এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২০৮৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.160.159.184 | ৩১ অক্টোবর ২০১২ ১২:৩৫544678
  • আমাদের ফরিদাভাট কবে হবে?
  • | 127.194.84.114 | ৩১ অক্টোবর ২০১২ ১৪:২৪544679
  • সে বেশ কিছুদিন আগের কথা। কাবলিদার বাড়ির ভাট সেরে রাতে সৌরভ চলে এসেছিল আমার বাড়ি। পরদিন গান আর গল্পের ফাঁকে জানাল, বিজয়ার দিনে বোধ হয় বোলপুর যেতে হবে, একটা ঘরোয়া অনুষ্ঠানে গানের বায়না আছে। অমনি চেপে ধরলাম, পুজোয় তো আমিও যাব ভাবছি যদিও এখনও অব্দি শুধু ভাবনাতেই আছে কিন্তু তুই যদি যাস তবে আমি পাক্কা যাব!

    ছেলে তো এককথায় যাবে না বলে দিয়েছে। ভরসা অনমিত্র, শ্রীপর্ণা। ওদের মাঝে মধ্যেই ফোন করে কনফার্ম করি যাবে কি যাবে না। সারা বছর ওরা কাজের সূত্রে এত ঘুরে বেড়ায় যে পুজোয় ঘুরতে যাবে বললেও বাড়িতে মার খাওয়ার সম্ভাবনা! এদিকে সৌরভের গান আর আমি তো সমানে নানাবিধ লোভ দেখিয়েই চলেছি। শেষমেশ বেচারিরা হ্যাঁ বলল এবং টিকিটও কাটল। শ্রীপর্ণা বম্বেপিকে জিগাইল, গান শুনতে যাবে কিনা। বম্বেপি এককথায় রাজি! এদিকে আমি শান্তনুকে পত্র দিয়ে রুম বুক করেছি। বম্বেপি জানাল মিতা মাসি, বম্বেপি'র মা ও যাবেন। আবার পত্র। এরপর জানা গেল সোসেনও যাবে। আবার পত্র! এবং এখানেই শেষ নয়। শেষ ফোন এল সিকির, সে রাজধানীতে চাপছে তখন, বলল, শান্তিভাট হয়ে যাক? এর উত্তর 'হোক' ছাড়া আর কি হতে পারে? আবার পত্র শান্তনুকে। শান্তনু বেচারা পত্রে পত্রে জেরবার হয়ে সব চাইতে বড় ফন্টে ক্যাপিটাল লেটারে লিখে জানাল, তুমি তো একদিন আগেই যাচ্ছ, তো গিয়ে পৌঁছাও, তারপর কে কে যাবে, কখানা ঘর লাগবে সব নিজেই ব্যবস্থা করে নিও!

    যার গান শুনবে বলে লোকজন চারদিনের ছুটিতে এসে দু’দিনের জন্যে ট্রেন ধরে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করে্ সে আদৌ যাবে কিনা, গান হবে কিনা আমার মাথায় সেই চিন্তা। কারণ সপ্তমীর দিনে তাকে ফোন করে জানা গেল সে বাড়ি অর্থাৎ হিঙ্গলগঞ্জ গিয়ে বসে আছে এবং জ্বরে পড়েছে। রিতিমত আর্তনাদ করে উঠি, হ্যাঁরে, এই যে লোকজন বিভিন্ন জায়গা থেকে ওই নিঝুমপুরিতে যাচ্ছে সে তো সুধু তোর গান শোনার জন্যে রে। টিকিট কাটা, রুম বুক করা সব যে হয়ে গেছে, তুই না গেলে সক্কলে চাঁদা তুলে আমাকে মারবে এবং একটা মারও মাটিতে পড়বে নাঃ-( গায়ক নিশ্চিন্ত করে, বুড়ি, চিন্তা কইরো না, জিন্দা না যাইতে পারি তো মুর্দা হইলেও যাব! ষাট ষাট বলে উঠতেই বলে, বুড়ি, বাজনাদার যে একজনও পাই না কী হবে? নিজেই আবার বলে, যাউগগিয়া। যা হইব দেখন যাইব নে, নাহয় নিজেরাই বাজাব নিজেরাই গাইব। সঙ্গ দিতে পারবা না? কিসের সঙ্গ কি সঙ্গ না বুঝেই বলি হ্যাঁ হ্যাঁ, সব পারব, তুই কিন্তু পোঁছাস!

    ক্ষ্যাপা আসবে কি আসবে না, বাজনাদার পেল কি পেল না এই সব শতখানেক দুশ্চিন্তা মাথায় নিয়ে নবমীর সকালে আধঘন্টার রাস্তা হাওড়া স্টেশন যাব বলে দেড়ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আমাদের ট্যাক্সিস্ট্যান্ডের ট্যাক্সিচালকদের সহৃদয়তার সহিত যথেষ্টরও বেশি পরিচয় থাকার ফলে। এবং সক্কাল সক্কাল যা ভয় ছিল তাই হলো। আমাদের এখান থেকে আপনি ট্যাক্সিতে পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় যেতে চাইলে বিনা বাক্য ব্যয়ে ট্যাক্সিচালক আপনাকে ট্যাক্সির দরজা খুলে দেবে কিন্তু যেই শুনবে হাওড়া স্টেশন কিংবা কোন হাসপাতালের নাম অমনি মিটারে যা আসে তার তিন গুন বেশি একটা ভাড়া বলে গম্ভীর মুখে হয় দাঁত খিলাল করবে নয়ত পান চিবুবে বা পকেট থেকে খৈনির ডিবে বার করে খৈনি ডলতে শুরু করবে। এই তিনগুন বেশি ভাড়া আপনি দিতে বাধ্য। নইলে আপনার ট্রেন মিস হবে। হাসপাতালে ডাক্তারের এপো মিস হবে। বাসস্ট্যান্ডের দিকে তাকিয়ে ব্যাজার মুখ আরো বেশি ব্যাজার হয় হাওড়াগামী বাসের টিকিটিও দেখতে না পেয়ে। উপায় নেই। সক্কাল সক্কাল এই তিনগুন বেশি ভাড়া গুনে দিয়ে ট্রেন ছাড়ার এক ঘন্টা দশ মিনিট আগে আমি হাওড়ায় পৌঁছুই। অনমিত্রর ফোন আসে, সেও পৌঁছুচ্ছে। যদিও তার প্ল্যান ছিল ব্যান্ডেল থেকেই ট্রেন ধরার কিন্তু বেচারার কপাল খারাপ বলেই শান্তিনিকেতন এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে যায় না অগত্যা তাকে আগের দিন সোদপুর এসে রাতে থেকে পরদিন সকালের আরাম হারাম করে হাওড়ায় আসতেই হয় ট্রেন ধরতে।

    এদিকে জয়াদি ফোনে আমাকে আর ইপ্সিতাকে নেমন্তন্ন করে রেখেছেন শান্তিনিকেতন থেকে সোজা যেন তাঁর বাড়ি অর্থাৎ আসানসোল চলে যাই। কেমনে যাব, কোথা থেকে বাস ধরব সমস্ত বুঝিয়েছেন পই পই করে। সাতাশ তারিখে ঈদের কথা আমার মাথা থেকেই উড়ে গেসল বেড়াতে যাওয়ার চক্করে তাই জয়াদিকে সানন্দে জানিয়ে দিয়েছি যে শান্তি সফর শেষে সোওজা তাঁর বাড়িই যাচ্ছি। কিন্তু কলকাতা থেকে বেরুনোর আগেই খেয়াল হল সাতাশ তারিখে তো ঈদ। খাইসেঃ-(

    জয়াদিকে ব্যজার মুখে জানাতেই হল, এবারে হচ্ছে না গো, পরে একবার নিশ্চিত যাব আসানসোল।
  • siki | 24.140.82.133 | ৩১ অক্টোবর ২০১২ ১৮:১৩544680
  • তাপ্পর? তাপ্পর??
  • pharida | 192.68.211.247 | ৩১ অক্টোবর ২০১২ ২০:৫৭544681
  • কুমুদি,
    ঃ(( ভেরি সরি,
    হায় - ফরিদাভাট ডিসেম্বরে চলে যায় -
  • j | 151.197.12.183 | ৩১ অক্টোবর ২০১২ ২১:০৪544682
  • ডিসেম্বর !

    তা ভাল :)
  • siki | 24.140.82.133 | ০২ নভেম্বর ২০১২ ১২:৫৫544683
  • (কাল এল তিন্দিন পরে। হায়!)

    দশমীর দিন সিকি সিকিনী আর সাঁঝ তো রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছে ব্যাংডেল স্টেশনে। ট্রেন আসব আসব করছে এমন সময়ে আপিস থেকে সিকির মোবাইলে ফোন, ঐ ডেটাবেস স্ট্রাকচারটা নিয়ে এখন ক্লায়েন কল আছে, তোমাকে কি এই নাম্বারেই কনফারেন্স করে দেব?

    আপিসের বসকে খিস্তি মারতে নেই, তার ওপরে আমি আদৌ ছুটি পাই নি, নতুন চাগ্রি কিনা, তাই গুপি করে দ্যাশে এসেছি, কথা দিয়েছিলাম অন কল সাপোর্টে থাকব। কিন্তু আপাতত কিছুই করার নেই, একে রোমিংয়ে আছি, তার ওপর একটা স্টেশন পেরোলেই আবার আমার রোমিং পজিশন পাল্টে যাবে, ভোডাফোন কলকাতা থেকে ভোডাফোন পশ্চিমবঙ্গ, এই অব্স্থায় কল নেওয়া সম্ভব নয়। তাই সবিনয়ে জানালাম গুরু এখনই ট্রেনে উঠছি, তাই হেঁহেঁ, তোমরা একটু সামলে নাও।

    কবিগুরু ব্যান্ডেলের দুই নং লাটফর্মে ঢুকলেন, একটা জানলা থেকে দেখি তীব্রবেগে হাত নাড়ছে পাই। দেখেই উঠে পড়লাম, কারণ জানাই ছিল, আমাদের রিজার্ভেশন আর পাইয়ের রিজার্ভেশন একই কামরায়।

    উঠে প্রথমেই দেখি পাইয়ের সঙ্গে এক অপিরিচিত গোলগাল মহিলা। পাই কী একটা যেন বলল, তা ততক্ষণে ট্রেন গতিবেগ নিয়ে নিয়েছে, আর উরেব্বাপ! তার সঙ্গে সে কী কানফাটানো আওয়াজ! পুউরো মনে হচ্ছিল ট্রেন নয়, রীতিমতো রকেটে করে শান্তিনিকেতন যচ্ছি। এমন কানফাটানো গগনবিদারী আওয়াজ কখনও ট্রেনে হয় বলে শুনি নি। পাশের লোকের কথা শুনতে পাচ্ছি না। সিকিনী তো বিরক্ত হয়ে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমিয়েই পড়ল, একমাত্র সাঁঝ সেই অপরিচিত মহিলার ব্যাগ থেকে একটা বড়সড় ট্যাব বের করে তাতে ছবি আঁকতে শুরু করে দিল কোনওকিছুর তোয়াক্কা না করে।

    বদ্ধোমান এসে আওয়াজ কমল। কী হয়েছিল লাইনে কে জানে, আর ড্রাইভারটাও তেমনি, বোধ হয় চুঁচুড়া ত্রিবেণী রুটে বাস চালাত আগে, লাগাতার প্যাঁপ্যাঁ পোঁপোঁ করে হর্ন বাজাতে বাজাতে ট্রেন ছোটাচ্ছে। ততক্ষণে আমাদের কান ভোঁ ভোঁ করছে। যাই হোক, বদ্ধোমানে এসে জানতে পারলাম, সঙ্গের ঐ অপরিচিতা মহিলাটির নাম হল সোসেন।

    ও হরিবোল! এ-ই সেই সোসেন? এ তো বাচ্চা মেয়ে! আমি ভেবেছিলাম চশমা পরা খুব গম্ভীর কোনও অধ্যাপিকা হবেন হয় তো।

    এর পর খুব শান্তিতে গল্প করে শান্তিনিকেতন পৌঁছনো গেল দুপুর দুপুর। স্টেশন থেকে ট্যাসকি নিয়ে সো-জা কান্ট্রি রোডস। সেখানে সামরান, শ্রীপর্ণা অনমিত্রদের সাথে আমাদের জন্য অপেক্ষা করছিল গরম ভাত আর দেশী মুরগির ঝোল।

    খেয়ে নিই, তারপরে লিখব আবার, কেমন?
  • sosen | 24.139.199.1 | ০২ নভেম্বর ২০১২ ১৩:১৩544684
  • বাচ্চা মেয়ে!!!!! X-(
  • Tim | 188.91.253.11 | ০২ নভেম্বর ২০১২ ১৩:১৮544685
  • "পাইয়ের সঙ্গে এক অপরিচিত গোলগাল মহিলা"

    এইতো এখানে গোলগাল মহিলা বলেছে। পড়লেই বেশ একটা পঞ্চাশের আসেপাশে বয়সের কেউ মনে হয়।
  • sosen | 24.139.199.1 | ০২ নভেম্বর ২০১২ ১৩:৪১544687
  • ঐটাই ভালো ছিল তো। আবার বাচ্চা মেয়ে বল্লো কেন?
  • sch | 132.160.114.140 | ০২ নভেম্বর ২০১২ ১৩:৫০544688
  • আহা সোসেন দিদি রাগেন কেন - বেলুন হাতে ছবি তুলবেন আর কেউ বাচ্চা বললে রাগ করবেন - এ কেমন কতা
  • kumu | 132.160.159.184 | ০২ নভেম্বর ২০১২ ১৩:৫৪544689
  • ছবি দেকে বোঝা যাচ্চে না কে কোনটা-
    লেবেল কই,লেবেল?
  • kumu | 132.160.159.184 | ০২ নভেম্বর ২০১২ ১৪:০০544690
  • বেলুন হাতে ছবি পেলাম না খুঁজে-----
  • dd | 120.234.159.216 | ০২ নভেম্বর ২০১২ ১৪:০৩544691
  • বাচ্ছা মহিলা বল্লে কোনো ডিসপুট থাকে না।
  • siki | 24.140.82.133 | ০২ নভেম্বর ২০১২ ১৪:১২544692
  • তাও তো শিশুমহিলা বলি নি। সেই কার যেন কবিতায় ছিল, ও শিশুমহিলা, তুমি কি আমাদের পিকলুর ঘরণী হবে?
  • Tim | 188.91.253.11 | ০২ নভেম্বর ২০১২ ১৫:১৫544693
  • কিন্তু পাইয়ের এই অপরিচিত মহিলাদের সাথে যত্রতত্র যাওয়া খুব বিপজ্জনক। বেলুচিস্তানে ধরে নিয়ে যেতে পারে।
  • kumu | 132.160.159.184 | ০২ নভেম্বর ২০১২ ১৫:১৯544694
  • নিয়ে গেলেও ফেরত দিয়ে যাবে।
  • siki | 24.140.82.133 | ০২ নভেম্বর ২০১২ ১৫:২১544695
  • হ্যাঁ, ফিরিয়ে দিয়ে বলবে, মিশটেক, মিশটেক।
  • kumu | 132.160.159.184 | ০২ নভেম্বর ২০১২ ১৫:২৬544696
  • ও শিশুমহিলা,তুমি কবে হবে পিন্টুর ঘরণী? উৎপলকুমার বন্দ্যোপাধ্যায়।
  • Kaju | 131.242.160.180 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৩০544698
  • ফিরিয়ে দিতে গেলে অন্য কোনো পাই-নাম্নীর অস্তিত্ব থাকতে হবে।

    প্রশ্ন হচ্চে -

    পাই নামে অন্য খুকি পাইবে কি?
  • Tim | 188.91.253.11 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৩২544699
  • পাই-ক্লোন?
  • siki | 24.140.82.133 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৩৫544700
  • চিনতে কষ্ট হয় না, কারণ, যদিচ ধুলোময়লা লেগে একেবারে রঙচটা বিবর্ণ হয়ে গেছে। তবু অভিজ্ঞ লোক বাইরের পাঁচিলের গ্রিলে দড়ি দিয়ে ঝোলানো ন্যাকড়া টাইপের কাপড়টা দেখলেই এক লহমায় চিনতে পারবে, ওটা গুরুচন্ডালীর ব্যানার।

    ওপরে ওঠার জন্য দুটো সিঁড়ি, একটা সোজা, কাঠের তৈরি, একটা একটু ঘোরানো, লোহার। সাঁঝ প্রথমবার ওঠার সময়ে খুব চিন্তায় পড়েছিল এই জন্য যে, কোন সিঁড়িটা দিয়ে ওঠা উচিত, আর কোনটা দিয়ে নামা উচিত। আমি বেশি চিন্তা করি নি, কারণ হুঁকোমুখো হ্যাংলারও দুটিমাত্রই ল্যাজ ছিল, আর তাই নিয়ে সে যথেষ্ট সমস্যায় পড়েছিল।

    ভরপেট খাওয়াদাওয়ার পরে জনতা যখন শান্তিপূর্ণ বিশ্রাম নিচ্ছে, আমি তখন ফুলদমে কংকলে। এদিকে ডেটাবেস স্ট্রাকচারিং, ওদিকে এলড্যাপের ফুলঝুরি, সামনে খালি হয়ে যাওয়া দিশি মুরগির ঝোলের বাটি। তা সে কলও এক সময়ে সেশ হল। এইবার বেরুতে হবে, সন্ধ্যে সাতটাতেই সৌরভের গান, সুপুরের রাজবাড়িতে।

    বাপ্পো, ট্যাসকি পাওয়া কী ঝামেলা শান্তিনিকেতনে! এক দাদা দাবি করলেন বারোশো টাকা। অনেক দরাদরি করে হাজারের নিচে নামলেন না। সময় কিলোমিটার সবকিছু হিসেব করে দেখলাম রেটটা দিল্লির থেকেও একটু বেশিই পড়ছে। তারপরে আরেকজনকে ফোন করাতে তিনি একেবারে তেরোশো টাকার কমে নামলেনই না। অগত্যা ফিরে ফোন করা হল প্রথম জনকে। তিনি ততক্ষণে একটু নরং হয়ে আটশো টাকায় রাজি হলেন।

    ছটার সময়ে গাড়ি এল। গড়গড়িয়ে চলল গাড়ি সুপুরের পথে। অনমিত্রর মুখে তখন খই ফুটছে, তার মধ্যেই দু বার ব্যাংডেল ব্যাংডেল শুনেই কেমন খটকা লাগল। তোমার কি ব্যান্ডেলেই বাড়ি নাকি?

    অনমিত্র বলল, হ্যাঁ তো! তোমারও কি তাই?

    -- লে হালুয়া। আমিও তো ব্যান্ডেলেই। কোন পাড়ায়?
    -- ঐ তো অমুক পাড়ায়। তোমার?
    --আরে আমার তো পাশের পাড়াই।
    --তুমি ঝর্ণা ম্যাডামকে চেনো? ব্যান্ডেল বিদ্যামন্দিরের টিচার ছিলেন?
    --আরে ঝর্ণাজেঠিমার পাশের পাশের বাড়িটাই তো আমাদের। ক্কীআশ্চর্য!

    এই বেলা বাকি জনতা হাঁহাঁ করে আমাদের থামিয়ে দিল, কারণ ব্যাপারটা নাকি সেই বিখ্যাত মাতাল বাপ-ছেলের জোকের দিকে চলে যাচ্ছিল। এতক্ষণে বুঝলাম স-এর হিসেবে ব্যান্ডেল থেকে দুজন আর দিল্লি থেকে আড়াইজনের আসল মানে-টা কী ছিল।

    সন্ধ্যেবেলায় যখন আমরা খুঁজেপেতে সুপুরের কাছারিবাড়ি, না-না, রাজবাড়িতে পৌঁছলাম, তখন সবেমাত্র ঠাকুর বিসর্জন হয়েছে। আদিবাসীদের দল ধামসা নিয়ে সামনের ছোট্ট চাতালটায় উত্তাল নাচাগানা করে যাচ্ছে। দু একটা কালিপটকাও ফাটছে।

    রাজবাড়ির বড় নাকি মেজো নাকি সেজো ছেলে আমাদের আপ্যায়ন করে পাশের গলি ধরে নিয়ে গেলেন বাড়ির ভেতরপানে। অন্ধকার তখন একটু একটু করে ঘন হচ্ছে।

    ভেতরে টানা দালান। সৌরভ এসে পরিচয় করে গেল আমাদের সবার সাথে। তার সঙ্গের যন্ত্রীরা তখন সুর-লয় মেলাচ্ছিলেন যে-যার যন্ত্রে।

    এইবার স বা পাই আগে বাড়াক।
  • siki | 24.140.82.133 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৩৬544702
  • পম্যা, পুরো কবিতাটা হবে প্লিজ? ছোট তো!
  • siki | 24.140.82.133 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৩৬544701
  • ইয়েস, ইয়েস, উৎপলকুমার বন্দ্যোপাধ্যায়।

    পটাশম্যামকে কালটিভেট করতেই হচ্ছে।
  • sosen | 24.139.199.1 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৩৯544703
  • বেলুন নিয়ে খোঁটা দেওয়া কেন? আমি বেলুন বড্ড ভালোবাসি।
  • kumu | 132.160.159.184 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৪০544704
  • মাতাল বাপ-ছেলের জোক??কোনটা?
  • siki | 24.140.82.133 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৫১544705
  • (এটা অভিনয় করে না দেখালে জমবে না)

    দুই মাতাল পানশালায় বসে মাল খাচ্ছে। একসময়ে এক মাতাল অন্যজনকে বলে উঠল,

    -- আ-আচ্ছা ভাই, আপনাকে কোথায় যেন দেখিচি দেখিচি বলে মনে হচ্চে। কোথায় থাকেন ভাই আপনি?

    -- কলকাতায়।

    --কলকাতায়? আরে আমিও তো কলকাতায় থাকি। তা, উত্তুরে, না দোক্‌খিনে?

    -- উত্তরে।

    -- উত্তরে? আরে আমিও তো উত্তরে থাকি। তা, কোন পাড়ায় থাকা হয়, ভাইটি?

    -- খগেন মিত্র লেন।

    -- খগেন মিত্র লেন? আরে আম্মো তো খগেন মিত্তিরে থাকি। .... ডানদিকে বাড়ি, না বাঁদিকে?

    -- বাঁদিকে।

    -- বাঁ দিকে? আরে আমার বাড়িও তো বাঁ দিকে। ইয়ে, লালবাড়ি, না লীলবাড়ি?

    -- নীলবাড়ি।

    -- নীলবাড়ি? আরে আমিও তো নীলবাড়িতে থাকি। একুশ নম্বর, না বাইশ নম্বর?

    -- বাইশ নম্বর।

    -- বাইশ নম্বর? আরে আমিও তো বাইশ নম্বরে থাকি।

    এই পর্যন্ত শুনে পানশালায় আরেকজন লোক থাকতে না পেরে এক বেয়ারাকে ডেকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, এদের ব্যাপারটা কী বলো তো? এরা একই পাড়ায়, একই গলিতে, একই বাড়িতে থাকে অথচ কেউ কাউকে চিনতে পারছে না?

    বেয়ারা হাত নাড়িয়ে বলল, আরে ছাড়ান দেন তো। ওরা দুটো বাপ ব্যাটা। মাল খাবার পরে সব ভুলে যায়।
  • kumu | 132.160.159.184 | ০২ নভেম্বর ২০১২ ১৫:৫৯544706
  • ঃ্‌))
  • sch | 132.160.114.140 | ০২ নভেম্বর ২০১২ ১৬:০৫544707
  • sosen 3:39 , QED
  • siki | 24.140.82.133 | ০২ নভেম্বর ২০১২ ১৭:০৬544710
  • QED মানে কি হিনী? তাইলে আম্মো দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন