এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১১৯৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 75.255.37.237 | ২৪ আগস্ট ২০১২ ২১:২০570994
  • চান টান করানোর আদিখ্যেতা আমিও দেখেছি |
    আমি যখন স্কুলে ভর্তির আগে থেকেই নিজে নিজে চান করতাম, তখন আমার চেয়ে 3বছরের বড় দাদা(জেঠুর ছেলে)কে জেঠিমা চান করিয়ে দিত|
    আমার এক মাসিকেও দেখেছি মেয়েকে অনেক বড় বয়েস পর্যন্ত চান করিয়ে দিতে|
    চণ্ডালএর ওই ভাই যদি নিজেই চান করতে পারত তাহলে হয়তো হত না!
    সুতরাং কেলোদা,তাইকুদি,
    শুধু সাঁতার শিখিয়ে আর মার্শাল আর্ট শিখিয়ে হবে না; বাচ্চাদের নিজের কাজ নিজে করতে শেখানোটাও জরুরি|
  • 4z | 84.115.197.226 | ২৪ আগস্ট ২০১২ ২১:৩৮570995
  • এখন আমার ছানাদুটোকে মার্শাল আর্ট শেখানোর ব্যপারে আমি আরো বেশি কনফার্মড। যাতে তারা মজাচ্ছলে এই ধরনের খেলা খেলতে ইচ্ছুক বড়দের বাড়ানো হাত আর ক্যালানো দাঁত দুটোই নিজেরা ভাঙ্গতে পারে। বড়দের মাথায় তো গজাল মেরে আর বোঝানো যাবে নাম যে তারা যেটা করছে সেটা অন্যায়, তাই নিজেদের ডিফেন্সকে শক্ত করাই বেটার। তারপর যে রেপার্কেশন হবে সেঅত্স তাদের মা সামলে নেবে।

    ছ,

    যে দেশে বিয়ে, বাচ্ছাকাচ্ছা হয়ে গেলেও ছেলে মেয়েরা খোকা খুকু হোয়ে থাকতে চায় সেখানে এর বেশি আর কী এক্সপেক্ট করেন?
  • তাতিন | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২১:৪৬570996
  • একচুয়ালি খোকাখুকু হয়ে থাকতে পারলে কেউ চাইবেনা কেন? চাপ তো অনেক কম লাইফে তাহলে
  • | 75.255.37.237 | ২৪ আগস্ট ২০১২ ২২:০২570997
  • হমমম, কিছুই না ,
    আর অনেক সময় যে হাত মজাচ্ছলে না এসে এমনভাবে আসে যা সহজে বোঝা যায় না!
    আর একক যেটা বললেন সেটা আরও মারাত্মক, অপরিণত বয়সে ফিলীং তৈরি হয়ে গেলে তখন যে প্রতিরোধ বোধটাও কাজ করবে না! :(
  • 4z | 84.115.197.226 | ২৪ আগস্ট ২০১২ ২২:০৫570998
  • হাতটা যে কতরকম ভাবে আসতে পারে সেটা আমার থেকে ভাল আর কে জানে ঃ(
  • rimi | 178.26.205.19 | ২৪ আগস্ট ২০১২ ২২:০৭570999
  • ফোর্জির সঙ্গে ভীষণভাবে একমত হলাম। ঃ-)

    আমার মার এক বর্তমান ছাত্র মাধ্যমিক দেবে আগামী বছর। তার মা এসে কান্নাকাটি করেছে যে ছেলেটা মাকে সহ্য করতে পারে না। কোনো কথা তো শোনেই না, কথা বললে এমনকি উত্তর দেয় না পর্যন্ত। আমার মা ছাত্রের সঙ্গে কথা বলেছে। তাতে সেই ছেলে জানিয়েছে যে সত্যিই সে মাকে সহ্য করতে পারে না। প্রথমত, মা পড়াশুনো নিয়ে ছেলেকে সবসময় বকাবকি করতে থাকে। দ্বিতীয়ত, সে যেখানে যেখানে পড়তে যায়, সব জায়গায় মা তাকে সঙ্গে করে নিয়ে যায়। তৃতীয়ত, মা তাকে এখনো চান করিয়ে দেয়, যেটা সে একদম পছন্দ করে না। চতুর্থত, মা তার ব্যাগ ঘাঁটাঘাঁটি করে।

    আমার মা এসব জেনে ছাত্রের মাকে জানালে ছাত্রের মায়ের রিঅ্যাকশনঃ
    "ওমা পড়াশুনো নিয়ে বকাবকি করব না? সামনে মাধ্যমিক। ও তো পড়েই না। আর কোচিংএ যায় বেলঘরিয়া, দমদম, ভীড় ট্রেনে সঙ্গে না গেলে চলে? দুশ্চিন্তা হয় না? চান দিদি, আমি না করিয়ে দিলে, ও নিজে চান করলে, পরের দিন গা থেকে এত এত ময়লা বেরোয়। আর ব্যাগ দেখি দিদি, প্রেম টেম করছে কি না, খারাপ ছেলের সঙ্গে মিশছে কি না সেসব বোঝার জন্যে? এগুলোর কোনটা খারাপ বলুন দিদি?"

    এবার ছেলে আর মায়ের মধ্যে যদি লড়াই হয়, তাহলে কার দোষ?
  • একক | 24.99.245.40 | ২৪ আগস্ট ২০১২ ২৩:০৮571000
  • ওই মা ভদ্রমহিলা টি অসুস্থ । ওনার চিকিত্সা দরকার ।
  • একক | 24.99.245.40 | ২৪ আগস্ট ২০১২ ২৩:১৯571001
  • "প্রসঙ্গতঃ আমার এক এক্স-মাও বন্ধু তার বড় মেয়েকে কোনও ধর্ম মানতে শেখায় নি। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন শেখাতে এলে বুঝিয়েছে যে সব ভাট। তাতে নাকি মেয়েটার সামাজিক ব্যবহারে অনেক সমস্যা দ্যাখা গ্যাছে। ফলে ছোট মেয়েকে তার বউ চার্চে নিয়ে গ্যাছে।"

    তাতিন

    এতো সাংঘাতিক ব্যাপার ! এক ধর্ম ছাড়িয়ে আরেক ধর্মে দিক্ষীত করে বসে আছে ! আরে ধর্ম-যৌনতা এগুলো পাতি এডাল্ট ব্যাপার । কুচকাঁচা দের সেই নিয়ে কোনরকম পথ দেখাবার ই প্রয়োজন নেই । মাও বা মনসা কাও কেই প্রনাম করার বয়েস বাচ্চাবেলা নয় সেটা ওই বন্ধুটির বোঝা উচিত ।

    আমার এক পরিচিতের কথা বলি । তার ক্লাস টু তে পড়া মেয়েকে ইস্কুল ছাড়িয়ে দিয়েছে । কারো সঙ্গে মেশে না । তার ধারণা স্কুল-সমাজ সব বাল । শুধু বাড়িতে বসে অঙ্ক সেখে বাবার কাছে মেয়েটি । ক্লাস টু র মেয়ে বায়নমিআল -পলিনমিয়াল সসব শেষ । ইউলার প্র্যাকটিস কচ্ছে ।ছোটখাটো প্রবাবলিটি মুখে মুখে কষে । আমি বল্লুম করেছে কি ,,,, ইস্কুল-সমাজ বাল আমিও মানি কিন্তু বাল তাও তো চেনা দরকার । আর বাইরে না বেরোলে বন্ধু হবে কি করে ? কিন্তু সে বাপের কানে কিছুই ঢোকেনা । সে নিজে ম্যাথ এ পিএইচডি । গিফ্টেড ম্যাথেমাটিশিআন । এমনিতে খুবই ভালো ছেলে । কিন্তু কিভাবে মেয়েটার জীবন নষ্ট করছে দেখলে গা পিত্তি জ্বলে যায় । নিজে ফুটবল পিটিয়ে বড় হলো এদিকে মেয়ের শৈশব টা কেড়ে নিয়ে অন্ধকারে ঠেলে দিচ্ছে ।
    আমাদের দেশের বাপ মায়েরা যদি বাচ্চাদের নিজেদের মতামত থেকে একটু রেহাই দিত , এটলিস্ট ছোটবেলা টা :(
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ২৩:২৭571002
  • প্রসঙ্গত, আমরা অনেকেই খুব অ-ধার্মিক বাড়িতে বড়ো হয়েছি। রিচুয়াল একেবারে নো-নো , কোনো হিন্দু-সংস্কার না মানতে শেখানো হয়েছে ইত্যাদি। ( মনে আছে একবার বন্ধুদের দেখাদেখি অঞ্জলি দিতে চাওয়ায় মা ভয়াবহ খিল্লি করেছিল, বাপ্‌স)। তাতে সামাজিক মেলামেশায় কিছু দৃশ্যমান ক্ষতি হয় নি। জাস্ট এমনি ই বললাম। তর্ক করার জন্য না। আমি শিওর এরকম এখানে অনেকে আছে।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৩০571004
  • বাসে ট্রামে ছেলেদের কিছু হয় না ? আমি কিন্তু কয়েকজন বন্ধুর কাছে শুনেছিলাম , হয়। সেগুলো নিয়ে কখনৈ সেরকম লেখাপত্তর পড়িনি অবশ্য। ছেলেদের মধ্যে কি ট্রমাটাইজড হবার ব্যাপারটা কিছুটা কম হয় ? একক একটা পয়েন্ট বলেছিল অবশ্য। এটা স্বাভাবিক বলে চালানো হয়।

    তাতিন, কারুর খারাপ লাগতে পারে , কেউ ট্রমাটাইজড হতে পারে, এটা মানতে অসুবিধা কীসের ? ঃ)
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৩২571005
  • তাতিন, উঃ ভারতে দলিতদের সাথে ভালো ব্যবহার, ওঠা বসা করলে, উচ্চ বর্ণের সমাজে একঘরে হতে হয়। সেটা হওয়াও খারাও ?
    তুই কি বলবি, খাপ পঞ্চায়েত চালু ব্যাপার বলে সেটাও মেনে নেওয়া উচিত ?
    তর্কের খাতিরে তর্ক করা উত্তর চাইছি না কিন্তু।
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৩৬571006
  • স্কুলে কলেজে হস্টেলেও কিছু কিছু ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয় বলে শুনেছি ছেলেদের। তবে তারা ঝেড়ে ফেলে কতটা সহজে, তা আমার জানা নেই।
    বাইরে বিশেষ বলেটলে না বোধ হয়, এও ধারণা।
  • tatin | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৩৮571007
  • আরে একক, অর বউ খ্রিষ্টান, তাই চার্চে নিয়ে গ্যাছে।

    একদম ধর্মহীন হয়ে থাকলে বিলিফ সিস্টেম, ভালো মন্দ কী অ কেন ইত্যাদি বোঝাতে প্রবলেম হবে বলে আমার ধারণা। বেসিকালি আইনের শাসন বোঝাটাও তো ধর্মবোধের মতনই, অন্ততঃ বাচ্চাদের কাছে, বা মেজরিটির কাছেই।

    আর, চালু ব্যাপার তখনই মেনে নেওয়া উচিৎ নয় যখন সেটা লাভের তুলনায় ক্ষতি বেশি করছে। নাহলে মানব না কেন?
  • tatin | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৪০571008
  • মেজরিটির যা খারাপ লাগছে না, তা তোমার খারাপ লাগলে একটু সমস্যাই (বেশিরভাগ ক্ষেত্রে)। ওই বাবা ব্যাট কিনে না দেওয়ায় বা স্কুলে স্যার টুকছে বলায় যে ছেলেমেয়েরা সুইসাইড করেছিল, তারা ওতেই ট্রমাটাইজড হয়েছিল। বরং ছোটবেলা থেকে হাল্কা হিউমিলিয়েনশন সওয়ার অভ্যেস থাকলে আদপে বড়কালে ভালোই হয় বলে ধারণা।
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৪৬571009
  • ধুস। বরং মাবাবাকে দেখে ছেলেমেয়ে শিখবে যে মেজরিটির সঙ্গে ভ্যালু সিস্টেম না মেলাটা তেমন কোনো বিগ ডিল না। হয়েই থাকে, ওসব নিয়েই বাঁচতে হয়। মাথা উঁচু করে।
  • san | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৪৯571010
  • মাথা আলাদা করে উঁচু করার দরকার কী? বাজ পড়লে উঁচু গাছটাতেই পড়ে তো। অত্যধিক উঁচু করে রাখা প্র্যাক্কটিকালি কি কোনও কাজে আসে?
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৫৩571013
  • মেজরিটি টাও একরকম ক'রে 'তৈরি' করা ঃ) সেই মেজরিটির থেকে আলাদা হয়ে চলার অধিকার নেই ?
    থাকলে, সেটাই মেজরিটি হয়ে উঠতে পারতো কিনা কে বলতে পারে ঃ)
  • ???? | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৫৩571012
  • তাতিনের নাম যদি স্যান হয় তো আমার নাম কি?
  • tatin | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৫৩571011
  • sorru, ager post Ta san ke uddeshyo kore korte giye san er naame hoye gyalo
  • tatin | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৫৫571016
  • সাবার নাম স্যান। আই মিন, মেজরিটির নাম
  • riddhi | 74.134.149.9 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৫৫571015
  • প্যান্ট খোলা নিয়ে তাতিনকে ক।এর ওর প্যান্ত খুলে দেয়া, বড়দের ছোটদের প্যান্ট নাবিয়ে দিয়ে হাসা, এগুলো ছাড়া ছোটবেলা ভাবাটা কষ্টকর। ট্রমার কোন ব্যাপার নেই। এর সাথে কিছু যোগ হলে অন্য কথা।

    বাস ট্রামের ঘটনা খুব কমন। ৯৯% ছেলেদের সাথে একবার না একবার হয়েইছে। এগুলো চাপের ব্যাপার।
  • riddhi | 74.134.149.9 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৫৭571017
  • হোস্টেলে এর ওর বীচি টিপে দেয়া, রেপ-রেপ খেলা খুব কমন। হ্যান, রেপ- রেপ, সমাজে সেটার যত বাজে কনোটেশানি থাকুক না কেন । পুরোটাই কন্টেক্স্ট। যাদের সাথে হচ্ছে, তারাও খেলা হিসেবে নিলে কোন অসুবিধে নেই।
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৫৮571019
  • এনিওয়ে, স্নব হতে বলছিনা। তবে ছেলেমেয়েকে ভেড়ার পালের পিছনে চলা শেখানোটা আমি সাপোর্ট করতে পারিনা। এইটুকুই। এবারে ঘুমোতে যাই।
  • তাতিন | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২৩:৫৮571018
  • প্রশ্নটা অধিকারের নয়।
    মেজরিটি যা করছে বা নর্ম হিএবে যেগুলো গড়ে উঠেছে অজস্র ট্রায়াল এন্ড এররের মধ্যে দেশ কাল সাপেক্ষে সেগুলো অপ্টিমাইজড সলিউশন হিসেবেই উঠে এসেছে। আর পাঁচটা লোক যেটা করে খারাপ থাকছেনা, আমিও সেটা করলে খারাপ থাকব না, এই বিশ্বাস থেকেই সেগুলো ফলো করতে চাওয়া
  • riddhi | 74.134.149.9 | ২৫ আগস্ট ২০১২ ০০:০০571020
  • বলতে চাইছি, হোস্টেলের দাদা যার বীচি টিপে দিচ্ছে, সেই ছেলেটাই বাসে কোন কাকু ত্থাই য়ে হাত ঘষলে,হেবি ক্ষেপে যেতেই পারে।
  • tatin | 127.197.68.74 | ২৫ আগস্ট ২০১২ ০০:০৩571021
  • নট দ্য লিস্ট,
    ভেড়ার পালের পেছনে চললে মুরগি যে হয়ে যাবেনা, স্ট্যাটিস্টিকালি এই আশা তো থাকেই।
  • তাতিন, ঋদ্ধিকে | 127.194.202.31 | ২৫ আগস্ট ২০১২ ০০:০৬571022
  • তাতিন, ঋদ্ধি। কীপ ইট কনফিডেন্সিয়াল। সব জিনিস মেয়েদের সামনে খোলাখুলি বলে না। কিছু জিনিস ছেলেদের জন্যে থাক। ওরা সব বলে কখনো?
  • একক | 24.99.245.40 | ২৫ আগস্ট ২০১২ ০০:০৭571023
  • তাতিন

    আইনের শাসন বোঝাতে গেলে রিলিজিআস এঙ্গল এর দরকার এ আমি বিশ্বাস করিনা । অতার দরকার হয় কারণ বাপ মায়েরা নিজেরা পাপ-পুণ্য /ভালো-মন্দ এইসব ভুলভুলাইয়া তে বিশ্বাস করেন । সেটাই বাচ্ছা কে সেখান ।

    মিথ্যে কথা বলা খারাপ । দুশশালা খারাপ কেন ? কেও বলেনা । বড়জোর "মিথ্যে কথা বল্লে সবাই খারাপ ছেলে-মেয়ে বলবে "। অর্থাত ছোটবেলা থেকেই একটা কারন হীন জগৎ এ ঢুকিয়ে দেওয়া । কোনো দরকার আচ্ছে কি এর ?
    যে বাচ্ছা মিথ্যে বলছে তাকেও মিথ্যে বলো । টিফিন এ কলা-পাউরুটি দিয়ে বলো আজ চিকেন চাউমিন দিলুম ।
    পাশের ঘরে খেলনা রাখা আছে বলো। গিয়ে কিছু খুঁজে পাবেনা । জাস্ট দু-তিন বেলা তে পাগল হয়ে যাবে । কান্নাকাটি শুরু করলে তখন বোঝাও যে দেখো খারাপ-ভালো বলে তো কিছু হয়না । কিন্তু মিথ্যে বল্লে বাকিরাও তোমাকে মিথ্যে বলবে । কাওকে আর বিশ্বাস করতে পারবেনা ।বন্ধু হবেনা ।তখন কত ঝামেলা বলো তো ?

    জীবন টা একটা ডীল । সেই ডীল এর হাত ধরেই আইন আসে। শাস্তি আসে । বাপের কানমলা থেকে শুরু করে রাষ্ট্রের জেল-জরিমানা আসে । ডীল ব্রেক করলে কন্সিকয়েন্সেস থাকবে ।সেটা বাচ্চাকে একদম প্র্যাকটিকালি না বোঝালে সে ঠিক কোনদিন লুকিয়ে অপরাধ কর্বে নইলে অপরাধ করতে না পারার হতাশায় ঠান্ডা চর্বি র মতো বিস্বাদ জীবন কাটাবে । কোনটাই কাম্য নয় ।
  • tatin | 127.197.66.60 | ২৫ আগস্ট ২০১২ ০০:১৮571024
  • জগৎ বেসিকালি কারণহীন নয়?
    প্র্যাকটিকাল জগৎও কারণহীন।
    আমার খিদে পেয়েছে, গাছে ফল আছে, কিন্তু গাছটা বেড়ার ওপারে বলে আমি খেতে পারবো না। এর থেকে বড় কারনহীনতা ভাবা কঠিন।

    আবার যেটুকু যা কারণ আছে, সেও অনেকসময় স্বাভাবিক জ্ঞান-বিদ্যায় বোঝা কঠিন হয়। ধর সিগারেট খেলে প্রেসার কেন বাড়বে বা প্রেগ্ন্যান্সিতে কেন অসুবিধে হবে সেগুলো বোঝা এই মুহূর্তে অধিকাংশেরই জীবদ্দশায় হয়ে উঠবেনা। সিম্পলি সিগারেট খাওয়া খারাপ বিশ্বাস করে নিলে হাইপারটেনশনি বা প্রেগনেন্টের জীবনের সমস্যা দিব্য মিটে যাবে। ফলে বিলিফ সিস্টেম ক্ষেত্রভেদে থাকাটা খুব দরকারি। বিলিফ সিস্টেমে বিশ্বাস রাখার অভ্যেসটাও।
  • প্পন | 122.133.206.23 | ২৫ আগস্ট ২০১২ ০০:১৯571026
  • বাসের ঘটনাগুলি আনকমন না। (ছেলেদের সাথে)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন