এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ১৭০২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 192.69.76.251 | ০৩ জুন ২০১৬ ০০:১১705506
  • sm,
    আপনার এই পোস্টটা বুঝতে পারলাম না।
    আশুতোষ কলেজে এক ছাত্রীকে তার পছন্দের ইউনিয়ন ছাড়ানোর জন্যে ঠ্যাঙানো হয়েছে। এটা কি নিন্দনীয় নয়? এটা কি প্রতিবাদযোগ্য নয়?
    সে এস এফ আই করে বলেই? সে ্ছাত্রপরিষদ বা বিদ্যার্থী পরিষদ করলেও একই কথা।
    ছয় বা সাত বছর আগে এই আশুতোষ কলেজেই এস এফ আইয়ের মারে একজন ছাত্র পরিষদ কর্মীর একটি চোখ নষ্ট হয়েছিল। সেটারও তখন প্রতিবাদ হয়েছিল।
    এটারও হওয়া দরকার।
    আমাদের সময়ে দুই বিরোধী ইউনিয়নের মধ্যে মারপিট হত। কিন্তু ঘোর জঙ্গী আন্দোলনের দিনেও কেউ ভাবতে পারতো না যে কাউকে ধরে বেঁধে ঠ্যাঙানো হবে এই বলে যে-- বল্‌, অমুক ইউনিয়ন আর কখনও করবি না? লিখে দে! নইলে!!
    মগের মুলুক???
  • kc | 198.71.254.46 | ০৩ জুন ২০১৬ ০০:২০705507
  • রঞ্জনদা, ঘটনাটা উল্টো ছিল। ভুলে গেছেন।
  • ranjan roy | 192.69.76.251 | ০৩ জুন ২০১৬ ০০:৪৯705508
  • কেসি!
    সরি!
  • আজ | 113.215.55.113 | ০৩ জুন ২০১৬ ০০:৫৬705509
  • যখন তিনুরা পেটাচ্ছে তখন বাম আমলে এর ঠিক উল্টোটাই রটাতে হবে। রঞ্জনদার গুল খুব ভাল হয়েছিল।
  • PT | 213.110.242.21 | ০৩ জুন ২০১৬ ০৮:০৫705510
  • যদিও "সরি" বলেছেন তবু এটি প্যাথোলজিকাল বাম-বিদ্বেষের একটি প্রকৃষ্ট উদাহরণ। প্রমাণ ছ্ড়াই কোন গপ্প হাওয়ায় ভাসিয়ে দেওয়া.........
  • পিটি ইজ প্যাথেটিক | 119.163.234.4 | ০৩ জুন ২০১৬ ০৮:১৪705511
  • সিপিয়েম এর কোনো নেতিবাচক কার্যকলাপের উল্লেখ করা মানেই 'প্যাথোলজিক্যাল বাম বিরোধিতা'। এভাবে দাগিয়ে দেয়াটা স্টালিনিস্ট ফ্যাসিবাদ। প্যাথেটিক রিয়েলি।
  • dd | 116.51.24.207 | ০৩ জুন ২০১৬ ০৮:১৭705512
  • হোয়াট অ পিটি
  • রটনাতেও | 113.215.55.113 | ০৩ জুন ২০১৬ ০৮:২৬705513
  • বাঁধা না দেওয়াই ভাল। দশচক্রে ভগবান ভূত।
  • PT | 213.110.242.21 | ০৩ জুন ২০১৬ ০৮:৩৪705514
  • অ "পিটি ইস প্যাথেটিক বাবু" এই ঘটনার প্যথেটিকত্ব সম্পর্কে কিছু বাণী দেবেন নাকি?

    শহরের সিটু অফিস দখল করে লোকনাথ পুজো করল তৃণমূল

    তৃণমূল ভবনে কিছু দিন আগের গণেশ পুজোর ঘোর এখনও কাটেনি ৷ এ বার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কামডহরি তালতলায় তৃণমূল পার্টি অফিসে মহা সমারোহে লোকনাথের পুজোও হল ৷ দিন দশেক আগে পর্যন্তও অবশ্য এই অফিসটি ছিল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু-র৷ ওই বিধানসভা কেন্দ্রে জয়লাভের পর তৃণমূল কর্মীরা সিটু অফিস দখল করেন৷ রাতারাতি তাঁরা অফিসের ভোল বদলে তৃণমূলের ঘাস -ফুল চিহ্ন এঁকে সবুজ রং করে দেন ৷ বৃহস্পতিবার সেখানেই ঘটা করে লোকনাথের পুজো হল৷ ১১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দায়িত্বপ্রান্ত রূপা দাসের অবশ্য দাবি , ‘আমরা ওই পুজো করিনি , করেছে রিকশা ইউনিয়ন ৷ ’ অথচ আশপাশের ব্যবসায়ীরা জানিয়েছেন , পুজোয় রিকশা চালকদের দেখা যায়নি ৷ বরং ছিলেন এলাকার পরিচিত তৃণমূল কর্মীরাই৷ রিকশা ইউনিয়নের সম্পাদক জয়দেব শিউলির মন্তব্য , ‘পার্টি অফিসে পুজো যে হচ্ছে , আমরাও দেখেছি৷ ’ তাঁরা কি এতে যুক্ত? এ প্রশ্নের জবাবে অবশ্য জয়দেব নিরুত্তরই থেকেছেন৷ অফিসের ভিতরে গিয়ে দেখা গেল , রীতিমতো শাসকদলের পতাকা টাঙিয়ে লোকনাথের ছবি রেখে পুজো হয়েছে৷ ওয়ার্ডের কাউন্সিলর চয়ন ভট্টাচার্য বলেন , ‘৪০ বছর আগে এই পার্টি অফিসটি তৈরি হয় ৷ এটি সিটু-র অফিসই ছিল৷ অফিসের পাশে রিকশাচালকরা আগে কালী পুজো করতেন ৷ ’ আবার কসবায় পিকনিক গার্ডেন বাসস্ট্যান্ডের পাশে সিপিএমের একটি পার্টি অফিসে বুধবার মাঝ রাতে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ তারা অফিসের বাইরের গ্রিল ভেঙে ফেলে দেয় বলে অভিযোগ৷ পুলিশ চলে এলে হামলাকারীরা পালায় ৷ এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএম কর্মীরা ৷ গার্ডেনরিচের অ্যাসবেসটস মোড়ে সিপিএমের পার্টি অফিসও তৃণমূল কর্মীরা দখল করে নিয়েছেন বলে অভিযোগ ৷ বুধবার গভীর রাতে পার্টি অফিসটির তালা ভেঙে দখল নেওয়া হয়৷ প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে এক ঘণ্টারও বেশি সময় পাহাড়পুর রোড অবরোধ করেন সিপিএম কর্মীরা ৷ পরে পুলিশের তত্পরতায় অবরোধ ওঠে৷ তবে সব কিছু ছাপিয়ে গিয়েছে কামডহরির তালতলায় পার্টি অফিসে পুজোর বিষয়টি ৷ এক রসিক তৃণমূল কর্মীর সগর্ব ঘোষণা , ‘বাবা লোকনাথ বেঁচে থাকলে তৃণমূলই হতেন৷ কারণ মার্কসবাদীরা তো ধর্ম মানে না !’ ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23582&boxid=17582761

    ধর্ম নিয়ে এই শয়তানির মাত্রাটা ভেবে দেখার মত। এই জায়গায় লোকনাথ বাবার পুজো করার অর্থ ঐ অফিসটি পাকাপাকি ভাবে তিনোদের দখলে চলে গেল। কোন সরকারেররই ক্ষমতা নেই যে ওখানে আর আইনের শাসন প্রয়োগ করে। নাগপুরের স্বপ্ন ফুলে-ফুলে বিকশিত হচ্ছে পব-তে। তার জন্যে বিজেপির শক্তিশালী হওয়ার প্রয়োজন নেই।

    "মানুষ যদি সে না হয় মানুষ/দানব কখনো হয় না মানুষ"
    শুধু রাজনৈতিক দলের ঘাড়ে দোষ চাপিয়ে কি পার পাওয়া যাবে?
  • dc | 15.2.64.123 | ০৩ জুন ২০১৬ ০৮:৪০705516
  • আজকালে যেন কিসব গুরুগম্ভীর প্রবন্ধ পড়তাম, জল আর মাছ নিয়ে। মাও না কে যেন কিসব বলে গেছিল। যাক, মাছেদের আর কোন দায়িত্ব নেই জেনে আশ্বস্ত হলাম। অবশ্য ছাগলদের মধ্যে মাছেরা মিশবেই বা কিকরে।
  • পাগলা জগাই | 117.167.108.75 | ০৩ জুন ২০১৬ ০৮:৪২705517
  • 'বাঁধা' স্টাইলটা কেন চেনা ঠেকছে?
  • kc | 198.71.254.46 | ০৩ জুন ২০১৬ ০৮:৫০705518
  • আর এইসব তথাকথিত পার্টি আপিসগুলো একশো শতাংশ ক্ষেত্রেই জবরদখল করা জায়গায় হয়। টোটাল বেআইনি। দল নির্বিশেষে। পার্টি আপিস দখল পুনরায় উদ্ধারের কথা শোনা যায় শুধু মিডিয়ায়, কাউকে কোর্টে যেতে দেখা যায়না। পাড়ায় পাড়ায় হাতুড়ে ডাক্তারদের নিয়ে কোনও ডিসপেন্সারি করলেও বেশী লাভ হয় লোকের, এই বেআইনি জায়গায়। এইসব বেআইনি গাজোয়ারি পার্টি আপিসের দখল আর উদ্ধারে আমার কোনও রকম সহানুভূতি নাই। আইনের শাসন চাইলে সহানুভূতি দেখানোর স্কোপও নেই।
  • Abhyu | 81.90.219.152 | ০৩ জুন ২০১৬ ০৮:৫৯705519
  • বাঁধা কি ব্রতীন্দা নাকি? তাহলে ভাটে এলে তো পারো। অনেকদিন খবর টবর পাই না।
  • PT | 213.110.242.21 | ০৩ জুন ২০১৬ ০৯:০১705520
  • সব পার্টি অফিসকে লোকনাথবাবার অথবা শনি মন্দিরে রূপান্তর করলেই তো ল্যাঠা চুকে যায়। তখন আর এসবের দখল-বেদখল নিয়ে কেও ট্যাঁ-ফোঁ করার সাহস দেখাবে না কেউ।
  • sm | 53.251.91.253 | ০৩ জুন ২০১৬ ০৯:০৭705521
  • এই তো পিটি জাস্টিফিকেশন নিয়ে হাজির ।পার্টি অফিস যদি আইন সম্মত ভাবে ভাড়া/লিজে নেওয়া হয়ে থাকে; তাহলে কোর্টে যাওয়া যেতেই পারে।যদি না নেওয়া হয়, তাহলে গত চার দশক বে আইনি ভাবে অধিগৃহীত ছিল।
    একটা অযুক্তি কে ঢাকতে আর একটা অযুক্তির সাহারা নেওয়া।
  • PT | 213.110.242.21 | ০৩ জুন ২০১৬ ০৯:১০705522
  • কত কম জেনে কত কথা লেখা যায় সেরেফ একটা কি বোর্ড আছে বলে .........
  • sm | 53.251.91.253 | ০৩ জুন ২০১৬ ০৯:১২705523
  • জেনে কত ভাট বকা যায়; তার হিসেব আছে?
  • PT | 213.110.242.21 | ০৩ জুন ২০১৬ ০৯:৩৫705524
  • kc
    আমার যদি বোঝার ভুল না হয়ে থাকে তাহলে কামডহরির ঐ অফিসটি আমি ৮০-র দশকের মাঝামাঝি থেকে দেখেছি। গত সপ্তাহে ব্রহ্মপুর থেকে ফিরে একটি পোস্টিং-এ আমি এটারই উল্লেখ করেছিলাম।

    ঐ অফিসটির সামনে দিয়ে বোড়াল পর্যন্ত আমার বহুদিনের যাতায়াত। ওটি যখন আরো আগে তৈরি হয় তখন "ভদ্দরলোক"-রা ঐ সব জায়গায় কোনদিন বসবাসের কথা ভাব্তেও পারত না। যদিও আমার হাতে কোন প্রমাণ নেই তবু ওটি যে কারো জমি "দখল" করে তৈরি এমনটা শুনিনি। এমনকি তখন রাস্তা বলতেও ডিফাইন্ড কিছু ছিল না। অবিশ্যি আপনি যখন লিখেছেন "একশো শতাংশ ক্ষেত্রেই জবরদখল করা জায়গায়" তখন নিশ্চিত কোন প্রমাণের ভিত্তিতে লিখছেন। তাই কি?

    তবে আপনার "পাড়ায় পাড়ায় হাতুড়ে ডাক্তারদের নিয়ে কোনও ডিসপেন্সারি করলেও বেশী লাভ হয় লোকের" লাইন ধরেই বলি ঐ অফিসের সামনের চাতালটিতে এক জুতোর-মিস্ত্রি তাঁর ব্যাবসা চালাতেন। তিনি ডাক্তার নন ঠিকই কিন্তু তাঁকেও দেখলাম ঝেঁটিয়ে বিদেয় করা হয়েছে!!

    কিন্তু আমরা কি দখলের পুনরায় দখল হয়ে যাওয়াকে জাস্টিফাই করছি? নাকি পব-র রাজনীতিতে এই ঘটনা এক নতুন মাত্রা যোগ করল? কিছু দখল করে লোকনাথ বাবার স্থান করে দেওয়া?

    ঢাকুরিয়ার এক ভাড়াটে একটি বহু পুরনো তিনতলা বাড়ি, যার আনুমানিক মুল্য কোটিতে হবে, দখল করে বসে আছে অনেকদিন। একতলার একটি ঘরে সে লোকনাথবাবার মন্দির তৈরি করেছে। ঐ বাড়ি থেকে তাকে তোলার কোন ক্ষমতা নেই কারো। এমনকি স্থানীয় শক্তিশালী প্রোমোটারও, সম্ভব্তঃ ঐ লোকনাথবাবার দয়ায় বাড়িটির দখল নিতে পারছে না।
  • sm | 53.251.91.253 | ০৩ জুন ২০১৬ ০৯:৪৯705525
  • আগে তো আমরা গ্রাম কে গ্রাম দখল নিতে দেখেছি।তখন তো এমন করুণা ঝরা অনুযোগ শুনিনি।জমি দখল, পুকুরে ফলিডল দেওয়া,ফুটপাথ দখল করে পার্টি অফিস খুলে দেওয়া; এগুলো চোখে পড়েনি?
    যেকোনো রকম দখলের রাজনীতি ই খারাপ। সে ,যে পার্টি ই করুক।
    ঠিক যেমন ভোট জিতে যাওয়া মানে অন্যায় অত্যাচার করার লাইসেন্স পাওয়া নয়। এগুলো দীর্ঘমেয়াদে পতন ডেকে আনবেই।
  • sm | 53.251.91.253 | ০৩ জুন ২০১৬ ০৯:৫২705527
  • আর লোকনাথ বাবা কে ছোটো করে দেখবেন না।লক্ষ লক্ষ ভক্ত।ওনার আশীর্ব্বাদ ছাড়া ভোট জিতবেন কেমনে?
  • ranjan roy | 192.69.76.251 | ০৩ জুন ২০১৬ ১০:০৬705528
  • ও কে। প্যাথোলজিক্যাল বাম-বিদ্বেষী!
    বেশ, কিছুদিন আগে এই পাতাতেই খবরটা ছিলঃ
    এস এফ আইয়ের ক্যাডাররা ত্রিপুরার কলেজে ছাত্রপরিষদের ছেলেকে নিজস্ব ইউনিয়নের আনুগত্য বদলাতে রাজি না হওয়ায় শুধু পেটায় নি, মুখে পেচ্ছাপ করে দিয়েছে।
    এটা চলবে?
    আমার স্ট্যান্ড একেবারেই আলাদা। সেটা হল ক্ষমতার বর্বর প্রকাশ সবসময়েই নিন্দনীয়; সে বিজেপি হোক, কি তিনো, কি কং বা সিপিএম!
    সমানভাবে!
    আশুতোষ কলেজের নিন্দনীয় ঘটনাটি নিয়ে sm এর হালকা ছলে মন্তব্য একেবারেই ভালো লাগেনি বলে মুখ খুলেছিলাম।
    কেসিকে,
    আশুতোষ কলেজের পুরনো ঘটনাটিতে অন্য কি ক্যাজুয়ালটি হয়েছিল একটু ধরিয়ে দেবে? আমার মনে হচ্ছে একাধিক ঘটনা ঘটেছিল, দুপক্ষেই। তখন বঙ্গের বাইরে থাকতাম বলে ঠিকমত ফলো করা হয় নি, তাই ভুল হচ্ছে।
  • sm | 53.251.91.253 | ০৩ জুন ২০১৬ ১০:১২705529
  • আরে RR , আশুতোষ কলেজ নিয়ে কোন হালকা ছলে মন্তব্য করলাম ? আমি তো কি ল্যাখা হয়েছে বুঝতেই পারিনি।এনি ওয়েস, আপনি বুঝিয়ে বলুন না, কেনে।দরকার হলে আমার আগের পোস্ট এবং তার আগেও বেশ কিছু পোস্ট দেখে নিন।
  • kc | 198.71.254.46 | ০৩ জুন ২০১৬ ১০:১৫705530
  • পিটিদা, আপনাকে কনফ্রন্ট করার জন্য বলছিনা, কিন্তু খোঁজ লাগান আপিস থেকে উৎখাতের জন্য কেউ কোর্টের দরজা খটখটিয়েছে কিনা। এখানে আপডেট দিতে হবেনা, নিজের জন্যই খবর নিন। আর এক জুতোর মিস্ত্রির জায়গায় এখন হয়তো কোনও তেলেভাজা ঢপ হবে। সেও তো গরীব লোকই। শুধু আনুগত্যটা আলাদা, হয়ত ভয়ে। আর জনতার সেবা করার এতই যদি আকুতি থাকে তাহলে কাছাকাছি আরেকটা খড়ের ছাওয়া ছেয়ে নেওয়াই যায়। আইনি-বেআইনি যেখানে উদ্দেশ্য নয়, জনতার পাশে থাকাটাই উদ্দেশ্য। "আমাদের মাচ্চে" না বলে এরকম করা একেবারেই যায়না? আর সবাই যদি মারে তাইলে চুপ করে যাওয়াই ভাল। শিশুরাও জানে।
  • ranjan roy | 192.69.76.251 | ০৩ জুন ২০১৬ ১০:১৫705531
  • ও কে, SM,
    আপনার বুঝিয়ে বলুন পোস্টটিকে 'ব্যঙ্গ' ভেবে ছিলাম। ভুল বুঝেছিলাম। তাই সরি!!
  • ranjan roy | 192.69.76.251 | ০৩ জুন ২০১৬ ১০:১৬705532
  • কেসিকে বড়হাতের ক!
  • sm | 53.251.91.253 | ০৩ জুন ২০১৬ ১০:২০705533
  • সত্যি ই ব্যঙ্গ করার জন্য লিখিনি।উক্ত লেখক ঠিক কি বোঝাতে চাইছেন, এখন ও বুঝিনি।শব্দ চয়নে ভুল বোঝা বুঝি হতেই পারে। আমিও দুকখিত।
  • dc | 15.2.64.123 | ০৩ জুন ২০১৬ ১০:৩৫705534
  • ইয়ে সন্তোষপুরে সিপিএম পাট্টি অফিস ছিল (বা এখনো আছে, তিন চার বছর আগে অবধি ছিল জানি) বাসস্ট্যান্ডের ঠিক পাশেই। আর সেই অফিসের ঠিক উল্টোদিকের ফুটপাথে একটা কাটাতেলের গুমটি ছিল। বেআইনি। কোথাও জুতোর মিস্তিরি, কোথাও কাটাতেল, জনসেবা বেশ ভালোই হতো।
  • 100 | 11.39.36.239 | ০৩ জুন ২০১৬ ১০:৫৯705535
  • দিনের কাজে আধার বাধ্যতামূলক নয়। এলোমেলো করে দে মা ছাগল বানাই আর লুটেপুটে খাই।
  • loknath | 125.112.74.130 | ০৩ জুন ২০১৬ ১১:০০705536
  • ধর্মের কল বাতাসে নড়ে
  • PT | 213.110.242.21 | ০৩ জুন ২০১৬ ১১:০১705538
  • "মুখে পেচ্ছাপ করে দিয়েছে। এটা চলবে?"
    হাতে তুলুন কে কে সমর্থন করছেন এই ঘটনাকে। RR জানতে চাইছেন। সত্যি প্যাথোলজিকাল বিরোধীতা প্রকাশের কি আর অন্য কোন পদ্ধতি নেই?

    kc
    "আর এক জুতোর মিস্ত্রির জায়গায় এখন হয়তো কোনও তেলেভাজা ঢপ হবে।"
    তেলেভাজার দোকান পাশেই আছে তাই আর হবেনা। কিন্তু জুতো মিস্তিরির ব্যবসা বাদ। ওটি "মন্দির" হয়ে যাওয়ায় ওখানে এখন জুতো-মিস্ত্রির প্রবেশ নিষিদ্ধ। রাজনৈতিক অবস্থান বাদ দিয়ে দেখলে চলবে?

    আমি অন্ততঃ দুটো খবর রাখি যেখানে বহুদিনের পার্টির কর্মি নিজের বাড়ি/জমির অংশ পার্টির অফিস করার জন্য দান করেছে। এ দুটি আপনার ১০০% থেকে বাদ যাবে।

    তবে যেটি আপনি এড়িয়ে গেলেনঃ পার্টি অফিস দখল করে অন্য রাজনীতির বদলে ধর্মস্থান করে দেওয়া হল। এটা একটা নতুন পদ্ধতির "রাজনীতি" যার প্রয়োগ আরো হবে। অবিশ্যি আপনার যদি কোন সমস্যা না থাকে এই নিয়ে তাহলে অন্য ব্যাপার।

    dc
    "আর সেই অফিসের ঠিক উল্টোদিকের ফুটপাথে একটা কাটাতেলের গুমটি ছিল। বেআইনি। "
    উল্টোদিকের ফুটপাথের গুমটির জন্যেও সিপিএম দায়ী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন