এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২০৯০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 125.241.12.156 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৩544777
  • কি গান ই না শোনলাম। এখনো রেকর্ড শুনছি!
  • dd | 125.187.50.180 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৬544778
  • কাবলে বুরোর বাড়ীতে যা ঠেক হোলো। উঃ।
    কি গান, ক্ষি ঘান ক্ষী ঘান।
    আর তেমনি ন্যাজ নাড়া(সৌজন্যে ভুতো)।

    ন্যাজ,পরোটা,মাংসো,গান,আড্ডা....ইঃ নিয়ে এক চুড়ান্তো দুপুর।

    মনে থাকবে।
  • kiki | 69.93.204.246 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪২544779
  • সামু নিশ্চয়, আর কয়ো না, আমার যখন সময় হয়, তখন কোন ভদ্রলোকের সময় নয়।ঃ(((

    আর বইমেলা, উঃ !!! ঐ ঠেকের দৃশ্য দেখে জ্বলে পুড়ে মরছি বলে। নিজের ক্যালানে পনার জন্য কত কিছু মিসালাম।হায়! এত ঠেকেও আমার শিক্ষে হলো নাগো!!
  • b | 122.79.40.143 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫৭544780
  • হমমমম!!
  • সেন্সরবোর্ড | 127.194.198.175 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৭544781
  • কালকের ভাট সেন্সার করা হলো। সহ ভাটুরেদের অনুরোধ ব্যক্তিগত বিনিময় ভিন্ন ভাটের ছবি, রেকর্ডিং ও বর্ণনা প্লীজ পাবলিক কইরেন না।
  • কুড়ি কুড়ি বছর পেছনে | 127.194.85.165 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৫544782
  • খোকা-খুকু রা কাল বুড়োদের মত ভাব নিয়ে বসেছিল আর বুড়ো-আধবুড়ো রা সব কেউ কুড়ি কেউ পনেরো তো কেউ তিরিশ বছর পিছনের নিজেকে ফিরে পেয়েছিল। আজ্ঞে হ্যাঁ। শনিবারের ভাটের কথাই হচ্ছে এখানে।

    মেগা ভাট হবে কিনা সেই বিষয়ে বোধায় ভাটায়োজকের সন্দো ছেলো তাই খুব বেশি আওয়াজ শোনা যায়নি তার-তাদের তরপ থেকে। কিন্তু কালকের ভাটের পর এটা নিশ্চিতরূপেই বলা যায়, সত্যিকার অর্থেই একটা মেগা ভাট হয়েছে! যাদের যাদের আসবার কথা ছেলো, সক্কলে এয়েছেন, কেউ গরহাজির হন নাই সুমিত ডাক্তার বাদে। কুড়ি জনের হিসেবে এগিয়ে ভাটুরে হয়েছিলেন জনা ২৩/২৪!!

    শেষবেলায় দিল্লিবাসী নেতাই ও রুবি এসে ভাটকে আরও ভরিয়ে দেয়।

    নেতাই ক্ষী গম্ভীর ক্ষী গম্ভীর! রুবীও তেমনি। মিষ্টিমতন একটা ছোট্ট মেয়ে। আমাদের স্যানের থেকেও ছোট!

    গায়ক ও বাদ্যকরের নাম এবার নেওয়াই যায়।

    গায়ক সাত্যকী ব্যানার্জী ও বাদ্যকর সজীব।

    সঙ্গে ছিল সজীবের বান্ধবী শিল্পী। যে কিনা আরেকটা মিষ্টি মতন ছোট্ট মেয়ে।

    গান? বাজনা?

    সে শুধু শুনিবার ও পাগল হয়ে যাওয়ার জন্যে ছিল। নিজেকে ভুলে যাওয়ার জন্যে ছিল। হারিয়ে ফেলার ও আবার খুঁজে পাওয়ার জন্যে ছিল। সে লিখে বোঝানোর বা বলার নয়। বলার ক্ষমতাও নেই। ইন্দো ডাক্তার একমাত্র পারত, তা সে আসতে পারে নাই হাস্পাতাল-রোগী দেখা ইত্যাদির জন্যে। এই ভাটুরেটি বার বার যাকে মনে করে আফসোস করছিল সে ইন্দো ডাক্তার। এরকম দিন, এমন গান, এমন সব মানুষজনের সঙ্গ সচরাচর পাওয়া যায় না।

    সফলভাবে বইমেলা সাঙ্গ হল গতকালের এই ভাটানুষ্ঠান দিয়ে।

    আসছে বছর আবার হবে...

    -------------

    .................................
  • -- | 127.194.85.165 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৮544785


  • সজীবের বান্ধবী শিল্পী।



    দুই গুরু সাত্যকী ও সৈকত



    ভুতো ও সাত্যকী
  • গুরু আড্ডা | 127.194.85.165 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫১544787








  • ব্যাসদেব





  • আপডেট | 127.194.85.165 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৫544788
  • সাত্যকী ব্যানার্জী



    এই কটাই ছিল ঝুলিতে।

    ছবি- শুভ্রদীপ
  • I | 24.99.143.166 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৩544789
  • মরমে মরে আছি। এমনি করে আর মনে দাগা দিয়েন না কুড়ি কুড়ি বছর !
    সত্যি বলতে কালকের ভাটটাকেও লাইটলি নিয়েছিলাম। সাত্যকি আসছে শুনে কিন্তু নড়েচড়ে গেলাম। তারপরেও ডাক্তারী , যথারীতি। ফির কভি হোগা ইত্যাদি। রাত্রির মনে হয় একটু অপরাধবোধ ছিল। তাই দুপুরবেলা মোবাইলে ধরে বলল-সাত্যকির এই গানটা শোনো ! আমি তখন অটো ধরতে দৌড়চ্ছি, শিব আসে নি। ওপারে সাত্যকি গাইছে -রসের গৌর আমার অন্তরে। ওপারে মানে সত্যি ওপার। এপারের মানুষ হয়ে এমনি করে গাওয়া সম্ভব না। মোবাইলেই এই !

    এরপরে আর কী-ই বা বলবার থাকে। কিছুক্ষণ শুনে ফোনটা কেটে দেওয়া ছাড়া !

    তাও চালিয়ে নিতাম। সন্ধ্যার ঝোঁকে ভরা চেম্বারে ইশানের ফোন। "ওরে ইন্দো, আমি কিছু জানি না, তুই যেমন করেই হোক একবার আয়।' আবার সেন্টু-"আবার কতদিন বাদে দেখা হবে, কত বছরের ওপারে, তুই আয়। স্যানকে দিচ্ছি, এই নে'-, বলতেই বালিকার রিনরিনে গলা-"ইন্দোদাদা, একবার এসো, প্লি-ই-জ '! তখন বাজে সাড়ে সাতটা, আর আমি সোদপুরের চেম্বারে। আরো দশজন মানুষ বসে আছেন,দেখতে হবে। তারওপরের রাতে ভবানীপুর !

    ওরে, তোরা আমায় পাগল করিস না। দড়িদড়া ছেঁড়ার অত সাহস আমার নেই রে।
  • I | 24.99.143.166 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২১544790
  • শুভ্রদীপ, ধন্যবাদ !
  • a x | 118.193.101.173 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৪544791
  • আমরা গান শুনতে পাবনা?
  • sosen | 111.62.41.138 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪০544792
  • আমি কিছু ভয়েস রেকর্ড করেছি। দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য গুরুজন আমায় মেইল করুন
    sonalisengupta ২০০০ @ ইয়াহু ডট কো ডট ইন
    যদিও অনেক বড় বড় ফাইল -তবু পাঠাতে চেষ্টা করব।
    শুভ্রদীপ ভিডিও করেছে তবে পাবলিক করার বোধহয় অসুবিধে আছে।
  • a x | 118.193.101.173 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৯544793
  • এদের কি রুহানিয়াত বলে কোনো দল আছে? তাহলে আমি সাত্যকির গান শুনেছি।
  • sosen | 125.242.181.77 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১০544794
  • অবসর কমতে কমতে আজকাল শূন্য ছুঁতে চলেছে। যে মুহূর্তে এক টা কাজ সেরে হাঁপ ফেলি, আরেকটা ডেডলাইন মনে পড়ে যায়। তাও সামরানদির ডাক পেয়েই জানি গান শুনতে পাব। তাই, সম্মতি জানাতে একবারও ভাবিনি। চেষ্টা তো করবই পৌঁছতে। আকাশ থেকে ঝাঁপিয়ে পড়েছে ট্যাক্স সেভিংস ডিক্লারেশন ইত্যাদি কিসব দুর্বোধ্য কাজ কম্ম, মাথার ওপর ঝুলছে দুটি পেপার, কয়েকটি কনফারেন্স, বর্ষশেষের হিসাবনিকাশ। আর পিঠের আনচান ব্যথা তো আছেই। শুক্রবারের রাত দুটো বাজিয়ে যখন শুতে গিয়েছি, তখন ও মাথায় ঘুরছে হিসেব নিকেশ, ঘন্টা ঘন্টা করে থাক থাক কাজ। শনিবারের সকালে একখানা ছোটখাট কাজ সেরেই কোনমতে দৌড়ে ব্যাঙ্ক, সেখান থেকে কর্তব্য সেরে হাঁপাতে হাঁপাতে সাড়ে বারোটায় বেরিয়ে শোভাবাজার মেট্রোয় যখন উঠলাম তখন খেয়াল পড়ল সকাল থেকে দু'খান বিস্কুট ও চা ছাড়া পেটে কিছু পড়েনি।

    যতীন দাস পার্কে নেমেই কিনে ফেললাম একখানা আপেল ও ফ্রুট জুস। খেতে খেতে ফাঁকা ফুটপাথে হাঁটতে হাঁটতে খুঁজতে থাকি গুপির মিষ্টির দোকান। আগামী ছ -সাত ঘন্টা কম্পিউটারের সামনে বসতে হবেনা, ভেবেই নির্ভার লাগছে। গলির মুখে পৌঁছেই দেখা পাওয়া গ্যালো হন্তদন্ত মামুর, পরনে সেই বিখ্যাত ফ্যাবইন্ডিয়া, তবে লাল নয়। ততক্ষণে এসে পৌঁছেছেন ডিডিদা, রূপঙ্করদা , সামরানদি, শুভ্র, সাত্যকি ও সজীব তাঁদের বাদ্যযন্ত্র সমেত, আর মিষ্টি মেয়ে শিল্পী। মাটন ডাকবাংলো ও রুটি এসে উপস্থিত, স্যালাড কাটা হয়ে গেছে, আর ইতিউতি শোভা পাচ্ছে বিভিন্ন রকম বোতল। দোতারায় সুর ও খেলছে টুং টাং । ভুতোর গলা জড়িয়ে ডিডিদা আলাপ জমাচ্ছেন, কাবলিদার শরীর আগের চেয়ে দুর্বল লাগলো, কিন্তু মুখের হাসিতে কৃপণতা নেই।
    ততক্ষণে জনস্রোত খেলতে শুরু করেছে। অচিন্ত্যদা এলেন, হাতে মস্ত এক নীল বাক্স। গায়ে লেখা বোধহয় ইনফিনিটি, ভুল হলে শুধরে দেওয়া হোক। জয়াদি, সঙ্গে আরো দুজন, আর এক প্রস্থ মালপোয়া। ওমনাথ, সুমেরুদা । রাত্তির দিদি, সুচিত্রা সেনের সাজে; কিন্তু অগ্নীশ্বর উত্তম ছাড়াই , আর স্যানবালিকা । স্যানের ইমপ্রুভমেন্ট দেখে আমরা অবাক। সে ভুতোর গলায় মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছে। তরলের গন্ধে আর ধোঁয়ার ঝাঁজে বুঝি ভুতোরও কিঞ্চিত নেশা হয়েছিল। দুই থাবা দিয়ে সে একবার একে জড়িয়ে ধরে তো আরেকবার ওকে। ভালবাসার আধিক্য দেখে স্যান ডিভানের এক কোণে লুকিয়ে রইলো।
    গান শুরু হয়ে গেল। আহা, সে কি দোতারা। চারতারের সে দোতারা সরোদের ঝংকারে বাজে। সাত্যকি ও সজীবের পায়ের আঙ্গুলে বাজছে জড়ানো ঘুঙুর। মিড় খেলে বেড়াচ্ছে গোটা ঘরে। সাত্যকির সাথে গলা মিলছে মামুর, প্রাণের ভিতর দুয়ারে ধাক্কা লাগছে। সে না শোনালে ক্যামন করে বোঝায় মর্ত্যজনা? এরই মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল , কখন, টেরটিও পেলুম না। খাওয়া দাওয়া হবার পর পর এসে পড়লেন রঞ্জনদা। দরবারী থেকে জৌনপুরী; পাগলা মনটারে তুই বাঁধ থেকে যাব মদিনা-রাগে বৈরাগে সে এক মাতাল ভাট। এখনো কানে ভাসছে চন্ডীদাস-" না পোড়াইও রাধা অঙ্গ / না ভাসাইও জলে /মরিলে ঝুলায়ে রেখো তমালের ডালে"। ইপ্সিতা, ইন্দোদাকে ফোনে এক একটু শোনানো হলো সে গান। ইপ্সিতা বোধকরি ফোন ধরে ঘুমিয়েই পড়ল গান শুনতে শুনতে। স্থির হয়ে একাসনে বসে গান শুনে গেলেন চিন্তুবাবু। সামরানদি আর মামুর নাচ ও দেখা গ্যালো। আর পাশের বাড়ির লোকজন এই তুমুল আনন্দে নাতনি ঘুমোতে পাচ্ছে না বলে নালিশ করায়, সুমেরুদা এক গাল হেসে বললেন "ও নাতনি ভালো না। অন্য নাতনি নিয়ে আসুন।" ভাগ্যে তাঁরা শুনতে পাননি।
    সাড়ে ছটা বা সাতটা নাগাদ সজীব আর সাত্যকি যাদবপুরে গান গাইতে যাবে বলে উঠে পড়ল। মামু আর সামরানদি ও রওনা হয়ে যাচ্ছিল ওঁদের সাথে , গুরুর সব টাকার ভার আমার হাতে দিয়ে। সে কি মুশকিল। শেষে নিরস্ত করা গ্যালো তাঁদের, কিন্তু ততক্ষণে আসন্ন বিরহের ব্যথায় ও গানের + বিয়ারের যুগপত নেশায় মামুর ঘোর লেগেছে। সেই সাথে সবারই, অল্প বিস্তর । আরো গান শোনা গেল, মামুর, শুভ্রদীপের। আমার আর থাকলে চলে না, রাত্তির্দিও আমার সাথে ফিরতে চায়। কিন্তু মামু ফিরতে দিলে তো। ইন্দোদাদাকে ফোনিয়ে কাকুতি মিনতি করা হলো আসার জন্য-বেচারা! আসতে পারেনি সে। কিন্তু শেষে আসর ও ভাঙ্গে, রাত ও ফুরায়। যখন আমরা বেরিয়ে পড়লাম, মামু ও বাকিদের বুঝিয়ে সুজিয়ে, তখন ও চলছে আসর। সে কথা বলবেন বাকিরা। ভর ভর্তি আসরের রেশ মাথায় রেখে বাড়ি ফিরলাম।

    বড় আরাম হলো কাল। প্রাণের আরাম, আত্মারাম । গুরুকে, সামরানদিকে, মামুকে, কাব্লিদাকে, আর দুই গন্ধর্বকুমারকে প্রাণের শুভেচ্ছা। পূর্ণ হউক, সব শূন্যতা। জ্জয়্গুরু।
  • sosen | 125.242.181.77 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৭544795
  • ব্যাসদেবের নাম করতে ভুলে গিয়েছিলাম-
    কিছু ছবি রইলো-কোয়ালিটি ভালো নয়-






  • dd | 125.187.48.84 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৪544796
  • হ্যাঁ। এই আরাম হারামের কথায় মনে পরলো।
    আমাকে এক ভাটুরেনি খুব সিনসিয়ারলি জিগাইলেন "আচ্ছা ডিডিদা, আপনে কি সত্য সত্যই মদ্য পান করেন না এয়ার্কি মেরে মিছে কথা কন?"

    তাই সত্য প্রতিষ্ঠার খাতিরে হাতে নাতে প্রমান দিতে সেই বারোটা থেকেই রাম খেতে হোলো। একটানা।

    তোমার রাম,আমার রাম।প্রানের রাম,আত্মারাম।
  • sosen | 125.242.181.77 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৬544798


  • | 132.167.14.255 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৯544799
  • সোসেন দারুন। এক টুকরো ভাট পেলাম। ধন্যযোগ।

    ডিডি/রঞ্জন দা/সৈকত/সামরান/স্যান/রাত্রি তোমরা লেখো না কেন হে? আমাদের মতো অভাগা রা যারা ভাটে যেতে পারে নি তাদের কথা ভেবেও লিখতে তো পারো!!
  • dd | 125.187.60.36 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৬544800
  • আরে দ্যাখো, দ্যাখো। আমার কি না ন্যাজ নেই, তাই আমার কোনো ফটুক নেই।

    আর আমার প্রিয় বন্ধু ভুতোর তো কতো ছবি।

    হায়।
  • | 132.167.14.255 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০৪544801
  • ডিডি, রুপঙ্কর দার ফেস বুকে তোমার কত ফটো দেখলাম। দিব্যি হয়েছে।
  • sosen | 111.63.236.114 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৬544802
  • আমার কাছে ডিডি দার ছবি নাই-:(
    অনুরোধ: যারা আমার কাছ থেকে গান পাচ্ছেন, পাবলিক করবেন না-
  • শুভ্রদীপ | 126.193.141.51 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৯544803
  • কিছু বলার ছিল, অবশ্যই গতকাল কাবলিদার বাড়িতে জমায়েত নিয়ে। কিন্তু আজ নয়, অন্যদিন। সোনালির লেখাটা অনবদ্য। যাকে বলে একদম ঠিক ঠিক। দীপ্তেনদাও অল্প শব্দে মনের কথা বলে মনটাকেই ছুঁয়ে গেলেন, আরো একবার। কিন্তু, ওই যা বললাম, আজ নয়, অন্যদিন। শুধু একটা অনুরোধ, সব্বাইকেই। যেহেতু এই পোষ্টগুলো (এবং সেহেতু ছবিগুলোও) অনেকের কাছেই দৃশ্যমান, তাই একটু হয়ত, ওই যাকে বলে self censorship দাবী করে। ফলত একটা-দুটো ছবি সরিয়ে ফেললেই বোধহয় ভালো হয়।
  • pi | 81.206.11.78 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪৭544804
  • নাঃ, ঘুমিয়ে পড়িনি। দেড় ঘণ্টা ধরে গান ই শুনেছি ঃ)
  • Abhyu | 85.137.0.209 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৪544805
  • গান নিয়ে এতো সেন্সরশিপ কেন? এগুলো কি পরে লাইভ রেকর্ডিং বলে সিডি হয়ে বেরোবে নাকি অন্য কিছু ব্যাপার আছে? মানে খোলা পাতায় এতো "আহা কি শুনিলাম"এর পরে "আপনাকে এই গান শুনতে হলে কিন্তু গুরুর "ইনার সার্কেলের লোক" হতে হবে" গোছের অ্যাইচিউড মনে হবে না? (আবার "ইনার সার্কেলের লোক" শুনে তেড়ে আসবেন না, ঐ জন্যেই কোটেশেনের মধ্যে দিয়েছি, মানে যারা কেডির বাড়ি নিমন্ত্রিত, বা সোসেনের ইমেল অ্যাড্রেস জানেন ইত্যাদি, বিশেষ কোনো বিতর্কের উদ্দেশ্য নিয়ে লিখি নাই)।

    নো পার্সোনাল অফেন্স প্লিজ।
  • sosen | 125.242.197.53 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০১544806
  • খাইসে- ও পাই কয়টা ছবি সরায়ে দিবা? ওই ৪: ৪৬ এর পোস্টে প্রথম ছবিটা -আর কোনটা, শুভ্র?
  • a x | 118.193.101.173 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৫544809
  • অভ্যুর কথাটা আমারও মনে হয়েছে। এত কম্প্লিকেশনের যদি প্রয়োজন থাকে, তাইলে আগাম আলোচনা করে তারপর এখানে লেখা উচিৎ ছিল।
  • Abhyu | 85.137.0.209 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৫544807
  • আরেকটু খোলসা করে লিখি। আমাদের কলেজ ফেস্ট ইন্টিগ্রেশনে কোনো কোনো অনুষ্ঠানের আগে বলে দেওয়া হত - কেউ ফটো তুলবেন না ইত্যাদি, তাহলে সিজ করা হবে প্রভৃতি। সেটা একটা পলিসি।
    এখন, এখানে ভাট হয়েছে একজনের বাড়িতে, সেখানে কি হবে না হবে সেটা হোস্ট এবং গেস্টদের ব্যাপার - বাকিদের কিছু বলার থাকতে পারে না। সেই নিয়ে পুরো আলোচনাটাই যদি ইমেলে হত, তাহলেও কিছু বলার ছিল না, কিন্তু এখানে দাঁড়াচ্ছে এই যে খোলা পাতায় সব কিছু জানানো হবে, শুধু গায়ক বাদকের নাম ঊহ্য থাকবে প্রথমে (কেউ কেউ অবশ্য ফোনে খবরটা পেয়ে যাবেন) এবং তারপরে গানের প্রবল প্রশংসা হবে খোলা পাতায়, কিন্তু সেটা শুনতে গেলে সেই "ইনার সার্কেলের লোক" হতে হবে। একটু ইয়ে মতন না?
    সেই জন্যেই বলা। আবার বলছি, কাউকে আঘাত করা ইত্যাদি উদ্দেশ্য নয়। কিছু মনে করবেন না প্লিজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন