এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৯৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 124.247.203.12 | ২১ জুন ২০১১ ১৩:৫৭479670
  • সৌগত আর তথাগতরে পার্সোনালি চিনি মানে ব্যাপার স্যাপার জানি,পার্সোনাল লেভেলে।

    ওনারা কস্মিন কালে ক্লাস ট্‌লাস নিতেন না। স্টুডেন্ট ছিলেন খুব ভালো।
  • 6 | 194.126.37.78 | ২১ জুন ২০১১ ১৪:০৪479671
  • তথাগত রায় যখন মাষ্টারমশাই হলেন, তখন ওনার কিছু কেলাস করিচি। অসম্ভব ভাল পড়াতেন। তবে ওনার কোনও পড়ালেখা করবার বইএর খপর শুনিনি।
  • Bratin | 122.248.183.1 | ২১ জুন ২০১১ ১৪:২২479672
  • ওরকম বললে তো হবে না। আপনি যাদের পড়ান তারা আপনাকে জানে আপনার পান্ডিত্যের জন্যে বা যে সব পেপার প্রকাশ করেছেন তার জন্যে। কিন্তু আমরা গুরু র জনতা আপনাকে জানি হার্ডকোর সিপি এম হিসাবে। তাহলে প্রকৃত 'আপনি' কোনটা?

    কূট প্রশ্ন!!
  • PT | 203.110.246.230 | ২১ জুন ২০১১ ১৬:২৭479674
  • গত তিন দশকে বাঙালীর উচ্চশিক্ষায় অবদানের কথা বলে কি হ্যটাই না খেয়েছি বছর দুয়েক ধরে। ভাগ্যিস আবাপ এমন একটা প্রবন্ধ ছাপাল!!
  • Sibu | 74.125.57.33 | ২১ জুন ২০১১ ১৬:৪২479675
  • আসলে অ্যাকাডেমিক মারামারি অনেক সময়েই নন-অ্যাকাডেমিক কারনে হয় তো। যেমন পলিটিক্যাল চয়েস অনেক সময়েই নন-পলিটিক্যাল কারণে করা হয়ে থাকে।

    একজন বিক্ষুব্ধ ক্যান্ডিডেট কিছুতেই অপোনেন্টকে কায়দা করতে না পেরে শেষে তার কোয়ালিফিকেশন নিয়ে গুজব ছড়াতে শুরু করেন (আর সো-কলড মিডিয়া হাউস তার পেছনে সানাই ধরে)। কেউ (বা তার পেটোয়া কেউ) ভিসি হতে না পারলে ইউনির নামে যথেচ্ছ বদনাম ছড়ান - প্রমান করার চেষ্টা করেন যে তাদের হাতে না থাকার জন্য দেশের শিক্ষাব্যবস্থা গোল্লয় গেল। কেউ হোস্টেলে পালা ডিঙিয়ে একটা সিটের লোভে ছাত্র ইউনিয়নে আনুগত্য বদল করেন। কারো বাবা লোকাল পার্টিতে গোষ্ঠিকলহে সুবিধা করতে না পেরে পরিবারসুদ্ধ বিরোধী হয়ে যান। এরকম সব হয়েই থাকে।

    তবে কিনা আবাপ আর ফক্স নিউজ, এরা হল গিয়ে, ন: যথেষ্ট খারাপ কথা ভেবে উঠতে পারছি না।
  • fevi | 217.162.218.93 | ২১ জুন ২০১১ ১৭:১২479676
  • এই যে কল্লোল দা। গুলিয়ে দিচ্ছেন কেন? এক থালা করুণা রেখে গেলাম। চেটে খেয়ে নিন।

  • kallol | 220.226.209.2 | ২১ জুন ২০১১ ১৭:৩৯479677
  • হে হে। জবাব না জোগালে - করুণা!! তা বেশ। তবে, করুণা যে লেহ্য তা তো জানতুম না। ফেবির এক্ষপিরিয়েন্স আছে বুঝি!!
  • fevi | 217.162.218.93 | ২১ জুন ২০১১ ১৭:৪৮479678
  • জবাব তো আপনি দেবেন কমরেড। সিভিল এর বই এর নাম ও সেটা কোথায় পড়ানো হয়।
  • aka | 168.26.215.13 | ২১ জুন ২০১১ ১৮:২০479080
  • যা: অর্পিতা ঘোষ না বোস তার কেসটা রিজলভ হয়ে গেল? এক লাইনের সামারি হলে হয় না?

    আচ্ছা মাল্টিপল চয়েজ দিচ্ছি

    ক। নাট্যকার
    খ। রাজনীতিক
    গ। দুইই
    ঘ। কোনটাই নয়
  • nyara | 203.99.254.216 | ২১ জুন ২০১১ ২০:২৯479081
  • "গ" ইনভ্যালিড চয়েস। কেন? সব জান্তি পাবে পিটিবাবুর কাছে।
  • Suvajit | 59.177.195.13 | ২২ জুন ২০১১ ০০:২১479082
  • এদিকে হুগলি জেলা প্রশাসন নোটিস সেঁটে, টাটার লোকজনকে বার করে, ভেতরে পুলিশ ঢুকিয়ে জায়গা দখল নিয়েছে।
    টাটা বলেছে কাল কলকাতা আদালতে মামলা ঠুকতে যাচ্ছে। দিল্লি থেকে নাকি বড় বড় উকিল রাতারাতি উড়ে আসছে।
    পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।
  • Mmu | 79.86.171.220 | ২২ জুন ২০১১ ০১:০৫479083
  • suvajit অথবা অন্য কেউ , আচছা কেউ কি বলতে পারেন আইন হয়ে জাওযার পরে সেই আইনকে চ্যলেঞ্জ কারে আদালতে আবেদন করা যায় কি ?
  • aka | 168.26.215.13 | ২২ জুন ২০১১ ০১:০৬479084
  • সব সময়েই যায়। নয়ত প্রধানমন্ত্রী হয়ত ইলেকশনটাই তুলে দিলেন, তখন কি হবে?
  • pi | 128.231.22.142 | ২২ জুন ২০১১ ০১:১৩479085
  • মামলার রায় নিয়ে আকাদা ও পিপ পলের প্রেডিকশন জানতে ইচ্ছুক :)

  • aka | 168.26.215.13 | ২২ জুন ২০১১ ০১:২৫479086
  • গুণে বলতে হবে। কোন নক্ষত্রে, কোন রাশির লোক মামলা দায়ের করছে তার ওপরে অনিচ্ছুক চাষীদের খেতে পাওয়া নির্ভর করছে। সহজে বলা যাবে না, সময় লাগবে, কঠিন অংক।
  • ranjan roy | 122.168.155.14 | ২২ জুন ২০১১ ০১:২৯479087
  • ম্মু,
    যেকোন আইনকে আইনসভায় পাশ হওয়ার পরও আÒট্রা ভাইরাস বা সংবিধানবিরোধী বলে সর্বোচ্চ আদালতে মামলা করা যায়। যদি সুপ্রীম কোর্ট আবেদনকারীর পক্ষে রায় দেয় তবে সেই আইনটি নাকচ/বাতিল হয়ে যাবে।
    মোদ্দা কথা হল সংসদ বা বিধানসভা এমন কোন আইন পাশ করতে পারে না যা either by letter, or byspirit সংবিধানবিরোধী। বিলের পক্ষে একশ'ভাগ ভোট পেলেও।
  • pi | 128.231.22.142 | ২২ জুন ২০১১ ০৫:৪১479088
  • সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়ে সম্প্রতি সরকারের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে। দৈনিক সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় তার ধারাবিবরণীর পাশাপাশি সরকার আজ ১৩ জুন রাজ্যের প্রতিটি ব্লকের স্বাস্থ্য ও মেডিক্যাল অফিসারদের সম্মেলন ডেকেছে এই মর্মে জোরদার নজরদারি ব্যবস্থা লাগু করার জন্য। এ প্রসঙ্গেই একজন রোগীর আত্মীয়ের অভিযোগের বনে খোদ কলকাতার এক নামী সরকারি হাসপাতালে রোগীর অসহায়তার উল্লেখ হুবহু প্রকাশ করা হচ্ছে। অভিযোগকারী শান্তিপুর নতুনপাড়া নিবাসী চিন্ময় গোস্বামী ছাড়াও এই অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন, প্রায় একই রকম অসহায়তার শিকার বেলেঘাটার দেবশুভ্র দে, সুদীপ হালদার, ইছাপুরের অশোক ব্যানার্জি, যাদবপুরের সৌমেন গোস্বামী প্রমুখরা। অভিযোগটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয় ১৯ মে ২০১১

    আমার বাবা দিলীপ গোস্বামী নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হসপিটালে এম এম ডি ওয়ার্ডে ১৮ নং বেড-এ প্রায় বিনা চিকিৎসায় মারা যান। অভিযোগগুলি নিম্নরূপ :
    ১) এই তিন নম্বর ইউনিটে ডাক্তাররা ঠিক মতো থাকেন না।
    ২) ডাক্তাররা পেশেন্ট পার্টির সাথে খারাপ আচরণ করেন।
    ৩) গত ১৪ মে, ১৫ মে, এবং ১৬ মে ডাক্তাররা তাঁদের ইউনিট রুমে ঠিকমতো উপস্থিত ছিলেন না।
    ৪) পেশেন্ট পার্টিকে ওষুধ লিখে সিস্টারদের নির্দেশ খাতায় লিখে দেন না।
    ৫) সে বিষয়ে নার্সদের জানাতে গেলে তাঁরা বলেন, আমরা কী জানি, ডাক্তাররা লিখে দেন নি।
    ৬) ডাক্তাররা অনিচ্ছাকৃতভাবে (?) পেশেন্ট পার্টিকে বিভ্রান্ত করেন, যেমন, ইনহেলার-এর এক অংশ একবার লিখে দেন, নিয়ে আসার পর অন্য অংশটিকে লিখে দেন।
    ৭) নার্সরা ঠিকমতো ঘরে উপস্থিত থাকেন না।
    ৮) সিস্টাররা পেশেন্ট পার্টির সাথে খারাপ ভাবে কথা বলেন।
    ৯) ওয়ার্ড ঘরের ভেতরে মদের বোতল পাওয়া যায়। ঘটনাটি ঘটায় রাজু নামের এক অ্যাটেন্ডেন্ট। এমনকী ঘরের ভেতর পেচ্ছাপও করে মদের ঘোরে। সিস্টারদের বললে, ওনারা বিষয়টিকে হেসে উড়িয়ে দেয়।
    ১০) গ্রুপ ডি-এর স্টাফরা কোনো কাজ করার জন্য অর্থ দাবি করে।

    http://sites.google.com/site/songbadmanthan/16june2011ten
  • til | 165.12.252.211 | ২২ জুন ২০১১ ০৮:১৭479091
  • অভিজ্ঞতা*
  • til | 165.12.252.211 | ২২ জুন ২০১১ ০৮:১৭479089
  • দীর্ঘ ৩৪ বছরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে রোগ বাসা বেঁধেছে, একা মমতাই বা কি করবেন!
    আমার বেশ কয়েকবার দেশে (সাউথে) ও বিদেশে হাসপাতালের অভিজ্‌ণতা হয়েছে; এত সেবা, পরিসেবা, ডাক্তার, নার্সের যত্ন তবুও অসহায় লাগে রোগব্যাধির কাছে; আর কলকাতায় পশ্চিমবঙ্গে? ভাবলেই অসহায় লাগে। আমরা কি মানুষ!
  • fencesitter | 121.241.218.132 | ২২ জুন ২০১১ ০৯:৩৩479092
  • এবার চলবে আইনি তর্ক বিতর্কের ঝড়। বড় বড় ব্যারিস্টার দের যুদ্ধ। হাইকোর্ট,সুপ্রীম কোর্ট । আদালতে জল গড়াবে। বছরের পর বছর। হু হু বাওয়া সব হবে আইন মেনে।

  • kallol | 220.226.209.2 | ২২ জুন ২০১১ ১০:০৩479093
  • নাহয় আমার জানা তথ্যে ভুল ছিলো। তথাগতর সিভিল ইঞ্জির কোন বই নেই। উনি যে ভালো পড়াতেন, সে তো এই টইতেই 6 বলেছেন। ওনার হয়ে কি অন্য কেউ পড়াতো?
    আমি তো জবাব দিলাম। আমার কোশ্নগুলোর কি হবে? তথাগত ছাড়াও তো অনেকের নাম ছিলো। সুজাত ভদ্র, সোমনাথ লাহিড়ী, সৌগত রায়, অপরাজিতা গোপ্পী?????
    আর করুণা যে লেহ্য তা কোংকয়ে জান গেলো?

    অর্পিতা - নাট্য নির্দেশক ও অভিনেতা। কখনই রাজনীতিক নন, তবে আর পাঁচটা মানুষের মতো রাজনৈতিক মতামত আছে। দীর্ঘদিন ধরে পঞ্চম বৈদিকের সাথে জড়িত।
  • Sibu | 193.247.250.57 | ২২ জুন ২০১১ ১০:১১479094
  • তথাগত সম্পর্কে ডিডিদার পোস্টটা কল্লোলবাবু কেন ইগনোর করলেন বুঝতে পারছি না। ডিডিদার ভার্সান অনুযায়ী উনি পড়ানো-টরানোর ধার ধারতেন না।
  • abastab | 61.95.189.252 | ২২ জুন ২০১১ ১০:১৪479095
  • দূর, মূল আলোচনার সাথে কোন সম্পর্ক নাই এই এক অর্পিতা ঘোষ আর তার পশুখামার। দিদিকে তার নীতি নির্ধারণ করতে দিন তারপরে আলোচনা করার মানে হবে। এখনো দিদি কোন বড় সিদ্ধান্ত নিয়েছেন কি? এই টই আপাতত বন্ধ রাখার প্রস্তাব দিলুম।

    ধাঁধাঁ-র টই টাকে কেউ তুলে দিতে পারেন।
  • siki | 123.242.248.130 | ২২ জুন ২০১১ ১০:১৬479096
  • হোয়াটেভার বি দা কেস, ফেভির বক্তব্যের ভাষাটা আমি মেনে নিতে পারছি না। অত্যন্ত অভদ্র কুরুচিকর ভাষা।

    ফেভি, একটু ভদ্র ভাষায় লেখালেখির চেষ্টা করুন।
  • Sibu | 193.247.250.57 | ২২ জুন ২০১১ ১০:২৬479097
  • আমি শমীকের সাথে একটু ডিফার করি। ফেভি হয়ে্‌তা একটু ওভাররিঅ্যাক্ট করেছেন। কিন্তু কল্লোলবাবুর চিমটি কেটে কথা, এবং একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে ফ্যাক্ট ইগনোর করা - এটাকে যথেষ্ট প্রোভোকেশন বলেই আমার মনে হয়েছে। ফেভির সাথে আমি কল্লোলবাবুকেও বলব উনি যেন এভাবে অন্যদের প্রোভোক না করেন। আলোচনা যদি গুড ফেইথে না হয় তো তা থেকে ব্যাড রিঅ্যাকশন হওয়া সম্ভব, এমনকি লাইকলি।
  • siki | 123.242.248.130 | ২২ জুন ২০১১ ১০:৩৮479098
  • আমিও একটু ডিফার করি।

    কল্লোলদার যে পোস্টের প্রত্যুত্তর ছিল ফেভির ঐ পোস্টটা, সেটা একটু কোট করি।

    তথাগত রায় সম্বন্ধে কল্লোলদা বলেছিলেন, "ভদ্রলোকের বই নাকি সিভিল ইঞ্জিতে পড়ানো হয়।' "নাকি' শব্দটা কিন্তু বাক্যের মানে অনেকটা পাল্টে দেয়।

    এর বাইরেও সৌগত রায়, সুজাত ভদ্র, অপরাজিতা গোপ্পী এবং সোমনাথ লাহিড়ীকে নিয়েও লিখেছেন কল্লোলদা।

    সমহাউ ঐ বিশেষ পোস্টটা আমার কোনও জায়গায় প্রোভোকেটিভ লাগে নি। চিমটি কেটে কথা এখানে অনেকেই বলেন, ফ্যাক্ট ইগনোর করে কথাও অনেকেই বলেন, ঐ বিশেষ পোস্টে পাঁচটা উদাহরণের মধ্যে একটা উদাহরণের একটা অংশ কেবলমাত্র ফ্যাক্ট ইগনোর করে বলা হয়েছে। বাকিগুলো নিয়ে কেউ এখনও পর্যন্ত কিছু বলেন নি। এটুকু ভুল যে কোনও মানুষেরই হতে পারে। কল্লোলদা বিনায়ক সেনেরও নাম নেন নি এই লিস্টে, সেটাও এক ধরণের "ফ্যাক্ট ইগনোর' করা বলে ভাবতেই পারেন কেউ কেউ, তেমন কোনও উদ্দেশ্য থাকলে।

    ফ্যাক্ট ইগনোর করার ডেফিনিশন-টা গুরুর পাতায় অনেক স্ট্রিক্ট, খুব ভালো করে দশটা বই পাঁচটা গুগুল সাইট তেত্তিরিশটা উইকিপিডিয়া কনসাল্ট না করে এখানে খাপ খুলতে গেলে এ রকমের আওয়াজ অনেকেই খেয়ে থাকেন।

    কল্লোলদা ভুল বলেছেন। না জেনে ভুল বলেছেন। কিন্তু প্রোভোক করেন নি কোনওভাবেই। "করুণা চেটে খান' শব্দবন্ধটা কোনওভাবেই এই ভুল জেনে লেখার বিপরীতে যায় না। খুব নোংরা লেগেছে আমার কথাটা। আওয়াজ অন্যভাবেও দেওয়া যেত। পড়াশোনা করে আসুন মশাই, বলা যেত, তথাগত কি আপনার জিগরি দোস্ত, উনি সিভিল ইঞ্জির বই লিখলেন, আপনিই একা জানলেন আর কেউ জানল না, এইভাবেও বলা যেত। বাট হোয়াট অ্যাবাউট "করুণা চেটে খান'?

    আমি মানতে পারলাম না।
  • abcdefg | 71.142.76.213 | ২২ জুন ২০১১ ১০:৪৯479099
  • অমি গুরু-র নীপা। 'কুরুচিকর, অভদ্র' ভাষা নিয়ে যিনি আপত্তি করলেন তিনি তো কিছু মাস আগে কাউকে একেবারে কাঁচা খিস্তি করলেন না? ভাটিয়ালি-তে, নাকি সেখানে ওটা করা চলে?
  • Sibu | 193.247.250.57 | ২২ জুন ২০১১ ১০:৫০479100
  • আমার মনে হয় এখানে আমরা একমত হতে পারব না। দ্যাট ইজ আইন।

    আমার কাছে কল্লোলবাবুর লেখার টোনটা ভীষণ আপত্তিকর লেগেছে। ঐ নাকি শব্দটা আমার কাছে তো টিটকিরি বলে মনে হয়েছে, পোস্টের বাকীটা পড়লেই সেটা বোঝা যায়।

    আমার বক্‌ত্‌ব্‌য় হল, টিটকিরি দিয়ে কথা বল্লে কিছু ওভাররিঅ্যাকশন হবেই। সেটা নিয়ে মাইন্ড করার কোন মানে হয় না। আর একটা কথা, যতক্ষণ কল্লোলবাবু ও ফেভি নিজেদের বাগযুদ্ধ নিজেরাই করতেন ততক্ষণ আমি পাশে দাঁড়িয়ে দেখতাম। আমরাএখানে সবাই অ্যাডাল্ট। সত্যি সত্যি কাউকে শাসন করার চেষ্টার কি প্রয়োজন আছে?

    লেট আস এগ্রি টো ডিসএগ্রি।
  • Sibu | 193.247.250.57 | ২২ জুন ২০১১ ১০:৫১479102
  • উউপ্‌প্‌স্‌, আইন না, ফাইন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন