এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২০৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 69.93.246.103 | ০৪ অক্টোবর ২০১২ ০৩:১০544577
  • আমি এখনও মনে মনে সৌরভের গান শুনে চলেছি। জানো তো, প্রাইমারী ভাট শেষ হওয়ার পর সেকেন্ডারী ভাট বেশ অনেক্ক্ষণ চলেছিলো - আর সৌরভও বেশ মুডে ছিলো (আমার মনে হয় সৌরভ আমায় খুব ভালোবেসে ফেলেছে)।
  • sosen | 125.242.51.215 | ০৪ অক্টোবর ২০১২ ০৮:১৮544578
  • সেই তো উঠতেই ইচ্ছে করছিল না! :( নেহাত এত দূরে ফিরতে হবে বলে!
    পাই কি ছবি তোলেনি? গল্প লিখবে না?
  • siki | 24.140.82.133 | ০৪ অক্টোবর ২০১২ ১১:০৭544579
  • ক্যানে? পাই বাদে বাকিরা কি ভাটে প্রেজেন ছিল না?

    গল্প চাই, ছবি চাই, নইলে সর্বসম্মতিক্রমে আমি এখনই কলকাতা ভাটকে এ বছরের সুপারফ্লপ ভাট বলে ডিক্লেয়ার করব।
  • pi | 132.163.46.120 | ০৪ অক্টোবর ২০১২ ১১:২২544580
  • গান নিয়ে সেদিন ভাটে লিখলাম তো। আমার সত্যি সময় হচ্ছেনা। মা আবার অসুস্থ।
    আর আরো তো দশ বারোজন এসেছিলেন, তাঁদের ক'জন লেখার সনয় পাবেন, জানিনা। অনেকেই নীপা বা বুবুভার লেখালেখি করেন, টইতে লিখতে অভ্যস্ত নন।
    সোসেনের লেখার কথা ছিলনা ? দুখেদা ?

    ছবি আমি কিছু তুলেছি বটে, কিন্তু সৌরভের গান থেকে উঠতে ইচ্ছে করছিলই না বলে , আর গান শুনতে শুনতে আর কিছু করতেও ইচ্ছে করছিলনা বলে সেগুলো সব এক জায়গা থেকে বসে বসে ঐ একটা দুটো ফোটো। আর তার আগে তো কাব্লিদার বিচিত্র গপ্পো শুনতে ব্যস্ত ছিলুম।
  • | 127.194.101.134 | ০৪ অক্টোবর ২০১২ ১৭:১৯544581
  • এ হ্যালো হ্যালো!
    জনতা কি এটা বিশ্বাস কল্লো নাকি যে ফ্লপ ভাট হয়েছে!!!
    গুরু পড়া পাব্লিক ঠাট্টা বোঝে না এটাও দেখতে+শুনতে হল!!!!!

    মাইরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    এত আচ্চয্যি তো জলদি হইনি সত্যিই বলছি!

    যারা আসেনি বা এসে উঠতে পারেননি তারা সত্যিই মিস করেছেন। দুখেবাবুকে সঙ্গে নিয়ে জ্যাম ঠেলে বম্বেপি এসেছে। সিরিয়স অসুস্থ রোগী ছেড়ে রেখে সুমিত ডাগদার এসেছে। আমি অসুস্থ ছিলাম, তাও গেছি, বেশিক্ষণ ছিলাম না যদিও। সুমেরু সক্কলের আগে থেকে এসে বসেছিল। সুরজিতদা এসেছিলেন। সুরজিতদা গান্ডুর চিত্রনাট্যকার। কাবলদিয়া তো ছিলেনই। এসেছিল মৃগাঙ্ক, ধার্মেন্দ্র। এসেছিল সোনালী। আর কে এসেছিলেন মনে পড়ছে না। সৌরভ তো এসেছিলই।

    ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কাউকে নেমন্তন্ন গোছের করে ডাকা হয়নি। ভাটে+টইতে এবং খোমাখাতায় লিখে দেওয়া হয়েছিল, তাতে যাঁদের আসতে মঞ্চেয়েছে, এসেছেন। শ্রীপর্ণা-অনমিত্র সদ্য সদ্য দম্পতি হয়েছে এবং দাম্পত্যটাকে বোঝার চেষ্টায় আছে যার ফলে শেষ মুহূর্তে আটকে গেছে, আসতে পারেনি। এই তো! ফ্লপ? আমি এয়ার্কি কল্লাম আর পাব্লিক খেলো সেটা!!

    সৌরভ মণি। ওর গান অনেকেই তারা মিউজিকের আজ সকালের আমন্ত্রণে অনুষ্ঠানে, এম টিভির কক স্টুডিওর অনুষ্ঠানে দেখেছেন, শুনেছেন। যাঁরা সামনে বসে শোনেননি তাঁরা জানেন না এবং জানবেন ও না যে সৌরভ ওইসব যন্ত্রপাতি-মাইক ইত্যাদির সামনে ভুলভাল গায়। সৌরভকে শুনতে হয় সমুখে বসে। সঙ্গতে একখান দোতারা শুধু থাকবে। কল্লোলদা ভাল বলতে পারবে এই ব্যপারে।

    সেদিন রাতে ভাট সেরে মণি আমার বাড়ি চলে এসেছিল, পরদিন আমার হাতে খেয়ে যাবে বলে। রান্না ইত্যাদি সেরে ওর সঙ্গে বসেছিলাম। চারখানা গান ও শুনিয়েছে আমাকে। জীবনে কখনও কারও গান শুনে কাঁদিনি। চার নম্বর গানখানি গেয়ে সৌরভ আমাকে কাঁদিয়ে দিয়েছে। গান শেষে আমি চুপ করে বসে আছি, সৌরভ হাসছে। বলে দেওয়া দরকার নইলে আমাকে ছিঁচকাঁদুনে বলে ভুল বোঝার অবকাশ থেকে যাবে, আমি সহজে কাঁদি না। খুব কম বিষয় আছে যা কিনা আমাকে কাঁদাতে পারে বা কাঁদায়।

    একবার বিক্রমকে দেখেছিলাম বিএলএর আগ্নের গাওয়া 'যে রাতে মোর দুয়ারগুলি' শুনে অঝোরে চোখের ফেলছে। এছাড়া কাউকে গান শুনে কাঁদতে দেখিনি, নিজে তো কাঁদিনি জন্মেও।

    একটু সেন্টু খেয়ে গেছি, জনতা মার্জনা করিবেন।

    আমি বম্বেপি, আমাদের ইপ্সিতাকে ক্ষ্যাপানোর জন্যে ফ্লপ ভাট লিখেছিলাম, কেউ যদি না বুঝতে পেরে থাকেন সেটা তাদের অপারগতা। আমি দুঃখিত বম্বেপির কাছে। আমার ঠাট্টা আশা করি তুমি অন্তত বুঝতে পেরেছ। নইলে সত্যি নিজেকে অপরাধী লাগবে, লাগছে।
  • | 69.161.187.72 | ০৪ অক্টোবর ২০১২ ১৭:২৮544582
  • স কি সুমেরু নাকি?
  • sosen | 111.63.126.232 | ০৪ অক্টোবর ২০১২ ১৭:৫৬544583
  • স-দি কে ক।
    এম টি ভি কোকে দেখে বা তারা মিউজিকে দেখে সৌরভের গানের সম্বন্ধে কোনো ধারণাই হয়না।
    প্রাণ জুড়িয়ে নিয়ে এসেছি।
    লিখতে আমি পারিনি- ভালো লাগার চেয়ে বেশি আর কি লিখি । ক্যামেরা নিয়ে গেলে কাজে দিত হয়ত। কিন্তু তা-ও হয়নি।
    শুনলাম কিছু লোকগীতির উত্সকথা, আর লালন থেকে আব্বাস একটা ছোট্ট পরিক্রমা, কলকাতার পরিধি নিয়ে আড্ডা ,ইপ্সিতার মিষ্টি গলা, আর কাবলিদার জমাটি গল্প ----কাবলিদার ভুতো কি শান্ত কুকুর, আমার খুব ভালো লেগেছে ওকে। একটা ছোট্ট ইঁদুর আমাদের পায়ের কাছে গুরগুড়িয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর এত্ত এত্ত পাঁপড়, সেই সাথে স্যালাড আর বিজলিগ্রিলের ফিস রোল, খেয়ে পেট মন ভরিয়ে নিয়ে এসেছি।
  • | 69.161.187.72 | ০৪ অক্টোবর ২০১২ ১৮:৩২544584
  • ওহো সামরান। ছরি ছরি ঃ(
  • siki | 24.140.82.133 | ০৪ অক্টোবর ২০১২ ২০:২৪544585
  • গুড।

    এইবার ছবি চাই। আর সম্ভব হলে সৌরভমণির সেই কাঁদানিয়া গানের অডিও চাই।
  • pinaki | 148.227.189.8 | ০৪ অক্টোবর ২০১২ ২৩:৪১544587
  • ২৩-৩১ ডিসেঃ কলকাতায় থাকব। অরণ্যদা সেই সময় একটা কলিভাটের কথা বলছিলেন না? সেটা যেন অবশ্যই হয়। আর তাতে যেন এই সৌরভের গান শুনতে পাই। নইলে ভালো হবে না - এই এখন থেকে বলে রাখলাম।
  • dukhe | 212.54.74.119 | ০৫ অক্টোবর ২০১২ ১০:৩৫544588
  • ভাট নিয়ে লেখার খুব কিছু নেই । ফর দ্য সেক অফ কমপ্লিটনেস বিজলী গ্রিলের ফিশ রোলের আকণ্ঠ প্রশংসা বাদ দিলে । অডিও রেকর্ডিং ছাড়া এই ভাটের কিসুই বোঝানো যাবে না । কে বলে বাঙালীর একটাই সৌরভ ?
  • | 127.194.101.94 | ০৫ অক্টোবর ২০১২ ১২:১৩544589
  • সিকি,
    আমার ফোনে ধরা আছে চারখানা গান। একটু সময় নেব কিন্তু আপলোড করে দেব। এছাড়াও মণির কাছ থেকে নিয়েছি ওর গাওয়া আরও খান চারেক গান। সেগুলোও তুলে দেব। তবে সেদিনকার ভাটের কিছু নেই আমার কাছে। তবে ওই। গান হয়ত শোনা যাবে, কিন্তু ...

    একটু আগে থেকে জানিও সকলেই কে কবে আসছ। পোলায় পেট চালানোর ধান্দায় বহু জায়গায় ঘুরে ঘুরে গান গায়, পাতি রুটিরুজির জন্যে।

    পিনাকী, ডিসেম্বরে যদি সৌরভ ফাঁকা থাকে তবে অবশ্যই ধরে নিয়ে যাব। যেখানেই হোক না কেন জমায়েত।

    যাই হোক। শমীক নেক্সট যখন কলকাতা আসবে, চেষ্টা করব আমার বাড়িতে একটা জমায়েত করার আর তাতে যেন মণি অবশ্যই থাকে সেই চেষ্টাও করব। সামনে বসে না শুনলে কিস্যু বোঝা যাবে না এটুকু গ্র্যান্টি।

    মাইক, নানান রকমের বাজনা সবার জন্যে নয় বোধ হয়। এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। ঢাকার লোকসঙ্গীত সংগ্রাহক, গায়ক মাহবুব পিয়ালের ক্ষেত্রে। আমি প্রথমে পিয়ালের গান শুনি সিডিতে। সিডিখানি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল ঢাকার বন্ধু সাগর। একদিন ছিলাম ঢাকায়, পিয়াল অসুস্থ ছিল তাই আসতে পারেনি গান শোনাতে, সাগর তখন ফোনে তাকে হুমকি দিয়েছিল, মিঞা, জলদি কলকাতায় সিডি পাঠানোর ব্যবসথা কর। সেদিন ঢাকার দোকানপাট কোন এক কারণে বন্ধ ছিল তাই সেডি কেনা যায়নি।

    সাগর পিয়ালকে বলেছিল, মিঞা, গান গাও কিয়ের লাইগ্যা যদি হুনাইবার না পারো? ৭দিনের মাথায় আমার বাড়ির ঠিকানায় একখানি ক্যুরিয়ার আসে একটাই এলবামের ৫খানি কপি। এর পর থেকে যতগুলো এলবাম বেরিয়েছে সব কটিরই ক্যুরিয়ার এসেছে ৫কপি করে। আমার ভালই লেগেছিল গান, কিন্তু কানে রয়ে গেছিল সাগরের কথা, পিয়ালের গান সামনে বইয়া হুনতে অয়, নইলে স্বাদ পাইবা না। সিডি তো ঘোল মাত্র!

    শেষবার যখন ঢাকায় গেলাম, তখন পিয়ালকে শুনলাম। গোটা রাত্তির গান শুনিয়েছিল পিয়াল, কাঁকন আর কফিল আহমেদ মিলে। অক্ষরে অক্ষরে সাগরের কথার সত্যতা উপলব্ধি করেছিলাম। রেকর্ডিং পিয়ালের দু আনা হয়ত থাকে। তার বেশি নয়। পিয়াল নিজেই বলে, মাইকের সামনে সে ঘাবড়ে যায়। একই কথা সৌরভের ক্ষেত্রেও সত্যি। সৌরভ ঘাবড়ায় না কিন্তু কেন কে জানে প্রাণ খুলে গাইতে পারে না।

    ম্যালা ভ্যাজর ভ্যাজর করলাম। এদিকে বাড়িতে টানা মিনিভাট চলছে গত দু দিন ধরে। নির্ভেজাল আড্ডা চলছে ননস্টপ।
  • | 127.194.102.27 | ০৫ অক্টোবর ২০১২ ১২:১৬544590
  • রঞ্জন দা সেদিন বলছিল তুমি পা নিয়ে একটু ভুগছো এখন কেমন আছো?

    আমার ফোন হারিয়ে সবার নাম্বার গেছে। ঃ((
  • pi | 132.163.29.170 | ০৫ অক্টোবর ২০১২ ১৩:০৫544591
  • যাদের সাথে এখন মিনিভাট করছো, তাদের তোমার অতি উত্তম রান্নার সাথে একটু উত্তম মধ্যমও খাইয়ে দিও তো। সেদিনের ভাটে অম্নি ঝোলানোর জন্য।

    এদিকে আমার কাছে আরেকটা মিনিভাটের কিছুটা রেকর্ডিং আছে। ঝুমঝুমি, হৃদি , দ্যুতির মিষ্টি গলার।
  • siki | 24.140.82.133 | ০৫ অক্টোবর ২০১২ ২১:০০544592
  • তবেই হয়েছে। সিকি এখন কবে দিল্লি যাবে তাই জানে না, কলকাতা তো অনেক পরের স্টেশন।

    দেখি।
  • sri | 127.194.104.179 | ০৫ অক্টোবর ২০১২ ২২:৩৬544593
  • খ্যাক খ্যাক!! স দি প্রচুর ভালো ভালো রান্না-বান্না করে খাওয়াচ্ছে।।আপাতত উত্তম-টাই খাচ্ছি, মধ্যম টি পরেনি।। বড্ড লক্ষী হয়ে আছি যে।। :P
    আর সেদিন ঝোলানোর জন্য আমি মটেই দায়ী নই।। সব দোষ ওই হতচ্ছারার।। X(
  • aranya | 154.160.226.53 | ০৬ অক্টোবর ২০১২ ০২:২৮544594
  • পিনাকি, ডিসে ৩০-৩১ নাগাদ কলি ভাট করতেই হবে, প্পন-ও থাকবে তখন। কলকাতা-র স্থায়ী বাসিন্দা-দের ও পাওয়া যাবে আশা করি + ঐ সময়টায় যদি প্রবাসী, পরবাসী-রা আরও কেউ কেউ থাকেন ..
  • nina | 78.34.167.250 | ০৬ অক্টোবর ২০১২ ০৭:২৬544595
  • এই যো সামসুম--আম্মো আসছি--গান ভী শুনব আর সামরুর হাতের রান্না--আহা খাবই খাব--গতবার ফাঁকি দিয়েছে সামরু--পালালো লুরুতে ঃ-(
    ডিসেম্বর জানুয়ারি নাগাৎ--দিন ঠিক হলেই জানাব।

    পাই মা কেমন আছেন রে এখন?
  • pi | 127.194.5.216 | ০৮ অক্টোবর ২০১২ ০৮:২৬544596
  • নিনাদি, বেটার।

    আজ সন্ধেতে কাব্লিদার বাড়ি আবার ভাট। আগেরবারের অনুপস্থিত অনেকেই থাকছে(ন)। খুব শর্ট নোটিস, সোমবারের সন্ধের সময়টাও খুব অড, তবু ফাঁক কোঁকর পেলে চলে আসুন ! ঃ)
  • sosen | 24.139.199.1 | ০৮ অক্টোবর ২০১২ ১০:৩১544599
  • :(
    আমি থাকছিনা। :(
  • রাকৃভ | 125.187.60.68 | ০৯ অক্টোবর ২০১২ ০৯:৪৭544601
  • গতকাল, কাব্লির বাড়ীতে ভাট বসেছিল ! চিংড়ির ফিউশান শুনলাম দুটো ! জেবনের কাঠীটা এখনও তাথৈ তাথৈ নেত্য করতিসে !

    কাব্লি আজকাল পায়েসেও চিংড়ি খাচ্ছে ।

    রসগোল্লা কাসুন্দি দিয়ে খেতে হেব্বী টেস্ !
  • ranjan roy | 69.161.178.200 | ০৯ অক্টোবর ২০১২ ২০:৩০544602
  • গতকাল একটি কচি করে মিনিভাট ছিল। আমি কলেজ স্ট্রীটে গিয়ে প্রচন্ড বৃষ্টিতে আটকে গিয়ে যথারীতি দেরিতে পৌঁছুলাম। তখন বোধহয় ভাঙাহাট।
    রয়েছেন কাব্লিদা, রূপংকরদা, ঘনাদা ও বৌদি, অনমিত্র ও শ্রী--- আর জ্বর হয়ে অসুস্থ সামরান। তখন অনমিত্র-শ্রী কাব্লিদার গাড়িতে করে সামরানকে বাড়িতে ছেড়ে আসতে গেল।
    আমরা আশকথা-পাশকথা নিয়ে সময় কাটাচ্ছি। এমন সময় জয়াদি, ও আরেক ভদ্রলোককে নিয়ে পাই হাজির।
    উনি বেশ ইন্টারেস্টিং।
    সম্প্রতি একটি ইংরেজি পত্রিকার চাকরি ছেড়ে একটা প্রোজেক্টে যুক্ত হয়েছেন। একটি বাংলা পত্রিকা, যা শুধু গাঁয়ের লোকদের জন্যে সহজ বাংলায় লেখা হবে; বিক্রি করা হবে না, গণশক্তির স্টাইলে বিলবোর্ড লাগিয়ে তাতে পেস্ট করা হবে, যাতে জনগণ পড়তে পারবে। ওতে চাষবাষ-গ্রামবাংলার সমাজজীবন এইসব থাকবে। কোন সম্পন্ন ভদ্রলোক এটার স্পন্সর বা প্রোমোটার। উনি হাজার খানেক বোর্ড এর মধ্যে রাঢ় এলাকার বিভিন্ন গ্রামে লাগিয়েছেন।
    ( সাশা মরোজভেরা এখানেও আছেন!)
    তারপর উনি পৌরাণিক চরিত্রের নতুন ব্যাখ্যা নিয়ে আলোচনা শুরু করলেন। যেমন, পান্ডবেরা কেউ পান্ডুর ছেলে নয়, এমনি কিছু।
    ( আমারে শ্বশুরমশায় একটি হোমিও ওষুধ দশ বছর আগে কোলকাতা থেকে আনতে দিয়েছিলেন-- নিগান্ডু আমেরিকানা! ভাবলাম ওটা বোধহয় পান্ডুরই কোন নাম)
    পাগলা খাবি না আঁচাবো কোথায়?
    ঝাঁপিয়ে পড়লেন ঘনাদা ও রূপংকরদা।
    আলোচনা গড়ালো ব্রহ্মাবর্ত, আর্যাবর্তের এবং অযোধ্যার ভৌগলিক অবস্থান নিয়ে। উনি রবীন্দ্রনাথের' পারস্যে' প্রবন্ধের একটি লাইন ও প্রয়াত শশাংকশেখরের রিসার্চ পেপার নিয়ে রামায়ণের ব্যাপারটা আফগানিস্থানে বলায় উদোম তর্ক হলো। কাব্লিদা পুরো ব্যাপারটাকে মা-মাসি করলেন। জয়াদি ধরতাই দিতে লাগলেন।
    দূর্গা শব্দের উৎপত্তি ছত্তিশগড়ের দূর্গ থেকে( ভিলাইয়ের স্টেশন) বলায় আমার ছাতি ফুলে গেল।
    উনি মুদিয়ালির কাছে নেচার পার্কে বেড়ানোর প্রস্তাব দিলেন যেখানে চার লাখ গাছ ও সাইবেরিয়ান সারস আছে।
    আমি ওনাকে মোবাইলে স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে ব্রাউনি পয়েন্ট পেলাম। ও বৃষ্টি থামতেই নরেন্দ্রপুর পালালাম।
    ওনারা হুইস্কি ও ভদকা খেলেন। আমি বরফ দিয়ে কোল্ড ড্রিংক খেলাম। কোন মাছ-মাংস নয়। মাক্কালি!
  • aranya | 154.160.226.53 | ০৯ অক্টোবর ২০১২ ২১:১০544603
  • রঞ্জন-দা ভদকা ছেড়ে দিলেন !!
    মুদিয়ালি কি কলকাতার উপকন্ঠে কোথাও ? এই নেচার পার্কটাকে কাল্টিভেট করতে হবে।
  • pi | 127.194.13.103 | ০৯ অক্টোবর ২০১২ ২১:১৯544604
  • পাণ্ডু না, দুর্গা।

    অরণ্যদা, খুব ইন্টারেস্টিং। আর শুধু নেচার পার্ক বলেই না, আরো নানা ব্যাপার আছে। ওটা জেলেদের একটা কো-অপ থেকে তৈরি হয়েছে, এমনি আরো অনেক কিছু। কো-অপের নানান ব্যাপারস্যাপার ইঃ।
  • aranya | 154.160.226.53 | ০৯ অক্টোবর ২০১২ ২১:২১544605
  • বাঃ। এই রকম কাজকম্মো হচ্ছে শুনলে ভাল লাগে।
  • | 24.99.203.141 | ০৯ অক্টোবর ২০১২ ২১:৫২544607
  • *পানকৌড়ি
  • | 24.99.203.141 | ০৯ অক্টোবর ২০১২ ২১:৫২544606
  • এইটা কি সেই পুকুর রক্ষা করে, পানকোড়ি ফিরিয়ে এনে, মাছ ছেড়ে জেলেদের জমা দিয়ে যেইটা শুরু হয়েছিল সেইটা?
  • pi | 127.194.13.103 | ০৯ অক্টোবর ২০১২ ২২:০৩544608
  • সেটা মনে হয় আলাদা। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস কি ?
    এটাতে পোর্ট ট্রাস্টের গারবেজ ডাম্প থেকে এঁরা এই জিনিস বানিয়েছেন।ভেড়ি এঁরা নিজেরা বানিয়েছেন, ছিলনা। মানে, যা শুনলাম।
  • | 24.99.203.141 | ০৯ অক্টোবর ২০১২ ২২:১৪544610
  • হুঁ তাহলে আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন