এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৯৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ২২ জুন ২০১১ ১০:৫২479103
  • abcdefg,

    কাঁচা খিস্তি কী করেছি একটু জানতে পারলে বাধিত হব।

    ভাটিয়ালিতে সাধারণত কখনও কারুর নামে কিছু লিখি নি, একজন বাদ দিয়ে, সে বিষয়ে আশা করি আলোচনা হচ্ছে না। এখানে কোন মাসের কোন সময়ে কাকে "কাঁচা খিস্তি' দিয়েছি, আপনি একটু খুঁজে বের করার ধকল নিলে হয় তো আত্মপক্ষ সমর্থন বা দোষ স্বীকারের সুযোগ পাব।
  • siki | 123.242.248.130 | ২২ জুন ২০১১ ১০:৫৪479104
  • যা: শিবুদা, সবই যদি পাশে দাঁড়িয়ে দেখব, তা হলে আর এখানে এত কিছু লেখার দরকার কী? সরকার ভার্সেস বিনায়ক সেনও তো পাশে দাঁড়িয়ে দেখে যেতে পারি। মমতা ভার্সেস বুদ্ধদেবও তো পাশে দাঁড়িয়ে দেখে যেতে পারি। নাক কোনওকিছুতে না গলালেই হয়।

    যাকগে, বাদ দিন। এগ্রি টু ডিসেগ্রি।
  • abcdefg | 71.142.76.213 | ২২ জুন ২০১১ ১০:৫৭479105
  • হ্যাঁ, ওটাই বলছি, ঠিক ধরেছেন মশাই। কিন্তু কি করব - চোখে লাগছে যে বড়।
  • abastab | 61.95.189.252 | ২২ জুন ২০১১ ১১:০৩479107
  • না: এই বিষয় বিচ্যুতির থেকে কি বাইরে আসা নিতান্তই অসম্ভব। দিদিকে কদিন কাজ করতে দিন তারপরে আমরা সাম্মানিক ডক্টরেটের ব্যাপারে আলোচনা করব।
  • kallol | 220.226.209.2 | ২২ জুন ২০১১ ১১:০৩479106
  • 6 বলছেন উনি ক্লাশ করেছেন। ডিডি ওদের ব্যাক্তিগতভাবে জানেন, তাই বলেছেন। কিন্তু একজন সত্যি সত্যি ক্লাশ করেছে, এবং ভালো পড়াতেন বলেছে।

    অন্যরা ? সোমনাথ লাহিড়ী ইত্যাদি????
  • siki | 123.242.248.130 | ২২ জুন ২০১১ ১১:০৪479108
  • দাঁড়ান মশাই, কল্‌-এ আছি, একটু পরে আপনার কৌতূহল নিরসন করছি।
  • dukhe | 122.160.114.85 | ২২ জুন ২০১১ ১১:০৬479109
  • ধন্যি সিকির অধ্যবসায় !
    কিন্তু "করুণা তোমার হৃদয়ে রহিল গাঁথা" না ? লেহ্য মাল গাঁথবে কী করে ?
  • Sibu | 193.247.250.57 | ২২ জুন ২০১১ ১১:০৮479110
  • কল্লোলবাবু,

    আপনার কথা বলার স্টাইল আমার ভাল লাগে না, তাই আমি আপনার সাথে কোন আলোচনায় ঢুকি না। এখনো ঢুকব না।

    আমার কমেন্টটা ছিল আপনার ও সিকির থ্রেডে শমীকের মন্তব্য নিয়ে। সেটা আমার আর শমীকের মধ্যে শেষ হয়ে গেছে। আপনি ফেভির সাথে কথা বলুন।
  • kallol | 220.226.209.2 | ২২ জুন ২০১১ ১১:০৯479111
  • তাই তো। লেহ্য মাল গাঁথবে কি করে? কেন? শুকিয়ে নিয়ে ;-)
  • Sibu | 193.247.250.57 | ২২ জুন ২০১১ ১১:১০479113
  • 'আপনার ও সিকির' না, 'আপনার ও ফেভির'।
  • kallol | 220.226.209.2 | ২২ জুন ২০১১ ১১:১৫479114
  • শিবু,
    আমার বলা কথা ও আমার ইগনোর করা নিয়ে কথা হলে আমারও জবাব দেবার একটা দায় থাকে। আর জবাবটা শুধু আপনাকে নয়, অন্যরাও তো পড়েন, তাদের সবার জন্যই।
    আমার কথায় বিরক্ত হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।
  • abastab | 61.95.189.252 | ২২ জুন ২০১১ ১১:২০479115
  • যাক আলোচনা থেমেছে তাহলে?
  • siki | 123.242.248.130 | ২২ জুন ২০১১ ১২:২৭479116
  • abcdefgকে উত্তর:

    আপনি ঘটনার খণ্ডচিত্র দেখেছেন শুধু। আপনার সুবিধের জন্য মেনশন করে দিচ্ছি। ভাটিয়ালির পাতায় এ বছরের ৩ ও ৪ ফেব্রুয়ারির এϾট্রগুলো খুঁজে বের করতে পারলে ( এই মুহূর্তে ১৩২৭৫ পাতায় আছে) সেইসব কাঁচা খিস্তির পুনরুদ্ধার করতে পারবেন।

    আমি জানি না আপনি কবে থেকে গুরুর নীপা, তবে বোধ হয় ২০০৭ এর পরে। আপনি ২০১১-র ফেব্রুয়ারিতে যে পোস্টগুলো দেখেছেন সেগুলো ২০০৭এ হয়ে যাওয়া একটা বাজে ঘটনার শেষাংশ। আরও স্পেসিফিক করে বলতে পারলে, ২০০৭এর ২২ মার্চ। এবং তারও আগের কিছু মন্তব্য। অনেক নোংরা নোংরা বিশেষণের প্রত্যুত্তরে আমার সেই পোস্ট, যেটা এখনও দেখতে পাবেন ১৩২৯৪ নং পাতায়।

    যেতা দেখতে পাবেন না সেটা হল ঐ ২০০৭ সালে করা পোস্টগুলো, অন্য তরফের। সেই পোস্টগুলো কালের গর্ভে চলে গেছে, আর্কাইভ করা হয় নি। তাই সেই সব পোস্টের প্রমাণ আপনাকে দেখাতে পারব না।

    তবে এটা বলতে পারি, সেটা ছিল ব্যক্তিগত লেভেলের রাগঘেন্নার বহি:প্রকাশ, এখানে কোনও আলোচনার পরিপ্রেক্ষিতে নয়। অন্য তরফ তার ব্যক্তিগত রাগঘেন্না অত্যন্ত নোংরা ভাষায় এখানে প্রকাশ করেছিল, এবং করেই চলেছিল বলে একটা সময়ে আমাকেও অভদ্র হতে হয়েছে, তা নইলে তাকে থামানোর কোনও উপায় ছিল না।

    আশা করব সেই বিষয় এখন তামাদি হয়েছে, এবং আবারও, অন্য তরফ বাজে ভাবে আক্রমণ না করলে আমার তরফেও বাজে হবার কোনও প্রয়োজন নেই। সেটার সঙ্গে এটাকে মেলানো ঠিক নয়। এখানে ফেভির মন্তব্যটা নেহাৎই আলোচনার পরিপ্রেক্ষিতে উঠে আসা। সেটা অশালীন লেগেছে আমার।

    আমার সেই পুরনো মন্তব্যও আপনার অশালীন লেগেছিল, অনেকেরই লেগেছিল, যাঁরা পূর্বাপর ঘটনা জানতেন না। প্রতিবাদ করেছিলেন, মেনে নিচ্ছি।

    বিস্তারিত জানতে উৎসুক হলে আমাকে মেল করতে পারেন, খোলা পাতায় এই বিষয় আর নয়, প্লিজ।
  • de | 59.163.30.3 | ২২ জুন ২০১১ ১৩:০৬479117
  • http://www.anandabazar.in/22edit3.html

    কয়েকদিন আগেই এই ভদ্রলোক, আই-আইটির টিচারদের বিরুদ্ধে বিষোদ্‌গার করলেন, এখন দেখা যাচ্ছে নিজের কাজটুকুও ঠিকঠাক করতে পারেন না!
  • Mmu | 79.86.171.220 | ২২ জুন ২০১১ ১৩:০৭479118
  • aka দা ranjanদা, তাই যদি হয় তাহলে আর আইন করে লাভ কি ? আইন না করে তো বর্তমান মূখ্যমন্ত্রীও একই রকম করতে পারত, যেমন ধরুন পুলিশ দিয়ে পুরো জমিটা পূনর্দখল ইত্যাদি। আইন তাহলে সুপ্রিমকোর্ট (শেষ কথা)? তাহলে আমাদের দেশে এত টাকা খরচ করে লোকসভা/বিধানসভা এসব গঠনের কি মানে ।
    তবে একটা কথা ঠিক মূখ্যমন্ত্রী ইচ্ছা থাকলেও জোর করে জমি পুনর্দখল করতে পারত না । এবারেতো আর নিরীহ কৃষক নয় এবারে Tata, । হয়তো সিঙ্গুরে Tata বাবু যুধ্ববিমান নামিয়ে দিত ,পয়সা আছে তো.......
  • Bratin | 117.194.101.173 | ২২ জুন ২০১১ ১৩:৪১479119
  • abcdefg কে সাপোর্টিয়ে। হ্যাঁ কিছু দিন আগে কারোর একটা লেখা 'তেমন' ভালো না হওয়ায় শমীক তাকে 'বা*র লেখা' বলেছিল। আমি সেই সময় বলেছিলম আমরা এখানে সবাই অ্যামেচার রাইটার। ভালো না লাগলে তার প্রকাশ আরেক টু সংযত ভাবে কার যায় কিনা? আমরা এখানে যার লিখি তার মধ্যে শমীক হয়তো ভালো লেখে অন্য x,y,x হয়তো ততো ভালো লেখে না। কিন্তু তার মানে এই নয় শমীক চাঁছাছোলা ভাষায় তার লেখা কে যা খুশী তাই বলবে। এটা আমার মনে হয়। গুরু র সম্পাদক মন্ডলী বা শমীক অন্য কিছু মনে করতেই পারে।
  • siki | 123.242.248.130 | ২২ জুন ২০১১ ১৩:৪৫479120
  • ব্রতীনের সঙ্গে একমত। সেদিন যেটা লিখেছিলম, সম্পূর্ণ ভুল লিখেছিলাম। লেখা উচিত ছিল না। দু:খিত, নি:শর্তে।

    তবে এটা বোধ হয় টইপত্তরে লেখা। abcdefg অন্য কিছুর কথা বলছেন।
  • PT | 203.110.243.21 | ২২ জুন ২০১১ ১৩:৪৭479122
  • Kallol
    তথাগতর বই নিয়ে আমার কৌতুহল ছিল কোন শ্লেষ ছিলনা।

    আপনি যে নামের তালিকা দিয়েছেন তাদের কেউই ইতিহাসের পাতায় রাজনীতিবিদ ছাড়া অন্য কোন পরিচয়ে পরিচিত হবেন না। কেননা সোমনাথ বাবু যতই গল্প লিখে থাকুন তিনি বনফুল বা জগদীশ গুপ্ত হবেন না। এটা শুধু ইচ্ছে নয় - ক্ষমতার (ability)-র ব্যাপারও আছে। আমি সুগত মারজিৎ-এর উচ্চাঙ্গ সঙ্গীত শুনেছি। এবং আমার বোধ অনুযায়ী বলতে পারি যে তিনি অনেক চেষ্টা করলে অমর্ত্য সেন হলেও হতে পারেন কিন্তু কোনকালেই ভীষ্মদেব চাটুজ্জে হতে পারবেন না।

    বকলম শব্দের নানাবিধ ব্যবহার হয়। একজন ""অক্ষমের"" হয়ে অন্য একজন কিছু করে দিচ্ছেন। সন্দীপ রায়ের ফটিকচাঁদের রিলিসের কথা মনে আছে কি? যদি ধরেও নিই যে পুরো ছবিটাই সন্দীপের তৈরি তারপরেও বকলমের প্রশ্ন রয়ে যায়। সত্যজিৎ রায় তাঁর বয়স্কদের ছবি পিকুর সঙ্গে ফটিকচাঁদ দেখানো বাধ্যতামুলক করেছিলেন। এখনও মনে আছে ফটিকচাঁদ দেখতে আসা হল ভর্তি বাচ্চারা পিকু ছবিতে সহবাসের দৃশ্যে - ""বাবা/মা ওরা কি করছে?"" জাতীয় প্রশ্নবাণে চারপাশের বয়স্কদের ব্যাপক অস্বস্তিতে ফেলেছিল।
  • santanu | 82.112.6.2 | ২২ জুন ২০১১ ১৩:৪৭479121
  • আবার গুরুর সম্পাদক মন্ডলী!! সব ব্যাটাকে ছেড়ে দিয়ে...

  • Bratin | 117.194.101.173 | ২২ জুন ২০১১ ১৩:৪৮479124
  • গ্রেট শমীক!! এত দ্বারা আমার করিমস এ একট ভোজ প্রাপ্য হল। কেন জিগায়ো না :-))
  • Bratin | 117.194.101.173 | ২২ জুন ২০১১ ১৩:৪৯479125
  • ও শান্তনু দা, এবার কোথায় পাড়ি জমাচ্ছো?
  • santanu | 82.112.6.2 | ২২ জুন ২০১১ ১৩:৫৪479126
  • ব্রতীন, তার সাথে নতুন সরকারের শিল্পনীতির কোন সম্পর্ক নাই। :)

    ভগবান না করুন, আলজিরিয়া
  • de | 59.163.30.4 | ২২ জুন ২০১১ ১৩:৫৯479128
  • দিদি আসুন আর যেই আসুন, এই অ্যাটিটিউড বদলাবে কি?
    http://www.anandabazar.in/22swasth3.html
  • Bratin | 117.194.101.173 | ২২ জুন ২০১১ ১৪:০৫479130
  • শান্তনু দা, যাতা করছো তো!! সব অফ বিট জায়গায়। আমাকে নেমোতন্ন করলেও তো পারো :-))

    ( জনান্তিকে : শান্তনু দা বলছে বটে সিপি এম নন। কিন্তু ঠিক প্যেতয় হচ্ছে না :-(( )
  • Sibu | 74.125.57.33 | ২২ জুন ২০১১ ১৪:০৫479129
  • ঐ টইতেই আমার করা আরো ব্যক্তিগত আক্রমন আছে তো। নয়ের পাতায় এইটে:


    Name: Sibu Mail: Country:

    IP Address : 74.125.57.33 Date:20 Jun 2011 -- 01:14 PM

  • Bratin | 117.194.101.173 | ২২ জুন ২০১১ ১৪:১০479131
  • /পেত্যয়
  • abastab | 61.95.189.252 | ২২ জুন ২০১১ ১৪:১১479132
  • হে ভগবান আলোচনা কি কোন মতেই লাইনে আনা যায় না?
  • kallol | 220.226.209.2 | ২২ জুন ২০১১ ১৪:১৫479133
  • পিটি - আপনার সাথে সোমনাথ লাহিড়ী বিষয়ে একমত নই। উনি যদি সব মনোযোগ গল্প লেখায় দিতেন, বাংলা সাহিত্য আর একজন অসাধারণ গল্পকার পেতো।
    অর্পিতা অসাধারণ পরিচালক ও অভিনেতা এমনটা কেউ দাবী করে নি। অর্পিতার পরিচালিত নাটকগুলোও বাংলা নাটকের দিকচিহ্ন হয়ে থাকার মতো কিছু নয়। কিন্তু তাতে অর্পিতা ""বকলমে"" পরিচালক হতে যাবেন কেন? হয়তো শাঁওলী নিজে পরিচালনা করলে ওর চেয়ে ভালোই করতেন। ভালো মন্দ যাই হোক অর্পিতা নিজেই নাটকগুলো পরিচালনা করেছেন এটা অস্বীকার করা কেন, যদি না নির্দিষ্ট প্রমাণ থাকে।

  • PT | 203.110.243.21 | ২২ জুন ২০১১ ১৪:২৮479135
  • Kallol
    আপনি এবার আমার মন্‌পসন্দ শব্দনিবন্ধ ব্যবহার করেছেন: -"উনি যদি সব মনযোগ গল্প লেখায় দিতেন" - অর্থাৎ তাঁর কি ইচ্ছে ছিলনা গল্প লেখক হওয়ার? কিংবা আমি আরো একধাপ এগিয়ে জানতে চাইছি রাজনীতি এবং গল্পলেখা এই দুটি বিষয়েই সমপরিমাণ প্রতিভার সাক্ষর রাখা তাঁর পক্ষে আদৌ কি সম্ভব ছিল?

    অর্পিতা নিয়ে আপনার সঙ্গে তক্কে জড়াব না। ঐ ব্যাপারে আমি একটো সিদ্ধান্তে পৌঁছেছি। কোনদিন ভুল প্রমাণিত হলে দু:খিত হবনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন