এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১১৯৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 96.98.43.85 | ২৫ আগস্ট ২০১২ ১৩:২১571061
  • অসম্ভব বাজে লাগল, আজ সকালে এসে পুরো টইটা পড়তে বসে। জানি না, কী বলা উচিত।

    শুধু একটুখানি বলে যাই, তাতিন আর ঋদ্ধির বক্তব্যের সাথে আমি একেবারে একমত নই। একেবারে নই, নই, নই। আত্মীয়স্বজনের মধ্যে সারাবছর ধরে না হলেও সময়ে অসময়ে থেকেছি, বিভিন্ন লোক এখানে যে সব অভিজ্ঞত শেয়ার করেছেন, তার সব না হলেও কিছু জেনেছি, কিছু দেখেছি। আমি পাঁচ বছর হস্টেলে / শেয়ারিং অ্যাকোমোডেশনে থেকেছি, তার পরেও আমি বলছি, আমি কোনওদিনই ঐসব জিনিসকে খেলা বলে ভাবতে পারতাম না। আজও পারব না। বিকৃতিই মনে হয়। ছোট বাচ্চার সঙ্গে কি খেলা করার টপিকের অভাব পড়েছে? প্যান্ট খুলে দিয়ে খেলতে হবে?

    বুলশিট!
  • ব্যাং | 132.178.209.151 | ২৫ আগস্ট ২০১২ ১৩:২৪571062
  • মাকে খুব সাবধানে মেয়েকে হ্যান্ডল করতে বলে স্কুল। এবং অবিলম্বে মেয়েটিকে সাইকোলজিকাল হেল্প নেওয়ার পরামর্শ দেয় মা-কে। মায়ের মাথা ভোঁ ভোঁ করা থামলে বাড়ি ফিরে বন্ধ ঘরে ঠাকুমার সাথে কথা বলেন। দেখা যায় দুপুরে ঠাকুমার ঘুমের সময়টি ছাড়া তিনি কখনৈ বাচ্চাদের চোখের বাইরে হতে দেন না।
    পরের দিন সকালে ঠাকুমা চলে যান বন্ধুর বাড়ি, সারা দিন কাটিয়ে রাতে ফিরবেন বলে। মা-ও সুটকেস গুছিয়ে এক হপ্তার জন্য বম্বে যেতে হবে বলে বেরিয়ে পড়েন হাউজকীপারকে সব দায়িত্ব দিয়ে।
    দুপুরবেলায় আচমকা মা এবং ঠাকুমা ফিরে আসেন, বাচ্চা দুটিকে তাদের ঘরে পাওয়া যায় না, হাউজকীপার বলে অসম্ভব বায়না করছিল বলে ড্রাইভার তাদের বেড়াতে নিয়ে গেছে। বেড়াতে নিয়ে গেছিল বটে তবে আউটহাউজে নিজেদের ঘরে। সিকিউরিটি গার্ড, ড্রাইভার এবং সেই রান্নার লোক তিনজনেই সময় কাটাতেন বাচ্চাদের সাথে।
    মা পুলিশ ডাকেন, তিনজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়, টাকার জোর থাকায় সেই খবর মিডিয়া অব্দি পৌঁছায়ও না।
    বাবা-মা বাড়ি বেচে, শহর বদলে, দেশ বদলে, অন্য দেশের অন্য শহরে চলে যান। তিন ভাই-বোনকেই আধুনিক দেশে আধুনিক চিন্তাধারায় মানসিক এবং শারীরিক যন্ত্রণা ভোলার সুযোগ দেওয়া হয়। মা-র মনের অসুখ আজও সারানো যায় নি, নিজের কেরিয়ারের কথা, চাকরির কথাও তিনি আর ভাবেন নি।
  • ব্যাং | 132.178.209.151 | ২৫ আগস্ট ২০১২ ১৩:৩০571063
  • কেলো, এই গল্পটার কথা মনে পড়লেই আমার অসম্ভব অস্থির লাগে, তাই বলেছিলাম নিজের সাথে যুদ্ধু ইত্যাদি।
  • a x | 138.249.1.194 | ২৫ আগস্ট ২০১২ ১৩:৩৯571064
  • বাবার মন নেই?
  • কেলো | 116.199.98.139 | ২৫ আগস্ট ২০১২ ১৩:৪১571065
  • ব্যাংদির বলা ঘটনাটি ভয়ঙ্কর হলেও এক্ষেত্রে মার সেই বোধটুকু ছিল, বাইরের কারো সেটা মাথায় গজাল মেরে ঢুকিয়ে দিতে হয় নি। আমার কেসটিতে .. হেঁ হেঁ মানে...
    তাছাড়া এক্ষেত্রে ভুত তো সর্ষেতেই। একজন সিকিউরিটি গার্ড, রান্নার লোক বা ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দেওয়া সোজা। কিন্তু নিজের .. মানে....

    এরাম! M কি কিকিদি নাকি? আরও কেলো করিচি....
    আমি ভাবলাম M হল মিঠুদি।
    মিঠুদি/সৈকতদা বোধহয় এই পরিবারটিকে চেনেন।

    ব্যাংদির ঘটনা শুনে আমার আরও ঘটনা পেয়েছে.. চাট্টি ডিমের্ঝোল খেয়ে বলব সেটা। সেটা অবশ্য দু লাইনের।
  • ব্যাং | 132.178.209.151 | ২৫ আগস্ট ২০১২ ১৩:৪৪571066
  • বাবার মন? জানি না অক্ষ। নিশ্চয়ই আছে। তা নয়তো শিকড়সুদ্ধু উপড়ে অন্য জায়্গায় যাবেন কেন? তবে বাবার মনের অসুখ সারানোর জন্য কী উপায় নিয়েছেন, সেটা আমার জানা নেই।
  • ব্যাং | 132.178.209.151 | ২৫ আগস্ট ২০১২ ১৩:৪৬571067
  • কেলো, একদম ঠিক বলেছেন। অনাত্মীয় লোকের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া সোজা। কিন্তু ভূতটি ঘরের ভিতরের হলে খুব খুব শক্ত। কিন্তু ঐ, ঐটাই বলব। মাকে শক্ত হতেই হবে, আপত্তি করতেই হবে, ঐ বাড়ি থেকে বেরিয়ে আসতেই হবে মেয়েকে নিয়ে, যদি তাতে সাজানো সবকিছু তছনছ হয়ে যায় তাতেও।
  • ব্যাং | 132.178.209.151 | ২৫ আগস্ট ২০১২ ১৩:৫৫571068
  • কেলো, গল্পটা লিখলাম এই কারনে, যাতে মা ভূতটিকে হাতেনাতে ধরার জন্য এরকম একটা কিছু করেন।
  • কেলো | 116.199.98.139 | ২৫ আগস্ট ২০১২ ১৪:১৬571069
  • তার সম্ভাবনা নেইই। যে সর্ষেটি দিয়ে ভুত ঝাড়ানো হবে, ভুত তো আগে থেকেই সেই সর্ষে অকুপাই করে বসে আছে। সম্ভবত সর্বপ্রথম এই অভিযোগ ভুত নিজেই জানতে পারেন, তারপর ভুতনী ও অন্যান্য আত্মীয়-বন্ধুরা। আমি তো জেনেছি শেষেরও শেষে। (আমার স্যোসাল স্ট্যাটাস অনুসারে) :)
    জেনেই তো ভুত শুনলাম মিশনারী স্কুলের খ্রীষ্টীয় সংস্কারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন... এবং ..

    ভুত তো এখন বেজায় অ্যালার্ট, ধরার কোন সম্ভাবনাই নেই। আর অ্যাবিউজটা কোন লেভেলে সেটাই তো আমি এখনো জানি না। ওই দম্পতি বা সেই স্কুলও সেটা আদৌ জানে কি না কে জানে !!
  • ব্যাং | 132.172.243.96 | ২৫ আগস্ট ২০১২ ১৪:২৮571072
  • কেলো, অক্ষর ১২ঃ৪৭য়ের পোস্টটা পড়ুন, যেমন বলেচে ঐ ভাবে বাচ্চাটির বাবামাকে বোঝান। অক্ষ একদম ঠিক বলেছে।
  • siki | 96.98.43.85 | ২৫ আগস্ট ২০১২ ১৪:২৮571071
  • এবার আমি তা হলে একটা ভূতের গল্প বলি। এই বছরেরই ঘটনা। আগে বলেছিলাম কিনা, খেয়াল নেই।

    আমার মেয়ে আমাদের সোসাইটিরই এক বাড়িতে থাকে দুপুরে স্কুল থেকে ফিরে। ভদ্রমহিলার নিজের মেয়ে আর আমার মেয়ে একই স্কুলে পড়ে, একই বাসে ফেরে, তাই এই ব্যবস্থা, নামমাত্র সম্মানদক্ষিণার বিনিময়ে। আমার মেয়ের সাথে আরও দু একটি বাচ্চাকেও উনি রাখেন, আনঅফিসিয়ালি একটা ক্রেশ মতন ব্যবস্থা।

    তাঁর পাশের ফ্ল্যাটেও আরেক মহিলা একই সময়ে বিজ্ঞাপন দিয়ে টিয়ে ক্রেশ বা ডে কেয়ার চালু করেছিলেন। আমার মেয়েকে যিনি রাখেন তিনি বাঙালি, আর পাশের ফ্ল্যাটের মহিলা অবাঙালি, ফলে বাচ্চা রাখার ডিভিশনটাও সেভাবেই হয়ে গেছিল। বাঙালি মহিলা প্রথমে অবাঙালিনীকে অনুরোধ করেছিলেন একসাথে ডে-কেয়ারটা চালু করতে, তা হলে অনেক বেশি বাচ্চাকেও রাখা যেত, কাজের লোকের খরচাটাও অর্ধেক হয়ে যেত, ইত্যাদি। তো অবাঙালিনী শোনেন নি সে কথা, তিনি নিজের মত শুরু করে দেন এবং এই বাঙালি মহিলার সাথে ক্রমশ বাক্যালাপ বন্ধ করে দেন, কেন তা ভগায় জানে!

    কিছু মাস আগে, এই বছরেই, সেই অবাঙালি ডে কেয়ারে থাকা একটা বাচ্চা বাড়ি গিয়ে রেগুলার অভিযোগ করত, ঐ বাড়ির "দাদাজি" তার সাথে "কিছু-একটা" করে, আন্টি যখন থাকে না, তখন। দু একবার মা বাবা বুঝতে পারে নি পাত্তা দেয় নি, কিন্তু লাগাতার এই কথা বলতে থাকায় তখন বিব্রত হয়ে ঐ ডে-কেয়ারেই থাকে এমন অন্য বাচ্চার মা-বাবার সাতে তাঁরা যোগাযোগ করেন।

    কথায় কথায় জানা যায়, ঐ ডে কেয়ারের প্রায় প্রত্যেক বাচ্চাই ঐ অবাঙালি মহিলার শ্বশুর কর্তৃক অ্যাবিউজড হয়েছে, কেউ বাবা-মাকে বলেছে, কেউ কিছু বলতে পারে নি, কারুর বাবামা হয় তো বুঝতে পারে নি বাচ্চার বয়ান। যখন তিনচারটে কেস একদম খাপে খাপে মিলে গেল, খবর দেওয়া হল সোসাইটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে।

    এর পর সোসাইটির লোকজন দল বেঁধে এসে বৃদ্ধকে খানিক চড়থপ্পড় লাগায়, আর ঐ মহিলাকে জানিয়ে দেয় তিন দিনের মধ্যে ঐ বৃদ্ধ যেন এই সোসাইটি ছেড়ে বেরিয়ে যায়, নইলে তাঁরা প্রতিটা ঘটনা পুলিশে জানাবেন এবং তারপরে আইনি রাস্তায় চলবেন।

    মহিলার ডে-কেয়ারটি তারপরে ভোগে গেছে, শ্বশুরকে দেশের বাড়িতে রেখে আসা হয়েছে, এখন সেই সব বাচ্চারা কোথায় থাকে দুপুরে, জানি না।

    এই ফেব্রুয়ারি মার্চের ঘটনা।
  • তাতিন | 127.197.75.189 | ২৫ আগস্ট ২০১২ ১৬:৫৮571073
  • ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করার টপিকের অবভিয়াসলি অভাব। মোস্টলি বাচ্চারা খুব বোরিং অ ত্যাঁদোড় হয়, একাধারে
  • pi | 82.83.82.13 | ২৫ আগস্ট ২০১২ ১৮:৩৪571074
  • http://elaan.wordpress.com/about/
    এদের কারুর সাথে যোগাযোগ করতে চাইলে বলবেন।
  • kd | 69.93.218.81 | ২৫ আগস্ট ২০১২ ১৮:৪৩571075
  • যা! বাচ্ছারা দারুণ ক্রিয়েটিভ হয়। একই খেলা নিজেদের পছন্দমতো রুল পাল্টে খেলতে ওস্তাদ - বড়দের হ্যাঙ্গাপ ওদের নেই।

    একবার ওদের সঙ্গে লুডো খেলতে বসে দেখলুম পুরো উল্টো ডিরেক্শনে খেলছে - মাঝে ঘুঁটি উঠে যাওয়ার ঘর থেকে নিজের নিজের ঘরে ফিরে যাচ্ছে। খেলতে গিয়ে ঘেমে চান করে গিয়েছিলুম। এক "গুরুজন" ওদের কাছে হেরে ভুত হচ্ছে দেখে কি উল্লাস!
    হ্যাঁ, ওদের সঙ্গে মিশতে গেলে মনটাকেও ওদের মতো করে নিতে হয়। অনেক সময়ই আমরা তা পারি না - আমাদের দুর্ভাগ্য।

    তবে হ্যাঁ, কিছু কিছু আছে, পুরো শু...র বাচ্ছা।
  • প্পন | 122.133.206.23 | ২৫ আগস্ট ২০১২ ১৯:২৩571076
  • পাঁচ বছরের বাচ্চার সাথে খেলার অপশনের অভাব? পাঁচ বছরের?!

    ছ'মাসের কি এক বছরের হলে নাও বুঝতাম।
  • b | 135.20.82.166 | ২৫ আগস্ট ২০১২ ১৯:২৭571077
  • তবে প্যান্ট নামানো অপ্টিমাইজড সলুশন?
  • bb | 127.195.175.89 | ২৫ আগস্ট ২০১২ ১৯:৩১571078
  • কেলো - আপনার জন্য এটা খুবই 'নাজুক' কেস এবং আমার মনে হয় আপাততঃ আপনি সঠিক, কারণ এই ক্ষেত্রে 'বাইরের' লোক হিসাবে আপনার বিশ্বাসযোগ্যতা কম। কিন্তু একই সঙ্গে এটা ঠিক যে আপনি একদম চুপ করে থাকলে বাচ্চাটির প্রতি অবিচার হবে। ভেবেশুনে পদক্ষেপ নিন।
    রিদ্ধি বা তাতিন যা বলেছেন ছেলেদের সম্বন্ধে এটা যুগে যুগে আছে। আমাদের সময়ে আমরা ঐ ধরণের শারীরিক ছেলেদের এড়িয়ে চলতাম।
  • jhumjhumi | 127.194.225.1 | ২৫ আগস্ট ২০১২ ২০:১১571079
  • মেয়েটির মা বোধ হয় আমাদের দেশের সেই ১% অতি সুরক্ষিত মহিলাদের একজন, যাঁকে কখনো abuse এর শিকার হতে হয় নি। নইলে নিজের সন্তনের ভালো নিশ্চয় বুঝতেন।
    আর ব্যাং দি কে বলি, আপনার মতো অভিজ্ঞতা আমার ও আছে,শুধু একটা নয়, অনেক। প্রাথমিক ভাবে যে মাকে বলতে হয় এই বোধ্টাই হয় নি। পরে যখন বলেছিলাম মা বিশ্বাস করে নি। পরে আর কখনো মাকে কিছু বলিনি। আর আমার বাবা ছিলেন ব্যোম ভোলা মানুষ। তাঁর চোখের সমনে কিছু ঘটলেও তিনি দেখতে পান না। সুতরাং বুঝে গিয়েছিলাম নিজেকে বাঁচাতে আপনা হাত জগন্নাথ ই ভরসা।কিন্তু আমি আমার মেয়েদের শৈশব এত অসুরক্ষিত হোক কিছুতেই চাই না। আমি কাউকে বিশ্বাস করি না। আমি জানি সব কিছু হতে পারে, অসম্ভব বলে কিছু হয় না।
    কেলোদা, মেয়েটির জন্য আপনার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। যাদের বাপ-মারা কিছু বুঝতে চায় না, সেই সন্তানেরা বড় অভাগা।
  • mithu | 60.82.180.165 | ২৫ আগস্ট ২০১২ ২০:২৪571080
  • কৌশিক, কদিন ধরে নানা কারণে খুব বিচলিত আছি- তাই লেখা হয় নি। আপনার এই লেখাটা পড়ে কেন জানিনা আমার 'ওদের' কথাই মনে হয়েছিলো।
    এইটা পড়ার পর থেকে এত রেগে যাচ্ছি যে বলার কথা নয়।
    সব কিছুর পরেও লোকটি সম্পর্কে আমার কিছু অবজারভেশান আছে। বন্ধুটি নিজের বিশ্বাসের প্রশ্নে খুব দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন। 'ভুত' এরকম কিছু করে এটা তার বিশ্বাসের সঙ্গে মেলে না।ফলে ,সে সম্ভাবনা, এমনকি চিন্তা করার ক্ষমতাকেও ও ভুতের প্রতি বিশ্বাসের কাছে বন্ধক রেখেছে।

    এমনিতে তারমত ভদ্র, নরমসরম মানুষ আজকালকার যুগে কম মেলে। পারিবারিক মানুষ হিসেবে এই বিপর্যয়ের কথা চিন্তাতেও আনতে পারে না বলেই সম্ভবত ও এটা মানতে পারছে না।

    যাই হোক, যদি এই বিষয়ে আমি/আমরা কিছু করতে পারি, বা কথা বলতে পারি অবশ্যই জানাবেন।

    রাগের সঙ্গেও ওর এই আচরণ, বিশ্বাস না করা আমার মানতে খুব কষ্ট হচ্ছে।
  • sosen | 126.203.204.202 | ২৫ আগস্ট ২০১২ ২০:২৬571082
  • হুম।
    ছিলাম না। এসে সব পড়ে আর একবার চলে যাওয়াটাই নিজের ও অন্যদের জন্য ভালো মনে হচ্ছে।
    ঘটনাপাতি সংখ্যায় এত বেশি যে আমার আর ঘটনা ও পাচ্ছে না। জাস্ট এখানে দু একজনের পোস্ট পড়ে তাদের ধরে ক্যালাতে ইচ্ছে করছে। সিম্পলি।
  • siki | 96.98.43.85 | ২৫ আগস্ট ২০১২ ২০:৩০571083
  • জানি না কী বলব।
  • pi | 82.83.82.13 | ২৫ আগস্ট ২০১২ ২০:৩২571084
  • কেলোদা, আপনি বাচ্চাটার সাথে গল্প গাছা করেন ? খুব ছোট, তাও ওর আচরণ থেকেই যদি স্কুল বুঝে থাকে, আপনারা ইন্টারায়াক্ট করলে হয়তো কিছু বুঝলেও বুঝতে পারেন। বিশেষ করে এই স্কুল পরিবর্তনের ব্যাপারে সে কী বলে ?
    আর elaan এর সাথে যোগাযোগ করতে পারেন, ওরা এরকম অনেক কেস নিয়ে ডিল করতো বল এজানি, কোন কাজের পরামর্শও দিতে পারে। মানে, মা বাবাকে কীকরে কি বোঝানো যায়, স্কুলের থেকে কীকরে কী জানা যায় ইত্যাদি।
  • tatin | 127.197.75.189 | ২৫ আগস্ট ২০১২ ২১:৩৪571085
  • sosen,

    এইটা ঠিক বলেছেন। পৃথিবীটা মোটেই খুব একটা ভালো জায়গা নয়। অতি বিচ্ছিরি বিচ্ছিরি নোংরা নোংরা কাজই বেশি হয় এখানে। আমার তো মাঝে মাঝে মনে হয় ভগবান বলে অ্যাকচুয়ালি কেউ থাকলে মালটা চূড়ান্ত লেভেলের পারভার্ট, খুনোখুনি অত্যাচার কষ্ট দেখে অরাজমিক প্লেজার নিতে সৃষ্টি ফ্রিষ্টি বানিয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক খুলে এই সেদিন দেখলাম একটা বুড়ো বাঘ ফুটফুটে হরিণ ছানাকে তারিয়ে তারিয়ে খাচ্ছে আর হরিণ ছানার পা দুটো তখনও ছটফটাচ্ছে।
    তো ওভার অল যা যা বিচ্ছিরি বাজে ব্যাপার হচ্ছে তার প্রায় কিছুই আপনি বা আপনারা এ জন্মে ঠেকাতে পারবেন না। পঞ্চাশটা জন্ম দেওয়া হলেও পারবেন না- ফলে যে কটা দিন বেঁচে থাকতেই হচ্ছে, আস্ত থাকাটা পাঁঠার নিজের পক্ষেই একমাত্র দরকার ভেবে কাটিয়ে যাওয়াই শ্রেয়।
  • sosen | 126.203.206.151 | ২৫ আগস্ট ২০১২ ২২:০০571086
  • তাতিন, এই সুচিন্তিত মতামত পড়তে খুব ভালো লাগলো, কারণ পাঁঠাদের লিখিত মতামত প্রায়ই পাওয়া যায় না। বুড়ো বাঘ হরিন ছানাকে খাচ্ছে এটাও পাঁঠাদের পক্ষে শকিং, কারণ হরিণ ক্রমশ কমে আসছে , পাঁঠাদের ভয়ের কারণ বাড়ছে।
    এ ছাড়া এই মতামতের কোনো যৌক্তিকতা অবশ্য আমার কাছে নেই। মানুষে এখনো এক জন্মে যা করা সম্ভব তাই করার চেষ্টা করে। সে বিষয়ে পাঁঠাদের এডভাইস তারা সচরাচর নেয় না।
  • তাতিন | 127.197.69.94 | ২৫ আগস্ট ২০১২ ২২:৩৪571087
  • চেষ্টা করতে করতে জন্মটাই চলে যাবে- এমন মানবজনম আর কী হবে? ভুলভাল চেষ্টা করছেন ভাববেন আর 'চলে যাওয়াই ভালো' ভেবে কষ্টেসৃষ্টে বেঁচে থাকবেন কটা দিন।
  • VB | 161.141.84.239 | ২৬ আগস্ট ২০১২ ০২:০৫571088
  • কেলো, আপনার উত্তরগুলোর জন্য অনেক থ্যাংকু। এখানে তার পরে অনেক কথাই হয়েছে, গুরুত্বপূর্ণ সব কথাই প্রায় হয়ে গেছে।

    আমার প্রথমে মনে হয়েছিলো বাচ্চা মেয়েটি অন্তত আট কি নয় বছরের, কিন্তু মাত্র ৫ বছরের শিশু শুনে মনটা আরো উদ্বিঘ্ন হলো।

    কিন্তু গোটা ঘটনায় আরো মনে হচ্ছে বাচ্চার মা-বাবা নিজেরাই এখনো অপরিণত বালকবালিকা টাইপের, সংসার চলে "গুরুজনের" নির্দেশে, এরা নিজেরা বাচ্চার ভালোমন্দ নিয়ে ভাবিত ও দায়িত্বশীল হলে স্কুল কর্তৃপক্ষকে আরো চেপে ধরতেন, এতবড়ো একটা অভিযোগ কেন তার প্রমাণ দেবার জন্য।

    এর সমান্তরাল একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে ঐ নামীদামী স্কুল এই ট্র্যাডিশনাল ও মধ্যবিত্ত টাইপ পরিবারের বাচ্চাটিকে সরিয়ে সেই খালি সিটে প্রচুর ডোনেশন নিয়ে লাইনে দাঁড়ানো বাবামায়ের কোনো মেয়েকে নেবার জন্য সচেষ্ট। তাই এদের দুর্বল জায়্গায় খোঁচা মেরেছে, চাকরি ছাড়ার কথা বলেছে, হয়তো এরা তেমন "দিতেথুতে" পারে না, বাবা ভদ্রলোকও দেখা গেল তটস্থ হয়ে আছেন পাছে প্রিন্সিপাল তাকে এলিতেলি মনে করে, তাই কোম্পানীর নাম জানে না দেখে অত রিয়াক্শন। ওরাও মায়ের চাকরি ছাড়ার কথা তুলে এমন কায়্দা করেছে যাতে এরা বাচ্চাটিকে ছাড়িয়ে নিয়ে যায়। এইরকম একটা সম্ভাবনা ও থেকেই যাচ্ছে।
    এতবড়ো একটা অভিযোগ এইভাবে কোনোপক্ষ যদি তোলে প্রমাণ করার কিছুটা দায়িত্ব তাদের থাকেই, বিশেষত যখন এই বাচ্চা মেয়েটিকে দিনের শেষে ঐ বাপমা র সংসারে ভুতপ্রবণ পরিবারেই ফিরতে হচ্ছে, কোনো ফস্টার কেয়ারের বন্দোবস্ত কোথাও নেই।

    এটা একটা তৃতীয় সম্ভাবনা মাত্র, প্রধান ব্যাপার অবশ্যই বাচ্চাটির নিরাপত্তা ও ভালো জীবন। সে সত্যি সত্যি অ্যাবিউজ্ড হচ্ছিলো কিনা হলে কীভাবে হচ্ছিলো সেটা জানা জরুরী।

    এইসবই ঘটনাগুলো শুনে বাইরের একজন পর্যবেক্ষকের যা মনে হয় তাই বললাম। এতে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকেই আমি চিনি না বা জানি না।
  • chokh | 79.211.8.7 | ২৬ আগস্ট ২০১২ ০৩:৩৩571089
  • ভূত, ভূত, ভূত। দীর্ঘ....
    বড্ড চোখে লাগছে। সিরিয়াস আলোচনাতেও না বলে পারা গেল না।
  • aranya | 154.160.5.25 | ২৬ আগস্ট ২০১২ ০৯:০৫571090
  • ছেলে-রাও অ্যাবিউসড হয়, আমার এক বন্ধু যেমন, ফর্সা গোলগাল বাচ্চা ছিল, মিশনের স্কুলে ছোটবেলা থেকে এক শিক্ষকের হাতে মলেস্টেড হত, শেষ অব্দি স্কুল ছাড়তে বাধ্য হয়। দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে, সারা জীবনের মত। মানসিক সমস্যা, মেয়েদের সাথে মেলামেশা করতে ভয়, এদিকে গে নয় - একটা জীবন ধ্বংস হয়ে গেল।

    তবে বাচ্চা মেয়েদের তুলনায় ছেলেদের ওপর অত্যাচারের সংখ্যা হয়ত অনেক কম। আর ভিক্টিম সে ছেলেই হোক বা মেয়ে, মলেস্টর প্রায় সব সময়েই পুরুষ :-( ।

    সুমনের সেই লাইনটা মনে পড়ে - '... আমার মুখেও দেখ কি সুমনা, নপুংসকের মুখ.. ' ।
  • pi | 82.83.82.13 | ২৬ আগস্ট ২০১২ ০৯:৪০571091
  • কেন, নপুংসকের মুখ কি খারাপ ? ঃ)

    জানি, এখানে নপুংসকদের মিন করে বলা হচ্ছেনা, মেরুদণ্ডহীনতা বোঝাতে ব্যবহার করা হচ্ছে , এরকম ই বলা হবে। ঠিক আছে। কিন্তু মপুংসকের সাথে মেরুদণ্ডহীনতা ইক্যুয়েট করা, শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করা আর কতদিন চলবে ? এই ফ্রেজগুলো এবার একটু সচেতন হয়ে বর্জন করা যায় না ?
    জানি, এটা সুমন ব্যবহার করেছেন। ওঁকেও একই কথা বলার।

    এনিয়ে তাতিনের পোস্ট নামলো বলে। কিন্তু এর আগে অনেক হয়েছে, এনিয়ে আর তোর সাথে তর্কে যাবো না।
  • aranya | 78.38.243.161 | ২৬ আগস্ট ২০১২ ০৯:৪৯571093
  • পাই, একমত। ঐ লাইন-টা পোস্ট করেই এটা মনে হয়েছিল। ভুল স্বীকার করছি।

    মূল বক্তব্য-টা অবশ্য ছিল - মলেস্টর, ধর্ষক, পেডোফাইল - এই ক্যাটাগরি-তে ছেলেদের একচেটিয়া প্রাধান্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন