এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরানো স্মৃতি থেকে এক শকিং কাহিনী

    Zn
    অন্যান্য | ২৭ মে ২০১৩ | ২৪১৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.96.58.231 | ০৭ জুন ২০১৩ ১৪:৩১609912
  • অ! মার্ক টুলী নামক এক' বিশ্ববরেণ্য বিখ্যাত সাংবাদিকক'এ কোট করা যেতে পারে, কিন্তু হিটলার বলে 'ইতিহাসের এক মহানায়কক'এ কোট করা যাবে না।
    তখন উঠবে নিজেদের বুদ্ধিশুদ্ধির কথা। তার আগে সেই ভরসাতেই কথা হচ্ছিল। তো দেখলাম আপনি ভরসা হারিয়ে ----।

    @ কঠিন,
    না;, এখানে কোন কোলকাতা মেয়েদের চলাফেরার পক্ষে ভয়ানক জায়গা, অসুরক্ষিত জায়গা এটা মেনে নিতে পারছি না।
    কারণ,
    ১) আপনি এটা এই পাতায় এটা কোন তথ্য বা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেন নি।

    ২) আমার ব্যক্তিগত অভিজ্ঞতাঃ
    এই শহরে বাসে, মেট্রোয়, ট্যাক্সিতে প্রায় রোজ আমার পরিবারের ভাইবৌ, মেয়ের বন্ধু, ভাইঝি, আমার স্ত্রী, বন্ধুপত্নী মিলিয়ে ৯ জন মহিলা যাতায়াত করেন। গুরু পরিবারের অন্ততঃ জনাচারেক মহিলাকে জানি।
    এরা আদৌ কেউ কষ্ট করে ভয়ে ভয়ে বা বাধ্য হয়ে আতংকের মধ্যে কোনরকমে নিজের সম্মান বাঁচিয়ে যাতায়াত করছেন না। বরং স্বাভাবিক ভাবে স্বচ্ছন্দে করছেন।
    কাজেই আপনার প্রথম প্রেমিসটি (মেয়েদের জন্যে কোলকাতায় চলাফেরা নিরাপদ নয়), ভুল এবং মনগড়া।

    এখন প্রথম প্রেমিসটি ভুল হওয়ায় সিদ্ধান্তটি-- QED।
  • কঠিন | 69.160.210.2 | ০৭ জুন ২০১৩ ১৪:৩৯609913
  • রঞ্জনদা কি বাসে ট্রামে লেডিজ সীট ও ট্রেনের লেডিজ কামরা, স্পেশাল লেডিজ ট্রেন তুলে দেওয়ার পক্ষে?
  • sosen | 24.139.199.11 | ০৭ জুন ২০১৩ ১৪:৫০609914
  • ইয়ে , আফনেরা কোথায় যেতে চাইছেন এট্টু যদি সোজা করে বলেন। প্রতিপাদ্য কি সেটাই বুঝতে পাচ্ছিনে আর।
  • dukhe | 212.54.74.119 | ০৭ জুন ২০১৩ ১৪:৫৭609915
  • সবাই ওপিয়ামেই যাবেন। টেঁপিও আসুন।
  • ! | 213.112.82.1 | ০৭ জুন ২০১৩ ১৫:০০609916
  • গন্তব্যঃ
    কলকাতা --ডায়মন্ডহারবার -- রাণাঘাট --- তিব্বত।।।।।।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.211.62 | ০৭ জুন ২০১৩ ১৫:২২609917
  • অনেকেই দেখলাম আমার আগে বহুবার বলা "সমাজে মেয়েদের প্রধান কাজ সন্তান ধারণ ও পালন" কথাতে প্রবল আপত্তি জানিয়েছে ও জানাচ্ছে । তাদের বক্তব্য এটা কিছুতেই সমাজে মেয়েদের প্রধান কাজ নয় । তাদের কাছে অনুরোধ তারা যেন ভেবে তাদের মত করে বলেন ঃ
    ১) সমাজে মানুষের প্রধান কাজ কি ?
    ২) সমাজে ছেলেদের প্রধান কাজ কি ?
    ৩) সমাজে মেয়েদের প্রধান কাজ কি ?

    আমার এ ব্যাপারে - যদি কেঊ পড়া দরকার মনে করে - চিন্তা এই টইয়ের প্রথম পাতায় আছে ।

    নিজেদের চিন্তা ও মত না বললে আমি কি করে আমার চিন্তার প্রয়োজন মত পরিবর্তন - দরকার হলে - করতে পারি ।

    মনে রাখতে হবে কোন ব্যাক্তি হিসাবে নয় সামাজিক অস্তিত্ত্ব হিসাবেই মানুষ , ছেলে , মেয়েকে দেখতে হবে ।
  • sosen | 24.139.199.11 | ০৭ জুন ২০১৩ ১৫:২৪609919
  • ১) সমাজে মানুষের প্রধান কাজ কি ?- সাধ্যমত ল্যাদ খাওয়া।
    ২) সমাজে ছেলেদের প্রধান কাজ কি ?-ওই
    ৩) সমাজে মেয়েদের প্রধান কাজ কি ?-ওই
  • কৃশানু | 177.124.70.1 | ০৭ জুন ২০১৩ ১৫:৩০609920
  • ১) সমাজে মানুষের প্রধান কাজ কি ?- সিপিয়েম কে ভোট দেওয়া।
    ২) সমাজে ছেলেদের প্রধান কাজ কি ?-ওই
    ৩) সমাজে মেয়েদের প্রধান কাজ কি ?-ওই

    - মনে রাখতে হবে, আমি পশ্চিমী উন্নত সমাজের কথা বলছি না। এমনকি ভারতের সমাজের কথাও বলছি না। বাংলার সমাজের কথা বলছি।
  • Ekak | 125.115.139.226 | ০৭ জুন ২০১৩ ১৫:৪১609921
  • ১) সমাজে মানুষের প্রধান কাজ কি ?- জনসংখ্যা কমানো ।
    ২) সমাজে ছেলেদের প্রধান কাজ কি ?-মাসকাবারি তে কনডম কেনা ।
    ৩) সমাজে মেয়েদের প্রধান কাজ কি ?-ওই
  • প্রণব রায় চৌধুরী | 69.93.211.62 | ০৭ জুন ২০১৩ ১৫:৪৫609922
  • @টি

    ১)[গণতন্ত্রটাকে চালানো তো একটা আবশ্যিক ব্যাপার।]

    কি ভাবে বলছেন গণতন্ত্রটাকে চালান আবশ্যিক আর কেনই বা বলছেন ? আমাদের দেশে আগে অনেক অনেক যুগ ধরে গণতন্ত্র চলত না । আগে অনেক দেশ ছিল , এখনও অনেক দেশ আছে আর ভবিষ্যতেও হয়ত এ রকম দেশ থাকবে যেখানে গণতন্ত্র চলে না । তবে কেন তা আবশ্যিক ?

    হ্যাঁ , আমি নিজে মানি দেশ যখন অনেক লোকের মিলিত বাসের জন্য তৈরী তখন সেই দেশের শাসনব্যাবস্থাতে সব দেশের লোকেরই ভূমিকা থাকা উচিৎ আর গণতন্ত্রের মাধ্যমেই তা নিশ্চিৎ করা যায় । তার মানে দেশ চালাবার জন্যে গণতান্ত্রিক ব্যাবস্থাই বেশী ভাল ব্যাবস্থা । কিন্তু মুশকিল হল দেশের সব লোককে তো মানুষ হতে হবে । যদি গরিষ্ঠই অমানুষ হয় তবে কি সে দেশে গণতন্ত্র কথাটার কোন অর্থ থাকে কেননা গরিষ্ঠ তো গণই না ।

    ২)[আকাদা ভোট রাজনীতির অল্টারনেটিভ জিজ্ঞেস করেছিল। তাতে প্রথমে ভোট রাজনীতির অসারত্ব প্রমাণ করতে হবে কেন? সবচেয়ে সেরা সিস্টেম বলে কিছু হয় না। নো ফ্রি লাঞ্চ।

    ভোট রাজণীতির অসারত্ত্বের কথা উঠছে কেন ? কোন আলোচনাই তো এ ব্যাপারে হয়নি । যদি আলোচনা হয় খুব ভাল হয় । অন্য একটা টই খোলা হতে পারে । এখানে যখন কোন টইতে বিষয় সীমাবদ্ধ নয় তখন এখানেই করা যেতে পারে কিন্তু না করে তো বলা যায় না করা হয়েছে । এ ব্যাপারে কোন আলোচনা এখনও অবধি হয়নি ।

    যা আলোচিত হয়েছে তা হোল দেশের লোকের গরিষ্ঠ মানুষই না আর তাই ভোট দেবার অর্থ জানে না আর পরনির্ভর বলে স্বাধীনভাবে ভোট দিতেও পারে না । তাদের ভোট দেওয়া অর্থহীণ। তা এখনও অবধি এই মত স্বীকৃত হয়েছে কিনা জানা নেই । এটা স্বীকৃত হলে বা সবাই এই মতে রাজী হলে তবে না সে অবস্থায় কি করা যেতে পারে আলোচিত হতে পারে ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.211.62 | ০৭ জুন ২০১৩ ১৫:৫৪609923
  • @ছ

    [আপনি বার বার নিজের মত/চাওয়াকে সমাজ চায় বলে চালাচ্ছেন আর বলছেন সমাজ চায় তাই সবাইকে মানতে হবে|]

    অনেকবার অনেক রকম ভাবে অনেকে তো এ কথা বললেন । কিন্তু কোথায় কখনে কথা বলেছি বা কি আসলে বলেছি তা জানাবার বিন্দুমাত্র প্রয়োজন মনে করলেন না । আমি আবার বলছি আমি হরিদাস পাল , আমার কথায় সমাজ চলে না বা আমিও সমাজকে চালাবার দুঃসাহস রাখি না । আমি আমার মতো সমাজ কি চায় বা চাইতে পারে যা চিন্তা করে পাই , পেয়েছি তাই জানিয়েছি । সবাই কেন আমি নিজেও তো তার অনেক কিছুই মানি না - ব্যাক্তিগত ভাবে , পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে । তবে এটা ঠিক মানতে চেষ্টা করি ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.211.62 | ০৭ জুন ২০১৩ ১৫:৫৭609924
  • @একক

    ১) সমাজে মানুষের প্রধান কাজ কি ?- জনসংখ্যা কমানো ।
    ২) সমাজে ছেলেদের প্রধান কাজ কি ?-মাসকাবারি তে কনডম কেনা ।
    ৩) সমাজে মেয়েদের প্রধান কাজ কি ?-ওই

    এর কোনটার জন্যেই সমাজে থাকার প্রয়োজন পড়ে না ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.211.62 | ০৭ জুন ২০১৩ ১৬:০২609926
  • @কৃশানু

    ১) সমাজে মানুষের প্রধান কাজ কি ?- সিপিয়েম কে ভোট দেওয়া।
    ২) সমাজে ছেলেদের প্রধান কাজ কি ?-ওই
    ৩) সমাজে মেয়েদের প্রধান কাজ কি ?-ওই

    তাহলে তো দেখা যাচ্ছে সমাজের লোকেরা প্রধান কাজেই অবহেলা দেখাচ্ছে । না কি তৃণমূলকেই বেশী প্রাধান্য দিচ্ছে । তবে বেশীর ভাগেরা তো নিজের ইচ্ছেতে ভোট দেয় না , তৃণমূলের কথাই - সিপিএম এর থেকে - বেশী শুনছে ।
  • T | 24.139.128.15 | ০৭ জুন ২০১৩ ১৬:০২609925
  • @প্ররাচৌ
    ওটা কঠিন কে উদ্দেশ্য করে লেখা ছিল। যাই হোক,

    ১) গণতন্ত্র থাকতেই পারে, নাও পারে, তার বদলে আমতন্ত্র, কাঁঠালতন্ত্রও থাকতে পারে, মানে কিছু একটা থাকবে, যেটাকে তো চালাতে হবে। গণতন্ত্রে লোকে ভোট দিয়ে চালায়। 'বিণাশায় চ' এর উপর ছেড়ে দেয় না। তো চালানো টা তো আবশ্যিক রে বাবা, নাকি আপনি চান এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। সেই চালানোটাকেই আবশ্যিক বলেছিলাম। বুঝুন বুঝুন, বোঝা প্র্যাক্টিস করুন।

    আর এই মানুষ অমানুষ শুনতে শুনতে কান পচে গেল স্যার। নতুন কিছু আমদানী করুন।

    ২) ওটাও কঠিন কে বলা। কঠিন জানতে চেয়েছিলেন বর্তমানে ভোট রাজনীতি অসার মনে করি কি না, ইত্যাদি ইত্যাদি। আর যা আলোচিত হয়েছে বলে চালাচ্ছেন সেটা আপনার মত। কেউ মানে নি স্যার।

    তবে আশায় থাকতেই পারেন।
  • T | 24.139.128.15 | ০৭ জুন ২০১৩ ১৬:০৪609927
  • @প্ররাচৌ,
    এককের উত্তরের প্রেক্ষিতে এ আপনি কি বললেন স্যার,

    সমাজে না থাকলে কন্ডোমের প্যাকেট পাবে কোত্থেকে।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.211.62 | ০৭ জুন ২০১৩ ১৬:১০609928
  • @টি

    [তবে আশায় থাকতেই পারেন।]

    আমাদের জন্ম থেকে মৃত্যু জীবনের সব ব্যাপারে আমরা কি আশায় থাকি না ! আজ সূর্য্য উঠেছে বলে কাল সূর্য্য উঠবে এটা কি নিশ্চিৎ । এটাও তো আশা করা । একসময়ে পৃথিবীই ছিল না আর সূর্য্য ওঠার কোন আশা ছিল না । আজ পৃথিবী আছে আর তাই সূর্য্য উঠবার আশা আছে কিন্তু নিশ্চয়তা নেই । আজে যে আমরা উন্নত সভ্য এটাও কি আগের দিনের আশা করা না । অন্য কিছু বিকল্প পন্থা যদি থাকে তো বলুন , না হলে আর আশা ছাড়া গতি কি !
  • বাঙ্গালি | 131.241.218.132 | ০৭ জুন ২০১৩ ১৬:১১609930
  • ১) সমাজে মানুষের প্রধান কাজ কি ?- গুচ-এ ভাট মারা
    ২) সমাজে ছেলেদের প্রধান কাজ কি ?-এটাও জানেন না?আপনি সকাল থেকে রাত করেন টা কি?
    ৩) সমাজে মেয়েদের প্রধান কাজ কি ?-ওই (মানে দিদিমা, থুরি বৌদি যা করেন আর কি)
  • sosen | 24.139.199.11 | ০৭ জুন ২০১৩ ১৬:১২609931
  • কিন্তু আমরা অমানুষ, না আমরা উন্নত সভ্য? অমানুষ ছিলাম না একটু আগে?
  • san | 69.144.58.2 | ০৭ জুন ২০১৩ ১৬:১৫609932
  • কি বলছেন, কন্ডোম বানানোর জন্য ম্যানুফ্যাক্চারিং ইউনিট লাগবে, বেচবার জন্য মার্কেটিং ও সেলস ইউনিট লাগবে, ডিস্ট্রিবিউশনের জন্য রিটেল ইউনিট লাগবে, বিজিনেস স্ট্র্যাটেজি ঠিক করবার জন্য ম্যানেজমেন্ট লাগবে , ইত্যাদি প্রভৃতি ।
    এসব জঙ্গলে কোত্থেকে আসবে?
  • প্রণব রায় চৌধুরী | 69.93.211.62 | ০৭ জুন ২০১৩ ১৬:১৬609933
  • @রিভু

    [তার চেয়েও ইন্টারেস্টিং, প্রণব বাবু লিখলেন "আডলফ ( অ্যাডলফ লিখতে পারছি না , কেউ যদি সাহায্য করে )" :-) ।]তার চেয়েও ইন্টারেস্টিং, প্রণব বাবু লিখলেন "আডলফ ( অ্যাডলফ লিখতে পারছি না , কেউ যদি সাহায্য করে )" :-) ।

    জানি না কেন বেশী ইন্টারেস্টিং । আডলফ লিখেছিলাম কি-বোর্ড দিয়ে আর অ্যাডলফ কপি/পেস্ট করে । অবশ্য এখন আশা করি রূপঙ্কর বলে দেবার পরে লিখতেও পারব । অ্যাডলফ , পেরেছি ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.211.62 | ০৭ জুন ২০১৩ ১৬:২৭609934
  • @টি

    [সমাজে না থাকলে কন্ডোমের প্যাকেট পাবে কোত্থেকে।]

    একজন বলল কেনাটাই প্রধান কাজ , আর একজন ভাব দেখাচ্ছে প্যাকেট পাওয়াটাই বড় কাজ । ব্যাবহার করাটার কথা আর একজন বলেছে । আর একজন বলেছে সমাজের সব লোকের - অন্ততঃ গরিষ্ঠের - প্রধান কাজ তৈরী করে সাপ্লাই করা । কিছু বলিষ্ঠ চিন্তা পেলাম । কিন্তু আমার মত পালটান গেল না ।
  • কৃশানু | 177.124.70.1 | ০৭ জুন ২০১৩ ১৬:২৯609935
  • যে রাঁধে সে বুঝি খায় না? যে বানায় সে বুঝি ইউজ করে না?
  • g7guw | 69.160.210.2 | ০৭ জুন ২০১৩ ১৬:৫৪609936
  • সবই এল, শুধু পোশাক-আসাকের দিকটাই এখনো এল না। আজকালকার ছেলেমেয়েদের জামা-কাপড় পরা নিয়ে প্রণববাবুর মতামত কী?
  • aka | 85.137.153.97 | ০৭ জুন ২০১৩ ১৭:০০609937
  • কঠিন, একটু ভালো করে বোঝার বিষয় আছে। বহুদিন ধরে রূপান্তরিত হতে হতে মানুষ এই ডেমোক্রেটিক ভোটিং প্রসেস ঠিক করেছে। রিয়েল পলিটিক্সে অ্যাবসলিউট ভালো বলে কিছু হয় না।

    democracy is the worst form of government except all the others that have been tried - চার্চিল।

    ভোটিং নিয়ে বহু লোকেরই বিভিন্ন মতামত আছে, সন্তানদলের আছে, মাওবাদীদের আছে, বিমান বোসের আছে, কঠিন ও প্রণববাবুরও আছে। বিমান বাবু মনে করেন লোকজনকে ভুল বোঝানো যায়, প্রণব বাবু ও কঠিন মনে করে আমাদের দেশের কত জানি একটা পার্সেন্টেজ লোকের ভোট দেবার কোন মানেই নেই কারণ তারা মানুষ নয়। তো কথা হল, এসব বলে লাভ নেই যদ্দিন না উপযুক্ত অল্টারনেটিভ দেখাতে পারছেন তদ্দিন এটাই বেস্ট। লিভ উইথ ইট। ভেবেছিলাম অল্টারনেটিভ আছে বোধহয়, ভেবেছিলাম গুরুর পাতায় আবির্ভাব হলেন আর এক মার্ক্স যিনি বর্তমান ডেমোক্রেসি প্র্যাকটিসের বাইরে কোন থিওরি দিয়েছিলন। বৃথাই আমার আশা। কঠিন ও প্রণব বাবু কিছু বয়স্কদের মতন যাঁরা দীঘায় ঢেউতেও সমস্যা দেখেন, বলাই বাহুল্য গাওয়া ঘি, টাটকা খাবার এসব নিয়েও দেখবেন।

    চয়েজ, ডেমোক্রেসি ইত্যাদি নিয়ে ঘেঁটে ঘ হয়ে গেছে। খানিক বাদে কপি পেস্ট করে দেব।
  • aka | 85.137.153.97 | ০৭ জুন ২০১৩ ১৭:২৬609938
  • চয়েজ, স্বাধীনতা, আইন ইতাদি নিয়ে

    ----------------
    আমার সব সিদ্ধান্ত আমি নিতে পারি না। আমি কোন স্কুলে আমার ছেলেকে পড়াব, ত্রুফো দেখব? নাকি গোবিন্দার সিনেমা দেখব এসব অকিঞ্চিৎকর সিদ্ধান্ত অবশ্যই আমার। কিন্তু ঐ যে দ্রি বললেন না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে কিনা, ভারতের ইকনমি ওপেন ইকনমি হবে কিনা এমনকি ধরুন না পাব্লিক প্লেসে সিগ্রেট খাওয়া যাবে কিনা তাও আমার সিদ্ধান্ত নয়। আমেরিকার মতন দেশে লোকে কথাবার্তা বলতে শুরু করেছে যে ধরুন ব্লাড সুগারের পেশেন্ট চুরি করে মিষ্টি কিনে খাবে কিনা তার ওপরেও ওয়াচ ডগ বসবে। কেন? কারণ তার এই পার্সোনাল সিদ্ধান্তর ফলে যদি শরীর খারাপ হয় তাহলে তার মূল্য চোকাতে হবে অন্য একজনকে কারণ পরের বার সেই গ্রুপের ইন্সিওরেন্সের প্রিমিয়াম বেড়ে যাবে।

    একটু সামারাইজ করলে যে সিদ্ধান্ত শুধু আমাকে অ্যাফেক্ট করে সেই সব সিদ্ধান্তই আমি নিতে পারি, যখন আমার সিদ্ধান্ত কনফ্লিক্ট তৈরি করে তখন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। বা যখন কোনো রিসোর্স আমি অন্য অনেকেরে সাথে শেয়ার করি তখন সেই রিসোর্স সম্বন্ধে সিদ্ধান্ত নেবার অধিকার আমার নেই।

    এইধরণের কনফ্লিকট কিভাবে রিজলভ করা যায়। ধরা যাক, প্রতিটা বিষয়ে ভোট হল সেক্ষেত্রে ৫১ শতাংশ লোক যেদিকে ভোট দেবে সেটাই হবে - মেজরিটি রুলস। শুনতে খুব ভালো। কখন এই ব্যবস্থা ফেল করে? ধরা যাক ভারতের ৫১ শতাংশ লোক চাইল ভারত হিন্দু রাষ্ট্র হবে এবং সমস্ত মুসলিমকে ভারত থেকে বের করে দেওয়া হবে তখন। ঠিক সেইজন্যই মেজরিটি রুলসের সাথে সাথে দরকার মাইনরিটির স্বার্থ রক্ষা। এইসব কনফ্লিক্ট রিজলভ করতেই তৈরি হয়েছে আইন - "" িথৌত ল থেরে ন নোত বে অন্য ফ্রীদোম ""। আর বর্তমান ভারতীয় রিপাব্লিক রান বাই দা গভর্নমেন্ট সাপোর্টেড অ্যান্ড লিমিটেড বাই দা রুলস। তাই আমার নিজের ইচ্ছে হলেই সব কিছু আমি করতে পারি না। সরকার আইনের মধ্যে থেকে অনেক সিদ্ধান্ত নিতে পারে।

    কিন্তু অনেকেই মনে করেন এই ব্যবস্থা ঠিক নয়। যেমন মিলটন ফ্রিডম্যান মনে করেন অর্থনীতির ক্ষেত্রে মানুষ কি করবে না করবে সে মানুষই ঠিক করবে কারণ সেটাই এমপাওয়ার্মেন্ট। বাজার নিজেই ঠিক করবে তা ভুল না ঠিক, মানুষের নিজ সিদ্ধান্তে গভর্নমেন্টের নাক গলানো অনুচিত। উনি সারাজীবন ধরে এর স্বপক্ষে বিভিন্ন যুক্তি সাজিয়েছেন ইন্টারনেতে ফ্রিডম অফ চয়েজ এবং মিলটন ফ্রিডম্যান দিয়ে সার্চ করলেই অনেক জিনিষপত্তর পাবেন। তো এর আউটকাম হল লেজে ফেয়ার এবং ফলত সাবপ্রাইম লোন ও গ্লোবাল ডিপ্রেশন। অন্যদিকে বামপন্থীরা মনে করে রাষ্ট্র হল এলিটদের শোষণ যন্ত্র, তাই মানুষের মুক্তি হবে রাষ্ট্র নামক শোষন যন্ত্রের অবলুপ্তির মাধ্যমে ভ্যানগার্ড অফ প্রোলেতারিয়েতদের ক্ষমতার মাধ্যমে। যার আউটকাম হল রাশিয়ার সমাজতন্ত্র।
    ------------------

    তো অনেকেই এই পার্লামেন্টারি সিস্টেমে গলদ দেখেন, কোন অল্টারনেটিভ ছিল কিনা জানার ইচ্ছে ছিল। নেই, তাই ওসব দ্বীর্ঘনিশ্বাস কাটিয়ে দিলাম।
  • kd | 47.228.105.174 | ০৭ জুন ২০১৩ ১৮:০১609939
  • ইশান, মানুষের মাংস খাওয়া ভারতে আইনবিরুদ্ধ ? কোন ধারায় ? আর খাপ পঞ্চায়েতও ? Really interesting !!

    দুখে, ভারতে বাবা-মা ইচ্ছে করলেই সম্পত্তি রা-কৃকে দিতে পারে যদি সেই সম্পত্তি তাদের নিজেদের রোজগারে হয় ৷ মানে ইনহেরিটেড মালে তারা সন্তানকে বঞ্চিত করতে পারে না - উইল নাল আ্যন্ড ভয়েড হয়ে যায় ৷ মানে আমি যদ্দুর জানি ৷

    দুখে, "আমার সঙ্গে একাধিক জনের সম্পর্ক হলেও বহুবিবাহ করতে গেলে আইনে আটকাবে। এখনো পর্যন্ত।" এটাও সাবজেক্ট টু কন্ডিশন্স - তোমার কী ধর্ম তার ওপর ৷

    দুখে, আবার ভুল ৷ আমি একবার এক "ছেলের মা"কে বলতে শুনেছি "মাসমাইনের ওপর ছেলের আরও হাজারদশেক উপরি রোজগার" :)
  • pi | 78.48.231.217 | ০৭ জুন ২০১৩ ১৮:৪০609941
  • প্রণববাবু,
    সন্তান বড় হয়ে যাবার পর সমাজে মেয়েদের প্রধান কাজ কী ?
    সন্তান আসার আগে অব্দি সমাজে মেয়েদের প্রধান কাজ কী ?
  • bb | 127.195.185.123 | ০৭ জুন ২০১৩ ১৯:০৬609942
  • Kd আপনার রাকৃর জানাটা সঠিক নাও হতে পারে। আমার এক আত্মীয় তার সম্পত্তি থেকে বেশ কিছু সম্পত্তি রা কৃ কে দিয়ে গেছেন, বাকিটা ছেলেকে।
  • রূপঙ্কর সরকার | 126.203.176.55 | ০৭ জুন ২০১৩ ১৯:১৩609943
  • kd - প্রণবদা কিন্তু তোমার ইস্কুলের ছাত্র। বলা যায়না, চিনতেও পারো।
  • প্রনব রায় চঊধুরি | 69.93.194.122 | ০৭ জুন ২০১৩ ১৯:৩৭609944
  • @পাই

    [সন্তান বড় হয়ে যাবার পর সমাজে মেয়েদের প্রধান কাজ কী ?]

    প্রধান কাজ সমাধা হয়ে গিয়ে থাকলে , বয়েস ও পরিবারের অবস্থা বুঝে অন্য যে কোন সম্ভব কাজ করতে পারে । সন্তান ধারন ও লালনপালন করে বড় করাটাই মেয়েদের প্রধান কাজ । তাই যদি কোন মেয়ে সুন্দর ভাবে করে ফেলে থাকে তো তার প্রধান কাজ তো করা হয়ে গেছে । তার পরে আবার প্রধান কাজ বলতে কি বোঝাতে চাইলেন বুঝলাম না ।

    [সন্তান আসার আগে অব্দি সমাজে মেয়েদের প্রধান কাজ কী ?]

    মেয়েদের প্রধান কাজ - সন্তান আসার আগে - নিজেকে সন্তান ধারন ও পালনের জন্য প্রস্তুত করা ।

    আমি আবার বলছি _

    প্রধান কাজ মানে একমাত্র কাজ না । প্রকৃতি কি তাই বলে না ? মেয়েরা যদি সন্তান ধারন ও পালন ( অন্ততঃ ধারন ) প্রধান কাজ না ভাবে ও প্রজন্ম ঠিক মত ভাবে তৈরী করা যদি সমাজের প্রধান কাজ হয় তবে তা করবে কে ? সমাজের মধ্যে ব্যাক্তি হিসাবে কোন মেয়েকে দেখা হতে পারে না যদি না তার কোন বিশেষত্ত্ব থাকে । যদি বিশেষত্ত্ব থাকে - যেরকমই হোক - তবে সে অনুযায়ী বিশেষ সুযোগসুবিধা পেতে পারে । তবে সাধারণ ভাবে না । আমি কিন্তু সন্তান পালন মেয়েদের ই কাজ এটা বলিনি । শুধু বলেছি তুলনামূলক ভাবে ছোট অবস্থায় সন্তান বাবার থেকে মার কাছেই বেশী ভাল ভাবে পালিত হয় । দৃষ্টিভঙ্গী সবসময় সন্তানের দিক দিয়ে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন