এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২০৮৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 85.137.0.209 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৭544810
  • এই রে সোসেন, গুরুর পলিসি অনুসারে পোস্ট ওড়ানো হয় না সাধারণভাবে। একমাত্র উপায় ছবির লিঙ্ক ডিসেবল করা। সহজে হবে কি?
  • sosen | 125.242.197.53 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৩544811
  • ইয়ে। মানে আমি তো ফেসবুকে দেইনি তাই ওড়াতে পারব না। গুরু উড়ালে উড়াবেন। না উড়ালে- কিসু করিতে পারি না বোধহয় । :)
  • সামরান | 127.194.80.238 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২০544812
  • ইয়ে, গায়ক-বাদকের নাম উহ্য এজন্যে ছিল যে তারা যদি শেষ পর্যন্ত এসে না পৌঁছুতে পারে কোনো কারণে তাহলে *হাজির ভাটুরেগন) সবাই চাঁদা তুলে গাল পাড়বে আয়োজককে। আর কোনো কারণ নেই।

    গান অবশ্যই আপলোড করা হবে। আমি সেগুলো হাতে পেলেই করব। অক্ষর পোস্ট দেখে তখনই জানাব ভেবেছিলাম, তালে-গোলে হয়ে ওঠেনি। মদ্যপান-সিগু ফোঁকা নিয়ে আগেই তুলকালাম হয়ে গেছে গুরুতে, তাই মদ্য-সিগু আছে এরম ছবি দেখলে এট্টু ভয় ভয় লাগে সবারই, সে কারণেই এই রাখ রাখ ঢাক ঢাক। যতই বাঁচিয়ে ছবি তোলা-ভিডিও করার চেষ্টা হোক, কিছুটা তো চলেই আসে। এছাড়া আর কোনো কারণ নেই।
  • dd | 125.187.32.123 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৬544813
  • কিসের অ্যাতো হাইপার সেন্সিভিটি? বুঝি না। হোয়াট ?

    আমার আর ভুতোর কিন্তু অ্যাকদম ইসে নেই। অ্যাজ ইয়েট আন পোস্টেড ফটুক নিয়ে। টয়লেট পেপারের অ্যাডেই দ্যাও বা বাচ্ছাদের ছবির বইতে ( এ ফর এফেল, বি ফর বাদুর, সি ফর অ্যাট্লন্টিক, ডি ফর ডিডি ইঃ) বা স্ক্রীন সেভারে ইউজ করো, হোয়াটেভার।

    আমি আর ভুতো সবেতেই আছি। খোসমেজাজে। ন্যাজ নেড়ে।

    কোনো পার্মিশনের দরকার নেই।
  • -- | 127.194.80.238 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৮544814
  • সোনালীর ফটু্গুলান দিব্য হয়েছে। ওড়াইবা ক্যান?
  • সামরান | 127.194.80.238 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩১544815
  • এই বইমেলায় আমার প্রাপ্তি- ডিডি এবং সোনালী।

    সোনালীর সঙ্গে আগেও দেখা হয়েছে, কিন্তু সময় কাটানো হয়নি।

    থ্যাঙ্কু গুরু।
  • sosen | 125.242.197.53 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৪544816
  • অভ্যুদাকে একটা কথা- মানে জরুরি কিছু না, কিন্তু আমার ইমেইল আমি খোলা পাতায় দিয়া গেছি। আর রেকর্ড আমি ব্যক্তিগত আগ্রহে করেছি, মানে খুব ভালো করে করেছি যে তাও না, তাও যে শুনতে চাইবেন তাকেই পাঠাব বলেছি, পাঠিয়েওছি । শুনে ভালো লেগেছে বলে শেয়ার করতেই চেয়েছি। এমনি পাবলিক করায় প্রফেসনাল গায়কদের আপত্তি থাকতে পারে। সেটাকে আমি কোনো প্রশ্ন করতে চাইনা। তাই ইনার আউটার বিতর্ক আমায় এক্সক্লুড করে করলে ভালো হয়।
  • pi | 81.206.11.78 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৭544817
  • পোস্ট তো সাধারণতঃ ওড়ানো হয় না।
  • sosen | 125.242.197.53 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪১544818
  • তাইলে কিস্যু করিতে পারিনা-
  • dd | 125.187.32.123 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৬544821
  • আমার কোনো ছোবি নাই।
    হায় হায়। হায় হায়।

    ......... জানিয়ে রাখলাম।
  • Abhyu | 85.137.0.209 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৭544822
  • সোনালি, না আমি সেটা জানি। কিন্তু আমি যদি নীপা হই, তাহলে আমার মেলবক্সে নিমন্ত্রণের চিঠিও পৌঁছবে না, আর আমার পক্ষে সম্পূর্ণ অচেনা কাউকে মেল করে গান শুনতে চাওয়াও সম্ভব না হতে পারে। তাই বলা। আমি যখন প্রথম পোস্টটা করেছিলাম তখন জিনিসটা খুবই ইনার-আউটার বলে মনে হয়েছিল, আমার, ব্যক্তিগতভাবে। এখন জিনিসটা অনেক ক্লিয়ার।
  • sosen | 125.242.197.53 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৭544823
  • সেক্ষেত্রে, আমি-ই বরং একটু বেশি খোলামেলা-নিজের ই-মেইল নি:সংকোচে নীপা/সপা সবার জন্য , অচেনা কি চেনা সবার জন্যই দিয়ে গেছি। :) ভেরিফিকেশন ও চাই নাই। কাজেই- আমার ক্ষেত্রে ইনার-আউটার ইত্যাদি বোধহয় খাটে না-:)
    ডিডি দার ছবি আমার কাছে ভালো ওঠেনি- :(
  • pinaki | 132.174.22.193 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৮544824
  • সাত্যকিকে বহুদিন পরে দেখে ভালো লাগলো। ও কি এখনও মৌসুমীদির সাথে বাজাচ্ছে? কেউ জানো? গুরুর সাথে ওর যোগাযোগ কার সূত্রে?
  • Abhyu | 85.137.0.209 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৫544825
  • ডিডিদা অতো হায় হায় করেন না - আমারো ফটো ওঠে নি কোনো। পোস্ট হবার চান্সও নেই।
  • raatri | 24.99.149.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৩544826
  • না,না,হায় হায় করেন ডিডি,করেন।ঐ গান,ঐ গান ছেড়ে যেতে হল যে।বেচ্চারা!!দুই শিফ্ট-বুইঝ্যা দ্যাহেন!!
  • Ekak | 125.118.22.178 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৭544827
  • সাত্যকি অসাধারণ ! এই গতবার লুরুতে এসেছিল মৌসুমী দির সঙ্গে । সেকি গলা আর মাতাল বাজনা !!
  • T | 24.139.128.15 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৭544828
  • সাত্যকিবাবুর গান শুনেছিলাম ২০১০ এ। আমাদের আই আই এস সিতে এসেছিলেন। সাথে একজন বাউল ছিল। বেশ মাতিয়ে দিয়েছিলেন।
  • Abhyu | 85.137.0.209 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৫544829
  • ইউটিউব সার্চ করে এই একটাই বেরোলো - অক্ষদার বলা রুহানিআত
  • a x | 118.193.101.173 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১৪544830
  • অভ্যু -
  • raatri | 24.99.149.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০১:২৩544832
  • ভাটে কতকাল যাই না।কত্তোকাল পরে কেষ্টপুর ভাট।তারপর বইমেলা।আড্ডার মাদকতা মাথায় চড়ে বসে ধীরে।তারপর আবার সামরানদির কাছে শুনে ফেলেছি সাত্যকির নাম।সেই সাত্যকি,মৌসুমী ভৌমিকের সাথী সাত্যকি,মাত্র কয়েকদিন আগেই Man of The Heart-এ দেখা পেয়েছি তার,যাকে দেখে আমার ঘরের লোক হলের মধ্যেই লাফিয়ে উঠেছিল প্রায়।

    শেষমেশ যখন পৌঁছলাম কাবলিদার বাড়ির ভাটে,সাত্যকি বাজাতে শুরু করছে তার দোতারা আর আমরা তখনো জানি না সামনের কয়েক ঘন্টায় কি আছে আমাদের কপালে!!
  • শুদ্ধ | 127.194.232.16 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৫২544833
  • আখড়ায় রাত নামে। ঘোর রাত নামে। প্রদীপ নিভে গিয়েছে তুলসিতলার। মাটির কুটীরের দেওয়ালে লম্বা হয়ে দাঁড়িয়েছে মোমবাতি। দীর্ঘ্য ছায়া তার কৌণিক ও ভুতুড়ে। যেন আমার অতীত গ্রাস করে নিচ্ছে, যেন আমাকে গ্রাস করে নিচ্ছে। গৌড়জন, এক বাউল হাতের একতারাটা আকাশের দিকে ধরে দাঁড়িয়ে আছে। বস্তুত কিছুকাল আগে এক গান তাকে গ্রাস করে নিয়েছে। সে রাতের একটু আগে জানালায় যখন হ্যারিকেন ছিল জ্বলবে জ্বলবে বলে তখন নেপথ্যের স্মৃতির মত সঙ্গিনীর বানানো গঞ্জিকায় কিছু খেলোয়াড়ি ছেড়ে দিয়ে একটা আকাশকে টান মেরে তার সপ্তকে বেজে উঠেছিল,

    আমি অপার হয়ে বসে আছি...

    বল্‌ এবারে কে পার না করে পারবি? বল্‌? অমন করে বজ্র-কান্না কাঁদে কি আর পাঁচজনা? ওই যে পাঁজড়ের শিকে কব্জে কষে আঁটা প্রাণ- বাবুভেয়ে মিনসের হদ্দ, সে আরাম-হারাম ছ্যাড়ছ্যাড় করে সংস্কৃতি করে, সে নিপাতনে সিদ্ধের স্বাদ পায়নি বলে অজাচারী, সে আয়নায় ছায়া দেখলে আয়না তাকেও দ্যাখে, আয়না থেকে সরে গেলে আয়না আটকে থাকে তার আটপৌরে প্রতিবিম্ব আর সে নিত্য নতুন ডেনিম কিম্বা জর্জেট হয়ে পটে নট, পটে নটী; অচিন পাখির ডানা-ঝাপটানোর শব্দের থেকেও দূরে থাকে তার অস্তিত্ব, আর ডুবে যায় খুব কাদায়-গ্লানিতে ম্লান বেতফলের চোখ নিয়ে অজ্ঞাত ধানসিরির জলে- সেই সুসভ্যতা বাবুভেয়ে পার করার আকাংখা বিযুক্ত-সেই আকাশের তলে গৌর হয়ে দাঁড়ায় না হে, আঙুল তুলে কাঁদতে কাঁদতে শাসায় না, ফোঁসায় না!

    নৌকা দুলেছিল, তরঙ্গ এবং দুলকি অঙ্গে অঙ্গে মেখে নশ্বরতা তার দীন হীন ছবিখানি সিঁদুরের দাগ লাগা জীর্ণ ছবির মত হৃদয় উপুড় করে চারআনি, দু আনি, সিকি ও আধুলি ছয়জনার মতন হাহাকারে একজনাকে ডেকেছিল। লগি না ঠেললে হবে? ভেবেছ কি তুমি বিনা সাধনে ক্ষেওয়ার নৌকায় চড়বা? শালা বিনে সাধনে তোর মোকাম? সিদ্ধ হবি, বিদ্ধ হবি নে? নে শালা, লগা ঠ্যাল। গৌরা, গৌরক্ষ্যাপা নামে এক শীর্ণ মানুষ, রগের থলি ফুলিয়ে এক বিষাক্ত সর্পের মতন ভয়াবহ গর্জনে গালি ছিটকে দিত হে! এগো, অহিরার দিনে বাবুরা, বাঁধাল গরুকে খাটাল ছাড়া কর- আর মনকে দিবে না মন পবনের নাও? কিসের বেসাতি শালা?
    আজন্ম বেজন্মা ভবে
    এই রবে কি না রবে
    হিসেব নিকেশ কচ্ছে
    জেয়ন্তে সব ম'চ্ছে ...

    আমি দেখেছিলেম তারে।

    আর সাত্যকিকে দেখছিলাম। কেমন যেন স্পষ্ট হয়ে দুলছে। ফুলছে কান্না কিন্তু বিস্তারে না, গুমড়ে গুমড়ে ফুলছে। বিষের মধ্যে দুলছে আর মড়ক-মাড়ি ঢালছে গলায় সুরের টানে নিপাত যাও নিপাত যাও বলছে। বাবুদেরতালপুকুরেহাবুদেরডালকুকুরেসেকিবাসকরলেতাড়া যুক্ত এক দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে দোতারাতে সরোদের স্বর লাগাচ্ছে, আঙুল তার ছুঁচ্ছে কিন্তু বিলম্বিতে প্রেমের মতন যখন কথায় বাজছে, আর কথা ফুরোলেই দ্রুত্‌-, আঙুল তখন ঘোর ভৈরব, তন্ত্রের মত নিকষ, বাংলা ঢোলে কি জাদু সজীব বলে এক প্রাণে যে সঙ্গত!

    বৃন্দে, দে গো আমায় যোগী সাজায়ে
    আমি হব কাশীবাসি শ্রীরাধার মানের দায়ে

    গানের ফুল ফুটেছে। মদ, ধোঁয়া এ সব অনিত্য হাহাকারের বাগানে, যে যার প্রতিদিনের নিহত যোদ্ধার পোষাক পড়া মনুষ্যকূলের বাগানে ফুল ফুটেছে।

    সৌরভে তার মন মেতেছে,
    শুধু, লালনের মন মাতলো না-
    দিল-দরিয়ার মাঝে আছে
    এ কি আজব কারখানা
    দিল দরিয়ার মাঝে আছে...
  • raatri | 24.99.149.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩২544834
  • কে কে আছে চোখ বোলানোর আগেই শুরু হল গান ও বাজনা।সে সুরের যে কি দাপট!!আর কিছু মনে নেই।কারোর দিকে তাকানোর ফুরসৎ নেই।ঘরের মধ্যে শুধু পাক খায় এক অপার্থিব আলো।সুরের ঢেউ ভেতর অবধি দুলিয়ে উপস্থিত সকলেরে পাগল করে ছাড়ে,বাবুমশাইরা!!একে তো ফাগুনমাস,দারুন এ সময়!!একটু ভুলি তবে ঘরবার,সংসার-সন্তান!!একটু ভুলি তবে ইহকাল-পরকাল!!গান যে বলে ওঠে-পাল তুলে দে,মাঝি হেলা করিস না!!পাল না তুলে এ তুচ্ছ প্রাণ করে কি!থামে না সাত্যকি।খায় না,দায় না।শুধু গায় আর বাজায়,বাজায় আর গায়।কোথায় যে চলে যাই আমরা!!ক্যামেরা তো ছিল,ছবি তুলতে ইচ্ছেই করে নি।মামুও গায় মাঝে মাঝে। বলে-তুমি পুরো ভগবানের মতো গাও,সাত্যকি!!তালে তালে নেচে ওঠে আমাদের বাহিরও।যদিও জায়গা করে আমরা নাচতে দিই মামু-সামরানদিকে।

    এমন করে কি বাজাতো বনমালী?এমন করে কি শিরায় শিরায় হত বিস্ফোরণ??অন্য কোন নেশা সত্যি লাগে মানুষের??সেই সুরের পায়ের কাছে আমি গড় করি,আমার ফুলের সাজে আজ লাগুক পথের ধুলো।ছায়া পেল শরীর যেন,শান্তির জল পেল প্রাণ।আহা এমন পাগল আবার কবে হব,বাবুমশাইরা??ঘরে ফিরেছি,তবু 'হৃদয়ে কাবা,নয়নে মদিনা'।
  • | 127.194.82.116 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪৬544835
  • .................................................

    ...............................................................
  • কল্লোল | 111.63.235.13 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১৬544836
  • হ্যাঁ। সাত্যকী এখনো মৌসুমীর সাথে গানবাজনা করে।
    অক্ষর দেওয়া ইউটিউবের লিংকটি লুরুর ব্রিটিশ কাউন্সিলে মৌসুমী-সাত্যকী-রোজালিন্ডের অনুষ্ঠানে।
    তার পরেরদিন আরেকটা অনুষ্ঠানও হয় যার কথা একক লিখেছে।
    সাত্যকী আর সৌরভকে প্রথম দেখি ধ্রুবর বাসায়। ধ্রুব আমাদের বন্ধু, মৌসুমীর প্রথম ক্যাসেটের সঙ্গীতায়োজক। সুমনপূর্ব সুমনের ব্যান্ড নাগরিকের রিদম গিটারিস্ট। আমরা একসাথে বহু গানবাজনা করেছি।
    ওর বাসায় দেখি দুই ছ্যামড়া। দুটোই যাদবপুরের ইতিহাস। সেদিন খুব গানবাজনা হয়েছিলো। সাত্যকীর দোতারা বাজানো শুনে কেমন মনে হয়েছিলো, এ শুধু দোতারার মানুষ নয়। ঠিক তাই। তাপ্পর শুনি সাত্যকী, আমাদের প্রয়াত বন্ধু সেতারী দীপকদার ছাত্র। সাত্যকী সরোদ শিখতো। এখনো বোধহয় তেজেনের কাছে শেখে। সাত্যকীর দাদা আর বাজায় না। লুরুতে চাগ্রী করে।
    সাত্যকী কলকাতার শক্তিগড়ে যে বাউল-ফকির উৎসব হয় তার অন্যতম সংগঠক।
    সাত্যকী আর সৌরভ দুজনেই এখন অনেক নাম করেছে। বড় ভালো লাগে, বড় আনন্দ হয়।
  • শুভ্রদীপ | 126.193.141.152 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৯544837
  • I | 24.99.4.184 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৭544838
  • আরো সাত্যকি -
  • I | 24.99.4.184 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৭544839
  • I | 24.99.4.184 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৯544840
  • শুভ্রদীপ, সোসেন,অক্ষদা ও অভ্যু-থ্যাংকু, থ্যাংকু, থ্যাংকু !
  • নেতাই | 131.241.98.225 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১৩544841
  • কবি নেতাই একসাথে এত্তোজন গুরু দেখে প্রথমে খানিক হতবাক হয়ে পড়েছিলেন। খানিক পরেই অবশ্য সামলে নিয়ে বাকরুদ্ধ হয়ে যান।
  • san | 24.96.108.132 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১০544843
  • কী গান শুনলাম , কী বাজনা শুনলাম ! ভাসলাম , ডুবলাম, মজলাম , চারপাশ ভুললাম ! এরকম সময় বহুকাল কাটাই নি ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন