এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ১৭০০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kallol | 233.227.248.177 | ৩১ মে ২০১৬ ১১:৪১705406
  • তিনোরা এখনো বিজেপি বিরোধীতাই করে চলেছে। এটা এখনো বাস্তব। কোল্যটরাল ড্যমেজ? বাঃ,বেশ মর্কিনি ক্ষমতর লব্জ আয়ত্ত করে ফেলে্ছো। পবতে বিজেপি পেটানো হলো কোল্যাটারাল ড্যামেজ। আর বম পেটনো? সেটা কি প্রকার ড্যামেজ?
  • বৈদ্যুতিন মিডিয়ায় প্রচার | 190.179.40.51 | ৩১ মে ২০১৬ ১২:২৫705408
  • "পবতে বৈদ্যুতিন মিডিয়ায় প্রচার খুব কম হয়েছে। অত টাকা খরচ করার মতো দম তিনো বা বামেদের নেই। বিজেপির আছে, কংএর কিছুটা আছে। " কি যে বলেন ! ভোটের আগে বাংলা চ্যানেল গুলো দেখলে বুঝতেন । "তিনোর রিয়েল বেঙ্গল" ? ভোটের আগে "জোড়াফুল তৃনমূল" গান প্রত্যেক বাংলা চ্যানেলে সিরিয়াল - নিউজ চ্যানেল ব্রেকে ? "৩৯ বছর","এবার দরকার মানুষের সরকার " অন্তত দশ পনেরো গোল খাবে ! এই দেখুন স্যাম্পল -
    https://www.youtube.com/channel/UCgX2OgpUaak0Ri_0jMWiWkQ
  • PT | 213.110.242.6 | ৩১ মে ২০১৬ ১২:৩০705409
  • "তিনোরা এখনো বিজেপি বিরোধীতাই করে চলেছে।"
    করছে কিন্তু করছে না। তুমি সাবাটিকাল নিয়ে বছরখানেক পব-তে কাটিয়ে যাও কল্লোলদা। কোল্যাটারল ড্যামেজ কথাটা তোমার পছন্দ নয়?
    আচ্ছা বেশ তুমি বুঝিয়ে দাও যে পব থেকে তিনোকে হটিয়ে বিজেপির কি লাভ-যদিনা নিজেরা ক্ষমতায় আসতে পারে?
  • d | 144.159.168.72 | ৩১ মে ২০১৬ ১৬:৩৩705410
  • d | 144.159.168.72 | ৩১ মে ২০১৬ ১৬:৪১705412
  • এটাও থাক

  • কল্লোল | 111.63.67.182 | ৩১ মে ২০১৬ ১৬:৫৪705413
  • পিটি।
    তা এখন যা অবস্থা তাতে, তিনো হঠলে তো কং। তাহলে কি ধরে নেবো যে বামেদের তিনো হঠানোর কোন গরজ নেই??
    বিজেপি চাইছে নিজেকে পবতে প্রধান বিরোধী হিসাবে প্রতিষ্ঠা করতে। খেয়াল রেখো বিধানসভায় প্রধান বিরোধী দল নয়, রাজ্যে প্রধান বিরোধী দল। তাতে ক্রেডেবিলিটি বাড়লে ধীরে ধীরে শাসক হয়ে ওঠার দিকে এগুবে।
    এই জায়গাটায় বামেরা কার্যতঃ বিজেপিকে ওয়াকওভার দিচ্ছে।

    বৈদ্যুতিন মিডিয়ায় প্রচার। জানি না, কিন্তু আমার বাসাতে প্রায় এখন (মানে গোটা এপ্রিল-মে) ১৮ ঘ্ন্টা বাংলা চ্যানেল চলে। আমার তো কারুর প্রচারই তেমন চোখে পড়ার মতো লাগে নি, যতটা লেগেছিলো "আচ্ছে দিন"এর প্রচার। এবং আমি ডেটা দিতে পারবো না, তবে বাম ও তিনোদের চাইতে বিজেপি বেশীবার দেখেছি এবার।

    কয়েকটা পোস্ট আগে লসাগুর পোস্ট কৌতুহলোদ্দীপক।
  • PT | 213.110.242.6 | ৩১ মে ২০১৬ ১৬:৫৯705414
  • "এই জায়গাটায় বামেরা কার্যতঃ বিজেপিকে ওয়াকওভার দিচ্ছে।"
    এটা তোমার প্যাথোলজিকাল বাম বিরোধীতার প্রকাশ। বামেদের বিজেপি বিরোধী অবস্থানকে এখনো সন্দেহ করার কোন কারণ ঘটেনি।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ৩১ মে ২০১৬ ১৭:০১705416
  • "আচ্ছে দিন" ২০১৪ এর ভোটের আগে একটা অন্য লেভেল। সেই লেভেলে হয়নি বটে, কিন্তু তাও অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি ছিলো।

    "আচ্ছে দিন" পিকে-র মস্তিষ্কপ্রসূত। ওর টিমের লোকজন দিনের পর দিন লোকাল ট্রেনে, বাসে, রাস্তায় ঘুরে ঘুরে সিম্পলি লোকজনের কথাবার্তা রেকর্ড করে গেছিলো। তার মধ্যে ওরা অ্যানালিসিস করে দেখেছিলো লোকে কোন কথাটা বেশি বলছে - যেমন "বহোৎ বুঢ়ে দিন আনেওয়ালে হ্যায়" ইত্যাদি। সেইখান থেকে "আ্চ্ছে দিন" স্লোগান তৈরী।
  • কল্লোল | 111.63.67.182 | ৩১ মে ২০১৬ ১৭:০৪705417
  • পিটি। কথাটাই বুঝলেই না। বামেদের বিজেপি বিরোধীতা নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু বামেরা যদি রাস্তায় নেমে আন্দোলন না করে, আর সেই সুযোগে বিজেপি যদি তেড়েফুঁড়ে নেমে পড়ে, তো সেটা বিজেপিকে কার্যতঃ ওয়াকওভারই দেওয়া হয়। সেটুকু না বোঝার মতো অবুঝ তুমি নও।
  • কল্লোল | 111.63.67.182 | ৩১ মে ২০১৬ ১৭:০৬705418
  • পাগলা জগাইকে ক্ক। ঐ ধরনের উদ্যোগ নেওয়া তিনো বাম বা পবর কংএর সাধ্যের বাইরে। বিজেপি পারে। করেছে কি না জানিনা।
  • PT | 213.110.242.6 | ৩১ মে ২০১৬ ১৭:১১705419
  • "আর সেই সুযোগে বিজেপি যদি তেড়েফুঁড়ে নেমে পড়ে"
    দাঁড়াও, দাঁড়াও, উত্তেজনা পরিহার কর। বিজেপির ইস্যু কি হয় দেখি। আমার এস্টিমেটে বিজেপি ভোটের আগে তিনোকে যত না গাল দিয়েছ তার চাইতে অনেক গালিয়েছে বামকে। ওদের কৃশাণু না কে যেন একটা চ্যানেলে ভোটের ফল বেরোনোর আগেই "ভগবান করুন বামেরা যেন ক্ষমতায় না আসে" বলে ফেলে সাংবাদিককেও কন্ফিউস করে দিয়েছিল।
    নাগপুরের স্বপ্ন পব-তে জোড়া ফুল হয়ে ফুটেছে যে!!
  • pk | 190.179.40.51 | ৩১ মে ২০১৬ ১৮:২১705420
  • এটা শোনা গেল যে পিকে নাকি তিনোর কাছে ১০০০ কোটি চেয়েছিল বলে দিল হয় নি , তারপর পিকের বাবাকে ধরে জোট নাকি মাত্র ৫ কোটি এবং জেলা স্তর অবধি সর্বাধুনিক যোগাযোগের সুবিধা ও যাতায়াতের নিমিত্ত কয়েকটি আধুনিক এম্বি -র বিনিময়ে ইনডাইরেক্ট consultancy তে রাজি করায় , গ্রাউন্ড ডাটা দেবে জোট সংগঠন এবং পিকের consultancy কে ইমপ্লেমেন্ট ও তারাই করবে ।
    কি হইতে কি হইয়া গেল আর দুইশত আসন সত্তরে নামিয়া গেল ! এখন অবশ্য কেউ স্বীকার করবে না :-)
  • Ranjan Roy | ৩১ মে ২০১৬ ১৮:৩৮705421
  • অরিজিত,
    EPW এর লেখাটির লিং এর জন্যে ধন্যবাদ!
    সাংবাদিক রজত রায় আমার সহোদর ভাই। কিন্তু সে জন্যে নয়, লেখাটির মূল বক্তব্যের সঙ্গে আমি একমত।
    যেমন,
    ১)খালি ২ টাকা কিলোয় 'ছাগল' জনতা তিনোকে জিতিয়ে দিল বললে কোলকাতায় একটিও সিট না পাওয়ার ব্যাখ্যা মিলবে না।
    ২) করাপশান পুরোপুরি নন-ইস্যু নয়। দুজন হেরেছে, আর অন্যদের মার্জিন কমেছে; আসলে এই ইস্যুগুলো নিয়ে কেজরির মত পথে নামা হয় নি।
    ৩) আগামী পার্লিয়ামেন্ট ইলেকশনে বাম ও কং ন্যাচারাল অ্যালি। তেমনি মমতার উচ্চাশা ওকে বিজেপির ব্যাপারে ধরি মাছ না ছুঁই পানি গোছের স্ট্যান্ড নিতে বাধ্য করবে।
    ৪) এই জায়গাটা ইম্পর্ট্যান্টঃ
    "There were indeed reasons for popular discontentment against the ruling party, but the hurriedly patched-up alliance that took shape only a month before the elections could not present itself as a viable alternative to the incumbent regime. "

    তুমি কি ভাবছ--বল।
  • দেবব্রত | 233.191.30.83 | ৩১ মে ২০১৬ ১৯:০৭705422
  • EPW'র লেখা বিষয়ে মতামত লিখেছেন গর্গ চ্যাটার্জি " It is a disgrace that such blinkered, data-cherry-picked, replacing facts with "anecdotes" sort of article was printed in the EPW, to show that Mamata Banerjee and her party was deeply unpopular in Bengal. The only trouble with the thesis are the elections results. Hence, in this article, we read about all the supposed popular anger that curiously didnt add up to votes but not much about all the votes that there actually cast. For some people getting out of touch with reality for whatever delusion or self-interest, no political win, except those won by its favorites, have anything to do with people's will. Shame. I hope someone with contacts in EPW tells them what they have printed and how they have been had." এটাও রঞ্জন দার জন্য
  • ranjan roy | 192.69.76.251 | ৩১ মে ২০১৬ ১৯:৩৮705423
  • ঃ)))
  • Ela | 174.143.240.34 | ৩১ মে ২০১৬ ১৯:৫৬705424
  • রন্জনদা, আপনার ভাই কি কখন আবাপতে ছিলেন?
  • Ela | 174.143.240.34 | ৩১ মে ২০১৬ ১৯:৫৮705425
  • কল্লোলদা, সময় করে প্রশ্নের উত্তর দিলেন, সে জন্য ধন্যযোগ। বাড়ি ফিরে লিখছি।
  • ranjan roy | 192.69.76.251 | ৩১ মে ২০১৬ ২২:২৩705427
  • এলা,
    হ্যাঁ, আগে দিল্লি ব্যুরো আজকাল, তারপরে সেখানেই আবাপ, পরে কোলকাতা অফিস।
    শেষে কোলকাতা টিভি শুরু হওয়ার সময় সুমন, রজত ও অপর্ণা সেন আবাপ থেকে বেরিয়ে আসেন।
    পরে অনেক আগে থেকে ইনডিপেন্ডেন্ট এবং ফ্রি-ল্যান্স লেখেন।
    গুড মুসলিম ব্যাড মুসলিম এর অনুবাদক।
  • Ela | 15.69.121.183 | ০১ জুন ২০১৬ ০০:০৮705428
  • তাহলে উনি আমায় চিনতেন এককালে ঃ)
  • Ela | 15.69.121.183 | ০১ জুন ২০১৬ ০১:২২705429
  • কল্লোলদা, ভুল শুধরে দেওয়ার জন্য আবারো ধন্যবাদ। আপনি 'মিডিয়ায়' লিখেছেন, আমি 'মিডিয়ার' পড়েছি, মাই ব্যাড। তবে প্রচারের কথাই যদি বলেন, তাহলে শুধু বৈদ্যুতিন মিডিয়ায় কেন, সব ধরনের প্রচারেই বিজেপির শক্তিশালী স্ট্র্যাটেজি ছিল। ইন ফ্যাক্ট, নির্বাচনী প্রচার কিন্তু ইন এফেক্ট, ভোটার ও ভোটপ্রার্থীর মধ্যে কমিউনিকেশন। কমিউনিকেশন স্ট্র্যাটেজি নিয়ে হাতে-কলমে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে এটুকু বলতে পারি, এখনো পর্যন্ত সব থেকে এফেক্টিভ কমিউনিকেশন পদ্ধতি কিন্তু সেই আদি ও অকৃত্রিম পার্সন-টু-পার্সন কমিউনিকেশন, যেকোন কমিউনিকেশন টেকনোলজি সেটার উপর ভিত্তি করেই কাজ করে। পার্সন-টু-পার্সন কমিউনিকেশন কিন্তু তৃণমূলেরও যথেষ্ট শক্তিশালী। ২০১১ নির্বাচনী প্রচারের সময় পার্সন-টু-পার্সন কমিউনিকেশন বামেদেরও খারাপ ছিল না খুব একটা। বৈদ্যুতিন প্রচারের প্রশ্নটা অতএব আর থাকছে না।

    নোটা নিয়ে আপনি আপনার অবস্থান বলেছেন, মেনে নিলাম। ফলিডল, পটাশিয়াম সায়নাইড আর সাপের বিষের ইঞ্জেকশনের তুলনা আবার আমার ঠিক লাগল না, সেটা মেনে নিলেও আমাকে কিন্তু ফলটা ভোগ করতেই হচ্ছে, কারণ আমি বিকল্পের চেষ্টা করিনি। আর একটা কথা। নোটা হলো এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রাষ্ট্র সম্পর্কে অনাস্থা প্রকাশের উপায় -- এটা মনে হয় ঠিক হল না? নোটার সাথে রাষ্ট্র কেন, এমন কি রাজনৈতিক দলেরও সেভাবে কোন সরাসরি যোগ নেই। নির্বাচন কমিশন বলছে, "দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য নোটা অপশন ইজ টু এনাবল ইলেক্টরস হু ডু নট উইশ টু ভোট ফর এনি অফ দ্য ক্যান্ডিডেটস টু এক্সারসাইজ দেয়ার রাইট নট টু ভোট ফর এনি ক্যান্ডিডেট উইদাউট ভায়োলেশন অফ দ্য সিক্রেসি অফ দেয়ার ডিসিশন।" এখানে রাষ্ট্র দুরে থাক এমনকি পার্টির কথাও বলা হচ্ছে না। মানে কেউ মদন মিত্রকে ভোট না দিয়ে নোটায় দিলেও তৃণমূলকে সমর্থন না করা বোঝায় না তত্ত্বগতভাবে। আমি কোন দলকে সমর্থন করলে তারা যাকেই প্রার্থী করুক তাকেই আমায় সমর্থন করতে হবে, অথবা কাউকে একটা সমর্থন করতেই হবে, এই বাধ্যবাধকতা থেকে প্রশাসন আমায় মুক্ত করছে, এর সাথে রাষ্ট্র সম্পর্কে অনাস্থা প্রকাশের যোগ নেই (ইন ফ্যাক্ট রাষ্ট্র সম্পর্কে অনাস্থা প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ বলেই জানি)।

    ধরুন নোটা আরো বেড়ে গেল। রাষ্ট্র কী করবে বলে মনে হয়? ফজলিতর আম আনবে না বড়বাজার থেকে আতা? রাষ্ট্র মানে কিন্তু সেই আমরা সকলেই। রাজনৈতিক দল বা প্রশাসন কিন্তু চেষ্টা করবে ফজলিতর আম চালাতে, স্ট্যাটাস-কো বজায় রাখতে, নিজেদের সুবিধে বজায় রাখতে। আতা আনতে হলে বড়বাজার তো আমাদেরি যেতে হবে। অতএব বিকল্প ভাবাটা জরুরি থেকেই যাচ্ছে।

    শেষ পয়েন্ট, বিজেপি স্বৈরাচারী দল কেন? সাম্প্রদায়িক বলাই যায়, সুবিধেবাদীও বলতে পারেন, অভিন্ন দেওয়ানি আইন নিয়ে এখনো কিছু দেখেছি/শুনেছি বলে মনে পড়ে না, শুধু কতগুলো আচার-বিচারের বাড়াবাড়ি। মানে সেই অর্থে ততটাই সাম্প্রদায়িক যতটা বামেরা বিপ্লবী, স্রেফ সাম্প্রদায়িক কার্ড খেলে কিছু লোকের সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়া। কিন্তু একটা রেজিমেন্টেড ক্যাডারভিত্তিক পার্টি। স্বৈরাচারী বলতেই পারি, কিন্তু কেন বলব সেটা আগে পরিষ্কার করা দরকার। সেভাবে দেখতে গেলে বিজেপির থেকে তো তৃণমূল অনেক বেশি একনায়কতন্ত্রে বিশ্বাসী।

    আমি যে পাথারে, সে পাথারে। এখনো পর্যন্ত।

    (বাই দ্য ওয়ে, কল্লোলদাকে প্রশ্ন করছি মানে এই নয় যে আর কেউ আমাকে সাহায্য করতে পারবেন না এই উত্তরগুলো পেতে। আর কল্লোলদারও কিস্যু দায় নেই আমার প্রশ্নের উত্তর দেওয়ার, ইচ্ছে না হলে। ভুল যুক্তি কাটুন, তুলো ধুনে দিন। শুধু গালাগাল আর দাগানো দয়া করে বাদ দেবেন। আজ এই সময়ে দাঁড়িয়ে সত্যি সত্যি কোন দলের সমর্থক নই, আর নোটাতেও বিশ্বাস নেই)
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০১ জুন ২০১৬ ০৯:৫১705430
  • এলা-র লেখাটা ভালো লাগলো।

    রঞ্জনদা - পয়েন্টগুলো নিয়ে কিছু কিছু ভাবনাচিন্তা করেছি। কিন্তু কী জানেন - আমরা সবাই জানি বেড়ালের গলায় ঘন্টা বাঁধার দরকার আছে, কিন্তু ঘন্টাটা কে বাঁধবে তার চেয়েও বড় প্রশ্ন হল বেড়াল কি আদৌ ঘন্টা পরতে চায়, বা, বেড়ালটা কি আদৌ এখনো বেড়াল আছে (শেষের প্রশ্নটা কেশীর সৌজন্যে)?

    এর বেশি কখনো সাক্ষাৎ হলে বলা যাবে।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০১ জুন ২০১৬ ০৯:৫৫705431
  • @এলা - পার্সন টু পার্সন কমিউনিকেশন এখনো এফেক্টিভ ঠিকই, কিন্তু ই-মিডিয়ার এফেক্টটা লার্জ স্কেলে, মাস লেভেলে। উদাহরণ "শাইনিং ইন্ডিয়া" বা "আচ্ছে দিন" দুটোই। "শাইনিং ইন্ডিয়া" শেষ অবধি দাঁড়ায়নি বটে, কিন্তু "আচ্ছে দিন" যে এখনো অবধি সফল সে তো দেখাই যাচ্ছে - সেদিনও কোথায় যেন দেখলাম ৬৯% লোকে মনে করছে মোদীবাবা সফল।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ০১ জুন ২০১৬ ০৯:৫৬705432
  • বা আপনি জেএনইউ ইস্যুও দেখতে পারেন।
  • dc | 120.227.245.66 | ০১ জুন ২০১৬ ১০:৩০705433
  • এলার পোস্টটা বেশ ভালো লাগলো। প্রথম প্যারাটা নিয়ে আরো কিছুটা যদি লিখতে পারেন তো ভালো হয়। বিশেষ করে ট্র্যাডিশনাল বৈদ্যুতিন মিডিয়া, যেমন টিভি, আর সোশ্যাল মিডিয়ার ব্যাবহার নিয়ে। টিভি আর সোশ্যাল মিডিয়া কখনো একে অপরের বিরুদ্ধে যাচ্ছে, আবার কখনো একে অপরকে কমপ্লিমেন্ট করছে। আমার মনে হয় পার্টিগুলো সোশ্যাল মিডিয়া ব্যাবহার করছে বিশেষত সুইং ভোটারদের নিজেদের দিকে টানার জন্য।
  • সহমত | 190.179.40.19 | ০১ জুন ২০১৬ ১০:৪৫705434
  • " নোটার সাথে রাষ্ট্র কেন, এমন কি রাজনৈতিক দলেরও সেভাবে কোন সরাসরি যোগ নেই। নির্বাচন কমিশন বলছে, "দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য নোটা অপশন ইজ টু এনাবল ইলেক্টরস হু ডু নট উইশ টু ভোট ফর এনি অফ দ্য ক্যান্ডিডেটস টু এক্সারসাইজ দেয়ার রাইট নট টু ভোট ফর এনি ক্যান্ডিডেট উইদাউট ভায়োলেশন অফ দ্য সিক্রেসি অফ দেয়ার ডিসিশন।" এখানে রাষ্ট্র দুরে থাক এমনকি পার্টির কথাও বলা হচ্ছে না। মানে কেউ মদন মিত্রকে ভোট না দিয়ে নোটায় দিলেও তৃণমূলকে সমর্থন না করা বোঝায় না তত্ত্বগতভাবে। আমি কোন দলকে সমর্থন করলে তারা যাকেই প্রার্থী করুক তাকেই আমায় সমর্থন করতে হবে, অথবা কাউকে একটা সমর্থন করতেই হবে, এই বাধ্যবাধকতা থেকে প্রশাসন আমায় মুক্ত করছে, এর সাথে রাষ্ট্র সম্পর্কে অনাস্থা প্রকাশের যোগ নেই (ইন ফ্যাক্ট রাষ্ট্র সম্পর্কে অনাস্থা প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ বলেই জানি)।"
    - এলা ঠিক ধরেছেন ,একমত । এবার কামারহাটি তেই বেশ কয়েকজন "অশিক্ষিত তিনো " সমর্থক একথাই বলেছিল দলের মধ্যে ।
  • pi | 233.231.38.3 | ০১ জুন ২০১৬ ১০:৪৭705435
  • সোশ্যাল মিডিয়ায় যেটুকু যা দেখেছি, সিপিএম এর প্রেসেন্স, কম্যুনিকেশন, প্রচার অনেক বেশি ছিল।

    আর ইলেক্ট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপনের তুল্যমূল্য করতে পারবো না, কিন্তু এবিপি বা ২৪ ঘণ্টার নানা অনুষ্ঠানের দৌলতে বামেদের কম্যুনিকেশন বা অ্যান্টি তৃণ প্রচার অনেক অনেক বেশি হয়েছে। এটাও এলা আশা করি দেখেছেন।
  • PT | 213.110.242.21 | ০১ জুন ২০১৬ ১৪:০৭705436
  • "২৪ ঘন্টার দৌলতে বামেদের কম্যুনিকেশন....."
    এবারের ভোটে? নাঃ আমার টিভিতে বোধহয় অন্য কোন ২৪ ঘন্টা চ্যানেল দেখা যায়!!
  • pi | 37.63.189.7 | ০১ জুন ২০১৬ ১৪:৩১705438
  • আপনি তো চব্বিশ ঘণ্টা ব্যা ব্যা শোনেন। আপনার কথা আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন