এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২০৯০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 127.194.8.139 | ২৩ অক্টোবর ২০১২ ১৭:০৯544644
  • ব্যান্ডেল হইতে দুইজন আর দিল্লি হইতে আড়াইজন কি আলাদা আলাদা পাট্টি?
  • pharida | 192.68.166.138 | ২৫ অক্টোবর ২০১২ ২২:৪৮544645
  • আপডেট কৈ?
  • siki | 127.194.7.125 | ২৫ অক্টোবর ২০১২ ২২:৫১544646
  • আসিতেছে। আজ খুব ঘুম পাইতেছে। কাল সকালে নামাব।
  • nina | 78.34.167.250 | ২৬ অক্টোবর ২০১২ ০৫:০৪544647
  • সব ভাটুরেদের শুভ বিজয়ার এক আকাশ ভর্তি শুভেচ্ছা ভালবাসা--আর শান্তিনেকতনে যারা ভাটালো তাদের এক শিউলি গাছ ভর্তি ফুল ও কিছু হিংসে-শুঁয়োপোকা ;-(

    গপ্প কই সিকি ই ই ই আর ছবি??
  • pharida | 192.68.240.108 | ২৭ অক্টোবর ২০১২ ১২:০৩544650
  • বিজয়ার দিল্লি ভাট তাহলে পরের উইকেন্ডে হোক - শনিবার না রবিবার - সেই বিষয়ে মতামত প্রার্থনীয়।

    ভেনু ফরিদাবাদ, এটা তো আমরা আগেই ঠিক করে নিয়েছি - তাই না? :))

    সাদর আমন্ত্রণ থাকছে সব্বার।
  • রাকৃভ | 125.187.49.26 | ২৭ অক্টোবর ২০১২ ১৪:৪৬544651
  • আজ শিবুর সাথে প্রথমে হরির দোকানে তারপর আমার বাড়ীতে- জমিয়ে ভাট হলো :)
  • aranya | 78.38.243.161 | ২৮ অক্টোবর ২০১২ ০৯:৩৮544652
  • শিবু আর এখানে লেখেন না কেন? শিবুকে বলবেন, ওর লেখা মিস করছি।

    শান্তিনিকেতনের বিশ্ব বঙ্গ ভাটের বিবরণ + ছবি চাই।
  • রাকৃভ | 125.187.60.10 | ২৮ অক্টোবর ২০১২ ১০:১৩544654
  • শিবুর বক্তব্য- "আমি প্রায় অনেকদিন গুরুতে ঢুকতে পারছি না, কাজের চাপে । দেশে আসার জন্য ছুটি চাইতেই অনেক কাজ এসে পড়ে , ফলে এই অবস্থা !"
  • aranya | 78.38.243.161 | ২৮ অক্টোবর ২০১২ ১০:২০544655
  • বেশ, তবে যখন দ্যাশে আছেন, মানে, এখন লিখতে বলুন। আপনার সাথে ভাটের বর্ণনা, আপনার কলমে বিখ্যাত হরির দোকানের ছবি - এই দিয়ে শুরু করতে পারেন :-)
  • kk | 117.3.243.18 | ২৮ অক্টোবর ২০১২ ২২:১৬544658
  • সিকির তোলা ছবিগুলো দেখে গলার কাছে খুব ব্যথা করছে। একদিন আমার হাতের পাতার রেখায় ছিলো এইসব জায়গা। ঐ খোয়াই, ঐ সোনাঝুরি, ঐ কালোবাড়ি, কাঁচঘর, নন্দন গ্যালারি, আশ্রমমাঠ ..............
  • Ishan | 60.82.180.165 | ২৮ অক্টোবর ২০১২ ২৩:৩৯544659
  • খোয়াইয়ের পাশের চায়ের দোকানটা। দেখে কেমন একটা লাগে। ওখানেই থাকতে ইচ্ছে করে।
  • siki | 11.38.14.3 | ২৮ অক্টোবর ২০১২ ২৩:৪৮544660
  • আমার কেন কিছুই মনে হল না বলেন তো? নেহাত গেলে ছবি তুলতে হয় তাই তুললাম। ঠিক কী এক্সপেক্ট করে গেছিলাম ওখানে? জানি না।

    কেবল এটুকু জানলাম, শান্তিনিকেতন জায়গা হিসেবে আমায় বিশেষ কোনও সিগন্যাল পাঠাতে পারল না।

    আমি বোধ হয় খুব বদলে গেছি। খুব।
  • Ishan | 60.82.180.165 | ২৮ অক্টোবর ২০১২ ২৩:৫৪544661
  • আরে না না। এতে দুঃখ পাবার কিছু নেই। শান্তিনিকেতন জায়গা হিসেবে হাতিঘোড়া এমন কিছু না। জায়গা তো স্মৃতিতে থাকে, লোকে ছবি দেখলে সেগুলো থেকে সুখ পায়। নইলে অমন ফাঁকা মাঠ আর আধবোজা নদী তো চারদিকে ছড়িয়ে আছে।
  • dukhe | 127.194.239.96 | ৩০ অক্টোবর ২০১২ ২২:৫৫544663
  • স্মৃতি বলে স্মৃতি ! ওখানে গেলেই পূর্বজন্মের কথা মনে পড়ে আর দাড়িতে হাত চলে যায় ।
  • pipi | 139.74.191.152 | ৩০ অক্টোবর ২০১২ ২৩:২৬544665
  • পাই এত সুন্দর সুন্দর শাড়ী কোত্থেকে কেনে? অ্যাঁ? ইয়ে রাz ক্যা হ্যায় আমি জানতে চাই। আর পাই এর গোটা শাড়ীর কালেকশন একদিন দেখতে চাই।
    আপাতত অনেক নজর দিয়ে গেলাম।
  • Tim | 105.59.99.196 | ৩০ অক্টোবর ২০১২ ২৩:৩০544666
  • ওগুনো আসলে সব মশারি, তাই এত ইউনিক লাগে
  • dukhe | 127.194.239.96 | ৩০ অক্টোবর ২০১২ ২৩:৪৫544667
  • আর নর্দমায় এট্টু চুবিয়ে নিলে সব শাড়িই দিব্বি ঝলমলে হয়ে যায় ।
  • siki | 11.38.13.3 | ৩০ অক্টোবর ২০১২ ২৩:৫৯544668
  • তাইলে শান্তিভাটের গপ্পো শুরু করি।

    পোচুর বিদ্রোহ বিপ্লব করার পরে যখন পুজোর ছুটিটা ম্যানেজ করে উঠতে পারলাম, পাইকে কথায় কথায় জানাতেই পাই বল্ল, শান্তিনিকেতন যাবে? আম্র দশমীর দিন শান্তিনিকেতন যাচ্ছি সৌরভ মণির গান শুনতে।

    সৌরভ মণিডা আবার কেডা? পাই বলল, ও মা, সৌরভ মণিকে চেনো না? ঐ যে তারা মিউজিকে গান গেয়ে গেল, সেই যে এমটিভিতে ওর প্রোগ্রাম হল, লোকগীতি গায় ...

    খাইসে, আমি না তারা মিউজিক দেখতে পাই, না এমটিভি দেখার অভ্যেস আছে। সে যাই হোক, মোদ্দা কথা হল, শান্তিনিকেতন যাওয়া হচ্ছে, আর আমি বা সিকিনী কোনওদিনও শান্তিনিকেতন বা শান্তিপুর কোথাওই যাই নি।

    অতঃপর অষ্টমীর দিন আমার ব্যান্ডেলে আগমন এবং শান্তিনিকেতনের টিকিট কাটন। এক রাত থাকতে হবে, তো সে নিয়ে চিন্তা কী, আমাদের শান্তনুদার কান্ট্রি রোডস আছে না!

    মেল করার তিন মিনিটের মধ্যে কনফার্মেশন চলে এল। ঘর রেডি।

    অল সেট। এবার শুধু দশমীর প্রতীক্ষা।

    ( আজ এইটুকুই। আবার কাল লিখব। সঙ্গে থাকুন)
  • pi | 127.194.7.229 | ৩১ অক্টোবর ২০১২ ০০:০৯544669
  • আবার নর্দমা ! x-(
  • nina | 79.141.168.137 | ৩১ অক্টোবর ২০১২ ০২:১৫544670
  • না না গলায় মাফলার না থাকলে নর্দমাও থাকেনা ঃ-)
  • | 127.194.82.191 | ৩১ অক্টোবর ২০১২ ০৯:২৪544671
  • বেশ কয়েক বছর পুজোয় বাড়ি থেকে বেরোই না। থাকি কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কিন্তু এটা কলকাতা নয় কিছুতেই। অন্য একটা শহর। নদীর পারের শহর। ঠিক যেখানটায় আমি থাকি, সে না গ্রাম না শহর। বহু বছর কলকাতা বাসের কারণে ছোটখাটো যে কোনো প্রয়োজনে কলকাতায় দৌড়াই বলে আমার পড়শীরা বেশ হাসি-ঠাট্টা করেন। কিন্তু তাতে কি? অভ্যেস বলে একটা ব্যপার আছে কী নেই! মাছ কিনতে হলে যদুবাবুর বাজার, মাংস কিনতে হলে রিপন স্ট্রিট, জামা সেলাই করাতে হলে গড়িয়াহাট আরও কত্ত কত্ত কাজে যে কলকাতায় দৌড়াতে হয়! কিন্তু পুজোয় কলকাতা? কদাপি নয়। একে তো ভীড়কে ভয় তায় গাড়ি-ঘোড়া নিয়ে পব্বল চাপ। চলে তো যাব যেমন তেমন করে কিন্তু বাড়ি ফিরব কি করে? পোলার আর আমার তাই বাড়িতে বসে সিনেমা দেখা আর গান শোনা ছাড়া কিচ্ছুটি করার নেই!

    গেল বছর পোলাকে পটালাম, বাড়িতেই তো বসে আছিস, শান্তিনিকেতন যাবি? সে এক কথায় রাজি। ছয় বচ্ছর বেচারা কলকাতার বাইরে কোত্থাও যায়নি। এই পরীক্ষা, সেই পরীক্ষা। ম্যালা চাপ ছিল জীবনে। তো চল রে মন শান্তিনিকেতন। এবার প্রশ্ন হতেই পারে শান্তিনিকেতন কেন? অন্য কোথাও ও তো যেতে পারতাম! হুঁম। আমি একা জীব্বনে কোথাও যাই নাই। দূরে কোথাও যাইতে হইলে আগে থেকে টিকিট করে রাখা, হোটেল বুক করা, কোথায় যাব, কি দেখব সে নানান পশ্নো। শান্তিনিকেতনে আগে একবার গেছি গুরু এবং শান্তনুর কল্যাণে, পৌষমেলার শেষবেলায়। জায়গাটা ভারী পছন্দ হয়েছিল। শান্তনুর বাড়িও। নিরিবিলি। শান্ত। এবং শান্তি। মমতাদি, কৃষ্ণদা সক্কলের সঙ্গে ভাবও হয়ে গেসল। আন্দাজ করেছিলাম - পুজোয় আর যাই হোক শান্তিনিকেতনে ভীড় অন্তত হবে না। শান্তনুকে জানাতেই বলল, চলে যাও। তো গেলাম। ছেলেকে নিয়ে পাঁচ দিন নিরিবিলি আর শান্তিতে শান্তিনিকেতনে থেকে এলাম। সকালে ছেলে ঘুমুতো, আমি হাঁটতে বেরিয়ে যেতাম। কোথায় কোথায় যে চলে যেতাম। পথ ভুল হতো। জিজ্ঞেস করে করে ঠিক ফিরে আসতাম। বিকেলে ছেলেকে নিয়ে এক একদিন এক এক দিকে। সোনাঝুরি, কোপাই, শ্রীনিকেতন, আর বিশ্বভারতী।

    মমতাদি বলে দিত কোথায় কোন পুজো, কিভাবে যাব, কোথায় গান হচ্ছে, কারা গাইবে। তো এভাবেই দেখতে দেখতে পাঁচটা দিন যেন হাওয়ায় ভেসে কেটে গেছিল। ছেলের সঙ্গে এভাবে সময় কাটানো তো বাড়িতে থাকলেও হয় না। বড় হয়ে গেছে। নিজের একটা জগৎ হয়েছে। নিজের মত যে যার কাজ-কর্ম বা অ-কাজ নিয়ে থাকা।
  • | 127.194.82.191 | ৩১ অক্টোবর ২০১২ ১০:০১544672
  • এবছরও পুজো আসার আগে থেকেই মনটা পালাই পালাই করছিল। ছেলেকে বললাম, যাবি কোথাও? এবার নাহয় কোন সমুদ্রের ধারে চল। সে বলে নভেম্বরে পরীক্ষা, আমি এখন কোত্থাও যাব না, তুমি যেতে চাইলে ঘুরে এসো। ব্যস! আমার বেরুনোর ইচ্ছেতে জল...একা আমি জীবনে কোথাও গেছি যে এখন যাব?

    কিছুদিন আগে পরপর দুখানা ভাট হল কাবলিদার বাড়িতে। এই দুটো ভাটের মধ্যবর্তী সময়ে শ্রীপর্ণা আর অনমিত্র আমার বাড়িতে এল। থাকল দু-তিন দিন। দিনের আড্ডা চলে মাঝরাত অব্দি। হঠাৎ জিজ্ঞেস করলাম, পুজোয় কি করছিস? একযোগে দুজনেই জবাব দিল, বাড়িতেই থাকব। বাড়ি বলতে হয় ব্যান্ডেল নয় সোদপুর। শান্তিনিকেতন যাবে কিনা জানতে চাইলে দুজনেই বলল, চল! আমার বাড়িতে বেড়ানো শেষ হলে ওরা কাবলিদার বাড়ি গেল, সেখানে এক পিস ভাট হল, তারপর ওরা দুজনে ফিরে গেল। আমি মাঝে মধ্যেই খোঁচাই, হ্যাঁরে, যাবি তো? পরে যেন না করিস না! গান শোনার একটা লোভ দুজনেরই ছিল, বেড়ানোর তো ছিলই। যাওয়ার সময় যত এগুলো, একে একে আমাদের সঙ্গী বাড়ল। বম্বেপি, সোসেন এবং এক্কেবারে শেষবেলায় সিকি, সিকিনী এবং সাঁঝ।

    এদের মধ্যে বম্বেপি, সিকি বা সিকিনী কেউই আগে শান্তিনিকেতন যায়নি। সাঁঝ তো যায়ইনি। বোঝো! এরা সারা দুনিয়া ঘুরে বেড়ালো আর শান্তিনিকেতনই গেল না, যেখানে নাকি লোকে কথায় কথায় বোলপুর চলে যায়। আড্ডা দিতে যায়। নন্দন মেলা, পৌষমেলা আর দোল। এগুলো তো বড় উৎসব, সেখানে মানুষ যাবেই। এছাড়াও অনেকেই তো এমনি এমনি যায়। তো আমরাও চললাম শান্তিনিকেতন। পুজোর কলকাতাকে এড়িয়ে, ভীড় থেকে দূরে, শান্ত-নিরিবিলি এক জায়গা, কান্ট্রি রোডসএ। একলা যাব না বলে যাওয়ার ইচ্ছে বাতিল করেছিলাম তারপর দেখা গেল গুরু-দোস্তোরা মিলে ভাট জমিয়ে দিল শান্তনুর বাড়িতে।
  • siki | 24.140.82.133 | ৩১ অক্টোবর ২০১২ ১১:০০544673
  • তাপ্পর? :)
  • r | 213.91.193.5 | ৩১ অক্টোবর ২০১২ ১১:০৬544674
  • countryroads বুক করব কিভাবে ?
  • sosen | 24.139.199.1 | ৩১ অক্টোবর ২০১২ ১১:২৬544676
  • তাপ্পর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন