এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১২০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 24.96.43.255 | ১৫ আগস্ট ২০১২ ০০:০৭570861
  • আমি আদৌ আওয়াজ দিই নি ঃ-(
    আমি কথাটার স্পিরিটটা অ্যাপ্রিশিয়েট করছিলাম ঃ-(
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:০৮570862
  • ও হ্যাঁ ভালো কথা...
    আজ বিকেলে ঋষিকেশ পার্কে গিয়েছিলাম মার্শাল আর্টের ব্যাপারে জিজ্ঞেস করতে.. কখন হয়, কে করায়, কাকে কাকে করায়, কত নেয়, ঠিক কি করায় এইসব আরকি।
    তো গিয়ে দেখালাম মাঠ শুনশান। জিজ্ঞেস করে জানলাম সোম বুধ ও শুক্রবারে হয়। পার্কে কোন টেন্ট নেই। যাঁরা করান তারা এলাকারই লোক। বাইরে থেকে এসে করান। শুধু তাাঁরাই আমার প্রশ্নের জবাব দিতে পারবেন। সন্ধ্যে সাতটা থেকে শুরু হয়।

    আমি সাঁতারের সীজন শেষ না হলে শুরু করব না। সেই পুজোর পর। তাও আজই গেলাম জিজ্ঞেস করতে, কারন মনে হল টইটা ডুবে যাবার আগে একটা অন্তত কাজের ইনফর্মেশন দিয়ে রাখি। সবাই কিছু না কিছু দিচ্ছে।
    আজ হল না মঙ্গলবার বলে, কাল স্বাধীনতা দিবস, নেক্সট শুক্রবার নিশ্চয়ই ইনফর্মেশনগুলো পাবো। তখন ফোর্জিদিদিকে ভালমন্দ জিজ্ঞেস করে নেব।
  • nina | 22.149.39.84 | ১৫ আগস্ট ২০১২ ০০:০৯570864
  • কেলোদাদা আমাকে দেখতে পেলনি ঃ-(
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০০:০৯570863
  • আমারো তাই মনে হয় কেলো, সাঁতার যদি নতুন করে শুরু করি, নতুন করেই করতে হবে। একেবারে জল কাটিয়ে এগোনো থেকে শুরু করে তারপরে সব।
    আপনি ডাইভিং ও করেন, না? সমুদ্রের তলায় নামেন, তাই না? ডোবা জাহাজ বা কোরালের বাগানে?
    আর শুটিং একেবারেই প্রথম থেকে শুরু করতে হবে। চাঁদমারি মাঠের মতন একটা কিছু থাকলে চমৎকার হবে। ঃ-)
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:১০570865
  • রাগ করবেন না স্যানদিদি, আমি স্রেফ আপনার কমেন্টটা দিয়ে আত্মরক্ষা করলাম।

    স্পিরিটটা আমার অন্তরের .... সেটার জয় হোক!!!
  • pi | 82.83.82.13 | ১৫ আগস্ট ২০১২ ০০:১২570866
  • আমি যে এসবের কোনোটারই চর্চা করিনা। আমার ক্ষীঃ হইবে ?
  • nina | 22.149.39.84 | ১৫ আগস্ট ২০১২ ০০:১৪570867
  • তুই শুধু সঙ্গে একটা ছাতা রাখিস পাই--হাওয়া দিলে ছাতাখান খুলে ধরবি আর মেরি পপিন্সের মতন সাঁই করে উড়ে পৌঁছে যাবি ঃ-)
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:১৮570868
  • আপনাকে কিসে দেখতে পাই নি নীনাদি? ঠিক বুঝতে পারলাম না তো!
  • nina | 22.149.39.84 | ১৫ আগস্ট ২০১২ ০০:২০570869
  • ঐ যে আমার ১১।৪৩ পোস্ত দেখ--কেলোদাদা
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:২২570871
  • যে যেটার চর্চা রাখতে পারবে সেটাই আগে শেখা ভাল।
    যেমন আমি সাঁতার, পাইদিদি গান, হুঁকোবাবু বন্দুক.. ইত্যাদি।

    কষ্ট করে শিখে মর্চে ধরিয়ে লাভ কি ??
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:২৪570872
  • হ্যাঁ হ্যাঁ নীনাদি, ওই ১১|৪৩ আমি বোধহয় আগেই ভরপুর সাপোর্ট করেছি। তাই আগের পোস্টেই তো ওই কথাটা লিখেছিলেন। তাই না?
  • nina | 22.149.39.84 | ১৫ আগস্ট ২০১২ ০০:২৬570874
  • তাই তো! ঠিকাছে তাইলে কেলোদাদা--আর দুক্কুউ নেই
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:২৬570873
  • *তার আগের পোস্টে
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:৩৫570876
  • @ VB >15 Aug 2012 -- 12:09 AM
    ও তেমন কিছু নয়.. একটু আদটু।

    তবে সাইক্লিং এর মত সাঁতারের সুযেগ যদি থাকে তবে কাটুন না। সত্যি শরীর ভাল থাকে। নিজে অনুভব করছি বলেই বলছি। সমবয়সী সাঁতার না কাটা কিন্তু জিম করা বহু বন্ধুর চেয়েই ভাল আছি। এমন না যে বয়সের ছাপ পড়ে নি। বয়স হলে সেটা তো পড়বেই। কিন্তু সুস্থ থাকাটাই তো জরুরী, সেটা আছি, প্রফুল্লও।

    মাঠ আর চাঁদমারি কেন। আরামসে রাইফেল ক্লাবে যেতে পারেন তো। সস্তাই। নয়ত আমার মত ডিম আনি ডিম খাই লোক যেতে পারত না। রবিবার সকালে হাতে মিনিট পনের টাইম থাকলেই যেতে পারেন। সে ভারতের যেখানেই আপনি থাকুন না কেন।
  • pipi | 139.74.191.152 | ১৫ আগস্ট ২০১২ ০০:৩৫570875
  • দেখুন কেলোবাবু, কোন রকমের আওয়াজ আপনাকে আমি দেই নি। অপরিচিত কাউকে আওয়াজ দেওয়া কি চিমটি কাটা টা ঠিক আমার স্বভাবের মধ্যে পড়ে না।
    এই টই টা আপনি খুলেছিলেন আরেকটা টইয়ের কনটেক্সটে, অন্তত আমার তো সেইরকমই মনে হয়েছিল। যেখানে আলোচনা চলছিল মেয়েরা কারোর হাতে অতর্কিত ভাবে আক্রান্ত হলে কিভাবে আত্মরক্ষা করতে পারে, বা সেই আত্মরক্ষার উপায় হিসেবে কি কি ডিভাইস কাজ লাগে ইত্যাদি। সেই পরিপ্রেক্ষিতে এখন যদি কেউ সাঁতারের কথা তোলেন তো অবাক তো হতেই হয়। সাঁতার জেনারেল ফিটনেস বাড়ায় এ নিয়ে আমার কোনরকম প্রশ্ন বা সন্দেহ নেই এ কথা আগেও লিখেছি। আর জলে পড়লে সেই আত্মরক্ষার জন্য সাঁতার বিনা গতি নাই এটাও ঠিক কিন্তু আমরা কি এখানে সেই আত্মরক্ষার আলুচানা করছি? মনে তো হয় না। তাহলে তো রেলগাড়ীতে চড়তে গেলেও কি কি সাবধানতা অবলম্বন প্রয়োজন আত্মরক্ষার জন্য এই আলুচানাও হওয়া দরকার বৈ কি।
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:৩৭570877
  • আপনার কথা ১০০% ঠিক পিপিদি।
    তবে আপনি সিরিয়াস মানুষ এবং প্রকৃত অ্যানার্কিস্ট নন। :(
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:৪০570878
  • আচ্ছা, যাকেই গাল পাড়ছি সেই টের পেয়ে যাচ্ছে কি করে???
    সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছে।
    আমি তো ৬ মাসে ৯ মাসে একবার গুরুতে আসি। মাঝখানে কি হল কিছু টের পাইনা...
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:৪১570879
  • এই যেমন স্যানদিদি বা পিপিদি...
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০০:৪৮570882
  • কেলোদাদা, একবার আপনার সঙ্গে কোরালের বাগানে নামবো। ঃ-)
    সুদিন আসুক।
  • pipi | 139.74.191.152 | ১৫ আগস্ট ২০১২ ০০:৪৮570880
  • আরেকটা কথা। সাঁতার ফুলবডি এক্সারসাইজ, প্রচুর উপকারী ইত্যাদি প্রভৃতি খুব ভাল কথা। সাস্থ্যসচেতন পাব্লিকের দলে রূপসচেতন দু একপিস কেউ যদি থাকেন তো মাথায় রাখবেন নিয়মিত ক্লোরিনেটেড জলে সাঁতরালে অ্যালার্জী, চুল পড়া, দাঁত সবজেটে হওয়া, চামড়া খসখসে হওয়া ইত্যাদিও কিন্তু হতে পারেঃ-) আমি না, সাঁতারের ইনস্ট্রাকটর বলেছিল গড়গড় করে কবিতা মুখস্থ বলার মতন ঃ
  • aka | 178.26.215.13 | ১৫ আগস্ট ২০১২ ০০:৫০570883
  • সাঁতারের পুরোটাই রিদমের ব্যপার। যখন ছোট ছিলাম তখন মাথা উপরে রেখে হু হা সাঁতার কাটতে পারতাম। এমনকি গঙ্গাতেও খানিক কাটতে পারতাম। বুড়ো হতে মাথাটা মোটা এবং ভারি হয়ে গেল। আর অমন পারি না। তো মুশকিল হল মাথা জলের নীচে রেখে শ্বাস নিয়ে আবার জলের নীচে শ্বাস ছেড়ে আবার শ্বাস নিতে গেলে যে রিদম মেইনটেইন করতে হয় তা পারতাম না। এখন পারি, ফলে সহজেই অনেকটা সাঁতার কাটতে পারি।
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০০:৫২570884
  • জলের নিচে শ্বাস নেবে কী করে? জলের উপরে শ্বাস নিয়ে নিচে শ্বাস ছাড়বে, তাই তো?
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০০:৫৩570885
  • আজ বাদে কাল তো টইটা ডুবে যাবে। তখন আমার ইচ্ছে এই এত ভাটের মধ্যেও দরকারী যা যা জমা পড়ল সেগুলোকে একত্র করে একটা সামারি করে ফেলে একটি পোস্টে সব রেখে দেব। খুব কাজের হবে। আমি দেখেছি দরকারী টই একবার ডুবে গেলে তাতে আর ভাট হওয়ার চান্স থাকে না।
    কাজেই শেষ দিকে সামারী টা থাকলে কাজ দেবে।
    তা বলে আবার এখুনি জোর করে ডুবিয়ে দেবেন না যেন। কাল পর্শুর পর আমি এমনিতেও আর লিখতে পারব না। ফোর্জিদিদির লেখার বাকিটা দেবার পর মনে হয় না আর কেউ বিশেষ কিছু দেবে। তখন টই এমনিই ডুবে যাবে। চিন্তা নেই।
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০০:৫৫570886
  • আর্কিমিদিস এলেও ডোবাতে পারবেন না। নিচ্চিন্ত থাকুন কেলোদাদা। ঃ-)
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০০:৫৬570887
  • মানে এখন ডোবাতে পারবেন না আর্কিমিদিস। ঃ-)
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০১:০৮570888
  • কেলোদাদা, আপনার ডুবুরি হওয়ার সময়ের কিছু এক্সপি শেয়ার করুন না!
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০১:১২570889
  • সেরম কিছু এক্সপি নেই তো...

    আপনার সঙ্গে যদি কোনদিন নাবি, নিশ্চয়ই জমা হবে .... :)

    সত্যিই অপেক্ষায় রইলাম।
  • aka | 178.26.215.13 | ১৫ আগস্ট ২০১২ ০১:১৯570890
  • আত্মরক্ষার সাথে শারীরিক ফিটনেস ওতপ্রোত ভাবে জড়িত। লড়াই করতে, খানিকক্ষণ যুঝতে বা সঠিক সময়ে পালাতে শারীরিক ফিটনেস লাগবেই, আর লাগবে শান্ত থাকার অভ্যেস। দুই ই আসে শরীর চর্চা ইত্যাদি থেকে। তাই আত্নরক্ষার প্রথম পাঠ শারীরিক ফিটনেস বাড়াও।
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০১:২১570891
  • উঠে এসে আমরা বই লিখবো, "মিস্টেরিয়াস কোরাল রীফ" আর বাংলায় তার অনুবাদ হবে, "প্রবাল দ্বীপের রহস্য" ঃ-)
  • কেলো | 120.227.243.36 | ১৫ আগস্ট ২০১২ ০১:৪৮570893
  • রহস্য কেন ? রহস্য কেন? না না ওখানে কোন রহস্য টহস্য নেই। ও আমার হ্যারিসন রোডের মত চেনা জায়গা।

    আর আকাদা, ভীষন দামী কথা বললেন তো। আমি তো শুরু থেকে এইই বলছি। তবে শুধু শরীর নয়, মনেরও চর্চা। মানসিকতারও পরিবর্তন দরকার। যেমন ধরুন রিমিদি বলেছিলে দুচোখে আঙ্গুল দিয়ে আঘাত করার কথা। মানসিকতা না পাল্টালে হাজার চেষ্টা করেও সেটা করতে পারবেন না। আপনার বিবেক বাধা দেবে। এমনকি চূড়ান্ত বিপদেও। এ বিষয়ে আমি একটা গল্প বলতে পারি। তবে আজ নয়, কালকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন