এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২০৮৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 69.185.236.51 | ০৭ নভেম্বর ২০১২ ১৬:৩১544744
  • ক্যাবাৎ, ক্যাবাৎ!! ঃ))
  • | 127.194.88.101 | ০৭ নভেম্বর ২০১২ ১৮:৩২544745
  • কে বলেঃ

    " বাংলার মাটি
    (আমাদের) দুর্জয় ঘাঁটি
    দায়িত্ব নিয়ে
    (আমরা) করবো মাটি
    মানো না মানো
    এই কথ টা খাঁটি"
  • siki | 24.140.82.133 | ০৭ নভেম্বর ২০১২ ২০:২৬544746
  • শিবাংশুদার আইডিয়াটা মনে ধরেচে, ঐ অপশনাল ব্যাপাট্টা সমেত। পায়ের তলায় সুড়সুড়ি দেবার এমন মওকা রোজ রোজ পাওয়া কম কথা নয় :)
  • রাকৃভ | 125.187.60.179 | ০৭ নভেম্বর ২০১২ ২১:৩৪544747
  • একটু চা হবে ? " হরি" গোত্রীয় হলে ভাল হয় । শিবাংশু খেয়েছে ।
  • siki | 24.140.82.133 | ০৭ নভেম্বর ২০১২ ২১:৪২544748
  • ও হ্যাঁ, শিবাংশুদার ছড়ার জন্য আমার তরফ থেকেও ক্যাবাৎ, ক্যাবাৎ।
  • রাকৃভ | 125.187.60.179 | ০৭ নভেম্বর ২০১২ ২১:৫১544749
  • আমার তরফ থেকেও ক্যাবাৎ, ক্যাবাৎ।
  • টিম বইমেলা | 127.194.84.33 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৭544750
  • বইমেলা ফেরত চণ্ডালে অ গুরুজনেতে আগামীকল্য এক ভাটাসর বসাইবে ৯/২ বলরাম বসু ঘাট রোডের সুব্রত মুখুজ্যের বাড়িতে। আনুষ্ঠানিক সময় বেলা ১২টা হইতে শুরু করিয়া যে যতক্ষণ ভাটাইতে পারেন।

    হাজিরা খাতায় নাম লেখানো গুরুজন অ চণ্ডাল তালিকা-
    ১। সৈকত
    ২। কাবলিদা
    ৩। সোসেন
    ৪। স্যান
    ৫। সঙ্গীতা উর্ফ রাত্তির
    ৬। দীপ্তেনদা উর্ফ ডিডি
    ৭। রঞ্জনদা
    ৮। অচিন্টিরূপ
    ৯। ওমনাথ
    ১০। রূপঙ্করদা
    ১১। দীপাদি
    ১২। সামরান
    ১৩। ব্যাসদেব
    ১৪। জয়াদি
    ১৫। সুমেরু( সম্ভাব্য)
    ১৬। গায়ক
    ১৭। বাদ্যকর
    ১৯। শুভ্রদীপ

    আপাতত এই তালিকা পাওয়া গিয়াছে। নাম কমিতে বা বাড়িতে পারে। যাদের নাম এই তালিকায় নেই সেইসব চণ্ডালদের যারা কলিকাতায় আছেন এবম ভাটাসরে আসিতে ইচ্ছুক তিনি/ তাঁরা হাজিরা খাতায় নাম লিখাইলে বাধিত হইব।

    বি দ্রঃ গায়ক-বাদ্যকরের নাম দেওয়া যাইবে না। গুরুর নিষেধ।
  • pi | 81.206.11.78 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৭544752
  • আম্মো।
  • siki | 132.177.63.23 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৭544751
  • আমাকে কি একটা রিটার্ন এয়ারফেয়ার স্পনসর করা হবে? তাইলে আমি ভেবে দেখতে পারি আমার নাম জুড়ব কিনা।
  • | 116.51.146.226 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫১544754
  • ঃ((((((((
  • kumu | 132.176.32.39 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৩544755
  • আমিও,একপিটের এয়ারফেয়ার হলেই-
  • dd | 125.187.33.227 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৩544756
  • কাবলে বুরোর বাড়ীর যাওয়ার সোর্স কোড চাই। ক্যামনে যায়?
    ধরুন, মেট্রোতে গ্যালাম। তো কোন ইস্টিসনে নেমে কি ভাবে যাবো?
    বা বাসে গ্যালে ?
    খ্যাল রাখবেন কলকেতার হাল হকিকৎ সবই ভুলে গেছি। আর টেসকিতে চড়ি না। তো এই সব ভেবে স্টেপ বাই স্টেপ ডিরেকশন দিবেন।
    আমি এখুনি বাধ্য হচ্ছি একটি পাড়ার ফাংশানে গিয়ে হাঁ করে বসে থাকতে। এরম ভাবে নটা সাড়ে নটা পর্যন্ত্য কাটালে তবে গিয়ে পাবো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস।

    ফিরে এসে যেনো সব ইনফো পে' যাই।
  • 4z | 152.176.84.188 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৯544757
  • আম্মো।
  • dd | 125.187.33.227 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০১544758
  • ভালো কথা। আমি থাকি অ্যারপোর্টের কোল ঘেঁষে।
    সেটাও মাথায় রাখবেন।
  • sosen | 125.242.164.232 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৭544759
  • কাবলিদার পুরনো পোস্ট। নিজেও খুঁজছিলাম।
    Name: kd

    IP Address : 69.93.213.184 (*) Date:01 Oct 2012 -- 12:43 PM

    পাইদিদি বললো আমার বাড়ির ডিরেকশন দিতে।

    মেট্রোতে এলে নেতাজী ভবনে নামবেন। জগুবাবুর বাজারের ঠিক উল্টো দিকের রাস্তা (দেবেন্দ্র ঘোষ রোড) দিয়ে হরিশ মুখার্জি রোডে বাঁদিকে এগোন। মিনিট পাঁচেক বাদে বাঁহাতে হরিশ পার্ক পড়বে। সামনের ট্র্যাফিক লাইটে ডানদিকের রাস্তায় (বলরাম বোস ঘাট রোড) ঢুকে পড়ুন। একটু এগিয়েই ডানহাতে পড়বে "গোপীনাথ মিষ্টান্ন ভান্ডার" (ওই রাস্তায় একমাত্র মিষ্টির দোকান - লোকে বলে গুপির দোকান)।
    মিষ্টির দোকানের ঠিক পাশ দিয়েই গলি - ঢুকে সোজা হাঁটতে থাকুন। মাঝে একটা খিলেনের (বাংলায় যাকে বলে আর্চ) তলা দিয়ে যেতে হবে। গলিটা ধাক্কা খাবে আমার বাড়িতে। ৯/২ লেখা দরজা দিয়ে ঢুকে বাঁদিকে দরজায় বেল মারুন।
    অসুবিধেয় পড়লে ফোন করুন - ৯৮৩-০২৯-১০১৯

    বাড়ির এদিকসেদিক গুরুর পোস্টার মারা আছে - ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স কিনা।

    ও হ্যাঁ, হরিশ পার্কের ট্র্যাফিক লাইটের পর ডানদিকের ফুটপাথ ঘেঁষে গাড়ি পার্ক করা যায়। আর হ্যাঁ, ওই সময় ওই রাস্তা ওয়ান-ওয়ে, দক্ষিণমুখো।
  • siki | 132.177.244.21 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৬544760
  • ভবানীপুর মিত্র ইনস্টিট্যুশন চেনেন? হরিশ পার্ক? মেট্রো করে কাব্লিদার বাড়ি যাওয়া যায় কিনা জানি না। তবে ঐ মিত্র ইনস্টিট্যুশনের ঠিক উল্টোদিকে একটা গলি আছে, গলির মুখে লেখা আছে বলরাম বোস ঘাট রোড।

    ঢুকে যান। একটু এগোলেই দেখবেন ডানদিকে একটা মিষ্টির দোকান। মিষ্টির দোকানের গা ঘেঁষে একটা তস্য গলি ঢুকে গেছে। ঢুকে যান। দুটো বাড়ি পেরোলেই দেখবেন সিমেন্টের তোরণে বড় বড় করে লেখা ৯/২। তার পেছনে দোতলয় একটা জানলা, সেখানে কাবলিদা মুন্ডু বাড়িয়ে রেখেছে। মুন্ডু না দেখতে পেলে হাঁক পাড়ুন বা তোরণ পেরিয়েই বাঁদিকের প্রথম দরজায় ধাক্কা মারুন।

    ব্যস।
  • siki | 132.177.244.21 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৭544761
  • ওহো, কাব্লিদা লিখে দিয়েছে। হ্যাঁ। গলিটা মিত্র ইনস্টির ঠিক উল্টোদিকে।
  • kiki | 69.93.240.211 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৩544762
  • মেট্রো স্টেশনঃ যতীন দাস পার্ক। ওখান থেকে হেঁটে যেতে পার্বেন, যদি হাঁটার অভ্যেস থাকে।
  • টিম গুরু | 127.194.80.126 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৪544763
  • রাত্তির নিশ্চয়ই ইতিমধ্যেই বাড়ির ঠিকানা পত্তর সব পেয়ে গেছে।

    কিকির ব্যপারটা কি? সে সর্বত্র অনুপস্থিত কেন? মেলাতেও যায় নাই, নিজেকে ' আমি কিকির ছেলে' পরিচয় দিয়ে বাচ্চা একটা ছেলে এসে লিস্টি মিলিয়ে বই-ম্যাগ নিয়ে গেছে। কিকি নিজে আসে কেন?
  • -- | 127.194.80.126 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৭544765
  • আসে নাই
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০১544766
  • আমার উপস্থিত থাকা হল না ঃ( হালার আপিস ....
  • -- | 127.194.80.126 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২544767
  • :-((
  • raatri | 24.99.142.230 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২১544768
  • হ্যাঁ,হ্যাঁ,পেয়ে গেছি।
  • | 132.167.14.74 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৬544769
  • (ব্যাঙের অনুরোধে)

    ১। পূর্ণ সিনেমা কে বাঁ দিকে রেখে ওর ঠিক পশের গলি দিয়ে এগিয়ে যান

    ২। বেশ খানিক টা যাবার পরে এই রাস্তা টা গিয়ে একটা মেন রাস্তায় পরেছে।

    ৩। যেখানে আপনি মেন রাস্তায় মিশলেন ঠিক তার উল্টো দিকে আরেক টা গলি আছে। মেন রাস্তা টাকে বাংলা টপকে ও ই অপেক্ষাকৃত সরু গলি তে চলে যান।

    ৪। এই গলি টা সামনের দিকে ক্রমশঃ ছোট হতে থকবে। ভয় না পেয়ে এগিয়ে যান।

    ৫। খানিক টা এগোনোর পরে ডা হাতে এক পিস মিষ্টির দোকান দেখবেন,( নাম টা ভু;লে গেছি)

    ৬। এই মিষ্টির দোকনের একদম পাশ দিয়ে যে সরু গলি টা গেছে তার লাস্ট বাড়ি টা কাবলি দার ( যেখানে গলি শেষ হচ্ছে!!)
  • | 132.167.14.74 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৮544770
  • মানকে সবে বিদেশ থেকে ফিরেছে।
  • প্পন | 126.203.158.77 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৫544771
  • এইবার বোঝা যাচ্ছে?

  • pi | 81.206.11.78 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৬544772
  • কাব্লিদার বাড়ি যাওয়া খুব সোজা। আমি যে আমি , সেই আমিও সেদিন কাকে একটা ডিরেকশন দিলুম !
  • siki | 132.177.145.3 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪১544773
  • ব্যাঙ আমাকে সহ্য করতে পারে না। নইলে আমার দেওয়া ডিরেকশনকে ভুলভাল বলে? ব্যাঙ কি ভূগোলে তেরো পেয়েছিল?
  • pi | 81.206.11.78 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫৩544774
  • কী ভাল গান চলছে !
  • kumu | 132.176.32.39 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫৫544776
  • সিকি ভাল ডিরেকশন দ্যায়।
    সিকির ডিরেকশন ফলো করে আমি একচান্সে কলি ও দিল্লী বইমেলায় গুরুর স্টল খুঁজে পাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন