এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪১৯৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | 175.246.93.159 | ২১ জানুয়ারি ২০১৬ ১১:৪০646928
  • "কলজের জোর" লাইনে যখন কথা হচ্ছে, তখন বলি

    মোবার কাছে কোনো সর্বভারতীয় টুর্নামেন্ট খেলা মানে হয় চ্যাম্পিয়ন, নাহলে কিছু নয়। রানার্স হওয়া বা ৬-৭ এ শেষ করার কোনো ডিফারেন্স নেই। হয় জিতেছ, নাহলে জেতোনি। সিম্পল।

    তাবলে লাজং নামক সেদিনের ছোকরার কাছে ৫-৬ গোল খেলে একটু কেমন কেমন লাগে, কোনো কোল্কাতার টিমের লাজংএর কাছে ৬গোল খাওয়ার থেকে সেই টুর্নামেন্ট না খেলে কোলকাতার সুনাম বজায় রাখাই ভালো।
  • Arpan | 74.233.173.193 | ২১ জানুয়ারি ২০১৬ ১২:২২646929
  • তা বলে আর হাফটাইমে মাঠ থেকে পালিয়ে যাইনি রে ভাই।

    আগের ডার্বি ম্যাচ পুরোটা খেলার জন্য অসংখ্য সংগ্রামী অভিনন্দন, ভাইডি।
  • + | 175.246.93.159 | ২১ জানুয়ারি ২০১৬ ১২:৩০646930
  • আবার সেই প্রসঙ্গ, এই কথাটা ঘুরে এলেই আমার হীরাভ টই মনে হয়। ইবে কতবার মাঠ ছেড়ে পালিয়েছে তার লিস্টিও দিতে পারি, কিন্তু সেটা সেই ৩৪ বছরের সিপিয়েম গভমেন্ট করেছে বলে টিমসিও করতে পারে শোনাবে। শুধু বলি, ৯থ ডিসেম্বর ঐ ৫ নম্বর গ্যালারীতে আমিও ছিলাম। সেই সময় যে প্যানিকটা হয়েছিল গোটা মাঠে তাতে টিম না নামিয়ে সেই মুহূর্তে খারাপ কিছু করেছিল বলে মনে হয়না। পুরো খালি করতে পারলে স্টেডিয়াম তবেই সেইদিন খেলা সম্ভব হত। কারণ অত দর্শক সামলানোর ক্যাপা পুলিশের নেই। পরে ভেবে দেখলে অনেক রকম ভাবা যেতে পারে, বা ম্যাচটা টিভিতে দেখে থাকলে আমিও ভাবতাম যে কেন খেলা হলনা। আর সেই কারণে মোবা ও শাস্তি পেয়েছে, ফলে আবার এক প্রসঙ্গ তোলার কি মানে হয়? অনেক দল তো ব্রাজিলের টিমকে মাঠে ফেলে পিটিয়ে, তাদের তাড়িয়েও চ্যাম্পিয়ন হয়ে যায়।

    আগের ডার্বি মানে ঐ বারাসাত লীগের ম্যাচটা? ওটা তো আমাদের ২ন্ড টিমের প্র্যাক্টিশ ম্যাচ ছিল। বারাসাত লীগে খেলে আমাদের ২ন্ড টিম এখন তৈরী হয়ে গেছে।
  • ঊমেশ | 118.171.128.168 | ২১ জানুয়ারি ২০১৬ ১২:৪৩646931
  • এই তো ডার্বির আগে গা-গরম টা বেশ ভালো-ই হচ্ছে।

    গুরুতে মোবারা সংখ্যা এতই নগন্য, যাও কিছু আছে, তারা এদিকে খুব একটা আসে না।

    শুধু একা গান্ধী লড়ে যায়। আমার কেমন যেন অভিমন্যু-অভিমন্যু লাগে। তাই আর যুদ্ধ করা হয়ে ওঠে না।
  • + | 175.246.93.159 | ২১ জানুয়ারি ২০১৬ ১২:৪৬646932
  • অভিমন্যু হতে খারাপ লাগেনা তো, কারণ জানি শেষে যুদ্ধটা জয় আমাদের টিমেরই হবে, আমি যদি নাও জিতিঃ)
  • Arpan | 74.233.173.193 | ২১ জানুয়ারি ২০১৬ ১২:৫৪646934
  • বাব্বা, কত্ত বড় অজুহাত।

    প্রফুলবাউ এমনিতে গলে গেছিলেন?
  • ঊমেশ | 118.171.128.168 | ২১ জানুয়ারি ২০১৬ ১২:৫৪646933
  • এটা ভালো ভেবেছো।

    আমিও তো তাই বলছি, তোমরা ডার্বি হারবে, কিন্তু আই-লিগ জিতবে।

    আচ্ছা আমরাই কি একমাত্র টিম যারা আই-লিগের প্রত্যেক সিজন খেলছি?
  • Arpan | 74.233.173.193 | ২১ জানুয়ারি ২০১৬ ১২:৫৮646935
  • মোবা জিতবে - এ তো অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হচ্ছেই। আগে আমাদের হারাক, লুরুকে হারাক। তবে না?

    তেরো বছর পরে জিতে অনেকেই ক্লোজেট থেকে বেরিয়ে গা গরম বিবৃতি দিচ্ছে। ভালো।

    (লাস্ট প্যারাটা গান্ধীর জন্য নয়)
  • + | 175.246.93.159 | ২১ জানুয়ারি ২০১৬ ১৩:১২646936
  • ইবেরও এরকম অনেক কেস আছে। মোবার তাও শাস্তি হয়েছিলো।

    লিংক খুঁজতে বসলে অনেকটা সময় যাবে, তাই কষ্ট করে চাইবেন্না। এরিয়ান ম্যাচটা ৪-৫ বছর আগে, মনে আছে অনেকেরই। এরও আগে মোহনবাগান ম্যাচেও ইবে এই কাজ করেছিল, কোনো শাস্তি হয়নি, ম্যাচ রিপিট হয়েছিল।
  • + | 175.246.93.159 | ২১ জানুয়ারি ২০১৬ ১৩:১৪645416
  • জিতবে কিনা পরের ব্যাপার আগেই বলেছি। দলের দিক থেকে সেরা। "কলজের জোরে" বড় ম্যাচ জিতবেই ইবে শুনে একটু তেতে গেছিলামঃ)
  • ঊমেশ | 118.171.128.168 | ২১ জানুয়ারি ২০১৬ ১৩:২৩645417
  • ৯ ডিসেম্বর এ মাঠে ছিলাম না, কিন্তু খেলাটা অন-লাইন দেখছিলাম।

    সেই খেলাটা নিয়ে আমিও বেশ উত্তেজিত ছিলাম। সময় মতো এগিয়ে গিয়েছিলাম।
    তারপর সেই পাথর, আমি আজো বিশ্বাস করি পাথরটা মোবা গ্যালারি থেকে এসেছিল।
    কারন, মাঠের ওখান থেকে মোবা গ্যালারি সবথেকে কাছে ছিল। এই বিশ্বাসটা আমার কোনোদিন যাবে না।

    মাঠ পুরোটা টিভির পর্দাতে দেখা যায় না, তাই মাঠে বসে দেখা অভিজ্ঞতা'র সাথে তর্ক করছি না। কিন্তু ম্যাচের পরে সব-জান্তা মিত্র যা বলেছিল, তাতে মনে হতেই পারে, পুরোটা পরিকল্পনা তে ছিল। সেই সময় মোবাদের ভালো রকম দুঃসময় আর আমাদের সুসময় ছিল, মাঠে আমাদের কাছে প্রায় সব ম্যাচ হারছিল, তাই একটা ম্যাচ বাঁচানো'র এটাও একটা সবজান্তা'র চাল হতে পারে।
  • + | 175.246.93.159 | ২১ জানুয়ারি ২০১৬ ১৩:৩৪645418
  • ধুর, পাথর আমাদের গ্যলারী থেকেই এসেছিল। ৫ নম্বর গ্যালারী থেকে, যেখানে আমরা ছিলাম।

    ম্যাচটা কিন্তু ইবের হোম ম্যাচ ছিল। ইবের কোনো শাস্তি হয়নি, সেটা কি ঠিক? জদি হেব্বি নিয়ম দেখাতে হয় তাহলে কিন্তু মাঠে পর্যাপ্ত পুলিশ নেই, কেন ইঁট, এরকম অনেক বিষয়ে ইবের ও শাস্তি হওয়া উচিত ছিল।

    সেই ঘুরে ফিরে ৩৪ বছরের গল্প করতে আর ইচ্ছা করেনা। বাবার থেকে শুনেছি ৮০ ম্যাচে, যার পর কেন জানিনা বাবা আর মাঠে খেলা দেখতে যায়না। আমার সেইদিন স্টেডিয়ামের সেই দিনের কথাই মনে হয়েছিল।

    যাই হোক, বাংলা পেপারগুলো অনেকদিন বাদে বড় ম্যাচ বেশ আগে থেকে ভালো করে কভার করছে। হয় ক্রিকেট দল হারছে বলেই। আপাতত আজ কাটছি, আজকের কোটা শেষ।
  • Arpan | 74.233.173.203 | ২১ জানুয়ারি ২০১৬ ১৪:০৭645419
  • ম্যাচ কমিশনার ছিলেন। তিনি যা উপযুক্ত সেই মত রিপোর্ট দিয়েছেন। কে মাঠে ছিল, কে টিভি দেখছিল এসব বলে লাভ আছে?

    একটা শিশুও জানে কোন গ্যালারি থেকে ইঁট উড়ে এসেছিল!

    আর কিছু কিছু দাগ আছে যেগুলো শতধৌতেন ...
  • b | 135.20.82.164 | ২১ জানুয়ারি ২০১৬ ১৫:২১645420
  • অর্পণ, অগো ছাইড়্যা দাও। অপিচ, পরোষ্ণী যদি মুহূর্তমাত্রেক ফড়ফড় করিয়াই ভাবে যে সে বিহঙ্গ হইয়া গিয়াছে....
  • ঊমেশ | 118.171.128.168 | ২১ জানুয়ারি ২০১৬ ১৫:৪৭645421
  • অর্পন তো ডার্বির আগে বেশ ভালো গরম হয়ে আছে।

    এদিকে রবিবার আর এক ডার্বি'র মতো ম্যাচ লন্ডনে।
  • Tim | 140.126.225.237 | ২২ জানুয়ারি ২০১৬ ০০:২৩645422
  • একটা দলকে নিয়ম মেনে শাস্তি দিলে ঐতিহ্যে দাগ লাগবে, এই কারণে যদি গভর্নিং বডির নিয়ম পাল্টে জরিমানা (?!) নিয়ে ছেড়ে দিতে হয়, তাহলে শাস্তিফাস্তি নিয়ে কিছু না বলাই ভালো। এই কেসটা আর গজুবসু-অমলদত্ত এইদুটো ডকুমেন্টেড এবং প্রমাণিত কেস। মোবা ড্রেসিংরুম যে দরকার পড়লেই হাড়ভাঙা শিল্ডের হোস্ট টিমের রূপ নিতে পারে, তা এই ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে।

    তবে এসবের চেয়েও বড়ো কথা হলো, যেদিন গুলো এইসব হয়না, সেইদিনগুলোও কম রাগ বা দুঃখের নয়। খেলার যা স্ট্যান্ডার্ড, অ্যাসোসিয়েশনের যা অবস্থা ও দূরদৃষ্টি/সদিচ্ছা, এসব নিয়ে বাজার গরম না করাই ভালো। সব সমর্থকদের জন্যই সময়ের অপচয়।
  • ঊমেশ | 118.171.128.168 | ২২ জানুয়ারি ২০১৬ ১৮:০৬645423
  • আমি আগের দিনই বলছিলাম, ইংলিশ লিগের টিম গুলো বিশ্ব-সেরা না হতে পারে, কিন্তু অনেক বেশী কম্পিটিটিভ।
    কারন, ছোটো ক্লাব গুলোর ইনকাম আর ক্রয় ক্ষমতা বড়ো গুলোর তুলনায় খুব খারাপ নয়।
    লা-লিগা বা বুন্ডেশ-লিগা তে প্রথম তিন জন কে বাদ দিলে বাকিরা অনেক অনেক অনেক পিছিয়ে।
    ম্যাচ শুরু'র আগেই ওরা হেরে বসে থাকে।

    এই লিংকটা দেখলে বুঝতে পারবে।
    বিশ্বের ধনী ফুটবল ক্লাব গুলো'র প্রথম ত্রিশে ১৬টা ইংলিশ ক্লাব।

    https://en.wikipedia.org/wiki/Deloitte_Football_Money_League
  • ঊমেশ | 118.171.128.168 | ২২ জানুয়ারি ২০১৬ ১৮:১৩645424
  • Tim-ভায়ের সেকেন্ড প্যারা'র কথা গুলো খুব সত্যি।

    ১০০ বছরের ক্লাব, এখনো নিজেদের ম্যাচ খেলার মতো মাঠ তৈরী করতে পারলো না। রাজ্য-সরকারের খেলার প্রতি তাচ্ছিল্য ভাবটাও খারাপ লাগে।

    এতো অসুবিধার পরও খেলাটা বেঁচে আছে, পাগল-সাপোর্টারটা মাঠে আসছে, এই উন্মাদনা কে সেলাম করি।
  • T | 190.255.250.253 | ২২ জানুয়ারি ২০১৬ ১৮:৩৭645425
  • আমাদের হাওড়া জেলা লীগ খুব কম্পিতিতিভ। বিশ্বের সের অবশ্য নয়।
  • T | 190.255.250.253 | ২২ জানুয়ারি ২০১৬ ১৯:০০645427
  • *সেরা
  • ঊমেশ | 118.171.128.168 | ২২ জানুয়ারি ২০১৬ ১৯:৫৯645428
  • ঃ-)))))
  • aranya | 154.160.226.96 | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:৩২645429
  • কলজে-র ব্যাপারটা ভাল মতই ছিল, একসময়।
    এখনও হয়ত টিম টিম করে এট্টু আধটু টিঁকে থাকতে পরে, বাঙালী ফুটবলার-দের ভিতর, কিন্তু বাঙালী খেলোয়াড়-রা তো আর তেমন ম্যাটার করে না
  • skm | 83.255.71.184 | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:১৮645430
  • V for MB!!!
  • + | 175.246.93.159 | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:২৩645431
  • অরণ্যদা,
    "কিন্তু বাঙালী খেলোয়াড়-রা তো আর তেমন ম্যাটার করে না", ভুল। আজ মোবা টিমে মিনিমাম ৬টাঅ আর ইবেতে ৩টে বাঙালী খেলবে।

    টিমদা,

    এসব তো জানিই, তবু খেলা হলে মনে একটা কিছু হয়। কেউ খারাপ কিছু বললে গায়ে লাগে, ইন্ডিয়ার খেলার স্ট্যান্ডার্ড কিকরে বাড়বে, সেসব পরের ব্যাপার। কিন্তু এটা না থাকলে যদ্দিনে বাড়বে, তদ্দিনে বাঙালীর ফুটবল পড়ে থাকবেনা।

    আজ ঝামেল করবানা বেশিঃ) জয় মোহনবাগান
  • Sudipta | 11.39.37.183 | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:২৭645432
  • গান্ধী তুমি ভায়া অভিমন্যু নও, পাশে আছি যদিও কাজকর্মের চাপে আজকাল নীরব পাঠক, আর আজ মাঠেও যাব, খেলা-য় জেতা হারা তো থাকবেই, তা বলে কবে ভারতে ফুটবলের উন্নতি হবে তবে খেলা দেখব বা আলোচনা করব সে কি হয়!
    আর বাঙালী ফুটবলার নেই কোথায় ! বাগানের অর্ধেকের বেশী তো বাঙালী!
    গুরুর আর কেউ যাচ্ছে না মাঠে?

    হৃদয় জুড়ে মোহনবাগান ! মাভৈ:!
    :)
  • + | 175.246.93.159 | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৩৩645433
  • আমিই একা ছিলাম বোধয় গুরুতে যে মাঠে যেতাম। হায়, শেষ একবছর যেতে পারছিনা। পারলে মাঝেমাঝে পোস্ট করবেন এখানে।

    অনলাইন খেলা দেখার ঝামেলা বিশাল। আগেরদিন একটাই লিংক কাজ করছিল, যেখানে এডিটর্স রুম (তাই বলে বোধয়, যে কোন ক্যামেরা দেখাবে ঠিক করে) সেখানের স্ট্রীম হচ্ছিল, কমেন্ট্রি নেই, শোনা যাচ্ছে "ক্যামেরা ওয়ান", "জুম" এইসবঃ( যদিও স্ট্রীমের ছবি চমৎকার
  • Tim | 108.228.61.183 | ২৩ জানুয়ারি ২০১৬ ১০:২৯645434
  • হ্যা হ্যা, এই পাতায় যারা মাঝেমধ্যে লেখে তাদের মধ্যে একমাত্র আমিই শুধু ভারতীয় ফুটবল ছাড়া কিছু ফলো করিনা, সুতরাং ভারতীয় ফুটবলের উন্নতি নাহলে খেলা দেখবোনা বা আলোচনা করবোনা এটা একটু ইসে হলো। বলতে চেয়েছিলাম সাপোর্টারদের জন্য এগুলো খারাপ খবর। আমারো গান্ধীর মত এই খেলাগুলো হলেই দেখতে ইচ্ছে করে, খবর পড়তে ইচ্ছে করে। তাই খারাপ লাগাটাও বেশিই হয়। এই আর কি।

    যাগ্গে, আর বেশি কথায় কাজ নাই। এত ভোরে খেলা তো দেখতে পারবোনা, পরে এসে আপডেট দেখে নেব। ঃ-)
  • potke | 126.202.94.133 | ২৩ জানুয়ারি ২০১৬ ১১:২৩645435
  • খেলা দেখাবে, কোন চ্যানেল?
  • lcm | 83.162.22.190 | ২৩ জানুয়ারি ২০১৬ ১১:২৯645436
  • Sudipta | 126.203.128.78 | ২৩ জানুয়ারি ২০১৬ ১১:৪৭645438
  • যাচ্চলে টিম্দাদা গাল ফোলালো!
    গত দু বছরে আই লীগের মান অনেকটা ভালো হয়েছে, এবার এই নতুন আইজল টিম টা বেশ ভালো! আমার তো আই এস এলের চেয়ে আই লীগ অনেক বেশী কম্পিটিটিভ মনে হয়। ভারতীয় ফুটবলার রা ভালো ই তো খেলে, হ্যা ইপিএল বা স্প্যানিশ লীগ এর সাথে তুলনা তো হয় না, তবে নিয়মিত ভারতীয় ফুটবল ফলো করলে এই তফাত বুঝতে পারবে; ফেডারেশনের বা ক্লাব গুলোর বা সরকারের সদিচ্ছা নেই সেটা একদম সত্যি কথা, সবচেয়ে বড় উদাহরণ নিজের ক্লাবের মাঠ থাকলেও খেলা দেখতে ছুটতে হবে এই যদুপুর থেকে সেই বারাসাত!

    যাই হোক আজ এবিপি র রিপোর্টিং দেখে মনে হচ্ছে ইবে আজ মোটামুটি ডার্বি তো বটেই আই লীগ ও জিতলো বুঝি! :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন