়। কিন্তু কোন সংগঠিত শক্তি যদি প্রতিবাদে এগিয়ে আসে, মানুষ পাশে থাকে। যার ঘরে আগুন লেগেছে তারই তেমন গরজ নেই, তো লোকে কি করবে?
    ডিমে বাচ্চা হবার সম্ভাবনা থাকে। কিন্তু বাচ্চা এমনি এমনি হয় না। একটা এক্সটারনাল ফ্যাক্টর কাজ করতে হয়।

    বামেদের নিষ্কৃয়তার এই সব বাহানা দেখলে, মনে হয় কে যে বিজেপির নক্ষী তা বোঝা দায়।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০২ জুন ২০১৬ ১০:০৯705462
  • এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। অনে-এ-এ-ক কিছু। পজিটিভ আর নেগেটিভও। কিন্তু এভাবে বলবো না। এক একটা সময় ফ্রাস্ট্রেশন আসে, ডিপ্রেসিং লাগে। আবার পরক্ষণেই জেদ চেপে যায়।
  • হাবু | 113.215.55.113 | ০২ জুন ২০১৬ ১০:২৪705463
  • কল্লোলদার পোস্ট খুব ভাল হচ্ছে। নোটাতেই স্টিক করে আছেনতো? তাহলে অবশ্য সমস্যা।
  • হাবু | 113.215.55.113 | ০২ জুন ২০১৬ ১০:২৫705464
  • হতাশার কিছু নাই ছাগলের পালে বাঘ পড়লেই জ্ঞান হবে।
  • PT | 213.110.242.20 | ০২ জুন ২০১৬ ১০:৩৬705465
  • কল্লোলদা
    বামেদের গাল দেওয়া তোমার অব্বেশ এমনকি তারা রাস্তায় নামলেও। তাই ও নিয়ে আর কথা বাড়াব না। তবে বিজেপি (রূপা/লকেট) যে আশুতোষ কলেজের ব্যাপারে কিছুই করেনি তাতে প্রমাণ হয় যে তারা নাগপুরের স্বপ্ন পব-তে প্রস্ফুটিত হওয়াতে আনন্দেই আছে।

    তুমি তো গানের মানুষ। ভেবে দেখো যে জাতির কাছে "পথে এবার নামো সাথী" এত প্রিয় গান ছিল তারা কেন "আমাকে আমার মত থাকতে দাও" কে প্রায় জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছে।
    বোধয় শুধু গোঁফ নয় গান দিয়েও যায় চেনা!
  • কল্লোল | 111.63.69.107 | ০২ জুন ২০১৬ ১০:৫৭705466
  • পিটি। আমি বামেদের গাল দিচ্ছি বলে তোমার মনে হলো। হবেই। গান? পথে এবার নামো সাথী জনপ্রিয় হবার অনেক আগেই আমার সোনার হরিণ চাই বা সখী ভাবনা কাহারে বলে বা মেঘ বলেছে যাবো যাবো কি নীলাম্বরী সাড়ি পরে, আমার সাধ না মিটিলো এসব খুব জনপ্রিয় ছিলো ও এখনও আছে? আমাকে আমার মত থাকতে দাও কেউ এখন শোনে নাকি? আমার জানা নেই।
    তো? গান দিয়ে কি কি চেনা গেলো?

    পাজ।
    যাক শোনা গেলো মেয়েটির পরীক্ষা সামনে তাই এসএফাই কিছু করতে চায় নি। বেশ। ৫ দিন আগে মেয়েটির পরীক্ষা নিশ্চই ৫ দিন দূরে ছিলো। ৫ দিন পরে সেটা ৫ দিন কাছে চলে এসেছে। তারপর মেয়েটিকে যেতে হলো থানায় অভিযোগ জানাতে। সাথে এসএফাইয়ের কেউ গেলো কি? কবি ও কাগজ নীরব।
    মেয়েটি নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পর এসব নিয়ে অন্দোলন হবে। বাঃ অপেক্ষায় থাকলাম।
    আর যারা মারটার খাচ্ছে, বাড়ি পুড়ছে, তাদের কার মেয়ের বিয়ে, নাতির অন্নপ্রাশণ, ছেলের চাকরীর ইন্টারভিউ ইঃ ই; আছে। তাই ওসব নিয়েও প্রতিবাদ পরে হবে। অপেক্ষায় থাকলাম।
  • উফ! | 165.136.80.173 | ০২ জুন ২০১৬ ১১:০২705467
  • এদিকে আমি তখন থেকে ভেবে যাচ্ছি পাজ-টা কে রে বাবা! :D
  • dc | 132.164.102.154 | ০২ জুন ২০১৬ ১১:০৯705468
  • বাপরে, গান দিয়ে বিপ্লবী পাট্টির বিপ্লব জরিপ হচ্ছে? ইশ, আমাকে আমার মতো থাকতে দাও গানটার জন্যই এদেশে বিপ্লব এসে হাজির হলো না :d
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০২ জুন ২০১৬ ১১:১৭705469
  • কেউ গেছে কিনা - না, আমি জানি না। কাগজও জানে বলে মনে হয় না। কারণ সাতাশ তারিখের ঘটনা আমি জেনেছি তিরিশ তারিখে, কাগজ গতকাল; মেয়েটি এফআইআর করতে এসেছিলো সম্ভবতঃ পরশু। তবে এই সিদ্ধান্তটার বিরোধিতা করতে পারি না।

    বাদবাকিটুকু - সব কিছু কাগজে বেরোচ্ছে বলে মনে হয় না। যতটুকু খবর পাই, তার ভিত্তিতে। তবে সেটাও যথেষ্ট নয় বলেই মনে করি।
  • PT | 213.110.242.5 | ০২ জুন ২০১৬ ১১:২৯705471
  • "বাপরে, গান দিয়ে বিপ্লবী পাট্টির বিপ্লব জরিপ হচ্ছে?"
    না, জাতির বিপ্লবী সত্বা জরিপ হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন