এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২০৮৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.97.30.155 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৩৬544844
  • দেরিতে পৌঁছে দেখলাম ডিডি, জয়া মিত্র ও রূপংকরদা বিদায় নিচ্ছেন। খাদ্য শেষ,মদ্য অশেষ। আমি হাত-টাত মিলিয়ে কোঈ বাত নেহি বলে এককোণায় বসে দেখলাম একজনও স্ট্যালিনিস্ট নেই, সবাই হুইস্কি-বিয়ার-রাম খাচ্ছে। শেষে মার্কেট-ভক্ত আমাদের আড্ডাধারী কেডিদা এই আধা-স্তালিনিস্টের প্রতি দয়াপরবশ একটি ভদকার তলানি এনে দিলেন। তো আমার মত শৌখিন স্তালিনিস্টের জন্যে ওইটুকু ভদকাই নাকানি-চোবানি খাওয়ার জন্যে যথেষ্ট ছিল।
    দেখলাম এক কোণে আমাদের ছান্দসিক ওমনাথ আজ-রাতে-আর-বারাসত-যাব-না ভঙ্গিতে বসে, আর অচিন্ত্যবাবু ওনার স্বভাবসিদ্ধ মোনালিসা হাসি নিয়ে কাবলিদার পাশে । ওদিকের কোনায় এবারের বইমেলায় কাজের জন্যে আমাদের নাককান কেটে গুরু অ্যাওয়ার্ড পাওয়া চার যোগিনী সোসেন-স্যান-রাত্রি-সামরান মহাগুরু ঈশানের সঙ্গে আখড়ার উন্নতিকল্পে কোন ভবিষ্যত রণনীতি নিয়ে গভীর আলোচনায় মগ্ন। ওপাশে ব্যাসদেব ও শুভদীপ বিয়ার ও শ্বেত-ধুম্রদন্ডিকা সহযোগে নতুন পুরাণরচনার প্রাসংগিকতা নিয়ে বিতর্করত।
    কিন্তু উঁচু ডায়াসমত জায়গাটায় ফরাস বিছোনো, কাছেই ল্যাজ নাড়ছে ভূতো। কিন্তু দুই যুবক দোতারা ও বিশাল ঢোল নিয়ে নিজেদের মধ্যে কি সব হাসাহাসি করতে করতে মাঝেমাঝে সাঙ্গীতিক নখরায় কখনো বিজলির মত তানকারি ( আঙুলে ও গলায় ) ও কখনো ঢোলে তবলার বোল টুকরো বাজিয়ে যাচ্ছে, ওদের এক পায়ে ঘুঙুর বাঁধা। কাচেই বসে ওদের তরুণী সঙ্গিনীটি স্মিতহাস্যে যেন পোলাপানের খেলা দেখছেন। ওরা আছে ওদের নিজস্ব জগতে, বাকি ভাটুরেরা আলাদা হাটে।
    একটু পরে আমি জানতে চাইলাম--ওরা গাইবে কখন?
    সুমেরু ওর নিজস্ব মুদ্রায় জানালো গানের প্রথম ইনিংস হয়ে গেছে, ওরা লাঞ্চ করছে, এবার ব্যাট করতে নামবে। তুমি জান না রঞ্জন যে দেরিতে এসে কী হারিয়েছ!
    জানলাম একটু পরে।
    যখন ওরা ব্যাট করতে নামল। হা-হা করে যেন একটা ঝড় আছড়ে পড়ল। হ্যাঁ, ঝড়। কখন গমক, কখনো সুক্ষ্ম মীড়ের আলতো কাজ, কখনো বাউলের প্রাপ্তি-অপ্রাপ্তির বুকফাটা আর্তি! আর তার সঙ্গে ঢোল কখনো আড়ি-বিআড়ির ছন্দের দোলায় মাতায়, কখনো চমৎকার লগ্গি বাজিয়ে সমে ফেরে আর ওরা দুজনে ষড়যন্ত্র সফল হওয়ার মত হেসে ওঠে।
    আমি বুঝভম্বুল। ছন্দের দোলায় সুরের খেলায় সবার মন দোলে, শরীর দোলে, টেবিল সরানো হয়। নাচে ঈশান, নাচে সামরান। আমি বয়সের ভারে সাহস করি না। জানি, চাইলেও কুড়ি বছর কমানো যাবে না।
    বাউল থেকে শচীন কর্তা--যদি দখিনা পবন ফেরের আর্তি--ঈশান গলা মেলায়। সাত্যকি হাসিমুখে গায়--- যদি মনে পড়ে সেদিনের কথা।
    মনে পড়ে? হ্যাঁ,মনে পড়ে, মনে পড়ছে বইকি--সেদিনের এবং আরো অনেকদিনের।
    এর মাঝে কোন গানের উপলক্ষ্যে সাত্যকির আঙুলের জাদুতে দোতারায় বাজে সরোদের বাজ-- দরবারীর মোচড়, মন্দ্রসপ্তকে গম্ভীর স্বরসমষ্টি ভুলে যাওয়া ক্ষতকে জাগিয়ে তোলে। আমি অবাক হয়ে জানতে চাই--ওই জাদুবাদ্যটি সত্যিই দোতারা তো? কী দাম? কোথায় পাব?
    জানতে পারি--অমুক জায়গায়, অমুক দোকানে তিন-সাড়ে তিন হাজারের মধ্যেই পাবেন।
    কিন্তু সাত্যকির বাল্যবন্ধু শুভদীপ ভুল ভাঙায়--- কিনে কি হবে? ওর মত বাজাতে চান? ও চারবছর বয়স থেকে শিখছে।
    ওর বন্ধুভাগ্যকে হিংসে করি। আমার অত বন্ধুদের মধ্যে এমন কেউ নেই।
    ঈশান ও সাত্যকি যুগলে গায়---পাগলা মনটারে তুই বাঁধ!
    সবাই নেমে পড়ি---- নিজের নিজের মনটাকে বাঁধতে। কিন্তু কেউ পারে কি? 'কিন্তু একলা বসে কাঁদ? পারলে হত, বুকটা হালকা হত।
    সমবেত প্রতিবাদের মধ্যে ওরা তিনজন উঠে চলে যায়, যাদবপুরে জলসা আছে, প্রফেশনাল কমিটমেন্ট।
    আমরা থাকি একটা ঘোরের মধ্যে।
    ঈশান গায়। ওর নিজের লেখা কিছু গানের লিরিক মনকে নাড়া দেয়। শুভদীপ গায়। আমরা দাদ দিই। ঈশান সতর্কবাণী উচ্চারণ করে-- সাত্যকি আজ একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়ে গেছে। বেসুর লাগলে চলবে না।
    গান চলে । সবাই ভিড়ের মধ্যে একলা হয়ে গেছে। ইতিমধ্যে দীঘার থেকে সোজা এসেছে কবি নেতাই ও রুবি। দিল্লিভাটের জন্যে বই নিয়ে যাবে। ওদের লজ্জা-লজ্জা সংকোচে যেন তিরিশ বছর আগের নিজের চেহারা দেখতে পাই। কেউ বাড়ি ফিরতে চাইছে না। সংসার-দায়দায়িত্ব-স্বামীস্ত্রী-পুত্রকন্যা কলার মান্দাসে ভেসে গেছে বহুদুরে।
    কাবলিদা মনে করিয়ে দিলেন-এরপর লাস্ট মেট্রোও পাবে না।
    উঠে পড়ি, গোলাপি নেশায় আচ্ছন্নের মত পথ হাঁটি। ফোন বাজে। কাল স্ত্রী-কন্যা ফিরছে ব্যাঙালোর থেকে। আমার পনেরই আগস্ট শেষ হল।
    জয় গুরু!
  • siki | 127.194.1.192 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪৩544845
  • গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌ ... ঘ্যাঁক।
  • প্পন | 190.215.112.93 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৩544846
  • রঞ্জন্দা, কৈ বাত নাহি। নেক্ষট টাইম ব্যটে বলে হলে আমরা কমঃ ভদকায় হাবুডুবু খাবো। ওয়াদা।
  • কল্লোল | 125.241.27.157 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৭544847
  • রঞ্জন।
    আরে তুই আয় না লুরুতে।
    তাপ্পর আমি আর প্পন আছি, বোতীন আছে, একক আছে। কিসে ডুবতে চাস, একবার মুখ ফুটে বলে দে।
  • Ekak | 69.99.230.125 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৪544848
  • এবার একটা জমিয়ে ভাট হোক লুরুতে । ডুবুন । ভাসুন । উড়ুন । কিসসু অভাব হবা না । শুধু সব ভাটুরে কে একজায়গা করা চাই ।
  • ঐশিক | 132.181.132.130 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০০544849
  • একক্দা এক্কেরে আমার মনের কথা বলে ফেলেছে, কিন্তু হওয়া চাই এই উইকেন্ড না হলে সামনের উইকেন্ড এর মধ্যে
  • Ekak | 69.99.230.125 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২০544850
  • কেন ? তাপ্পরে কি আবার পুরি চলে যাবে ?
    যখন ই শালা মীট হয় শুনি ঐশিক পুরী তে ।
  • কল্লোল | 111.63.148.140 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৭544851
  • আমি ২-৩ মার্চ নেই। ৯/১০ মার্চ হোক।
  • ঐশিক | 132.181.132.130 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৩544852
  • একক্দা, বতিন্দার বাড়ি যেবার ভাত হলো তখন গেলুম কোচি আর মাদুরাই, আর তার আগের বারে ছিলাম পুরিতে
    আমি এবার থেকে মাসে একটা করে উইকেন্ড বেড়াতে যাবার জন্যে রেখে দিয়েছি, যেমতি মার্চ এর ১৫-১৬ উইকেন্ড এ যাব পন্ডিচেরি এপ্রিল এ ইচ্ছা আছে হাম্পি
  • Ekak | 69.99.230.125 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৭544854
  • খুব ভালো কতা । আমি প্রবল চেষ্টা কচ্চি এমাসের শেষে একটা ট্রেকে যাবার ।
  • | 190.215.9.71 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩৯544855
  • কোথয় যাবে হে?
  • Abhyu | 138.192.7.51 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৫544856
  • ট্রেকে যাবে, বলল তো।
  • | 190.215.9.71 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৯544857
  • আহা, আমি আরো ছোট সেট চাই্ছি!!
  • | 190.215.9.71 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১০544858
  • হোক হোক। এক পিস লুরু ভাট। জমিয়ে!!
  • ranjan roy | 24.96.173.140 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৪544859
  • লুরুভাটের প্রস্তাবে আপ্লুত। কিন্তু ওখানে নাকি চারদিকে কন্স্ট্রাকশন চলায় খুব আরশোলা ওঠে, জলের পাইপ আর কোথায় কোথায় দিয়ে? এই গল্প শুনে আজ অবদি এম জি রোড না ইন্দিরা মার্কেট, কোথায় যেন বড় মেয়ে ফ্ল্যাট নিয়েছে সেখানে আজও যাইনি। বলে পেস্ট কন্ট্রোল থেকে ট্রিট করিয়েছে, তবু সাহস হয় না।
    আরশোলার ভয়ে আমি বিপ্লবের লাইন ছেড়ে সংসদীয় লাইন ধরলাম। প্রতিক্রিয়াশীল শক্তিরা জেনে গেছল যে যদি আমার গায়ে গোটা কয়েক আরশোলা ছেড়ে দেয়া হয় তাহলে আমি আমার বাবার নামও ওদের জানিয়ে দেব।
    প্রথম বার ওরা থার্ড ডিগ্রি দেয়ার সময় টিকটিকি ছেড়ে দিয়েছিল, তাতে কিছু হয় নি।কিন্তু আরশোলা? ওরে বাবা!
  • কল্লোল | 111.63.219.88 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:০৭544860
  • রঞ্জন। আমার বাসায় কস্মিনকালেও আরশোলা দেখিনি। দেখিনি ন্যাড়ার কোন বাসাতেই। নাঃ, এককের বাসাতে বা ব্রতীনের ওখানে কি পোটকের বাসায়ও নো আরশোলা। তুই চলে আয়। তোকে আরশোলামুক্ত রাখার দায়িত্ব আমার।
  • আরশোলামুক্ত | 138.192.7.51 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৪৮544861
  • কল্লোল | 111.63.132.249 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:০৯544862
  • রঞ্জন। এসব দেখে দমে যাস না। সমস্ত অপছবির ষড়যন্ত্রজাল ছিন্ন করে চলে আয় লুরুতে।
  • প্পন | 190.215.76.97 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৩৪544863
  • ধুর, রঞ্জনদা ফোনে দু বছর আগেও একই গল্প শুনিয়েছিল। এই সাহস নিয়ে রঞ্জনদা বিপ্লবের স্বপ্ন দেখেছিলে!! ঃ P

    আমাদের আগের বাড়িতে খুব আর্শোলা ছিল, পেস্ট কন্ট্রোল করেও কমানো যাচ্ছিল না। এই বাড়িতে আরশোলা, টিকটিকি কিছুই নেই।
  • ঐশিক | 132.181.132.130 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৭544865
  • এমনকি আমার ছোট্ট বাড়িতেও আরশোলা নেই
  • | 190.215.70.244 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪০544866
  • বিপ্লবী রঞ্জন দা আরাশোলা কে ভয় পান?
  • kumu | 132.176.32.39 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫১544867
  • টিকিকে ভয় নেই অথচ আর্শোলাকে ভয়?ভাবা যায় না।
  • Ekak | 69.99.230.125 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১২544868
  • আমার ফ্লাট এও আরশোলা নাই । তবে আমি আছি । গিন্নি আছেন । ইহাই কী যথেষ্ট নয় ?
  • kumu | 132.176.32.39 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৬544869
  • আছেন আপাতত,ইদানীং,
    সবাই মিলে হাসব বেজায় মিথ্যে অমন ভয় পেলে।
  • potke | 132.167.126.103 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪১544870
  • RR-দা, আসেন লুরু,উৎকৃষ্ট গোমাংস খাওয়াব নে--কল্লোলদারে জিগান।
  • কল্লোল | 125.242.191.57 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০১544871
  • হ্যাঁ হ্যাঁ। আহা, সেদিনের গরুটি ছিলো এক্কেরে নরম ও স্বাদু। রান্নাটি উলললস।
    তাছাড়া লুরুর শুয়োরেরা বিলকুল ঝক্কাস।
    চলে আয় চলে আয়। তোরে এব্লা টুন্ডে কাবাব খাওয়াবো, ওব্লা পোর্ক স্পেয়ার রিবস, সেব্লা বিস্ফ স্টেক কি গোভূনা। এর্পরও আছে শির ফ্রাই, কাণের ঝাল আর ঝিনুক চচ্চড়ি (এগুলো ম্যাঙ্গালোরী)। আর এককের পাঁঠা কষা।
    আ যারে আর জরা / লহরাকে আ জরা................
  • ranjan roy | 24.96.185.232 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৪৬544872
  • আমার সঙ্গে ভগবানের কিরম একটা খচরামি ব্যাপার আছে। রায়পুরে রাত্তিরে কম্প্যু খুলে লুরুর আমন্ত্রণ পড়ে যখন লাফাচ্ছি তখনই বিচ্ছিরি একটা ছবি( একেবারে ম্যাগো!)।
    তারপর খবর এল হিন্দ মোটরে আমার বড় ভায়রা ভেন্টিলেটরে রয়েছে, দ্বিতীয় দিন হল। বৌ রোজ একবার করে দেখতে যাচ্ছে।
    মনে হচ্ছে এপ্রিলের গরমের আগে লুরু যেতে পারব না। কারণ এপ্রিলে কিছু কাজ আছে, পেটের ধান্দা।ঃ))
  • ranjan roy | 24.96.185.232 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৫০544873
  • আমি আগে কখনো মৌসুমী ভৌমিকের গান শুনিনি। (যত ইচ্ছে প্যাঁক দাও।)
    সাত্যকি ওনার সহযোগী জেনে আজ রায়পুরে জিগাইতেই একজন কল্লোলের চেনা জুনিয়র বন্ধু মোবাইলে শোনাল। কি গলা! কি টোনাল কোয়ালিটি! লিরিকগুলো কি উনিই লেখেন?
  • কল্লোল | 125.241.12.42 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৮544874
  • আইজ্ঞা। মৌসুমীর গান মৌসুমীই ল্যাখে।
    অয়। ঠিক ঝামেলার সময়েই আসবি। এপ্রিলে কিছু সময় থাকবো না।
    যাগ্গে, আয়তো। আমি না থাকি অন্যরা তো থাকবে।

    আইচ্ছা লুরুর গুরুগণ (জেন্ডার নির্বিশেষ)। আমাদের ভাটের ক্ষীইইই হলো?? মার্চের ৯/১০ হবে কি? একক ও মোহর, বাসা কি ফাঁকা?
    দুস, কেউ আসুক না আসুক আমি আসছি।
  • Ekak | 69.99.230.125 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৯544876
  • মার্চের নয় দশ এ আমি থাকছি । ফ্ল্যাট ও । মোহর চাঁদ ল্যাবারু হয়ত কিছুদিনের জন্যে পাওয়াই ল্যাব এ যেতে পারেন । তাতেই বা কি ? তোমরা নাহয় আমার পরীক্ষামূলক রান্না খাবে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন