এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১১৯৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.106.109 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৪৩571127
  • হোলি কে আমি একটা নোংরা খেলা হিসেবেই দেখি। ওই নিয়ে বহুবার ঝামেলা হয়েছে । সিনিয়র কে পিটিয়ে প্রিন্সি অবধি গেসলুম। কোনো দয়া মায়ার সীন নেই । ভালোভাবে এসে গালে অবির দাও ঠিক আছে । বান্দরাম করলেই ডানদিক বাঁদিক দেখিনা । বিশ্পাত ক্যাল । নিজে জখম হয়্রার আগে কয়েকটার ব্যবস্থা তো করবই ।
  • siki | 96.98.43.85 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৪৫571130
  • আশ্চর্য সাফাই!

    "ওরাও এটাকে খেলা হিসেবে নেয়!" তা হলে কি ঋদ্ধির হিসেবে খেলা আর বুলিয়িং এক জিনিস?

    বেগ টু ডিফার, আমি এটাকে কখনও খেলা হিসেবে নিতে পারি নি, বুলিয়িং হিসেবেই নিয়েছি, আর সেই ধরণের বুলিয়িংয়ের বিরুদ্ধে আমি চেঁচিয়েই যাবো। কাউকে কঠিন ধাঁধা জিজ্ঞেস করে চাটা আর কারুর প্যান্ট খুলে দেওয়া এক গোত্রে পড়ে, আজ প্রথম জানলাম।

    ঋদ্ধি আগেও বলেছি, হস্টেলে তুমি একা থাকো নি, আমিও থেকেছি, সবরকমের সো-কলড খেলা আর বুলিয়িং আমিও নিজের চোখে দেখেছি। মেনে নিতে পারলাম না এটাকে অন্যপক্ষ "খেলা" হিসেবে দ্যাখে। ব্যক্তিবিশেষ ভাবতে পারে, আমি ভাবতে পারি না।
  • san | 24.96.105.46 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৪৫571129
  • মানে আমি তাতিনের বক্তব্যকে ডিফেন্ড করছিনা। উল্টো। আমার মনে হয়েছে এটা পাতি ফাঁদ পাতা লোককে এনগেজ করানোর জন্য। সেটা আমার খারাপ লাগছে।
  • bb | 127.195.189.38 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৪৫571128
  • আর একটা কথা ঐ ভাবে বললে মদ, গাঁজা সব খাওয়াই শরীরের পক্ষে খারাপ কিন্তু সবাই লেখে এবং গর্ব করেই লেখে, তাতে কিন্তু সেরকম বিরোধিতা দেখিনা বা শুনিনা।
  • san | 24.96.105.46 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৪৭571131
  • বিবিদা নিজের ক্ষতি করার চেয়ে অন্যকে জ্বালাতন করার চেষ্টা বেশি প্রতিবাদযোগ্য না ?
  • riddhi | 118.218.136.234 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৫৬571135
  • সিকি, স্টেপ বাই স্টেপ এগোনো যাক। প্র্যান্কের বাউন্ডারি কি? স্কুলে না বলে পেছন থেকে চাটি মারা? এক জুতোর ফিতে অন্যের সাথে বাঁধা? কোথায় লাইন টানব? না কি 'অনুমতি' ছাড়া করা হচ্ছে না বলে সবকটাই অপরাধ?
    আমি মনে করি রাগিং অপরাধ। যে ফর্মে বেশীরভাগ ইন্জিনিয়রিং হোস্টেলে হয়। কিন্তু প্র্যান্ক/খচরামি এগুলো ও র‌্যাগিং?
    এটা ক্লিয়ার হলে প্যান্ট নামানো নিয়ে বলব।
  • aranya | 78.38.243.161 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৫৬571134
  • কোন কোন প্র্যাঙ্ক কেউ কেউ খেলা হিসেবে নেবে, আবার কেউ নেবে না।
    আমাদের বয়েজ হস্টেলে, সিনিয়র-রা কারও বীচি টিপত না, টিপলে সেটা সিরিয়াস অফেন্স হিসেবেই নেওয়া হত, সন্দেহ নেই। গায়ে জল দেওয়া, ওয়াটার ফাইট, ঘরের জিনিস পত্র ওলট পালট করে দেওয়া (এটার নাম ছিল সি জি চেঞ্জ), এসব ছিল, লোকে স্পোর্টিংলি নিত।
    ঋদ্ধির পয়েন্ট-টা বুঝতে পারছি। আসলে সব সময়ই বা সব জায়গাতেই একটা লক্ষণ রেখা থাকে। বছর পঁচিশ আগে,kiitkgp-র হস্টেলগুলোতে কাউকে নগ্ন করা, প্রাইভেট পার্টসে হাত দেওয়া, এগুলো কোশার ছিল না। হতে পারে এখন অনেক হস্টেলেই এগুলো খেলা হিসেবে নেওয়া হয়, সময় তো পাল্টাচ্ছে। তবে আজকের দিনেও কিন্তু কিছু ছেলে থাকবেই, যাদের এগুলো খারাপ লাগবে, জেনেরালাইজ করা কঠিন।

    র‌্যাগিং পিরিয়্ডে, আমাদের সময়েও কোন কোন হস্টেলে এক্দল ফ্রেশার-কে নগ্ন করে মার্চ করান - এসব হয়েছে, তবে সেগুলো ব্যতিক্রম-ই ছিল। ধরা পড়লে কঠিন শাস্তি অবধারিত, আর ফ্রেশার-রা সেগুলো কখনই খেলা হিসেবে নিত না, এনজয়ও করত না।
  • bb | 127.195.189.38 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৫৬571133
  • স্যান - মানুষ অনেক রকমের হয়, এটা ওর একটা ওর কাছে লোককে তাতিয়ে মজা দেখা হতে পারে। তাই আমি আগে ঐ স্পিনারের কথাটা লিখেছিলাম, যে লোপ্পা বল করে যাতে ব্যাট্সমান প্রলোভিত হয়ে ঐ ফাঁদে পা দেয়।
    ভাল ব্যাট্সমান ফাঁদে পা না দিয়েও বলটা বাউন্ডারীর বাইরে পাঠায়, কিন্তু সোসেন ক্রিকেটে অনুরাগী নন বলে উদাহরণটা লাগল না।
  • একক | 24.99.106.109 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৫৬571132
  • বিবি

    অবস্যই যারা খারাপ চোখে দেখেন তারা বিরোধিতা করতে পারেন। মদ্যপ , নেশাখোর বলতেই পারেন । উদাহরণ স্বরূপ আমাকে কত লোক পাঁড় নেশাখোর বলে । তা নেশা কল্লে বলবে তো বটেই । আমিও কোনো থিওরি দিতে যাই না ।
  • bb | 127.195.189.38 | ২৭ আগস্ট ২০১২ ০০:০০571137
  • একক আজকের দিনে সেভাবে দেখতে গেলে অনেকের সঙ্গেই তাহলে মিলবে না।
    কারুর রাজনীতি, কারুর নেশা বা কারুর পেশা আমার পছন্দের না হলেও তার কথা শুনব না !!
    আরে ভাই দিদির রাজনীতিরও য্খন সমর্থক আছে আর তার সঙ্গে মতামত বিনিময় করতে রাজি আছি তখন অন্য বিরোধিতা তো তু্চ্ছ ঃ)
  • ব্ল্যাঙ্ক | 69.93.194.201 | ২৭ আগস্ট ২০১২ ০০:০৫571139
  • মাথায় চাঁটি মারা আর প্যান্টে হাত দেওয়াটা কে একই বলে ধরে নেওয়া হচ্ছে নাকি !!
  • siki | 96.98.43.85 | ২৭ আগস্ট ২০১২ ০০:০৫571138
  • ঋদ্ধি,

    প্রতিটা মানুষের কিছু নিজস্বতা গোপনীয়তা থাকে। সেটা তার প্রাইভেট পার্টস নিয়েই হোক, আর প্রাইভেট লাইফ নিয়েই হোক কিংবা প্রাইভেট কোনও অ্যাগনি নিয়েই হোক, যেটা সে অন্য কারুর সাথে শেয়ার করতে স্বচ্ছন্দ হয় না, যেখানে অন্য কারুর হস্তক্ষেপ সে বরদাস্ত করে না। তার বাইরে কে কতটা কী নিতে পারে, সেটা তার ব্যক্তিগত টলারেন্সের ওপর নির্ভর করে। কেউ চাঁটি খেলে রেগে যায়, কেউ বড়মাপের খিস্তি খেলেও রাগ করে না।

    এবার ভেবে দ্যাখো জুতোর ফিতে বাঁধা বা চাঁটি মারাটা প্যান্ট খোলার সাথে এক গোত্রে বসে কিনা।

    এনিওয়ে, এই নিয়ে আমার আর লজিক ঝাড়ার ইচ্ছে নেই। এ তো লজিক দিয়ে কোনও কংক্লুশন ডিডাক্ট করছি না। যার যার চিন্তাবৃত্তি যার যার কাছে। কী আর বলব।
  • bb | 127.195.189.38 | ২৭ আগস্ট ২০১২ ০০:০৭571140
  • অরণ্য - পয়েণ্ট- আপনি আমি যখন পড়েছি, তখন এই ব্যাপারগুলি খুবই নোংরা বলা হত। তা সে তো আমরা সবাই পর্নকে নোংরা আর তার সঙ্গে যুক্ত লোকেদের দুষ্টু বলে জানতাম। তারপর আমেরিকা আর মুক্ত অর্থ্নীতির দৌলতে এই গুরুতেই মেয়েরাও পর্ন নিয়ে খোলাখুলি আলোচনা করেন।আর সমাজের ধারণা যে বদলেছে তার প্রমাণ সানি লিওঅনের হিন্দী ছবিতে অভিনয়, যা নিসন্দেহে ভাল ব্যাপার।
    সুতারাং যারা পর্ণের সঙ্গে যুক্ত তাদের মতামত শোনার দরকার নেই????
  • ব্ল্যাংক | 69.93.194.201 | ২৭ আগস্ট ২০১২ ০০:০৮571141
  • হোস্টেলে বহুযুগ থেকেছি। কিন্তু প্যান্টুল খোলা বা টিপে দেওয়া মার্কা নোংরামি দেখিনি। কিছু কিছু এদিক সেদিক হয়েছে জানি।
  • san | 24.96.105.46 | ২৭ আগস্ট ২০১২ ০০:১১571142
  • বিবিদা এরকম সেন্সিটিভ বিষয়ে এই তাতানোকে 'খেলার নিয়ম' ভাবতে আমার খারাপ লাগে।
  • aranya | 78.38.243.161 | ২৭ আগস্ট ২০১২ ০০:১২571143
  • আর একটা পয়েন্ট হচ্ছে, কলেজ হস্টেলে তাও ছেলেরা ১৮ বছরের পর যাচ্ছে, সাবালক। একটা ধরো পাঁচ বছরের বাচ্চা, তার তো প্রতিরোধের কোন ক্ষমতাই নেই, নিজের ভাল মন্দ বোঝার মত সেন্স-ও হয়ত ডেভেলপ করে নি। এখন তার মজা লাগছে ক্লেম করে অ্যাডাল্ট-রা যদি তাকে নিয়ে মজা লুটতে থাকে, তাহলে আর কি ই বা বলার আছে।
  • siki | 96.98.43.85 | ২৭ আগস্ট ২০১২ ০০:১৩571144
  • ন্যাংটো করে চা বাগানের মধ্যে দিয়ে দৌড় করানো, আমি দেখেছি। সৌভাগ্যবশত আমাকে সে অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে যেতে হয় নি। প্যান্টুল খুলে দেওয়ার মত ব্যাপারও হস্টেলে দেখেছি। টিপে দেওয়ার কেস আমি দেখেছি হস্টেলের বাইরে, ছোটবেলায়। এবং আমার জানা কোনও ছেলেই হোমোসেক্সুয়াল ছিল না। পেডোফিলিক চিল কিনা, সেটা বোঝার মত বয়েস ছিল না অবশ্য।

    বিবি, এটার সাথে পর্ন দেখা বা পর্ন নিয়ে আলোচনা করার তুলনা আসে না। একই যুক্তিতে তা হলে পর্ন দেখা আর নিজে ধর্ষণ করাও তুলনা করে ফেলতে হয়।
  • | 75.255.37.249 | ২৭ আগস্ট ২০১২ ০০:১৭571145
  • অনেকে আছেন যারা "একসময় আমারও হয়েছে তাই এবার আমিও করব" মেন্টালিটির , তারা এটাকে খেলা বলবেন আসলে এটা একধরনের জ্বালা মেটানো মত ব্যাপার!(তারা মন থেকে কখনই খেলা হিসাবে নেন না কিন্তু যেহেতু একই পথে চলেছেন তাই খেলা ছাড়া আর কিবা বলবেন)!!!!!!!!!
  • aranya | 78.38.243.161 | ২৭ আগস্ট ২০১২ ০০:১৮571148
  • ঋদ্ধির হস্টেল-টাই যে এই শতকের টিপিকাল হস্টেলের এক্সাম্পল নয়, ব্ল্যাংকি বা সিকি-র হস্টেলও এক্সিস্ট করে, এটা জেনে ভাল লাগল :-)।

    অবশ্য ঋদ্ধির এক্সপি হয়্ত আরও রিসেন্ট।
  • একক | 24.99.106.109 | ২৭ আগস্ট ২০১২ ০০:১৮571146
  • @ঋদ্ধি

    প্র্যঁক আবার্কি ? প্র্যঁক হয় সমানে সমানে । এটলিস্ট বয়েস সমান না হলেই এক্সেপ্টেন্স লেভেল সমান হতেই হয় ।
    যে সিনিয়র টার জুনিয়র এর প্যান্ট নাবিয়ে বা বিচি টিপে দেয় সে আদৌ কোনো প্র্যাঙ্ক করেনা । সিনীয়রিতির সুযোগ নিয়ে বাঁদরাম করে। উল্টে তার বিচি টিপে দিলে স্পোর্টিংলী নেবে তো ? তখন কিন্তু প্র্যাঙ্ক থাকবে না আর :) কাজেই ওটা ওসব কিসসু নয় । দিস বাগার্স অস্ক ফর অ কিক অন দেয়ার বলস । নতুন আসা জুনিয়র রা জোট বাঁধতে ভয় পায় বলে ওসব চলে । "পরে বন্ধু হয় " বলবে হয় তো । তো কি ?? পড়ে বন্ধু হবে বলে একটা সিনিয়র এর বালাম সহ্য করতে হবে ?? এক জন হিচহাইকার এর কাছে পাঞ্জাবি লরি ড্রাইভার এক মারাত্মক জিনিষ । পেছন মারতে দিলে ওদের মতো ভালো -কেয়ারিং লোক আর নেই। পয়সা নেবে না একটাও । গন্তব্যে পৌছে দেবে । তো ?
    তুলনামূলক ভাবে সুবিধেজনক অবস্থানে থাকা অবস্থায় অন্যের প্রতি করা যে কোনো লেভেল এর প্র্যঁক ই আসলে উত্পীড়ন ।

    @বিবি

    একটা পয়েন্ট বোধ হয় আপনি দেখেন নি বা দেখেন নি । তাতিন এন্ট্রী নিয়েই বলেছে "প্যান্ট নাবিয়ে দিলে যৌন উত্পীড়ন হয় এটা ঢপ "

    তাহলে ভিন্নমত কে ফুত্কারে কে ওরাল ?? :)
  • bb | 127.195.189.38 | ২৭ আগস্ট ২০১২ ০০:১৯571149
  • স্যান তাতিন যে রকম লিখেছে তা আমি ক্লাস ৬ এ পড়তে আজ থেকে ৩০ বছর আগে পুরুলিয়া সৈনিক স্কুলে দেখেছি। তখন বোঝার বয়স ছিল না, আমার সেই বন্ধুর সঙ্গে এখন আর যোগাযোগ ও নেই। ইউপির ছেলে ছিল,পরে বড় হয়ে বুঝেছি তাকে উঃ পুর্ব ভারতে থেকে আসা একটি সিনিয়ার অ্যাবিউজ করত- এছাড়া গ্রামের দিকেও এটা বেশ কমন ব্যাপার। তাই ব্যাপারটা হয় না সেটা বলতে পারি না।
    আবার ব্যাপারটাকে ট্রিভিয়ালাইজ করতেও চাই না কারণ এগুলি অতন্তঃ নোংরা ব্যাপার।
  • aranya | 78.38.243.161 | ২৭ আগস্ট ২০১২ ০০:২১571150
  • একক, এটা ভাল বলেছে।

    ঋদ্ধি, তোমাদের হস্টেলে কি জুনিয়র-রাও সিনিয়র-দের এটা করত ?
  • ব্ল্যাংক | 69.93.194.201 | ২৭ আগস্ট ২০১২ ০০:২৬571151
  • আমাদের হোস্টেলে জুনিয়ারদের ফিজিকাল abuse ভয়ানক ভাবে বন্ধ করানো ছিল। রাত জেগে সিনিয়ারদের পানু পড়ে শোনানো সুর করে, বা আরো অনেক উদ্ভুটে জিনিস পত্তর চলতো। কিন্তু কোনো ভাবে গায়ে হাত নয়।
  • তাতিন | 127.197.67.228 | ২৭ আগস্ট ২০১২ ০০:২৮571152
  • bb কে ধন্যবাদ :)
    যদি কেউ ভুলে গিয়ে থাকেন, পাঁঠাসংক্রান্ত পোস্টের রেফারেন্স দিয়ে রাখিঃ
    "চন্দ্রা। কাজ ছেড়ে দাও-না, চলো-না ঘরে ফিরে।

    ফাগুলাল। ঘরের রাস্তা বন্ধ, জান না বুঝি?

    চন্দ্রা। কেন বন্ধ।

    ফাগুলাল। আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনফা নেই।

    চন্দ্রা। আমরা কি ওদের দরকারের গায়ে আঁট করে লাগানো, যেন ধানের গায়ে তুঁষ? ফালতো কিছুই নেই?

    ফাগুলাল। আমাদের বিশুপাগল বলে, আস্ত হয়ে থাকাটা কেবল পাঁঠার নিজের পক্ষেই দরকার; যারা তাকে খায়, তার হাড়গোড় খুরলেজ বাদ দিয়েই খায়। এমন-কি, হাড়কাঠের সামনে তারা যে ভ্যাঁ করে ডাকে, সেটাকেও বাহুল্য বলে আপত্তি করে"
  • তাতিন | 127.197.67.228 | ২৭ আগস্ট ২০১২ ০০:৩০571153
  • যার সঙ্গে করা হচ্ছে সে খেলা ভেবে নিল আর যে করল সেও খেলা ভাবল- (যৌন উত্তেজনা- অপমান ইত্যাদির বাইরে)

    অবিশ্যি এরপরো সেক্সুয়াল ব্যাখ্যা আসতে পারে জিনিসপত্রের- সেতো ফুচকার খোলা ফুটো করে তেঁতুল জল ভরা দেখে অজিত চৌ লিঙ্গোত্থান হচ্ছে লিখেছিলেন।
  • একক | 24.99.106.109 | ২৭ আগস্ট ২০১২ ০০:৩১571155
  • রক্তকরবী আবার কে ভুলবে ?

    তাই বলে কাওকে "মাগী" বলে ডেকে যদি বলি , ইন্দিরা তে বঙ্কিম ২১ বার মাগী লিখেছেন সেকি সময় ছেড়ে দেবে :) :) :)
  • | 75.255.37.249 | ২৭ আগস্ট ২০১২ ০০:৩১571154
  • Hostel বলে একটা মুভি হয়েছে, অনেকেই দেখেছেন আশা করি
  • tatin | 127.197.67.228 | ২৭ আগস্ট ২০১২ ০০:৩৯571156
  • একক, সমানে সমানেও এই প্র্যাঙ্কগুলো হয়। কোনো হার্ড ফিলিং ছাড়াই হয়। খুব মনে আছে,ী একটা সময়ে এই ছক্কা খেলাটা শুরু হয়েছিল, ছোটক্লাসে চুলটানার মতন করেই বিচি টেপা হত বন্ধুদের মধ্যে। অবশ্য জুনিয়ররা সিনিয়রদেরটা টিপতনা, সে ত মুখের ওপর খিস্তিও দিতনা সচরাচর। আমরা সিনিয়ররাও জুনিয়রদের সচরাচর টিপতাম না, তবে র‍্যাগিং-এর সময় জুনিয়রদের পাঠানো হত অন্য কোনো সিনিয়রের বিচি টেপাতে- এসব বিভিন্ন র‍্যাগিং-এর গল্প। মোদ্দা কথা হল, টেপানোটা খিস্তোনোর লেভেলেই ছিল।
  • একক | 24.99.106.109 | ২৭ আগস্ট ২০১২ ০০:৪২571157
  • সমানে সমানে হলে আমি কিছু বলতে যাচ্ছি না তো । যে কোনো সমানে সমানে ব্যাপার কে আমি সেই দুজনের ওপর ছেড়ে দেওয়ার পোক্ষে । এখানে জুনিয়র নিয়ে কথা হচ্ছে । বা থ্রেড এর বিষয় দেখলে একদম বাচ্ছা দের নিয়ে । সেটা নিয়েই বলেছি ।
  • bb | 127.195.189.38 | ২৭ আগস্ট ২০১২ ০০:৪৩571159
  • BTW একটু সার্চ করেই সেই ব্ন্ধুকে খুঁজেও পেয়ে গেলাম এখুনি, দেখলাম অরণ্যের কলেজের থেকেই গ্র্যাডুয়েট করেছে। দেখে ভাল লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন