এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২১৫১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | 69.94.98.186 | ১৬ জুলাই ২০১২ ২১:৪৮544512
  • এই না হলে মহাকবি! ইরশাদ ইরশাদ! আরো হোক!
  • শ্রাবণী | 69.94.98.186 | ১৬ জুলাই ২০১২ ২১:৪৮544511
  • এই না হলে মহাকবি! ইরশাদ ইরশাদ! আরো হোক!
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ২১:৫৪544513
  • শ্রাবণীদি, ফরিদাদা ... গদ্যে পদ্যে মাখামাখি দিল্লি ভাট ঃ)
  • Nina | 22.149.39.84 | ১৬ জুলাই ২০১২ ২২:২২544514
  • ইস! মনটা কেমন কেমন করে উঠল---সব্বার মুখগুলো মনে পড়ছে--সাঁঝের নরম চাউনিটা---আমাকে ক্ষেউ মিস কল্লনা :-((
    অ কুমু দেকলে --তুমি থাগলে আমাকে ঠিক মিসাতে--:-((

    সিকি কোথায় যাচ্ছে? মানে ঐ সিকি বিনা--মানে বুঝতে পাল্লুমনা--দিল্লী ছাড়ছে নাকি লাজোয়াব সিকি?
  • সিকি | 132.177.2.130 | ১৬ জুলাই ২০১২ ২২:৩৮544515
  • হুঁ।
  • Nina | 22.149.39.84 | ১৬ জুলাই ২০১২ ২২:৩৯544516
  • seki i i i i ? kothaay ? edik paane ?? :-))))) তা হলে খুব মজা নইলে :-(((((
  • nina | 22.149.39.84 | ১৬ জুলাই ২০১২ ২৩:২৭544517
  • BEST OF LUCK :-))
  • ঐশিক | 132.166.139.103 | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৩544518
  • সে কি?????????
  • | 60.82.180.165 | ১৭ জুলাই ২০১২ ০২:১৬544519
  • দুপুর ১২টা
    ফোনে আর্তনাদ ,মামি ই ই মনে হয় আমার আসা হচ্ছে না- বাসে কোনো জায়গা নেই,আমাকে নেবে না বলছে!!!
    সেকি!!টিকিট তো তোমার হাতে,তাও নেবে না?
    নাআ আ আ ধুস,কথা বলতেও ভাল্লাগছে না- খটাস।

    হাতের ফোন হাতেই থেকে যায়। ওদিকে মিক্সিতে আধবাটা মটর ডাল নিজের মনে ঘুরতে থাকে- এত প্ল্যান প্রোগ্রাম সব জলে গেলো ভেবে মনখারাপ করে বসে থাকি।

    দশ মিনিট বাদে দুঃসংবাদের রেশ কাটিয়ে আমিই ফোন করি- কি হয়েছে ব্যাপারটা খুলে বলো না-
    ওদিক থেকে উত্তেজিত গলা ভেসে আসে, এরা বলছে, তুমি নেট থেকে টিকিট কেটেছো কেন? আমাদের কিছু করার নেই, এদিকে পয়সাও ফেরত দেবে না বলে দিয়েছে। খুব চেঁচামিচি করাতে বলেছে, এর পরের বাসে সিট খালি আছে,তাতে রাত দেড়টার সময় তোমাদের ওখানে পৌঁছোবো। ইশ্‌, কি করবো! আমি কি করে যাবো, জানি না মামি ওদিকে কানেক্টিং শিকাগোর বাসে জায়গা আছে- এক বন্ধুকে বলেছি,সে আসছে।দেখি কি হয়!!

    ১২-৩০ থেকে ১-০০
    এরপর নানা চাপানউতোর চলতেই থাকে। রান্নাবান্না,আপিশ শিকেয় তুলে বাসের আপিশে ফোন থেকে শুরু করে , বাসকোম্পানি বিরুদ্ধে মামলা কোন কোর্টে করতে হবে, লোকটা বাদামি চামড়া দেখেই এইরকম বদমায়েশি করলো কিনা এইসব শলাপরামর্শের মধ্যেই আমাদের অতিথি কে ফেলে রেখে বাস শিকাগোর দিকে রওনা দিয়ে দিয়েছে!!

    ক্রমশঃ
  • রাঙতা | 82.135.228.101 | ১৭ জুলাই ২০১২ ০২:৪৬544521
  • তারপর?
  • | 60.82.180.165 | ১৭ জুলাই ২০১২ ০৪:৪৬544522
  • ১-১০
    আবার উত্তেজিত গলায় ফোন - মামিইই বন্ধু এসে গেছে। ওর সঙ্গে রওনা হয়েছি, দেখি শিকাগো থেকে বাসটা পাই কিনা.. জোরকদমে কাজে লেগে পড়ি। মাঝখানে একবার ফোনে জেনে নিই, সময়েই চলছে- পৌঁছে যাবে।স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকে না।

    ৩টে
    আবার ফোন,দেখো না, কখন থেকে গাড়ি আর নড়ছেই না।প্রচ্ন্ড জ্যাম, আধঘন্টা হলো রাস্তায় বসে আছি- বাসটা বেরিয়ে যাবে-এইবার গলা চিরে কান্না বেরিয়ে পড়ে। উৎসাহ যোগাই,না না,বাস পেয়ে যাবে।

    এদিকে বাস পাবে না ধরে নিয়ে কানে ফোন আর হাতে ল্যাপি নিয়ে তখন অন্য পথ দেখছি- নিকটবর্তী অ্যামট্রাক ট্রেন স্টেশান প্রায় ৫০ মাইল দূরে , পৌনে নটায় সেখানে পৌঁছোতে পারি, অথবা শিকাগোর দিকে এগিয়ে গিয়ে রাস্তা থেকে তুলে নিতে পারি।
    আমাদের ১৩০ মাইল উজিয়ে যাবার প্রস্তাবে অতিথি কিছুতেই রাজি হন না, সারাদিন' জ্বালাতন' করে তিনি তখন নাকি খুব লজ্জিত,আর আমাদের কষ্ট দিতে চান না।বাস না পেলে ট্রেনেই আসবেন কথা হয়ে যায়।

    ৪-২৫
    ফোন করছি, কিছুতেই ধরে না। এদিকে নেটে দেখছি ট্রেনের টিকিট,সিট সবই পাওয়া যাচ্ছে-কি হচ্ছে বুঝতে না পেরে যখন শরীর প্রায় ছেড়ে দিয়েছে,ফোনে শুনি শান্ত গলা,মামি এই বাসটাও বেরিয়ে গেছে!!

    একবার ডেবিট্কার্ড আর ট্রেনের টিকিট হারিয়ে ফেলা ছাড়া গোটা ট্রেন জার্নি মোটামুটি ঠিকঠাক ছিলো- সন্ধ্যে নটায় পিপি ট্রেন থেকে নেমে এলেন- শুরু হয়ে গেলো আমাদের উইকেন্ড আড্ডাঃ)
  • I | 24.96.120.136 | ১৭ জুলাই ২০১২ ০৬:২৪544523
  • দ্যুত, মামি আদ্ধেক বলে আদ্ধেক বলে না!
    সিকি কোথায় যাচ্ছে?
  • | 24.99.104.71 | ১৭ জুলাই ২০১২ ০৮:০২544524
  • মিঠুর প্রথম দুই তিন লাইন পড়েই বুঝে গেলাম এইটা পিপিমণি। এ পিপি ছাড়া কেউ হতেই পারে না।
    :-))
  • | 60.82.180.165 | ১৭ জুলাই ২০১২ ০৮:৫০544525
  • এর সমান্তরালে আর একটি গল্প ও চলছিলো।
    অন্য এক ব্যক্তির ও ঠিক সেই উইকেন্ডেই ইলিনয়ের কোনো এক প্রান্তে আসার কথা ছিলো।প্ল্যান হয়েছিলো সবাই মিলে (আমরা,পিপি,হবু দম্পতি মিলে ) একটা পার্কে যাবো।

    তিনি আবার তিনচারখানা রাজ্য ঠেঙিয়ে দুদিনের জন্যে এদিকে আসবেন বলে সময়াভাবে আমাদের বাড়িতে গজল্লা করতে আসতে পারছিলেন না( তাতে যদিও আমি খুব ক্ষুব্ধ,তবুও দিদি বলে ছাড় দিয়ে ফেল্লাম)।তিনি রওনা হবেন শুক্কুরবার- সন্ধ্যেতে পৌঁছোবেন,পরের দিন সক্কাল বেলা সবাই পার্কে জমা হবো-
    ওমা! বিষ্যুদবার সন্ধ্যেবেলা ফোন, শোনো পা ফুলে ঢোল, কি করে যাবো? জানা গেলো,কোনো এক দুষ্টুপোকার কামড়ে পা জখম- জুতো পরা যাচ্ছে না,অতটা পথ গাড়ি চালাবে কিকরে? কি কি করিতে হইবে সংক্রান্ত ভাষণের শেষে অবশ্য এক টুকরো আলো দেখা গেলো, যদি কাল পা ভালো থাকে তাইলে রওনা হবে।

    শুক্কুরবার সকালে মটরডাল চলছে, ফোন- শোনো,আসার জন্যে বেরিয়েও পড়েছিলাম, মিনিট পনেরো গাড়ি চালিয়ে আবার ফেরত যাচ্ছি- পায়ের সমস্যার সঙ্গে ওদিকে আবার আবহাওয়ার ও সমস্যা দেখা দিয়েছে।এযাত্রায় আর দেখা হলো না ধরে নিয়ে দুচারটি সুউপদেশ দিয়ে ফোন রাখতে না রাখতে ই পিপির প্রথম ফোন। যে ফোনের পর সারাদিনটাই বলা যায় তালেগোলে হরিবোল হয়ে গেলোঃ)

    একই দিনে পরপর দুটো না আসার ফোন পেয়ে মটরডাল বেচারি বলতে নেই,মনের আনন্দে মিক্সিতে বহুক্ষণ ধরে ঘুরে ঘুরে প্রায় কাদার মত লেই হয়ে গিয়েছিলো- খেতে মন্দ হয় নি,তবে সে আবার অন্য গল্প।
  • Du | 127.194.196.203 | ১৭ জুলাই ২০১২ ১০:৩৯544526
  • আমিও পিপি বলে এক লাইনেই টের পেয়েছি, কিছুই lost in translation হয় নি ঃ)
  • pipi | 34.7.241.227 | ১৭ জুলাই ২০১২ ১১:০৪544527
  • ঃ-))
  • Tim | 208.82.19.127 | ১৭ জুলাই ২০১২ ২৩:৩১544528
  • ওয়েস্ট ভার্জিনিয়ার থান্ডারস্টর্ম, পায়ে পোকার বিষ, চোখে সেই কবেকার ঘুম, এইসব অগ্রাহ্য করেও শুক্কুরবার আমার গাড়ি চালানোর চেষ্টাকে মামী সেভাবে হাইলাইট করেনি।
    আর পিপিকে বাসে না নেওয়ার ব্যাপারে ঈশানদার থিওরিটাই সবথেকে বিশ্বাসযোগ্য।
    সেসব পরে। আপাতত মামী সেশ করুক।
  • ranjan roy | 24.99.40.53 | ১৮ জুলাই ২০১২ ০১:৫২544529
  • সিকি কোথায় যাচ্ছে?
  • kumu | 132.160.159.184 | ১৮ জুলাই ২০১২ ১৩:৪৫544530
  • আমাদের মিসানোর জন্য সবাইকে থিংকুস,থিংকুস,থিংকুস।
    হ্যাঁ ,আমি থাকলে নীনা ও অমিদ্দাকে মিসাতুম।
    পরের ভাটের বিষয়ে শ্রাবণীকে ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক।
  • rajdeep | 230.227.106.153 | ১৮ জুলাই ২০১২ ১৪:১১544532
  • দিল্লিওয়ালো
    ইস বান্দে কো ইয়াদ করনে কে লিয়ে আপকি / কো বহোত বহোত সুকরিয়া ;)

    আগলি বার জরুর মুলাকাত হোগি
  • প্পন | 190.215.119.33 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৭544533
  • লুরুর গুরু ও চণ্ডালদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তিঃ
    ==================================

    কমরেড বোতিন কর্মোপলক্ষে শীঘ্র বেঙ্গালুরু শহরে পা রাখিতেছেন। এই উপলক্ষে উনি আগামী শনিবার, ২৯শে সেপ্টেম্বর লুরু শহরের যাবতীয় গুরু ও চন্ডালের সহিত একত্রে সাক্ষাৎ, সদ ও অসদ আলোচনা ও কিয়ৎ পানভোজনে উৎসাহী।

    সাক্ষাতটি দ্বিপ্রাহরিক না সান্ধ্যকালীন হইবে উহা সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী নির্ধারিত হইবে।

    উৎসাহী গুরু ও চণ্ডালগণকে নিম্নলিখিত জিমেল ঠিকানায় ইমেল প্রেরণ করিয়া সত্বর যোগাযোগ করিতে অনুরোধ করা যাইতেছে।

    choudhury.arpan |
    bratin.das
  • | 132.248.183.1 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৬:১১544534
  • ব্রেশ ব্রেশ।
  • kumu | 132.160.159.184 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৬544535
  • লুরু শহরের,কেবল লুরু শহরের-
    সাদা-বেগনী রংএর ডাইরীতে লিখে রাখলাম।
  • aranya | 154.160.226.53 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ২০:১৮544536
  • 'কমরেড বোতিন' - এই বাক্যবন্ধে যাহারা অবাক, তাহাদের জ্ঞাতার্থে জানানো হইতেছে, 'কমরেড' শব্দ-টি কদাপি কম্যুনিস্ট পার্টি-দিগের একচেটিয়া নহে।

    'কমরেড' শব্দের প্রকৃত অর্থ বন্ধু।
  • | 233.180.145.166 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ২০:২৪544537
  • সেই । তাও তো ভালো গুরু কোন এক পাজী ছোকরা আমাকে বেশী-গ্রীন বলে আওয়াজ দিয়েছিল ঃ))
  • প্পন | 190.215.91.47 | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১০:১৭544538
  • বিশেষ বিজ্ঞপ্তিঃ

    আজ সন্ধ্যা সাত ঘটিকায়, ইন্দিরানগরের বার্বিকিউ নেশনে লুরুভাট। যাদের মেল/এসেমেস/ফোন করে জানিয়েছি তাদের সাথে তো দেখা হবেই আর যাদের জানাতে পারিনি তারাও যেন এইবারের মত ক্ষমাঘেন্না করে চলে আসেন।
  • pi | 24.96.49.214 | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১০:২৫544539
  • কলিভাট। আগামী ২ তারিখ বিকেলে, কাব্লিদার বাড়ি, ভবানীপুরে। যার ইচ্ছা, চলে আসুন ! ঃ)
  • | 120.227.111.66 | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৫544540
  • কালকের পার্টি তে এখন অবধি যারা আসবেন বলেছে(ন)

    ১। অর্পন
    ২। একক
    ৩। ফোটকে,স্বাতী ও ছানা
    ৪। কল্লোল দা এবং ওনার ছেলে
    ৫। ডিডি
    ৬। অমিতাভ
    ৭। দীপু
    ৮।ব্রতীন
    ৯। সুদীপ্ত( আমার বন্ধু)
    ১০। সায়ন

    ফলো আপ চলছেঃ

    ১। পারমিতা দি ও ন্যাড়া দা
    ২। ব্যাঙ
    ৩। সুহাসিনী
    ৪। ঐশিক

    আপডেটঃ

    ১। সুহাসিনী আসতে পারছে না। অসুস্থ
    ২। ঐশিক এখন মুম্বাই তে
    ৩। ভুতো তিন হপ্তার জন্যে আমেরিকা গেছে।
  • | 120.227.111.66 | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৯544541
  • ন্যাড়া দা রাও খুব চেষ্টা করবে। এই মাত্র কলালো।
  • | 132.175.9.28 | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১২:১৯544543
  • আবার লিস্টি। কী অনাস্রিস্টি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন