এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১১৯৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | 69.93.247.147 | ২৬ আগস্ট ২০১২ ১০:৫৩571094
  • কেলোদাদা,
    বুইলাম। চাপ নাহি লেনেকা।ঃ)
  • aka | 85.76.118.96 | ২৬ আগস্ট ২০১২ ১১:২১571095
  • না আমার মনে হয় ছেলেরা অনেক বেশি মলেস্টেড হয়। মেয়েরা তাও বলতে পারে, ছেলেরা কাউকে বলতে পারে না। আমাদের দেশে ছেলেদের গোপন কথা শোনার কেউ নেই।
  • bb | 127.195.172.145 | ২৬ আগস্ট ২০১২ ১১:২৫571096
  • @Sosen আপনার তাতিনকে বলা উত্তরটা খারাপ লাগল। বি্চলিত হওয়া ঠিক আছে, কিন্তু বিরুদ্ধ মতামত দিলে তাকে "পাঁঠা" বলা (?)- আরও বিচক্ষণতা আশা করি আপনার থেকে- ভাল থাকুন।
  • bb | 127.195.172.145 | ২৬ আগস্ট ২০১২ ১১:২৮571097
  • KD আপনার লেখাগুলো ভাল লেগেছে। আপনি যে কথা গুলি বলেছেন আমরা বড়রা সেই দোষে অনেকই দোষী। আপনি অনেক কঠিন কথা সহজ করে বলেছেন।
  • aka | 85.76.118.96 | ২৬ আগস্ট ২০১২ ১১:৩৩571098
  • শুধু একটাই কথা বলি, নারী মলেস্টর ইহজন্মে কম দেখি নাই।
  • pi | 82.83.82.13 | ২৬ আগস্ট ২০১২ ১৭:৩২571099
  • গুরুর ফেবু গ্রুপেও (http://www.facebook.com/groups/guruchandali/) এনিয়ে একটা আলোচনা চলছে। এই আলোচনার লিংক ওখানে দিলে আলোচনার সুবিধা হয় এই টইয়ের url ওখানে দেওয়া নিয়ে কারুর অসুবিধা/ অস্বস্তি/ আপত্তি থাকলে জানাবেন একটু। অনেকেই অনেক ব্যক্তিগত ও সেন্সিটিভ কথা লিখেছেন বলে জিগেস করলাম। অসুবিধা থাকলে দেওয়া হবেনা।
  • ব্যাং | 132.178.254.166 | ২৬ আগস্ট ২০১২ ১৭:৪৭571100
  • আমার আপত্তি আছে।
  • bb | 127.195.161.183 | ২৬ আগস্ট ২০১২ ১৯:২২571101
  • না না- এখানে একটা আড়াল আছে, ফেবু একদম খোলা মাঠ।
  • sosen | 126.203.180.32 | ২৬ আগস্ট ২০১২ ২০:১৬571102
  • bb ,
    কেন বলুন তো? "যে কটা দিন বেঁচে থাকতেই হচ্ছে, আস্ত থাকাটা পাঁঠার নিজের পক্ষেই একমাত্র দরকার ভেবে কাটিয়ে যাওয়াই শ্রেয়।" এই মন্তব্য তাতিন নিজেই করেছেন। নিজস্ব এনালজি উনি নিজেই ড্র করেছেন। আমি তো আকাশ থেকে কথাটি পেড়ে আনিনি।নিজেকে ওই পাঁঠার দলে ফেলতে অস্বীকার করেছি। ওনার টানা ব্র্যাকেট এ উনি নিজে এক্সিস্ট করতে পারেন, আমি করতে চাইনা, আমার মত আরো অনেকেই চান না।

    দ্বিতীয়ত, শিশুদের যৌন হেনস্থার আলোচনায় যদি এই রকম একটি মন্তব্য আসে, (অবশ্যই এর আগেও প্রচুর এই রকম মন্তব্য রয়েছে, যেমন বাচ্চাদের প্যান্ট খুলে খেলা, বা ছোট খাটো পাবলিক মলেস্টেশন বাচ্চাদের সহনক্ষমতা বাড়ায়, বৃহত্তর পৃথিবীর জন্য প্রস্তুত করে, সব কটি তাতিন বলেছেন তা নয়, ) তা হলে আরো কঠিন কোনো কথা বলতেও আমার বিচক্ষণতায় বাধবেনা, আর চোখের সামনে যদি এরকম কিছু হতে দেখি, তাহলে আরো কঠিন কোনো স্টেপ নিতেও আমার বিচক্ষণতায় আটকাবে না।নিয়েছিও, বিভিন্ন ক্ষেত্রে, শুধু গল্প হিসাবে সেগুলি তুলে আনতে আমার ক্লান্ত লাগে।
    বাঘ হরিণ খাবে, কারণ হরিণ তার খাদ্য। কিন্তু ভরা পেটে বাঘ হরিণ কেন, কোনো জন্তুকেই মারেও না, খায় ও না। ভরা পেটে শুধুমাত্র মানুষ ই মানুষ কে খায়।আর কখনো মানুষই সেটা প্রতিরোধ করে।
    আমি বিন্দুমাত্র বিচলিত হয়েও কথাটি বলিনি। আপনি বরং ঠান্ডা মাথায় এই কথাটি বলার জন্যই আমাকে অভিযুক্ত করতে পারেন, যদি ইচ্ছে হয়। শিরোধার্য্য করেও, আবার ওরকম শুনলে অবশ্যই বলব।
  • bb | 127.195.189.38 | ২৬ আগস্ট ২০১২ ২১:৩৪571104
  • তাতিন ওটা রাগাবার জন্য বলে। মাঝে মাঝে ক্রিকেটে স্পিনাররা এরকম লোপ্পা বল দেয়, ভাল ব্যাট্সমান সেটাকে মাঠের বাইরে হাঁকায়, কিন্তু লোপ্পা ক্যাচ দেয় না।
    এটাই খেলার নিয়ম।
  • 4z | 109.227.143.99 | ২৬ আগস্ট ২০১২ ২১:৪০571105
  • বিবিদা,

    এগ্রি করতে পারলাম না। রাগাবার জন্য মাঝে মাঝে ডেলিবারেটলি কিছু বলা আর ভুল জেনেও নিজস্ব বিলিফ থেকে সরতে না চেয়ে সমানে উল্টোপাল্টা যুক্তি সাজানো মনে হয় এক জিনিষ নয়। কন্সিসটেন্টলি এরকম লোপ্পা বল দিলে তো পাড়ার টীমও খেলতে নেবে না।
  • | 24.99.82.52 | ২৬ আগস্ট ২০১২ ২১:৪৮571106
  • বিবি,
    একেবারেই একমত নই। আমার তাতিনকে অত্যন্ত বিকৃতমনা বলে মনে হয়েছে।
  • bb | 127.195.189.38 | ২৬ আগস্ট ২০১২ ২১:৫৪571107
  • দেখুন এটা আমার ধারণা, এর সপক্ষে আমি কোন কারণ বা প্রমাণ দিতে পারবো না। আর অযথা সমর্থন ও করবো না, কারণ আমিও সঠিক জানি না ও এটাই ভাবে কিনা, তাই আমি এখানেই ইতি দিলাম।
  • sosen | 126.203.208.229 | ২৬ আগস্ট ২০১২ ২২:০২571108
  • দু:খিত- এই "রাগাবার জন্য" ব্যাপারটা আমার হজম হলো না। কাকে রাগাবার জন্য? এইরকম একটা বিষয়ে কাকে রাগানোর জন্য এই অদ্ভূত এপ্রোচ?
    আপনার ব্যাটসম্যান স্পিনার গল্প ও আমার বোধগম্য হলো না। শুধু এটুকুই বুঝলাম, আপনি বলতে চাইছেন, তাতিন মিনস ওয়েল, বা উনি বিতর্ক উস্কাবার জন্য এটি করেই থাকেন, সেটা আমাকে হাত গুনে বা ব্যক্তিগত পরিচয় থেকে বুঝে নিতে হবে।
    এই ব্যাপারে আমি এটুকুই বলতে পারি-আমি একটা পোস্টকে সেই পোস্টটা এবং তার সূত্রে করা অন্যান্য মন্তব্য দিয়েই বিচার করব। যিনি পোস্ট করছেন তার পরিচয় background ইনফো দিয়ে নয়।আমাকে উদ্দেশ করে তাতিন একটি মন্তব্য করায় আমি তার উত্তর দিয়েছি, গল্প শেষ।কিন্তু বৃহত্তর ক্ষেত্রে এই প্রশ্ন টি রয়ে যায়।তাতিনের মন্তব্যে অবশ্যই একটি সারকাসম রয়েছে, but I choose to miss the sarcasm since I consider this sarcasm inappropriate ।
    কারণ আমার কাছে এই bracketing ঠিক মনে হয় নি। আমার জ্ঞান বিধির মধ্যে কেউ একটি শিশুকে অকারণ মলেস্ট করার চেষ্টা করলে আমি তাকে বাধা দেব। উপনিষদ বা চর্যাপদের বাণী আওড়াবো না।
    যিনি আওড়াবেন তাকে "ও এরকম করেই থাকে " বলে সাপোর্ট করতেও পারব না। তিনি নিজের বাবা বা বস যেই হন না কেন।
  • dukhe | 127.194.227.40 | ২৬ আগস্ট ২০১২ ২২:২৬571109
  • তাতিন যেন মূর্তিমান অশ্বিন ।
  • aranya | 78.38.243.161 | ২৬ আগস্ট ২০১২ ২২:৩৭571110
  • সোসেন-কে অনেক ক। যেকোন পোস্ট-কে তার ফেস ভ্যালুতেই নিতে হবে।
    বাচ্চাদের প্যান্ট খুলে দেওয়া বা অন্য ভাবে মলেস্ট করার-ও যে কোন দার্শনিক ব্যাখা থাকতে পারে, এটা অবশ্য-ই তাতিন স্পেশাল, হয়ত সত্যিই অশ্বিনের ক্যারম বল, তবে পাঠকের কোন দায় পরে নি সে বলের স্পিন বুঝতে যাওয়ার।
  • bb | 127.195.189.38 | ২৬ আগস্ট ২০১২ ২২:৫০571111
  • সরি বেগ টু ডিফার , পাঠকের দায়িত্ব আছে অন্যের পরিপ্রেক্ষিত বোঝার আর তারপর এগ্রি না করার।
    আমি মনে করি দেশের বাইরে থেকে যারা দেশের ব্যাপারে বড় বড় কথা বলে দেশ সম্বন্ধে তাদের কোন কথা বলার রাইট নেই। কিন্তু সেটা যে সঠিক নয় সেটা অন্যের কথা না শুনে যদি আউড়েই যাই সেটা কি ঠিক হবে?
    মাওবাদী আর টেররিস্ট অনেকের মতে একই এবং তারা বিভিন্ন ফোরামে সেটা বলেও থাকেন। কিন্তু আমরা যারা অন্যের মতও শুনি তারা জানি মাওবাদী এবং টেররিস্টরদেরও অনেক সময়ই নিজস্ব যুক্তি আছে, যা যথেষ্টই ভাল।
    আমার জানার বাইরেও অনেক জানা আছে বা যুক্তি আছে বা থাকতে পারে এই অনুভুতি পেলাম না আপনাদের থেকে, তাই আমি আপনাদের সঙ্গে একমত নই।
  • siki | 96.98.43.85 | ২৬ আগস্ট ২০১২ ২২:৫৪571112
  • কোনও পরিপ্রেক্ষিতেই আমি তাতিনকে সমর্থন করতে পারছি না। খেলাচ্ছলেই হোক, বা বিতর্ক উসকে দেবার জন্যেই হোক বা অন্যপক্ষকে তাতিয়ে দেবার জন্যেই হোক, যে কোনও অজুহাতে বাচ্চার মলেস্টেশনকে জাস্টিফাই করা আমার কাছে বিকৃতরুচি লেগেছে। অত্যন্ত বাজে লেগেছে। ইন ফ্যাক্ট ও এটাকে "মলেস্টেশন" বলে মানতেই চায় নি।

    কোনও পরিপ্রেক্ষিতেই আমি এটাকে সাপোর্ট করতে পারি না।
  • 4z | 109.227.143.99 | ২৬ আগস্ট ২০১২ ২৩:০০571113
  • বিবিদা,

    " আমার জানার বাইরেও অনেক জানা আছে বা যুক্তি আছে বা থাকতে পারে এই অনুভুতি পেলাম না আপনাদের থেকে" - এই একই কথাটা কি তাতিনের যুক্তিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য নয়?
  • aranya | 78.38.243.161 | ২৬ আগস্ট ২০১২ ২৩:০১571115
  • বিবি, এখানে টপিক-টাও একটু খেয়াল রাখবেন - বাচ্চাদের মলেস্টেসন, পেডোফিলিয়া। আধুনি কবিতা বা পোস্ট মডার্নিজম নিয়ে কথা হচ্ছে না, যে বক্তব্যের অন্তর্নিহিত সত্য আবিষ্কারের জন্য হাতে আতস কাঁচ নিতে হবে।

    অন্য ব্যাপারে, ধরুন দেশে থেকে কোন এমএনসি-তে কাজ করলাম। তাতে কি আমি দেশের মানুষের প্রচুর উপকার করছি ? সত্যিই জানি না। যাক গে , সেটা অন্য প্রসঙ্গ, অন্য টইতে হবে।

    সিকি-কেও অনেক ক।
  • একক | 24.99.106.109 | ২৬ আগস্ট ২০১২ ২৩:০৭571116
  • তাতিন তো প্রথমেই জানিয়েছে যে বাচ্ছা দের প্যান্ট খুলে দিলে মলেস্টেশন হয় ,এটা পাতি ঢপ।

    কোয়াইট স্ট্রং স্টেটমেন্ট । এটাকে খামোখা ত্রিভিয়ালায়জ করার কোনো জায়গায় নেই । এটা ওর মতামত। থাক্তেইপারে এমন মতামত। যাদের সঙ্গে মিলবেনা তক্কো হবে । মিটে গ্যালো । এর সঙ্গে কবি আসলে কি বলতে চেয়েছেন ভাবার আদৌ প্রয়োজন কি । এই লেয়ার তাই ঠিক আছে । নইলে সবারই মন আছে । মনের পেছনে মনোভাব আছে । অতো লিয়ার ধরে ধরে ভাবতে গেলে জাদুকর ম্যানড্রেক এর মিলিটারি পরীক্ষায় ফেল করার মতো কেস হবা :)
  • aranya | 78.38.243.161 | ২৬ আগস্ট ২০১২ ২৩:১৩571117
  • কারও অনুমতি ছাড়া প্যান্ট খোলা বা ঋদ্ধি যেমন লিখেছিল হস্টেলে সিনিয়র দাদা-রা গায়ে হাত দেওয়া ইঃ - এগুলোর নাম মলেস্টেসন হোক বা আরও ট্রিভিয়াল কিছু হোক, অনুমতি ছাড়া করা হচ্ছে - সেটা ও তো ক্রাইম।
  • riddhi | 118.218.136.234 | ২৬ আগস্ট ২০১২ ২৩:২৩571118
  • না , ক্রাইম না। টিসিং অনুমতি ছাড়াই করা হয়। এটা ক্রাইম হলে সব ক্রাইম। 'তোর মাথায় তাহলে একটু চাটি মারি' বলে কেউ এগৈ না। প্যান্ট টেনে নামানো বা জুতোর ফিতে ক্রস করে বেধে দেয়া ইঃ র সাথে মলেস্টেশন কখনৈ এক ব্র্যেকেটে আসে না। আর আগেও বলেছি, এগুলো পাবলিকলি করা হয় সবার সামনে, আর যাদের সাথে করা হচ্ছে, তারাও বোঝে টিসিং। এসবের সাথে এই টইয়ে বর্ণিত নোংরামির কোন সম্পর্ক নেই।
  • একক | 24.99.106.109 | ২৬ আগস্ট ২০১২ ২৩:২৮571119
  • তাহলে এক গ্রাম লোকের সামনে ন্যাংটো করে মহিলাকে হাঁটানো উ তো টিসিং এবং সবার সামনেই করা হয় এবং যাকে করা হয় তিনিও দিব্যি বোঝেন যে টিস করা হচ্চাআ !
  • বলরাম হাড়ি | 223.210.236.146 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৩২571120
  • এতটাও দরকার নেই। যে কোনো ইভ টিজিং "অনুমতি ছাড়াই করা হয়", "পাবলিকলি করা হয় সবার সামনে", আর "যাদের সাথে করা হচ্ছে, তারাও বোঝে টিজিং"।
  • একক | 24.99.106.109 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৩৭571121
  • আমরা সবাই প্রবৃত্তি তে চলি। কলেজের জুনিয়র কে টিজিং আম্মো কি করিনি। গায়ে হাত দি নি কিন্তু বিটকেল ধাঁধা ধরে মাথা দই করিচি । তার কি দায় পরেছিলো আমার কথার উত্তর দিতে । কিন্তু এগুলোকে থীয়রায়জ করিনা ঠিক কাজ বলে । সেটা ঠিক না। খারাপ কাজ খারাপ জেনেই করা উচিত ।
  • riddhi | 118.218.136.234 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৩৯571122
  • বোঝে এস ইন, ওরাও এটাকে খেলা হিসেবে নেয়। এটা কি ওবভিয়াস নয়?? সিরিয়াসলি!
    তাইঅলে তো দুনিয়াকে সর্বপ্রকার বুলিই-ইঙ্গ/দুস্শ্টুমি/প্র্যান্ক উঠিয়ে দিতে হয়। এই সেদিনো মনে আছে, সেম ইয়ারের ছেলেপুলে কলেজে একজন্নের প্যান্ট এক্দল ছেলে একজেনর প্যান্ত টেনে নামালো সে পালিয়ে বাচল, তারপর ফেরত এসে বদলা নিতে কি যেন একটা বালপনা করল। হোলির সময় প্যান্ট শার্ট ছেড়া হয়, গায়ে জল দেয়া হয়, অনুমতি ছাড়া। এক কোটি জিনিসের লিস্ট তৈরি হয়- এগুলো ক্রাইম???
  • bb | 127.195.189.38 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৪১571126
  • দেখুন অরণ্য এবং অন্যেরা- আমি আবার দায়িত্ব নিয়ে বলছি তাতিনের মন্তব্যের দায়িত্ব আমি নিচ্ছি না এবং তার সাফাই দিচ্ছি না ঃ)। কিন্তু ওর বক্তব্যের বিরোধীতায় ওকে "পাঁঠা" বলা তার বিরোধিতা করেছিলাম।
    দেখুন ব্যক্তিগত ভাবে আমি তাতিনের দুইযুগ আগের মানুষ আর প্রাচীনপন্থী , খোলাপাতায় এই কথাগুলি আমি লিখতেই পারবনা সুতরাং সমর্থনের কথা আসেই না। আমি শুধু ওরও মতামত দেওয়ার অধিকার আছে এইটা মনে করি, তা যতই র‌্যাডিকাল হোক আর আমার মতামতের বিরোধী হোক না কেন ।
  • siki | 96.98.43.85 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৪১571124
  • সরি ঋদ্ধি, আমি একমত হলাম না।
  • san | 24.96.105.46 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৪১571123
  • আমার এখনও ধারণা লোকের মাথা গরম হতে দেখলে তাতিনের একটা মস্তি মতো আসে। অনেক সংযম করেও এই পোস্ট টা করা আটকাতে পারলাম না ঃ-( কেউ ব্যক্তি আক্রমণ বললে শুনে যাবো , আর কী করা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন